এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - ২

    pharida
    অন্যান্য | ২১ নভেম্বর ২০০৯ | ৩০৩৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sayan | 115.242.251.4 | ২৫ জুন ২০১১ ০০:৪৯429170
  • চেন্নাই গিয়ে ডিডিদা'কে একটা ডাবলডেকার উপহার দিয়ে আসতে ইচ্ছে করছে।
    অনেক অনেক যুগ আগে রাঙাদা' এমন কিছু লাইন লিখেছিল, এক বাংলা নববর্ষের সকালে। এই মন খারাপগুলো এত ভালো লাগে!
  • dd | 122.167.31.35 | ২৫ জুন ২০১১ ০০:৫৩429171
  • বেশ।
    তাহলে এখানে শেষ। এখানেই।
    বৈঠকখানার চোরাবালি,
    পটেতে আঁকা গুপ্তহত্যা,জলরংএ।।
    কাঁচের শোকেসে ফাঁসীকাঠ।

    ইয়েস।
    পেটে ফুঁড়ে যাচ্ছে ভোঁতা কাঁচ

    কিন্তু, খুব রয়ে সয়ে, শব্দ বেছে
    নিশ্ছিদ্র ভাতঘুমের সুখছাতে
    জ্যোৎস্না ভাসছে,ভেসে যাচ্ছে নবদ্বীপ
    হৃদিমাঝে বৃন্দাবন,মথুরা এবং ব্যঙালুরু

    ফাগুন করিছে হা হা
    ভুলের বনে।
  • Tim | 198.82.21.76 | ২৫ জুন ২০১১ ০১:০৬429172
  • লাস্ট দুটো লাইন বেস্ট। :-)
  • pharida | 182.64.243.88 | ২৬ জুন ২০১১ ২২:৩৭429173
  • এই ক’টি লাইন ডাইনে যাবে, বাঁয়ে যাবে
    বৃষ্টি হওয়ার আগে যেমন অস্বস্তি সে
    তোমায় ছুঁয়ে দিচ্ছে যখন
    তেমন কিছু শান্তি পাবে –
    এই ক’টি লাইন ছন্দ মিলে।

    এই ক’টি লাইন মিথ্যে এমন
    আমার মতো, একদিন সে তোমার হবে।

  • pharida | 182.64.243.88 | ২৬ জুন ২০১১ ২২:৪৪429174
  • এ বৃত্তান্ত অবান্তর সে
    হয়তো কিছু নাছোড়বান্দা
    এদিক ওদিক বাউন্ডুলে
    ভাবতে পারো নিছক ধান্দা।

    তাও তুমি যে চোখ রেখেছ
    রাস্তাশেষের অবকাশে
    সে বৃত্তান্ত ধরা থাকছে
    এক তলাঞ্চি চায়ের গ্লাসে।

    উঠুক না হয় আর একটি ঝড়
    আর একটি দিন বৃষ্টি আসুক
    এ বৃত্তান্ত অবান্তরে
    আকাশ দেখে একটু হাসুক।

  • pharida | 182.64.243.88 | ২৬ জুন ২০১১ ২২:৫১429175
  • জানো, তোমার এক নিভৃতি
    আজও আমায় একলা করে
    দূর দুরান্ত থেকে মাত্র
    একটি মেঘেই পড়ছে ঝরে।

    আমি দেখছি প্রাচুর্যতায়
    শিশুর দলে খেলছ তুমি
    সেই নিভৃতি ডাক পাঠালে
    সেই তুমি হও জন্মভূমি।

  • kc | 89.203.49.18 | ২৬ জুন ২০১১ ২৩:২৭429176
  • 10:44 PM এর কবিতাটা মনে গেঁথে গেল।
  • tatin | 122.252.251.244 | ২৭ জুন ২০১১ ১৪:৪১429177
  • আয়নায় স্বয়ং ঈশ্বর
    বহুবিধ উপাচারে পুজো করি তাঁর
    দক্ষিণে হরিদ্রা দ্রব, ঊর্ধ্বমধ্যে সিন্দুরের দাগ
    ভূমিতে পৃথ্বীচূর্ণ
    সাজাবার যা যা প্রকরণ
    মন্ত্রের উচ্চারণে নত করি গড়িত পাপ
    গড়িত, কাকে বলি? লোকচক্ষু কতটা সজীব-
    ঈশ্বর স্বয়ং তাঁর
    দেহমধ্যে যেসকল ছাপ
    যে সব ব্রণর দাগ,
    ক্ষতচিহ্ন, পোড়াচিহ্ন আদি ধারণ করেন
    সকলই কি পূজাযোগ্য নয়?
    জ্ঞানের অতীত নয় বুঝি – বোধের অগম্য
    সব ইতিহাস, প্রতিবিম্বে পড়ে?
    জটিলা-কুটিলা খেলা,
    লোকশিক্ষা, সম্মোহন, ঘাস ফুল চাঁদের গ্রহণ
    অথবা গ্রহণ শেষে আয়নার শিরোভাগে
    সেই চাঁদ দেখা যায় যেই-
    সকল আবেশ সেই মন্ত্রের মত লাগে
    বিভূতির মত
    উৎসব কলতান, কলপাড়, বসতিবিবাদ
    উপেক্ষা করে দ্যায়
    উপেক্ষা করে দ্যায় সব রৌদ্র, পাখির বিতান
    আগমনী প্রত্যুষে ধুয়ে
  • Tim | 173.163.204.9 | ২৮ জুন ২০১১ ১১:০৫429178
  • বর্ষার জলজ ছায়ার রেশ, সবুজ
    আঙুলের রঙ ক্ষয়ে এলে-
    বিষাদেও বেঁচে থাকা ভালো।

    শীতল মাটির প'রে , একা
    দুই দশকের আংরাখা
    একাকী হবেই নিরাময়।

    অন্তিম চাহিদা ও দাবী
    বিপন্ন জীবনযাপন
    এই ভালো, আলোগোছে চাওয়া।

    বিকেল এসেই যাবে, ধীরে
    আলোতেও চোখ সয়ে গেলে
    বিষাদেও বেঁচে থাকা জল-

    বৃষ্টির ফোঁটায় ফোঁটায়।
  • Tim | 173.163.204.9 | ২৮ জুন ২০১১ ১১:৩৪429180
  • থেমে গেছি, সাধুবাদ তবু
    গুঞ্জনে, অস্ফুট কথা, আলাপ, প্রলাপ-
    দরদাম-হিসেবনিকেশ। থামেনি।
    পাওনা গন্ডা গুলো
    জমে গেছে ধুলোর মতন।
    কিংখাবে যদিও তেমন-
    ইতিহাস বাসা বাঁধেনি
    তবু,ইস্তফা দেওয়ার পরেও-
    সাধুবাদ রয়ে গেছে
    সয়ে গেছে চামড়ায়।
    আলিশান গদি, আয়নায়
    পুরোনো যুদ্ধসাজ, অতি
    বৃদ্ধ মন্ত্রী, সেনাপতি
    প্রহরীও সচেতন-
    তারা দেখা গেলে।
    অশ্ব, হস্তী, কত সেনা
    চতুরঙ্গ বড়ই প্রবল
    পুরাতন, বাসি সংবাদ
    অনুপানে ছিলো প্ররোচনা-
    মৃত আজ, আড়কাঠি যত।
    জমকালো অর্থমদিরা
    ক্ষীয়মান শ্বাস, অনাহার
    ছায়াছবি চলে, আসে রাত
    নেভে ইতিহাস, যদি ভাবি-
    থেমে গেছি স্মৃতির পাতায়।

  • Tim | 173.163.204.9 | ২৮ জুন ২০১১ ১১:৫৬429181
  • আপিসফেরত জলযোগ-
    কাটলেটে ছোট্ট কামড়
    সামান্য খবরাখবর।
    বাড়িতে নিত্য যা যা হয়,
    পরিবারগত স্নানাহার।

    রাতের খাবার ঘরে বসে
    দুটো কি একটা পেগে, আশা
    এইবারে কত সংখ্যায়
    এক্কা দোক্কা খেলে খেলে
    উঠবোই সাপের মাথায়।

    সাপের মণি তো নেই, বাসি
    সাত সতেরোর খেলা
    শিক্ষায় ভরপেট, ভুঁড়ি
    ভোজে বাতের বেদনা
    সামান্য পরোপকারিতা।

    এইসব, আরো কিছু টাকা
    দয়াপরবশ উপদেশ
    আরো দয়া, যথকিঞ্চিৎ
    গর্বিত পায়ের ধুলোয়
    যাক দিন, গেলাস গড়ালে।
  • pharida | 220.227.148.193 | ২৮ জুন ২০১১ ১৪:৪০429182
  • টিমের এই নতুন পরীক্ষা চিন্তায় ফেলে দেয় :))
  • sayan | 115.184.60.181 | ২৯ জুন ২০১১ ০১:১২429183
  • এক শর্তে শান্ত হতে পারি -
    আমাকে দেখাবে তুমি মুগ্‌ধবৃষ্টি, ধ্যানমগ্ন রোদ।
    ক্ষমা নয়। ক্ষমা চাই না আমি। তবে ভুল কিছু চাই -
    যে ভুলে শিখতে পারি গাঢ় সম্মোহন।

    এক শর্তে চুপ থাকতে পারি -
    আমাকে ভেজাবে তুমি, অপরূপ মেঘের ঝালরে
    আলো দিয়ে ঢেকে দেবে অসীম শূন্যতা।

    ঘুম নেই, চেয়ে দেখো - কতোদিন ঘুমোইনি আমি
    শান্তি নেই, চেয়ে দেখো কতোদিন, বসিনি নিজের কাছে, শুধু
    আছে বনস্থলী জুড়ে বর্ণহীন মোহময় খিদে।

    দুপুর গড়িয়ে রোদ চলে গেল ছায়ার ভিতর -
    ওই শর্তে নিতে পারি কাছে।
  • sayan | 115.184.60.181 | ২৯ জুন ২০১১ ০১:২৪429184
  • একদা বিখ্যাত ছিল পরস্পর বিরোধিতা আলো-আঁধারের
    সে-জ্ঞানে শরীর ঢেকে শিশুকালের বহু রাত্রি কাটিয়েছি ঘুমে
    অত:পর সে জ্ঞানেই প্রাত:কৃত্য সেরে নিয়ে, তন্ডুলে-গোধূমে
    পুষ্ট করে দিবাভাগ, শয্যালগ্ন অন্ধকারে ফিরে গেছি ফের।

    এমন কেটেছে কাল উভমুখী আনুগত্যে, কোনও ভ্রূণ স্মৃতি
    কখনও করেনি মুগ্‌ধ। তখনও অজ্ঞাত ছিল, আলো শুধু তার
    যে তাকে ফিরিয়ে দেয়, গ্রহণ করে যে আলো, গ্রহণ-আঁধার
    তাকে পূর্ণ গ্রাস করে - এই আলো-আঁধারের প্রেমের প্রকৃতি!

    এতদূর বোঝা হলে, সম্পূর্ণ হয়েছে জ্ঞান, এই মূঢ় বোধে
    আমি অন্ধকারে গিয়ে ভেবেছি, এখানে আলো সবচেয়ে বেশী -
    রাত্রি গেছে শয্যাহীন, মূর্খ দিন কেটে গেছে আঁধার-অন্বেষী
    প্রেম যেখানে চিরদিনকার, বিশ্বাস এসেছে ফিরে প্রাচীন বিরোধে
    সেখানে আঁতুড়ঘরে শব্দে শব্দ গেঁথে জন্মজল্পনা বারেবার
    এত যে কলহ, তবু শিশুদুটি বাৎসল্যে বদ্ধপরিকর।
  • sayan | 115.184.60.181 | ২৯ জুন ২০১১ ০১:৩৬429185
  • আমাদের ভ্রমণ ফুরিয়ে যায় বিকেলের একটু আগেই
    সমস্ত বিষয়ে সব কথিকা সমীক্ষা শেষ, তিতিরের ডানার বর্ণিকা
    বিষয়ক বলাবলি তার অনুবাদ তার রেশ
    শেষ হয়ে যায়, সম্পূর্ণ অস্তিত্ব ধরে
    কেন নীচে টানো, তিতিরের আবর্জিত একটি পালক
    আমাদের সুখের এক্তিয়ারে
    নিভৃতে বিঁধে থাকে, ভিন-গিরামের গীর্জায় দক্ষিণী
    নারীদের স্তোত্রগাথা ক্ষতিপূরণের কথা বলে,
    সুখ না আনন্দ, দেখি না-সুখ, না-আনন্দ হঠাৎ

    তিসিবনে একা শিশু ভেসে আছে নিশুতি-উদাস
  • sayan | 115.184.60.181 | ২৯ জুন ২০১১ ০১:৪৪429186
  • সেই তুমি বসে আছ গাঢ় ঠিক পাশে
    বালিশে কনুই দিয়ে ঝুঁকে থাকো দু:খের সম্মুখে
    এত কাছে সুদূরতা মলিন হলুদে ঘষা ছবি
    পতনপ্রবণ এই বয়সেও বুকের ভিতর বড়ো মায়া বাজে
    বাজে ঘোর ঘন্টা ঘোর জলশব্দ বড়ো ইচ্ছে করে
    ছুঁয়ে দেখি নিজের রচনা প্রতিমার এই ভুল

    একদিন আলুথালু চুল ওই বৃষ্টির পুকুর
    দুটি চোখ ভালোবেসেছিল কবে কেউ কবি
    চিরকাল ওরকম ভালোবাসা যায় কি পাগল
    আঙুলে হলুদ দাগ খালি দুটি পেয়ালা গুছিয়ে
    এইবার যাবে তুমি যেতে হয়
    ছেড়ে যেতে হয় চেনা বাসস্থান
  • Tim | 198.82.19.194 | ২৯ জুন ২০১১ ০১:৫১429187
  • ১:১২ ভাল্লাগলো খুব।
  • hu | 12.34.246.72 | ২৯ জুন ২০১১ ০২:১৯429188
  • হুঁ, আমারো। অ্যাকচুয়ালি ১:১২ এতই ভালো লাগল যে পরেরগুলো পড়া হল না আর :-)
  • kumudini | 122.160.159.184 | ২৯ জুন ২০১১ ১১:৩৬429189
  • ১-১২-অসাধারণ!!!!!!!!!!!!!!!!!
  • siki | 123.242.242.16 | ২৯ জুন ২০১১ ১২:০৭429191
  • আমি এখনও ১:১২তেই আটকে আছি।
  • Netai | 121.241.98.225 | ২৯ জুন ২০১১ ১২:১৬429192
  • ১:১২ মোহময়। আটকে থাকে অলস রদ্দুরের মত?
  • Netai | 121.241.98.225 | ২৯ জুন ২০১১ ১২:১৭429193
  • *রোদ্দুর
    :(
  • siki | 123.242.242.16 | ২৯ জুন ২০১১ ১২:১৯429194
  • সান্দার আরো আরো গলাব্যথা হোক। :)
  • ira | 122.160.159.184 | ২৯ জুন ২০১১ ১৪:০৬429195
  • সন্ধ্যে হয়েছিল,
    যেমন হয়।

    তুমি বললে, প্রদীপ দেখিয়ে আসি,
    তারপর দুজনে চা খাব।
    শঙ্খ ছড়িয়ে গেল চরাচরে।

    এলে না,
    উঠে গিয়ে দেখি-

    এখনও সন্ধ্যা হয়,
    বসে থাকি।

    আমার কথার দাম নেই,সবাই জানে তো,তাই বলে তুমিও কথা রাখলে না!
  • Lina Ferdows | 203.76.117.169 | ২৯ জুন ২০১১ ১৮:১০429196
  • এক একদিন

    এক একদিন ভীষণ বাঁচতে ইচ্ছে করে

    প্রেম পুরাণ লিখব বলে

    প্রেম পোড়ানো কালি

    নিজের গায়ে মাখতে ইচ্ছে করে ।

    এক একদিন তোমার কথা ভেবে

    আমি রাধি না, চুল বাঁধিনা,

    নাই না, খাই না

    বৃষ্টিরা নেচে চলে চোখের পাতায়

    জলের দ্যোতনা ছুঁয়ে ভাবি

    একটুও কি আমায় ভালবাস না!

    এক একদিন খুব ভালবাসতে ইচ্ছে হয়

    শঙ্খ ডানায় রোদ হয়ে ভাসতে ইচ্ছে হয়

    রোদ এসে ছুঁয়ে গেলে

    আমি মেঘ হয়ে যাই

    মেঘ-রোদ সন্তরণে

    মেঘ লীনা হতে ইচ্ছে হয়।

    এক একদিন খুব মরতে ইচ্ছে করে

    শ্মশান চিতায় জ্বলতে ইচ্ছে করে

    ময়ূখী মন পেখম পোড়ায়

    আগুনের ফাগে হোলীর পরব

    অনেক সুখে তোমাকে পোড়াতে ইচ্ছে করে।

  • Lina Ferdows | 203.76.117.169 | ২৯ জুন ২০১১ ১৮:১৭429197
  • বিবমিষা

    একটি অবসন্ন সন্ধ্যার আবাসান এই ঘরে
    হেলায় ফেলায় পড়ে থাকে কবিতার খাতা, বইপত্র
    পোড়া সিগারেট, ছাই, দিয়াশলাই কাঠি যত্রতত্র
    কলের টিপ টিপ জলে, রূপোলী রেকাবে
    জানালার কার্ণিশে বিষন্ন বিবমিষা ।

    হঠাৎ ঘর ছেড়ে পালাতে ইচ্ছে করে
    ভীষন পালাতে ইচ্ছে করে
    খসে যাওয়া পালকের মত
    বসন্তের মত
    বড় পালাতে ইচ্ছে করে।

    পথে নেমে দেখি
    মসৃণ রাজপথে বিষাদের লালা,
    সবুজ বনভূমির শেকড়ে শেকড়ে নীল নীল নৈরাশ্য
    উদাত্ত নদীর বিবর্ণ ছেঁড়া পালে
    কোথাও কোনো লাল-হলুদ ফুলে
    বেগুনী-বিষন্ন রেনু।

    ভোরের সোনালী রোদের রন্ধ্রে-রন্ধ্রে হতাশা
    মেঘের সাথে মেঘের বিষাদের শিৎকার
    উঠোনে ছড়ানো ছিটানো নৈরাশ্যের জ্যোৎস্না
    ঈগলের খয়েরী ডানায়
    পূর্ণতায় কিম্বা অপূর্ণতায়
    চেনা চেনা চোখের তারায়
    স্বপ্নের মত বিষন্নতা।

    চেনা শহর ছেড়ে পালাতে ইচ্ছে করে
    ভীষন পালাতে ইচ্ছে করে
    বিষাদে ছেয়েছে আকাশ, পুড়েছে মাটি
    পালানোর মত্ততায় জ্বলজ্বলে নক্ষত্ররাজি
    পালাবে কোথায়!
    একটু আঁচল দিও তুমি- শুধু তুমি
    ফিকে এই রাত্রিগুলোতে বড় পালাতে ইচ্ছে করে।
  • vamti hossen | 119.30.39.65 | ২৯ জুন ২০১১ ২০:৪২429198
  • গুরুচন্দলিডো

    *
    এঅর্চ ঠিস রৌপ

    অক তো রৌপ | ঈ আল্ল ডোস
    ঈ আল্ল
    ঋএএন্ত হঙ্গেস

    *
    অমি্‌ত ওসে্‌সন
    ঊপ্‌দতেদ ওন অতুর্দয়
    *
    অমি্‌ত ওসে্‌সন
    ঊপ্‌দতেদ ওন অতুর্দয়
    *
    অমি্‌ত ওসে্‌সন
    ঊপ্‌দতেদ ওন অতুর্দয়
    *
    অমি্‌ত ওসে্‌সন
    ঊপ্‌দতেদ ওন রিদয়
    *
    অমি্‌ত ওসে্‌সন
    ঊপ্‌দতেদ ওন রিদয়
    *
    অমি্‌ত ওসে্‌সন
    রেঅতেদ ওন রিদয়

    ঈ আল্ল
    ডোস (৩০১)

    *
    /
    রেঅতেদ ৫ হৌর্স অগো
    *
    /
    ঊপ্‌দতেদ ৮ হৌর্স অগো
    *
    আঈ ঋআ
    ঊপ্‌দতেদ ২০ হৌর্স অগো

    রেঅতে অন আদ
    পোন্সোরেদ
    অহূ! অইল
    এত ইন্সিদের তিপ্স ওন অহূ! অইল। এওমে অ অন।
    ইকে | অহির হন লিকেস থিস।
    আরে য়ৌ রোম অরিসল ?
    ব্‌প্‌স।ওম।ব্দ
    আমদেরঅরিসল।ওম - ইর্স্ত ওনি্‌লনে নেয়্‌স্‌পপের ও রেঅতের অরিসল। এ অরে হেরে ২৪ক্ষ৭ য়িথ থে লতেস্ত নেয়্‌স ও রেঅতের অরিসল!
    রোথোম আলো
    ওল্লোয় অন্দ তয় য়িথ "ওর্‌ল্‌দ'স নুম্বের ১ অন্‌গ্‌ল নেয়্‌স পোর্তল"
    ইকে | টপন অগি্‌চ লিকেস থিস।
    দিত | ডেলেতে

    ১।

    ১।

    ।।।

    এবএপএরল্ল রতিঙ্গ

    ।।।

    ঈ ওরে

    দিত | ডেলেতে

    *

    ,

    ?
    ।।।

    ? ?/

    ?

    ঈ ওরে
    *

    দিত

    ।।।

    ।।।

    ঈ ওরে

    দিত

    ।।।

    ।।।

    *

    ।।।
    ঈ ওরে
    *

    দিত | ডেলেতে

    ।।।

    ঈ ওরে
    *

    দিত | ডেলেতে

    ।।।

    ঈ ওরে
    *

    দিত | ডেলেতে

    সজ ঘোর

    ।।।

    অমি্‌ত ওসে্‌সন



    অমি্‌ত ওসে্‌সন

    ।।।।।।

    অমি্‌ত ওসে্‌সন

    ?



    ।।।
    ----

    ?

    ।,



    ।।।

    , ,

    ঈ ওরে

    / , / , / , / , । / । / / । / । / , / , / /

    অমি্‌ত ওসে্‌সন

    ---- ই ই , , , , ,

    ।।।



    ,

    ।।।

    ---

    এবএপএরল্ল রতিঙ্গ

    অমি্‌ত ওসে্‌সন
    যুনে ২৫ অত ৯:৩০প্‌ম | ইকেঊনি্‌লকে | ঋএপোর্ত

    *
    *
    অন্দ ২ ওথের্স লিকে থিস।
    *
    *
    রিতে অ ওম্মেন্ত।।।

  • ranjan roy | 122.168.165.40 | ৩০ জুন ২০১১ ০০:২৭429199
  • ঈশ্বরী! তোমার কাছে নতজানু ফিরেছি আবার।
    যেমন অশ্বত্থমূলে সরীসৃপ বুকে হেঁটে যায়,
    অমোঘ নিদ্রায়।

    আরো যদি অনুমতি পাই
    উঠে যাবো কোন এক গোপন শাখায়
    বেঁধে রাখবো সুরক্ষিত গান্ডীব ও অক্ষয় তূণীর।

    ঈশ্বরী! কথা বল,
    বল, কিছু বল!
    উ:, আর কতবার তুলবে তর্জনী,
    আর কত অভিযোগ--- নীরব , মুখর?
    বুঝেছ কি-- এইভাবে ছেড়ে গেছে তোমায় ঈশ্বর।

    তারচেয়ে কথা বল, অন্য কথা
    অন্য কোন বন্দরের কথা।
    আর আজ মনে রেখো
    আমি এক রণক্লান্ত ছাপোষা মানুষ।।
  • I | 14.96.162.222 | ৩০ জুন ২০১১ ০০:৪১429200
  • রিতে অ ওম্মেন্ত লাইনটা ফাটাফাটি হয়েছে। পুরো বুকের ভেতর কাঁপুনি লাগিয়ে দেয় ।
  • Tim | 198.82.17.90 | ৩০ জুন ২০১১ ০১:১০429202
  • ওম্মেন্তর সাথে মেলে মোমেন্তো। উনো মোমেন্তো। ভালো হয়েচে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন