এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ২৮৯২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 130.39.149.146 | ০৯ অক্টোবর ২০০৯ ০০:০০405659
  • এই বাচ্চাটির বিষয়ে রেডিফ আজকাল গণশক্তি প্রমুখেরা লিখবেন। চাপ নিয়েন না!
  • bb | 115.117.205.89 | ০৯ অক্টোবর ২০০৯ ০০:১০405660
  • না না গনতন্ত্রের ধ্বজাটা উড়িয়ে রাখার দ্বায়িত্বতো নিয়েছে এই ভুঁইফোড়েরা আর তাদের গুরুরা তাই আরকি :)
  • a x | 143.111.22.23 | ০৯ অক্টোবর ২০০৯ ০০:২৭405661
  • bb আপনার ধারণা ভুল। কিন্তু এটা আপনার অজ্ঞতার জন্য না।
    সংহতিতে লালগড়ে মাওবাদীদের কাজকে কনডেম করে স্টেটমেন্ট আছে। সিপিএমের সমর্থককে খুন করার কারণে।
    PUDR যারা মানবাধিকার সংস্থা, তারা এই বুন্দুর ঘটনাকে reprehensible বলে statement রেখেছে।
    তাহলে কেন আপনি জানেন না? কেননা, আবাপ, আজকাল, টাইমস্‌ এরা আমাদের বা PUDR এর স্টেটমেন্ট ছাপবেনা। NDTV বা CNN-IBN এ সুসজ্জিত নারী পুরুষেরা তাদের ওয়েবসাইটে হাই ডেসিবেলে ৩ বার রিপিট স্ক্রোল করে ভিডিও রাখবেনা।
    সংহতি ভুঁইফোর বলতে পারেন। কিন্তু PUCL, PUDR, APDR এরাও কি ভুঁইফোর?
  • a x | 143.111.22.23 | ০৯ অক্টোবর ২০০৯ ০০:২৮405662
  • আর ভুঁইফোর হলেই বা আপত্তি কেন যদি একটু বলেন।
  • nakshal | 219.64.146.79 | ০৯ অক্টোবর ২০০৯ ০৭:৩৬405663
  • প্রগতিশীল বিদ্‌দ্‌বজনরা এই নিয়ে লিখবেন । আধো আধো গলায় টিভির পর্দায় । তারপর মমতাময়ী আর্টিকল লিখবেন দেশ-এর লাস্ট পাতায় । সেই নিয়েও মমতাময়ী সেই নিয়ে ভোটে ফায়দা তুলবেন । রিজওয়ানুর আর তাপসী মালিক ২০১১ অবধি ডিভিডেন্ড দেবে কিনা কে জানে । আর মমতাময়ীর পোষা পাঁঠাটা যার নাম পার্থো সেই সময় গাঁক গাঁক করে চেঁচাবে । হে ভগবান আল্লাহ জিশু । মমতাময়ীর সপারিষদ সিংহাসনে বসাটা সার্থোক করো ।
  • tatin | 70.177.57.163 | ০৯ অক্টোবর ২০০৯ ০৮:৫২405664
  • নকশালটা দেখছি টাটার ইন্টারনেট কানেকশন ইউস করে!
  • Suvajit | 203.19.175.113 | ০৯ অক্টোবর ২০০৯ ০৯:৫৬405665
  • বাহ্‌ প্রচুর পোস্ট পড়ে গেছে দেখছি।
    অক্ষদাকে - স্তালিন অব্ধি যেতে হবে কেন, দেশে কি খুনে কম পড়েছে? না তাদের ছবি কম পড়েছে। কজন নেতা, উপনেতা, নেতার চামচে, চামচের চামচে খুন, দাঙ্গা, রেপ করে উপযুক্ত শাস্তি পেয়েছে? প্রমানাভাবে ছাড়া পেয়েছে। আর বিভিন্ন লোক বিভিন্ন স্বার্থে তাদের পুজো করেছে।
    বুদ্ধিজীবীরা ব্যক্তিহত্যার বিরোধী। ভালো কথা। কিন্তু এই বিরোধীতা নিয়ে তাঁরা কি যথেষ্ট সক্রিয়? লালগড় আন্দোলনের সমর্থনে তাঁরা যেমন পথে নেমেছেন, মাওবাদীদের হত্যাকান্ডের প্রতিবাদে তাঁদের তেমনভাবে পথে নামতে দেখা গেছে? গেলে মাওবাদীদের কাছে একটা বার্তা যেত। বার্তাটা যাওয়া দরকার ছিলো। সেটা যায়নি বলেই এঁদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ঊঠেছে। গুরুর অন্য টইতে সেই প্রশ্নগুলো আলোচনা হচ্ছে।

    কিন্তু অন্যান্য ইস্যুগুলোর মতো, এখানেও আলোচনাটা বুদ্ধিজীবীদের লুপে পড়ে যাচ্ছে। তাঁরা কাশলেন না হাঁচলেন সেটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে।

    আমার বেসিক কতগুলো প্রশ্ন আছে।
    ১। মাওবাদীরা খামোকা বুদ্ধবাবুর কনভয়ে মাইন ফাটাতে গেল কেন? জিন্দালদের প্লান্ট হলে তো ঐ অঞ্চলের উপকারই হতো। চাষীরাও তো ভাল ডিল পেয়েছিলো। মাওবাদীদের আপত্তিটা কিসে ছিলো?
    মাইন ফাটল কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো, কাকতলীয়?
    ২। এই আন্দোলন শুরুর পর থেকে আলিমুদ্দিনের কোনো নেতার দম হলো না কেন ওখানে যাবার? তোমার পার্টির লোক খুন হচ্ছে, গ্রামছাড়া হচ্ছে, তুমি সেখানে যাবে না পরিস্থিতি দেখতে?
  • Samik | 122.162.75.59 | ০৯ অক্টোবর ২০০৯ ১০:০৫405666
  • সব মরণ নয় সমান।

    রক্তচোষার উস্‌কানিতে
    জনতার দুশমনিতে
    সারা জনম গেলে কেটে মরণ যদি আসে,
    ওরে, সেই মরণের ভার দেখে ভাই পাখির পালক হাসে

    সব মরণ নয় সমান।
  • kallol | 220.226.209.2 | ০৯ অক্টোবর ২০০৯ ১০:১১405667
  • জিন্দালদের প্ল্যান্ট হলে চাষীদের উবগার হতো কি না সেটা তর্কসাপেক্ষ। তবে মাওবাদীদের হতো না। তাহলে ওখানে ভালো রাস্তাঘাট হয়ে যেতো। পুলিশ-মিলিটারীর যাতায়াতে সুবিধা হতো।
  • shrabani | 124.124.244.109 | ০৯ অক্টোবর ২০০৯ ১০:৪৮405669
  • কথাটায় ভাববার মত আছে। আগামীদিনে সরকারী/বেসরকারী যত মেগা পাওয়ার প্রজেক্ট আসছে তার অনেকগুলোই ছত্তিশগড়, ওড়িশা ঝাড়খন্ডের বিহার বর্ডার এইসব এলাকায় (পিটহেড কনসেপ্টে)। এবং গোলমালের জন্য এই জায়গাগুলোতে কাজ সেভাবে এগোচ্ছেনা। অথচ যেগুলো গুজরাটে আসছে সেগুলোর কাজ অনেক এগিয়ে গেছে।
  • tatin | 70.177.57.163 | ০৯ অক্টোবর ২০০৯ ১০:৫৫405670
  • ঐ জন্যে আনন্দবাজারও এখন মাওবাদীদের সংগে ডায়ালগ চাইছে।

    স্মরণীয়, গৌর চক্রবর্ত্তী মাওবাদী মুখপত্র হিসেবে কলকাতায় আত্মপ্রকাশ করার পর আনন্দবাজার অনেকগুলো স্টোরী করেছিল।

    কিন্তু, সিপিয়েমের তো মুষলপর্ব;--
  • Arpan | 65.194.243.232 | ০৯ অক্টোবর ২০০৯ ১০:৫৬405671
  • তিনটি কারণ। এক, তো এঁরা মনেপ্রাণে বিশ্বায়িত পুঁজি ইত্যাদির বিরোধিতা করেন কাজেই জিন্দালের স্টিল প্ল্যান্ট এঁদের "উন্নয়নের' রূপরেখার মধ্যে আসে না। দুই, কল্লোলদা যেটি বলেছেন এবং সেটিই সবচেয়ে বড় কারণ। তিন, মুখ্যমন্ত্রীকে টার্গেট করার এত বড় সুযোগ আর সচরাচর আসত না।
  • bb | 125.16.17.151 | ০৯ অক্টোবর ২০০৯ ১১:০১405672
  • @Suvajit আপনার দুটি প্রশ্নই সঠিক আর গুরুত্বপূর্ন। এর উত্তর আমাদের মত সাধারণ মানুষের জানা নেই, কিন্তু জানার ইচ্ছা আছে।
  • tatin | 70.177.57.163 | ০৯ অক্টোবর ২০০৯ ১১:১৫405673
  • এই উত্তরগুলো গত দু হপ্তা ধরে প্রতিদিন-এ বেরোচ্ছে
  • Arpan | 65.194.243.232 | ০৯ অক্টোবর ২০০৯ ১১:৩০405674
  • এইবার একটু অন্যরকম খবর পড়া যাক:

    http://www.anandabazar.com/9raj3.htm

    :-)
  • nyara | 64.105.168.210 | ০৯ অক্টোবর ২০০৯ ১১:৪৩405675
  • আচ্ছা, ছত্রধর মাহাতোর সংগঠন - কী যেন একটা লম্বা নাম - সেটা কি রাজ্য বা কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে? মাওবাদীদের মূল বা শাখা সংগঠনগুলো?

    ছত্রধর মাহাতোর নাকি এক কোটি টাকার জীবনবীমা আছে। কোন কোম্পানি তার আন্ডাররাইটার আমি জানতে চাই। যে লোকটা এরকম বিপজ্জনক আর ঝুঁকির জীবন যাপন করছে তাকে এক কোটি টাকার বীমা যে কোম্পানি দেবে তার লালবাতি জ্বলতে আর দেরী নেই। তাদের স্টক আমি শর্ট করব।

    তবে বোধহয় এসব প্রশ্ন করতে নেই। কারণ পুলিশ আর কে বালের অর্ধেন্দু সেন এসব কথা বলেছেন। ২০১১ সালে গদি পাব ভেবে তৃণমূলের কালনেমির লংকাভাগ ও গোঁফে তেল দেওয়া দেখতে বেশ লাগছে। যেমন লাগছে মাকুদের 'আমার সাজানো বাগান শুকিয়ে গেল গা'-র মড়াকান্না আর চিড়বিড়ানি। বাঘা বাঘা তাঙ্কিÄক আঁতেলরা পর্যন্ত জ্বলছে আর লুচির মতন ফুলছে।

    There is no show like petty politics!
  • bb | 125.16.17.151 | ০৯ অক্টোবর ২০০৯ ১১:৪৩405676
  • @tatin ওটা আর যাই হোক প্রতিবেদন নয়। এক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির রচনা আশা করি।
  • lcm | 69.236.172.21 | ০৯ অক্টোবর ২০০৯ ১২:০৩405677
  • শুধু এই লালগড় কেস নয়... সিঙ্গুর তথা শিল্পায়নের জোয়ার-এর সময় থেকে লেফ্‌ট ফ্রন্ট-কে বেশ বিভ্রান্ত মনে হচ্ছে। ভারত তথা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশের পলিটিক্যাল পার্টি হিসেবে কোরাপশন, দুর্নীতি... ইত্যাদিতে they have their own share। কিন্তু, পলিসি-তে (ভুলভাল পলিসি হলেও) এত কনফিউজ্‌ড আগে লেফট ফ্রন্ট ছিল না।
  • dukhe | 122.160.114.84 | ০৯ অক্টোবর ২০০৯ ১২:৫৫405678
  • মা সোনিয়া ছাড়া কেউ ২০১১ তে বামফ্রণ্টের গদি বাঁচাতে পারবে না । তাই এখন চিদম্বরমের সঙ্গে কোলাকুলির একটা মরিয়া চেষ্টা চলছে ।
  • Suvajit | 203.19.175.113 | ০৯ অক্টোবর ২০০৯ ১৪:১০405680
  • কল্লোলদা, অপ্পন - বুঝলাম। কিন্তু তা হলেও ফাঁক থেকে যাচ্ছে। একটা রাজ্যের চিফ মিনিস্টারকে মারাটা ফাজলামির ব্যপার নয়। বুদ্ধবাবুর যদি ভালোমন্দ কিছু হয়ে যেত, তাহলে প্রবল রিটেলিয়েশন হতে পারত। পুলিশ তো বটেই, কেন্দ্র থেকে আর্মি আপারেশন হতে পারত। মাওবাদীরা তখনো ওখানে জনভিত্তি তৈরি করছে। তারা তখনই অতটা রিস্ক নেবে?
    তাছাড়া বুদ্ধদেবকে মেরে কী বার্তা যেত? ভয় দেখানো? এতে জনসমর্থন হারাবার ভয় ছিলো না? সিপিয়েম যদি শত্রু হয়, এতে তো সিপিয়েমের দিকে সহানুভুতির স্রোত বয়ে যেত। সিপিয়েম তার খোয়া জমি অনেকটা পুনরুদ্ধার করত।
    নন্দীগ্রামের বদলা? তৃনমূল তো ততদিনে নন্দীগ্রামের ক্ষীরটা পুরো খেয়ে নিয়েছে। মাওবাদীদের লাভটা কি হতো?
    স্টীল কারখানার বিরোধ? তাহলে ওখানে আগে বড়সড় কোনো ঝামেলা, বিরোধিতা হয়নি কেন?
    এক যদি না এর মধ্যে অন্য কিছু বড় চক্রান্ত থেকে থাকে।
  • Arpan | 65.194.243.232 | ০৯ অক্টোবর ২০০৯ ১৫:১০405681
  • শুভজিতদা। মাওবাদীদের চিন্তাভাবনা যে অনেকটাই তাদের আইডিওলজি দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেটাকে আমি বা তুমি বলি গোয়ার্তুমি সেইটা কি এখনো পরিষ্কার হতে বাকি আছে? চন্দ্রবাবু নাইডুর উপরেও একইরকম হামলা হয়েছিল ২০০৩ সাল নাগাদ বোধহয়। (খোদায় মালুম, সেইটাও ইচ্ছাকৃতভাবে "লক্ষ্যভ্রষ্ট' হয়েছিল কি না!) স্টেটের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষাণা করেছি তখন অ্যাটেনশন বেশি পাওয়া যাবেই বড়সড় কাউকে শিকার করলে। টাইগার গেরিলারা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিদের রেহাই দিয়েছে রিস্ক এড়াবার জন্য? কিংবা ভারতের একটা অংশের সমর্থন হারাবে ভেবেও কি শ্রীপেরুমপুদুর ঘটায়নি? আর জনসমর্থন হারাবার কথাটা বুঝলাম না। বুদ্ধবাবুর ভালমন্দ কিছু হয়ে গেলে যে সমস্ত পিছিয়ে পড়া মানুষদের "জন্য' তাঁদের লড়াই, সেইখানে কি মাওবাদীদের প্রতি সমর্থনে (ভয়ে বা ভক্তিতে যাই হোক) কোন চিড় ধরত বলে তোমার মনে হয়? বড় জোর এই পাতায় তোমার-আমার সহানুভূতি যেটুকু পাচ্ছেন তাঁদের লক্ষ্যের প্রতি, সেইটা থেকে বঞ্চিত হয়ত হতেন। কিছু আসত যেত কি?
  • nakshaal | 117.200.82.3 | ০৯ অক্টোবর ২০০৯ ১৭:৪৬405682
  • tatin,
    'নকশাল'টা কানে লাগল । বুদ্ধিজীবী সংস্পর্শে থেকেও ভাষার উন্নতি হল না ?

  • nakshaal | 117.200.82.3 | ০৯ অক্টোবর ২০০৯ ১৭:৪৮405683
  • Suvajit,
    ২০০ ভাগ একমত ।
  • nakshaal | 117.200.82.3 | ০৯ অক্টোবর ২০০৯ ১৭:৫০405684
  • dukhe,
    তা হলে আর মমতাদেবীর ভাবনা কি ? তিনি তো মা সোনিয়ার কোলে চড়ে বসেই আছেন । চিদাম্বরম ভাইয়ের সঙ্গে বনছে না ? নাকি মাওবাদীরা বাগড়া দিচ্ছে ?
  • dukhe | 122.160.114.84 | ০৯ অক্টোবর ২০০৯ ১৮:২৩405685
  • @নকশাল, কোলে ওঠার জন্য সিপিয়েমও তো হাঁচোড়পাঁচোড় করছে । শিলিগুড়ি মডেল ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার । চিদুকেও আবার তেলেজলে রাখছে ।
    মমতার একমাত্র ভরসা প্রকাশ কারাত । মমতা জিতলে ওনাকে রাজ্যপাল করে আনা উচিত যদি বিন্দুমাত্র কৃতজ্ঞতা থাকে ।
  • kallol | 220.226.209.2 | ০৯ অক্টোবর ২০০৯ ১৯:০৪405686
  • মাওবাদীদের হাতে নিহত ফ্রান্সিস এর ছেলের ভিডিও ক্লিপটা দেখলাম। এভাবেই হিংসা হিংসাকে ডেকে আনে। অবশ্য এসব জ্ঞানের কথা বলার কোন মানে নেই। তবে কি পুলিশের অত্যাচারে মারা যাওয়া বা পঙ্গু হয়ে যাওয়া লোকজনের বাচ্চাদের নিয়ে এরকম একটা ক্লিপ তুললে কেমন হয়?
    আগেই লিখেছি ফ্রান্সিস স্পেশাল ব্রাঞ্চে কাজ করতো। ঐ পুলিশেরা কি বস্তু আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতায় জানি। ওর হাতে অত্যাচারিত হওয়া মানুষও প্রচুর - তাদের ছেলেমেয়েদের ক্লিপ কে তুলবে?
    এই সব মিডিয়া খেলা চলবে। আর কিছু মানুষ আহা উহু করবে। যাদের যা সর্বনাশ হবার তা হয়েই যাবে।

  • tatin | 70.177.57.163 | ০৯ অক্টোবর ২০০৯ ১৯:২৩405687
  • বুদ্ধিজীবী-ই তো কাঙাল মালসাট লেখেন
  • Samik | 219.64.11.35 | ০৯ অক্টোবর ২০০৯ ১৯:৫৯405688
  • এইটা ঠিক কথা বলেছে কল্লোলদা।
  • a x | 75.53.198.45 | ০৯ অক্টোবর ২০০৯ ২০:৪৯405689
  • শুভজিত, আপনি আমার কথাটা বোঝেন নি বোধহয়। সেলিব্রিটি পলিটিক্স নিয়ে আপনার বা হনুর সাথে কোনো দ্বিমত নেই, আগেও ছিলনা। প্রসঙ্গটা আদৌ সেটা না। আর বুদ্ধিজীবি কে? নচিকেতা বুদ্ধিজীবি?
    যাইহোক, অ্যাস ইউসিউয়াল যা হয়, আলোচনা লুপে পড়ে গেছে, তাই এখন যা বলব, আগেও তাই বলেছি।
    বুদ্ধিজীবিদের কি ভূমিকা হওয়া উচিৎ এই নিয়ে চমস্কির একটা লেখা আছে, কাল একজন তা মনে করিয়ে দিল। ইচ্ছে হলে পড়তে পারেন।
    The Responsibility of Intellectuals
    Noam Chomsky
    http://www.chomsky.info/articles/19670223.htm

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন