এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুরের জমিতে রইল-এর কর্খন

    chhodmobeshi
    অন্যান্য | ১৬ ডিসেম্বর ২০০৯ | ৩২৭২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mmu | 78.236.153.102 | ২৫ ডিসেম্বর ২০০৯ ০১:০৯423732
  • Animesh বাবু র লেখাটা ভাল ভাবে পরলাম।
    মমতা- ফ্র্যানকেস্টাইন
    মমতার আদুরে ন্যাকা ন্যাকা.......
    মমতা একজন নেগেটিভ মানসিকতার লোক.....
    bastir loker mata Jukti
    .........
    mamataar klaas
    .....ইত্যাদি ।
    অনেকে বলে ক্ষমতা যাওয়ার সময় মাথা খারাপ হয়ে গিয়ে এরা ভুল বকতে শুরু করে। নেহাত মন্দ নয় কথাটা।শুধু ভুল বকা নয় শালীনতাও লোপ পায়। তাই একজন বিরোধী নেত্রী কে এইসব বলতে পারে এরা। আমি এর আগেও অন্য জায়গায় লিখেছি, যত আপনারা ভুল বকবেন বা শালীনতা হারাবেন ততই মমতার লাভ। মনে রাখবেন মানুষ সবই নজর রাখে। ফলাফলও মানুষের হাতেই।

  • ranjan roy | 115.184.66.5 | ২৫ ডিসেম্বর ২০০৯ ০১:১৭423733
  • অনিমেষবাবু এবং আরও কিছু বাবুর কিছু বক্তব্য পড়ে আমার মনে কিছু প্রশ্ন জেগেছে:
    এক,উদ্বাস্তুদের জন্যে সিপিএম অনেক কিছু করেছে।
    দুই, কাজের লোক বুদ্ধবাবু টাটা-সালিম ও আরও অনেক শিল্পপতিকে বঙ্গে দেখেছেন।
    তৃতীয়, অনেস্টি।

    আমার কথা বলি: আমরা উদ্বাস্তু। পূববাংলা ছেড়ে এদেশে আসার সময় আমি মায়ের পেটে ছিলাম। আমাদের বাড়ির বাবা-কাকারা সবাই বামফ্রন্টের বাঁধা ভোট।
    আজও জীবিত যে কয়জন আছেন তাঁরা সিপিএমকে ভোট দিয়েছেন, আগামী ২০১১তেও দেবেন।
    এজন্যে দেবেন না যে সিপিএম উদ্বাস্তুদের জন্যে অনেক কিছু করেছেন। এজন্যে দেবেন যে তাঁরা সারা জীবন লালঝান্ডাকে শ্রদ্ধা করে এসেছেন কয়েকজন পার্টি মেম্বার ছিলেন। আজ যতই সিপিএমকে সমালোচনা করুন লালঝান্ডার বিরুদ্ধে ভোটদেয়া স্যাক্রিলেজ, ব্লাসফেমি, তাই।
    আমার প্রশ্ন: রিফিউজিদের জন্যে সিপিএম কী কী করেছে? আমি জানি না। যদি কেউ এক-দুই করে বলে দেন, ভাল হয়।
    দুই, বুদ্ধবাবুএ বঙ্গের উন্নতির জন্যে ভালো কাজের যা উদাহরণ দিলেন তার সঙ্গে গুজরাতের জন্যে মোদির প্রচেষ্টার কোন তফাৎ দেখতে পেলেম না।
    একজন কমিউনিষ্ট মুখ্যমন্ত্রী আর একজন অ-কমিউনিষ্ট মুখ্যমন্ত্রীর নিজ নিজ রাজ্যের বিকাশ চিন্তায় কোন তফাৎ থাকবে না?
    আর ৩৬গড়ে কোন মমতা নেই। তবে বামেরা বস্তারে টাটার স্টীলপ্ল্যান্ট বানাতে বিরোধিতা করে মমতার ভাষায় আন্দোলন করছে কেন?
    তিন, এখনও সময় আছে কমরেড। যদি চান ২০১১ মমতা আসবে না, তবে আলিমুদ্দিন থেকে শিশির বাজোরিয়াদের তাড়ান।
    আর বিজেপির জিটিভির ""প্লে-উইন'' জুয়োর ব্যাপারে কোলকাতায় এসব চলবে না বলে ডি-ওয়াই-এফ আন্দোলন করলো। তারপর ২৪ঘন্টা চ্যানেলের ম্যানেজমেন্টে সিপিএমের দুজন লোকরাখা এবং সিপিএম এর প্রচার করা শুরু হল। "প্লে-উইন'' বিনাবাধায় রমরমিয়ে চলতে লাগলো। এটা একটু দ্বেখুন না! এ' ব্যাপারে যুবনেত্রীর ভূমিকা একটু অনুসন্ধান করুন।
    ভারতীয় তর্কশাস্ত্র থেকে উদাহরণ:
    দেবদত্ত রাত্রে আহার করেন না। কিন্তু দেবদত্ত কৃশ ও হন না।
    সিদ্ধান্ত: ?????

    আর সমস্ত খেটে-খাওয়া জনতা বেইমান, শুধু আমরা ইমানদার-- এইধরণের কথা কী সর্বহারার পার্টির সমর্থকদের মুখে ভাল শোনায়?
    বরং এই যদি ঘটনা হয় তাহলে আমাদের প্রথম প্রেমিসেই কিছু গন্ডগোল আছে ভাবা উচিৎ নয় কি?
  • a x | 143.111.22.23 | ২৫ ডিসেম্বর ২০০৯ ০১:২৭423734
  • অমা উদ্বাস্তুদের জন্য মরিচঝাঁপি করেছে, আরো কত করবে বামফ্রন্ট? নাকি অন্য কোনো উদ্বাস্তুদের নিয়ে কথা হচ্ছে?
  • kc | 89.203.49.18 | ২৫ ডিসেম্বর ২০০৯ ০২:৪২423735
  • ডাইলেক্টিক মেটরিয়ালিজম দিয়ে ভাবলে পাঁচ বছর আগেকার পরিস্থিতি ছিল থিসিস, এখনকার পরিস্থিতি হল গিয়ে অ্যান্টি থিসিস, আর ২০১১ তে হবে সিন্থেসিস। চক্রবৎ চলবে.......
  • Mmu | 78.236.153.102 | ২৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৩৩423736
  • গূরুচন্ডালি র সবাই (পাঠক ও লেখক) কে জানাই X Mass এর প্রীতি ও শুভেচ্ছা।
  • aka | 24.42.203.194 | ২৫ ডিসেম্বর ২০০৯ ০৬:০২423737
  • http://www.anandabazar.com/25khela2.htm

    বলুন, কে কি বলবেন! আশ্চর্য্য!
  • Arup Sengupta | 117.200.80.156 | ২৫ ডিসেম্বর ২০০৯ ০৮:৫৪423738
  • Mmu কি এখনো মমতাকে বিরোধী-নেত্রী বলবেন? তিনি তো আপনাদের নেত্রী। মুখ্যমন্ত্রী।
    একজন এক্সেϾট্রক মহিলা, ওয়ান-ম্যন পার্টি, সমাজের সমস্ত নোংরা লোকগুলোকে নিয়ে পার্টি করেন, সুযোগ পেলেই অশালীনতায় ঝাঁপিয়ে পড়েন। তাঁর জন্যে সাপোর্ট কি করে দেন আপনারা কে জানে।অনিমেষবাবুর সঙ্গে একশোভাগ একমত।
    সততার প্রশ্নে বুদ্ধবাবু এক নম্বর। পব-র দুর্ভাগ্য বুদ্ধবাবুকে রাখতে পারল না। রন্‌জনবাবু অনেকগুলো প্রশ্ন তুলেছেন সিপিএম পার্টি নিয়ে। জানি না রন্‌জনবাবু দেশে থাকেন নাকি বিদেশে। চাকরিজীবী কিনা নাকি দিদিপন্থী হয়ে রোজগার করেন। সর্বভারতীয় প্রেক্ষাপটে সিপিএম লোকসভায় সিট না পাওয়ার ফল ভুগছি আমরা, ভারতের চাকরিজীবী মানুষরা। সিটু নিয়ে ইউনিয়ন নিয়ে আমাদেরও অনেক ক্ষোভ আছে, কিন্তু তবু আমাদের সিকিউরিটি নিয়ে একমাত্র এই দলটি সমঝোতা করে না। আগামী বছরগুলোয় আমাদের মতো চাকরিজীবী সাধারন মানুষের কি দশা হবে ঈশ্বর জানেন।
    আর বুদ্ধবাবু যদি একজন সিপিএমকর্মী হয়েও মোদীর মতো করে রাজ্যের উন্নতি চান, সেটা তাঁর প্লাস পয়েন্ট। এই একমাত্র লোক যিনি বনধ আর ঘেরাও নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিপিএমের লোক হয়েও। রন্‌জনবাবুরা সেদিন যদি এনাকে সাপোর্ট দিতেন তা হলে তাঁদের নৈতিক চরিত্র পরিস্কার বোঝা যেত।
    দুখে আর আরো কিছু দিদিপন্থী আছেন এখানে যাঁরা যুক্তিহীন খোঁচা মারা কথায় সিপিএমের গুষ্টির তুষ্টি করতে চান। এঁদের মতো লোক চিরকাল ছিল, চিরকাল থাকবে, এঁদের জন্যেই আজ সমাজের এই অবস্থা। দেখুন যদি আপনাদের দিদি আপনাদের রক্ষা করেন। ভগবানেরও সাধ্য নেই কিনা। একমাত্র আপনাদের দিদিই পারবেন।
  • Arup Sengupta | 117.200.80.156 | ২৫ ডিসেম্বর ২০০৯ ০৮:৫৮423739
  • aka, কাকে কি বলবেন? সত্যিই আশ্চর্য। দিদিপন্থীরা সব দেখছেন তবু তাঁরা দেখবেন না। কারন লাভের আশা আছে দিদি এলে। দিদির খুড়োর কল বাতাসে নড়ছে। দেখুন দুখেবাবু সৈকতবাবুরা কি কি বলে এ linkটাকে পাশ কাটান, আর সিপিএমের চক্রান্ত বলে প্রমান করেন। সবই আশ্চর্য।
  • Arup Sengupta | 117.200.80.156 | ২৫ ডিসেম্বর ২০০৯ ০৯:০০423740
  • রিফিউজিদের জন্যে সিপিএম কি করেছে রন্‌জনবাবু নাকি জানেন না। কেন আপনাদের দিদি বুঝি বলে দেয় নি? ধৈর্য ধরুন। দুখেবাবু বলবেন।
  • aka | 24.42.203.194 | ২৫ ডিসেম্বর ২০০৯ ০৯:৪৩423742
  • হ্যাঁ দেখি ওনারা কি বলেন, সত্যি যা শুরু হয়েছে।

    আচ্ছা আপনিই কি কাল আনন্দ সেনগুপ্ত ছিলেন?
  • aka | 24.42.203.194 | ২৫ ডিসেম্বর ২০০৯ ০৯:৫১423743
  • অরূপ বাবু এইটা পড়েছেন?

    http://www.anandabazar.com/25khela5.htm

    বলুন কি বলবেন, সত্যি আর নেওয়া যাচ্ছে না।

    বাই দা ওয়ে ওয়েদার কেমন এখন? আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। বড়দিনের কেক কিনলেন?
  • Tina | 117.200.83.22 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:০৯423744
  • স্টার আনন্দ দেখে এলাম। ইডেন নিয়ে চক্রান্তের ইঙ্গিত দিচ্ছেন দিদি। আচ্ছা, হাবড়া নিয়ে দিদি সিআইডি তদন্তের নির্দেশ দিচ্ছেন না কেনো? রিজওয়ানুরের মাকে নিয়ে, আমিনুলের মাকে নিয়ে যেমন রাজনীতি করে ভোটবাক্সে ফায়দা তুললেন, বাপি চৌধুরীর মাকে নিয়ে সে ফায়দা তুলছেন না কেনো? সিঙ্গুরের তাপসী মালিক তো ইতিহাস, নন্দীগ্রামের ঝর্ন মন্ডল নয় কেনো? এই যে হাবড়ার প্রিয়াঙ্কা, মুকুল রায়ের পোষা গুন্ডাটাকে দেখে ফেলেছিল, তাই তাকে আরজিকর থেকে তুলে নিয়ে বেলোনায় গেলেন দিদি, মেয়েটা বাঁচবে তো?
    এখোন নয় মিডিয়ার আলো আছে মেয়েটার ওপোর, দুদিন পরে কি হবে? দিদি সিআইডি তদন্তের কথা বলছেন না কেনো?
    ম্মুদিদি কি বলছেন? দুখেবাবু ব্রতীনবাবু? নাকি বলবেন সিপিএম এমন অনেক করেছে, দিদি এমন দু চারটে চিমটি কাটুন ক্ষতি নেই?
  • a x | 99.165.171.94 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:১৫423745
  • সত্যি আর বলবেন না মাইরি। এমন অসভ্য লোকজন যে মরিচঝাঁপি কেস আবার খুলতে বলে PIL লাগিয়েছে। একটু শান্তিতে থাকার যো নেই মশাই!
  • Tina | 117.200.83.22 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:২১423746
  • কেনো? মরিচঝাপি খুলতে বাধা কিসের?খুলুক না। দিদির মে্‌তা মিথ্যেবাদী কেস তো নয়। আমি চাই সব কেসে সিআইডি তদন্তের নির্দেশ হোক। এই বাপি চৌধুরী কেসেও। আর ঐ প্রিয়াঙ্কা মেয়েটা যাতে মুকুল রায়ের হাতে না মরে সেইটা দেখা হোক।
  • Tina | 117.200.83.22 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:২৩423747
  • দিদি একসময় নিজেকে ডক্টর মমতা বন্দো নামে প্রচার করেছিলেন। এত মিথ্যে মায়াবতী মুলায়মও বলেন নি। মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী হিসেবে প:বর নাম একনম্বরে থাকবে ২০১১ থেকে।
  • d | 117.195.39.77 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:২৪423748
  • অনেক কটা "কেপি টেস্ট পজিটিভ' দেখি
  • Bratin | 117.194.96.172 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:২৮423749
  • ইডেন নিয়ে চক্রান্ত নয়। ওট অপদার্থতা। একটা আন্তজার্তিক ম্যাচ করতে গিতে আমাদের মহান পশ্চিমবঙ্গ সরকারের সল্টলেক স্টেডিয়ামের আলো নিভে যায় নাকি 'ইঁদুর' বিভ্রাটে। ইডেনের আলো নিভে যয়। এক বার নয় বার বার।তারপরে কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়। আর আমরা পশ্চিমবঙ্গ বাসী হিসাবে শ্লাঘা অনুভব করি রাম রাজ্যত্বে বাস করার। সব ই তাঁর ইচ্ছে।
  • a x | 99.165.171.94 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:২৯423750
  • আরে তাইতো আপনি চান, কিন্তু আপনার প্রিয় দল কেন চায় না সেটাই তো আমিও বুঝিনা। আপনিও নিশ্চয়ই বোঝেন না। এই গফফর কেসটার কি হল জানেন? আচ্ছা এই যে সত্তরের দশক ফিরে আসবে এই ভবে আপামর বাঙ্গালীর ঘুম চলে গেছে, এই সত্তর নিয়ে গোটা কয়েক কমিশন ছিলনা, সেগুলোর রিপোর্ট? কোথায় গেল বলুন তো? ঐ সেই শর্মা আরও কিসব? একটা ব্ল্যাক হোল আছে আসলে জানেন তো, সিপিএমের দোষ নাই। সব রিপোর্ট গুলান ঐ ব্ল্যাক হোলে খাইয়া লয়। কি করবেন বলুন?
  • Tina | 117.200.83.22 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:৩১423751
  • আর বেশিদিন নয় ব্রতীনদাদা। দিদিকে একবার আসতে দিন। আর ইঁদুরখেলা চলবে না। সব চক্রান্ত শেষ। আচ্ছা, আপনাদের দিদি যখন ইডেনে ঢুকেছিলেন, তাঁকে চেক করা হয়েছিল? ক্ষিতিবাবুকে করা হয় নি। গাওস্করকে করা হয়েছিল। দিদির কেসটা কি?
  • Tina | 117.200.83.22 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:৩৩423753
  • dবাবুর কপি পেস্ট পজিটিভ কেসটা মাথার ওপোর দিয়ে গেলো। দিদিকে নিয়ে বললেন? দিদি কিন্তু কাউকে কপি করেন না। উনি এক পিস। ওনাকে সিপিএম কপি করতে পারে।
  • Bratin | 117.194.96.172 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:৩৪423754
  • যে রাজ্যে সরকারী কর্মী দের জন্যে ঘটা করে কখন কাজে আসতে হবে সেই নিয়ে নির্দেশনামা জারি করতে হয় বার বার। তারপরে ও দফতরে গিয়ে হাতে গোনা লোক পাওয়া যায়।তারপরে ও তাদের বিরুদ্ধে 'শাস্তি' নেওয়া যায় না'। ধন্য সে প্রশাসন । ঈশ্বর তাঁদের মঙ্গল করুন
  • d | 117.195.39.77 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:৩৫423756
  • উঁহু কপি নয়, কপি নয় "কেপি' খুউব খিয়াল কইর‌্যা।

    আর দিদি আর দাদা কি! সবই তো সমান। গুয়ের এপিঠ আর ওপিঠ। যার যখন ভাগে কম পড়ে সেই ক্যাঁওম্যাও জোড়ে।
  • a x | 99.165.171.94 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:৩৫423755
  • হ্যাঁ হ্যাঁ সব আগে ভাগ বাঁটোয়ারা হয়ে যাক। ক্ষিতিবাবুকে কোনদিকে রাখা যায়? আমাদের না আপনাদের?
  • Bratin | 117.194.96.172 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:৩৭423757
  • টিনা, এই সব ছোটো ছোটো ইস্যু ছাড়ুন গত ৩০ বছরের শেষ কটা বছর C.P.M. কি কি করেছে একটু ঠান্ডা মাথয় ভাবুন। নিজে ই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন
  • Tina | 117.200.83.22 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:৩৯423758
  • অ ব্রতীনদাদা। সেই জন্যেই তো সরকারী কর্মীরা সব দিদির দলে। এমোন মুখ্যমন্ত্রী চাই যে ওসব বাজে কথা বলবে না। কাজ করো.. সময়ে অফিস এসো.. এসব কি? সিপিএমের গভীর চক্রান্তের ব্যাপার।
    দিদি অবরোধ করার আগেও রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন। সরকারী কর্মীদের ব্যাপারে ক্ষমার সঙ্গে সঙ্গে তাদের প্রোমোশন পাকা।
  • Tina | 117.200.83.22 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:৪৪423759
  • গত তিরিশ বছরে না দাদা। গত বত্রিশ বছরে। ছোটো ছোটো ইস্যু ধরেই তো বলছি। এখোনো পাওয়ারে আসেনি তাতেই দিদি সিপিএমের বত্রিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। কোল্কাতার রাস্তায় এমোন তান্ডব সিপিএমের রাজত্বে দেখি নি।শ্যামবাজার মোড়ে সেদিন ছিলেন নাকি?আমি ছিলাম।নিজের চোখে দেখেছি।
  • aka | 24.42.203.194 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:৫৩423760
  • বোঝো আপনি তো দেখি গেছোদাদার মতন। এই শ্যামবাজারে তো এই রাঁচী। এই মূহুর্তে আপনি কোথায় সেটা জানতে হলে জানতে হবে আপনি কোথায় কোথায় নেই, তারপরে জানতে হবে আপনি কোথায় কোথায় থাকতে পারেন। তারপর জানতে হবে শ্যামবাজার কোথায় হতে পারে সেটাও জানার দরকার। যাক, সে খুবই কঠিন অংক।

    সত্যি এমনটা কোনদিন দেখি নি। এখন তো এক পাড়া থেকে অন্য পাড়ায় গেলে ভয় করে।

    কেক কিনলেন?
  • aka | 24.42.203.194 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:৫৫423761
  • এক মিনিট এক মিনিট

    *মুহূর্তে
  • Manish | 117.241.228.124 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:০০423764
  • তৃনমূল আদপে one man party,যেখানে একজনই পুরুষ বাকি সব নারী।
    Chief এর গানের সাথে (যতই বেসুরো হোক না কেনো) 'আহা বেশ বেশ বেশ' বলতেই হবে। নাহলে?
    সোজা বৃদ্ধাশ্রম (পণ্‌কজ বন্দো:,অজিত পানজা,সাধন পান্ডে)
  • Tina | 117.200.83.22 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১১:০০423762
  • akaদাদা কি আমাকে বললেন?
    কেক কিনি নি।বড়িতে বানিয়েছি।খাবেন নাকি?চলে আসুন।অমার বাড়ি মেমারিতে।রোজ মমতাদেবীর রেলে কোল্কাতা যাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন