এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুরের জমিতে রইল-এর কর্খন

    chhodmobeshi
    অন্যান্য | ১৬ ডিসেম্বর ২০০৯ | ৩২৭১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 115.184.45.63 | ২৭ ডিসেম্বর ২০০৯ ০০:৩৩423799
  • সর্বাণী,
    ওক্কে, আমি সামান্য ব্যাংক কর্মচারী। ধার করে মেয়েদের পড়িয়েছি। আমার কোন নিজস্ব বাড়ি নেই, গাড়ি নেই। রোজ ডেলি প্যাসেঞ্জারি করে চাকরি করি। আগামী বছর রিটায়র করবো।
    আমি চকরিজীবনের প্রথম বছর থেকে ( প্রোবেশনের সময়) ইউনিয়ন অর্গানাইজ করি।
    সিপিএম এর BEFI অ্যাফিলিয়েটেডইউনিয়ন। দশ বছর আমাদের রিজিয়নের প্রেসিডেন্ট ছিলাম, পাঁচবছর সমগ্র মধ্যপ্রদেশের স্টেট ফেডারেশনের।
    বিয়ের প্রথম বছরই বোর্ড অফ ডায়রেকটরের ঘেরাও করিয়ে ডিসমিসালের শো'কজ পেয়েছিলাম।
    পরে ১৯৯০ এ যখন ছোট ভাই ক্যান্সারে কোলকাতায় আমার কোলে মারা গেল, তারপরই কয়েক মসের মধ্যে ইউনিয়নের নেতা হিসেবে ১৪ মাস সাস্‌পেন্ড ছিলাম। তারপর এনকোয়ারি হয়ে সসম্মনে রি-ইনস্টেট হই, এরিয়ার বেতন সহ।
    নাগপুরের পর আর এস এসের সবচেয়ে বড় ঘাঁটি হল বিলাসপুর।
    সেখানে বাবরি মসজিদ ভাঙ্গার সময় সমস্ত বামপন্থী দলগুলোর সঙ্গে মিলে "" মন্দির-মসজিদ নহীঁ গিরেঙ্গে, হিন্দু-মুসলিম নহী লড়েঙ্গে''। মন্দির বনে, মসজিদ রহে, এহি আওয়াম কী মাঙ্গ হ্যাঁয়'' স্লোগানের সাথে মিছিল বের করি। অফিস থেকে ছুটি নিয়ে ১৫দিন ধরে মোড়ে মোড়ে পথসভা করি। সংবিধানের ওপর সেমিনার করাই।
    আবার "'ভারতে জাতি না শ্রেণী, কোনটি মুখ্য?" প্রশ্নে মুম্বাই থেকে শরদ পাটিলকে ডেকে বক্তৃতার ব্যবস্থা ও করি। শিবসেনা "" ফায়ার'' ফিল্মের ওপর হামলা করলে পাল্টা সেমিনার করে বক্তব্য রাখি।
    আজকে কিছু করিনা, শুধু ""গুরু''তেলিখি।:)))))
    হ্যাঁ, আমাদের ব্যাংকে স্ট্রাইক হলে একমাত্র সিনিয়র অফিসার যে মহানন্দে যোগ দিই। শোগান লীড করতে লজ্জা বোধ করিনা। এবং
    "গুরু''র দুই সিপিএম বন্ধুর ( অরিজিৎ ও ব্ল্যাংকির)সঙ্গে আমিও "" স্ট্রাইক'' ও বন্ধের গণতান্ত্রিক অধিকারের পূর্ণ সমর্থন করি। এব্যাপারে বুদ্ধবাবুর বক্তব্যকে এবং SEZ নিয়ে ওনার আগ্রহকে অ-কমিউনিস্ট ব্যবহার বলেই মনে করি।
    নিজের কথা এখানে বলার জন্যে লজ্জিত।
    কিন্তু আপনি দিদি আমাকে যথেষ্ট প্রোভোক্‌ করেছেন।
    এবারতো আমার প্রশ্নগুলোর
    উত্তর দেবেন। সেই আশাতেই এতসব ফালতু কথা বল্লাম।
    না হলে কিন্তু অপনাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠবে।
  • Nengti | 115.187.47.134 | ২৭ ডিসেম্বর ২০০৯ ০৩:১৫423800
  • বাবা:, এই টইটাতে এত্তো নোঙরা আছে যে আমাদের পুরো ফ্যামিলির এক বছরের খোরাক হয়ে যাবে।

    দাদারা ও দিদিরা, ধৈর্য ধরেন। আমরাও দল খুলছি। ওলরেডি আমাদের গুপ্ত হার্মাদ বাহিনীর হামলায় আপনাদের সব্জির দাম চড়েছে। ২০১১ তে আমরাই আসবো, দাদাগিরি আর দিদিগিরির অবসান হবে, বসুন্ধরা রিক্ত হবে, বুদ্ধ এবং বুদ্ধিজীবীরা একজোগে অন্ন চাই, বস্ত্র চাই বলে চিল্লাবে।
  • Nengti | 115.187.47.134 | ২৭ ডিসেম্বর ২০০৯ ০৩:২৯423801
  • মনে রাখবেন, কমুউনিজ্‌ম নয়, ঘাসফুলিজ্‌ম নয়, ইঁদুরিজ্‌মই এক ও একমাত্র সত্য, সারা পৃথিবীর মানুষেরাই এ সত্য মেনে নিয়েছে। অতএব, ইঁদুরবাদ জিন্দাবাদ, বাকি সব্বাই দূর হঠো, ইয়ে ইলেকশন ঝূঠা হ্যাঁয়।

    শুধু ভয় একটাই, হ্যামলিনের বাঁশিওয়ালাটা বা রিলায়ন্সের হৃতিক ব্যাটা যেন বেশী প্যাঁপোঁ প্যাঁপোঁ না করে।

    ইতি,
    ভবদীয় নেঙটি বাহাদুর।
  • Ardhendu Banerjee | 117.200.81.88 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১০:০২423802
  • ranjanবাবুর পোস্টের পর সর্বানীদেবীর লেখার অপেক্ষা করলাম। এখোনো পেলাম না। কি লেখেন দেখার জন্যে এখানে চোখ পেতে রাখলাম। তবে আমি এ নিয়ে ranjanবাবুকে দুটো কথা বলার লোভ সামলাতে পারলাম না। ranjanবাবু, সিপিএমের সবচেয়ে দুর্ভাগ্য আপনাদের মতো বামপন্থীদের নিয়ে। অফিসের ইউনিয়নে আপনারা শুধু মাইনে বাড়াবার রাজনীতি করেন। bankএর কাজে বাধা দিয়েও বন্ধ আর আন্দোলোন করেন। আর সিপিএমের সবচেয়ে বিপদের দিনে আপনারা সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ান। নন্দীগ্রামের মিছিলে নিশ্চয় হেঁটেছিলেন বিরোধীদের সঙ্গে পা মিলিয়ে। আমি নিশ্চিত। আপনি স্বীকার করবেন । নৈতিক দায়িত্বের কথা বলবেন। সিপিএম আপনাদের ইউনিয়নের জন্যে অনেক করেছে দাদা। আজকে সিপিএমের বিপদের দিনে সেই কথাটুকু মনে রাখবেন না হয়ত। আপনাদের নৈতিকতা নিয়ে তাই সবচেয়ে বেশি ধন্দ। আপনারা চিরকাল গাছের খাব তলারও কুড়োবো নীতিতে বিশ্বাসী। এতদিন সিপিএম করেছেন এবার মমতার ছাতার তলা বেছে নেবেন। আপাতোতো দু নৈকোয় পা দিয়ে চলছেন। ধিক আপনাকে।
    অনিমেশবাবু ঠিক জায়গায় ঘা দিয়েছেন। আপনাদের মতো লোক সিপিএমের সবচেয়ে বড় শত্রু। ঘরের মধ্যে বসে আপনারা তাকে আঘাত করছেন। বাইরের শত্রুর সঙ্গে লড়া যায় আপনাদের মতো ঘরভেদী বিভীষন নিয়েই যত জ্বালা। বুদ্ধবাবুও সেই জ্বালাতেই জ্বলছেন।
  • a x | 99.165.171.94 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১০:৩৯423803
  • এত যা মনে আসছে বলে যাচ্ছে, পুরো প্রলাপ! ভাগ্যিস আপনাদের মত সিপিএমের সমর্থক আছে আজ। দেখে ভরসা পাই যে ওল্টাতে আর বেশি দেরি নেই। এর চেয়ে বসে দু চারটে যুক্তির কথা বা নিজেদের চিন্তার কমপ্লিট দেউলিয়াপনা নিয়ে দুটো কথা বললে ভাবনায় পড়ে যেতাম যে এখনও চান্স আছে।

  • d | 117.195.32.142 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১১:০০423804
  • বাব্বাহ! কি ম্যাৎকার!
  • d | 117.195.32.142 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১১:০২423805
  • আচ্ছা একই লোক বিভিন্নরকম নাম, পদবীসহ নাম বানায় কিজন্য? বোঝাতে চায় যে "দেখো দেখো কত লোক একই কথা বলছে!'
  • a x | 99.165.171.94 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১১:০৯423806
  • ও এরা এক লোক? মানে এদের অনেকেই? নিজেরাই নিজেদের সাথে কথা বলছে? আমি আবার ভাবলাম সিপিএমের সাইবার সেল স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভে নেমেছে।
  • Bratin | 117.194.98.52 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১১:১৪423807
  • :-)))
  • kallol | 124.124.93.202 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১১:৪৪423809
  • এই যে ভাই অনিরুদ্ধ - আপনি লিখেছেন যে রঞ্জন(রা) নাকি শুধু বন্ধ আর মাইনে বাড়ানোর আন্দোলন করেন - ব্যাঙ্কের কাজে বাধা দিয়ে। তা সে তো BEFI-র ছতায় - BEFI তো সিপিএম পরিচালিত ব্যাঙ্ক ইউনিয়ান!!! তা হলে মানছেন যে সিপিএম ""শুধু বন্ধ আর মাইনে বাড়ানোর আন্দোলন করে - ব্যাঙ্কের কাজে বাধা দিয়ে""!!! বা: বা:। নাকি জানতেন না যে BEFI সিপিএম পরিচালিত ব্যাঙ্ক ইউনিয়ান!! আরও বা: বা:।
    বাংলা পড়তে পারেন কি অনিরুদ্ধবাবু??? বোধহয় না। তা না হলে রঞ্জন যে লিখলো - বাবরী মসজিদ ভাঙ্গার বিরুদ্ধে, ফায়ার ফিল্মের ওপর হামলার বিরুদ্ধে ও রাস্তায় নেমে, সেমিনার করে প্রতিবাদ সংগঠিত করেছে - সেই লাইনগুলো পড়তে পারতেন। তাহলে বুঝতেন যে রঞ্জন মাইনে বাড়ানোর আন্দোলন ছড়াও অনেক কিছু করেন।
    রঞ্জন একাধিকবার তৃণমূল বা মমতা সম্পর্কে ওর মতামত জানিয়েছে। তারপরও ওকে ""মমতার ছাতার তলায়"" কি করে বললেন??? - ওহো, ভুলে গেছিলাম আপনি তো আবার বংলা পড়তে জানেন না।
    একটু নিজের পার্টি সম্পর্কে জানুন-তারা কি কি সংগঠন চালায়, কি কি বিষয়ে তাদের কি মতামত। আর হ্যাঁ বাংলাটা পড়তে শিখুন, একটু (ইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বাইরে) পড়াশুনো করুন। তারপর খেউড় করতে আসবেন।

    ডি তো বলছে, আপনি(রা) এঅকই মানুষ নাম পাল্টে পাল্টে পোস্ট করছেন।
    বুঝতে পারছি সিপিএম এখন মরিয়া। চোখের সামনে পরাজয় দেখলে যা হয় আর কি। তাই আপনার(দের) মত দালাল লাগিয়েছে ফোরামে ফোরামে দালালী করার জন্য। তা করুন। সে অধিকার আপরার(দের) আছে। কিন্তু লাভ নেই।

    বাবা রঞ্জন - আর কতো গান্ডুমী করলে তাকে গান্ডু বলা যায়??
    আরে এরা তো এজেন্ট প্রোভকেটর। শেষে এদের ফাঁদে পা দিলে। তুমি আশা করো এই সব খেউড়বাজেরা তোমার প্রশ্নের জবাব দেবে!!! মাইরী! মাইকেল তোমায় দেখেই লিখেছিলো - ধন্য আশা কুহকিনী।

    আমার প্রস্তাব। এই টই দুটো খেউড়বাজেদের হাতে ছেড়ে দাও। দ্যাখো না কি কি লেখে!! আমার তো খুব মজা লাগে। আবার শিখিও অনেক কিছু। জীবনে পরাজয়ের মুখোমুখি হয়েছি বহুবার, আবারও হতে হতেই পারে। তখন, পরাজয়ের সামনে দাঁড়িয়ে কি কি করতে নেই, সেটা এই দুটো টইয়ের থেকে শেখার।

  • PT | 203.110.246.23 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১২:০১423810
  • সফি-পুততুন্ডু-অসীম (কাকা) এবং আরও অনেকেই মমতা ও তৃণমূল সম্বন্ধে তাঁদের তাত্বিক বক্তব্য জানিয়েছেন। কিন্তু বাস্তবে তাঁরা যা করেছেন তা মমতারই হাত শক্ত করেছে।
  • kallol | 124.124.93.202 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১৫:০০423811
  • সেটা এক ব্যাপার আর ""মমতার ছাতায়"" বলাটা আর একটা ব্যাপার। সিপিএম সিঙ্গুর আর নন্দীগ্রামে যা যা করেছে তাতে মমতার হাতই শক্ত হয়েছে। সাম্প্রতিক নির্বাচনগুলো তার সাক্ষী। তাহলে সিপিএমও ""মমতার ছাতায়""!!! কি মনে হয়??
    আর অন্য পয়েন্টগুলো ? শুধু মাইনে বাড়ানো BEFI ? রঞ্জনের সক্রিয় প্রতিবাদী ভূমিকা (বাবরী মসজিদ/ফায়ার প্রসঙ্গে)?? সেগুলোর জবাব কি অনিরুদ্ধ নামে আসবে?

  • Mmu | 78.236.153.102 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১৬:৩১423812
  • kallol আপনারা চলে গেলে হবে। ভালো ভালো কথা কোথা থেকে জানব? আপনারা সবাই থাকুন, এইভাবেই লিখে যান। একটা কথা, বিভিন্ন মতামত থাকতেই পারে। তার জন্য রাগ করলে চলবে? কম্যুনিস্টরা রাগ করে না। যুক্তি দিয়ে বোঝায়। আপনারাও তাই করুন ,দেখুন দিদির পাস থেকে কাউকে টেনে আনতে পারেন কিনা। সেটাই হবে আপনাদের বড় জয়।
  • kallol | 124.124.93.202 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১৮:৩০423813
  • ম্মু - এখানে ঠিকঠাক আলোচনাই হয় না। শুধু খেউড়। এতে মন সায় দেয় না। তাই ঠিক করেছি শুধু পড়বো। বেশ মজা লাগে - ঐ সব অদ্ভুত পোস্ট দেখে। মাঝে মাঝে ফুট কাটতে পারি - ঐ পর্যন্ত।
    তারপর ধরুন একই লোক কখনো মুসলমান কখনো হিন্দু হয়ে যাচ্ছে। আমার সন্দেহ ছেলেরা কখনো মেয়েও হয়ে যাচ্ছে বা উল্টোটা। কখনো ঝুমরিতালাইয়া থেকে পোস্ট করে বলছে হালিশহর থেকে ডেইলি প্যাসেঞ্জারি করি।
    এসব আশ্চর্য্য মায়ায় আর থাকতে ইচ্ছে নেই।
    তাই................... টাটা
  • Pallab Pal | 117.200.82.171 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১৮:৪১423814
  • দাদারা, সিপিএম শুনলেই খেউর! যত মতই লিখুক লোকে সব একই লোক লিখে্‌ছ?বাহ বাহ দাদারা। এই না হলে ত্রিনমুল! চালিয়ে যান।নানা কল্লোলদাদা আপনি চলে গেলে তো গুরুই বন্ধ হয়ে জাবে।এক নামেই এত পোস্টিং ফেলেন কিনা।লিখুন দাদারা।লিখে যান।নেটে বসে খেউর না করলে চলে?
  • kallol | 124.124.93.202 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১৮:৫০423815
  • ঐ দ্যাখুন - আবার একজন - টাটা
  • Mmu | 78.236.153.102 | ২৭ ডিসেম্বর ২০০৯ ২০:০৫423816
  • এই মরেচে। kallol দা কি তৃনমুল নাকি।
    খেয়েছে, এখন যাই কোথায়।
  • dukhe | 117.194.224.226 | ২৭ ডিসেম্বর ২০০৯ ২২:১৩423817
  • মোটেই একই লোক লিখছে না । 117.200.82.53IP থেকে জাফর ইকবাল আর অনিমেষ লিখছেন । কিন্তু তাতে কী ? একই IP মানে একই লোক ? একই বাড়ির অন্য লোক তো হতেই পারে । হয়তো জাফর আর অনিমেষ রুমমেট, কিংবা বাবা ছেলে, কিংবা স্বামী স্ত্রী - টেকনিকালি কিছুই অসম্ভব নয় ।
  • kd | 59.93.194.103 | ২৮ ডিসেম্বর ২০০৯ ০০:৫৫423818
  • হ্যাঁ, জামশেদপুরের অর্ধেন্দু, সর্বানি, অরুপ সেনগুপ্ত, অনিমেশ, জাফর ইক্‌বাল, এস, পল্লব, নিউদিল্লির নিরানন্দ আর চক্রধরপুরের সুবির,এঁরা নিজেরা কেউ পশ্চিমবঙ্গে না থেকেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিএমের সাপোর্টার, কিন্তু অন্যেরা পশ্চিমবঙ্গের বাইরে থেকে সিপিএম-বিরোধী হ'লে তাদের খিস্তি-খেউড় করেন। অদ্ভুত।

    অবশ্য, এদের কাছে এর চেয়ে বেশী কেউ আশাও করে না। আমি এই টই খুলি এই সিপিএমের লোকেরা কতদূর যেতে পারে তাই দেখে মজা পাওয়ার জন্যে। এই টই দীর্ঘজীবী হোক। বছর দু'এক বাদে এই টইটা আবার পড়তে দারুণ লাগবে।

    তবে কল্লোল আর রঞ্জনের এত ধৈর্য, ভাবা যায় না।
  • Nengti | 115.187.53.221 | ২৮ ডিসেম্বর ২০০৯ ০১:৫২423820
  • দাদারা গো, কিছুই বুঝতে পারছিনে!!! যারা common public mask শুধু তারাই কি CPM? বাকি সব্বাই মমতা, মায় কল্লোলদা রন্‌জনদাও, ইকি ঝুল না চোখের ভূল?
  • Mmu | 78.236.153.102 | ২৮ ডিসেম্বর ২০০৯ ০২:৩৭423821
  • আচ্ছা তাহলে জাফর ইকবাল তাহলে জামসেদ পুরের এমন বোকা বানানোর কি দরকার দাদা। ভোটের সময় তো সারা প:ব: কে ঢপ দিয়ে বোকা বানান। এখানে কেন? দুখে এই লোক গুলোর নাম নোট করে রাখুন তো। এদের জবাবই দেব না। অথবা ............
  • Mmu | 78.236.153.102 | ২৮ ডিসেম্বর ২০০৯ ০২:৪২423822
  • kd আপনিও লিখে রাখুন নাম গুলো। তাই বলি এত নতুন নতুন লোক কোথা থেকে আসছে। এত cpm তাহলে ওরা হারছে কেন। সত্যি আপনাদের জবাব নেই মাইরি। ঢপবাজি তে ওস্তাদ আপনারা।
  • Zafar | 121.245.52.115 | ২৮ ডিসেম্বর ২০০৯ ০৮:৫১423823
  • আরিব্বাস।আমি জমে্‌সদ্‌পুরের?বেড়ে লাগে্‌ছ কিন্তু।ম্মু আপা ঠিক বলেছেন।এতো সিপিএম তোবু 'ওরা' হারছে কেনো?একা বুদ্ধসাহেবই 'আমরা ওরা' বলে না।তো সিপিএম হারছে কেনো?সেটাই তো বলছি।সরিষার মধ্যে ভুত।তবে এবার আপনারা জিতবেনই জিতবেন।কোনো ভাবনা নাই।
  • kallol | 124.124.93.202 | ২৮ ডিসেম্বর ২০০৯ ০৮:৫৯423824
  • একই আইপি থেকে একাধিক নামে, একাধিক আইপি থেকে একাধিক নামে, একই আইপি থেকে একই নামে, একাধিক আইপি থেকে একই নামে পোস্ট করতে কোনো বাধা নেই। গুরু এবং চন্ডালীরা এসবে একটুও ভাবিত নন। এমনকি জামশেদপুরের আইপি থেকে মেমারি লিখতেও কোনো বাধা নেই।
    চালিয়ে যান - জান কবুল - পাট্টি বিপদে। আমরা বোকামোটা ধরে ফেলেছি - এই আর কি। তা তাতে কি - চালিয়ে যান। আমরা আহ্লাদিত হই ;-)
  • Tina | 117.200.80.210 | ২৮ ডিসেম্বর ২০০৯ ০৯:১৭423825
  • আমার আইপিটা কোথাকার দেখবেন কল্লোলবাবু? এটাও কি জামশেদপুরের? তা জামশেদপুর আপনাদের পিছনে এত পড়ল কেন? দিদি টাটাদের খেদিয়ে দিয়েছিলেন । তাই ? সর্বজান্তা তৃনমুলীরা দয়া করে আমার আইপি সম্বন্ধে জানিয়ে দিলে বাধিত হই।
  • kallol | 124.124.93.202 | ২৮ ডিসেম্বর ২০০৯ ০৯:১৯423826
  • I c আই সি - মানে আমি দেখছি? নাকি ইন্টিগ্রেটেড সার্কিট? জাফর ইকবাল সায়েব কেমন জামশেদপুর থেকে হৈদ্রাবাদে গিয়ে ইকবাল খসিয়ে দিলেন। বা: বা:
    আরে ভাই এতো পি সি সরকারেরও ওপরে, c c sorcer

  • Tina | 117.200.80.210 | ২৮ ডিসেম্বর ২০০৯ ০৯:২৪423827
  • এই মুহুর্তে আমি কোল্কাতায় নিজের অফিসে বসে লিখছি। আপনারা তো গুরুর ফোরামটা আপনাদের থুড়ি তৃনমুলের ব্যক্তিগত মালিকানায় রেখেছেন। সেটা খোলাখুলি বলে দিলেই হয়। আমি অন্তোতো এখানে তাহলে আর লিখতে আসব না । তা এখন আইপিটা কোথাকার দেখাচ্ছে? হায়্‌দ্‌রাবাদ নাকি চক্রোধরপুর নাকি দিল্লি না জামশেদপুর?
  • kallol | 124.124.93.202 | ২৮ ডিসেম্বর ২০০৯ ০৯:৩১423828
  • টিনা - আপনি আগে যে আইপি থেকে লিখেছেন সেটা, আর এখন যে আইপি থেকে লিখলেন সেটাও জামশেদপুরের। কোনটাই মেমারির নয়।
    117.200.83.22 Tina Date:25 Dec 2009 -- 10:21 AM
    117.200.80.210Tina Date:28 Dec 2009 -- 09:17 AM

    কিন্তু এতো চাপ কিসের? কেউ তো পোস্ট করতে মানা করছে না। করাও যায় না। কেউ পোস্ট উড়িয়েও দিচ্ছে না।
    চালিয়ে যান। আমারা খিল্লি খাই।

  • Tina | 117.200.80.210 | ২৮ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৫423829
  • আমি মেমারিতে থাকি। কোল্কাতায় চাকরি করি। গুরুর গোয়েন্দারা তৃনমুলের নিন্দে শুনবেন না বলে আমাকে প:ব:র বাইরে চালান করে দিলেও আমার পরিচয় আমারই থাকবে। সেদিন শ্যামবাজারে তৃনমুলের তান্ডবে পড়ে টাটা সুমো করে মেমারি ফিরেছিলাম। সে থেকে আমি টাটার লোক হলে দিদিপন্থীদের লাভ আছে অবিশ্যি। কল্লোলবাবু, Dবাবু, KDবাবু সব তৃনমুলীরা যতই সিপিএম নিয়ে খেউর করুন আমাদের হেলদোল হবে না। আপ্নাদের চিনে ফেলেছি।
  • Tina | 117.200.80.210 | ২৮ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৭423831
  • দুটো আইপিই আমার অফিসের আইপি।খোদ কোল্কাতার।আপ্নাদের খিল্লি নিয়ে আপ্নারাই থাকুন।গুরুটা তৃনমুলী ফোরাম জানলে কে আসত এখানে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন