এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ২৯০০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 72.64.102.203 | ০২ অক্টোবর ২০০৯ ২৩:৩১405493
  • পাইকে বলি, অক্ষর লেখাটাতে তোমার প্রশ্নের উত্তর কিছুটা আছে। "মনমোহন চিদামবরমের ---- বামফ্রন্টও"।
    যতই সিপিএমকে হিংসার রাজনীতির সঙ্গে এক করে দেখতে চাও - বামফ্রন্ট বা সিপিএম মানে সেটাই শুধু নয় । বামফ্রন্ট মানে সারা ভারতের মানুষের একটা অল্টার্নেটিভ ভয়েস - যেটা এই এক্সট্রীমিস্টরা কখনই নয়। তোমরা হয়তো লেফট ফ্রন্টকে এস্টাব্লিশমেন্টে দেখে বড় হয়েছ বলে অন্যরকম দেখ - কিন্তু অন্যদের জিজ্ঞেস কর - আদিবাসী-অনাদিবাসী, জাত নির্বিশেষে , ভাষা, ধর্ম, জেন্ডার নির্বিশেষে সব মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কার দিকে তাকাবে মানুষ? একস্ট্র্রীমিস্টরা শত্রু খুঁজতে যতটা ওস্তাদ - কিছু করে দেখাতে ততটা নয়। খবরের কাগজে লাল কালি দিয়ে তারা লিখে রাখলো ( ঐ খবরের কাগজে লেখা দেখে তাদের খুব আদর্শবাদী ভাবতাম) 'আত্মনিয়ন্ত্রণের অধিকার অস্মীয়া জাতির মৌলিক অধিকার - আল্ফার সাথে সুর মিলিয়ে। --এদের মধ্যে এক্সক্লুশনের ভাবই বেশি -- ছোটখাটো -- হোমোজেনাস পোপুলেশনে পপুলারিটি পাবে -- বাকী কলশনিকভের দয়া। উল্টোদিকে সিপিএমকে আমরা দেখেছি মরতে আমাদের জন্য - আমাদের পছন্দমতো নামের -- পছন্দমতো সিভির সিপিএম অবশ্য - কবিতা লেখা-চশমা পরা শিক্ষিত সিপিএম। কোন এক জায়গায় অক্ষর মতৈ উল্টোদিকের আবেগে সেই ছেলেগুলোর সাথে - অচেনা অন্যরকম নাম আর ব্যাকগ্রাউন্ডের , ভিলেনগোছের লোকগুলো কোথাও এক হয়ে যায়, এক হয়ে যায় শাবলে আঘাতে হাড়গোড় ভেঙে মরা লোকগুলো যারা হয়তোবা তোমাদের কথামতো পুলিশের চরই ছিল - কারন কোথাও এরা সবাই একটা কন্ঠস্বরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে - যার কোন বিকল্প আজও আমার কাছে নেই।
  • Du | 72.64.102.203 | ০২ অক্টোবর ২০০৯ ২৩:৪০405494
  • পাই তোমার পয়েন্টটা অত্যাচারিত যে কোন মানুষের ওপর ইউজ করা যায় - প্যালেস্তীনীয়া -- অর ওয়াটেভার।
  • pinaki | 131.151.102.250 | ০৩ অক্টোবর ২০০৯ ০২:২৩405495
  • কন্ঠস্বরকে বাঁচিয়ে রাখতে গেলে পুলিশের চর কেন হতে হবে - সেটা ক্লিয়ার হল না। যদিও আমি মনে করি না মাওবাদীদের এই হত্যাগুলো প্রয়োজনীয়। তার কারণটা এটা নয় যে যুদ্ধের সময় শত্রুপক্ষের চরদের কখনই মেরে ফেলা যায় না, বা ঐ রকম হিউম্যানিস্ট কোনও জেনারাইলেজেশন। নিজেকে ওখানে বসিয়ে দেখুন। একটা লোক পুলিশের কাছে আপনার গতিবিধির খবর দিচ্ছে, যার উপর বেস করে পুলিশ আপনাকে মেরে ফেলবে। তাহলে এটা তো 'কিল অর গেট কিলড' সিচুয়েশন। সেই পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর জন্যে এজেন্টদের মারতে হতেই পারে। আমার আপত্তিটা সেটা নয়। আপত্তিটা হল, এই যে সো কলড 'যুদ্ধকালীন পরিস্থিতি' - এটা কিছুটা মাওবাদীদের মনোগত সৃষ্টিও বটে। সমাজের বিপুল সংখ্যক মানুষ যদি সেই যুদ্ধটাকে মাওবাদীদের মতন করে ওন করত, তাহলে পুলিশও এত সহজে দারিদ্রের সুযোগ নিয়ে লোককে চর বানাতে পারত না। একটা আন্দোলনের এলাকায় ছ'মাসের মধ্যে যদি পঞ্চাশজনকে চর বলে মেরে ফেলতে হয়, সেটা একই সাথে এটাও প্রমাণ করে হয়তো যে একটা বড় অংশের মানুষ এখনই এই আন্দোলনের জন্যে পুলিশের অত্যাচার সয়ে মৃত্যুবরণের জায়গায় নেই। তার চেয়ে পুলিশের চর হয়ে বেঁচে থাকাকে তারা বেশী নিরাপদ বলে মনে করছে। নন্দীগ্রামেও প্রচুর খুনোখুনি হয়েছে, প্রথম থেকেই সশস্ত্র আন্দোলন, কিন্তু আন্দোলনকারীদের মধ্যে এরকম শয়ে শয়ে চর বেরিয়েছে কি? কোনও একটা ইস্যুর উপর বেস করে এলাকায় শার্প পোলারাইজেশন হয়ে গ্যাছে। এবং যারা ইস্যুটাকে ওন করেছে, তারা মরার ভয়কে উপেক্ষা করেই ওন করেছে।

    ভারতের দরিদ্রতম এলাকাগুলোতে একমাত্র মাওবাদীরাই সংগঠন গড়তে পেরেছে - এটা একদিকে যেমন এটা প্রমাণ করে যে ঐ এলাকাগুলোয় সি পি এম মার্কা পার্লামেন্টারি নেকুপুষু রাজনীতি দিয়ে কিছু হবে না, সশস্ত্র বাহিনী লাগবেই, ঠিক তেমনই সারা ভারতের অন্যত্র, বিশেষত: শ্রমিক অঞ্চলগুলোয় তাদের অনুপস্থিতি একই সাথে এটাও প্রমাণ করে যে ঐ আদিবাসী অঞ্চলগুলোর রাজনীতি আর আন্দোলনের ধরণকে সারা ভারতের জন্য জেনারালাইজ করে সর্বত্র রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক যুদ্ধের হাঁক দিয়ে তারা ভুল করছে। লালগড় আর মালকানগিরি এক নয়। এসব জায়গায় মাইন আর এ কে ৪৭ এর যুদ্ধ করতে গেলে যা হবার ছিল - তাই হচ্ছে। পুলিশের চর বাছতে গাঁ উজাড় হয়ে যাচ্ছে।
  • tatin | 70.177.58.19 | ০৩ অক্টোবর ২০০৯ ০৪:৫১405496
  • পিনাকিদা,
  • pinaki | 131.151.102.250 | ০৩ অক্টোবর ২০০৯ ০৫:১৯405497
  • হ্যাঁ, বল।
  • aranya | 192.128.167.68 | ০৩ অক্টোবর ২০০৯ ০৬:০৮405498
  • পাই,অক্ষ
    তোমাদের একটু পরে লিখছি।
    পিনাকী,
    তোমার লেখাটা ভাল লাগল, বেশ বিশ্লেষণধর্মী লেখা। প্রায় দু যুগ আগে iit-তে পড়ার সময় আমরা কিছু so called বামপন্থী ছেলে এইসব নিয়ে খুব আলোচনা করতাম। আমি DSF-এর সাথে যুক্ত ছিলাম, আমার খুব প্রিয় একজন সিনিয়র, সুমন (ডাকনাম বাটা) এখনো 'শ্রমিক সংগ্রাম সমিতি'-র সাথে খুব actively involvediit-তে অবশ্য আমরা সিপিএম-এর ছেলেদের সাথে একসঙ্গেই কাজ করতাম, কারণ আগ্রহী ছেলের সংখ্যাই এতো কম ছিল।
    ভারতের দরিদ্রতম এলাকাতে, যেমন, মালকানগিরিতে সশস্ত্র বাহিনীর কাজের ব্লু প্রিন্ট-টা ঠিক কি, সেটা একটু বুঝতে চাই। এলাকা দখলের পরে কোনো এক সময় তো উন্নয়নের ব্যাপারটা address করতে হবে, একশ দিনের কাজ বা অন্য কোনো প্রকল্প, যাতে লোকে খেতে পায়, আর স্কুল ইত্যাদিও করতে হবে,যাতে বাচ্চাগুলো এই দারিদ্র্য থেকে বেরোনোর একটা ক্ষীণ চেষ্টা করতে পারে, তো এগুলো সরকারের সাহায্য ছাড়া কি ভাবে সম্ভব - এ ব্যাপারে মাওবাদীরা কি ভাবছে সেটাই জানতে চাই।
    তবে কোনো চাপ নেই, ইচ্ছে এবং সময় হলে, আর তোমার কাছে যদি তথ্য থাকে, তবেই লিখ।
  • aranya | 192.128.166.68 | ০৩ অক্টোবর ২০০৯ ০৭:১৪405499
  • পাই,
    আমাদের দূর্ভাগ্য যে জঙ্গী আন্দোলন ছাড়া সরকারের কানে জল ঢোকে না। 'পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ' না কি যেন একটা ছিল, কুখ্যাত সুশান্ত ঘোষের দায়িত্বে, সেটা কোনো ই কাজ করে নি এতোদিন। এখন মাওবাদীদের গুঁতো খেয়ে সেই ঘুমন্ত পর্ষদ-কে আবার জাগিয়ে জরুরী ভিত্তিতে একগাদা প্রকল্প গ্রহণ করা হয়েছে, ইতিবাচক পদক্ষেপ বলতে আমি সেই উন্নয়নমূলক প্রকল্প গুলোর কথা-ই বলছি।
    বুদ্ধবাবুর গাড়ী আক্রমণের আগেও পুলিশ অত্যাচার করত, কারণ ঐ এলাকায় মাওবাদী কাজকর্ম বহুদিন ধরেই চলছে, তবে অত্যাচার -এর পরিমাণ কম ছিল, গাড়ী আক্রমণের পর বেড়েছে।
    তবে কোনো অঞ্চলে মাওবাদী রা না থাকলেও পুলিশ, পার্টির ক্যাডার এরা গরিবদের ওপর অত্যাচার করেই থাকে, তবে মাওবাদী থাকলে সেই অত্যাচারের extent-টা অনেক বেড়ে যায়, এই আর কি। আবার গরীব আদিবাসী বা দলিতদের ওপর অত্যাচার বেশী হয় অন্য গরীব -দের থেকে, এসব তো আমরা জানিই। তারা থাকলে দরিদ্র মানুষের ওপর অত্যাচার বাড়বে, তাও মাওবাদীরা থাকছে কারণ তারা থাকলে সুদূর ভবিষ্যতে কখনো গরিবগুলোর অবস্থার উন্নতি হবে - এই তো। সেই সুদূর সোনালী স্বপ্নের জন্য এখন বেচারারা tortured হোক, raped হোক, কারণ end justifies the means, আমি এই end justifies the means তঙ্কেÄ বিশ্বাস করি না।

    সালোয়া জুড়ুম এত অমানবিক একটা ব্যাপার - আদিবাসীদের দিয়ে আদিবাসী হত্যা, তাদের জোড় করে ক্যাম্পে আটকে রাখা - এটা আমাদের লজ্জা, সমর্থনের প্রশ্নই আসে না।
    just cpm বলে মারছে না, চর সন্দেহে মারছে - এটা ঠিকই বলেছ, আমার লেখা উচিত ছিল। আমি পিনাকীর সাথে এ ক্ষেত্রে একমত - এত লোক-কে যদি চর সন্দেহে মারতে হয়, তবে মাওবাদী দের planning-এ কিছু গলতা আছে। আন্দোলন সফল হয় বহু লোকের সমর্থন এবং খুবই মুষ্টিমেয় কিছু লোকের বিরোধিতা থাকলে, এখানে তা হচ্ছে কি?
    মাওবাদ মানে কি আমি ভালো জানি না, ছোটোবেলায় রেড বুক ইত্যাদি পড়েছিলাম, এখন স্মৃতি ধূসর হয়ে যাচ্ছে, তবে যদি ধরে নি যে মাওবাদ মানুষের ভালো করার একটা তঙ্কÄ, তবে মাওবাদ থেকে খতম-পন্থা বাদ দিলে যা পড়ে থাকে, ধরা যাক তার নাম মানবতাবাদ, তাকে আমি সমর্থন করি।
    সেরকম বর্তমানের যে সিপিএম পার্টি, তার কার্যকলাপ থেকে যদি ব্যক্তিহত্যা (কেশপুর, গড়বেতা .....), অন্যদলের লোকদের ওপর বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি (জমির ফসল কেটে নেওয়া, একঘরে করে রাখা ....), স্কুল কলেজ গুলোকে নিজেদের পার্টির অফিসে পরিণত করা, এগুলোকে বাদ দেওয়া যায়, তবে সিপিএম-কেও সমর্থন করব। আমার সিপিএম সতীশ পাকরাশী, বিনয় চৌধুরীর সিপিএম, এই সিপিএম নয়।

  • aranya | 144.160.98.31 | ০৩ অক্টোবর ২০০৯ ০৭:২৬405500
  • অক্ষ,
    তুমি ঠিকই বলেছ, cease fire করলেও সরকার betray করতে পারে, অন্ধ্রে বোধহয় এরকম হয়েছে, অস্ত্র সম্বরণের পর সরকার খুঁজে খুঁজে মেরেছে মাওবাদীদের। সুতরাং শুধু cease fire করলেই হবে না, লালগড় ছেড়েই চলে যেতে হবে । সেটা করলে bloodsahde বন্ধ হবে , কিন্ত তাতে তিল তিল করে গড়ে তোলা এতদিনের বেস-টা চলে যাবে, তাই সেটা মাওবাদীরা করবে কি?
  • arjo | 24.42.203.194 | ০৩ অক্টোবর ২০০৯ ০৮:১৩405501
  • ""... দরিদ্রতম এলাকায় একমাত্র মাওবাদীরাই সংগঠন গড়তে পেরেছে .... এটা একদিকে প্রমাণ করে ঐ এলাকাগুলোয় সিপিএম মার্কা নেকুপুষু রাজনীতি দিয়ে কিছু হবে না, সশস্ত্র বাহিনী লাগবেই"" পিনাকির এই কথাটা আর একটু ব্যাখ্যার দাবি রাখে।

    আমার মনে হল এতে প্রমাণিত হয় যে ঐ অঞ্চলে সরকার ব্যর্থ এবং মাওবাদিরা নিজেদের সরকারের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে এস্টাবলিসড করতে পেরেছে। কিন্তু তার মানে এই নয় যে মানুষ মারাই একমাত্র উপায়। ""কিল অর গেট কিলড"" এই লজিক বুশ ইরাক আক্রমণের আগে দিয়েছে, ওবামা আফগানিস্তান আক্রমণ করার জন্য দিয়েছে। সবাই দিয়ে থাকে।
  • a x | 75.53.198.45 | ০৩ অক্টোবর ২০০৯ ০৮:২৪405503
  • অরণ্য, কিন্তু অন্ধ্রে যে বেসিক দাবী দিয়ে শুরু হয়েছিল, ভূমিহীনদের মধ্যে জমি বন্টন, সেটাও তো সরকার করেনি, মানে cease fireএর চুক্তি হিসেবে। তো লালগড় ছেড়ে মাওবাদিরা চলে গেলে এখানের দাবী গুলো মানা হবে এমন মনে করার কারণ?

    আরেকটা কথা, আপনি যখন বলছেন, মাওবাদীরা চলে গেলে, এর থেকে মনে হয় মাওবাদীরা বাইরে থেকে এসেছে। হ্যাঁ কিষেনজী এসেছে, বিকাশ এসেছে। কিন্তু শশধর? এবং আরো অনেক আদিবাসীরাই তো মাওবাদী? মাওবাদীদের একটা বিশাল অংশ তো দলিত, আদিবাসীরাই? মাওবাদীরা তো ঠিক আকাশ থেকে পড়া জিনিস না। পলিটব্যুরো এবং শীর্ষস্থানীয় কিছু নেতা বাদে, এই লোকগুলোই তো মাওবাদী?

    আরো একটা কথা বিনপুর অঞ্চল, শবর আর লোধাদের অঞ্চল। এদের ৪৫% এর হয় টিবি, নয় লেপরসি। ৮ কিলোমিটারের মধ্যে কোনো জল নেই। এখানে জন্মায় মানুষ, গড় লাইফ এক্সপেক্ট্যান্সি ৪০ বছর নিয়ে। এগুলোকে কি খুন বলবেন?

    বেণী ইঞ্জিনিয়ারিং বন্ধ হবার পরে ১৯৮৮ থেকে এখানে কাজ করতেন ৪০০ জন মানুষ আত্মহত্যা, অনাহার, অসুস্থতায় মারা গেছেন। ৪০০ জন! এগুলোকে কি খুন বলবেন? খুন কি খালি বন্দুক তাক করে আর মাইন ফাটিয়েই হয়?
  • aranya | 144.160.98.31 | ০৩ অক্টোবর ২০০৯ ০৮:৫৮405504
  • অক্ষ,
    অন্ধ্রের মত এখানেও বিট্রেয়াল হতে পারে, সরকার কোনো উন্নয়ন না করে শুধু প্রতিশোধ নিতে পারে - একমত।
    মাওবাদ বা পুরো কমিউনিজম ব্যাপারটাই ভারতবর্ষের বাইরে থেকে আসা, তবে আদিবাসীরা অত্যাচারের প্রতিবাদে ইতিহাসে বিভিন্ন সময় বিদ্রোহ করেছে, এটা সেই অর্থে indigenous হতে পারে - বেসিকালি একমত।
    বিনপুরে যারা ৪০ বছরের সম্ভাব্য জীবন নিয়ে জন্মায় তাদের আমরা খুনই করছি - একমত।
    বেণী engineering-এর ৪০০ জন লোককে খুন করা হয়েছে - একমত।
    নিজেরা সরকারে গিয়ে ভেতর থেকে পরিবর্তনের চেষ্টা, আর বনবাসী চেতনা আশ্রমের মত NGO দের কাজ, এর বাইরে practical কোনো solution আছে কিনা সত্যিই জানি না। মাওবাদীরা যদি meaninful কিছু পরিবর্তন আনতে পারে, ভালো ই তো।
    কিন্তু ঐ end justifying means-টার ব্যাপারে তোমার বক্তব্য কি? কবে সমাজ পরিবর্তন হবে সেই প্রচেষ্টা কালে বিন্‌পুরের ছেলেগুলো যদি ৪০ বছরের বদলে পুলিশের হাতে বা চর সন্দেহে মাওবাদীদের হাতে ২০ বছর বয়সে মারা যায়, সেই colateral damage গুলো কি তোমার মতে ঠিক আছে?
  • aranya | 192.128.167.68 | ০৩ অক্টোবর ২০০৯ ০৯:১১405505
  • বেণী ইঞ্জিনীয়ারিং-এর আসেপাশে আর বিনপুরে প্রবল মাওবাদী আন্দোলন হলে বেণীর ৪০০ জন কর্মী কি ভাবে খেয়েপড়ে বেঁচে থাকত আর বিনপুরে র লোধা শবরদের life expectancy-ই বা কি করে বাড়ত, সেটাও বল। উন্নয়নের সেই blue print টাই তো চাইছি মাওবাদী বা মাওবাদ সমর্থকদের কাছ থেকে। শুধু হাওয়ায় কথা বললে তো আর হয় না।
  • a x | 75.53.198.45 | ০৩ অক্টোবর ২০০৯ ০৯:২৩405506
  • which end is justifying which means? লোকগুলো তো এখনও মরছেই। এবং ঠিক হিউম্যান ডিগনিটি সহকারে তো মরছেনা। তো এই মীনস দিয়ে কি এন্ড পাচ্ছে? বনবাসী চেতনা আশ্রম এদের কে রিহ্যাবিলিটেট করার চেষ্টা করে, তারপর? মানে আগের পরিস্থিতিটা কি খুব শান্তিময় সুখের ছিল? আর আপনার এই যুক্তিটা বুঝতে অসুবিধে হল - যে মাওবাদীরা আসছে বলে এরা মরছে, টর্চার্ড এবং রেপড হচ্ছে। তো বনবাসী ধরনের NGO এলেও তো দেখছি এরা মরছে। মহেশ আর সরিতার গল্প জানেন হয়ত। তারাও তো NGOই করত। মাওবাদীদের কোনো রকম উপস্থিতি ছাড়াও তো যেকোনো আপরাইসিংএরই জবাব টর্চার, রেপ। তাহলে তো সব আন্দোলন থামানো উচিৎ, কেননা কবে সোনালী দিন আসবে, তার আশায় আজ কেন "বেচারীরা" কষ্ট পায়।

    আর নিজেরা সরকারের মধ্যে গিয়ে পরিবর্তনের চেষ্টা নামক প্রতিশ্রুতি তো দেখা গেল তেত্রিশ বছরে। এরাও এরকমই বলেছিল না? এদের কাছেও তো পার্লামেন্ট শুয়োরের খোঁয়ার হবার কথা। সরকারের বাবা হয়ে বসল।

    কাজেই না, হনেস্টলি উত্তর নেই।
  • a x | 75.53.198.45 | ০৩ অক্টোবর ২০০৯ ০৯:২৮405507
  • কি করে হবের ব্লু প্রিন্ট জানতে হলে তো ম্যানিফেস্টো পড়তে হবে। মাওবাদীদের ম্যানিফেস্টো আমি পড়িনি।
    আমি লালগড়ে, এই কমাসে কি কি উন্নয়ন হয়েছে, তা পড়েছি। আগে কি ছিলনা, এই ক'মাসে কি হয়েছে, সেটুকু পড়েছি। আপনিও নিশ্চয়ই জানেন।
  • aranya | 144.160.98.31 | ০৩ অক্টোবর ২০০৯ ১০:০৪405508
  • যে কোনো আন্দোলনের সরকারী উত্তর টর্চার, রেপ - এটাও আমার মানতে একটু অসুবিধে হচ্ছে। যে যে আন্দোলনে সরকার মাওবাদী বা অন্য কোনো হিংসার ভুত দেখে, সেখানেই যে বেশী অত্যাচার চালায়, এটা কি পরিষ্কার নয় ?লালগড়ে মাওবাদীরা কিছু কাজ করেছে তা আমি জানি, এবং সরকারের সদিচ্ছা ছাড়া সেগুলো sustainable নয়, এটাও বোধহয় তুমি জান।
    মাওবাদীদের ম্যানিফেষ্টো পড়লেও কিছু জানা যাবে না,কারণ উন্নয়নের কোনো sustainable plan সেই ম্যানিফেষ্টো তে exist করে না। করলে কিষেণজির এত সাংবাদিক সম্মেলনে বা ওদের মুখপাত্র গৌর বাবুর মাধ্যমে মেন স্ট্রিম মিডিয়াতে সেই খবর অনেক আগেই পৌঁছে যেত।
    যে মাওবাদী ছেলেমেয়েরা প্রাণের ঝুঁকি নিয়ে জঙ্গলে ঘুরছে সব মানুষের ভালোর জন্যে, তাদের আমি হাজার বার কুর্ণিশ করছি আবেগের দিক থেকে, কিন্তু practical কোনো long term development plan যখন নেই, থাকা সম্ভবও নয়, তখন শুধু আবেগ দিয়ে মানুষের ভালোর চেয়ে ক্ষতি-ই হবে বেশী , যে লোকগুলো undignified উপায়ে এখনো মরছে, তারা আরো বেশী পরিমাণে মরবে -এই আর কি।
  • h | 61.95.144.10 | ০৪ অক্টোবর ২০০৯ ২২:৪৩405510
  • 'মাওবাদীরা খুন করেছে বটে কিন্তু অল্প কদিনেই অনেক উন্নয়ন করে ফেলেছে।' অথবা, 'সিপিএম/রাজ্য সরকার/ভারত সরকার উন্নয়ন করেছে বটে, কিন্তু অল্প কদিনেই অনেক খুন করে ফেলেছে।'

    এই দুটো ডেড এন্ড আর্গুমেন্ট নিয়ে তর্ক করার কোন অর্থ আছে? আজব মাইরি।
  • h | 61.95.144.10 | ০৪ অক্টোবর ২০০৯ ২২:৪৯405511
  • ছত্রধর মাহাতো গ্রেপ্তার হওয়ার পরে , ইন্টারেস্টিং কেস হল, সকল আঁতেল দরদীরা নানা ভাবে নিজেদের ডিস্টান্স করছেন। এইটা হিলারিয়াস।
  • kanti | 125.20.11.34 | ০৪ অক্টোবর ২০০৯ ২৩:১৩405512
  • হনুর এই অব্জার্ভেশন টি আরো বেশি হিলারিয়াস। আপনার এই অসাধারন সিদ্ধান্তের জন্য কিছু তথ্য পাওয়া যাবি কি? বরং আমরা অবাক বিস্ময়ে দেখে যাচ্ছি ছিপিএম সরকারের কি অপরিসিম চেষ্টা, ছত্রধর মাহাতোকে ঘটাকরে তুলে এনে জেরা করার প্রহসনের জালে তাবত পশ্চিম বাংলার সচেতন মানুষকে মাওবাদী দাগে দেগে দেবার নির্বোধ,হাসকর প্রয়াস।
  • a x | 75.53.198.45 | ০৫ অক্টোবর ২০০৯ ০৫:৪৭405514
  • অরণ্য, ইংরেজিতে একটা কথা আছে - "an idea never dies"

    পুরো কম্যুনিস্ট ধারার রাজনীতিটাকেই অনেকে আবেগের রাজনীতি বলে। :-)

    কিন্তু সে যাই হোক, মনে হয় আপনি ঠিকই বলছেন। তাই স্বাধীনতার পরে যে এত এত কৃষক আন্দোলন দেখেছিলাম, আজ কৃষিতে এরকম ক্রাইসিস সঙ্কেÄও তা আর দেখা যায়না। পট্টনায়ক মহাশয়ের ভাষায় -
    "The entire period of the agrarian crisis has been marked by an enormous wave of peasant suicides rather than peasant struggles. Of course, protest movements are there, but they no longer acquire, or even threaten to acquire, the dimensions that such movements used to acquire in the past."

    আর মাওবাদীদের ব্লুপ্রিন্টে আছে কিনা, জানার জন্য পার্টি ম্যানিফেস্টো না পড়েই আপনি কনক্লুড করলেন দেখে চমৎকৃত হলাম। মানে বিমান, সুভাষ যখন সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন/রেখেছেন তখন স্টাডি সার্কেল নিয়েছিলেন বলে তো দেখি নি :-) হ্যাঁ, ভোট লড়েন বলে একটা ইলেকশন ম্যানিফেস্টো থাকে। কিন্তু তাতে জনগণতান্ত্রিক বিপ্লব না সংসদীয় রাজনীতি এই আলোচনা করেন কিনা সন্দেহ :-)
  • a x | 75.53.198.45 | ০৫ অক্টোবর ২০০৯ ০৫:৪৯405515
  • দু, তুমি বিহারের যে খবরটা দিলে, আরেকবার ভেরিফাই করে, এখানে লিখবে?

    এগুলো অনেকটা ফলস্‌ এন্‌কাউন্টারের গল্পগুলোর মত হয়ে যাচ্ছেনা?
  • h | 61.95.144.10 | ০৫ অক্টোবর ২০০৯ ০৬:০৯405516
  • তথ্য পেতে যদি আদৌ আগ্রহ থাকে, টিভিতে চোখ রখলেই প্রচুর তথ্য পাওয়া যাবে। পাবলিক ডোমেনের তথ্য। আমার আবার গোপন এবং সংবেদনশীল তথ্যে হাতযশ কম। দরদী আঁতেল রা বিভিন্ন সাউন্ড বাইট দিচ্ছেন। ছত্রধরের বয়ান সিআইডি প্রকাশ করার পরে। প্রত্যেকেই বলছেন, ছত্রধর কে আমরা বলেছিলাম মাওবাদীদের সংস্পর্শ রাখবেন না। ইত্যাদি।

    আমার বক্তব্য নিম্নরূপ।

    ক। ছত্রধর একজন বৃহৎ মুর্গী। মানে তিনি হলেন গিয়ে সমবেদনা আর বিবেক তথা সভ্যতার লাস্ট আউটপোস্ট, তাঁর ওপারে, নিষিদ্ধ এবং অন্ধকারাচ্ছন্ন রাষ্ট্রদ্রোহিতার ব্ল্যাকবক্স সুদু। অতএব মাওবাদী দের সঙ্গে সংস্পর্শ থেকে থাকলে তাঁর আছে আর কারো নেই, এইটাই এইসব সাউন্ড বাইটের দাবী। ছত্রধর হলেন ইন্টারফেস।
    খ। পুলিশের পক্ষে একজন বিচারাধীন বন্দীর বয়ান প্রচার করে বিচার ব্যবস্থা কে প্রভাবিত করার প্রয়াস টি কতটা সঙ্গত এই বেসিক প্রশ্নটি সংবাদমাধ্যম (সিপিএম,তৃণমূল,কংগ্রেস--যার সমর্থক-ই হোন না কেন) এবং আঁতেল রা কেউ-ই তুলছেন না, যদি ধরেই নি, এই বয়ান যাকে বলে, নট সাইন্ড আন্ডার ডিস্ট্রেস। মানে আমি ডিফেন্স কাউন্সেল এর দিক থেকে কেসটা কল্পনা করার চেষ্টা করছি :-)
    গ। এই প্রচারিত বয়ানের ভিত্তিতে অনেক কে হয়তো জেরা করা হবে, কিন্তু আমার ধারণা, বহুদিন পরে দেখা যাবে, জামিন অযোগ্য মামলা সুদু ছত্রধর বা তাঁর কমিটির অন্যান্য সংগঠকদের বা ধরা পড়া মাওবাদীদের নামে হবে। সংবেদনশীল কলকেতে রা আরো প্রতিবাদে গ্লোরিফায়েড হবেন মাত্র অথবা, সমবেদনা জানানোর নতুন অঞ্চল খুঁজে পাবেন। এটা গেস।

    নেকু পুষু রাজনীতিটা অনেকেই করেন, এই আর কী। হিলারিয়াস :-)

  • h | 61.95.144.10 | ০৫ অক্টোবর ২০০৯ ০৬:১০405517
  • ইনটারফেস মানে, সমবেদনা এবং রাষ্ট্রদ্রোহের মাঝখানের ইন্টারফেস।
  • h | 61.95.144.10 | ০৫ অক্টোবর ২০০৯ ০৬:৩৬405518
  • এই ডিস্টান্সিং আরো আগেও অনেকেই করেছেন। যেমন মমতা বলেছিলেন, মোটামুটি তার বয়ান এরকম। ওসব মাওবাদীরা আসলে সিপিএম, কারণ ওখানে(পশ্চিম মেদিনীপুরে) ওরাই ভোটে জেতে আমরা নই আর ছত্রধরের সঙ্গে তৃণমূলের কোন যোগাযোগ নেই। মানে সকলেই যাকে বলে 'বাইরে থেকে সমর্থন'। কংগ্রেস গভরমেন্ট কে সিপিএম এর সমর্থনের মত, দায়িঙ্কÄ নেবো না, আর বিভিন্ন ফায়দা লোটার প্রয়াস।

    বেসিকালি সিআইডি প্রকাশিত বয়ানটি শুধু একটা কারণেই , অ্যাট ইটস প্রেসেন্ট ফর্ম, যাকে বলে নিডস ফার্দার স্ক্রুটিনি। কারণটি হল, রাজ্য সরকারের পোলিটিকাল অপোনেন্ট প্রায় সকলকেই সেখানে রাখা হয়েছে। আর কে কে ছত্রধর দের বা মাওবাদীদের বা দুজনকেই সমর্থন করেছিল সেটা আসলে বয়ানের সাব টেক্‌স্‌ট, মিডিয়ার জন্য। আশা করা যায়, প্রসিকিউশন, ছত্রধরের নিজের কি কি অপরাধের সঙ্গে যোগ রয়েছে, সেটা এস্টাবলিশ করার চেষ্টা করবেন। সেটাই বয়ানের মূল লিগাল প্রসিকিউটেবল এক্সট্রাক্ট হয়া উচিত।
  • h | 61.95.144.10 | ০৫ অক্টোবর ২০০৯ ০৬:৪৮405519
  • এবং আমি আরো একটি প্রেডিকসন করছি। মমতা যখন রাজ্যে ক্ষমতায় আসবেন, বিশেষত: কংগ্রেসের সঙ্গে জোটে ক্ষমতায় আসবেন তখন, এই বিপ্লবী সমবেদনাটা কোন কাজে লাগবে না। দু একজন পার্সোনালি স্টেট ইনডাইকটমেন্টের হাত থেকে ছাড়া পেতে পারেন, তৃণমূলকে বামপন্থী ক্রেডিবিলিটি দেওয়ার খেলাটা চালিয়ে যেতে পারলে, তবে ন্যারেটিভ টার একটা ট্রান্সফরমেশন হবে। দেখা যাবে, মাওবাদীরা আর সিপিএম সকলেই দেশদ্রোহী, চীনের দালাল, বর্ডার ডিসপুট বাড়লে, এটা কারেন্সি বেশি পাবে। অতএব আর কী, রোল অন দ্য সিকস্টিজ, জাস্ট ফর ওল্ড টাইম্‌স সেক। বামপন্থী বিভিন্ন সংগঠন আরো টুকরো হবে আর মমতা,সুব্রত সহ সঞ্জয় গান্ধীর মন্ত্রশিষ্যরা যেটা ভালো পারেন সেটা করবেন, স্ট্রেংদেনিং দ্য স্টেট :-) এ মানে কোন না কোন ফর্মে প্রায় অবশ্যম্ভাবী :-))
  • h | 61.95.144.10 | ০৫ অক্টোবর ২০০৯ ০৬:৫৩405520
  • আফটার অল, কংগ্রেস নেতারা সরাসরি বলছেন, সত্তরের সোনালি দিন ফিরছে। পরিবর্তন আর প্রত্যাবর্তনের জোট।

    এমতি অপূর্ব সময়ে সত্যি-ই বিকল্প লেখা না লিখে , স্মৃতি চারণ লেখা উচিত। ঠাকুর কিংবা মেয়ে টেয়ে দেখা ইত্যাদি লেখা ছাড়া আর গতি থাকবে না :-)
  • kanti | 125.20.11.34 | ০৫ অক্টোবর ২০০৯ ০৭:৩৭405521
  • হনুবাবু, অত হতাশ হবেন না।প্রিয় বা অপ্রিয় সব সংবাদ মাধ্যমেই নজর রাখুন। এবং সবার উপরে নিজের যুক্তিবাদী বিবেককে সজাগ রাখুন।আপনি অনেক জানেন।সেই তাত্বিক জানাকে আমরা মান্য করি।কিন্তু আমরা পাতি জনতা। সাদা চোখে,সময়কে সংগে নিয়ে পথ চলি।আমাদের অভিজ্ঞতা সরাসরি। ভুল বুঝবেন না,আশা করি।একটি কথা।গত কাল রাত্রে,আবাপর সেই সেরা চ্যানেলে আমার মত অনেকেই নিশ্চয় ওদের দুই সাংবাদিকের সেই কথোপকথোন শুনেছেন। মনে হোল ছত্রধরকে জেরা করার সময় দুজনেই পাশে উপস্থিত ছিলেন। আবাপ গোষ্ঠির অতি দ্রুত এই মোড় বদল কোন অশনি সংকেত বয়ে আনছে?সব শেষে একটি অনুরোধ।নিজের বিপরীত-আবেগকে একটু শান্ত রাখুন।
  • a x | 75.53.198.45 | ০৫ অক্টোবর ২০০৯ ০৯:০৬405522
  • হনু, বোধহয় গোটা পাঁচেক "statement" ও পিটিশন বাজারে ঘুরছে, যাতে এই "মিডিয়া ট্র্যায়াল" ও বেআইনী আটক, সঙ্গে এই মধ্যযুগীয় আইনকে নিন্দা করে তথাকথিত আঁতেল, বা অনাঁতেল জনতা বক্তব্য রেখেছেন। সেগুলো মিডীয়াতে এসেছে কিনা জানিনা। তুমি চাইলে আমি তোমাকে মেল-এ পাঠাতে পারি। আর এরমধ্যে তিনটে সংহতির সাইটে অলরেডি আছে।

    আর অব্‌ভিয়াসলি এই সব থ্রেট তো লোককে ভয় দেখানোর জন্য। এইতো সবে বলল, UAPAতে আটক এমন কারোর আটকের প্রতিবাদ করলে, তাকেও UAPAতে ধরা হবে, এমন অতিসুন্দর আইন বাজারে থাকবে, তাতে কেউ ভয় পাবেন না, এমন কি আর হবে?
  • h | 203.99.212.224 | ০৫ অক্টোবর ২০০৯ ০৯:২৪405523
  • উপদেশের জন্য ধন্যবাদ।
  • h | 203.99.212.224 | ০৫ অক্টোবর ২০০৯ ০৯:২৭405525
  • আঁতেল রা নিজেদের আক্রান্ত মনে করতে ভালোবাসেন। কিস্যু কেউ আক্রান্ত নয়, কতগুলো মারামারি করা গরীব মানুষ ছাড়া। বাই দ্য ওয়ে, এইবার অক্ষ আমার নাম করে স্টেটমেন্ট দিচ্ছে। যেটা নিজে অপছন্দ করে। তা আমি কি পিতিবাদ করবো? :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন