এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - ২

    pharida
    অন্যান্য | ২১ নভেম্বর ২০০৯ | ৩০৭৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kahiptaashaa | 203.99.212.54 | ২৮ মে ২০১০ ১৭:৪৭428838
  • আরএকটু সময় পেলেই, তিব্বত যাওয়া যেত রাণাঘাট হয়ে।
    আর একটু সময় শুধু, ধুলোমাখা পায়ে ফেরা যেত ঘরে
    লোডশেডিঙের আগে পড়ার টেবিলে, বসা যেত, আর
    লেখা যেত ৬নং প্রশ্নের পুরোটা উত্তর ভালোভাবে।
    আর একটু সময় পেলেই, ছোঁয়া যেত সব পরমাদ,
    তুলে রাখা যেত নীড়ে, পড়ে যাওয়া পাখিদের শিশু;
    আরেকটু সময় শুধু পাওয়া গেলে, বালুঘড়ি উল্টিয়ে দেখা যেত
    ঝড়ের তাড়স কৈশোরে- আর মরে গেল যারা, লেভেলক্রসিঙে
    শুধুশুধু, আরেকটু সময় পেলে, জানা যেত কি ছিল এমন বিষাদ।
    আর একটু সময় শুধু, পাওয়া যেত যদি, সকলেই জেনে যেত
    বৃথা হয়রানি, বৃথা খুনোখুনি, এইসব; কবিদের মানস প্রতিমা;
    আর জীবনের সুখ, আঁতিপাতি- জেনে যেত শীতল প্রদেশ শুধু
    এতটুকু সোজা পথ, রাণাঘাট হয়ে।
  • kahiptaashaa | 117.194.227.25 | ২৮ মে ২০১০ ২৩:০০428839
  • তুমুল সার্কাস, দড়ি বেয়ে ভীষন হতাশে হাত ছেড়ে দিলে ট্রাপিজের মেয়ে
    হাত ছেড়ে দিলে, আমাদের সুচারু কামিজ ভেজে রক্তে, ঘিলুতে ও: শিট।
    কেহ চায় পয়সা ফিরৎ আর কেউ বসে, ক্লাউনের খেলা আছে বাকি।
    এসবইতো ওষুধ, অজীর্ন বায়ু দোষ কাটে এতে, এইসব সনসনি তেজ
    ভীষন হতাশে হাত ছেড়ে দিলে- দাগ ধুয়ে যায় ইষৎ মুদ্রা ব্যয় করে
    চোখের পলকে।
  • Tim | 71.62.121.158 | ২৯ মে ২০১০ ০২:৩৪428840
  • শুধুই কামিজ নয়, হিসেবের খাতা
    রক্তের দাগ লেগে লালচে, ঘিলুতে;
    ফিকেরং, মরচের দাগ, লতাপাতা,
    ট্রাপিজের মেয়ে তাকে চেয়েছিলো ছুঁতে।

    রাণাঘাট, তিব্বত, চাঁদমারি যথা
    ভিনদেশে ধুলো মেখে, শয়নে-স্বপনে
    নিশ্চুপে চেয়ে থাকা, তুলে রাখা কথা
    আবছায়া নেমে এলে, বিষন্নমনে।
  • tuli | 131.95.30.135 | ২৯ মে ২০১০ ০৮:৫৩428841
  • রাতের গল্পগুলো আলোতে অল্প হলো,
    স্বল্প সঞ্চয়ে ধরেছে ঘুণ-
    এবারে জল্পনা, সেও তো অল্প না
    কল্পতরু জুড়ে কী গুণগুণ!

    না বুঝে পথে নামা ফাগুণ তালকানা,
    রণে ও বনে লাগে লাল আগুন-
    কোথায় ঘর ছিলো কোথায় ছিলো পর
    কোথায় পান ছিলো কোথায় চুন!

    নিপথ জঙ্গলে অফলা দিন চলে
    কখনো জল ঝরে কখনো খুন,
    পাথরডাঙা জুড়ে লোহার ছিটেবেড়া
    সাঁঝের করবী তবু ভরেছে তূণ!

  • Anamika | 115.117.234.58 | ২৯ মে ২০১০ ১৯:৩৩428842
  • ছি: ... মৃতভোজী বিদ্বজন ... ছি: ...

    প্রত্যেকদিন খুন করে যায় "জনগনের আদালত"
    “মরছে সিপিএম-এর দালাল”, তোদের মুখে বাঁধা গত!

    রেলকামরা তুবড়ে গিয়ে মরল যখন দুইশ’ জন,
    রাজনৈতিক প্রচার করতে, প্রেসক্লাবে যাস তুই স্বজন!
    মাসান্তে পাস কাঁড়ি মাইনে, বিপদ এলে গুটোস লেজ ...
    বুক ফাটানো কান্না শুনিস? না না ... তোরা তো হেরিটেজ!

    পাড়ায় পাড়ায় খুঁজছে সবাই, ঐ খুনিদের বন্ধু কে?
    কারা যোগায় সংস্কৃতিময় বারুদ ওদের বন্দুকে?
    শশধরের সাথে মিটিং ... ব্যাপারটা খুব রোমান্টিক ...
    সুশীলরা যে আদৌ মানুষ, এইবারে তার প্রমান দিক!

    ক্ষমতালোভী শিলাদিদিকে এবার তোরা বোঝা না ...
    বাঘের পিঠে চড়া সহজ। কিন্তু নামা? সোজা না!

  • kahiptaashaa | 117.194.228.199 | ২৯ মে ২০১০ ২২:৪৭428843
  • রক্ত মাখা পরিজন, টুকরো টাকরা ছিন্ন দেহ ধড়
    রক্ত ছোঁড়াছুড়ি করে খেলা করে আমাদের যূথপতি ভড়
    ক্রীড়নক অবহেলে, ডুমো মাছি, তেলের পিদিম, দখিনা সমীর,
    বনতল ঢেকে যায়, কাব্যে, খেউড়ে, হতশ্বাসে- পরম সুযোগ
  • kahiptaashaa | 117.194.228.199 | ২৯ মে ২০১০ ২২:৫৩428844
  • আমার ছোটবেলার বন্ধু, একসাথে বসতাম স্কুলে, একসঙ্গে প্রাইভেট টিউশন, প্রথম অনেককিছু। কলকাতা থেকে বিলাসপুর ফিরছিল ঐ জ্ঞানেশ্বরীতে। ওর মা বাবা আর আমাদের আরেক বন্ধু ওর শরীরের টুকরো গুলো নিয়ে ফিরছে।
    তো, বিবমিষা হয়, প্রাণের দামে রাজনৈতিক বিশ্বাস ও আনুগত্যের জাস্টিফিকেশন খোঁজার উল্লসিত প্রতিযোগিতা গুলো দেখলে। অবশ্য আমিও কাব্য করছি ওর প্রাণের দামে।
  • ranjan roy | 122.168.222.176 | ৩০ মে ২০১০ ১৯:৫৩428845
  • জনৈক এর পোস্ট পড়ে:
    এক, অন্ত্যমিল না থাকলেও চমৎকার ছন্দ হতে পারে।
    দুই, "" ওরা কাজ করে''-- আমার মনে হয় মাত্রাবৃত্ত। সোমনাথ বোর হয়ে গেছে এইসব পোলাপাইন্যামি দেইখ্যা।
    আমি আন্দাজে ঢিল ছুঁড়েছি। স্যান বা ফুটকি বলে দিন।
  • ranjan roy | 122.168.222.176 | ৩০ মে ২০১০ ২০:২০428847
  • বাতাসে গরম হল্কা, কথাবার্তা, গন্‌গনে আঁচ,
    ওরে মেয়ে ভাল করে বাঁচ।
    আমাকে খুঁজিস কেন,
    আমি আছি আধশোয়া একজোড়া শক্‌ আপের ফাঁকে,
    হাতে লেগে ঘাসমাটি, জোনাকির ঝিকিমিকি,
    কারা যেন ডাকে।
    আমি যে ঘুমোতে চাই,বড় ক্লান্ত নিয়ে আয় একটি চাদর,
    তোর কাছে রেখে যাচ্ছি কিছু স্বপ্ন অভিমান,
    অনেক আদর।
    জানি আমি ভুলে যাবি ছিল এক জরদ্‌গব বাপ,
    তবু যদি মনে পড়ে
    একটুখানি করে দিস্‌ মাপ।
    আমরা তোদের মাঠে মিছিমিছি জড়োকরি অনেক জঞ্জাল,
    ভুলে যাই রক্তধারা চেনে নাতো
    সবুজ, হলুদ কিংবা লাল!
  • san | 115.117.255.84 | ৩০ মে ২০১০ ২৩:২৭428848
  • রঞ্জনদা, আমার তো অক্ষরবৃত্ত মনে হল :-(

    সব লাইনেই তো অক্ষরসংখ্যা আর মাত্রাসংখ্যা সমান হয়ে যাচ্ছে।

    ও/রা/কা/জ/ক/রে (৪+২)
    ন/গ/রে/প্রান্‌/ত/রে (৪+২)

    এইখানে দেখুন -

    রক/ত/মা/খা/অস/ত্র/হা/তে/য/ত/রক/ত/আঁ/খি
    শি/শু/পাঠ/য়/কা/হি/নী/তে/থা/কে/মু/খ/ঢা/কি

    টিপিকাল চোদ্দ মাত্রার অক্ষরবৃত্ত। নয়?

    বা শ/ত/শ/ত/সাম/রাজ/জে/র/ভগ/ন/শে/ষ/প/রে

    এও তো চোদ্দ মাত্রার অক্ষরবৃত্ত।
  • san | 115.117.255.84 | ৩০ মে ২০১০ ২৩:৩৬428849
  • এই যে পুরোটা -

    http://www.rabindra-rachanabali.nltr.org/node/13660

    পুরোটাই দেখুন ৪+২ বা ৪+৪+২ বা ৪+৪+৪+২ বা সিমিলার প্যাটার্নে ভাঙা যায় , আর প্রত্যেকবারই অক্ষর আর মাত্রার সংখ্যা সমান হয়ে যাচ্ছে। সেই অক্ষরবৃত্তের চলন।
  • ranjan roy | 122.168.222.176 | ৩১ মে ২০১০ ০৪:১৪428850
  • থ্যাংকু, স্যান, থ্যাংকু!
    এবার আর ভুল হবে না। ওই অসমান পংক্তি আর শেষের ২ নিয়ে একটু কনফ্যু ছিল। এই জন্যেই মানে বইয়ের দরকার হয়। নীরেনবাবুর বই পড়ে আগে যেটা বুঝিনি--- সেদিন সোমনাথের নোট পড়ে স্বরবৃত্ত স্পষ্ট হল। এবার তোমার লেখায় অক্ষরবৃত্ত। আর এ দুটোর বাইরে যেটা সেটা মাত্রাবৃত্ত হবে।:)))))))
  • Somnath | 85.154.255.42 | ৩১ মে ২০১০ ০৮:৫৭428851
  • এখানে শুধুই কবিতা থাক
    গ্রামার অন্যখানে।
  • Anamika | 115.117.216.92 | ৩১ মে ২০১০ ১৮:৫৫428852
  • আমি বুদ্ধিজীবি ...

    সভ্যতার শুরু থেকে আমি আছি ... আমি বুদ্ধিজীবি।
    শিখিনি হাতের কাজ। মেধা আছে, মিডিয়া পৃথিবী
    "বিদ্বজন" বলে ডাকে! তালি দেয়, "সাবাস! সাবাস!"
    বুদ্ধিহীন "জনগণ", তোরা ঘাম ... তোরা ক্রীতদাস।
    তোদের দু:খে রাতে ঘুমৈনা ... দিনে সোমরস!
    ন্যাকামির পরীক্ষায় আমি ফার্ষ্ট, আমি দশে দশ।

    আমি ছবি ... কথা ... গান, আমি মঞ্চ ... আমি হেরিটেজ!
    ক্ষমতার এঁটো কাঁটা সবই খাই ... ভেজ ননভেজ।

    আমি ব্রাত্য, আমি শাঁওলি, আমি জয় , কৌশিক, সমীর।
    ট্যাক্স ফাঁকি দেওয়া শুভা, আমি ঝানু দালাল জমির!
    "মা"কে বিক্রি করতে পারি। আকাশের বৃষ্টি পশলাকে ...
    তাও বেচে দিতে পারি কমবেশি পাঁচ ... দশ লাখে!
    মানুষ মরলে আমি "মানবতা"ধ্বজাধারী ... চুপ!
    রক্তমাখা ভদ্রখুনি, সন্ত্রাসের দিই নাট্যরূপ।

    রাজার হুকুমে চলি! তাই আমি সেরা সভাসদ।
    আমি গাধা ... সুরে সাধা! আমি জানি, আমি অতি বদ!

    (বিদ্রোহি কবিতার ছন্দে পড়তে হবে)
  • a x | 99.188.83.127 | ৩১ মে ২০১০ ২০:৪৯428853
  • তাইলে এই টইটারও পিআইডব্লুবিকরণ ঘটল।
  • vikram | 193.120.76.238 | ৩১ মে ২০১০ ২১:০৫428854
  • আম্মো রবিদাদুর কবিতা লিখবো:

    তৃষিত গর্দভ গেল সরোবর তীরে
    ছি ছি কালো জল বলে চলি এলো ফিরে
    কবি কহে জল কালো জানে সব গাধা
    যে জন অধিক জানে বলে জল সাদা
  • Anamika | 219.64.147.168 | ০১ জুন ২০১০ ১০:৪৯428855
  • সংশোধিত ...
    সভ্যতার শুরু থেকে আমি আছি ... আমি বুদ্ধিজীবি।
    শিখিনি হাতের কাজ। মেধা আছে, মিডিয়া পৃথিবী
    কুপোকাত হয় তাতে, তালি দেয়, "সাবাস! সাবাস!"
    বুদ্ধিহীন "জনগণ", তোরা ঘাম ... তোরা ক্রীতদাস।
    তোদের দু:খে রাতে ঘুমৈনা ... দিনে সোমরস!
    ন্যাকামির পরীক্ষায় আমি ফার্ষ্ট, আমি দশে দশ।

    আমি ছবি ... কথা ... গান, আমি মঞ্চ ... আমি হেরিটেজ!
    ক্ষমতার এঁটো কাঁটা সবই খাই ... ভেজ ননভেজ।
    "মা"কে বিক্রি করতে পারি। আকাশের বৃষ্টি পশলাকে ...
    তাও বেচে দিতে পারি কমবেশি পাঁচ ... দশ লাখে!
    মানুষ মরলে আমি "মানবতা"ধ্বজাধারী ... চুপ!
    রক্তমাখা ভদ্রখুনি, সন্ত্রাসের দিই নাট্যরূপ।

    রাজার হুকুমে চলি! তাই আমি সেরা সভাসদ।
    আমি গাধা ... সুরে সাধা! আমি জানি, আমি অতি বদ!

  • san | 203.91.201.56 | ০১ জুন ২০১০ ১০:৫৭428856
  • এই সিপিএম-তৃণমূল-কবিতাসমগ্র এই টইয়ে দেখতে আমার ব্যক্তিগতভাবে আদৌ ভাল লাগেনা। টইটার মেজাজের সঙ্গে একদম খাপ খায়না বলে মনে হয়। গুরুচন্ডালির পাঠক হিসেবে এদের জন্য অন্য একটা টই খোলার প্রস্তাব দিলাম। আশা করা যায় কেউ কিছু মনে করবেন না।
  • Samik | 122.162.75.95 | ০১ জুন ২০১০ ১১:১৮428858
  • অনামিকা,

    একেবারে জমছে না। অতি ধুর হচ্ছে।
  • pinaki | 67.210.179.5 | ০১ জুন ২০১০ ১১:২৯428859
  • আমার তো অনামিকার লেটেস্টটা পড়ে শান্তিগোপাল অভিনীত ''শান্তি, তুমি কোথায়'' যাত্রাপালার অ্যাড মনে পড়ল। স্মৃতি থেকে লিখছি। সেটা এইরকম ছিল -

    কত সংসার কুরুক্ষেত্র
    উত্তরা কেঁদে যায়;
    অভিমন্যুর শেষ জিজ্ঞাসা
    শান্তি, তুমি কোথায়?

    ('কোথায়' টা ইকো হতে থাকবে)

    আবেগের দিক থেকে কাছাকাছি গেছে। বল্লে হবে না। মাকে বেচে দেওয়া - ইত্যাদি। শুধু ইকোটা কোথায় হবে সেই নিয়ে আমি একটু কনফিউজড।
  • san | 203.91.201.56 | ০১ জুন ২০১০ ১১:৫১428860
  • শুধু মা'কে বেচাই দেখলেন, বিষ্টির পশলা বেচার মত ইনোভেটিভ বিজিনেস প্ল্যান চোখেই পড়লনা !

    এইজন্যেই বাঙালির শুধু আবেগ হয়। ব্যবসা হয়না। ইত্যাদি।
  • Kartuj | 125.20.3.146 | ০১ জুন ২০১০ ১২:০৩428861
  • আজকাল বিষ্টি যা দুর্লভ, দুর্মূল্য এবং বিরল, এটাই উপযুক্ত সময় বিষ্টির পশলা বেচার। দারুণ প্রফিট হবে, কোনো সন্দেহ নেই।
  • beeren | 59.93.210.23 | ০৪ জুন ২০১০ ১১:১৪428862
  • পুর-ভোটের ফলাফলের পরে পার্টি সংগঠনকে চাঙ্গা করতে Anamika-র নতুন কবিতা চাই। আলাপনের জন্য।
  • nunhipaad | 70.177.57.60 | ০৪ জুন ২০১০ ১২:০৫428863
  • বরষ পুরিত জাএ বারিষ ন পড়এ এ ভুএ।
    গাও হরিত খেত চরএ ত দুগধ ন দুএ।অ।
    ছুএও মারীত রুহ মনিষে মরত জাএ ঘাট।
    ধানএ ন মিল খেত বসন ন মিলত পাট।অ।
    দসুএ পোসল রাজ বাজ জন ইন্দ্র বজাএ।
    মাথাত চালত নহি মেঝেত এ শর গজাএ।অ।
    জলত চলএ বধু ভইও সো ভয়হিন মচ্ছ।
    ধীবর ন ধরি তুহ সাগর সমিহ বাধ গচ্ছ।অ।
    ভূসাই ভখিল ধরা সাই খিল মাইআর ঝিরে।
    নুহ্নি ভনএ সূন মচ্ছিরা খাইও কুম্ভিরে।অ।

  • Kartuj | 59.93.212.183 | ০৪ জুন ২০১০ ২১:১১428864
  • তাতিন ভায়া, মাইরি খ্যামতা আছে।
  • pharida | 203.101.108.73 | ০৫ জুন ২০১০ ০৯:৪৭428865
  • যে সুগন্ধি চিন্তা তোমার জন্য অসীম ভাসানকালে
    পাক খেতে থাক ঘূর্ণিতে সে ভাঙছিল পাড় আপনমনে
    নিয়ে আমায় যাবে কোথাও? চিন্তা তোমার অগোছালো
    না বা থেকো, সঙ্গে রেখো,হেই সামালো, হেই সামাল হো।
  • pharida | 203.101.108.73 | ০৫ জুন ২০১০ ১০:০১428866
  • খুঁজছি তোমায় যখন সন্ধে, সকাল থেকেই ঝড়বৃষ্টি
    আনাচকানাচ আন্দোলিত, সেই অশান্তি ভাসতে দেখা
    খড়কাঠামো আমার বুঝি রং ধুয়ে সেই ফেরৎ আবার
    তোমার কাছে আদুর গায়ে ঠান্ডা দাওয়ায়
    সানকি ভরে পান্তা আনো,

    তেষ্টা যেন, এইভাবেতেই ডাকবে কোনো সন্ধা এলে।
  • pharida | 203.101.108.73 | ০৫ জুন ২০১০ ১০:২২428867
  • ঝড়বৃষ্টি থামল যখন ঝকঝকে রোদ
    আড়ালটুকু উড়ে গেলে ঘর ভাঙলে ঘরের সবাই
    ফিরে গেছে বোধ হয় অন্য ন্যাংটাপুটো বাচ্চা যেমন
    বল যেদিকে যায় গড়িয়ে সেই সমস্ত জীবনযাপন।

    এতো বেশি স্পষ্টতাকে অলীক লাগে
    সাফসুতরো সাজপোষাকে ফিরে আসা আলো যখন
    দেয় দেখিয়ে সমস্তকে

    হঠাৎ তখন একলা লাগে, সবকিছুতেই শূণ্য লাগে।

  • Tim | 71.62.121.158 | ০৫ জুন ২০১০ ১১:৫৯428869
  • তেষ্টা যেন ছন্নছাড়া, বেভুল বালাই
    অন্যখাতে বইতে থাকা নদীর মত
    জলের আভাস, শীর্ণকায়া, পাথরকুচি-
    আধপোড়া কাঠ, গলার কাছে তীব্র ক্ষত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন