এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - ২

    pharida
    অন্যান্য | ২১ নভেম্বর ২০০৯ | ৩০৩৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pharida | 182.68.39.104 | ১০ নভেম্বর ২০১১ ২১:৩৮429303
  • ভাবছি এটা সেটা বলি ভাবছি নিজের দূরদুরান্তে
    ভাবতে ভাবতি বলছি ফেলে যদি তুমি পারছ জানতে
    শুনেই নিও – সত্যি সেটাই,
    আমি যদি বলতে না পাই সময়মতো।

  • pharida | 182.68.39.104 | ১০ নভেম্বর ২০১১ ২১:৩৯429304
  • যখন ফিরে যাবে তুমি, (জানি তোমায় ফিরতে হবে)
    একটু খানি এগিয়ে দিতে – এই লেখাতে ঠাঁই না পাওয়া
    জেনো, কিছু শব্দ যাবে।

  • suddhasatya | 117.194.239.27 | ১৫ নভেম্বর ২০১১ ১৭:৩৫429305
  • বিয়াত্রিচে

    খেলা

    আমি।অ। দীর্ঘ্যক্ষণ ফাতনা ডুবিয়ে;

    খুব নি:শব্দ, খুব একান্ত-

    মাছধরার খেলাটি ভালবাসি

    মাছ ধরতে নয়।

    তৃতীয়।অ। আহ, কি যে বিরক্ত করে এই সব!
    সারাদিন চুপ বসে থাকা,
    কথা নেই, বার্তা নেই, যত্ত বেয়াক্কেলে।

    আমি।অ। অপেক্ষা জান না বুঝি?

    তৃতীয়।অ। কি হবে জেনে?

    আমি।অ। ব্যাক্তিগত চিঠি তুমিও লিখতে।

    চিঠি প্রসঙ্গে এবং ঝরণা

    আমি।অ। সারারাত বসেছিলাম। শব্দগুলো
    জ্বলছিল ভেতরে। মুঠোফোনে কয়েকটা...
    তুমি, কুড়িয়ে নেবে ভাঙা ঝিনুকের ভীড় থেকে।

    বন্দর, বন্দর কেন সরে যাচ্ছ?
    আমি প্রত্যাগত জাহাজ,
    দরজা খোলো, দরজা খুলে দাও!

    তৃতীয়।অ। আচ্ছা, নিকোটিনে প্রোটিন নেই?

    আমি।অ। বিয়াত্রিচে, কাব্য-সংলগ্ন উঠোনে হেঁটে দেখ
    গাছেরা অক্সিজেন খায়।
    কবিতাও মানুষ-খেকো।

    তৃতীয়।অ। এ সব বুড়বুড়ি কথা দিচ্ছ?
    ধরলেই ফেটে যায় বুদবুদে যে ঈশ্বর
    তাকে শালোয়ারের দড়িও করিনা।

    আমি।অ। এই সব শব্দগুচ্ছ, মানেহীন? অবিরাম
    বয়ে চলে প্রতীক্ষার ভিতরে অথচ
    সন্ধিও জানে। শুধু ছুঁতে জানলে না?
    জানলে না কতোটা আশ্লিষ্ট হলে মধ্যরাত,
    ভোররাত, বিরহ-দুপুরেও
    একটি শব্দের মধ্যে ঝর্ণা খুঁজে দেখা যায়?

    ‘আমি আছি’ লিখতে এতই কষ্ট ছিল?

    তৃতীয়।অ। যখন মাছ ধরছি না তখন
    তোমাকে বিদায় দিলে আমার
    ভারমুক্তি ঘটে। খেলাটি শেষ
    আমিও এক্কা-দোক্কা
    দিগন্তের দিকে চলে যাব।

    আমি।অ। পানশে হর্তুকি দিয়ে সত্যিই
    ছাঁচি পান হয় না।
    আয়োজন পন্ড করে যাবতীয়
    মধ্যম আসর। যে সন্ধ্যায়
    তুমি লেখোনি একটিও বাক্য,
    সেদিন স্লিপার, রেল এবং সভ্যতা থেকে
    জঙ্গল চিরে চলা রেললাইন খুলে নিয়েছি।
    প্রতিটি আরণ্যক নিরাপদ।
    কেনাবেচাকে দাঁড়ি দিয়েছি।
    আমি আর তুমি-র মাঝখানে বসিয়েছি কমা,
    প্রেম রেখেছি এবং দিয়ে। আমার চিঠিগুলো
    কার্তিকের মাঠে হিম; প্রতিটি
    প্রমাদকণাকে পরমান্ন করেছি পরিশ্রমে।
    আমি একান্ত মাছধরার খেলাটি থেকে
    ধৈর্য্য নিয়েছিলাম। জল সরে গেলে যে সব
    অর্থহীন সেই সব ছিপ, ফাতনা, চার
    সব এখন সান্ধ্যভাষা ভাষ্কর্য্য;

    আমাকে নাই বা নিলে,
    ঘোমটা খসিয়ে নতুন ভাষাটি
    তোমাকে ইচ্ছাপত্রে লিখে দিলাম।
  • tatin | 122.252.251.244 | ১৫ নভেম্বর ২০১১ ২১:০৪429306
  • দমদম
    -----------
    ছেঁড়া ছেঁড়া বাড়িদের কার্ণিশে মেঘ জমে থাকে
    রৌদ্র সরিয়ে দ্যাখো হলদেটে ঘাসের উঠোন
    যেমন অনেক-চেনা মুখ
    রঙজলা পথ ধ'রে সাইকেলবাহী বার্তার
    আগম-বিশেষ লিখে রাখে
    বিবর্ণ পোস্টের পাশে জবুথবু হয়ে বসে শীতের সকাল
    ছোটবেলা অপার তাকায়
    মৃত্যুর বন্দর থেকে ঐপারে উড়ে যায় প্লেন

    বিমানবন্দর
    -----------
    শববাহী বাসগুলি দেখো
    দরোজাপ্রান্ত থেকে আকাশের বুকে ছেড়ে আসে
    ডানাহীন যাত্রীকে বেঁধে ফ্যালে উড়ান নিয়ম
    গতির এমনই সব খেলা
    উড়ালপুলের থেকে শব্দ শীর্ণ হয়ে আসে
    চেনা-অচেনার পাড়া লাট খায় এধারে ওধারে
    অব্যবহিত পরে, ধুলোমেঘে
    ম্লান তটরেখা মুছে যায়।
  • Tim | 198.82.18.120 | ১৫ নভেম্বর ২০১১ ২১:১৯429307
  • অসা হয়েছে, খাসা হয়েছে।
  • sayan | 115.242.179.243 | ১৬ নভেম্বর ২০১১ ০১:০৮429308
  • সাপ্তাহিক, টিম, ফ্রিডা, শুদ্ধসত্ব, তাতিন্দা - সব্বাই অসা, খাসা, উচ্চনাসা, হুল্লাআআট। :-)
  • sharmistha ghosh | 202.142.100.182 | ২৩ নভেম্বর ২০১১ ০৭:০৫429309
  • #২৪৭৬;#২৫০৩;#২৪৮২; #২৪৭৪;#২৪৯৪;#২৪৫৩;#২৪৮২;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৫;? / #২৪৮৬;#২৪৮০;#২৫০৯;#২৪৭৮;#২৪৯৫;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৪;#২৪৯৪; #২৪৫৬;#২৫০৭;#২৪৮৭;

    #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭০;#২৪৮০;#২৪৬০;#২৪৯৪; #২৪৫৪;#২৫০৭;#২৪৮২;#২৪৯৪;#২৪৩৯; #২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;
    #২৪৬৮;#২৪৯৪;#২৪৮৮; #২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৫০৭; #২৪৮৮;#২৪৭৬; #২৪৭৮;#২৫০৩;#২৪৮২;#২৪৯৪;#২৪৩৯; #২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;
    #২৪৮০;#২৪৯৪;#২৪৫৪;#২৪৯৫;#২৪৭২;#২৪৯৫; #২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭;#২৪৩৯; #২৪৫৫;#২৪৯৭;#২৪৬৩;#২৪৯৫;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০;
    #২৪৩৮;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৫;#২৪৭২;#২৫০৩;

    #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৭৬; #২৪৫৮;#২৪৯৪;#২৪৫১;#২৪৭৯;#২৪৯২;#২৪৯৪;#২৪৩৯; #২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;
    #২৪৫৪;#২৫০৭;#২৪৮২;#২৪৯৪; #২৪৫৪;#২৪৯৭;#২৪৮২;#২৪৯৫; #২৪৮৮;#২৪৮৯;#২৪৬০; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪;
    #২৪৬৬;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৫;#২৪৭২;#২৪৯৫; #২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭;#২৪৩৯; #২৪৩৭;#২৪৮২;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩;#২৪৮০;
    #২৪৫৩;#২৪৯৫;#২৪৩৪;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭৬;#২৫০৩;

    #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৭৬; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪;#২৪৩৯; #২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;
    #২৪৬৮;#২৫০৭;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭৯;#২৪৯২; #২৪৫৬;#২৪৯৫;#২৪৮০;#২৫০৩;,#২৪৬৮;#২৫০৭;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭৯;#২৪৯২; #২৪৭২;#২৪৯৫;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩;
    #২৪৭৬;#২৪৮২;#২৪৯৫;#২৪৭২;#২৪৯৫; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪;
    #২৪৬০;#২৫০৭;#২৪৮০;#২৪৫৫;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৯;#২৪৯২;

    #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৮;#২৫০৭;#২৪৫৪;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৭;#২৪৭৮;#২৪৯৫;#২৪৩৯; #২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;#২৫০৩;
    #২৪৬৮;#২৫০৭;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৮;#২৫০৭;#২৪৫৪; #২৪৭২;#২৪৯৫;#২৪৮০;#২৪৯৭;#২৪৭০;#২৫০৯;#২৪৭০;#২৫০৩;#২৪৮৬;#২৫০৩;
    #২৪৭৭;#২৪৯৪;#২৪৮২;#২৫০৭;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৬০;#২৫০৭;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৭;#২৪৫৪;#২৪৯৪;#২৪৮০;
    #২৪৬৮;#২৪৯৪;#২৪৮২; #২৪৫৩;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪;

    #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৬;#২৫০৯;#২৪৮০;#২৪৭৬;#২৪৬৭; #২৪৩৮;#২৪৫৩;#২৪৯৮;#২৪৮২; #২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;
    #২৪৬৮;#২৫০৭;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৬৭;#২৫০৯;#২৪৬৪; #২৪৫৩;#২৪৮২;#২৪৫৩;#২৪৮২;#২৪৯৪;#২৪৮২;
    #২৪৪৭;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৭২;#২৪৭৯;#২৪৯২; #২৪৪৭;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৭২;#২৪৭৯;#২৪৯২;
    #২৪৩৭;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩;

    #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৪৭;#২৪৫৪;#২৪৭২; #২৪৭০;#২৪৯৫;#২৪৮২; #২৪৭০;#২৪৯৫;#২৪৭৬;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪;
    #২৪৮০;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩;#২৪৮০; #২৪৫৬;#২৪৯৭;#২৪৭৮;#২৫০৩; #২৪৮০;#২৫০৭;#২৪৬০; #২৪৫৩;#২৪৯৪;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৪;#২৪৬০;
    #২৪৭২;#২৪৬৮;#২৪৯৭;#২৪৭২; #২৪৫৫;#২৪৮২;#২৫০৯;#২৪৭৪; #২৪৮৮;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৭;#২৪৭৬;#২৪৭২;#২৪৯৪;
    #২৪৭০;#২৪৯৮;#২৪৮০;#২৪৩৭;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;

    #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৫০৩;#২৪৭৮; #২৪৭৮;#২৪৮০;#২৪৮২;#২৫০৩;#২৪৫১; #২৪৩৭;#২৪৮৬;#২৫০৮;#২৪৫৮; #২৪৮৯;#২৪৭৯;#২৪৯২;
    #২৪৫৩;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭০;#২৪৯৫;#২৪৭২; #২৪৭৬;#২৪৯৫;#২৪৭৬;#২৪৯৪;#২৪৫৫;#২৪৯৬; #২৪৮৯;#২৪৩৯;
    #২৪৫৮;#২৪৯৭;#২৪৮২;#২৫০৩;#২৪৮০; #২৪৫৫;#২৫০৭;#২৪৬৫;#২৪৯২;#২৪৯৪;#২৪৭৯;#২৪৯২; #২৪৭৭;#২৪৯৪;#২৪৫৭;#২৪৬৮;#২৫০৩; #২৪৬৯;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩;
    #২৪৭৮;#২৪৭২; #২৪৫৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪;#২৪৭৪;

    #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৪৭;#২৪৬৮; #২৪৮৮;#২৪৯৪;#২৪৭১;#২৫০৩;#২৪৮০; #২৪৮২;#২৪৯৪;#২৪৪১;
    #২৪৫৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৪;#২৪৫৫;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৭৫;#২৪৭২;#২৪৭৫;#২৪৭২;#২৪৯৪;#২৪৭৯;#২৪৯২;
    #২৪৭৬;#২৫০৩;#২৪৮২; #২৪৭৪;#২৪৯৪;#২৪৫৩;#২৪৮২;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৫;?
    #২৪৮৯;#২৪৯৪; #২৪৮৯;#২৪৯৭;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮৬; !
  • sharmistha ghosh | 202.142.100.182 | ২৩ নভেম্বর ২০১১ ০৭:০৮429310
  • বেল পাকলে কাকের কি? / শর্মিষ্ঠা ঘোষ

    আমার দরজা খোলাই ছিল
    তাস গুলো সব মেলাই ছিল
    রাখিনি কিছুই গুটিয়ে আমার
    আস্তিনে

    আমার সব চাওয়াই ছিল
    খোলা খুলি সহজ কথা
    ঢাকিনি কিছুই অলঙ্কারের
    কিংখাবে

    আমার সব কথাই ছিল
    তোমায় ঘিরে,তোমায় নিয়ে
    বলিনি আমি আমার কথা
    জোরগলায়

    আমার চোখে তুমিই ছিলে
    তোমার চোখ নিরুদ্দেশে
    ভালোবাসার জোর বুখার
    তাল কানা

    আমার শ্রবণ আকূল ছিল
    তোমার কণ্ঠ কলকলাল
    এখানে নয় এখানে নয়
    অন্যখানে

    আমার এখন দিল দিবানা
    রাতের ঘুমে রোজ কাম্পজ
    নতুন গল্প সম্ভবনা
    দূরাস্ত

    প্রেম মরলেও অশৌচ হয়
    কয়েকটা দিন বিবাগী হই
    চুলের গোড়ায় ভাঙতে থাকে
    মন খারাপ

    আমার এত সাধের লাউ
    কার বাগানে ফনফনায়
    বেল পাকলে কাকের কি?
    হা হুতাশ !

  • sharmistha ghosh | 202.142.100.182 | ২৩ নভেম্বর ২০১১ ০৭:১০429311
  • বল কতদিন / শর্মিষ্ঠা ঘোষ

    আজকাল অতিচেনা কবিতা টিকে
    লাইন টপকে তুমি পড়ে ফেলছ সোনা।
    চির চেনা বন্দরে অভিজ্ঞ নাবিক
    কম্পাস ছাড়াই খুঁজে নাও দিক বিদিক।
    জানি , তুমি হাতের রেখার মত চেন
    তোমার চিরকালের একান্ত প্রাচীন সাম্রাজ্য।
    এই নগরীর প্রতিটি গলি ঘুঁজি জান তুমি
    কোথায় কোন খানা খন্দ অপেক্ষমাণ
    সব চেনা ভূমিরূপ , কোন নদী উপত্যকা ছড়ান
    কোন গিরিখাতে, কোন খাদ কত টা গভীর
    মাপামাপি সারা সেই কোনকালে।
    কোন জমিনে ফলে শস্যকণা
    প্রান রূপি বহমান পরম্পরা, তুমি জান।
    তুমি জান, কোন পরিখায় ঘেরা তোমার ক্যাসেল
    জান, দুর্গ তোরণের দরজা খোলার পাসওয়ার্ড।
    তুমি জান ,কোন ভাস্কর্য ফোটে কোন ধমনী গাত্রে,
    স্পর্শে তোমার কোন আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত,
    এক সুগন্ধির গোপন কারখানা কোথায় অবস্থিত
    চিরচেনা তোমার, চোখ বুঁজে বলে দেবে জানি।
    কিন্তু যদি আজ নগরীর বন্দী বাসিন্দাটি
    ঘুম ভেঙ্গে উঠে জানতে চায়,
    বল, কোন ভাস্কর্যের জলুস পড়তির দিকে
    সময়ের অছিলায় , বল, কোন শস্যক্ষেত্র লণ্ডভণ্ড হল
    আকস্মিক উল্কাপাতে, বল, কোন সুনামিতে
    ভেসে গেছে স্থাবর অস্থাবর হার্দিক ঐশ্বর্য,
    বল, কোন অকাল বর্ষণে ঝড়েগেছে স্বপ্ন পারিজাত,
    কোন স্ফুলিঙ্গ দাবানলে খাক করলো
    তোমার সাধের সাজানো বাগান , বল ,
    কি উত্তর দেবে তুমি আজ ?
    তার চোখে চোখ রেখে বল, সোনা,
    কতদিন তুমি ভালকরে দেখনি তাকিয়ে
    তোমার একান্ত সম্পদ ভেবে যাকে ভুলে আছ।
    কতদিন তুমি গভীরে যাওনি তোমার প্রিয় কবিতার
    উচ্চারণ করে গেছ শুধু অভ্যাসে
    কতদিন, বল কতদিন ...।অ।

  • pharida | 61.16.232.26 | ২৩ নভেম্বর ২০১১ ০৯:৩০429313
  • একটা কথা ভুল করেছে
    হঠাৎ তাতেই চোখ পড়েছে
    তোমার কাছে যাওয়ার ছিল
    অন্য কিছু অর্থ নিয়ে-
    হয়তো নিছক নীরবতায়
    চিরন্তনী বাঙ্ময়তায়
    হয়তো তোমার পাশে গিয়ে
    অনর্থক এক ভিড় বাড়াত।

    তার বদলে, ছিটকে গিয়ে
    তোমার কানের পাশটিতে সে
    ঝুমকো দুলেই আটকে গেল।

    আমার কথা পথ হারাল।
  • siki | 123.242.248.130 | ২৩ নভেম্বর ২০১১ ০৯:৩৭429314
  • এই ছেলেগুলো, সকালে আপিস এসে কোথায় কাজ করবে, তা না, ভুলভাল কবিতা লিখছে।

    যাচ্ছেতাই :-)
  • pharida | 61.16.232.26 | ২৩ নভেম্বর ২০১১ ১৬:৪৫429315
  • কিছু চৈত্র বলতে দেয় ছুট
    কিছু হলদে পাতায় চুর চুর
    তার সময় থাকলে বলত
    শুধু নি:ঝুম চিল চিক্কুর।

    আমি নিস্ফল তবু সোরগোল
    তাতে এক পা রাখতে পৈঠা
    যদি নড়বড় করে চিত্র
    তাতে একটাই তোর বই থাক।

    দিনে চাপ কম বেশ হাঁসফাঁস
    বাড়ি ফিরলে মেঘ ঝামটাক
    এক ট্রাম্পকার্ড টই টম্বুর
    কিছু ফুলটস রাতে ঝিংচ্যাক।

    ফের ফুটবল তারা ফুটবে
    খুব সোরগোল তুই ফিরলে
    তবু জলছাপ দিয়ে রাখলাম
    আমি থামলেও খেলা চলবে।

  • phutki | 121.241.218.132 | ২৩ নভেম্বর ২০১১ ১৭:০৮429316
  • সত্যি বলছি..
    রাত বাড়লেই , পড়ছে মনে রূপকথারা
    সত্যি বলছি..
    আবোল তাবোল , চিন্তাভাবনা লাগামছাড়া
    সত্যি হয়তো
    রাত তারারা দিচ্ছে নাড়া আশিরনখ
    সত্যি সত্যি
    ছোট্টোবেলা আসুক ফিরে, আমার হোক...
  • pharida | 61.16.232.26 | ২৪ নভেম্বর ২০১১ ১৬:২০429317
  • শর্মিষ্ঠা, আপনার লেখা হাইকু দেখেছিলাম মনে আছে, বোধ হয় ফেসবুকে। এখানে রাখা যায়?
  • pharida | 61.16.232.26 | ২৫ নভেম্বর ২০১১ ১৫:১২429318
  • আজকে, তোমার জন্মদিনে

    যেখানেই যাই, গাছের কাছে নদীর কাছে
    ভাবছি যেন পৌছে গেছি
    নতুন কোনো তেপান্তরে
    এ পর্যন্ত কারুর যেন পা পড়েনি-
    ঠিক তখনি দেখছি তোমার আখর কিছু লেখা আমায়।

    সুনির্দিষ্ট তোমায় খুঁজবো বলেই তো আর বেরৈ না আর
    তা সঙ্কেÄও গতজন্মের পূণ্যফলে
    আগলে রাখো আমায় তুমি
    যত্ন করে শেখাও আমায় সব অচেনা
    দৃশ্য যত গন্ধ যত।

    বুকের মধ্যে এক কুয়াশার মধ্যে যখন
    ট্রেন ছেড়ে যায়,
    রুমাল নাড়ি, জানি আবার, যত দূরেই যাও না তুমি
    ফিরে আসছ বারে বারে –
    আমার জন্য যত্ন করে, গাছ বুনেছ সব অরণ্যে
    পাহাড় সাজাও, তাতে নদী চলতে থাকে ছলাৎ ছলাৎ।

    তাতেই বুঝি-
    এই আঙুলে সেই লেখাটাই লেখাও তুমি – তোমায় বলা।

  • dd | 124.247.203.12 | ২৫ নভেম্বর ২০১১ ১৫:১৯429319
  • ভয়ংকর ভালো তো!
    ও ফরিদা, এটা ঝট করে ছাপিও না। আমি এট্টু ইউজ করে নি।
  • pharida | 61.16.232.26 | ২৫ নভেম্বর ২০১১ ১৫:২২429320
  • :))

    আজ শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল যে -
  • de | 203.197.30.4 | ২৫ নভেম্বর ২০১১ ১৫:২৯429321
  • ফরিদা, খুব সুন্দর!
  • ppn | 204.138.240.254 | ২৫ নভেম্বর ২০১১ ১৭:২০429322
  • টু মাচ! মন ভালো হয়ে গেলো, ফরিদা।
  • Tim | 24.13.11.220 | ২৬ নভেম্বর ২০১১ ১২:২৮429324
  • মিস করে গেছিলাম আরেট্টু হলেই। ভালো হইছে খুব।
  • pi | 72.83.76.29 | ২৬ নভেম্বর ২০১১ ১২:৩৩429325
  • এটা কোট করার মতই হয়েছে, আর লোকে করছেও :)

  • Tim | 24.13.11.220 | ২৬ নভেম্বর ২০১১ ১২:৫০429326
  • ঢেউ সরে যায় পায়ের পাতায়, অন্ধকার
    বিদগ্‌ধ কোন্‌ সুদূর অতীত, কলকে ফুল
    চৌখুপিমুখ- পাখির বাসায়, রোদ ঝিলিক
    এই ঘরে তার পায়ের ছবি, চলার ছাপ।

    এখন তাহার মুখের পাশে ধানের শীষ
    নখের কোণে পড়তে পারার অহঙ্কার
    দু-এক কথায় বিপন্ন তার শব্দছক
    পাথরকুচির পাতায় আঁকা ভবিষ্যৎ।

    দুদিন পরেই চোখের দেখা, বিশ্বরূপ
    হঠাৎ দেখা অজান্তে, অ-দরকারে
    ভ্রমণ, কাব্য, কূটসাহিত্য- স্বর্ণময়
    প্রবন্ধপাঠ, নদীর তীরে- নির্জনে।
  • tatin | 117.197.66.12 | ৩০ নভেম্বর ২০১১ ০৬:৪৩429327
  • শহরের গায়ে খুলির চিহ্ন লেগে আছে,
    মাটিকে বাঁচাতে লাগে ঘৃণা, হিংসার আঁচে
    তাব্‌ৎ সর্প পোড়ে-
    তবুও এ বাংলার বুকে কেঊটেরূপী কাল পশে চাঁদের বাসরে,
    বিষের ললিতে ঘুম আসে, ভাষায়, অক্ষরে, সংবাদমাধ্যম, পুঁজি-
    চলমান অশরীরী, এই ঘুম চেয়েছিলে, বুঝি।
    হুল থেমে গেলে পরে-
    তীক্‌ষ্‌ঞ দু কাঁধ থেকে ঝুলে থাকা গামছা-চাদরে
    ঢাকের শব্দ ভেসে আসে, টিভির রিমোট থেকে শালডুংরির গাছে গাছে;
    আমাদের সকলের গালে খুলির চিহ্ন লেগে আছে।
  • Tim | 173.163.204.9 | ৩০ নভেম্বর ২০১১ ১১:০৩429328
  • ঘুমের শহরে একা, অপেক্ষা করে আছে সে
    চোখের কোনায় কালি, শিয়রে কৃষ্ণচূড়া গাছ
    আলসের ধার ঘেঁষে একলাফে চাঁদের কানাচে
    পরতে পরতে শোক, বিভ্রমে লবণের স্বাদ ।

    জলীয় বাষ্প যত খাপছাড়া সময়ের টানে
    পুড়ে ছাই। বাতাসের ফিনফিনে পাখনার সুখ
    কখনও কুয়াশাঘেরা, কখনও বা চোরাস্রোতে গ্লানি-
    শিরদাঁড়া সোজা রাখে কতিপয় জীবনবিমুখ।
  • Tim | 173.163.204.9 | ৩০ নভেম্বর ২০১১ ১১:৩৫429329
  • আরো কিছু উৎরাই, আরো কিছু আধভাঙা সিঁড়ি
    ঐকান্তিক কিছু ইচ্ছের বিস্তৃত জমি পার ক'রে
    পৃথিবীর যাবতীয় সন্তাপ, যাবতীয় স্বেচ্ছাচারিতা
    এখনও নিচের দিকে, নিম্নগামীতা যদি সংকেত হয়
    প্রখর আত্মরতি জড়িয়েছে শিকড়বাকরে।
    আকালের শেষে যত স্বেদবিন্দু, বাতিল ঘাসের দানা, চিনি
    বিলাসের খড়কুটো, সন্দেহ, স্বাদের রকমফেরে হেয়
    ছিন্ন যুদ্ধবেশ, বিজিত অস্ত্ররাশিভার
    অনুশোচনাই বহুদিনের পাথেয়।
  • Ali Reza | 180.234.69.40 | ০১ ডিসেম্বর ২০১১ ০০:০১429330
  • পরীক্ষা
  • pi | 128.231.22.133 | ০১ ডিসেম্বর ২০১১ ০২:১৭429331
  • ক্ষুদ্রতম কবিতা ?
  • dd | 124.247.203.12 | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:১৮429332
  • Madam
    I am adam
    ..... এইটি ক্ষুদ্রতম পৈট্রি
  • siki | 123.242.248.130 | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:২৭429333
  • এইটি তো প্যালিনড্রোম। এর উত্তরে ঈভের জবাবটিও তাই ছিল।

    Eve
  • pharida | 61.16.232.26 | ০২ ডিসেম্বর ২০১১ ১২:৩৫429336
  • তুমি বললে তফাৎ যাচ্ছি – সেদিন থেকেই অন্ধকারে
    যে আঙ্গিকে তারকাটি মরে যাওয়ার পরেও কেমন
    আলোর চিঠি অনিচ্ছাতেও পাঠায় তোমায় –
    তেমন কিছু ধরে নিও এই ক’টি লাইন।

    সত্যি বলতে, তফাৎ যাচ্ছি – আজকে থেকেই অন্ধকারে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন