এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুরের জমিতে রইল-এর কর্খন

    chhodmobeshi
    অন্যান্য | ১৬ ডিসেম্বর ২০০৯ | ৩২৭১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rajdeep | 125.22.62.70 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১২:০১423998
  • ও আচ্ছা... সিপিএম তার মুখপত্রে কি বলেছে - তার জন্য আমি প:বঙ্গে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে কিছু বলতে পারব না , না না এটা কোন লেবেলিং নয় :)

    পাই আপনিও তৃণমুলের অনেক স্টান্স জোরালোভাবে ডিফেন্ড করেন , কিন্তু তার জন্য আপনাকে কেউ জাগো বাংলার লিংক দিয়ে বাধিত করে নি
  • Arijit | 61.95.144.122 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১২:০৩423999
  • কিন্তু কথাটা যে ছিলো "মেরে হাত পা ভেঙে দেবো' নিয়ে...সেটা নিয়ে কেউ আধ আনাও দিলো না - ধুৎ।
  • Rajdeep | 125.22.62.70 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১২:০৯424000
  • মম-কিষেণের যুদ্ধু হবে / তোমার আমার কি
  • PT | 203.110.246.230 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১২:১৪424001
  • "generating the same amount of electricity from alternative sources"........ হচ্ছে সবচেয়ে বড় ধোঁয়াশা। সেটা যেই বলুক না কেন। যে দেশগুলো থেকে এই তত্বটা এসেছে তারা হয়ত ২০-৩০ বছর পরে alternative source ব্যবহার করবে কিন্তু ততদিন কাঠ, তেল, কয়লা, জল, পরমাণু সব কিছুই ব্যবহার করতে থাকবে। আমরা মেধা, তলোয়ার ইত্যাদিদের পাল্লায় পড়ে বুড়ো আঙুল চুষবো। আর যাদের স্বার্থরক্ষার জন্য পরমাণবিক বিদ্যুতের বিপক্ষে আন্দোলন তারাও পরবর্তী ২০-৩০ বছরে আপাত সবুজ বিদ্যুতের অংশ না পেয়ে অন্তহীন অন্ধকারেই জীবন কাটাবে।
  • Arijit | 61.95.144.122 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১২:১৫424002
  • না তা নয়। রাজনীতিকদের ভাষা ব্যবহার নিয়ে রিসেন্টলি অনেক কথা উঠেছে তো...সেটা ইউনিভার্সাল নাকি... ;-)
  • Blank | 170.153.65.102 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১২:২০424003
  • ওনারা দুজন শান্তির প্রতীক। উহা ধর্মযুদ্ধু বলেই খ্যাত।
  • Arijit | 61.95.144.122 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১২:২৮424004
  • মুজতবার "বেঁচে থাক সর্দিকাশি' গপ্পে জর্মন ডাক্তার বলছিলেন যে বোকারা প্রেমে পড়লে বুদ্ধিমান হয়ে যায়, আর বুদ্ধিমান বোকা। ট্রেনের খানা কামরায় বসে উনি বুঝলেন উনি বুদ্ধিমান কারণ ওই সময়ে উল্টোদিকের সুন্দরীর সাথে কি ভাবে কি কথা বলবেন সেটা কিছুতেই ভেবে পাচ্ছিলেন না। এরকম একটা কেস এখানেও মনে হচ্ছে।

    ক্লাসের পরিচিত দুষ্টু ছেলে আর ভালো ছেলে একই দুষ্টুমি করলে মাস্টারমশায়রা বেশি বকেন ভালো ছেলেটাকে। কারণ সে বখে যাচ্ছে। তো বহু বিদগ্‌ধ লোকের বক্তব্য শুনে আম্মো বুঝলুম সিপিএম মনে হয় ভালো।

    সকলেই মোটামুটি দাবী করে যে এই "চুলের মুঠি ধরে তুলে দেবো' বা "মেরে হাত পা ভেঙে দেবো' সিপিএমের কেউ বল্লে সাংঘাতিক খারাপ কাজ। অন্য সময় কেউ রা কাড়ে না। মানে দাঁড়ালো...

    ;-)
  • dukhe | 122.160.114.84 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১২:২৮424005
  • কোনদিনই বুঝি না হাত থাকতে মুখে তড়পানোর মানেটা কী । ভাবুন তো - শিশিরবাবু আর কিষেণজির একটা খালি হাতে ডুয়েল । যুবভারতী ভরে যাবে । ও: - সেই সৌভাগ্য কি হবে আমাদের ?
    একটাই চিন্তা - মাঝখানে আলো-ফালো না নিভে যায় ।
  • Arijit | 61.95.144.122 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১২:৩২424006
  • ধুর - এখেনেও পরশুরাম বিধান দিয়ে গেছেন - ধর্মযুদ্ধুর। প্রতিপক্ষ দুজনকে মোটামুটি সেম রেঞ্জের হতে হবে না? নইলে ফেয়ার ডুয়েল হবে কি করে? তো একজন মধ্যস্ত থাকবেন যিনি বেশি শক্তিশালী যে তাকে কেলিয়ে অন্যজনের সমান করে দেবেন। আমি ওটার জন্যে অ্যাপ্লাই করবো?
  • PT | 203.110.246.230 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১২:৪৪424009
  • But they (Maoists) should not indulge in subversive activities such as removing fishplates and placing explosives on the railway tracks which can claim lives of hundreds of innocent railway passengers,” she said. http://economictimes.indiatimes.com/news/politics/nation/Stop-blowing-tracks-lets-talk-Mamata-to-Maoists/articleshow/5397609.cms
    লে: বাওয়া, দিদি দেখছি দাদার লাইন ধরলেন। এতদিন জানতাম যে মাও-ফাও বলে কিছু নেই, সিপিএমই মাওবাদি। দাড়িওয়ালা কাকবাবুও ম্যাও-ম্যাও করে ভেঙ্গাতেন টিভিতে! এখন দিদি মাওদের ডুয়েলে আহ্বান জানাচ্ছেন: Let them identify a location and fix up time and I am ready to meet them!
  • Bratin | 125.18.17.16 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১২:৫৬424010
  • @ অরিজিত, :-)))
  • dukhe | 122.160.114.84 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১২:৫৯424011
  • বাঙ্গালী এতদিনে বিভূতিভূষণ সত্যজিতের সার্থক উত্তরসূরী পেল । আহা - সেই অপুর সংসার ।
    - মুণ্ডু ভেঙ্গে দেবে ।
    - কে ?
    - আমার বাবা ।
    এই ডায়ালগ এবার শুভেন্দুও দিতে পারবেন । জিও: শিশিরবাবু ।
  • bb | 115.117.221.199 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৩:০০424012
  • শমীকের সিপিএম বিরোধী লেখাটি চোখে লাগল। ব্যক্তিগতভাবে রাজনৈতিক মতবাদ নিয়ে কিছু বলার নেই। সিপিএম হারলে অনেকেই আনন্দ পাবেন, কিন্তু ব্যক্তি বিশেষের মৃত্যুতে বিজয়ল্লাস করা বোধহয় শালীনতা বিরোধী। আর তাকে পাব্লিক ফোরামে জোরগলায় জাহির করার বিরুদ্ধে কিন্তু কোন লেখা পেলাম না।
    কারণ মনে হয়েটা সিপিএম বিরোধীর লেখা। অথচ সিপিএম সমর্থক কেউ এটা লিখলে এতক্ষণে অনেক লেখা পড়ে যেত তার বিরুদ্ধে।

  • Arpan | 216.52.215.232 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৩:০২424013
  • দুখে :-)))))
  • PT | 203.110.246.230 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৩:১৭424014
  • @ bb
    প্রসঙ্গটি তোলার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক ভেবে এই ব্যাপারে কোন কিছু লিখিনি (পার্সোনাল লেভেল লেবেলিং ইত্যাদি)। এই ফোরামের অনেক বিজ্ঞাপিত আপাত স্বাধীনতার আড়ালে কেমন যেন অস্বস্তিকর ভার্চুয়াল দলবাজী কাজ করে!!
  • Samik | 219.64.11.35 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৩:৫৪424015
  • বিবি, অনিল বিশ্বাস যে সময়ে মারা গেছিলেন, সেই সময়ের আর্কাইভ ভাটিয়া৯ উল্টে দেখুন। আমার পোস্টের উত্তরে অনেক ছিছি পাবেন। অনেকে প্রতিবাদ করেছিল। সুভাষ চক্কোত্তির মৃত্যুতে আমি তাই প্রকাশ করি নি আমার মনোভাব।

    কিছু করার নেই, আমি নিরুপায়। কিছু কিছু মৃত্যুতে আমি বেজায় আনন্দ পাই। সেটা প্রকাশ করাটা ঠিক শালীনতা নয়, বুঝি। দূ:খিত সেজন্য। ওটা জাস্ট এক্সাম্পল দেবার জন্য লেখা ছিল।
  • dukhe | 122.160.114.84 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৩:৫৯424016
  • কারো মৃত্যুতে উল্লাস করতে নেই । সর্বনেশে লোক হলে তো আরৈ নেই । কারণ সে ব্যাটা মরার পরেও কি সর্বনাশ করতে ছাড়বে ? কিছু লোক চোসেস্কু মরতে উল্লাস করেছিল । পাপ মন ! এদের কুম্ভীপাক ঠেকায় কে ?
  • umesh | 86.2.255.243 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৪:০৮424017
  • samik এর সাথে গলা মিলিয়ে, সত্যি-ই কিছু কিছু মৃত্যু আমাকেও বেশ আনন্দ দেয়। যেমন প্রমোদ মহাজন, আমি তো খুশী তে নাচা-নাচি করেছিলাম (মনে মনে)। আরো-ও আছে আর থাকবে, নাম গুলো বললাম না।
  • kc | 213.132.250.2 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৯424018
  • কারুর মৃত্যুতে উল্লাস করাটা কি শোভন?
    ঊল্লাসের বিবরণ লেখাটা একটা আপাতসুস্থ যায়গায় কি উচিত? সে যতই না ওপেন ফোরাম হকনা কেন!!!
    হাল্কা খারাপ লাগার ছাপ রেখে গেলাম। :((
  • kc | 213.132.250.2 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৪:৫০424020
  • *জায়গায়।
  • umesh | 86.2.255.243 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৫:০৭424021
  • কেন? আমরা সিনেমা তে ভিলেন মরে যেতে উল্লাস করি না? এখানে কে আছে যে সিনেমা তে ভিলেন ক্যালান খাবার সময় দু:খ পাই।
    তেমন-ই রিয়েল লাইফ তো কিছু ভিলেন আছে, সেটা ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন।
  • kc | 213.132.250.2 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৫:২১424022
  • সিনেমার হিরো, ভিলেনের মতন সাদা কালোর ভেদ কি বাস্তব জীবনে হয়? হয় না। বাস্তব যে বড়ই ধূসর গো! অবস্থার ভেদে কাউকে অন্য কারুর থেকে ফর্সা মনে হয় যে!! মাঝে মাঝে ।
  • kd | 59.93.255.178 | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৮:১৭424023
  • ফোর্থ ইয়ারে(৬৪) মায়াপুরীতে দেখতে গিয়েছিলুম ''আয়ি মিলন কী বেলা'' - ধর্মেন্দর (ভিলেন) আর রাজেন্দ্রকুমার (হিরো) ঝারপিট চলছে - পুরো হল ধর্মেন্দরকে সাপোর্ট করছে।
  • pi | 72.83.210.50 | ৩১ ডিসেম্বর ২০০৯ ২০:৫২424024
  • যাচ্চলে , আমি আমার কোথা থেকে কাকে লেবেলিং করলাম ! পিপলস ডেমক্রেসি তে সিপিএম যা লিখবে, হরিপুরে তার ঠিক উল্টো কাজ করলে সেটা পয়েন্ট আউট করতে পারবো না ! আমি তো মশায় সিপিএম কে লিখছি, আপনি নিজের গায়ে ঝোল টেনে লেবেলিং করেছি বলে ঝাল মেটালে কিছু করার নেই।
  • Du | 65.124.26.7 | ৩১ ডিসেম্বর ২০০৯ ২১:০৩424025
  • পাই গো, লোকসভায় জেতার পরেই বলেছিলাম, ( শ্যামলবাবুর - কংগ্রেস সরকারকে সাপোর্ট করে সিপিএমের এক্সপেক্ট করা যে কং সরকার পরমানু চুক্তি করবে না -র ওপর মুরগী ও দারোগাবাবু সম্বন্ধীয় কমেন্টের রেফ দিয়ে) তৃণমূলকে যতই জেতাও - মনে রেখো মুরগীটা কিন্তু তোমার নয়, দারোগাবাবুরই :(
  • Mmu | 78.236.153.102 | ০১ জানুয়ারি ২০১০ ০০:৪৯424026
  • গুরুর সব্বাই কে জানাই ইং নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন।
  • ranjan roy | 115.184.61.189 | ০১ জানুয়ারি ২০১০ ২৩:১৬424027
  • এত নিশ্চিন্ত হোয়ো না মনীশভাই, নন্দীগ্রামে প্রস্তাবিত কেমিক্যাল হাব এ ""ইউনিয়ন কার্বাইড'' আসছে,
    তার নতুন নাম নিয়ে --""ডাও কেমিক্যালস্‌''।
  • Ardhendu Banerjee | 117.200.84.193 | ০২ জানুয়ারি ২০১০ ১৫:২৬424028
  • শমিকবাবু আমাকে এক্টা প্রশ্ন করেছিলেন।জবাব দিতে দেরী করে ফেল্লাম।আশা করি প্রশ্ন এখনো তামাদি হয়ে যায় নি।অবশ্য আপনর প্রশ্নের মধ্যে আপনিই উত্তর দিয়েছেন।আপনি নিজেই লিখেছেন আপনি সিপিএমের শত্রু।তাই সিপিএমের কোন কাজে আপনার কি কি লাভ হয়েছে আপনি দেখেও দেখবেন না।বরং আপনার ক্ষেত্রে বিদ্যাসাগরের সেই অমোঘ কথাটা নিয়ে ভাবা যায়-উপকার করলেই শত্রু তৈরি হবে।
    Anyway আমার বক্তব্য ছিল নিজেদের বাম্পন্থী বলে প্রচার করা hypocriteদের উদ্দেশে।ranjanবাবুর মত লোকজন যারা নিজেদের বাম্পন্থে বলেন, বাম্পন্থী ইউনিয়ন করেন আর তার বিপদের সময় তাকে নৈতিকতার প্রশ্ন তুলে ত্যাগ করেন।আপ্নি তো বাম্পন্থী নন।ল্যাঠা চুকে গেল।
    আপনার মতন polarised লোকেদের কাছে সিপিএম কিছু আশা করে বলে মনে হয় না।সিপিএমের লোক তো এখোন রোজ মরছে দিদির লোকের হাতে।রোজই বেশ pizza partyহচ্ছে তো আপনার?তবে আপনি নেহাত নিরিমিষ শত্রু শমিকবাবু।এক্টার বদলে পাঁচ্‌টা অনিল বিশ্বাস মারার কথা ভাবেননি।শুধু খুশিতে pizzaখেয়েছেন।এক্টু গা গরম করবেন না এই বাজারে?সিপিএমের শত্রুর কি আর দু-চারটা সিপিএম না মারলে চলবে?
    অনিল বিশ্বাসের ম্রিত্যুতে আপনার আনন্দ দেখে সুধু এক্টাই কথা বলার আছে।অনিল বিশ্বাস কেবল একজন সাচ্চা কমিউনিস্ট ছিলেন না।একজন সত্যিকারের ভদ্রলোক ছিলে।একজন সাচ্চা মানুষ।তেমন একজন লোকের ম্রিত্যুতে আপনার এমোন উল্লাসের কথা পড়ে সত্যি সত্যি আপনাদের জন্যে খারাপ লাগলো।আর এক্টা জিনিস বুঝতে পেরে ভালো লাগলো যে বাম্পন্থীরা আপনার মতো নয়।
  • Mmu | 78.236.153.102 | ০২ জানুয়ারি ২০১০ ১৬:০৯424029
  • Ardhendu বাবু বামপন্থি রা অ বামপন্থি সবাইকে শ্রেনী শত্রু বলে মনে করে। তা সে একজন জমিদার হোক বা সাধারন মানুষ হোক। বামপন্থিরা অ বাম কেউ মারা গেলে বেশি আনদ পায়। মুখে প্রকাশ করে না। বিশেষ করে প:ব: বামপন্থিরা তো তাই।
  • Samik | 12.191.136.3 | ০২ জানুয়ারি ২০১০ ১৭:৩৯424031
  • ল্লে পচা। আমি বামপন্থী নই, এটা কবে বল্লাম? ওয়ান মিনিট, ওয়ান মিনিট, আপনি কি সিপিয়েম ইজুকাল্টু বামপন্থা বলতে চাইছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন