এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুরের জমিতে রইল-এর কর্খন

    chhodmobeshi
    অন্যান্য | ১৬ ডিসেম্বর ২০০৯ | ৩২৭১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Zafar Iqbal | 117.200.82.53 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১০:৪২423699
  • কেন মাঝরাতে লিখছে বোঝছেন না? সব তো বিলাতে থাকে। সেখেনে বসে হামবড়াই। ময়দানে মার খাচ্ছি আমরা। ত্রিনমুলে এত টাকা আসছে কোথ থেকে? সব তো বিলাতে বসে খেলায় নামছে। সিপিএম না হারলে এদের মুশি্‌কল বোঝছেন না? লুটে খেতে অসুবিধা।
  • c | 121.245.41.191 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১০:৪৯423700
  • Zafarসাহেব, ভালো লাগলো। অন্তত একজন সংখ্যালঘুর গলা শুনতে পেলাম। আপনাকে পেয়ে একটা কৌতুহল মেটানোর ইচ্ছা হল। বাংলাদেশের রিফিউজিদের সবচেয়ে বড় সাথী ছিল cpm, তাদের জন্যে সব করেছে। এত বেশি করেছে যে ঘটিরা রাগ করত। এখনো করে। অথচ সেই সংখ্যালঘুরা লোকসভা নির্বাচনে মমতাকে ভোট দিল কি করে? এটা নেমকহারামি নয়?
  • c | 121.245.41.191 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১০:৫৬423701
  • সব দিদিপন্থী বিদেশে থাকে এটা ঠিক না। মমতা যেটা সুবিধা পাচ্ছে সেটা হল anti-cpm ভোট। পশ্চিমবান্‌গ্‌লার মানুষ cpmকে reject করছে, সেই ফায়দা তুলছে তৃনমুল।
    কিন্তু যেটা পরচার হচ্ছে, cpm কাজ করে নি তাই লোকে anti-cpm সেটা ভুল। মানুষ basically স্বার্থপর। communistরী সেই জায়গায় লোককে ধরে। বামফ্রন্টের মধ্যে দেখছেন না? স্বার্থের লড়াই? ক্ষিতি গোস্বামী কবে থেকেই বারবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করছেন। এবার সোজাসুজি তৃনমুলে যোগ দিলেই হয়। forward blockও সময় বুঝে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। suciএর কথা তো বাদই দিলাম। সব এককাটা হয়েছে কোন চক্রান্তে তা আমরা বুঝছি। newspaper পড়ে আর tv দেখে মতামত তৈরি করলে কি হয় তা এখন বোঝা যাচ্ছে। cpm সবাইকে নিয়ে চলতে গিয়ে এই ভুলটা করেছে। তার চেয়ে রাজ্যের মানুষকে communismএ শিক্ষিত করতে পারলে কাজ হত।
    মানুষের জন্যে কাজ করতে গেছে। জানে না যাদের জন্যে কাজ করছে তারাই সবচেয়ে শত্রু হবে। আজ পশ্চিমবান্‌গ্‌লায় তাই হয়েছে। স্বার্থপর নেমকহারামের জাত তৈরী হয়েছে।
  • Ishan | 173.26.17.106 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১১:০১423702
  • যাই বলুন, দিদি কিন্তু মুখ্যমন্ত্রী হচ্ছেই। :)
  • Manish | 117.241.228.171 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১১:০৩423704
  • খবরের কাগজ খুললে প্রত্যহ একই খবর: সিপিএম কর্মী খুন।কারা মরছে একটু লক্ষ্য রাখুন। খেটে খাওয়া দীন দরিদ্র।
    তাদের দোষ তারা সিপিএম করে ? গনতন্ত্রে নিজের মত প্রকাশের অধিকার থাকবে না।
    তথাকথিত বুদ্ধিজিবীরা নীরব কেনো।
  • pi | 72.83.210.50 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১১:০৩423703
  • যাক, এতদিন অনিল বসু কে বেঠিক নেতা মনে হয়েছিল বলছেন ? তাও ভালো :)

    আর যুক্তিটা একটু বোঝার চেষ্টা করি। বিলেত থেকে লোকে টাকা পাঠাচ্ছে যাতে দেশে টাকা লুটে খেতে সুবিধে হয় ? :o
  • dukhe | 122.160.114.84 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১১:০৫423705
  • গভীর চক্রান্ত । দিদিপন্থীরা বিলেতে বসে ছাপ্পা মেরে দিদিকে জিতিয়ে দিচ্ছে । নাহলে বিলেতে এদের রোজগারের পথে সিপিয়েমের বিলেত শাখা বাধা দিচ্ছে ।
    এ সংকট থেকে উদ্ধারের রাস্তা একটাই । বোঝাই যাচ্ছে রাহু বক্রী ও কেতু কুপিত হয়েছেন । সবাই নিয়মিত হাতে গোমেদ পরুন ।
  • a x | 99.165.171.94 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১১:১৫423706
  • আচ্চা c হঠাৎ জফরকে ঐ প্রশ্নটা করলেন কেন? মানে ওনার নাম ইসলামিক বলে উনি বাংলাদেশের, না বাংলাদেশ থেকে যত রিফিউজি এসেছে তাঁরা মুসলিম?

    আর দোগলা মানে কি?
  • Bratin | 125.18.17.16 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১১:২১423707
  • মনীশ বাবু, C.P.M র হাতে খুন হওয়া তৃনমুল কর্মী দের খবর গুলো কি করে চোখ এড়ায়? আর খুন সব সময় নিন্দাজনক। তা C.P.M করল কি তৃনমুল। সাধারন মানুষ কি অসাধারন মানুষ।

    আর খুন করা নিয়ে বড় গলা করা আর যাই হোক C.P.M র সাজে না।খুনের রাজনীতি আর মানুষ কে ভয়ে রেখে কি করে ভোট জিততে হয়; সেটা ওরা অনেক দিন ধরে দেখে আসছে। আমার নিজের গ্রামের বাড়ি তারকেশ্বর অঞ্চলে।কাজেই বেশ খানিক টা জানি। মুশকিল টা হল কোথায় জানেন এত দিন এক তরফা মার খাওয়ার পরে বিরোধী রা যখন শক্তিশালী হল :-)))

    আর আপনার অবগতি র জন্যে জানাই এই ফোরামের একটা বড় অংশ বিদেশে থাকেন। কাজেই লিখতে মাঝ রাত হয়ে যায়। এর মধ্যে ষড়যন্ত্রে র কোন গন্ধ নেই কিন্তু..... :-))
  • Ishan | 173.26.17.106 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১১:৫৪423709
  • আরে: ব্রতীনও তারকেশ্বর লাইনের ছেলে। আগে বলতে হয় তো।
  • Bratin | 125.18.17.16 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১১:৫৫423710
  • ১৯৯১ সাল। তখন আশুতোষ কলেজে পড়ি। ছাত্র নির্বাচনের আগের দিন S.F.I র এক নেতা ক্লাশে এসে বললেন 'দেখ কালকে তোরা আসিস আর না আসিস তোদের ভোট টা কিন্তু S.F.I ই পাবে'। আমি ভাবলাম তাহলে আর আমি চাপ নিয়ে বেলুড় থেকে কেন হাজরা যাব ? বাড়ি তে বসে রিল্যাক্স করি।
  • Manish | 117.241.228.171 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১১:৫৮423711
  • @ Bratin
    প্রথমত, আমি ভৌগলিক অবস্থান বা সমস্যার কথাও লিখেছি আমার post এ।
    দ্বিতীয়ত,বড় মাপের নেতার প্রানহানির খবর কিন্তু চোখে পরে না (ফাল্গুনী বাবু ছারা) সে Trinomul হোক কি CPM।আমার বক্তব্য এখানেই।
    একটা জিনিস আমার চোখে খরাপ লাগলো তা আপনার প্রচ্ছন্ন যুক্তি খারা করার চেষ্টা CPM নিধনের পক্ষে। "বিরোধিরা আগে মার খেয়েছেতো তাই শক্তি বাড়ায় CPMকে খুন করতেই পারে, তাতে দোষ কোথায়ে?

  • Bratin | 125.18.17.16 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১২:০০423712
  • @ ইশান, নাহলে আর হরিপালের 'শ্রীহরি' দই র স্বাদ জানবো কি করে?
    :-))
  • Manish | 117.241.228.171 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:০২423713
  • হাজরা মোড়েও এক শ্রীহরির দোকান আছে (Asutosh college এর বিপরিতে) যার কচুরি বিখ্যাত।
  • PT | 203.110.243.21 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:৩৫423714
  • একসময় অনাবাসী ভারতীয়রা (বিশেষত: অবাঙালীরা) ভাবতেন, কিংবা হয়ত এখনও ভাবেন, যে বিজেপির হাত ধরে ""ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে""। সেই স্বপ্নটা একটু অন্য পথে অনাবাসী ভারতীয় বাঙালীদের অন্দরে প্রবেশ করেছে। এই বাঙালীরা ভাবছেন যে দিদি প:বঙ্গকে বামফ্রন্টের হাত থেকে ""উদ্ধার"" করে সোনার বাংলাতে রূপান্তরিত করবেন!!
  • Bratin | 125.18.17.16 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:৪২423715
  • হ্যাঁ। ও ই দোকান টা তেও এক সময় যেতাম । কলেজে পড়ার সময়
  • Animesh | 117.200.82.53 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৩১423717
  • এটা ঘটনা। যারা যারা সিপিএমের রাজত্বে উপকার পেয়েছে তারাই আজ সিপিএমের সবচেয়ে বড় শত্রু। বুদ্ধদেব ভটচাজের মতো মুখ্যমন্ত্রীকে প:বালার মানুষ রাখতে পারল না তাদের দুর্ভাগ্য। আর বুদ্ধদেবের বিকল্প মমতা !!?? ভগবানও প:বালাকে বাঁচাতে পারবে না।
    দুখেবাবু জাতের সুক্ষ্ম খোঁচা লেখার ক্ষমতা নেই। আমি আমার গোদা কথাগুলো লেখার চেষ্টা করছি। জ্যোতিবাবু রাজ্যটাকে তুলে দিয়েছিলেন বিড়লাদের হাতে। মাড়োয়ারীরাই প:ব: চালাত। সুভাষবাবু আদুরে বেড়ালের মত মমতাকে লালন পালন করলেন, তখন ভেবে দেখেন নি এ একদিন ফ্রাঁকেস্টাইন হয়ে দাঁড়াবে। বুদ্ধবাবু এসে কাজ করতে চাইলেন। টাটাদের ডাকলেন, সালেমকে ডাকলেন, জিন্দাল উইপ্রো ইনফোসিস সবাইকে এϾট্র দিলেন। বিড়লা দেখল মহা বিপদ। এদিকে সিপিএমের এক দলকে খাইয়ে নাদুস নুদুস করেছে, ওদিকে মমতাকে খাইয়ে গাবদা গোবদা বানিয়েছে।
    এদিকে সৎ কাজের লোককে টাকা খাওয়ানো যায় না। যতই কেন না শুভাপ্রসন্ন বুদ্ধের সাদা পান্‌জাবী আর সাদা চুল নিয়ে কাদা ছুঁড়ুন। কল্যান বন্দ্যো তাঁর সংস্কৃতি নিয়ে কেচ্ছা করুক । এ শক্ত লোক। কাজের লোক। মমতার আদুরে ন্যাকা ন্যাকা ভঙ্গীতেও বিচলিত করা যায় না। শক্ত ঘাঁটি। এ লোকটার হাত ধরে প:বালার উন্নয়ন যদি হয়েই যায়!! মমতার মুখ্যমন্ত্রী হওয়া হবে না !
    বিড়লা ছিলই, টাটার কারখানা আসার কথায় হন্ডাই আর মারুতিকেও সঙ্গে পেলেন মমতা। সেই টাকায় সিঙ্গুর। রোজ এক কোটি টাকা খরচ করে সিঙ্গুর আন্দোলন।
    নন্দীগ্রাম মাওবাদী ঘাঁটি হল। তখনকার কান্ডগুলো সিপিএমের নামে যদিও ভালো খাওয়ানো হয়েছিল। কিন্তু এখন ছবি স্পষ্ট।
    এই অবধি বুঝি।
    যেটা বুঝি না, তা এই যে পকাবুরা এত মেতে উঠলেন কেন। গুরুর মমতাপন্থী ভাইবোনেরা এত উচ্ছ্বসিত কেন।
    মমতা এসে সাধারন মানুষের কোনো কাজ হয় নি।হবেও না। মমতার সে ক্ষমতাই নেই। মমতা একজন নেগেটিভ মানসিকতার লোক। বস্তির লোকের মত যুক্তি। যতই রবিঠাকুর উদ্ধৃতি দিন, মমতার ক্লাস সবার চেনা। মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়ে যে রাজ্যের সাধারন মানুষকে মেরে সরকারে বসার রাজনীতি করে, তার মুখে মা-মাটি-মানুষের কথাগুলো ব্যঙ্গের মত শোনায়। তার দলের লোকেরা ক্ষমতায় আসার আগেই দিকে দিকে যত দুর্নীতি করে ফেলেছে, সিপিএমের সবচেয়ে খারাপ লোকটাও বত্রিশ বছরে সে জায়গায় নামতে পারে নি।
    মমতা মুখ্যমন্ত্রী হবেই। আমরা সবাই জানি। বুদ্ধদেব জ্যোতিবাবু নন। ঐ রাজনীতি করেন না যে যেনতেন প্রকারেণ গদি আঁকড়ে থাকবেন। সৎ একনিষ্ঠ কাজপাগল পশ্চিমবঙ্গকে ভালোবাসা এই লোকটির প্রতি আমার সশ্রদ্ধ নমস্কার ।
    আর সত্যি বলতে কি, এ পাতায় বেশ কয়েকজন যে কথা বলেছেন, আমিও একমত। প:বালার মানুষ বুদ্ধদেবকে deserve করে না। এই স্বার্থপর নেমকহারাম বেইমানদের জন্যে মমতাই ঠিক ঠিক লোক। এদের শিক্ষা হবে মমতা এলে তবেই। আমি চাই ২০১১য় মমতাই মুখ্যমন্ত্রী হোক।
    তার আগে বুদ্ধবাবু যেটুকু পারেন কাজ করে নিন।
  • rabaahuta | 203.99.212.53 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৭423718
  • 'বস্তির লোকের মত যুক্তি'...

    এই টইটা বেশ মজার

  • saikat | 202.54.74.119 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৭:১৮423720
  • আহা রবাহুত বোঝেন না কেন? যে মহিলা মাওবাদীর সাথে হাত মিলিয়েছে সে তো বস্তির লোক হবেই কারণ মাওবাদীদের তো আবার তাদের নিয়েই রাজনীতি।
  • Mmu | 78.236.153.102 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৭:২৯423721
  • Manish আপনি যদি আমার কথা ধরেন তাহলে কি বলব? আমি বিদেশে থাকি। এখান্‌কার সাথে time এর ফারাক সারে ৪ ঘন্টা । আর প:ব:এ ও অনেক দিন ছিলাম। cpm এর সন্ত্রাস এর experience অবশ্যই আছে। আপনাদের কতটা আছে আমার জানা নাই।
  • Mmu | 78.236.153.102 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৭:৩৪423722
  • zafar বিলেত নিয়ে আপত্তি কোথায়? সীতারাম বাবু,কারাত বাবু সস্ত্রীক বিলেত থেকে ঘুরে গেল কয়েক দিন আগে। তাও কি টাকা কালেকসনের জন্য?
  • Manish | 117.241.228.171 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৮:০২423723
  • Mmu, কারাত,সীতারাম বাবুদের আপনি কত franc দিলেন?
  • Manish | 117.241.228.171 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৮:২৪423724
  • Eden GardenElectric power বিভ্রাট। গত বারে একই কারনে আবপ (গৌ ভট্টা) খুব খিচেছিলো প্রসুন মুখোকে, আসল Target ছিলো C.M.
    আগামীকালের report এ চোখ রাখবো।
  • a x | 99.165.171.94 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৬423725
  • ধুর হুতো তার চেয়েও বড় মুক্তো হইল - "যতই রবিঠাকুর উদ্ধৃতি দিন, মমতার ক্লাস সবার চেনা"
  • Subir | 117.200.83.78 | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৭423726
  • অনিমেষের সঙ্গে একমত। উদাহরন বর্গাদার। এক সময় তারা সিপিএমের কাছে সবচেয়ে বেশি সুবিধে পেয়েছে, আজ তারা সিপিএমের সবচেয়ে বড় শত্রু।
    আরেকটা মজার ব্যাপার লক্ষ্য করছি। দিদিপন্থীদের সত্যি সত্যি কোনো যুক্তি নেই। তাই কেবলই হয় খোঁচা দিয়ে লেখা নয় রসিকতার আড়ালে দিদির দোষ ঢাকার চেষ্টা। মমতাকে কি করে শিক্ষিত সমাজ-সচেতন লোকজন সাপোর্ট করে কে জানে। কার জে কোথায় খুঁটি বাঁধা আর কোথায় কার রোজগারের ব্যবস্থা হচ্ছে ভগাই জানে।

  • dukhe | 117.194.228.228 | ২৪ ডিসেম্বর ২০০৯ ২০:২০423727
  • কী করবেন - জাতটাই এরকম । বিদ্যাসাগর রামমোহনকেই কত জ্বালিয়েছিল । বুদ্ধদেবের তুলনায় তাঁরা তো নস্যি । এইসব স্বার্থপর বেইমানদের জ্বালায় চৈতন্য বিবেকানন্দ তো সন্ন্যাসীই হয়ে গেলেন । বুদ্ধবাবুও হতেন, নেহাত মেয়ের বিয়েটা বাকি ।
  • pinaki | 65.69.33.2 | ২৪ ডিসেম্বর ২০০৯ ২১:০০423728
  • এই টইটাকে পাঁচটা তারা দিলাম।
  • Mmu | 78.236.153.102 | ২৪ ডিসেম্বর ২০০৯ ২২:২৬423729
  • Subir কথা টা মানতে পরলাম না। দিদি পন্থি কথাটা বোধহয় ভুল। আর তা ছারা সবাই আপনার মত শিক্ষিত নাও হতে পারে। তাদের শিক্ষিত করে তোলার দায়িত্ব কার? আপনাদের সরকারের শিক্ষা ব্যবস্থাই কি এর জন্য দায়ী নয়? এখন যে পরিবর্তন তার জন্য কি আপনাদের, মানে সরকারের ব্যর্থতাই বেশি দায়ী নয় ? মনে রাখবেন Subir কাউকে অশিক্ষিত বলার আগে ,শিক্ষা নিয়ে বর্তমান সরকার কি চালাচ্ছে। আর তা ছারা একটা শিক্ষিত লোকের যেমন একটাই ভোট একটা অশিক্ষিত লোকেরও তাই। অশিক্ষিত লোকের পার্সেন্টেজ অনেক বেশি বলেই বাম রাজত্ব্য এতদিন চলল। শিক্ষিত বেশি হলে কি হত তা কেরলের রেসাল্টেই বোঝা যায় । এত দিন যাদের বোকা বানিয়ে রেখেছিলেন তারা এখন বুঝতে শিখেছে।
  • pi | 72.83.210.50 | ২৫ ডিসেম্বর ২০০৯ ০০:২৯423731
  • অনিমেষবাবু, অনেক ধন্যবাদ। কথাগুলো এভাবে বলতে পারার জন্য। দিনটা ও মনটাও ভালো করে দেবার জন্য। আবারো ধন্যবাদ।
    আরো লেখার আশায় রইলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন