এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাঘ কুমীর ও পরিবেশ

    Ishan
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৮৮১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 117.194.225.235 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:২৫425770
  • কলকাতার গ্রীষ্মকাল (প্রতি বারেই নতুন রেকর্ড) ।
  • aka | 168.26.215.13 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:২৬425771
  • এই গরমায়ন নিয়ে সহজ করে কেউ বুঝিয়ে দিলে ভালো হয়। দুটি প্রশ্ন।

    ১। যা বুঝলাম, পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে। প্রশ্ন হল কতদিন ধরে?

    ২। হার্ড সায়িন্টিফিক কারণ গুলো কি কি?

    একটু সহজ ভাষায় বুঝিয়ে বললে ভালো হয়। লিংক দিলে বড্ড খেই হারিয়ে যায়।
  • dri | 117.194.232.212 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:৩৮425772
  • :-)। এভাবে সায়েন্স হয় না। কতদিনের রেকর্ড? কলকাতার টেম্পারেচারের মোট কত বছরের ডেটা আছে শুনি?
  • a x | 143.111.22.23 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:৪৩425773
  • খুব ছোট করে গল্পটা এরকম। তৃতীয় বিশ্ব গুলো কিছুদিন ধরে দাবী করছে পল্যুশনের দায় প্রথম বিশ্বগুলোর। you broke it, you buy it policy। এর থেকে বেরোতে যা খরচ লাগে তা এদেরকে দিতে হবে। বিভিন্ন কারণে - জিওগ্রাফিকাল এবং অন্যান্য, পল্যুশন জেনেরটিং দেশ এবং তার কুফল ভোগ করা দেশ এক না। অর্থাৎ কজ আর এফেক্ট এক জায়গায় দেখা যায়না। তাই নিজের গায়ে আঁচ লাগছেনা বলে আরোই পুড়িয়ে যাচ্ছে প্রথম বিশ্ব। আফ্রিকার দেশ গুলো এবং ল্যাটিন অ্যামেরিকান দেশগুলো, বলিভিয়া বিশেষ করে খুবই চাপ দিচ্ছে এই ব্যপারে যে খরচ প্রথম বিশ্বকে, G-8 দেশগুলোকে দিতে হবে। কোপেনহগেনের আগে বার্সিলোনার মিট-এ আফ্রিকার দেশগুলো এন-মাস ওয়াক-আউট দিয়েছিল। ওদের বক্তব্য সিরিয়াস লেভেলে এমিশন কমাতে হবে। গ্রীন ফ্রেন্ডলি হতে গেলে যা যা করতে হয়, তার খরচ প্রথম বিশ্বকেই দিতে হবে। এই গল্পটা এড়াতে এখন নানারকমের থিওরি বাজারে আসবে (ফক্স-নিউজ, হাফিংটন পোস্ট, ক্লাইমেটগেট ইত্যাদির সৌজন্যে), যার মধ্যে একটা এই কোপেনহেগেনের ঠিক আগে এইসব মেল হোক্স বা মেল ফাঁস হ্যানত্যান। অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন হল একটি ঢপ এটাই এখন প্রথম বিশ্বের বিশেষ করে অ্যামেরিকার হাতিয়ার। আরো আসবে এরকম।

  • dri | 117.194.232.212 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:৪৪425774
  • আরো একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার।

    জাস্ট পৃথিবী গরম হয়ে যাচ্ছে ইজ নট এনাফ। প্রমাণ করতে হবে এই গরম হওয়ার কারণ হিউম্যান ইন্টারভেনশান। অর্থাৎ ফসিল ফুয়েল পোড়ানো।

    তেল আবিষ্কার করার আগেও পৃথিবীর টেম্পারেচার কমেছে এবং বেড়েছে। আইস এজ এসেছে এবং সাবসিকোয়েন্টলি বরফ গলে গেছে।
  • aka | 168.26.215.13 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:৪৫425775
  • আরে তাই তো জিগ্যেস করছি। এই কনক্লুশনের বেসিস টা কি? বোঝার চেষ্টা করছি। ঐ অতশত ইন্টারনেট পেজ পড়তে পারি না। ইন্টারনেটে একটি বাম থাকলে তার করসপন্ডিং অ্যাট লিস্ট একটা ডান আছে। এ এক বিড়ম্বনা। কোনটা বিশ্বাস করব আর কোনটা করব না বুঝি না। বুইয়ে বলেন না কেউ।
  • dri | 117.194.232.212 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:৪৮425776
  • :-), কার্বন ক্রেডিট। এইটা আরেকটা হোক্স।

    ধনী দেশ টাকা দেবে, আর গরীব দেশ টাকা পাবে।

    গরীব দেশ টাকা পাবে। নট অ্যাজ আ গিফ্‌ট। অ্যাজ আ লোন। ঋণটা কাকে ফেরত দেবে?
  • a x | 143.111.22.23 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:৫০425778
  • ভালো করে বোঝাতে হলে বড় করে লিখতে হয়, কার অত এন্থু? ;-) তাই লিংক। আর এক্কেবারে ছোট করে খুদেদের জন্য বলতে গেলে, ফসিল ফুয়েল পোড়ানোর ফলে গ্রীনহাউস গ্যাস তৈরি হয়, যার মধ্যে কার্বন-ডাই-অক্সাইড একটি। এই গ্যাস পরিবেশে জমতে থাকলে তা হিট ট্র্যাপ করে, বাইরে মানে আউটার স্পেসে বেরোতে দেয় না।
  • dri | 117.194.232.212 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:৫০425777
  • অল্প দু চার লাইনে তো এটা বুঝিয়ে বলা যাবে না। বড় এসে লিখতে হবে। এখন ওসব হবে না।
  • dri | 117.194.232.212 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:৫৫425781
  • বাতাসে অন অ্যান অ্যাভারেজ কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজ বেড়েছে এরকম কোন স্টাডি আছে?

    ওশেনের একটা প্রপার্টি আছে, সি ওটু অ্যাবসর্ব করার।

    তো তাই এই অতি চমৎকার কনক্লুশানের খুব রিগোরাস সাপোর্টিং ডেটা থাকা খুবই জরুরি।
  • a x | 143.111.22.23 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:৫৫425780
  • আরেকটা কথা। বিশ্ব-উষ্ণায়ন মানে খালি পরিবেশের তাপমাত্রা বাড়া না। ওভার-অল কিছু ক্লাইমেট চেঞ্জ। এর মধ্যে আছে উপকূলে বন্যা বেড়ে যাওয়া, সিজন বা ঋতুর প্যাটার্ণ বদল, মানে এক ঋতু বেশিদিন ধরে চলছে আগের চেয়ে, এরকম কিছু ওয়েদার চেঞ্জ।
  • a x | 143.111.22.23 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:৫৬425782
  • অনেক বেশি ঘন-ঘন বড় ধরণের ঝড় হওয়া। এমনকি প্রাণী বিলুপ্তির যে হার নেচারালি দেখা যায়, তাও বেড়ে যায়।
  • a x | 143.111.22.23 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:৫৭425784
  • বাতাসে CO2 প্রায় ২৫% কি তার বেশি বেড়েছে বলে জানি।এক্স্যাক্ট স্টাডি খুঁজতে হবে।
  • dri | 117.194.232.212 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:৫৭425783
  • হ্যা, ওয়েদার প্যাটার্নের খুব বড় বড় চেঞ্জ তেল আবিষ্কারের অনেক আগে থেকেই হচ্ছে, এবং হবে।
  • dri | 117.194.232.212 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২১:৫৮425785
  • প্রাণী বিলুপ্তিও টোয়েন্টিয়েথ সেঞ্চুরীর আগে বহুই হয়েছে।
  • dri | 117.194.232.212 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২২:০০425786
  • রাইট। এবার ঐ স্টাডিগুলো কে করেছে, তাদের কে ফান্ড করেছে, তাদের কে অপোজ করেছে, তাদের কে ফান্ড করেছে সেগুলো জানাও খুব জরুরি।

    হুট বলতেই তো আর উষ্ণায়ন হয় না।
  • a x | 143.111.22.23 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২২:০১425787
  • হবেনা কেন। এগুলো তো ন্যাচারাল প্রসেস। আমি তো "হার" অর্থাৎ "রেট" কথাটা ব্যবহার করেছি।
  • dri | 117.194.232.212 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২২:১৮425788
  • আমিও রেটের কথাই বলছি। এই ধরণের জিনিষে ৫০ কি ১০০ বছরের ডেটা দেখে কোন কনক্লুশানে পৌঁছানো যায় না। কারাণ ওয়েদার সাইক্‌ল অনেক বড় সাইক্‌ল। এত বছরের মিনিংফুল ডেটা নেই।

    এবং যেটুকু ডেটা আছে তাতেই গুপির খবর পাওয়া যাচ্ছে।
  • Ishan | 12.163.39.254 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২৩:০৬425789
  • গত একশ বছরে পৃহিবীর গড় তাপমাত্রা .২ না .৩ কতো ডিগ্রি সেন্টিগ্রেড একটা বেড়েছে। তার মধ্যে বিগত পঞ্চাশ বছরে যা বেড়েছে তা হল তার আগের পঞ্চাশ বছরের ডবল।

    এইটুকু ফ্যাক্ট। মেপেজুকে বলা। তাপ্পরে আজ্জানিনা।
  • aka | 168.26.215.13 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২৩:১৪425791
  • ইয়েস ইয়েস, আমি ঐ ঝড় বেড়ে যাওয়া, বন্যা বেড়ে যাওয়া এই ট্রেন্ডের কথাই বুঝতে চেয়েছিলাম। কি করে বোঝা গেল যে এটা পার্সিটেন্ট ট্রেন্ড? কতদিনের ডেটা দেখে? কি করে বোঝা গেল এ 'মাদার নেচারের' খামখেয়াল? না গ্রীন হাউস এফেক্ট? নাকি সবটাই রাজনীতির খেলা? সেদিন একটা টার্ম শুনলুম, সাইন্টিফিক ফ্যাসিজম। দ্রিই একদিন বলেছিলেন যে আজকের যুগে বৈজ্ঞানিকদের সামাজিক অবস্থান মধ্যযুগের প্রিস্টদের মতন, যে যা মনে হয় বলে যায়। তার ওপর আবার এই ইন্টারনেট।

    ঈশান, আরে সেদিনই দেখলাম ৫০-৭০ দশকে বেশ কিছু বিজ্ঞানি দাবী করছিলেন যে আসলে গ্লোবাল কুলিং হচ্ছে। কারণ ঐসময়ে তাপমাত্র নাকি কিছু কমেছিল। আবার ৭০ এর পরে বাড়তে শুরু করে। ব্যাস, সবাই এখন গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং করে চেঁচাচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে পলিটিকাল গেম। তবে এই করে কলকাতা আর তার আশেপাশের পলুশন খানিক কমলে মন্দ না।
  • M | 59.93.218.207 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২৩:১৮425792
  • কিন্তু আমার যতটা মনে আছে, এমনকি আমার ছেলের কচি বেলাতেও এই সময়, মানে ডিসেম্বরের মাঝে বেশ কাঁপুনি লাগতো, আর আজ ও আমরা ফ্যান চালিয়ে গায়ে ঢাকা দিচ্ছি, কাজেই.....
    আর পর্বত শৃঙ্গ থেকে যে বরফের স্তর ক্রমে উধাও হচ্ছে, সেটাও কি বানানো?
  • a x | 143.111.22.23 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২৩:২৪425793
  • ধ্যার এসব নিয়ে কেউ সিরিয়াসলি তর্ক করেনা। ঐ কিছু সাইট আর লবি ছাড়া। আমি যদি এখন বলি প্রমাণ কর রিলেটিভিটি বলে কিছু আছে, পেপার দেখাও, অঙ্কটা আমাকে বোঝাও।

    এগুলো কি এই ভাবে হয় নাকি? কম্পুটার মডেলিং হয় না? সিমুলেশনে তো অনেক প্রোজেকশন হয়! আর হ্যাঁ, বাড়ে কমে। অসিলেশন হ্যাপেনস! ক্লাইমেট সায়েন্সে অসিলেশন একটা অ্যাক্সেপ্টেড ঘটনা।
  • a x | 143.111.22.23 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২৩:২৬425794
  • কেন কলকাতা আর তার আসে পাশে পল্যুশন কমানো দরকার কেন?
    অসুখ করে? অ্যাজমা? নিশ্বাস নিতে কষ্ট হয়? তুমি একটা লিংক দাও, আমিও একটা দেব টু কাউন্টার। কাজেই সব ভুয়ো।

    যত্তসব।
  • nv | 64.140.94.70 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৩১425795
  • আম্রিগা-র ডানপন্থি-রা বিশেষত: কনজারভেটিভ রেডিও টক শো হোস্ট-রা 'উষ্ণায়ন'-র নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে আর 'ইউ স্মাক, মোরোন' বলে গালি দিতে থাকে। ওদের যুক্তি হল - তাহলে আইস এজে বরফ গলে কি করে? এটাকে কি ভাবে কাউন্টার করা যায়? কেউ কি বলতে পারবেন?
  • dri | 117.194.232.212 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৭425797
  • ঈশেন, অতয়েব বুঝতেই পারছো, পৃথিবীর ইতিহাসে গড় তাপমাত্রা ০.৩ এর বেশী এর আগেও সুয়িং করেছে। এমন অনেক পঞ্চাশ বছরই পাওয়া যাবে যার আগের পঞ্চাশ বছরে ডাব্‌ল বেড়েছে।

    মোরওভার, এক্স্যাক্টলি এই ডেটা নিয়ে ইভেন আই পি সি সি র কিছু বিজ্ঞানী ডিফেক্ট করে এর বিরুদ্ধে বলার চেষ্টা করেন। তাদের চুপ করিয়ে দেওয়া হয়। রিসেন্ট স্ক্যান্ডালে বৃটেনের একটি ক্লাইমেট রিসার্চ ইনস্টিচিউটের (যাদের দেওয়া ক্লাইমেট ডেটাকে মোটামুটি কোট করা হয়) মধ্যে পার্সোনাল ইমেল হ্যাক করে পাবলিক করে দেওয়া হয়। সেই হ্যাক্‌ড ইমেল (একদম র ইমেল) কিছুদিন পাবলিক ডোমেনে ছিল। তারপর সেটা সরিয়ে নেওয়া হয় (প্রাইভেসির কারণে)। সেই ইমেলে ছিল কিকরে ডেটা ফাজিং করে ওয়ার্মিং এস্ট্যাব্লিশ করা যায়, কোন কোন ডেটা সাপ্রেস করা উচিৎ, কোন কোন সায়েন্টিস্ট এইসবের এগেনস্টে বেশী বকবক করতে পারে ইত্যাদি কনভার্সেশান।

    আরেকটা আসপেক্ট হল, পরিষ্কার করে বোঝা যে গ্লোবাল ওয়ার্মিং এস্ট্যাব্লিশ করলে কাদের লাভ, কি লাভ। সেটা তো অল্প কথায় হবে না। খুঁজে বার করার চেষ্টা কর।
  • a x | 143.111.22.23 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৭425796
  • আর্য, ইন্টার্নেটে একটা বাম থাকলে, তার করেস্পন্ডিং ১০০টা ডান আছে। ওয়ান ইস টু ওয়ান না।
  • dri | 117.194.232.212 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৪১425798
  • কোলকাতার পলিউশান আর গ্লোবাল ওয়ার্মিং এক জিনিষ না। আম্রিকায় গ্রীনহাউস গ্যাস ইন্ডিয়ার চেয়ে অনেক বেশী বেরোয়। কিন্তু ইন্ডিয়ায় পলিউশান অনেক বেশী।

    আসলে এই গ্রীন মুভমেন্টটা নানারকম ইস্যুকে এক বাক্সে ঢুকিয়ে এত ঘেঁটে দেওয়া আছে, এটাও কনফিউশানের একটা বড় কারণ।
  • aka | 168.26.215.13 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৫425799
  • কলকাতায় আবার ডেটা লাগবে কেন? ও তো ঘুরলেই বোঝা যায়। খুব কষ্ট হয়। এই করে ওখানে পলিউশন কমলে সবারই মঙ্গল।

    অক্ষ, রিলেটিভিটি নিয়ে আইনস্টাইনের মাপের বিজ্ঞানীরাই তক্কো করে থাকেন। কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তো তক্কো হবেই, আমাদের রোজকার জীবনের সাথে জড়িয়ে আছে। সবই ঠিক আছে কিন্তু এই জুজু দেখানোটা মানা যায় না। কারণ ছাড়া প্যানিক ক্রিয়েট করে ধান্দাবাজ লোকজন। কিন্তু তারও আগে বোঝা দরকার সত্যি কোন কারণ আছে কিনা।

    আর সায়িন্টিফিক ফ্যাসিজম এনপিআরের কয়েন করা টার্ম কনজারভেটিভ রেডিওর না। ;)
  • a x | 143.111.22.23 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৯425800
  • প্যানিক ক্রিয়েট করা হচ্ছে এই কথাটা কারা বলছে? গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আজ কথা হচ্ছে না। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং নিয়ে হৈচৈ আজ হচ্ছে। সেটা যারা গ্লোবাল ওয়ার্মিংএ বিশ্বাস করে তারা করছেনা, উল্টোটা। কেন? গ্লোবাল ওয়ার্মিং এরকম পাব্লিসিটি কেন পাচ্ছে? আগে কেন পেত না?
  • dri | 117.194.232.212 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৫১425802
  • হ্যা। এইটা খুব ক্রিশিয়াল প্রশ্ন। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আগে তো এত পাবলিসিটি ছিল না। বিরোধীদের চিৎকারও এত শ্রিল ছিল না। এখন বাড়ছে। কেন?

    এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে অনেক রহস্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন