এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - ২

    pharida
    অন্যান্য | ২১ নভেম্বর ২০০৯ | ৩০৩৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pharida | 220.227.148.193 | ০৫ জুলাই ২০১১ ১৫:১০429203
  • যেন আমার দিগন্তময় মেঘ করেছে
    মেঘ করেছে কথার পিঠে জাঙ্কÄল্যমান
    অস্থিরতা পুঞ্জে পুঞ্জে ঢেকে দিচ্ছে চিন্তাটুকু
    যে রোদ্দুরে চলতে পেত রাস্তাটি তার কর্দমাক্ত
    তাও সে এমন বৃষ্টিছাঁটে বাঁচাই আমার
    একটিমাত্র জামা শুধু এইটুকুতেই
    ভরসা রাখা যেত বলে মনে করছি।

    এ ধরতাই লাজুক বলে আজকে না হয়
    বলার আগেই ফুরিয়ে গেল
    এই বৃষ্টি আমার নষ্ট ঘুমের ছুতোয়
    ফিরেই গেল তলিয়ে গেল মেঘের মধ্যে।

  • dd | 59.97.120.176 | ০৫ জুলাই ২০১১ ১৫:২৯429204
  • ফরিদা,কুমু,স্যার তেকোনা- ইত্যকার গুনীজনের পদ্য আকচার বেরোচ্ছে নামী পত্রিকাগুলোতে।

    ছেলে ছোগরা কেউ নেই ঐ সব ছোটো ছোটো পদ্দগুলোরে হেথায় বা অন্য কোনো টইতে সযত্নে তুলে দেয়?
  • kumudini | 122.160.159.184 | ০৫ জুলাই ২০১১ ১৬:০৬429205
  • ডিডিদা,এটা কি করলেন?এইসব মহারথীদের সঙ্গে কুমুর নাম করলেন ?ছি ছি, লজ্জায় সবুজ হয়ে গেলাম।

    ফরিদার কবিতা কোথায়?এবারের দেশে সুমন গুণের কবিতা আছে,ওটি ফরিদার বলে তো মনে হল না।

    কোন গুরুভাই/বোনের কবিতা আমার চোখে পড়ামাত্র এইখানে টাইপিয়ে দেব।
  • pharida | 220.227.148.193 | ০৫ জুলাই ২০১১ ১৬:৪২429206
  • ডিডীদাদা, সে তো এখন শুধু কথা দিয়েছে - দেখা দেয়নি, তাই এখন অন্য কিছু পড়ে ফেল দিকি :)

    আমরা যারা নষ্ট সময় লিখতে লিখতে
    খাতার পাতায় অনভ্যাসে আঁকতে গিয়ে
    জীবনযাপন জন্ম দিচ্ছি অস্থিরতার।

    আমরা যারা অস্থিরতায় গুমড়ে থাকা
    কথায় শুধু পোষাক পরাই চুল দাড়ি গোঁফ
    অন্যরকম। বেশ অকারণ তোমায় নিয়ে
    ছিনিমিনি খেলতে গিয়ে অনাসৃষ্টির
    বৃষ্টি আনি অন্যমনে।

    আমরা যারা ভিজতে গিয়ে জ্বর বাঁধিয়ে
    অফিস কাটি। নয়তো কিছু গল্পে কাটে
    সফরনামা। অন্য কিছু বলব বলে
    অন্যতর শব্দ কিছু দিচ্ছি জমা
    প্রায় অকারণ।

    আমরা যারা এ প্রজন্ম জলাঞ্জলির
    জন্য দায়ী বলে যাচ্ছি যতক্ষণ না
    ইচ্ছেমত শব্দ এসে পংক্তি জুড়ে
    নিজেই বসে খাবারটাবার বেড়ে নিচ্ছে
    আমরা শুধু সেধে যাব, সেধেই যাব।

  • sayan | 115.241.0.19 | ০৭ জুলাই ২০১১ ০০:১৪429207
  • এখন শরীরী শিল্পে ধূসর গেরুয়া কারুকাজ
    দু'হাতে তবুও বাজে সবুজ স্বপ্নের বেলোয়ারি
    রোম কুদরৎ অঙ্গে ধরতে চায় বৈরাগ্যের সাজ
    অথচ হৃদয় দ্যাখো পক্ষীরাজ ইচ্ছার সওয়ারী

    তাহলে কোনটা তুমি, যে বসে স্মৃতির চরকা কাটে?
    যার গালে ওম্‌ খুঁজি, যে আঁকে নক্‌শীকথা রুদালি কাঁথায়?
    নির্লজ্জ কাকে দেখি প্রার্থিত আমার পূর্ণ লালসায়?
    নাকি যে খঞ্জন হয়ে নাচতে চায় দুরন্ত পাখসাটে?
  • sayan | 115.241.0.19 | ০৭ জুলাই ২০১১ ০০:২৬429208
  • সব মেহনত্‌ জলাঞ্জলির মুখে, তবু থেকে থেকে ধুঁইয়ে জ্বলে
             পুরাতন কথা -
    আন্‌মনে ঘুরপাক খায় উঠোনে, ডহরে, বাস্তুতে,
    সবুজের চুম্‌কুড়ি এসে শিখিয়ে গিয়েছে অনুভব
    এই ভালোবাসা শেখো, এখানেই শুরু, তারপরে
             অনেক সুঘ্রাণ পাবে, ওড়্‌ কলমির বন,
    বহু খাঁজখোঁজ শরীরের, ঢের ধ্যানাচির পরে শব্দ খোঁজাখুঁজি হবে,
    আর সবশেষে নাভিমূল
    সেখানে আঁতুড়ঘরে শব্দে শব্দ গেঁথে জন্মজল্পনা বারেবার -
    শুধু এইটুকু নয়, অনুভবে পাথরকুচির পাতা গাছ হয়ে,
             গাছের শিকড়

    প্রবিষ্ট হয়েছে বহুদূর,
    কতো আর এড়িয়ে উড়িয়ে যাবো এইসব, নাছোড়বান্দার মুঠো থেকে
    আমার কি ছুটিছাটা নেই
  • Tim | 173.163.204.9 | ০৭ জুলাই ২০১১ ১২:১৬429209
  • শব্দে অনেক কাঁটার মত, দু:খ পাওয়া
    তীরের মত, রক্তমাখা শব্দাবলী
    মাংসখন্ডে, মেদমজ্জায়, জীবনঘাতী
    শব্দ কাটে এক লহমায়, অসাবধানে

    শব্দ একাই একশো, যতই অন্ত্যমিলে
    আটকে থাকো, আটকে রাখো ছান্দসিকে
    ছিন্ন ছিলায় টান পড়বে, দিগ্বিদিকে
    ঘুচবে তখন শব্দবাণে, প্রাণসংশয়

    শব্দ হয়ত আস্তাকুঁড়ে, আবর্জনায়
    বীভৎসরস, সঙ্গোপনে কুক্ষিগত
    মৃত্যু যখন হাতের তালুর হিসেব নেবে
    শব্দ তুমি হারিয়ে যেও, সঙ্গীহারা।

  • kumu | 122.160.159.184 | ০৭ জুলাই ২০১১ ১২:৫৮429210
  • সায়ন,টিম-অসাধারণ,অসাধারণ।
    আজ সব কাজ মাটি!!
  • de | 59.163.30.4 | ০৭ জুলাই ২০১১ ১৩:৫৮429211
  • সায়ন, টিম, ফরিদা সব্বাই অদ্ভুত সুন্দর! গুরুর কবিতার টইয়ের তুলনা আর কোত্থাও হয় না!
  • Nina | 12.149.39.84 | ০৭ জুলাই ২০১১ ১৯:২০429213
  • কবিতার চটি কবে বেরুবে?
    কবিদের সেলাম!!
  • Tim | 198.82.18.177 | ০৯ জুলাই ২০১১ ০৭:২১429214
  • অন্য দিনের শেষে, অবয়বে আবছায়া
    ঘন হয়ে আসা সন্ধ্যার মত ঢেউ-
    ঘাসের ফণায় শিহরণ, কিছু স্মৃতি-
    অভ্যাসবশে ফেরে।

    নদীটির ধার ঘেঁষে, বালিঘড়ি সরে একা
    বনানী তবুও সেজেছিলো আলগোছে,
    স্বপ্নের বিষ শুষে জোনাকির দল-
    নিভন্ত মৃতদেহ।

    নীলচে আলোয় ঘেরা, কিছু মুখ অকারণ
    অন্য সময়, উষ্ণতা, শ্বাসবায়ু
    শিরায় প্রাণের উৎস, বিস্মরণ
    উন্মাদ তবু হাসে ।

    বর্ষার মেঘে, অবয়ব জুড়ে আবছায়া
    ঘন হয়ে আসা সন্ধ্যার মত কেউ
    অন্ধকারের আভাসে, পুড়ছে স্মৃতি-
    অভ্যাসবশে একা।
  • Tim | 198.82.18.177 | ০৯ জুলাই ২০১১ ০৭:৪১429215
  • অক্ষরে আর মূল্যবোধে, ছড়িয়ে দিচ্ছি
    বিকিয়ে যাচ্ছি জীবনবোধে, হেরোর দলে
    নষ্ট সময় আঁকড়ে ধরে, শব্দ লিখছি-
    হাল ফেরেনা আলসেমিতে, নিদ্রাছলে।

    জলের শব্দ, নদীর শব্দ, গুলিয়ে যাচ্ছে
    ফিরিয়ে নিচ্ছে বিরক্তিও, অন্যমনে
    রাগের সময় পেরিয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে
    ঘৃণাও এখন হাত রাখছে সঙ্গোপনে।

    অগুন্তি কাঠ, সাতসতেরো প্যাঁচপয়জার
    কবর অনেক, লাশ ভরেছি, তবুও বাকি
    কফিন উপছে, জমির নিচে লাশের পাহাড়
    আমিও এখন আয়না দেখে মৃত্যু আঁকি।
  • nk | 151.141.84.194 | ১৪ জুলাই ২০১১ ০৬:১১429216
  • সময়ের চৌখুপী আয়নায়-
    মুখপালিশ করা আহ্লাদী রঙ
    আর তিনঘন্টার চেষ্টায় গড়া
    মনুমেন্ট-খোঁপা দেখতে গিয়ে-

    দেখি মেঘে মেঘে বিদ্যুতের দাঁত
    রাত্রির গা বেয়ে গড়িয়ে পড়া রক্ত-
    হঠাৎ বাজের হিংস্র হুংকারে
    ঝনঝন করে আয়না ভেঙে যায়।

    এখন অন্ধকার চৌখুপী হাঁ করে আছে
    তিনকোণা তিনকোণা হয়ে ভাঙা আয়নার
    টুকরোগুলো ফুটে যাচ্ছে পায়ের পাতায়,
    অন্ধকার চৌখুপীর হাঁ বড়ো হচ্ছে, আরো, আরো....

  • nk | 151.141.84.194 | ১৫ জুলাই ২০১১ ০০:০০429217
  • ঘুমাতে ঘুমাতে চলে গেছে মুহূর্তেরা
    অসাড় কুয়াশা ভেদ করে জেগে ওঠা হয়নি-
    কতদিন অধরা রয়ে গেছে রাত্রির জানালা,
    কতদিন কথা বলা হয় নি তারাদের সাথে,
    কতদিন শুনি নি রাত্রির শন্‌শন্‌ ডানার শব্দ-
    অসাড় ঘুমে পালিয়ে গেছে মুহূর্তেরা।
    কোনোদিন শেষরাত পৌঁছলে ভোরের দরজায়,
    আবার যাবো ফুলঝরা শিউলির কাছে,
    কোনো শর্তই নেবো না সেই অফুরাণ শরতে।

  • omnath | 117.194.198.198 | ১৫ জুলাই ২০১১ ০০:২৮429218
  • এগুলো কি ট্যানের নামে অন্য কেউ লিখল? এত বাজে তো ট্যান লিখত না কোনোকালে !!
  • Tim | 198.82.21.123 | ১৫ জুলাই ২০১১ ০২:২৬429219
  • ট্যান একটু ক্যাজুয়ালি লিখছে আজকাল। কদিন আগে দেখলাম ভাটে ছড়া লিখলো, পড়তে গেলে কেটে কেটে যাচ্ছে।
  • ranjan roy | 122.168.220.1 | ১৫ জুলাই ২০১১ ০৫:৫৬429220
  • সেকি! NK কি ট্যান? এতবার নাম না বদলে সোজাসুজি লেখে না কেন? ট্যান স্বাগত।
  • pi | 72.83.103.132 | ১৭ জুলাই ২০১১ ২০:৫০429221
  • তুলে দিলাম।
  • RAMIT | 59.93.201.157 | ১৭ জুলাই ২০১১ ২১:২৫429222
  • চেতনা মানে হেরে যাওয়া
    এই ধরো, যে রাগী যুবক
    একদিন স্বপ্ন খেয়ে ফেলে –
    আকার ইকার ছড়িয়ে ফুল হয়ে গেছিলো,
    তুমি ভাবো- সে এখন কোথায়!
    দেখো, ফুটপাতে দাঁড়িয়ে একটা মাথা
    তার যাবতীয় রুমানি লিরিকের সাথে কবি হয়ে উঠছে।

    ....................

  • dd | 122.167.4.104 | ০৫ আগস্ট ২০১১ ২৩:৪৫429225
  • এ ভাবেও ফিরে আসা যায়। এই
    নির্নিমেষ সময়ের কাঁটা বেছে,অপলক
    দৃষ্টিকে পাথরে পাথরে লুকিয়ে। ফিরে আসা যায়।
    বালিতে পায়ের ছাপ,ঢেউ তাকে গেলে।
    গেলে,গিলে খায়।

    অকম্পিত সুভদ্র ভাষণে,সম্ভাষনে
    শহুরে চুমুক পরে সুগন্ধী চায়ের পেয়ালা।
    দার্জিলিঙ টি।

    দেওয়ালেতে গাঁথা থাকে কাতরতা,
    বালকের অনভ্যস্ততার ভুল স্মৃতি।
    ঝরা পাতা,ছেঁরা ঘুড়ি,কার্নিশ ফাটানো বটগাছ
    ইত্যকার...... ঝুরো বালি

    নিতান্ত সহজে,রক্ত বয় ,হৃতপিন্ড শব্দ করে
    ডাকে আয় আয়।

    এ মায়ায়,এই সময়ে,এই ভাবে ফিরে যাওয়া যায়।
    যায়।

  • pharida | 182.64.243.216 | ০৭ আগস্ট ২০১১ ২১:৩৫429226
  • আমার যখন বৃষ্টি এল

    সুহৃদ বলে সাতপূর্ণির ঘাটে ভেরাই নৌকাখানি
    কালো ছায়া ঘিরে থাকে জলের বুকে মুখ লুকিয়ে
    তারই কিছু ইচ্ছেটুকুর পালে কেমন বাতাস এলে
    হঠাৎ করে হাল ছেড়ে দি দিনের শেষে।

    কেউ আমাকে এমনাধারা ডাক দেয়নি আজ বহুদিন
    সেই ঠিকানা ঠিক তেমনই শুধু কিছু বটের ঝুরি
    দমকা বাতাস দাড়ি গোঁফের খড়খড়িতে খেলে বেড়ায়
    ছিটের বেড়ার চিহ্ন দেখে ঠাহর হচ্ছে বেশ পুরনো গেরস্থালি
    এখন তাদের ছেলেপিলে বড় হয়েছে সমুদ্রময় ছুটোছুটি।

    সুহৃদ বলে আর কিছুক্ষণ দাওয়ায় বসি
    ঝিরিঝিরি হাওয়া আসে, ঠুনকো মতো এই অসময়
    টুকরো টুকরো জানাশোনা আসছে যাচ্ছে এরই মধ্যে
    হয়তো আমি হাল ছেড়ে দি দিনের শেষে।

  • Tim | 173.163.204.9 | ০৮ আগস্ট ২০১১ ১১:০৭429227
  • পলকা দুয়েকটা খবর আসে, একাই।
    কোথাও নিথর পুকুরে ঘাই মারে মাছ, ঠোঁটে
    ধার নিয়ে বসে থাকে কেউ, সেও আজ অবসরে আছে-
    বাজ পড়ে, দূরে ধানক্ষেতে কিছু পাখি ওড়াউড়ি করে।

    ঢেউ ওঠে, পড়ে, শ্বাসপ্রশ্বাসে ফুলে ওঠে বুক
    দমকা হাওয়ার মত প্রাণবায়ু গিলে নিয়ে
    খলবল করে ওঠে মাছের মতন,শ্যাওলার নিচে-
    অধরাই কিছু স্বাদ, তোষকে বালিশে।

    স্বাভাবিক কথার আড়ালে, ঘেন্নায় ঝিলমিল ইশারাবহুল
    খাঁজকাটা পাতার শিরায়, লেলিহান জিভে
    রাতপোকা নিংড়ানো বিষাক্তরস, অকরুণ-
    স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস, কিছু ভিজে বারুদের স্তুপ।
  • . | 14.96.220.220 | ১০ আগস্ট ২০১১ ০৯:৪২429228
  • আমার ভাল ভেবে
    রোদ্দুর মাখছোনা তুমি
    আমার কথা শুনে
    ছেড়েছো হাঁটুজল তাও
    তোমার কথা ভেবে
    তবুও চোখ পাতা থাকে
    আমার ভাল ভেবে
    অন্য ভালবাসা পাও
    তখনো দরজাতে
    আমার ই অপেক্ষা জেনো
    এক এক রাত্রিতে
    আমাকে ফিরে পেতে হবে
    আমার ভাল ভেবে
    নতুন দিনগুলো ফেলে
    একলা সন্ধ্যেতে
    বাসবে ভাল তুমি কবে ?
  • . | 14.96.220.220 | ১০ আগস্ট ২০১১ ০৯:৪৮429229
  • রক্তজবা ছিল
    অকাল গোধূলিরা
    পাখির ডাক ছিল
    কখনো সাঁঝবাতি
    ভোরের বৃষ্টিতে
    স্থানীয় সংবাদে
    কাগজের সাইকেলে
    দুধের ক্যান হাতে
    শীতের সোয়েটার
    নরম টুথপেষ্ট
    চেসমী গ্লিসারিন
    দুপুরে অনুরোধ
    আসর ভেঙ্গে গেলে
    লুকোনো সিঁড়িকোণে
    মিথ্যে রোদ্দুরে
    মিথ্যে কান্নারা
    চেঁচিয়ে হাঁক দেয়
    "সত্যি শোধবোধ ?"
  • siki | 123.242.248.130 | ১০ আগস্ট ২০১১ ১০:১৫429230
  • বা:, বা:। সাতমাত্রা অনেকদিন বাদে পড়লাম।
  • pharida | 61.16.232.26 | ১০ আগস্ট ২০১১ ১৪:৪১429231
  • এমন ঢিমে লয়ে
    এসেছে বৃষ্টির
    কথারা, তাতে বুঝি
    ভাঙন চাতালের
    অকাল আলোড়ন।

    খানিক আলুথালু
    ছিল সে হঠাৎ ই
    গোছাতে গিয়ে দেখে
    চাবির গোছাটির
    নিভৃতে বটচারা।

    তখনি তোমারই
    কথাটা মনে ছিল
    সেদিনও সেতুটার
    আড়ালে জল ছিল
    এখনই ফিরে যাবে
    ক্ষণিক জলধারা
    কিছুটা আগে থাকা
    চাতালে ঘুর্ণিরা
    হঠাৎ বুড়ি ছোঁয়া
    আবেগে প্লুত হয়ে
    খানিক উদাসীন।

  • . | 14.96.220.220 | ১০ আগস্ট ২০১১ ১৫:৪৬429232
  • আটকে থাকা চিন্তাগুলো
    মাঝে মাঝেই বৃষ্টি নামায়
    যতই বোঝাই
    এ আকাশ না
    এ আকাশটা আমার কেনা
    তবুও যত মেঘের ভিড়ে বৃষ্টি নামায়
    আটকে থেকেও হাজার বুটির বৃষ্টি নামায়

    অবাধ্য সব ইচ্ছেগুলো
    বাধ্য করে মনের কোণে জ্বালতে আলো
    সরিয়ে রাখি
    সঙ্গোপনে
    এক চিলতে ছাদের কোণে
    তবুও সুখী ইচ্ছেগুলো জ্বালছে আলো
    সবটুকু মন ইচ্ছেমতই জ্বালছে আলো

    লুকিয়ে ফেলা দু:খগুলো
    যাচ্ছে উড়ে আমায় ছেড়ে
    তোরাই আমার সঙ্গী ছিলি
    একমাত্র বন্ধু ছিলি
    শুনছেনা কেউ,যাচ্ছে ওরা একলা ছেড়ে
    বর্ষাদিনে মেঘলা দুপুর যাচ্ছে ছেড়ে ...
  • pharida | 61.16.232.26 | ১০ আগস্ট ২০১১ ১৬:০৩429233
  • শব্দ কিছু কাঁচের দেওয়াল
    ঘুর্ণাবর্তে বিপর্যস্ত
    প্রশান্তি তার বেশ পুরনো
    ছিল বোধ হয় অপর্যাপ্ত।

    যেমন কিছু ইচ্ছে যারা
    বাঁচছে বলেই খাচ্ছে কিছু
    আবোলতাবোল সব ফুটন্ত
    এক বেহিসেব সওয়াল জবাব
    রাখবে ধরে এমন একটা
    ধার বাকি মেঘ কিচ্ছু না পেয়ে
    চিমনি খুঁজে দিশেহারা।

    তাতেই দেখি ঘর দোর সব
    ভুষো কালি ধোঁয়ায় ভরা
    ঘর অন্ধকার আজ বুঝি তার
    ভাত বসানো আর হল না ।
    শব্দ কিছু ঘুর্ণাবর্তে মিশছিল তার
    আর কিছুতেই সায় দিল না।

  • . | 14.96.220.220 | ১০ আগস্ট ২০১১ ১৬:২৭429234
  • খেয়ালি তরজাতে
    চায়ের কাপ
    ঠোঁটের কোণে হাসি
    খুশি দুপুর
    অচেনা কলম
    আর চেনা অফিস
    শব্দ মিল খুঁজে
    বাক্য হয়
    ঘড়ির কাঁটা চলে
    আঙ্গুলে উষ্ণতা
    কথার পিঠে আসে
    আলগা সম্মতি
    লেখায় ভর করে
    যাচ্ছে উড়োচিঠি
    খেয়ালি তরজাতে
    শব্দে কুর্ণিশ
  • siki | 123.242.248.130 | ১০ আগস্ট ২০১১ ১৬:৩১429236
  • বা-খুব!!

    দেখে যেন মনে হয়, চিনি উহারে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন