এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুরের জমিতে রইল-এর কর্খন

    chhodmobeshi
    অন্যান্য | ১৬ ডিসেম্বর ২০০৯ | ৩২৭১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 124.124.93.202 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১০:১৫423832
  • টিনা - আহা, চটেন ক্যানো। এখন একটু একটু বুঝতে পারছেন কি, আপনি যা নন, সেটা আপনার ঘাড়ে চাপালে কি হয়।
    তবে সবই প্যাক্টিস। এই যে আপনি গুরুকে তৃণমূলীদের ফোরাম বলে দিলেন। তাতে কি কেউ রাগ করেছে? কেউ না, কেউ না।
  • kd | 59.93.194.103 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৩:০৬423833
  • এই রে! টিনা আমায় তৃণমূলী বানিয়ে দিলো! আরে বাবা, আমি এখন কট্টর সিপিএম, তৃণমূল ক্ষমতায় এলে তখন কট্টর তৃণমূল হবো।
    সিম্পল - আমি অপর্চুনিস্ট পার্টির সাপোর্টার - যারা যখন ক্ষমতায়, তাদের সুনজরে থাকলে ব্যক্তিগত লাভ - দেশের কী হ'লো না হ'লো ভেবে ফাল্‌তু সময় নষ্ট করায় বিশ্বাসী নই।

    খুশী তো!
  • ranjan roy | 115.184.37.53 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৬:২৯423834
  • সেকি টিনাদিদি!
    আপনি অফিসে বসে গুরুচন্ডালি তে লিখছেন? আরে, আমি জানতাম অফিসে কাজের সময় অন্য কিছু করা তো আমার মত বিভীষণ বামপন্থীরা করে!
    যাকগে, এখন থেকে আমি আর ডেলি প্যাসেঞ্জারি করে রাত্তিরে ঘরে বসে নিজের কম্পুতে লিখবো না। আপনার মত অফিসে বসে লিখবো। সাচ্চা বামপন্থী হব।
    তাহলে আর বঙ্গের বাইরে থাকে তাই রাত্তিরে লেখে বলতে পারবেন না।
  • Samik | 219.64.11.35 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৭:০৫423835
  • আইপি ধরে টানাটানিতে কিস্যু জুটবে না।

    আমি এমনিতে কারুরই আইপি দেখি না। আজ দেখলাম। টিনার আইপি এক সাইটে বলছে ঝাড়খন্ড, আরেক জায়গায় বলছে রাঁচি। তাই কৌতূহলী হয়ে নিজের আইপিটা চেক করে নিলাম। দেখলাম আমি এখন আছি থানে কিংবা বম্বেতে। কী আর বলব ... দিল্লির শীতটা একটু কমে গেল, এই যা।
  • Rajdeep | 125.22.62.70 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৭:১৫423837
  • এই সাইটে ipinfodb তো আরেক কেলো !! কলকাতায় কি সুন্দর আছি .... বলে কিনা ব্যাঙ্গালোর !
  • Samik | 219.64.11.35 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৭:১৬423838
  • দেখলাম। নিচে আউটপুট দিলাম। অ্যাঙ্গুলার ব্র্যাকেটগুলো আন্দাজ করে দেখে নিস।

    আমার আপিসের কোনও শাখা মহারাষ্ট্র রাজ্যে নেই। অবিশ্যি এয়ারটেলের কানেকশন, তারা মহারাষ্ট্রে আছে।

    Response
    Ip219.64.11.35/Ip
    StatusOK/Status
    CountryCodeIN/CountryCode
    CountryNameIndia/CountryName
    RegionCode16/RegionCode
    RegionNameMaharashtra/RegionName
    CityBombay/City
    ZipPostalCode/
    Latitude18.975/Latitude
    Longitude72.8258/Longitude
    Timezone5.5/Timezone
    Gmtoffset5.5/Gmtoffset
    Dstoffset5.5/Dstoffset
    /Response
  • kallol | 124.124.93.202 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৭:৪৬423839
  • শমিক,
    আরে ধুর, আইপি ট্রেস তো সার্ভারের লোকেশন দেখায়। আমি যখন অপিসে থাকি তখন ব্যাঙ্গালুরু দেখায়, আবার বাড়িতে থাকলে মুম্বাই দেখায়। আমার বাড়ির কানেকশন রিলায়েন্সের।
    ঐ সব আইপি বাজির উদ্দেশ্য ছিলো এই যে একই আইপি থেকে বিভিন্ন নামে পোস্ট হচ্ছে বা কাছাকাছি আইপি থেকে নানা নামে পোস্ট হচ্ছে, যারা বেশ খারাপ ভাবে রঞ্জনকে ব্যক্তিগত আক্রমণ করছিলেন, কোন ঠিকঠাক তর্ক নয়, সেটা যে আমি (ডি-ও) ধরতে পেরে গেছি সেটা শুধুই জানিয়ে দেওয়া।
    ঐ ভাবে পোস্ট (একই আইপি থেকে নানা নামে) করলে কার কি বলার আছে। করতেই পারে। কেউ তো বাধা দেয় নি।
  • Samik | 219.64.11.35 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৮:০৬423840
  • পুরো সুতোটা পড়া ছিল না। এখন পড়লাম। বুঝলাম।

    ছোটোবেলা থেকে পাড়ায় পাড়ায় এই রকমেরই সাপোর্টার দেখে বড় হয়েছি। তখন অবশ্য সিপিয়েমের দুর্দিন ছিল না। লিখবো কী, সমর্থনের আকুলতা দেখলেও আবেগে চোখে জল আসে, তলপ্যাটে বেগ আসে।
  • Mmu | 78.236.153.102 | ২৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৪২423842
  • samik আবার আপনাকে পেলাম তাহলে।
    টিনা দিদি যাবেন না please. আপনারা না থাকলে এইসব ঢপের ব্যাপার জানতে পারতুম না।
    Zafar সাহেব আমি আপা না , আপ।
  • Zafar | 121.245.7.156 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:০৮423843
  • তালে ব্যপারটা কি দান্‌ড়ালো? বজ্জত বেজন্মা সিপিএম একাই নানা নামে লিখেছে বোঝলাম।আমি তালে কোথাকার ঠিক কল্লেন ত্রিনমুলী দাদারা?জামে্‌শদ্‌পুর নাকি হায়্‌দ্‌রাবাদ।আর অনিমেশ আমার বিবি নাকি রুমমেট নাকি সম্বন্ধী?বলে দিন দাদারা।
    টিনা আপা আপনি অমোন ফস করে রেগে উঠে এতো সাতকাহোন ঠিকানা বলতে গেলেন কেনো?এ সব ত্রিনমুলী কায়দা। এখোন এরা জেতার নেশায় এমোন মজে আছে যে এক্টা কথাও সিপিএমের নামে শুনবে না।নিমকহারামদের গায়ে বেইমান কথাটা সবে্‌চয়ে বেশি লাগে। আমি মীরজাফরের জাত কিনা।তাই বুঝি। এই ত্রিনমুলের বড়দাদা কঙ্গ্রেস আমাদের দাগিয়ে দিয়েছে।
    জি কল্লোলসাহেব আমার আইপিটা দেখে বলেন তো আমি ঠিক কোথাকার।আপনাদের দোয়ায় মাঝখানে ঝুলে আছি দাদা।
  • Bratin | 125.18.17.16 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:৫৬423844
  • জাফর সাহেব, আপনার আর অনিমেশ র i.p address টা একদম এক। সমাপাতন ?? কে জানে??
  • Ardhendu Banerjee | 117.200.81.224 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:০২423845
  • আমার ধারনা ছিলো গুরুচন্ডালিতে শিক্ষিত বাঙ্গালি লেখেন।ফোরামের বিপরীত সুর শোনা মাত্র যেভাবে এখানে ব্যক্তিগত আক্রমন শুরু হল আর ব্যক্তিপরিচয় বের করার নোংরামি দেখা গেল তাতে তৃনমুলী আভিজাত্য বেশ স্পষ্ট। anyway আমি যদিও টিনাদেবীর মত নামধাম লিখে আপনাদের সুবিধে করে দেব না, তবু ranjanবাবুকে উদ্দেশ করে কিছু কথা বলে যাব। আপনি কোন bankএ কাজ করেন জানি না।আমি PNBর একজন কর্মী এবং চাকরিসুত্রে AINEAইউনিয়নের সঙ্গে থাকতে বাধ্য হয়েছি দীর্ঘকাল। প্রোমোশনের পর অন্য ইউনিয়ন এবং সেটিও বাম্পন্থীদের।তাই আমার অভিগ্যতাও আপনার চেয়ে কম নয়। সেই অভিগ্যতা থেকেই জানি ইউনিয়ন ঠিক কি কাজ করে। তবু ইউনিয়ন আমাদের চাই। securityর জন্যে। আমি ব্যক্তিগতভাবে ইউনিয়নের দ্বারা যত ক্ষতিগ্রস্তই হই, তাকে পেছন থেকে ছুরি মেরে অন্যকে সুবিধে করে দেব ন। এটা শুধু আমার একার প্রশ্ন না, ভবিষ্যতে আমার bankএ যত ছেলে কাজ করবে তাদের জন্যে।সেই কথাটাই বলতে চেয়েছিলাম।আপনাদের মতো so-called বাম্পন্থী হলো সিপিএমের সবচেয়ে বড় শত্রু।যতই দল বেঁধে নোংরা কথা বলুন আমার বক্তব্য একই থাকবে। সত্যি কথা শুনতে না চাইলে শুনবেন না।আপনাদের ফোরামে আপনারা বিরোধী বক্তব্য শুনবেনই বা কেন?তবে এই নিয়ে সস্তা রাজনীতিটা না করলেও পারতেন। এতে তৃনমুলের মহিমার বিশেষ প্রচার হল কি?দল বেঁধে মিথ্যে কথা প্রচার করলেই তা মিথ্যে হবে কি?অবশ্য আপনাদের দিদির মত মিথ্যেবাদীর সঙ্গে থেকে আপনারা আর কি বা করতে পারেন?এইভাবেই চালিয়ে যান ২০১১ অবধি।কেউ সিপিএমের হয়ে কথা বললেই কচুকাটা করে ফেলুন।নইলে লোকে সত্যি বুঝে ফেললে আপনাদের দিদির আর সরকারে বসা হবে না।
  • a x | 99.165.171.94 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:০৬423847
  • ধুর মশাই বাজে কথা বলছেন কেন? ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন আপনারা। আপনারা মানে এই কদিনের মধ্যে নতুন যাঁরা এসেছেন, যাঁদের আইপি আমি দেখিনি কিন্তু যাঁরা এক সুরে কথা বলছেন। নিজেরাই রঞ্জনদাকে অনেক ফালতু কথা বলেছেন যার সমতুল্য কিছুই বলা হয়নি আপনাদের। এখন কয়েকজনের আইপি মিলে যাওয়াতে নোংরামো মনে হচ্ছে!
  • Ardhendu banerjee | 117.200.81.224 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:০৬423846
  • AIBEA
    ভুল করে N লেখা হয়েছে। typo
    কল্লোলবাবু, আমার আইপি কোথাকার সেটাও জানিয়ে দেবেন।জামশেদপুরেই আছি তো অখনও?নাকি অন্য কোথাও চলে গেলাম?দুজনকে মাঝখান থেকে দিল্লী আর চক্রধরপুরে চালান করে দিলেন কেন বুঝলাম না।
    আর আমারো ছোত্ত কৌতুহল।জামে্‌শদপুরের লোক গুরুর পেছনে লাগলো কেন? টাটাদের তাড়িয়েছেন বলে?
  • Ardhendu Banerjee | 117.200.81.224 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:১৪423848
  • আপনিও আইপি দেখেই নিন না axবাবু। আপনারা ওপেন ফোরামে লেখার জন্যে ব্যবস্থা করেছেন আর তাতে নতুনরা লিখুক চান না?সেটা বলে দিলেই ভালো হত নাকি?ranjanবাবুকে আমি direct লিখেছি কারন উনি জে কথাগুলো বলেছেন তাতে hypocrisyবোঝায়।তাকে যদি আপনদের ব্যক্তিগত আক্রমন মনে হয় আমি নাচার।আপনারা এক সুরে কথা বলতে অভ্যেস করেছেন বোঝা জাচ্ছে।সে নিয়ে আপনারা থাকুন।ওপেন ফোরাম বলে আর ভন্ডামি করবেন না।এর পর নতুন কেউ আর লিখতে ভরসা পাবে বলে মনে হয় না। অন্তত আমি কাউকে লিখতে বলব না।আমাকে যে এখানে লিখতে বলেছিলো তাকেও বল্লাম।আপনাদের ফোরাম তৃনমুলের প্রচার করুক।সবাই করছে আপনারা বাদ থাকবেনই বা কেন?
  • Ardhendu banerjee | 117.200.81.224 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:১৭423849
  • আইপিটা কোথাকার জানিয়ে দেবেন কল্লোলবাবু।এখোনো জামে্‌শদপুরেরই আছি তো?জামে্‌শদ্‌পুরেই রাখবেন তালে।সুধুমুধু দিল্লী হ্যদ্রাবাদ চালান হতে চাই ন।
  • a x | 99.165.171.94 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:১৯423850
  • সবাই কি আচারের বোতোলে ঢুকে, রোদে শুকিয়ে পুরোনো হয়ে (এবং আপনার/আপনাদের মতে মমতার থেকে টাকা খেয়ে) তারপর এসে লিখছে এখানে? কেউ নতুন ছিলনা? অন্য আর পাঁচটা টই, পুরোন টই ঘেঁটে দেখুন না সিপিএমের সমর্থক, বিরোধী দুইই কি ভাবে কথা বলেছে? আপনি হিপোক্রেসি বোঝাবেন, কেউ রঞ্জনদা কি চাকরি করেন তাই দিয়ে তার রাজনৈতিক বক্তব্যের মুল্যায়ন করবেন, সেটাও তো ওপেন ফোরাম বলেই করতে পারছেন। আপনার তো বিনাবাক্যে বিনা কারণে বিনাদ্বিধায় কাউকে আক্রমণ করতে ভরসার কোনো অভাব দেখলাম না। এখন হঠাৎ ভরসা চলে গেল কেন? ওপেন ফোরাম দুদিকেই ওপেন বলে? কানা গলি নয় বলে?
  • kc | 213.132.250.2 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:২৩423851
  • অক্ষ, 'কি' হবেনা, 'কী' হবে। অনেকদিন স্যান আসছেনা বোঝাই যাচ্ছে। :)
  • a x | 99.165.171.94 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:২৭423854
  • কি কি কি বেঠিক?

    ;-)
    না বুঝলে - কোন কোন কি বেঠিক?
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:২৭423853
  • আইপি নিয়ে ফের কি হল?

    বাই দ্য ওয়ে - ব্রতীন - আমার আপিসের অন্য কেউ যদি লেখে তারও কিন্তু আমার মত একই আইপি দেখাবে। এটা টেকনিক্যাল ইস্যু - এবং আগে বেশ কয়েকবার এটা এক্সপ্লেইন করেছি। কাজেই দুম করে একটা কমেন্ট করা ঠিক নয় - যেটা ভাবছো সেটা ঠিক নাও হতে পারে।
  • SB | 114.31.249.105 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:৪৫423855
  • কি ঠিক (IP Address : 99.165.171.94 Date:29 Dec 2009 -- 11:19 AM
    এর ক্ষেত্রে)
  • kc | 213.132.250.2 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:৪৮423856
  • , বিরোধী কী ভাবে কথা বলেছে? ....
    রঞ্জনদা কী চাকরি করেন....
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:৫১423858
  • আমার আরো গুলিয়ে গেল। ওচ্চেয়ে ঢালাও হ্রস্ব ই ব্যাভার করা ভালো। কনটেক্সট থেকে বুঝে নেবে। রাস্তাঘাটে তো আর গণ্ডায় গণ্ডায় দাদাঠাকুর ঘুরে বেড়ান না।
  • Bratin | 125.18.17.16 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:৫১423857
  • হ্যাঁ সেটা জানি। প্রতেক অফিসে ২০-২৫ টা IP থাকে সেগুলো ই দেখা যায়।

    অরিজিত, IP নিয়ে একটা চাপ হয়েছে। প্লিজ থ্রেড টা একটু পড়ে নিও।
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:৫৪423859
  • ২০-২৫ টা বলে নয়। নর্মালি গেটওয়ে আইপিটাই আসে। নিউক্যাসলে আমাদের সব্বার পাবলিক আইপি ছিলো - কিন্তু এখানে পোস্ট করলে শুধু গেটওয়ে আইপি আসতো।

    আমার ঝগড়া পড়তে এক্কেরে ইচ্ছে নেই। ইম্পরট্যান্ট কিছু না হলে কাটায়ে দাও।
  • Arpan | 204.138.240.254 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:৫৫423860
  • আরে, কতবার বলব আর!

    ১) প্রশ্নের উত্তর হ্যা বা না হলে (close ended) "কি' হবে। "কী' নয়।

    ২) প্রশ্নের উত্তর হ্যা বা না যদি না হয় (open ended) "কী' হবে। "কি' নয়।

    ৩) বিস্ময়সূচক অর্থে ব্যবহৃত হলে কী হবে। যেমন "আর কী' বা "এমনকী'।
  • kc | 213.132.250.2 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:৫৭423861
  • প্রথমে আরেন্টি স্যার আর তারপর স্যানিনি বলেছেন 'কি' এর উত্তর 'হ্যাঁ' বা 'না' দিয়ে হয়, বাকি সব 'কী'
  • Bratin | 125.18.17.16 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১২:০১423862
  • আচ্ছা। আমাদের কোম্পানী এই রকম ১০/১৫/২০ টা থাকে।

    আসলে প্রায় কি রকম IP থেকে C.P.M সমর্থনে অনেক কথা লেখা হচ্ছিল ; তাতে করোর আপত্তি ছিল না। কিন্তু তারপরে রঞ্জন দা কে ব্যক্তিগত খুব খারপ ভাবে আক্রমন করা হয়েছে সেটা তেই আপত্তি।
  • kallol | 124.124.93.202 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১২:০৯423864
  • জাফরানিমেষ
    আমার এখন খুব ল্যাদ লাগছে। তাই আইপি-টাইপি দেখতে পারবো না। আর তাছাড়া আমি শমিকের পোস্টের জবাবে বলেও দিয়েছি - আইপি তো সার্ভারের লোকেশন দেখায়। আসলে লোকটা সেখানেই আছে কি না তার কোন প্রমাণ নেই।
    আমি ওটা করেছিলাম আপনাদের জানাতে যে বোকামীটা ধরে ফেলেছি। এই যেমন আপনার আর অনিমেষের আইপি একদম এক ছিলো।
    117.200.82.53 AnimeshDate:24 Dec 2009 -- 04:31 PM
    117.200.82.53 Zafar Iqbal Date:24 Dec 2009 -- 10:42 AM

    হয়তো আপনি অনিমেষের ওখানে বা অনিমেষ আপনার ওখানে বেড়াতে গেছিলেন।
    আপনারা চালিয়ে যান। কেউ বাধা দেবে না। মাঝে মাঝে ফুট কাটতে পারে কেউ কেউ। এই অবধি। যত খুশী পোস্ট করুন। যা খুশী লিখুন - কেউ বাধা দেবে না, পোস্ট উড়িয়েও দেবে না।
    আর কেউ না পড়ুক আমি পড়ছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন