এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - ২

    pharida
    অন্যান্য | ২১ নভেম্বর ২০০৯ | ৩০৭৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Moidul | 117.194.192.61 | ১৯ জুলাই ২০১০ ২২:৩৪428904
  • নিখিল ,ঘ্যামা হচ্ছে মাইরি। প্যারিসে থেকেও যে তোমার কাব্যপ্রতিভা যায় নি , তা দেখে আমি পুলকিত ! আমি তো ঢাকায় বসে বসে বোর হচ্ছি। শুনছি নাকি কদিন পর এখানে বাংলায় লেখালিখি করলে ক্যালাবে।
  • Dsuja | 122.172.51.149 | ২০ জুলাই ২০১০ ০০:২৬428905
  • নিখিলেশ, তুমি কবিতা লেখার অভ্যাস বজায় রেখেছ দেখে খুশি হলাম। আমি ভালো নেই, কবরের নিচে বড্ড ইঁদুর।
  • Rama Roy | 64.255.180.67 | ২০ জুলাই ২০১০ ০০:২৯428906
  • সব কটা পাগল
  • Dsuja | 122.172.51.149 | ২০ জুলাই ২০১০ ০০:৪৫428907
  • নিখিলেশ, পাগলের কথায় কান না দিয়ে কবর আর ইঁদুর নিয়ে একটা কবিতা লিখবে কি? কাল মিস্টার ড্রাকুলা চা খেতে এলে ওনাকে শোনাতাম তোমার কবিতা।
  • Sujataa | 117.194.194.21 | ২০ জুলাই ২০১০ ০২:৫৬428908
  • নিখিল ডিয়ার , কতদিন পর তোমার কবিতা পড়লাম! কেমন আছো ? আমি মোটেই ভালো নেই । বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে , গাড়ীটাও গেছে মর্টগেজে। মনে আছে একবার তুমি আর মান্না ডি- ক্লাস্‌ড হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে ভাটাচ্ছিলে, কে জানতো আমার আজ এই হাল ই হবে !
  • Shuchismita | 71.201.25.54 | ২০ জুলাই ২০১০ ০৩:৫৯428909
  • নিখিলেশ, ফিডব্যাক পাওয়া গেল না মানেই এই নয় যে কেউ পড়লো না বা লেখাটা খারাপ হল। আপনার আগের পোস্টেই ফরিদা একটা অসাধারন লাইন লিখে গেলেন যেটা বারবার মনে ঘুরে ফিরে আসছে - "পাচ্ছি না, ওকে কিছুতেই পাচ্ছি না"। কিন্তু আলাদা করে ফরিদাকে কথাটা জানানো হয়ে ওঠেনি। কবিতা তো উচ্চকিত ভাবপ্রকাশের মাধ্যম নয়, এ তো নিজের মনে অনুভব করার, তাই না? সবশেষে, আপনার শেষ কবিতাটা ভালো লাগলো :-)

    আর ইয়ে... এই থ্রেডটা শুধু কবিতার জন্যই থাক না! শুধু শুধু গদ্যপ্যাচাল বাড়িয়ে কি লাভ!
  • tuli | 131.95.30.135 | ২০ জুলাই ২০১০ ০৫:৫১428910
  • মনগরীবের গদ্যপাতায় এককুচি সেই জল
    স্বপ্ননিবিড় বৃষ্টি ঢাকে চাকার কোলাহল।
    নীরব পাঠক শিরশিরিয়ে পদ্যপাতা খোলে
    মিলিয়ে গেল ধূলোর শহর নরম মায়াবোলে।
    কেমন লাগে সেই কথাটা জানাতে তার ভয়
    চোখ পাকানো পাহারাওলা পাছে নারাজ হয়!
    নীরব থেকেই যায় পালিয়ে নীলরোদ্দুর-মাঠে
    চুপকথাদের রূপ ফুটে রয় পদ্মদিঘির ঘাটে।

  • Souva | 125.18.104.1 | ২০ জুলাই ২০১০ ১৫:৫১428911
  • মোহ-১ : মুনিয়া, স্নানের পরে...
    ----------------------------------

    তোমার শরীর ঘিরে জেগে উঠছে আপাতসরল
    ঐ মেঠোপথ, আর পথের ওপরে ধ্বস্ত পাখির ডানায়
    লেগে থাকা হিম শান্তি, দু-একফোঁটা বৃষ্টির জোল

    মুনিয়া, এমন শান্তি একমাত্র তোমাকে মানায়
    যে তুমি নির্মম দাঁতে পিষে ফ্যালো আপেলের ত্বক
    যে তুমি দিনের শেষে ক্লান্ত মুখ মুছে নিচ্ছো আমার জামায়

    মূল্যবান ধাতু, সোরা, তামা ও গন্ধক
    যে তুমি চূর্ণ করো, বুনে দাও রাত্রির অবান্তর ক্ষেতে
    পঞ্চায়েতি ভেদ আর সমবেত গ্রামীণ কুহক

    তোমারই সঙ্গে আজ ডাকবাংলোর দিকে হেঁটে যেতে যেতে
    লক্ষ্য করেছি ঐ বনভূমি, টোটেমশাসিত, ভাঙা কবরের পাশে
    নত হয়ে ফুটে আছে ফুল, তাকে গূঢ় সঙ্কেতে

    জাগাও। ও ছিঁড়ে আনো। আরোগ্যবিহীন এই চায়ের গেলাশে
    নিজস্ব ছায়াগুলি প্রায়শই ভেঙে যায়, তোমার সহজ নি:শ্বাসে।

  • Souva | 125.18.104.1 | ২০ জুলাই ২০১০ ১৫:৫২428912
  • তৃতীয় লাইনে, ""বৃষ্টির জল'' হবে।
  • de | 59.163.30.4 | ২০ জুলাই ২০১০ ১৬:১২428914
  • বা:, তুলি!
  • Kartuj | 59.93.217.19 | ২০ জুলাই ২০১০ ২১:২৮428915
  • আহা, তুলির মত এত মিষ্টি করে যদি লিখতে পারতাম। তবে ছন্দ নিয়ে একটা প্রশ্ন জেগেছে মনে। ছন্দের টইতে লিখে আসি। এখানে না।
  • Rini | 117.194.236.172 | ২১ জুলাই ২০১০ ১৯:৫৭428916
  • নাটুয়া হে আর ঘর যাও
    এ বিবশ পরবাসে পরাণে বিরহ কাঁটা
    হেথা কেন তার গান গাও
    হেথা কেন জুঁই লতা এমন উথলে গো
    ফুলগুলি এলো এলো ঝরে
    মেঘের দূতালী নিয়ে আস কেন নাটুয়া হে
    রহে না রহে না মন ঘরে
    মেঘ-মনে সখা আজ দিনমান কি বেদনা
    অথির বিজুরি আসে যায়
    তোর সুর নাটুয়া হে অঝোর শ্রাবণ যেন
    খেলা ছলে নয়ন ভাসায়
    আমি তো নাটুয়া এই কাগজের নাও গড়ি
    ভাসাই কলসে ঢেউ দিয়ে
    সে নাও কি তার পারে ঠেকিবে নাটুয়া গো
    আমার লিখনগুলি নিয়ে
    তুমি বুঝি চেন তার অখিল ভুবনখানি
    আমারে সে পথ বলে দাও
    বৃথাই গেওনা তোর কৃষ্ণ কাহিনী সখা
    বিবাগী হে আনবাড়ি যাও।
  • Nikhilesh | 59.93.198.48 | ২১ জুলাই ২০১০ ২১:২৮428917
  • তোমরা কখনো দেখেছ কি তেমন ঝড়?
    যে ঝড়ে উৎপাটিত হয় আমূল জীবন
    ঠুনকো বিশ্বাসের উপাদানে গড়া
    অস্থায়ী ভিত নড়ে ওঠে অতর্কিতে,
    ঈশানের অনভিপ্রেত মেঘের আভাসমাত্র
    সুষুম্না বেয়ে নেমে আসে কখন
    ধীরসঞ্চারী সংশয়ের শীতলতা,
    উপেক্ষিত মৃদু সঙ্কেত সংহারক হয় শেষে
    কালাগ্নির ক্ষুধা রেখে যায় উচ্ছিষ্ট পর্ণভস্ম
    কোনোক্রমে টিকিয়ে রাখা টিনের ছাউনির আশ্রয়
    নিরাবরণ করে সব লজ্জা লালায়িত আকাশে,
    ছেঁড়া পাতা গিয়ে আছড়ে পড়ি অন্য মাটিতে
    প্রলয়ক্ষান্তিক নিরালম্ব দিনে শিকড় গাঁথব বলে
    যেমন প্রোথিত তোমাদের নিশ্চিন্ত মূল
    দৃষ্টিস্পর্শরহিত পাহাড়ী খাদের অতলে
    নির্ভয় গভীরে, ইতিহাস হওয়া প্রস্তরযুগে,
    সাইক্লোন এসে ফেলে যায় ব্যর্থ দীর্ঘশ্বাস
    অভিজ্ঞ ঐ মহীরুহের ভাঙন-অশিক্ষিত ডালে,-
    আমরা আবার মুকুলিত হই সান্ত্বনায়
    বিশ্বাসে দৃঢ় হবার সংকল্প মুষ্টিবদ্ধ হাতে
    আপাত নিরাপদ প্রতিকূল তরঙ্গভঙ্গে
    বেয়ে চলি শতধাদীর্ণ,দ্বিধায় ফুটো নৌকো
    উদ্বিগ্ন সতর্ক রাতে স্থায়িত্বের আশায়
    ক্ষয়িষ্ণু তেলের শেষ বিন্দু লন্ঠনে জ্বেলে,
    এক ঝড়ে ছিন্নভিন্ন অস্তিত্বের চীর ভীরু শরীরে
    চেয়ে থাকি সজ্ঞানে যৌক্তিক ভ্রমে তবু
    অলীক সূর্যোদয়ের সুদূর প্রত্যুষের দিকে
    আগামী অন্য এক অবিলম্ব ঝঞ্ঝার মৃগয়ায়
    নি:স্ব হবার অভ্রান্ত প্রতীক্ষা শুষ্ক চোখে।
  • kahiptaashaa | 203.99.212.54 | ২২ জুলাই ২০১০ ২০:১৫428918
  • অবশিষ্ট অভিযাত্রী নেমে যাবে পরের স্টপেজে
    শূলপক্ক কুক্কুটাদি কুলুঙ্গীতে রাখা
    এই ভেবে হৃষ্ট পরিবেশ, নিশ্চিন্ত চালকের স্বস্তি নিশ্বাস।
    অবশিষ্ট অভিযাত্রী রেখে যাবে দেহের বিকার
    যত্নে গড়া দেহকান্ড, ধড়, পুষ্ট কলেবর
    এই ভেবে করাল দশনে, লোল জিহ্বা মৃত্যু অবতার।

    অক্টোপাস পল, দেখো দিকি, কি লিখেছে শেষ অধ্যায়।
  • Tim | 98.230.9.113 | ২৩ জুলাই ২০১০ ০৭:৪২428919
  • আঁচড়ের দাগ নিয়ে জেগে থাকে, শঙ্কিত
    প্রশ্বাসে জেগে থাকে একক প্রহর।
    গভীর ক্ষতস্থান, কিছু ক্ষত দ্বিতীয়বিলাসী
    সম্ভাবনায় বাঁচে, আরো বেঁচে ওঠে সেই ক্ষত।

    রক্তের স্বাদ বড়ো চঞ্চল, বিশেষত
    রাতপাখি আনমনা হলে। তার গায়ে
    সাদাখাতা জুড়ে আঁকা ছবি, রক্তের
    রঙ। রঙ দেখে চেনা আস্তরণ।
  • Tim | 98.230.9.113 | ২৩ জুলাই ২০১০ ০৮:২২428920
  • কিছু গাছ, ঝিলিমিলি জল
    চেয়েটেয়ে নিয়ে আসা ছায়া সুনিবিড়
    ঝুলিতে মানবশিশু, ফল।

    বড়ো দূর, ধূ ধূ বালি ওড়ে
    তামাকের দাগ লেগে ধোঁয়াটে শরীর
    গুলি চলে প্রহরে প্রহরে।

    কর গোণে কঙ্কালসার
    বালি ছেনে সোনা তোলে, মাদুলির ঠুলি
    তোলা আছে দাসখত তার।
  • aranya | 98.221.52.119 | ২৩ জুলাই ২০১০ ০৮:৪৩428921
  • টিম, দূর্দান্ত লিখছ। দ্বিতীয়বিলাসী মানে কি?
  • Tim | 98.230.9.113 | ২৩ জুলাই ২০১০ ০৯:০৭428922
  • শব্দের মানে নেই, একা একা শব্দ অচল। কয়েকটা শব্দ পাশাপাশি বসে কিছু বোঝাচ্ছে কিনা সেটাই দেখার। :-)
  • aranya | 98.221.52.119 | ২৩ জুলাই ২০১০ ০৯:১১428925
  • ঠিক।
  • Sibu | 173.117.13.145 | ২৩ জুলাই ২০১০ ০৯:১১428923
  • এটা কি বলল তিমি? শব্দের একা একা অর্থ নেই? তবে পার্বতী-পরমেশ্বরের কি হবে? সেই যে বাগর্থমিবৌ সম্পৃক্তৌ জগতের পিতা-মাতা!!
  • aranya | 98.221.52.119 | ২৩ জুলাই ২০১০ ০৯:১২428926
  • মানে টিমের কথাটা কিছুটা ঠিক।
  • Tim | 98.230.9.113 | ২৩ জুলাই ২০১০ ০৯:১৩428927
  • আচ্ছা আচ্ছা ""সব শব্দের"" করে দিলাম। এখন ভারি ঘুম্পাচ্ছে। যাই। :-)
  • Tim | 98.230.9.113 | ২৩ জুলাই ২০১০ ০৯:১৭428928
  • শিবুদার আরো ঘনঘন লেখা উচিত কবিতার টইয়ে।
  • Souva | 125.18.104.1 | ২৩ জুলাই ২০১০ ১৫:০৮428929
  • মোহ - ২ : মুনিয়া, লেখার পরে...
    ----------------------------------

    .
    কেননা লেখার দিকে ঝুঁকে আছি আজ
    দেখি ঐ বর্ষার জলে
    অবনত কাঠের দেরাজ
    ফুলে উঠছে। বেড়ানোর ছলে
    কারুকার্যময় স্থির হাভেলির কাছে
    ভেসে যাচ্ছে মুনিয়ার উরু। আর ভাষার বদলে
    তোমার মুখের পাশ স্তব্ধতায় শাদা হয়ে আছে।

    .
    য্যানো,
    মানচিত্রহীন এই বাগানের আনাচে কানাচে
    পরিত্রাহী দ্রাক্ষাপুঞ্জ--মদ হয়ে, লালা হয়ে, ঝরেনি এখনো।

  • Shuchismita | 12.34.246.72 | ২৩ জুলাই ২০১০ ২০:৩২428930
  • উরিত্তারা! টিম কি লিখেছে!! দ্বিতীয়বিলাসী! হ্যাঁ, মানে আছে বই কি দ্বিতীয়বিলাসীর! তা'বলে আবার বোঝাতে বলবেন না যেন!!
  • Pratham Bilasi | 59.93.219.61 | ২৩ জুলাই ২০১০ ২০:৪৯428931
  • অনেকে সব জায়গায় প্রথম হতে ঠিক পছন্দ করেন না আনলাইক মি, একটু নাহয় সেকেন্ড পোজিশনই ভালো, তারে কয় দ্বিতীয়বিলাসী।
  • pharida | 122.163.95.191 | ২৩ জুলাই ২০১০ ২২:৪৪428932
  • বিপন্নতা আমায় যখন একলা ফেলে
    যাচ্ছে দেখে হাততালি দিই একলষেঁড়ে
    ফিরতি বাসে তার পিছু না করলে ধাওয়া
    মরুক গে যাক শব্দবন্ধ স্বস্তি মেখে?

    জানছি কিছু, খুঁজছি ওকেই অশান্তিকে
    ঠিক এখনই, খড়কাঠামো গড়তে গিয়ে
    ভ্যাপসা গুমোট মেঘ জমা এই শরীর ডাকে
    বিপন্নতা - আর একটি বার জনান্তিকে।
  • Tim | 98.230.9.113 | ২৪ জুলাই ২০১০ ১০:১০428933
  • জনান্তিকে হালকা পায়ে, চলতে থাকুন
    আলস্যময় হালকা পায়ে, ফিরতি ঝোঁকে
    খেয়াল রাখার সময় ফুরোক, সময় কুড়োক
    একলা চেয়ার সুযোগমতন, প্রাসঙ্গিকে।

    শুনছি শুধু, শোনার সময় ঝগড়া বারণ
    লিখছি খালি ইতির পরে, সইসাবুদে
    গ্রীষ্মাবাসে, শুকনো ঘাসে ফুলকি ছোটে
    শিকলিতোলা অজ্ঞাতবাস, জীবনধারণ।

  • kahiptaashaa | 117.194.229.3 | ২৫ জুলাই ২০১০ ০৩:০৫428934
  • জ্বোরো হাওয়া, এত রাতে কেমন অশুভ,
    জ্বর, ণত্ব ষত্ব, আয়নায় ভয় করে মুখ
    যদি অন্য কোন মুখ দেখা যায়, যদি কীট
    বসে থাকে গুঁড়ি মেরে কাঁচের পেছনে
    যদি জেনে ফেলে ছোটবেলাকার অপমান
    জেনে ফেলে যুবতীকে একা রেখে শুনশান স্টপে
    জেনে ফেলে জ্বরের অপেক্ষা করে থাকি

    জ্বোরো হাওয়া, এত রাতে ঝিরিঝিরি কাঁপে
    এত রাতে কেমন অশুভ সব, ণ্বত্ব ষত্ব,
    জ্বর, আলো ছায়া।
  • Tim | 98.230.9.113 | ২৫ জুলাই ২০১০ ০৮:৪৩428936
  • রাত তো তেমন নেই, অন্ধকারের চোখ
    জ্বলে জ্বলে, ক্ষয়ে, নিভে গেছে।
    অন্ধকার ফোটেনা এখন, আধো আধো
    আলো জমে ওঠে, নিস্তেজ আলো আর
    অনেক দূরের উৎস, উচ্ছিষ্ট খুঁটে খুঁটে
    আঁধার তাড়ায়।
    একটা শকুনও নেই, আবছা আকাশে
    ঘোরে না কোন ছায়া। ঐ মুখ, ঐ দেহ,
    ঐ আলোঠোট -- সমস্ত মরে পড়ে থাকে।
    বৃথা এই জল্পনা, অন্ধকার হলে
    যে যার কলম টেনে চলে।
    শূন্য রাত পড়ে থাকে
    নষ্ট শরীরের মত
    অন্ধ আলো তার দেহে কলঙ্ক লেপেছে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন