এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুরের জমিতে রইল-এর কর্খন

    chhodmobeshi
    অন্যান্য | ১৬ ডিসেম্বর ২০০৯ | ৩২৭১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 24.42.203.194 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:০৫423765
  • আমি সবাইকেই জিগাই। যে উত্তর দেয় দেবেন। অনেকটা দিদির মতন যে উত্তর দেয়।

    আমরা কেক বানালুম। ভালো হয়েছে বেশ।
  • Tina | 117.200.83.22 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:০৮423766
  • অ।আমি ভাবলাম আমাকে জিগালেন।
  • aka | 24.42.203.194 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:০৯423767
  • থুড়ি

    *অনেকটা দিদির মতন যে সাপোর্ট করে।

    আপনি মেমারিতে থাকেন? বাহ বাহ ভালো জায়গা।
  • kc | 89.203.49.18 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:১৪423768
  • আমরাও কেক বানাব ভেবেছিলাম, সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল, কিন্তু আমারই ভুল, বাড় খেয়ে বাঘু বেকারের সেকেন্ড আইটেমটা বানিয়ে তাক লাগাব ভেবেছিলাম, ছড়িয়ে লাট করেছি, রান্নাঘর নাকি খুব নোংরা করেছি, ব্যাপক ঝাড় খাচ্ছি, কোথায় লাগে মাকু, নকু ঝগড়া, বড়দিন খুব বাজে ভাবে শুরু হল, সবাইকে শুভ বড়দিন।
  • aka | 24.42.203.194 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:১৫423769
  • আচ্ছা, দিদিই কি প্রথম পুরুষ মুখ্যমন্ত্রী হবেন?
  • aka | 24.42.203.194 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:২৪423770
  • কেসি শুভ বড়দিন। অমন একটু হয়।

    আচ্ছা বড়দিনের সময় কোন গানটা সবথেকে ভালো লাগে?

    আমার ভালো লাগে এই গানটা। দিদির কোনটা লাগে কেজানে?


  • a x | 99.165.171.94 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:২৯423771
  • আর্য কি রামকেক বানিয়েছিল, রাম বেশি কেক কম?
  • kd | 59.93.244.167 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:৩২423772
  • এই 'মেমারি' পড়ে একটা ইচ্ছে জেগে উঠলো। এখন একটু এদিক-ওদিক ঘুরে (খুব বেশী কলকাতার বাইরে যাইনি, তবে রিসেন্টলি সিঁথি, বেলঘরিয়া, সোনারপুর এ'সব জায়গাতে গেছি)। বাঙালীরা ছেলেপুলেদের নাম দেওয়ার ব্যাপারে বেশ অ্যাডভেঞ্চারাস - তা এই সব গাঁ-গঞ্জের নামে নাম দিলে কেনন হয়? যেমন মেমারি মল্লিক, বুদবুদ চৌধুরি, বকখালি কর, পুতুন্ডা বিশ্বাস।

    তবে সব নাম চলবে না। আমার এক বন্ধু খোস না পাঁচড়া কোথায় যেন (বললো তো কলকাতার কাছেই) বাগানবাড়ী করবে বলে জমি কিনেছে - এগুলো ভালো না নাম দেওয়ার জন্যে।
  • kc | 89.203.49.18 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:৩৪423773
  • বড়দিনে দুনিয়ার সেরা জায়গা হল গিয়ে, কলকাতা,

  • Tina | 117.200.83.22 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:৩৮423775
  • মেমারির নাম কালিঘাট হবে শিগ্গির।
  • kd | 59.93.244.167 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:৪৪423776
  • আর্য, এটা আমার ভীষণ প্রিয় গান - যতবার শুনি, চোখটা কেন জানি কিরকির করে ওঠে। আর এটা যখন বিং ক্রসবি (একা বা ডেভিড বোয়ি'র সঙ্গে) গায়, গায়ে কাঁটা দিয়ে ওঠে।

    আমি কাল নাহোম থেকে একটা প্লাম আর একটা ফ্রুটকেক কিনে আনলুম (কী ভীড়, কী ভীড়)। আর অভ্যু'র এক বন্ধু কলকাতায় এসেছে - এক বাস্ক গোডাইভার চকোলেট দিয়েছে (হাফ অলরেডি শেষ) - বছরটা ভালোই শেষ হ'লো।

    নোটিস (গুরু'র পেটুকদের জন্যে) - বিকেল থেকে বাড়ী থাকছি না। :)
  • Bratin | 117.194.96.172 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:৫৮423777
  • কাবলি দা। এট কি ঠিক হচ্ছে। খাচ্ছেন আনার আমাদের শোনাচ্ছেন :-((
  • Bratin | 117.194.96.172 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১২:০০423778
  • টিনা দিদি, আপনি যা ভেবে শান্তি পেতে চান, পান । আপনাকে বোঝানোর ইচ্ছা বা সময় আমার নেই। ভালো থাকবেন :-))
  • Manish | 117.241.228.124 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১২:৪৩423779
  • ব্যনজন বর্নের শেষ পাচটি অক্ষর ও 'M,'N
    কিভাবে লিখতে হবে জানি না। প্লীজ একটু কেউ সাহায্য করুন।
  • d | 117.195.39.77 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১২:৫০423780
  • y-- য়
    `t-- ৎ
    `m--ং
    : -- :
    `n--ঁ
  • Mmu | 78.236.153.102 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১৬:১২423781
  • সবাই কে X-Mas এর শুভেচ্ছা
  • Mmu | 78.236.153.102 | ২৫ ডিসেম্বর ২০০৯ ২২:০৯423782
  • সবাই কি bussy। কেউ নেই কেন? ও আজ তো 25dec
  • Mmu | 78.236.153.102 | ২৫ ডিসেম্বর ২০০৯ ২২:২৮423783
  • dukhe,samik,bratin....... কোথায় আপনারা
  • aka | 24.42.203.194 | ২৫ ডিসেম্বর ২০০৯ ২২:৪০423784
  • শুভ কেষ্টমাস সবাইকে। কেউ নেই কেন? সন্ত্রাস কি কেষ্টমাসে বন্ধ থাকে? কি মুশকিল।

    যাক একটা গান শোনেন সবাই।


  • ranjan roy | 115.184.57.146 | ২৫ ডিসেম্বর ২০০৯ ২২:৪১423787
  • অরূপ সেনগুপ্ত মশায়কে আমার একটা সোজা সাপটা প্রশ্ন।
    আমি সিপিএম এর রাজনৈতিক-অর্থনৈতিক অবস্থান নিয়ে কিছু প্রশ্ন তুলেছি। গুরু'র কাউকে কোন ব্যক্তিগত সমালোচনা বা ইংগিত করিনি।
    ইচ্ছে হয় উত্তর দেবেন, বা ফালতু প্রশ্ন ধরে নিয়ে উত্তর দেবেন না।
    কিন্তু আপনি সে'প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা মাত্র না করে আমি কোথায় থাকি, কি করে খাই, দিদির দয়ায় খাই কি না, এবং আমার নৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন।
    কেন?
    আমার প্রশ্নগুলোর ভ্যালিডিটি কি আপনার দেয়া ঐসব প্যারামিটারে পাস-ফেলের ওপর নির্ভর করছে?
    মুশকিল হচ্ছে আপনারা হয় বুদ্ধ, নয় মমতা--এর বাইরে ভাবতে পারছেন না।
    আমার প্রশ্ন গুলো এইজন্যে যে বাংলার বাইরে অনেক বড় ভারতবর্ষ, বাম রাজনীতির
    সর্বভারতীয় প্রেক্ষাপট আমার ফোকাস। আর সমগ্র ভারতের আর্থ-সামাজিক বিকাশকে বাদ দিয়ে শুধু বঙ্গের বিকাশ সম্ভব নয়, এটা আমার বিশ্বাস।
    আমি ব্যক্তিগত ভাবে মমতার রাজনীতিকে ""র‌্যাবল্‌রাউজার'' মনে করি।এ কথা এইপাতায় বহুবার বলেছি।
    তাসঙ্কেÄও কেন বঙ্গের মানুষ দলে দলে সিপিএম এর বিরুদ্ধে ভোট দিচ্ছে, (তাদের মধ্যে প্রচুর সিপিএম এর প্রাক্তন কর্মী, কৃষকসভার সংগটঅক, ট্রেড ইউনিয়নিস্ট আছেন) এটাই ভাবার বিষয়, না কি সর্ষের মধ্যে ভূত?
    সবাইকে দিদিপ্পন্থী এবং অন্য নামে এই পাতায় গালি দিয়ে পরষ্পরের পিঠ চুলকানো যেতে পারে, তাতে ধ্বস নামা ঠেকানো যাবে না।
    প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্রও কি দিদিপন্থী?

    গুরুচন্ডালীর পাতাকে ইনহর্মেড্‌ ডিবেট এর পাতা হিসেবে গড়ে তুলতে সাহায্য করুন, না কি চায়ের দোকানের শস্তা দলাদলিতে আটকে থাকতে, তা আপনি যে দলেরই হোন।
  • PT | 203.110.246.23 | ২৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৫423788
  • অশোক মিত্র দিদিপন্থী নন কিন্তু অনেকদিন ধরে সাইড লাইনের বাইরে বসে সমালোচনা করছেন। তিনি telegraph-সম্পাদকের স্নেহধন্য এবং ""আপিলা-চাপিলা" লিখে দেশ পত্রিকারও কাছের লোক হয়েছেন। তাঁর এই অবস্থানে অনেকেরই আপত্তি থাকতে পারে। বেশ কিছুদিন সরকারের হয়ে মাঝমাঠে খেলে, মুখে ঘা হওয়ার মত একটি রহস্যজনক কারণে পদত্যাগ করেছিলেন না?
  • Mmu | 78.236.153.102 | ২৬ ডিসেম্বর ২০০৯ ০৩:৫৭423789
  • Ranjan দা PT দার কথা একটু বলি.........
    ওনার উপরে রাগ কোরবেন না। বামপন্থা হচ্ছে তাই। ভাঙ্গবে তবু মচ্‌কাবে না। উনি বাস্তব না মেনে বামপন্থি। আপনি তো বাস্তব মানেন, তাহলে ভয়ের কোন ব্যাপার নেই। আমি জানি আপনিও বাম্পন্থি। সেটা কোন সমস্যা নয়। আপনি একজন মানুষ।
  • Mmu | 78.236.153.102 | ২৬ ডিসেম্বর ২০০৯ ০৪:১৫423790
  • আরেকটা ব্যাপার বলি। অশোক মিত্র, সইফুদ্দিন চৌধুরি, সমির পুততুন্ডু,রাধিকারন্‌জন প্রামানিক, সবাই দিদি পন্থি ,রহশ্যজনক ভাবে....................................
  • kallol | 115.184.100.8 | ২৬ ডিসেম্বর ২০০৯ ০৭:০৮423791
  • রঞ্জন - তর্ক করতে গেলে কিছু মাত্রায় যুক্তিবোধ থাকা দরকার। সেটা তোমার নেই, দ্যাখাই যাচ্ছে। যারা প্রশ্নের উত্তর না দিয়ে ব্যক্তিগত কুৎসা করে, তর্ককে খেউড়ের পর্যায়ে নামিয়ে নিয়ে আসে, সেটা বোঝার পর তাদের সাথে তর্ক করার ইচ্ছেটাই যুক্তিবোধের অভাব।
    যারা মনে করে, বামপন্থা মানে সিপিএম, সমাজতন্ত্র মানে মার্কসীয় সমাজতন্ত্র। তাদের সাথে তর্ক করার চাইতে প্রচুর অন্য ভালো কাজে সময় দাও - বই পড়ো, গান শোনো।
    গুচ'র পাতায় খেউড় করে (তর্ক হলেও ভাবা যেতো) ভোটে জেতা বা হারা কোনটাই ঠেকানো যাবে না। তার চেয়ে বরং এই টই দুটোয় স্থিকাবুরা খিল্লি করুন, আমি পড়ে বিমলানন্দ উপভোগ করি।
    আজ আবাপতে দেখলাম অমর্ত্য সেন কিছু বলেছেন। আমার ঠিকঠাক মনে হলো। http://www.anandabazar.com/26raj1.htm
    আজকের আজকাল/বর্তমান/প্রতিদিন এখনো নেটে আসেনি, তাই দেখা হয়নি।
  • sarbani | 117.200.80.229 | ২৬ ডিসেম্বর ২০০৯ ০৮:২৮423792
  • রঞ্জনবাবুকে আমারো একটা কথা বলতে ইচ্ছে হল। সর্বভারতীয় প্রেক্ষাপটে সিপিএম না থাকার কুফল নিয়ে লিখেছেন অরুপবাবু। সেই প্রশ্নের উত্তর জানার জন্যে এটা জানা জরুরী যে আপনার উপার্জনের পন্থাটা ঠিক কি। আপনি যদি একজন মধ্যবিত্ত চাকুরিজীবী হন তাহলে অরুপবাবুর কথাগুলো বুঝবেন। যুক্তি না থাকলে আপনাদের দিদি যা করেন আপনারাও তাই করছেন।
    আর ম্মুমশাইকে নিয়ে আমিও নিশ্চিত। দিদির পেছনে বেশ কিছু টাকা ঢেলেছেন।তাই অন্যায় জেনেও সমর্থন করেই চলেছেন।
  • sarbani | 117.200.80.229 | ২৬ ডিসেম্বর ২০০৯ ০৮:৩১423793
  • ম্মুবাবুকে বলছি এবার। সবটাই রহস্যজনক। আপনার দিদিকে সিআইডি তদন্ত করাতে বলুন না! সঙ্গে হাবরার কেসটাও বলবেন। শোকমিছিলের নামে এলাকার লোককে চমকে দেবার রাজনীতির সঙ্গে তদন্তটাও হোক। আর বাচ্চা মেয়েটা যেন দিদির গুন্ডাদের হাতে না মরে সেটাও দেখবেন।
  • sarbani | 117.200.80.229 | ২৬ ডিসেম্বর ২০০৯ ০৮:৪২423794
  • ব্রতীনবাবু টিনাদিদিকে না বুঝিয়ে নিজে বুঝতে চাইলে বেশি ভালো হত। টিনাদিদির কথাগুলোর জবাব কিন্তু কোনো দিদিপন্থী দিলেন না। দুখেবাবু কোথায় গেলেন? কিছু বলবেন না? নাকি দিদির মতই যুক্তি দিয়ে কথা বলা আপনারা পছন্দ করেন না?
  • Bratin | 117.194.96.66 | ২৬ ডিসেম্বর ২০০৯ ০৯:২৮423795
  • শর্বানী,
    ১। তাদের কেই বোঝানো যায় যার বুঝতে চায়।
    ২। আমি পরিষ্কার লিখেছি ওনাকে বোঝানোর ইচ্ছে এবং সময় কোন টাই আমার নেই।
  • PT | 203.110.246.23 | ২৬ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৭423796
  • MmU
    আপনি যাঁদের নাম করেছেন তাঁরা কেউই সেইঅর্থে দিদিপন্থী নন। কিন্তু এঁদের রাজনৈতিক অবস্থান লোকসভার নির্বাচনে দিদির হাত শক্ত করেছে। অশোক মিত্র মশাই কিন্তু বার বার "" এটা বত্রিশ বছরের সমস্যা নয়, তিন বছরের সমস্যা"" কথাটা অনেকবার বলার চেষ্টা করেছেন কিন্তু কাক আর হায়নাদের চিৎকারে সেটা চাপা পরে গেছে। সফি-পুততুন্ডু মমতাময়ী ঘাড়ধাক্কা খেয়ে, সোমনাথ বাবু ও আরও কাদের নিয়ে নতুন একটা মঞ্চ গড়ার কাজে ব্যস্ত আছেন। দেখুন বিধানসভা নির্বাচনের আগে জল কতদুর গড়ায়। আর রাধিকা বাবুর রাজনৈতিক ভবিষ্যত খুব একটা উঙ্কÄল বলে মনে হয়না।

    kallol
    অমর্ত্য সেন মশাইয়ের ইন্টার্ভিউ কালকে রাতে সরাসরি শুনেছি টিভিতে। আবাপও ঠিক-ঠাক ছেপেছে। বোধহয় সেন মশাই বলেই কোন বক্তব্য বিকৃত করার সাহস পায়নি।
  • dukhe | 117.194.229.119 | ২৬ ডিসেম্বর ২০০৯ ১১:৪৯423798
  • কী আর বলি! দুখে সৈকত রঞ্জন সবাই যা বুঝছি দিদির টাকা খেয়ে লিখছে । আসলে বিড়লা মারুতি হুণ্ডাই এই টাকা দিচ্ছে । সিপিয়েমের সম্বল বলতে সর্বহারা টাটা গোয়েঙ্কা । কাজেই গুচ-র টইয়ে লেখার জন্য টাকা দিতে পারছে না । কার এই গুচ ? কেন এই টই ? দিদির অনশনে নাকি দৈনিক এক কোটি টাকা খরচ হয়েছে (সূত্র: Animesh,Date:24Dec2009 -- 04:31PM)। কিসে? অশোক মিত্র মুখে ঘা হওয়ায় পদত্যাগ করেছিলেন । বুদ্ধবাবু 'চোরেদের মন্ত্রীসভা' বলে পদত্যাগ করেও রহস্যজনক কারণে ফিরে আসেন । কেন ? ফেলুদার অবর্তমানে এসবের কারণ জানতে চাই সিআইডি তদন্ত ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন