এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - ২

    pharida
    অন্যান্য | ২১ নভেম্বর ২০০৯ | ৩০৩৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 124.247.203.12 | ১০ আগস্ট ২০১১ ১৬:৪১429237
  • মহিলা মহিলা গন্দো।
  • de | 203.197.30.2 | ১০ আগস্ট ২০১১ ১৬:৪৭429238
  • টিকেন নাকি?

    দারুণ হচ্ছে! -- সব্বাইকে!
  • . | 14.96.220.220 | ১০ আগস্ট ২০১১ ১৬:৫৫429239
  • সন্ধানী চোখ
    চিনতে চাইছে সাদা পাতা
    বলে দিলো না পাওয়া লাইন
    প্রথম পাতায় নাম কাটা ছিল বহুকাল
    উপসংহারে
    ভ্রন্তিরা ভিড় করে আসে ..
    আতশকাঁচের নিচে
    মলাটের মাঝে
    শুধু সাদা পাতা ..

  • pharida | 61.16.232.26 | ১০ আগস্ট ২০১১ ১৭:২২429240
  • খুঁজেছি আলো যে
    দুচোখ বুজে তাও
    ঠাহর হলে ফের
    নিভৃতি ছুঁয়ে দাও।

    এখন বোধকরি
    সন্ধ্যা এসেছে
    কিছুটা পথ হেঁটে
    খানিক থেমেছে।

    এখন বোধ করি
    নানান রঙে তার
    আলাদা উষ্ণতা
    প্রতিটি পরতে।

    থাকুক চিলছাত
    সিঁড়ির দরজা
    এখন বোধ করি
    পুরনো তরজায়
    আগল ভেঙে গেলে
    হঠাৎ হাওয়াতে
    এখন বোধ করি
    পারব মেলাতে।
  • . | 14.96.8.228 | ১০ আগস্ট ২০১১ ১৮:৩৯429241
  • হঠাৎ পাওয়া ছুটি
    অঝোর বৃষ্টিতে
    শব্দ মিছিলে
    নতুন সখ্য
    নীরব পাঠ
    আজ খুশিতে ভরপুর
    প্রিয় কলমখানি
    সখ্যে ভরপুর
    এটা কি সত্যিই
    আমার দিন ছিল?
  • srijita | 14.96.8.228 | ১০ আগস্ট ২০১১ ১৮:৪১429242
  • প্রথম লেখাগুলো গুরুচন্ডালিতেই রাখলাম। খুব ভয়ে ভয়ে।
  • kumudini | 122.160.159.184 | ১০ আগস্ট ২০১১ ১৯:১৮429243
  • শ্রীজিতা,
    ভয়ের কিসু নাই,কিসুই নাই।
    একটিমাত্র ইস্যু বাদ দিলে এখানকার লোকজন ভাল,খুবই ভাল।

    আপনার লেখা খুব ভাল লাগল।বিশেষত: হঠাৎ পাওয়া ছুটি।
  • srijita | 14.99.80.190 | ১০ আগস্ট ২০১১ ১৯:২৯429244
  • কুমুদিদি,
    ও ই ভরসাতেই :-) । আর আমি সৃজিতা ।
  • sayan | 115.184.124.227 | ১০ আগস্ট ২০১১ ২২:৫৫429245
  • পাথরে এঁকেছি কবে ক্রশ?
    পাথর তো চির পরবশ
    কেউ তাকে ছুঁড়ে ফেলে দূরে
    খুঁজেছি অথৈ রোদ্দুরে।

    পার হয়ে ঝিম বনভূমি
    ঘরে কি এখনও বাজে শাঁখ?
    সাঁওতালি মাদলের দ্রিমি
    সন্ধ্যা কি শুনে হতবাক?

    রোদ্দুরে খুঁজেছি পাথর
    বোধহীন পথে পরবাসে
    শ্যাওলা ঢেকেছে গা-গতর
    এবার থেমেছি সন্ত্রাসে।

    যদিও ছেনীতে কাটা ক্রশ
    তবুও পাথর পরবশ।
  • hu | 12.34.246.72 | ১০ আগস্ট ২০১১ ২৩:১৮429247
  • বাহ!
  • nk | 151.141.84.194 | ১০ আগস্ট ২০১১ ২৩:২৬429248
  • ডানায় লেগেছিলো কখনো রোদ্দুর
    কখনো জোছনার চন্দ্রহাস,
    কখনো লেগেছিলো মেঘের খুনসুটি
    কখনো ঘনঘোর সর্বনাশ।
  • sayan | 115.184.124.227 | ১০ আগস্ট ২০১১ ২৩:৫২429249
  • আমার বিকেল হয়ে আসে,
    এ সময়ে ডাক্তারের বাড়ীটাড়ি, হাসপাতাল, শ্মশানটশান সব
              কাছে থাকা ভালো
    কিছুই থাকছে না মনে, কবে কাকে কী কথা দিয়েছি।
    এই কথা বলে তার মাথা ঝুঁকে পড়ে
    বালিশ নেই তবু যেন অনবদ্য শূন্যে শয্যা পাতা
    ঋতুচক্র ঘুরে যায় ঘরের অলিগলি দিয়ে নানান রঙে
    দুপুরে যে ফল পেকেছিল তার গন্ধ নাকে লেগে
    হঠাৎ পাক দিয়ে ওঠে শরীর।

    নতুন বাড়ীর মত চুনকাম করা এ আকাশ
    এক ঝলকের দেখায় লাট খেতে থাকে স্মৃতি
    তারই মধ্যে আমারও বিকেল নামে দ্রুত
    দেশলাই জ্বালাতে ভয় পাই
    যদি ছায়া পড়ে গাঢ় গোধূলি বেলার
    আলো অন্ধকারের ঢালে নি:শ্বাসের তাপ
    হাওয়া নিয়ে যায় যাকে বিকেলের পথে ও বিপথে
              হাত ধরে
    তার স্বপ্নে জড়িয়ে আছে শীতল আমার আঙুল -
    এমন অন্ধকার নামে, আধেক স্বস্তিতে
  • sayan | 115.184.124.227 | ১১ আগস্ট ২০১১ ০০:৪৬429250
  • এখানে অনেকদিন পূর্ণিমার প্রদীপ জ্বলেনি।
    দাবদাহ নেই, তবু আগুন চাগায়
    বুকে বনানী।

        কাছে কিছু নেই - অথর্ব বাতাস
    তেঁতুলতলার মোড় খুঁজে ফেরে। ঠোঁটের তিল
    কথা কয় না। শব্দের সাহস
    ঘুমের স্থবির উচ্চারণে পা ঘষটায়।
    সাক্ষী নেই, বিশীর্ণ গলিতে
    ধুতুরার ডালে রোজ কত ফুল ফোটে?

    কপালে পবিত্র স্বেদ বিকেলের বীমা
    খোঁজে - কতটুকু পাওনা দিনের দলিলে?
    কার কানে কানে কথা কয় পরিপাটি টিপ?
    সিঁদুরের ছোঁয়া অযথাই লাগে সন্ধ্যার চিবুকে।
    উদয়াস্ত স্বপ্নহীন ঘামের জামিনে
    জীবনের স্বত্ব চেনা। অজ্ঞেয় মন
    মন্ত্রের মতোই নাম করে ...
    স্থাণু কাল এইবার সাড়া দিয়ে ওঠে
    - তোমারও ডাক এসেছে গাগরি ভরার।

    ধারাপাত শেষ হলে নাম লিখো আরও একবার।
  • cw | 151.141.84.194 | ১১ আগস্ট ২০১১ ০০:৫৬429251
  • ধুলোপায়ে ফিরে আসা-
    মেঠো জমিনে বৃষ্টিজল,লকলকে ধানচারা
    হিলহিলে হেলেঞ্চা, ডাহুকের দৌড়।
    মেঘে সিঁদুরে রঙ রেখে চুপি চুপি
    ডুবে গেছে শ্রাবণসাঁঝের সূর্য।

    ধুলোপায়ে ফিরে আসা এইসব নদীতীরে,
    আমটুকটুক জামটুকটুক ছড়ার দেশে,
    স্নিগ্‌ধ শুশ্রুষার জলে।

    সুজনমাঝির নৌকা কখন আসে?
  • sharmistha ghosh | 117.201.114.233 | ১৪ আগস্ট ২০১১ ১৮:৫১429252
  • শুধু আজ / শর্মিষ্ঠা ঘোষ

    আজ মুলতুবি মন কষাকষি আড়ি
    তুই আমার আপেলখেকো আদম
    আমি তোর প্রথম পাপী নারী।

    জটিল কুটিল তর্কেরা দূরে যাক
    হৃদয় শুধু শরীর জুরে থাক
    আজ আমাদের স্পর্শে গন্ধে জাগুক
    আদিম প্রেমের বন্যতা উদ্ভাস।

    আজ খুলব না পাপ পুন্যের খাতা
    সমাজ গুরুরা রাঙা চোখ বুজে থাক
    অনেক বাঁধন জয় করে এসে শেষে
    জীবন এবার জীবনের গান গাক।

  • pharida | 182.68.73.199 | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:২৯429253
  • সন্ধে হলে
    সুমন মান্না

    এখন আমার সন্ধে এমন
    ডালপালাতে জ্বাললে আলো
    টের না পেলেও জনান্তিকে
    ডাকতে গিয়ে বাসছি ভাল।

    আবার যেসব উড়নচন্ডী
    থিতু হচ্ছে আটচালাতে
    সন্ধে হলেই হাত কেঁপে যায়
    ভাতের গন্ধে হাড়হাভাতের।

    ভাবছি এবার হিসেব রাখি
    প্রবৃত্তি ঠিক কোনটা পারে?
    ঠাহর করতে অসুবিধাই
    সন্ধে যখন সত্যিকারের।

    কবে থেকে বাঁক ঘুরেছে?
    রাস্তা কাদের সঙ্গ-কাতর?
    সেদিন থেকেই ফিরতে থাকা
    ভালোবাসার হাতটি পাতো...

    - দেশ ২ সেপ্টেম্বর ২০১১

    এখানেও থাক - চাওয়া-পাওয়া, সব এক জায়গায় :))
  • Nina | 68.45.76.170 | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:২১429254
  • লাস্ট প্যারাটা বারবার পড়ছি----অপূর্ব্ব!
  • siki | 122.162.75.251 | ০৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৮429255
  • হুঁ হুঁ বাওয়া, দেকেচো দিল্লির মহিমা? আকাশে বাতাসে প্রতিভা।
  • sharmistha ghosh | 202.142.100.2 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২২:২৯429256
  • যদি / শর্মিষ্ঠা ঘোষ
    হাঙরের মত সময়ের দাঁত বেঁচে থাকা থেকে
    কেটে নিচ্ছে একটি একটি করে ভাললাগা।
    রক্তপাত যখন ঘরে বাইরে , না, শান্তি চাব না।
    খুব অবহেলে গর্বিত ভালথাকার গল্প শোনাব ।
    সর্বভুক দানবীয় উদরে অস্তিত্ব বিপন্ন হলে
    চল, দু এক পাতা রূপকথা পড়ে নেওয়া যাবে ।
    মুহূর্তে মুহূর্তে ছোট হয়ে আসছে বাসনা বৃত্ত ,
    বেঁচে থাকার স্ট্যাটাস বদলে যাচ্ছে , প্রফাইলে
    ঘন ঘন সেটিং বদলে এখন মরিয়া শেষ চেষ্টা
    যদি ভেনটিলেসনে থাকা হৃদয় আবার কথা বলে!

  • Shibanshu | 59.90.221.5 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৬429258
  • এই পাতার পদ্যগুলি পড়ে....

    যেভাবে লেখা হয়
    তাহার কথা
    যদি অপেক্ষায়
    নিবলো আলো
    অপর প্রদীপেরা
    জ্বালাবে শিস
    অপর চোখগুলি
    চুপ তাকালো....
  • Su | 82.198.250.66 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৯:৩৮429259
  • অজপা শ্বাসবায়ূ
    অঝরা দেহপটে
    খেয়ালি আঁকে ব্যথ
    উদাসী নীল ঠোঁটে
    উড়ানি ভালোবাসা
    আঁজলা জলেভাসা
    অধরা ছায়া নারী
    মিলায় ছায়ানটে
  • Nina | 12.149.39.84 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৫429260
  • প্রেমেরও ভাষা তাই
    চোখেরি জলে মেশা
    ঠোঁটেরি কোণে ও ই
    মৃদু সে হাসিরেখা
    থাকে সে সযতনে
    মনের গহীন কোণে
    নীরবে বলে যায়
    কত সে চুপকথা
  • Su | 86.160.9.208 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০০:৪০429261
  • বাহ্‌হ্‌হ্‌হ নিনা আরো কিছু লেখো :)
  • pharida | 61.16.232.26 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:১৩429262
  • শর্মিষ্ঠার লেখা গুরুর মুখবইতে পড়ে দারুণ লেগেছিল। এই পাতায় শর্মিষ্ঠাকে দেখে বেশ আশাবাদী - বেশ কিছু ভালো লেখা আসছেই।

    শর্মিষ্ঠা, নতুন লেখা ছাড়াও মুখবই থেকে কিছু এখানেও তুলে দেওয়া যায়? এখানকার অনেকেই ঐ পাতা মিস করে যেতে পারেন।

    আগাম ধন্যবাদ।
  • Shibanshu | 59.90.221.5 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৬:২১429263
  • পরনে ঢাকাই শাড়ি...

    অপেক্ষায় বসে থাকি
    অপেক্ষায় চলি
    অপেক্ষা সিঁদুর টিপ
    কিনু গোপ গলি

    নিহিত আলোকবর্ষ
    প্রহৃত সময়
    অপেক্ষায়, কবে তার
    দিন শেষ হয়

    সময় অপেক্ষা করে
    ফেরিঘাটে, দূরে
    আমার গৃহস্থরুচি
    বহু মন ঘুরে

    পৌঁছোবে যে কোনোদিন
    নদীটির কাছে
    ততোদিন
    শ্রান্তিহীন
    গান বাঁধা আছে.....

  • kallol | 115.241.51.250 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৫২429264
  • শর্মিষ্ঠা - যদি পড়ে আপনাকে কুর্ণীশ।
    শিবাংশু - তোর সাথে আড্ডা মেরেছি বলে গর্ব হয়।
  • Shibanshu | 117.195.148.104 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৫৬429265
  • ফোরম্যান

    তিনি বলতেন
    কোকওভেন আমার ব্যাকড্রপ
    স্ল্যাগের গেরুয়া আলো
    আমাকে দু:খ দেয়
    নিশিশেষে
    দশমীর দু:খ যেমন

    তিনি টিনশেডের বাজারে
    যেতেন
    প্রথম ফুলকপির শীতে
    যখন নেমে আসে
    সন্ধ্যার নিষাদ
    অসংখ্য স্কুটারের গুঞ্জিত ধারাপাত
    চিমনির উদ্ধত নোংরামি
    চালচিত্রে রেখে
    তিনি গাইতেন

    গীতবিতানের ছেঁড়া পাতা

  • pharida | 182.64.205.103 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪২429266
  • দাগ লেগে যায় বিষন্নতায়
    শহর যখন আঁকিবুকি
    দেখায় নেহাৎ যখন শুধুই
    তোমার জন্য একলা থাকি।

  • bibek | 195.37.234.132 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৭429267
  • শিবাংশুদার একটা কবিতা হারিয়ে গেল যে।
  • Tim | 198.82.26.146 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:৫০429269
  • শহর অচল, আকাশ নিঝুম
    জলের শব্দ মাথার কাছে
    শিয়র ঘেঁষে পাথরকুচি
    রক্তফোঁটা হিজলগাছে

    বিষন্নতাও জীর্ণ, বহু
    অদরকারের সান্ধ্য ভাষায়
    মেঘলা হলেই মিশকালো রং
    দেয়াল আঁকি আমার বাসায়।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন