এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ২৮৯২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • arjo | 168.26.215.13 | ০১ অক্টোবর ২০০৯ ১৮:৪৪405459
  • আর কোথাও আদিবাসীদের নেতা হওয়ার পোস্ট খালি আছে? এদিকে রিসেশনে যা অবস্থা তাতে একটু রিস্ক নিয়ে নেমে পড়লেই হল। পাঁচ বছরের রিস্ক তারপর পাঁচ বছরের জেল। দশ বছর ইনভেস্ট করলেই ত্রিশ বছরের সুখ। ১ কোটির জীবনবিমা।!!!!
  • Ishan | 12.163.39.254 | ০২ অক্টোবর ২০০৯ ০০:১৫405460
  • এক কোটি টাকা টা আরবিট খবর। কালকেই আর শোনা নাও যেতে পারে।

    তবে কেস হল গিয়ে মাওবাদীরাও যুদ্ধু চাইছে। সরকারও চাইছে। এ বড়ো খারাপ ব্যাপার।
  • aranya | 144.160.98.31 | ০২ অক্টোবর ২০০৯ ০০:৩১405461
  • আর যুদ্ধটা এমন সময় হতে চলেছে যখন কোনঠাসা হয়ে সরকার হয়ত সত্যিই কিছু উন্নয়নমূলক কাজ করতে বাধ্য হত।
  • a x | 143.111.22.23 | ০২ অক্টোবর ২০০৯ ০১:০১405462
  • আরে না, আরবিট কেন হবে, পুলিশ বলেছে, সবকটা মেনস্ট্রীম কাগজে বেরিয়েছে। ছত্রধর ডান্ডা খেয়ে বাস্কের সুলুক সন্ধান বলে দিয়েছে, কোনোটাই আরবিট না, খুবই পরিকল্পনামাফিক খবর। সিঙ্গল আউট কর কে নেতা, তাকে ডিস্ক্রেডিট কর, দেখাও যে সে আসলে আদৌ তোমাদের সঙ্গে ছিলনা, আমরাই তোমাদের মঙ্গল করতে পারি খালি। এবং এই দেখ লোকটা শুধু ভিলেন না, তোমাদের নামেই বলছে। এগুলো তো চেনা ছক।

    অরণ্য, এই গত সেপ্টেম্বরেই, পুলিশ মাওবাদী বলে কিছু লোককে খুন করে এবং ধরপাকর করে। আদিবাসীদের বক্তব্য এরা কেউই মাওবাদী না। মাওবাদীরাও তাই বলে (জেনেরালি মাওবাদীরা এইব্যপারগুলো খুল্লাম খুল্লাই বলে থাকে)। শিবু প্রতিহারকে কোর্টে নেওয়া হয়, তাকে শেষ অবধি পাওয়া যায় কোর্টের বাথরুমে জুলন্ত অবস্থায়।
    মিছিল থেকে তুলে ১৪ জন মহিলাকে পুলিশ বেধরক পেটাও করে, এদের মধ্যে বয়স্ক মহিলারাও ছিলেন, এবং তল্লাসির নামে একজন মহিলার বাড়ি ঢুকে ধর্ষণ করে। এসবই এই কদিন আগে। বলছেন, ওদেরও মনে হচ্ছে, এইতো সরকার এবার কিছু করে ফেলবে? যেটুকু শেষ খবর পেয়েছিলাম, এই ঘটনার পরে মহিলারা মণিপুরের মেয়েদের মত "লজ্জা বিসর্জন" প্রতিবাদ করবেন বলে প্রস্তুত হচ্ছিলেন। মনে হয়না, ওদের মনে সরকারের প্রতি বিশ্বাস জন্মাচ্ছিল বিশেষ। এটার শুরু তো এইভাবেই, বুদ্ধদেবের গাড়ি তাক করে ল্যান্ডমাইন ফাটানোর পর পুলিশের মাওবাদী নাম করে আদিবাসীদের ওপর নির্বিচারে অত্যাচার, ধর্ষণ। সেটা তো আদৌ কমেনি।
  • a x | 143.111.22.23 | ০২ অক্টোবর ২০০৯ ০১:০২405463
  • ঝুলন্ত* অবস্থায়।
  • debu | 72.130.151.116 | ০২ অক্টোবর ২০০৯ ০৩:০৫405464
  • এরপর ছত্রধর এর কি হবে?
    ১। ছত্রধর এর ধর আর থাকবেনা? মিডিআ বলবে ছত্রধর আত্মহত্যা করেছে
    অথবা
    ২।ছত্রধর কে জামিনে ছাড়া হল - তবে ছত্রধর বেনামে সিপিম এর ব্যনারে বিধান সভাতেও লড়ে্‌তও পারে

    সব ই সম্বভ শিলিগুরির বোর্ড এ সিপিম+কংগ্রেস এর আতাঁত দেখে মনে হয় Indian politics এ সব ই সম্বভ

  • aranya | 98.221.52.119 | ০২ অক্টোবর ২০০৯ ০৫:২১405465
  • অক্ষ,
    পুলিশী অত্যাচারের ঘটনাগুলো আমি জানি, কাগজে পড়েছি, দেশের বন্ধুদের কাছ থেকেও খবর পাই। খুবই বেদনার এবং লজ্জারও এই সব কিছুই - গরিব আদিবাসীদের পুরুষ মহিলা নির্বিশেষে বেধড়ক পেটানো, তাদের যৎসামান্য সঞ্চিত খাবার নষ্ট করে দেওয়া, মেয়েদের ধর্ষণ; আবার অন্যদিকে শুধু সিপিম করার অপরাধে আরো কিছু গরিব আদিবাসী কি সহজে লাশ হয়ে যাচ্ছে - বৃত্তাকারে ঘুরে চলেছে সবকিছু, এ এক অদ্ভূত সময়, অদ্ভূত আঁধার। এর কিছু দায়ভাগ আমারও, আমাদের সকলেরই সে কথাও অস্বীকার করছি না।
  • aranya | 98.221.52.119 | ০২ অক্টোবর ২০০৯ ০৬:০১405466
  • এর সমাধান কি সত্যিই জানি না (হয়ত ব্রম্ভাও জানেন না), তবে আমি এইরকম ভাবছিলাম - মাওবাদীরা বুদ্ধবাবুর গাড়ী আক্রমণের পরে পুলিশ গ্রামবাসীদের ওপর অত্যাচার শুরু করে, তারা মাওবাদীদের লুকিয়ে রাখছে এই সন্দেহে আর খবর সংগ্রহের জন্য। কিষেণজি যদি এখন ঘোষণা করেন যে মাওবাদীরা লালগড়ে আর কোনো action করবে না - তাদের উদ্দেশ্য ছিল আদিবাসীদের মানুষের সম্মান দেওয়া আর সরকারকে বাধ্য করা ঐ অঞ্চলের লোকদের কর্মসংস্থানের জন্য জরুরী ভিত্তিতে কিছু প্রকল্প গ্রহণ করতে-যদি সত্যিই এ কথা সাংবাদিকদের এবং কলকাতার বিদ্বদ্‌জনদের বলেন-তবে আমি বাজি রেখে বলতে পারি যে পুলিশী অত্যাচার immidiately কিছুটা কমবে। তিন মাস পরে যদি দেখা যায় যে মাওবাদীরা গত তিন মাসে কোনো action করে নি, তবে পুলিশী অত্যাচার আরও অনেক অনেকটাই কমে যাবে, এ কথাও বোধহয় বাজি রেখেই বলা যায়। মুস্কিল হল তাতে সিপিএম আবার হারান মাটি ফিরে পেতে পারে, তাই কিষেণজি সেটা করবেন না, আদিবাসীরা দু পক্ষের কাছেই দাবার ঘুঁটি, তারা just colateral damage, তার বেশী কিছু নয়।
    প্রশটা সহজ - এই অক্টোবর, ২০০৯ থেকে আরো ৬ মাস যদি মাওবাদীরা লালগড়ে তাদের action চালিয়ে যায় তাহলে সেই ৬ মাসে বেশী আদিবাসী অত্যাচারিত এবং নিহত হবে না মাওবাদীরা অস্ত্র সংবরণ করলে ? উত্তরটাও মনে হয় জানা -না কি আমি সব ভুল ভাবছি ? আর উত্তর টা জেনেও যদি মাওবাদীরা যুদ্ধ চালিয়ে যায় তবে সিপিএম,কংগ্রেস,তৃণমূল এই সব তথাকথিত সুবিধাবাদী পার্টির সংগে তাদের পার্থক্যই বা কি?
  • 0 | 194.3.18.6 | ০২ অক্টোবর ২০০৯ ০৯:২০405467
  • অরণ্য, এটা যেকোন ক্ষমতার হয়ে শান্তির জন্যে করা সবচে' আদিম আপোসের সওয়াল :-) হিস্ট্রির শুরু থেকে চেয়ারের লোকজন চিরকাল গোলমাল পাকিয়েদের এটাই বলে এসেছে - তোরা ঝামেলা না ক'রে শান্ত হয়ে কি চাইছিস সেটা বলে ফ্যাল দিকিনি। তোরা দুটো মারবি, আমরা দুটো মারবো - তাতে কার কি লাভ হবে বল্‌ তো?! ইত্যা...
  • pi | 128.231.22.89 | ০২ অক্টোবর ২০০৯ ১০:১৩405469
  • ছত্রধর মাহাতো কে প্রতিদিনের আর আজকালের এই সিপিএম আর মাওবাদীদের কোর্টে ঠেলাঠেলি, এক কোটি টাকার সেনসেশনাল নিউজ বাইটের ভীড়ে একটা অন্তত সেন্সিবল রিপোর্টং পড়লাম।
    http://www.tehelka.com/story_main42.asp?filename=Ne101009the_pawn.asp
    লেখাটার বক্তব্য খুব একটা ভুল লাগলো না।
    মাওয়িস্ট আর সরকারের মধ্যের ডেডলক যাকে দিয়ে খোলানো হয়তো গেলেও যেতে পারতো, তাকে এভাবে ধরে কি একটা খুব বড় ভুল করা হলনা ?

    তবে , অবাক লাগলো কালকের প্রতিদিনের খবরটা পড়ে। ঐ ছত্রধর সিপিএম এর এজেন্ট ইত্যাদি। আর কোথাও কি বেরিয়েছে খবরটা? অথচ প্রতিদিনের প্রতিবেদনে 'রাজ্য প্রশাসনের শীর্ষমহলকে ' কোট করা। অথচ এতটাই গুরুত্বপূর্ণ 'শীর্ষমহলের এই ব্যাখ্যা' নিয়ে আর কেউ উচ্চবাচ্য অব্দি করলো না !
    খবরটা ঠিক হলে আরো বেশি অবাক হবো ঠিক ই , তবে আপাতত অবাক হচ্ছি এরকম আরবিট ভিত্তিহীন গল গুল্প বানানোর সাংবাদিকতা দেখে। কাল ভাটে অরিজিতদার বক্তব্যকে কিছুটা সমর্থন ই করতে ইচ্ছে করছে।
    প্রতিদিন , আজকাল ইত্যাদির এইরকম ট্যাবলয়েডগিরি , আনএথিকাল কাজকম্মো দেখে এই সাংবাদিক সাজার আনএথিকাল কাজের নিন্দে করতে তেমন আর সোচ্চার হতে ইচ্ছে করেনা ।
  • pi | 128.231.22.89 | ০২ অক্টোবর ২০০৯ ১০:১৪405470
  • আর অরণ্যদা, পুলিশি অত্যাচারের শুরু কিন্তু ঐ কনভয় কান্ডের পর থেকে নয়, অনেক আগে থেকে।
    আদিবাসীরা মুখ খুলেছিলেন ঐ ঘটনার পর থেকে।
    আর আপনি লিখেছেন, এইসব ঘটলো এমন সময়, যখন ঐ এলাকা গুলোয় সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ হয়তো নিতে যাচ্ছিলো। কোন পদক্ষেপ ?
    লালগড়ে আসিবাসীদের বিক্ষোভের মূল বক্তব্য ছিল পুলিশি নির্যাতন ঘিরে। সেগুলো বন্ধ হয়েছিল নাকি আরো এরকম ঘটনা ঘটেই চলছিল ?
    ছত্তিসগড়ে ই বা কোন সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে ? সলোয়া জুডুমের ক্যাম্প থেকে পুনর্বাসন কদ্দুর কি হয়েছে ? বরং আরো আরো জমি অধিগ্রহণ হয়েই চলেছে।
    হয়ে চলেছে একটার পর একটা 'এনকাউন্টার' ।
    হয়ে চলেছে আরো অনেক কিছুই ..

    আর হ্যাঁ, আরো একটা প্রশ্ন আছে। হয়তো একটু বোকা বোকা প্রশ্ন। :)
    তবে মাওবাদীদের মানুষ মারার পলিসির প্রতি কোনোরকম সমর্থন না রেখেই এই প্রশ্নটা। তাই উত্তর দেবার সময় সেটা মাথায় রাখতে অনুরোধ করবো :)
    এই একটা কথাটা বারবার ই ঘুরে ফিরে আসে। মাওবাদীরা শুধু সিপিএম করার অভিযোগে আসিবাসী মানুষজনকে মারছে। আচ্ছা, ওখানে কি এই নিহত লোকজন বাদে আর কেউ সিপিএম করেননা। হত্যাগুলি যদি জাস্ট সিপিএম করার জন্য ই করা হয় তালে সমস্ত সিপিএম করা লোকজনকেই মারা হচ্ছে না কেন ?

  • pinaki | 67.43.241.179 | ০২ অক্টোবর ২০০৯ ১১:৩৯405471
  • কোবাড গান্ধীর একটা লেখা পড়ে যা বুঝলাম, মাওবাদীরা এরকম ব্যাপক হারে পুলিশের চরদের মারছে কারণ এটাই নাকি অন্ধ্রের সেট ব্যাক থেকে ওদের রিভিউ। অর্থাৎ অন্ধ্রে গ্রামের দরিদ্র মানুষের মধ্যে পুলিশ যে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তৈরী করেছিল, সেটাকে ওরা একটু হাল্কাভাবে নিয়েছিল, যেটা ওদের কাল হয়। প্রচুর কমরেড ধরা পড়ে, মারা যায়। তাই ওরা তারপর থেকে বদ্ধপরিকর যে গ্রামবাসীদের মধ্যে পুলিশের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তৈরী করাকে ওরা যেকোনও মূল্যে রুখবে। ওরা রিস্ক নিতে চাইছে না। নিজেদের অস্তিত্ব রক্ষার খাতিরেই। তাই কাউকে পুলিশের সাথে যোগাযোগ রক্ষা করতে দেখলে এক দু বার হুমকি দিচ্ছে। না শুনলে আর ওয়েট করছে না। মেরে দিচ্ছে।
  • Pintu | 84.75.99.31 | ০২ অক্টোবর ২০০৯ ১৪:১০405472
  • "মেরে দিচ্ছে" এবোঙ্গ ঠিক করছে। টাই তো pinaki? নাকি এত শুধু-ই statement!
  • pinaki | 67.43.241.179 | ০২ অক্টোবর ২০০৯ ১৪:২৮405473
  • আমি সের্কোম কোনো দবি কোর্ছি বোলে টো মোনে হছে না।
  • Du | 65.124.26.7 | ০২ অক্টোবর ২০০৯ ১৯:৪৪405474
  • পুলিশের চরদের ? আজকেরই নিউজ - 100 men armed with automatic weapons fired indiscriminately at innocent villagers in Bihar's Khagaria district. 16 people were killed on the spot including five children.
  • a x | 143.111.22.23 | ০২ অক্টোবর ২০০৯ ২০:২৬405475
  • আমি কাল একগাদা টাইপ করার পর এক কি স্ট্রোকে সব উড়ে গেল! তার অনেকটাই পাই বলেছে। ছত্রধর ছিল মিডল গ্রাউন্ড। মনে রাখা দরকার, ছত্রধর বার বার সরকারের সাথে বসতে চেয়েছিল, সরকার পক্ষ বসেনি। যখন মাওবাদীরা ভোট বয়কটের ডাক দেয়, তখন ঐ অঞ্চলে যে কটি লোক ভোট দেয়, তার মধ্যে ছত্রধরও ছিল। এবং পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটির অ্যাজেন্ডা তো কোনো ভারত রাষ্ট্র কে উল্টে দেবার দাবী ছিলনা। খুবই ইন্ডেজেনাস দাবী ছিল সব। পুলিশ কে ক্ষমা চাইতে হবে, নাকে খৎ দিতে হবে। এই ফেসটাতে মাওবাদীরা কি আদৌ ছিলেন? কাজেই বামফ্রন্ট মন্ত্রীদের এই ধর ব্যাটাকে, ল্যাম্পপোস্ট থেকে ঝোলা ব্যাটাকে, এবং অবশেষে এই অ্যারেস্ট খুব একটা সদিচ্ছার বার্তা অ্যাটলিস্ট আমার কাছে বয়ে আনেনা। যা বয়ে আনে তা হল, যেভাবেই হোক এই মুভমেন্টটাকে শেষ করতে হবে।

    আর অরণ্য, মাওবাদীরা cease fire করলে পুলিশ সব অত্যাচার বন্ধ করবে, সরকারও তাদের দাবী দাওয়া মেনে নেবে, এটা আমি মনে করিনা। মনে না করার একটা কারণ ওপরে যা লিখলাম আর তাছাড়া ইতিহাসও তাই বলে। এরকম আগে হয়েছে। চুক্তি হয়েছে, মাওবাদীরা গোলাগুলি বন্ধ করেছেন, সরকার আদৌ কথা রাখেনি, বরঞ্চ বেশ কিছু মাওবাদী মেরেছে।

    খুনের রাজনীতি নিয়ে অনেক কথাই হতে পারে। সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস রাখা এই যে আমাদের চারপাশের দলগুলো, এরা খুন করেনা? অপজিশন অ্যানহাইলেশন চলেনা? বামফ্রন্টে তো শরিক দলের মধ্যেই খুনোখুনি চলে আখচার। বামফ্রন্ট জামানায় কতগুলো বিরোধী দলের কর্মী খুন হয়েছে? কতগুলো কোনো পার্টি না করা, কোনো রাজনৈতিক রং ছাড়াই মানুষ খুন হয়েছে? কংগ্রেস কতগুলো "নিরীহ সাধারণ" মানুষ মেরেছে? বিজেপির গল্প ছেড়েই দিলাম। এই খুন গুলোর প্রেক্ষাপট, কনটেক্সট কি? মাওবাদীরা তো বলে কয়ে, একটা তাদের মত কারণ দেখিয়ে করে।
    হ্যাঁ ক করছে বলেই কি খ'র করাটা সমর্থনযোগ্য, এই প্রশ্ন আসতে পারে। এবং সেই প্রশ্নের উত্তরে আমার কাছে এই খুনগুলোর কনটেক্সট জরুরী। ব্ল্যানকেট সব খুনই খুন, সব খুনই অসমর্থনযোগ্য, সব খুনই সমান, শঙ্কর সামন্তও শহীদ, এটা মনে করিনা।

    কিন্তু এগুলো ব্যক্তিগত অভিমত। যেটা ভয়ের সেটা হল, আরেকটা ইন্দিরা জামানা আসতে চলেছে, চিদাম্বরম এবং মনমোহনের ড্রিম কাম ট্রু হবে, আর এতে বামফ্রন্টেরও অবদান থাকবে। NDTVর এই ইন্টারভিউটা দেখুন। অদ্ভূত লাগবে, পুলিশ, সিপিএম আর বিজেপি মুখপাত্ররা কেমন এক সুরে কথা বলছে! বরঞ্চ কংগ্রেসের মধু গৌড় অনেক বেশি সেন্সিবল্‌। এখানে দেখবেন সন্দীপ পান্ডে পয়েন্ট আউট করছেন, যে বনবাসী চেতনা আশ্রম, যারা বেসিকালি গান্ধীবাদী আশ্রম, যারা আদৌ খুনের রাজনীতির আশে পাশে নেই, তাদের কাজকেও কেন শেষ করতে চাইছে রাষ্ট্র। বিজেপির ভদ্রলোক আবার বিনায়ক সেনকে ধরার ব্যপারে বললেন, এগুলো হল নক্‌শাল দের benign face

    মানে মাওবাদী/নকশাল তকমাটা একবার লাগাতে পারলেই হল। যাই আমার স্বার্থ কে ঘা দিতে চাইবে, তাই রাষ্ট্রদ্রোহ, ইকুয়াল টু মাওবাদী ইকুয়াল টু POTA ইকুয়াল টু জেলে পোরো।
  • a x | 143.111.22.23 | ০২ অক্টোবর ২০০৯ ২০:৪১405477
  • যেটা আমার অসুবিধে হয়, সেটা হল, মাওবাদীরা যখন "অমানবিক" বা "নৃশংস"এই বিশেষণটা ব্যবহার করে। "brutal cold blooded murder by CRPF" - aren't most planned political murders brutal and cold blooded? গ্রামের লোকেদের খেপে গিয়ে শাসক শ্রেণীর প্রতিভূ মারা বা দাঙ্গার সময় যে খুন হয়, সেগুলো না, কিন্তু CRPF যখন মারে, বা মাওবাদীরা যখন মানে, দুটোই তো brutal cold blooded। তাহলে কনটেকস্টে অ্যাপিল না করে মানবিকতায় অ্যাপিল করা কেন?
  • Du | 65.124.26.7 | ০২ অক্টোবর ২০০৯ ২০:৪৭405478
  • শংকর সামন্ত তো এত বিখ্যাত কেউ ছিল না - কুখ্যাতও নয়। তবু তার খুন তুমি সমর্থন করো আগেও বলেছ - কি কি ছিল তার অপরাধ? কি অপরাধে মৃত্যুদন্ড হতে পারে কারো উচিত শাস্তি - বুঝি তাহলে।
  • a x | 143.111.22.23 | ০২ অক্টোবর ২০০৯ ২১:০৬405481
  • দু, ঘটনাগুলো ভুলে যাই আমরা। পাব্লিক মেমরি। ভোর ভোর গ্রামের লোকেদের ঘুম ভাঙ্গে গোলাগুলির আওয়াজে। আওয়াজ আসে সামন্তদের বাড়ির থেকে। তার আগের দিন পুলিশ ক্যাম্প খালি করে পুলিশ চলে গেছে। সামন্তদের বাড়ির কাছাকাছি গিয়ে ভরত মন্ডল, শেখ সালিম, ও ১৩ বছর বয়সের বিশ্বজিত মন্ডলের লাশ পাওয়া যায়। তখনও বন্দুক চলছে ভেতর থেকে। এর পরে আগুন লাগানো ও শঙ্কর সামন্ত খুন।
    এদেরও পাকা দোতলা বাড়ি, অনুজ পান্ডের মত। এই বাড়ি আমি দেখেছি। দুর্গের মত বাড়ি। আশেপাশে আর সব বাড়ি মাটির। প্রায় ২৫একর জমি নিয়ে বাড়ি, বাগান ইত্যাদি। (এবং এই জমি চাষ জমি বাদে, চাষ জমি কত একর জানিনা, বিস্তীর্ণ এলাকা) বাড়িটার একটা উঠোন আছে। এই উঠোনে পোড়া ইঁটের মধ্যে সেখানে পরে ছিল প্রচুর ছেঁড়া শাড়ি, ভাঙ্গা পলা, শাঁখা ইত্যাদি পাওয়া যায়। এগুলো পরে কেউ রেখেছে কিনা জানিনা।
  • a x | 143.111.22.23 | ০২ অক্টোবর ২০০৯ ২১:১৩405482
  • আর সমর্থন আর অসমর্থনের মাঝেও একটা জায়গা থাকে। এই খুন আমি বুঝি। নিজেকে ঐ পরিস্থিতিতে রাখা অসম্ভব, কিন্তু মনে হয়, আমি ওখানে থাকলে আমিও একই কাজ করতাম। আরও মনে হয় ভরত মন্ডলের বৌ ও ছেলেকে দেখার পর। কাজেই এটা আমার সেন্স অফ জাস্টিসে ইমোশনালি অ্যাপিল করে। এবং সেইজন্যই এরকম খুন সাধারণ লোক করতে পারে, রাষ্ট্র না। কারণ রাষ্ট্রর ইমোশনাল জাস্টিস দিয়ে চলার কথা না। সুতরাং সমর্থন কথাটা খুব dicey কথা এইক্ষেত্রে।
  • Pintu | 84.75.99.31 | ০২ অক্টোবর ২০০৯ ২২:০৮405483
  • ২৫ একর জমি নিয়ে বাড়ি ? কোনো ধরোন অচে ২৫ একর মনে ঠিক কতোটা জায়গা? ওবিশ্যি, 3rd dimensionএ বললে ঠিক আছে।
  • a x | 143.111.22.23 | ০২ অক্টোবর ২০০৯ ২২:২২405484
  • :-) হ্যাঁ অবাক হবারই কথা। শুধু বাড়ি বলি নি। বাড়ি, বাগান। পুকুরও আছে। মানে আবাদী জমি বাদে।
  • pi | 128.231.22.89 | ০২ অক্টোবর ২০০৯ ২২:৩১405485
  • হ্যাঁ, আমার ও এই পয়েন্টটা তোলার ছিল।
    অফিসিয়ালি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস রেখে খুনের রাজনীতিটা আনফিশিয়ালি করলে সাতখুন মাপ ?
    প: বঙ্গে গ্রামে সিপিএম কতজনকে খুন করেছে , 'জাস্ট সিপিএম না করার জন্য' ?
    কেশপুর , গড়বেতার হিসেব টাই খালি নেওয়া যাক।
    অন্যান্য রাজ্যে কংগ্রেস, বিজেপি র হিসেবটা ও হয়তো এক ই রকম হবে।

    আর খুন, পাল্টা খুনের ভিশাস সাইকেলে ঢুকে পড়ার আগেও শুরুর কারণ বলে কিছু একটা হয়তো থাকে। গণতন্ত্রে বিশ্বাস হারানো দল বা মানুষের কার্যকলাপের মূল কিন্তু অনেক ক্ষেত্রেই সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী দলগুলির কার্যকলাপের সাথেই জড়ানো।
  • arjo | 168.26.215.13 | ০২ অক্টোবর ২০০৯ ২২:৪৬405486
  • সিপিএম মানুষ মারলে যদি প্রতিবাদ করি মাওবাদী মারলেও করব। দুটোই ইকুয়ালি খারাপ। যেমন পুলিশের অত্যাচারও খারাপ। নইলে এর কোন মানে দাঁড়ায় না। সকলেরই পরিকল্পিত খুনের পিছনে কোন না কোন লেজিটিমেট কারণ আছে (নিজের কাছে)। কোন খুনই গণতন্ত্রের জন্য ভাল না সে মাওবাদ হোক অথবা সিপিএম। একটা ঘটছে বলে অন্যটাকে মেনে নিতে হবে এসব বাজে যুক্তি।
  • Du | 72.64.102.203 | ০২ অক্টোবর ২০০৯ ২২:৫১405487
  • অক্ষ , বুঝলাম। তবে পোড়া বাড়ির থেকে ভাঙা পলা, ছেড়া কাপড়ের কথা আলাদা করে বলার সিগনিফিক্যান্সটা বুঝিনি। খোলসা করে বললে নিশ্চয় অ্যাডভান্টেজই পেতে।

    আর আরও একটা খটকা থাকলো রিকনস্ট্রাকশনে। ২৫ একর বাড়ির ভেতর ডাই করা বন্দুক - ভেতর থেকে গুলি চলছে। বাইরে রাস্তায় তিনজনকে ভোরবেলা মেরে ফেললো। গুলির আওয়াজ পেয়ে লোকজন লাঠি কুড়ুল নিয়ে ছুটে এলো --- এরপর কি হল? সমস্ত গুলিকে লক্ষ্যভ্রষ্ট করে জনতা ছুটে ২৫ একরের বৃত্তের ভেতরে ঢুকে লোকটাকে ধরে মারলো আর বাড়ি জ্বালিয়ে দিলো।

    সবকিছুর পরে এইটুকু মনে হয় আবেগ বাদ দিয়েও স্ট্র্যাটেজি নির্ভুল অন্যপক্ষের। যেমন কেশপুরের ঐ বন্দুকওয়ালা বাড়ি পোড়ানো ছিল সিপিএমের কাছে।
  • a x | 143.111.22.23 | ০২ অক্টোবর ২০০৯ ২২:৫৮405488
  • মেনে নেবে কেন, না চাইলে। কোনো খুন সমর্থন করিনা বলার হক তো সবার। কিন্তু ঘটনা হল, আর্মি, ট্যাঙ্ক, বিশেষ বাহিনী, সর্বাধুনিক যন্ত্রপাতি নিয়ে রাষ্ট্র নেমে পড়েছে একজনের পেছনেই। এবং বিনায়ক সেন, কোবাদ গান্ধী, ছত্রধর, এরা কখনও বিনা প্রমাণে, কখনও বেআইনী ভাবে জেলে যাচ্ছে। সঙ্গে যাচ্ছে আরো অসংখ্য নাম না জানা লোকেরা, স্রেফ "সন্দেহে"। অন্যদিকে মোদী থেকে সুশান্ত ঘোষ/লক্ষ্মণ শেঠেরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই আর কি।

    এটা কি হঠাৎ করে হয়েছে? মাওবাদীদের রাজনীতি নতুন না। কিন্তু এই biggest threat to national security বা naxal terrorist, টিভি অ্যান্‌করের শ্রিল ভয়েসে উত্তেজিত maoist menace এগুলো কিছু একটা বলে। আর আমার মনে যা বলছে, তাতে ভারতের গণতন্ত্র খুব একটা মজবুত হবেনা।
  • a x | 143.111.22.23 | ০২ অক্টোবর ২০০৯ ২৩:০৩405489
  • দু, না, আমি নিজে নি:সন্দেহ নই, যে ঐ শাড়ি পলা গুলো পরে রাখা হয়েছে কিনা। তাই যা দেখেছি, সেটুকুই বলেছি, কোনো কিছু ইমপ্লাই করিনি।

    আর দু, এরকম তুমি দেখনি/শোনোনি ইতিহাসে? জমিদার/জোতদার/জার - বাড়িতে বন্দুক, আর জনতা/কৃষক সেই বাড়িতে আগুন লাগাচ্ছে, মারছে? আমি কি অন্য কোনো ইতিহাস পড়েছি?
  • pi | 72.83.84.203 | ০২ অক্টোবর ২০০৯ ২৩:০৬405490
  • আজ্জোদা, কথাটা আমাকে বল্লে কি ? আমি কিন্তু কাল ই বলেছি, মাওবাদীদের খুন করার পলিসিকে আমি আদৌ সমর্থন করিনা।
    কিন্তু খুনের রাজনীতি খালি গণতন্ত্রে অবিশ্বাসী দল করছে এমনটা আদৌ নয়, এটাই বলার।
    মাওবাদীদের এরাজ্যে যেকটা খুন করা নিয়ে এত হিদেস নিকেশ হৈ চৈ , তার কতগুণ খুন শাসকদল করেছে ?
  • pi | 72.83.84.203 | ০২ অক্টোবর ২০০৯ ২৩:০৯405492
  • 'জাস্ট সিপিএম' না হয়ে 'পুলিশের চর' হলেও খুন করাটা জাস্টিফায়েড হয়ে যায়, এমন কথাও বলিনি , আমার তো মনে হয় না পিনাকীদাও বলেছে। পয়েন্টটা ছিল, 'জাস্ট সিপিএম ' করেন বলেই কি ঐ মানুষজনকে খুন করেছে মাওবাদীরা ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন