এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুরের জমিতে রইল-এর কর্খন

    chhodmobeshi
    অন্যান্য | ১৬ ডিসেম্বর ২০০৯ | ৩২৭২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১২:১৫423865
  • এই খেয়েসে - সেই একই ভুল! ক্লাস নিতে হবে দেখতাসি;-)
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১২:২২423866
  • পাতা উল্টে কয়েকটা পোস্ট পড়লাম। না পড়লেই ভালো হত।
  • a x | 99.165.171.94 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৩:০২423867
  • হুঁহ্‌ যে নাকি হ্যাঁ কে হ্যা লেখে তার থেকে আবার কি কি সব শিখতে হবে!
  • Zafar | 121.245.41.223 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৩:৩৯423868
  • এখোন তা বললে হবে না কল্লোলসাহেব।অনিমেশ আর আমি একই লোক জখন তখন আর কথা নাই।আসল ব্যপারটা কি হইল জানেন?আপনারা এমোন মমতা জয়গাথা গাইছিলেন তাতে হঠাত করে অনেকগুলো লোক থুড়ি একটাই লোক এমোন এমোন কথা বলল জে আপনারা আর যুক্তি টুক্তি দিতে পারলেন না।এখোন তাই কাছা ধরে টান। আসোল কথাগুলো গায়ে লেগেছে আপনাদের। যাগ সেটুকুই আশ।এখোনো আপনাদের গায়ে লাগে।চামড়াটা মমতার মতো মোটা করে ফেললে আর লাগবে নাই।
  • kallol | 124.124.93.202 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৪:০২423869
  • 121.245.41.223 আইপির জাফর -
    আমার গায়ের চামড়া মমতার রাজনৈতিক জীবন শুরু হওয়ার আগেই মোষের মত করে ফেলেছি। আপনি চিন্তা করবেন না। তবে আপনারা চালিয়ে যান। বেশ আমোদিত হচ্ছি।

    অরিজিত - অপিসে এক সহকর্মীর কাছে ক্লাশ নিলাম। সে যা বললো - যে আইপিটা গুরুতে দেখাচ্ছে সেটা সার্ভিস প্রোভাইডারের আইপি। এখন সার্ভিস প্রোভাইডার (ধরা যাক রিলায়েন্স) অনেকগুলো আইপির অধিকারী। সেগুলো সে তার সুবিধা অনুযায়ী নানান লোকেশনে লাগিয়ে দেয়। আইপি ট্রেসার দিয়ে ট্রেস করলে ঐ লোকেশনই দেখায়। তার সাথে গুরুতে পোস্ট করা মানুষটি কোথায় আছে তার সম্পর্ক নাও থাকতে পারে (না থাকাই স্বাভাবিক)।
    আমি কি ঠিক বুঝেছি ?

  • bb | 59.161.114.179 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৪:০৩423870
  • Ranjan বাবুকে ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদ করলাম। আর এই দুমদাম কাঊকে তৃনমূলী ইত্যাদি সম্ভাষণের দরকার কি?
    তৃণমূলকে সমর্থন করলেই কি তাদের মতামত শোনার দরকার নেই?
    অন্যদিকে এই ip টেনে মিস মার্পেলে জাতীয় ব্যবহারের প্রতিবাদ। ip মিলে গেলেই তারা একই লোক এই মনে করার কারণ নেই।
    এর আগেও এই ip tracing এর প্রতিবাদ করেছি আবার করছি।

    আলোচনা হোক সুস্থ, পারস্পরিক বিদ্বেষহীন। Ranjan বাবু আপনি মতামত দিতে থাকুন, নিজের credential দেওয়ার দরকার নেই।
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৪:১১423871
  • কল্লোলদা - পার্টলি ঠিক। এর একটা অন্য পার্ট আছে - যেটা আমি একবার লিখেছি - সেটা হল একই আপিস থেকে লিখলে নর্মালি একটাই আইপি দেখাবে - মানে আমার আপিস থেকে আমি ছাড়াও অন্য কেউ লিখলে তার আইপিও আমার মতন 61.95.144.122 আসবে। ব্রতীনকে লিখলাম না - নিউক্যাসলে আমাদের সবার পাবলিক আইপি ছিলো - মানে বাইরে থেকে আমাদের ইন্ডিভিজুয়াল মেশিনগুলোকে পিং করা যেত। কিন্তু আমি পাঁচটা মেশিন থেকে পোস্ট করলেও আইপি সেই ইউনি গেটওয়ের আসতো।

    সমস্যাটা হল এখানে একজন লিখছে না অনেকে এক আপিস থেকে সেটা ধরার উপায় নেই। আপতত:। হয়তো যে অ্যাকচুয়াল প্যাকেটগুলো গুরু-র সার্ভারে আসে সেগুলো ঘাঁটলে তার থেকে ট্রেস করা যেতে পারে।
  • Samik | 219.64.11.35 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৪:১৬423872
  • জাফর, অনিমেষ, টিনা, অর্ধেন্দু আর যারা যারা নতুন এখানে লিখছেন, তাদের কয়েকটা কথা বলি।

    আপনারা যে ধরণের কাজকম্মোটা করছেন, তাকে সাদা বাংলায়, থুড়ি, হোয়াইট ইংরেজিতে বলে লেবেলিং। একজনের কথা পছন্দ না-হলেই তাকে লেবেলিং করে দেওয়া, যে, এ ব্যাটা তৃণমূল, কিংবা, এ ব্যাটা সিপিয়েম। লেবেলিংটা করে নিয়ে তারপরে মমতা কিংবা বুদ্ধের নাম নিয়ে তাকে খোরাক করে চাটাচাটি করা। ওর দালাল, এর টাকা খাওয়া, তার পেছনে ছুরি মারা ইত্যাদি।

    তো, যেটা বলার ছিল, সেটা হল, আপনারাই প্রথম নন যাঁরা এই ধরণের আক্রমণ করেছেন। এটা বহু পুরনো চেনা ছক, এর আগেও এই ধরণের কথাবার্তা এসেছে, এবং সেসব ক্ষেত্রেও অন্যরা এর আগেও একইভাবে প্রতিবাদ করেছেন।

    কারুর যুক্তি পছন্দ না-হলে, বিরুদ্ধ যুক্তি সাজান, যদি মনে হয় আপনার যুক্তি স্ট্রংগার, লড়ে যান আপনার যুক্তি নিয়ে, কিন্তু ব্যক্তিগত লেভেলে অ্যাটাকটা দূরে রেখে, প্লিজ। কল্লোল বা রঞ্জনকে তৃণমূল ইত্যাদি, সিপিয়েমের পিছনে ছুরি মারা ইত্যাদি আপনারাই প্রথমে বলেছেন, যার জেরে আপনাদের আইপি ট্রেস করার গল্পটা শুরু হয়েছে। কারণ, খুব পুরনো একটা অরণ্য প্রবাদ আছে, ঢিলটি ছুঁড়লে পাটকেলটি খেতে হয়।

    আপনি জামশেদপুরে আছেন না আন্টার্টিকায় আছেন, সেটা খুঁজে বের করা কল্লোলের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল, আপনাদের বোঝানো, যে, আপনারা যেখানে নেই, জোর করে আপনারা সেখানেই আছেন প্রমাণ করে দিলে ব্যাপারটা কোথাওই গিয়ে দাঁড়ায় না। যেমন, যার জন্মজন্মান্তরেও তৃণমূলের সাথে কোনও সম্পর্ক নেই, যে জীবনে কখনো নিজের ইউনিয়নের প্রতি বিশ্বাসঘাতক হয় নি, তাকে মমতার-টাকা-খাওয়া বলা বা পার্টির-পিছনে-ছুরি-মারা বলা হলে ব্যাপারটা কোথাওই গিয়ে দাঁড়ায় না। দুর্ভাগ্যবশত, সেই ইঙ্গিতটা আপনারা ধরতে পারেন নি। প্রতিপক্ষকে সিপিএম বা তৃণমূল হিসেবে আগে চিহ্নিত করে না-ফেলতে পারলে আপনাদের পক্ষে কথা চালিয়ে নিয়ে যাওয়া বোধ হয় সম্ভব হয় না।

    আরো কিছু কথা। আপনাদের জন্যেই। গুরুচণ্ডালি কারোর বাপের সম্পত্তি নয়। ওপেন ফোরাম। ভাটিয়ালি আর টইপত্তরে লেখা কোনও লেখাই মডারেট করা হয় না। যে কেউ যা খুশি লিখতে পারে। আপনারাও পারেন, কল্লোলও পারেন, রঞ্জনও পারেন, আমিও পারি। কিন্তু বাক্‌স্বাধীনতা থাকা আর বাক্‌স্বাধীনতার অপব্যবহার করাটা এক জিনিস নয়। আশা করি এটা বোঝার মত ম্যাচিওরিটি আপনাদের আছে। এখানে ঢালাও শতরঞ্চি পাতা আছে, চা-বিস্কুট নেই, আসুন-বসুন-কী-খাবেন নেই, আবে-শালা-তৃণমূলের-চামচা-ফোট-বে-ও নেই। আবাহন নেই, বিসর্জনও নেই। যুক্তি দিয়ে যুক্তি কাটুন, আওয়াজ দিয়ে আওয়াজ। ক্যাওড়ামি করলে ক্যাওড়ামি পাবেন, শালীনতা রাখলে শালীনতা পাবেন। এখানে আসতে, লিখতে, পয়সা লাগে না, লগিনও লাগে না। কেবল বাংলা টাইপ করতে জানতে হয়। পোষালে লিখবেন, না-পোষালে লিখবেন না। কেউ পায়ে ধরে সাধবে না। সিম্পল। আপত্তিকর কথা লিখেছেন, তাই প্রতিবাদটা জানিয়ে গেলাম। যুক্তিপূর্ণ কথা লিখুন, ভার্চুয়ালি উঠে দাঁড়িয়ে হাত মেলাবো।
  • Bratin | 125.18.17.16 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৩423873
  • শমীক ধন্যবাদ। এই রকম একটা লেখার দরকার ছিল। ব্যাপারটা বোঝানোর জন্যে।
  • Samik | 219.64.11.35 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৭423875
  • এই ব্যাপার বোঝানোর জন্য একটা আলাদা স্ট্যাটিক পেজ রেখে দেওয়া দরকার। এই নিয়ে কতবার যে এইসব টাইপালাম!
  • Bratin | 125.18.17.16 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৪423876
  • :-)) পুরোনো গুরু র জনতা হিসাবে কিছু দায়িত্ব তো থেকে যায় । তবে স্টাটিক পেজ র আইডিয়া টা মন্দ নয়।
  • SB | 114.31.249.105 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৪423877
  • কল্লোলদা, অরিজিত একটা ব্যাপার বলে নি, একই লোক ইচ্ছে করলে দুটো আই পি দিয়ে লিখতে পারে, অনেকসময় তেই অনেকে ক্লায়েন্ট সর্ভারে বা ভিপিএন এ কাজ করে, তখন দুটো আইপি দিয়ে লিখতেই পারে দুস্টুমি করে। কিন্তু আসলে এইধরনের দুস্টুমি শুধুই সময় নষ্ট, কোন মানে হয়??!!!

    কিছু ব্রাউনি পয়েন্ট পাওয়ার জন্যে এখানে চিৎকার করে ঝগড়া করার থেকে ভাল কাজ তো পাড়ায়, মাঠে, রাস্তায়, গ্রামে, গঞ্জে গিয়ে কাজটা করা, অন্তত আমি এখনো এক্টিভ সিপিএম থাকলে সেটাই করতাম।

  • kallol | 124.124.93.202 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৫423878
  • শমিককে কুচু কুচু কুচু।
    কতদিন দেখা হয় না রে! একবার আয় না, সবাই মিলে।
  • Blank | 203.99.212.54 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৯423880
  • এই কুচু কুচু কুচু বস্তুটা ডিফাইন করা হোক।
  • Arpan | 122.252.231.12 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৯423879
  • যাগ্‌, নিশ্চিন্ত হলুম অক্ষদা কিছু বানান এখনো ঠিক লেখে! ;-)
  • Samik | 219.64.11.35 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৫:০০423881
  • :-) :-)) :-))) :-)))) ....
  • rabaahuta | 203.99.212.53 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৫:০২423882
  • হোক হোক হোক
  • Mmu | 78.236.153.102 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৭:৫৩423883
  • ধন্যবাদ samik
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৮:০৮423884
  • দা কি কাটারি হইয়াছে? ;-)
  • Mmu | 78.236.153.102 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৮:৪২423886
  • Ardhendu বাবু প্রচন্ড এক্সাইটেড। তাই সব্বাইকে তৃনমুলের লোক ধরে নিয়েছে। আসলে শেষের দিকে এরকম হয়। ব্যক্তিগত আক্রমন না করে উপায় কি আর??
  • SB | 114.31.249.105 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৮:৫১423887
  • ম্মু'র 'শেষের দিকে' পড়ে কেমন জানি মনে হল উনি apocalypseএর কথা বলছেন :)
  • shubhabrata | 117.200.84.95 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৮423888
  • এখানে সিপিএমের পক্ষে কিছু না লেখাই ভালো দেখছি। যে রেটে সিপিএম মারছে তৃণমুল তাতে শেষের সেদিন এসেই গেছে। এখন তৃণমুলের দিন। জয় হো।
    আমার আইপিটাও দেখে দেবেন দাদা দিদিরা।
  • Samik | 219.64.11.35 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৫423889
  • অঙ্গার শতধৌতেন ইত্যাদি প্রভৃতি ...
  • Piklu | 119.226.21.2 | ৩০ ডিসেম্বর ২০০৯ ০৭:১৬423890
  • ওরে পাগল টই কি কারোর একার?
    মতান্তর তো হবেই মনান্তর করলে হবে?
    সবাই লিখুন একটু মজা করে পড়ি।
    তবে ব্যক্তিগত আক্রমন থেকে দূরে থাকাই ভালো ।
    সি পি এম জিন্দাবাদ।
    তৃনমূল জিন্দাবাদ।
    কংগ্রেস জিন্দাবাদ।
    বি জি পি জিন্দাবাদ।
    আর যত দল আছে, সবাই জিন্দাবাদ।
  • Ishan | 173.26.17.106 | ৩০ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৬423891
  • আইপির ব্যাপারে অজ্জিতকে ক। পুরো প্যাকেটটাও ইচ্ছে করলে ট্রেস করা যায়, কিন্তু সেসব করে হবেটা কি? গোয়েন্দাগিরি তো হচ্ছেনা।

    আর সত্যি কথা বলতে কি টইটা পড়ে রাগটাগ কিছু হলনা। গুচ্ছের আমোদ পেলাম মাত্র। কিন্তু রঞ্জনদার কাছে ব্যাপারটা আমোদ নাও হতে পারে। সেটা একটু মাথায় রাখুন না। এইসব বাচ্চাদের মতো গায়ে ঝাল ঝেড়ে লাভ টা কি? লাভের লাভ বলতে এই, যে, আমার মনে হচ্ছে তৃণমূল হয়ে যাই। :)
  • Arijit | 61.95.144.122 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১০:০১423892
  • আমার কেন জানি সন্দ হচ্ছে এটা পুরোটাই বাজে বাওয়াল। লোকে কেন যেচে নিজের/নিজেদের অন্যদের চোখে নীচে নামাবে?
  • Ishan | 173.26.17.106 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১০:১০423893
  • জয় শ্রীরামই হোক, আর ইনকিলাব জিন্দাবাদ, ক্যাডারবাহিনী এইরকমই। ঘাসফুলও এরকমই হয়ে উঠছে।
  • shrabani | 124.124.86.102 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১০:১৪423894
  • এখানে যা লেখা হচ্ছে বেশ পড়ার মত কিছু না, পুরো ধৈর্য্য ধরে পড়াও গেলনা। লেবেলিং করা নিয়ে অনেকেই বলেছে, ব্যাপারটা সত্যিই বিরক্তিকর। যখন এখানে লিখতে আসি তখন অন্য লোকের রিয়্যাকশন মাথায় রেখেই লিখতে হবে, সে যে কোন থ্রেডে, নিজে যা খুশী লিখব আর অন্যে তার উত্তরে যা খুশী লিখলেই আঁতে ঘা লাগবে, এ হয় না।

    তবে গুরুতে নতুনেরাই ( তারা পছন্দেরই হোক আর না পসন্দ) শুধু লেবেল করে আর কেউ করেনা, এটা ঠিক নয়। শুধু লেবেলটা গুরুজন দের পছন্দের হলে কেউ আপত্তি করেনা!
  • Rajdeep | 125.22.62.70 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১০:৩৬423895
  • ব্যাক্তিগত আক্রমণ কখনই বরদাস্ত করা উচিত নয়।

    কিন্তু এরকমও হয়েছে ""সিপিএম"" লেবেল সাঁটিয়ে আক্রমণ থেকে শুরু করে ওয়ানলাইনার খেউড় সবই চলেছে , তখন অনেক ""পুরোনো"" গুরুজন কিন্তু সেটার প্রতিবাদ তো করেনি নি উল্টে সমর্থন করেছেন।

    কাজেই নতুন কেউ গুরুতে এসে এসব করছেন বলাটা বোধহয় ঠিক নয়

    ইশানকে - ""ঘাসফুলও এরকমই হয়ে উঠছে"" মানে? আগে ঠিক কি রকম ছিল ? :/
  • Ardhendu Banerjee | 117.200.84.58 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১০:৩৯423898
  • শমিকবাবুকে ধন্যবাদ।
    ranjanবাবুকে যে কথাগুলো সরাসরি বলেছি সে নিয়ে আমি এখনো মনে করি না যে ব্যক্তিগত আক্রমন করেছি। আশা করি ranjanবাবু উত্তর দেবেন। at least নিজের credential বোঝানোর জন্যে। এখন আর পাতা উল্টে পড়্‌বার সময় নেই।কিসের উত্তরে লিখেছিলাম সব data লিখে উত্তর দিলে ভালো হত। কিন্তু আমার এখন এত সময় নেই। যতটা মনে পড়ে্‌ছ, কেউ একজন বলেছিলেন যে সিপিএমের কাছে যারা সবে্‌চয়ে উপকার পেয়েছে তারা আজ সিপিএমের সবে্‌চয়ে বড় শত্রু। I too stand with those words. সেই উত্তরে ranjanবাবু সিপিএমের ওপর গায়ের ঝাল ঝেড়েছিলেন। তখন কেউ প্রশ্ন করে ranjanবাবুকে। ব্যক্তিগত আক্রমন যাকে বলছেন আপনারা। আমি যা বুঝেছি, one needs to clarify his social stature to take a stand আর প্রত্যেক মানুষের সামাজিক এবম আর্থিক অবস্থিতি থেকে তার রাজনীতিক সাপোর্ট তৈরি হয়।
    সেই জায়্‌গা থেকে ranjanবাবুকে লিখেছি। আর আমি এখনো একই কথা বলব। দীর্ঘকাল BEFI ইউনিয়ন করে তার সুদসুদ্ধ লাভের গুড় খেয়ে কেউ যদি আজকের সময়ে দানি্‌ড়য়ে সিপিএমকে তুলোধোনা করে, he is a hypocrite. এরাই সিপিএমের সবে্‌চয়ে বড় শত্রু। আপনারা মানুন আর না মানুন।
    last but not the least। আমি মুবাবুকে একটা কথা বলতে চাই। হয় আপনি বুঝেও বুঝতে চান না আমি কি বলেছি, নয় আপনি সত্যি সত্যি কিছু বোঝেন না। আপনি আমাকে কাল যে কথাগুলো লিখেছেন সেটা গুরুর guardianদের ব্যক্তিগত আক্রমন মনে হল না কেন সেটাও ভেবে দেখবেন।
    আর কল্লোলবাবু আমার আইপি track করে কি পেলেন সেটাও জানাবেন।এখনো জামে্‌শদ্‌পুরে আছি নাকি অন্য কোথাও চলে গেলাম জানাটা জরুরি। কারন সিপিএম নিয়ে আমার stand এখনো এক জায়্‌গায়। সেদিন ,রন্‌জন্বাবুকে জা বলেছি আজো তাই বলব।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন