এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - ২

    pharida
    অন্যান্য | ২১ নভেম্বর ২০০৯ | ৩০৩৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pharida | 220.227.148.193 | ১৭ ডিসেম্বর ২০১০ ১৬:২৯429070
  • এই হাতে এই শূন্য ধরা
    ছুঁড়ছি আকাশ তাক করে
    এক আধটা আর শূন্য কিছু
    দিই বেমালুম গাপ করে।

    ওর থেকে নিই, তার থেকে নিই
    দিনদুপুরের চুপকথা
    তোমায় যখন শুনছি তখন
    বুকের মধ্যে শূন্যতা।
  • Samik | 155.136.80.174 | ১৭ ডিসেম্বর ২০১০ ১৬:৪৫429071
  • নাজুক, নাজুক। ফরিদার বোধ হয় আজ ছুটি।
  • Tim | 173.163.204.9 | ১৮ ডিসেম্বর ২০১০ ০৯:৫৮429072
  • বিতর্কে নয়, তর্ক করার
    মাত্রা ছাড়া তঞ্চকতায়
    বিনয় করে বলছো যখন
    বলছো তখন অল্প কথায়।

    যতই খেয়াল, খেরোর খাতায়
    হিসেব রাখি নখের কোনে
    ঝিমদুপুরে ছুটির দামে
    বিষন্নতার নকশা বোনে।

    তোমায় যখন শুনছি তখন
    শুনছি যেন, আর পাবোনা
    শূন্যতাকেও ছাড়িয়ে গেলে
    ফিরতে হবে, তাই যাবোনা।

    এই দোয়াতে, তোমার হাতে
    শূন্য ছবি, ধুলোয় ভরা
    এখন সময় বদলে গ্যাছে
    দৃষ্টিমাঝেও শূন্য ধরা।
  • tkn | 122.173.186.123 | ১৮ ডিসেম্বর ২০১০ ২০:৪৯429073
  • দৃষ্টি যখন শূন্য, তখন
    সরিয়ে রাখো রূপোর কাঠি

    চুনসুরকির হিসেব ভুলে
    সাজিয়ে তোলো গঙ্গামাটি

    পলকা দেওয়াল ভাঙছে যখন
    আসর তোমার দাওয়ায় বিছাও

    রোদের শিকল পরাও পায়ে
    হাতছানিতে জলছড়া দাও

    সাঙ্গ হলে রঙ্গ সকল
    মাঞ্জা কেনো জলের দরে

    দিনগুলো সব কাটবে দেখো
    আমজনতার জলসাঘরে

  • Nina | 68.84.239.41 | ১৮ ডিসেম্বর ২০১০ ২০:৫৩429074
  • বলতো তেকোনা আজ সবচেয়ে আনন্দ আমাকে কে দিল :-))))) বেল্কাম ব্যাক
    আরও আরও অনেক জলসার গান তোর কাছে শোনার আশায়-------
  • Tim | 173.163.204.9 | ১৮ ডিসেম্বর ২০১০ ২১:৪৩429075
  • টিকেন্দিরে বেলকাম। আরো হোক। :-)
  • pharida | 122.163.95.214 | ১৮ ডিসেম্বর ২০১০ ২২:৪৮429076
  • এমন ফেরা ফিরতে থাকো
    আঁকো তেমন নিজের খাতায়
    এইতো দেখি ‘ছিলে না’ টা
    এক লহমায় জল হয়ে যায়।

    আজকে তেমন শীত পড়লে
    খুব চেনা সেই গরমজামা
    খুব চেনা সেই ফুটপাথে সব
    ফুলকি ওড়া নকুলদানা।

    সেই পেন্সিল ঠিক তেমনই
    রূপকথাদের আড্ডাখানা
    সান্টা টুপি নামিয়ে বলি
    ‘হাই তেকোনা, আর যেয়োনা’

  • tatin | 70.177.55.6 | ১৯ ডিসেম্বর ২০১০ ০৯:৪৭429077
  • জটিল জ্যামিতিক বিন্যাসের
    আশেপাশে কিছু বিন্দু চিনে সরলরেখায় দাগ কাটি
    আঁটিয়েছি প্রতিবেশ সব, পুনরায়
    ছায়ার মাঝে টর্চের আলো ফেলি, খুঁজি
    উজিয়ে উলম্ব দাগ কে ছুঁয়েছে কাকে
    ডাকের অফিস কার পড়শির মেলবাক্সতে
    স্রোতের খবরখানি রেখে আসে নিয়মিত ভুলে
    তুলে রাখি সেই সব ভুল ঠিকানা
    বানাই নতুন খাতা, পুরানো জ্যামিতি ধরে ফের
    ছেঁড়া খাম পালটিয়ে
    নিয়ে আসি নতুন খবর
    অরণ্যের বহুদূর থেকে চেনা পরদাটা
    কাঠামোবিহীন এই জটিল জ্যামিতি
    ইতিবৃত্ত সম্পূর্ণ করে,
    ঘরে পড়শিকে ডেকে আনে পিঁড়ি পাতে
    হাতের মুঠোয় তার ভরে ওঠে অসংখ্য ত্রিকোণ

  • Tim | 173.163.204.9 | ১৯ ডিসেম্বর ২০১০ ০৯:৫৫429078
  • ফিরছে কথা, ফেরার সময়
    আঁকছে নতুন রেখায়, লেখায়
    ফুটছে যতই জুটছে তত
    পুড়ছে সময়, প্রাচীন ক্ষত।

    পেন্সিলে বিষ, চোখের তারায়
    সীসের দাগে দূর্ভাবনা
    রাস্তাটা তাই একলা, মায়া
    জমকালো সাজ, সে আবছায়া।

    আড্ডাখানায়, চায়ের কাপে
    ইচ্ছেমতন, সিঁড়ির ধাপে
    যেই হেঁটেছে, কাঁটায় কাঁটায়
    খুঁজলে ছুটি দিন চলে যায়।

  • Tim | 173.163.204.9 | ১৯ ডিসেম্বর ২০১০ ১২:৫৯429080
  • দিন সরিয়ে সরিয়ে এগোই, একেকটা দিন
    ছোঁবলের মত কেটে বসে, চামড়ায়।

    কালচে জমাট শ্বাস, নীল রগে তার
    মাকড়শা জাল পেতে থাকে।

    অকরুণ স্মৃতিভার, জানলার পর্দাটা
    রঙ মুছে, তৃপ্ত ঢেঁকুর তোলে।

    চৌকাঠে ধরা চাঁদ, ঐ মুখ,
    বহুদিন পুষে রাখা হিসেব, অসুখ,
    আকন্ঠপান করা রাত, কথা বলে।

  • quark | 117.239.67.146 | ১৯ ডিসেম্বর ২০১০ ১৬:৩৯429081
  • মন খারাপী মেঘ জমেছে
    দূর পাহাড়ের পুব কোণে
    হালকা রোদে পিঠ ফিরিয়ে
    আঁকছি ছবি আনমনে।

    শীত দুপুরে কাপড় মেলা
    বারান্দাতে মুখ সরে
    কলিংবেল এর ঘন্টা জানায়
    কেউ এসেছে তোর দোরে।

    দরজা খুলে প্রথম দেখা
    দরাজ হাসি ঠোঁটজুড়ে
    অবাক চোখের দৃষ্টি পেরোয়
    আপ্যায়নের হাত ধরে।

    অবিশ্বাসের মূহুর্তেরা
    কিছুক্ষণের চুপকথা
    গল্পগুজব ঘনিয়ে আসে
    পাপড়ি মেলে বন্ধুতা।

    এই পাহাড়ে, ঝিম দুপুরে
    গল্পেরা সব ভিড় করে
    চায়ের কাপে এক চুমুকে
    পিছনপানে মন সরে।
  • quark | 117.239.67.146 | ২০ ডিসেম্বর ২০১০ ১০:১১429082
  • মায়াপাতার খেলাঘরে
    ঝগড়াঝাঁটি খুব তেড়ে
    এমনি করেই আলাপ শুরু
    হাত বাড়ানো তারপরে।

    কথার পিঠে কথার খেলা
    সন্ধ্যে থেকে রাতদুপুর
    মনটি কখন স্নান সেরেছে
    সাঁতার দিয়ে দুধপুকুর।

    সপ্তাহান্তে সমস্ত দিন
    নিজের সাথেই খুনসুটি
    বাজার, রসোই, কাপড়কাচা
    আসবে কখন সন্ধ্যেটি।

    এমনি এক রাতদুপুরে
    খেয়ালবশে ফোন করা
    এতদিনের চোখের সুরা
    দু কান ভ'রে পান করা।

    দেয়াল ভাঙে কথায়, সুরে
    বৃষ্টি নামে অন্দরে
    বন্ধুতা নীল পেরিয়ে পাড়ি
    নির্ভরতার বন্দরে।
  • sayan | 12.20.48.10 | ২০ ডিসেম্বর ২০১০ ১৩:১৩429083
  • আরব্য-রজনীর দেশে
    ===========

    বদনাম মোহব্বত পথ হাঁটে ছদ্ম গোপনীয়তায়
    স্মৃতির কবরখানায়
    যেখানে অন্ধকারে মুখ লুকিয়ে সবাই ফিরে যায়
    বেসামাল মদ খায়
    যেখানে মাটির গভীরে নোঙর করা ছিল অঙ্গুরীয়
    আশিক অসুস্থতায়
    বাজারী বাঁশি আর ভাটিয়ালি ককটেলে ফের ওদের
    সস্তা জান যায়

    এইসব ফালতু দাস্তান তোমার জন্য নয়
  • sayan | 12.20.48.10 | ২১ ডিসেম্বর ২০১০ ০৮:৩৪429084
  • থার্ড ডিগ্রীখোর স্নাতক
    ===========

    আমার বদনসীবি মেহফুস রাখি সমতল ওয়ালেটে
    বাহারি চন্দ্রাতপের বিনোদন কুহকিনী রয়ে যাক
    কুকটপ ভুলে কখনো দেখে যেও জনতা স্টোভের বাহার
    ব্যর্থ প্রেমের ডিগবাজী আর আত্মরতি মিলেমিশে থাক

    পাড়া জুড়োলে অত:পর চাবুক চমকায় ইয়াহ ওয়েহ
    যেমন ঝিলিক দিন গুজরান তোমার বেলোয়ারি চুড়ি
    রিম্পোচে এই বুঝি ছুঁয়ে দিলেন পবিত্র হোয়াং হো'র জল
    আজকাল পাড়া দিয়ে হেঁটে গেলে আর ডাকে না তো কেহ

    বাড়ি বাঁধবার কথা ছিল কার্টেসি: মিনতি হার্ডওয়্যারস
    ঝুলবারান্দায় হ্যামক ঝোলাতে পারিনি এলেবেলে আমি
    নাকে দড়ি ফের পুতুল নাচাও ঝুম বরাবর ওরিগ্যামি
    এই নিহত বেশ্যামির প্রতিলিপি হয়ে উঠুক মোস্ট ওয়ান্টেড
  • tatin | 70.177.55.6 | ২৬ ডিসেম্বর ২০১০ ১৩:৪৭429085
  • বড়দিনের কবিতা!

    ও ঘৃণা, অগ্নিতে প্রঙ্কÄলিত হও,
    দগ্‌ধ করো তাকে, পুড়িয়ে ছাই করো
    ভস্মে থাকা উচিৎ যেসব, ফিরে যাক ভস্মরূপে ফের।
    ঐ চোখ, চাহনি ও ভ্রূ-ভঙ্গিমা,
    ওষ্ঠে আয়ত হাসি, গালের দুপাশ বেয়ে নরম চুলের মতো
    ঘাসের আশ্চর্য সবুজ বিন্যাস-
    ভস্ম করো সব
    ও ঘৃণা অ্যাসিডে ভাস্বর হও।
    স্মৃতির গোপন থেকে রাতের কালিমা সাফ করো।
    ঐ ত্বক, অত উঙ্কÄল আর যা যা কিছু
    বুকের মায়াবী প্রেম
    আঙুলের ছায়া- সম্মোহন
    আর যা যা ছিল পাহাড়ের মুগ্‌ধতা নিয়ে
    বিক্রিয়ায় রাখো তাকে- বিকৃত করে দাও
    মায়ার সমূহ সমাহার
    ও ঘৃণা অনাত্মায় উঙ্কÄল হও।
    দগ্‌ধ করো, নষ্ট করো সেই সব
    আদরের রাত।
    নিবিড় ধর্ষকামে নষ্ট করো সমস্ত পেলবতা তার
    আমাকে পবিত্র করে দাও।
  • achintyarup | 121.241.214.34 | ০১ জানুয়ারি ২০১১ ০১:৫৭429086
  • ভেবেছিলাম দেখা হবে
    হঠাৎ কোনো রাজবাড়িতে
    কথাও হবে ভেবেছিলাম
    সন্ধেবেলায় ভাব-আড়িতে

    তেপান্তরে ছুটবে ঘোড়া
    ভেবেছিলাম তোমার জন্যে
    হাতে কৃপাণ, ঘোড়ার পিঠে
    রাজার কুমার, রাজকন্যে

    কিম্বা হঠাৎ বসন্তকাল
    তবুও যদি বিষ্টি আসে
    দুজন মিলে ভাবতে বসি
    কাণ্ড এ কি সাঁঝ আকাশে

    মনে কর ছাদের ওপর
    বাতাস তখন এলোমেলো
    পুরোনো এক গানের কলি
    দুজনকারই মনে এল

    গুনগুনিয়ে গাইছ তুমি
    সুরটা আমার মনে পড়ে
    ছাদের ওপর বসন্তকাল
    সন্ধেবেলায় দমকা ঝড়ে
  • tatin | 130.39.149.48 | ০১ জানুয়ারি ২০১১ ০২:৩২429087
  • নিউ ইয়ারের কবিতা!

    হ্যাপি হ্যাপি হ্যাপি লোকে বলে হ্যাপি হ্যাপি হওয়া কত সোজা
    জাদু খুলে ঝাঁপি চরাচর ব্যাপী খুলে দেবে বন্ধ যা
    মিঠে মিঠে মিঠে সোপানে সিঁড়িতে উন্নতি নাড়া বাঁধা
    বাঁধবেনা গিঁটে খুলে লালফিতে রা দিয়ে যাবেন রাধা
    মেনি মেনি মেনি উইশের ছেনি চালাই বালির গাত্রে
    রিটার্ণ আসেনি- ইয়ার বা শ্রেণী কক্ষছাড়ার রাত্রে
    মিছে মিছে মিছে শব্দের নিচে ঢাকা রাখি সম্‌ব্‌ৎসর
    গলা খিঁচখিঁচে সময় সি-বিচে 'খুব বাজে আছি' স্বাক্ষর
  • Tim | 173.163.204.9 | ০১ জানুয়ারি ২০১১ ০৩:৪০429088
  • দুটোই দারুণ!!

    তাতিনকে, অক্ষয় কিবোর্ড হোক, রিটার্ন আসুক ইত্যাদি শুভেচ্ছা। :-)
  • pharida | 122.163.95.68 | ০১ জানুয়ারি ২০১১ ০৭:১৫429089
  • লম্বা রাস্তা জট পাকানো
    বেড়ে যাচ্ছে যেই
    চোখ বুজলেই টের পাই ঠিক
    হাতেই ছিল খেই।

    ঠিক যেমনটা চলছে সবাই
    জ্বলছে আবার নিভছে
    কারুর আবার অন্য রাস্তা
    হঠাৎ এসে মিশছে।

    বেড়াতে যাক রাস্তা কিছু
    কাজের খোঁজে ঘুরুক
    কেউ বা একটু ঘুরপথে তাও
    নিজের ডেরায় ফিরুক।

    কিছু রাস্তা থাক অচেনা
    নইলে চলবে কী সে?
    আর একটা খুঁট থাক অধরা
    তোমার সাথেই মিশে।

  • saros | 164.100.97.2 | ০৫ জানুয়ারি ২০১১ ১৫:২৭429091
  • ধার...
    খুব ছোট্ট বেলায় একবার শখ হয়েছিল
    লাশ কাটার-
    কসাইয়ের দোকানের সামনে হাঁ করে দাঁড়িয়ে দেখতাম
    ঝটকা না হালাল? হালাল না ঝটকা?
    শিউরে উঠতাম দেখে দেখে

    বায়োলজি ক্লাসের ব্যাংটার পেটটাকে
    সার্জারি নাইফ দিয়ে যেই চিরেছি -
    টোপাকুলের মত হৃতপিণ্ডটা বলে উঠেছিল
    'আরে, বেঁচে আছি এখনো ..'
    কেমন যেন ঘেন্না করে উঠেছিল
    তাই প্রথম রাত্রে তিন্নির ঘাড়ে কামড়ের দাগ করে দিতেই
    ছিটকে গিয়েছিল খাটের ধারে
    হিসহিসিয়ে বলেছিল, 'জানোয়ার একটা '
    তারপর অকস্মাৎ দশ আঙ্গুলের নখে ফালাফালা
    করে দিয়ে শুষে নিয়েছিল পাঁজরের ক্ষত ....

    তিন্নি চলে গেছে একটু আগে... বিয়াসও
    একে একে সবাই চলে গেলে
    সার্জারি নাইফটা তুলে নিতে নেমে আসি
    উনিশ নম্বর ট্রে থেকে
    ক্ষতগুলো শুকিয়ে গিয়ে চাগার দিচ্ছে এখন -
    কিন্তু অন্ধকারের মধ্যেও চোখদুটো জ্বল জ্বল করতে থাকে
    অনেক দিনের একটা শখ পূরণ হবে যে আজ
    সার্জারি নাইফ টা লকলকিয়ে ওঠে উল্লাসে !!
  • ranjan roy | 122.168.253.193 | ০৬ জানুয়ারি ২০১১ ১৬:২৬429092
  • স্বাগত সারস! আরো সার্জারি/ মেটিরিয়া মেডিকার কাব্য হোক। আমরা শুনছি।
  • saros | 164.100.97.2 | ০৬ জানুয়ারি ২০১১ ১৬:৩১429093
  • #২৪৮০;#২৪৯৪;#২৪৬৮; #২৪৬৩;#২৪৯৪; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৭; #২৪৫৫;#২৪৯৪;#২৫২৫; #২৪৮৯;#২৫২৭;#২৫০৩; #২৪৪৭;#২৪৮২;#২৫০৩; ।।।

    #২৪৮০;#২৪৯৪;#২৪৬৮;#২৪৬৩;#২৪৯৪; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৭; #২৪৫৫;#২৪৯৪;#২৫২৫; #২৪৮৯;#২৫২৭;#২৫০৩; #২৪৪৭;#২৪৮২;#২৫০৩; #২৪৭৮;#২৪৯৪;#২৪৮৮;#২৪৯৫;#২৪৭৮;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৬;#২৪৮২;#২৪৯৫;#২৪৮৮;
    #২৪৮০;#২৪৯৮;#২৪৭৪;#২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৮;#২৪৯৪;#২৪৭০;#২৪৮০;#২৪৬৩;#২৪৯৪; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৭; #২৪৬৩;#২৫০৩;#২৪৭২;#২৫০৩; #২৪৭০;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৭২; #২৪৭৯;#২৫০৩;#২৪৭২;
    #২৪৫৬;#২৪৯৭;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০; #২৪৫৬;#২৫০৭;#২৪৮০;#২৫০৩; #২৪৬৮;#২৫০৭;#২৪৮০; #২৪৬৮;#২৫০৭; #২৪৫৪;#২৫০৩;#২৫২৭;#২৪৯৪;#২৪৮২; #২৪৬৯;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৭২;#২৪৯৪; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২;#২৫০৭;

    #২৪৭৪;#২৪৯৪;#২৪৮৬;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮২;#২৪৯৫;#২৪৮৬;#২৪৬৩;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৭;#২৪৯৭;#২৪৮২; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৪;#২৪৬৪;#২৪৫৮;#২৪৯৪;#২৪৩৩;#২৪৭৪;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৪;#২৪৯৪;#২৪৭৪;#২৫২৪;#২৪৯৫; #২৪৭৮;#২৪৯৪;#২৪৫৪;#২৪৯৫;#২৪৮৮; #২৪৭২;#২৪৯৪; #২৪৩৮;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০;
    #২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৫; #২৪৩৮;#২৪৮০; #২৪৭২;#২৪৬৮;#২৪৯৭;#২৪৭২; #২৪৫১;#২৫২৭;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮২;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৭৬;#২৪৯৫; #২৪৭৬;#২৪৮২;?
    #২৪৫৮;#২৪৯৪;#২৪৫৩;#২৪৮০;#২৪৯৫;#২৪৬৩;#২৪৯৪; #২৪৬৮;#২৫০৭; #২৪৮৮;#২৪৭৬;#২৫০৩; #২৪৭৪;#২৫০৩;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮৮; - #২৪৪৭;#২৪৫৪;#২৪৭২;#২৫০৭; #২৪৮৬;#২৪৯৪;#২৫২৪;#২৪৯৫;#২৪৮০; #২৪৭০;#২৪৯৪;#২৪৭৮;#২৪৬৩;#২৪৯৪;#২৪৩৯; #২৪৫১;#২৪৬৪;#২৫০৩; #২৪৭২;#২৪৯৫; #২৪৭৯;#২৫০৩; ।।।

    #২৪৮০;#২৪৯৪;#২৪৬৮;#২৪৬৩;#২৪৯৪; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৭; #২৪৫৫;#২৪৯৪;#২৫২৫; #২৪৮৯;#২৫২৭;#২৫০৩; #২৪৪৭;#২৪৮২;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৪;#২৪৮২; #২৪৭৪;#২৫০৩;#২৪৩৩;#২৪৫৮;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭৯;#২৪৭০;#২৪৯৫; #২৪৬৫;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৫১;#২৪৬৪;#২৫০৩; #২৪৮৯;#২৪৬৪;#২৪৯৪;#২৪৬৮;
    #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৮৯;#২৪৯৪;#২৪৬৮;#২৪৮০;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৫; #২৪৭২;#২৪৯৪; #২৪৬৮;#২৫০৭; #২৪৮০;#২৫০৩; ? #২৪৪৭;#২৪৫৩;#২৪৯৪; #২৪৮৬;#২৪৯৭;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৮৮; #২৪৭২;#২৪৯৪; #২৪৭৯;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৭;#২৪৩৯;।।।

    #২৪৭৮;#২৪৭২;#২৫০৩; #২৪৮৯;#২৫২৭;, #২৪৮৮;#২৪৯৪;#২৪৬৮; #২৪৭৬;#২৪৯৪;#২৪৩৯; #২৪৭৪;#২৪৯৪;#২৪৩৩;#২৪৫৮;#২৫০৩;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭৬;#২৪৬৫;#২৫০৯;#২৪৬৫; #২৪৫৯;#২৫০৭;#২৪৬৩; #২৪৮৯;#২৫২৭;#২৫০৩; #২৪৫৫;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩; #২৪৩৮;#২৪৬০;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮২;
    #২৪৫৬;#২৪৯৭;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০; #২৪৫৬;#২৫০৭;#২৪৮০;#২৫০৩; #২৪৭৬;#২৪৮২;#২৫০৩; #২৪৪১;#২৪৬৪;#২৪৭৬;#২৪৯৫; #২৪৭২;#২৪৯৪; #২৪৬৮;#২৫০৭;, '#২৪৭৬;#২৫০৩;#২৪৬৩;#২৪৯৪; , #২৪৭৮;#২৪৭২; #২৪৭৮;#২৫০৩; #২৪৮২;#২৪৯৪;#২৪৬৫;#২৫০৯;#২৪৬৫;#২৪৯৭; #২৪৭৫;#২৪৯৭;#২৪৬৩;#২৪৯৪; #২৪৫৩;#২৪৯৫; #২৪৭২;#২৫০৩;#২৪৮৯;#২৪৯৫;?'

    #২৪৮০;#২৪৯৪;#২৪৬৮;#২৪৬৩;#২৪৯৪; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৭; #২৪৫৫;#২৪৯৪;#২৫২৫; #২৪৮৯;#২৫২৭;#২৫০৩; #২৪৪৭;#২৪৮২;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৭;#২৪৩৯; #২৪৭৬;#২৪৮০;#২৪৩৪; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৭৪;#২৫০৯;#২৪৭২; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৫;#২৪৮৮;
    #২৪৭৬;#২৪৯৭;#২৪৫৩;#২৫০৩;#২৪৮০; #২৪৪১;#২৪৭৪;#২৪৮০; #২৪৭০;#২৪৯৭;#২৪৬৩;#২৫০৭; #২৪৮৯;#২৪৯৪;#২৪৬৮; #২৪৮০;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩; - #২৪৮০;#২৪৫৭;#২৪৯৫;#২৪৭২; #২৪৮৮;#২৪৯৫;#২৪৭২;#২৫০৩;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৮;#২৪৬৮; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৭৪;#২৫০৯;#২৪৭২;

    #২৪৮০;#২৪৯৪;#২৪৬৮;#২৪৬৩;#২৪৯৪; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৭; #২৪৫৫;#২৪৯৪;#২৫২৫; #২৪৮৯;#২৫২৭;#২৫০৩; #২৪৪৭;#২৪৮২;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৮;#২৪৭২;#২৫০৩; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩; #২৪৩৮;#২৪৭২;#২৪৭৮;#২৪৭২;#২৫০৩;
    #২৪৮৯;#২৫০৩;#২৪৮৮;#২৫০৩; #২৪৭২;#২৪৯৫;#২৪৮৮; #২৪৭২;#২৪৯৪; #২৪৮৯;#২৫২৭; #২৪৩৮;#২৪৮২;#২৪৫৫;#২৫০৭;#২৪৫৯;#২৫০৩; -
    #২৪৫৩;#২৪৯৫; #২৪৫৩;#২৪৮০;#২৪৭৬;#২৪৯৫; #২৪৭৬;#২৪৮২; -
    #২৪৪৭; #২৪৬০;#২৪৭২;#২৫০৯;#২৪৭৮;#২৫০৩; #২৪৬৮;#২৫০৭;#২৪৮০; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৭৪;#২৫০৯;#২৪৭২; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; #২৪৮৯;#২৫২৭;#২৫০৩; #২৪৪১;#২৪৬৪;#২৪৮২;#২৫০৭; #২৪৭২;#২৪৯৪; #২৪৮০;#২৫০৩; ।।।।

  • ranjan roy | 122.168.253.193 | ০৬ জানুয়ারি ২০১১ ১৬:৩৭429094
  • সরি! ইউনিকোডেও পড়া যাচ্ছে না।
  • siki | 155.136.80.174 | ০৬ জানুয়ারি ২০১১ ১৬:৪৬429095
  • যাবার কথাও নয়। ইউনিকোডে গিয়ে ইউনিকোডে লিখলে তবেই ইউনিকোডে ছাপবে।

    রঞ্জনদা তো রিটায়ার করে আরো অনিয়মিত হয়ে পড়েছেন :(
  • pharida | 122.163.98.161 | ০৭ জানুয়ারি ২০১১ ২১:২০429096
  • কাঠের পদ্য - খট খটা খট , কড়া নাড়ে বেশ অহেতুক !
    এক চুমুকের তেষ্টা মেটাক আর এক চুমুক, অন্য চুমুক।

  • pharida | 122.163.95.247 | ০৯ জানুয়ারি ২০১১ ০৮:৫৭429097
  • যেখানে আজ অবধি কেউ যায় নি
    তুমি অনায়াসে সেইসব গলিখুঁজি
    বেয়ে এসে গেলে। আমিও জানতাম না
    ওগুলো ছিল কোনোদিনও।
    জানতাম না অতসব কথা ঘাসে ঢাকা ছিল এতোকাল
    ছোটো ছোটো স্কুলবাড়ি, বাজারহাট আর বিকেলবেলার
    খেলা রঙের আলো, আর পার্কের বেঞ্চিতে চুল শুকোত
    বুড়ি ভিখারিনী, তার একটি অভ্যাসের ভাঙা আয়নাও
    যাতে কুড়ি বছরের পুরোনো চেহারাই দেখায়।

    এতোকাল এইসব লুকোনো কথা সত্বেও দেখো তো
    বাজার গেছি, অফিস গেছি, গালাগাল দিয়েছি মন খুলে
    হঠাৎ সেদিন সব মেঘ করে এলো বলেই না
    আজ তুমি এসে, ভাসিয়ে নিলে, খুলে দিলে সব কথার
    শিকলসমূহ। অনর্গল গলিখুঁজি বেয়ে সেইসব আদিম
    যত্নে অযত্নে রাখা পৃথিবী জুড়ে সোরগোল পড়ে যায়।
    অস্থিমেদমজ্জা জুড়ে শুধু লকলক করে শিখা।

  • Tim | 173.163.204.9 | ০৯ জানুয়ারি ২০১১ ১২:১৭429098
  • আমার মধ্যে এখন শূন্যতা
    উচ্চকিত, অসহায়, একাকী-
    অহংবোধে সম্পূর্ণ শূন্যতা
    পড়ে আছে।

    আগলে রাখা নানাবিধ শূন্যতা
    সম্মোহিত আমি, বিষয়ী, বিবাদী-
    বিলাসজলে আকণ্ঠ শূন্যতা
    ডুবে আছে।

    আতঙ্কে হিম, বিবর্ণ শূন্যতা
    কাঁটার মত, খুশির মত, শুদ্ধাচারী-
    পায়ের তলায় অকুণ্ঠ শূন্যতা
    শুয়ে আছে।

  • omicron | 151.141.84.194 | ১০ জানুয়ারি ২০১১ ০২:১৯429099
  • শূন্যতা এসে শূন্যতায় মিশে যায়
    গাঢ় থেকে গাঢ়তর শূন্যতা-
    তরঙ্গিত নীল অপরাজিতা শূন্যতা।
    তাহলে কোথাও তো পূর্ণতা
    ঠিকই পূর্ণ হয়ে উঠছে!
    দু'হাতে জড়িয়ে রাখি রেশমী সুতো,
    লুকিয়ে রাখি টুকরো টুকরো গোলকাঁচ
    ঝুড়িতে রাখি মন্ত্রপাথর ও সুষমাচার-
    উড়ে পালাতে থাকা রশ্মিকণারা
    পালাতে পালাতে অবিরল হাসে।
    শূন্যতা এসে শূন্যতায় মিশে যায়
    তরঙ্গিত নীল অপরাজিতা শূন্যতা-
  • Nina | 64.56.33.254 | ১০ জানুয়ারি ২০১১ ২২:২১429100
  • শূন্যতা কি পরিপুর্ণ সুন্দর!
  • tatin | 130.39.149.48 | ১১ জানুয়ারি ২০১১ ০৩:১৫429102
  • আরিব্বাস- বজ্রযান তো! অসা হয়েছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন