এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - ২

    pharida
    অন্যান্য | ২১ নভেম্বর ২০০৯ | ৩০৩৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Shibanshu | 59.90.221.5 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১০:২৫429270
  • কোন কবিতা?
  • dd | 122.167.4.197 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৬429271
  • তুই কি জানতি ঐ হেঁতেলের ঝোপে আছে বাঘ?
    বাঘ ,তার ডোরা গায়ে প্রজাপতি
    প্রজাপতি - চোখ মেলে দ্যাখ
    দ্যাখ আমি মধুভান্ড হাতে
    হাতে ছেলেবেলাকার ফুল
    ফুলে তার ফনা ওঠা পাঁপড়ি
    পাঁপড়ি তার কন্ঠময় মধু
    মধুমতি, জানতি কি তুই?
  • dd | 122.167.4.197 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৪429272
  • বিষন্নতা জীর্ন, তাতে দাগ লেগে আছে
    ঐ দেওয়ালে য্যামন থাকে ছাপ ছোপ, গ্রাম্য থুতু
    ইত্যকার। আকাশেতে লটকে থাকে চাঁদ
    কি বোরিং। অসম্ভব প্রেডিক্টেবল।

    আমার নাগরিক রাত্রি,একটু নিজস্বতা চাইছে
    একটা কোন, একটা ঘুপচি অন্ধকার, স্তব্দ
    থাকবে নিস্তরংগ গাছ।

    আমি চাইছি একান্ত আয়না। নিশ্চুপ।

  • sayan | 115.241.14.250 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪১429273
  • আগাগোড়া, আপাদমস্তক ছিল দ্বিধায় বিভক্ত
    বুকেরও ভিতর বলবে, এই চেনা ধক
    থাকে না, যদিও এখনও বসে আছো বুকজলে
    এখন তুমি জলেরও নও।

    কত গাঢ় ঘুম জাগে উদ্ভিন্ন ভ্রমে, কাঁটায় কাঁটায়
    একমুঠো হৃদয় জাগেনি কেন? আমরা দেখেছি -
    মাত্র তার দুপ্রস্থ পোষাক
    যাকে আজকে একটি, কালকে আরেকটির হিসেবে চিনেছি।

    যে থাকে এই পরিধেয়রূপে, ঘরে ও বাইরে
    অথচ থাকে না ঘরের গুন্ঠন নিয়ে
    একটি দেশলাই জ্বালানোর কাছে তার মোম গলে পড়ে
    আর দেখি তার অল্প ভেঙে যাওয়া জ্বলন্ত সংগঠন।

    আর যে চলেছে, তার পায়ে ঘাস পাতা পাথর কিছু নয়
    একদিন সেও কাপড় কাচার শব্দে শূণ্যে মিলিয়ে যায়।।
  • pi | 72.83.87.179 | ২৮ সেপ্টেম্বর ২০১১ ১৮:৪১429274
  • শর্মিষ্ঠাদি, এখানে লিখুন :)
  • sayan | 115.242.148.201 | ১০ অক্টোবর ২০১১ ০০:৫৯429275
  • কাল রাত্রে ঝড় হয়ে গেছে,
    সকালে সংবাদপত্রে দু:সহ খবর -
    গাছ পড়ে গেছে ঝড়ে।

    অনেক আতিথ্য ছিল, আমাদের ক্লান্তিকর
    ধোঁয়াটে চোখের দৃষ্টিতে
    ভোরে-রাতে, রোদে-মেঘে
    সংসর্পিত হাওয়ায় কোনও একসময়
    পাথরের ভার ঠেলে, গ্লানি ধুয়ে
    শৌখিন সন্ধ্যায়, অস্ফুট গানের কলিতে
    ছিল পরিধেয়রূপে।
    ক্ষোভের আপোস নয়, দু:খের অসহনীয়
    আবর্তন নয়, শুধু এক নিদারুণ দু:সংবাদ

    কত কাল মাটির চতুরালি
    সক্রিয় প্রাচূর্য দিয়ে গেছে
    মারাত্মক দুর্বিনীত হাওয়া
    নির্মম উল্লাস নিয়ে প্রত্যেক শাখার অগ্রভাগে
    দিয়ে গেছে কপট প্রবঞ্চনা
    সেই সব নেড়েচেড়ে
    নি:শব্দ তর্জনী বুকে চেপে
    সুদীর্ঘ সংযম আজ পরাভূত।

    শহরের অসংখ্য রাস্তায় গাছ পড়ে গেছে ঝড়ে।
  • sayan | 115.242.148.201 | ১০ অক্টোবর ২০১১ ০১:১২429276
  • স্মরণীয় নয় সামান্য দুটি পাতা
    গ্রামের ভেতর ছোট্ট গ্রামের মত
    বেড়ে উঠছিল সন্ধ্যেবেলার হিমে
    আমি তার কেউ নই
    এত বছর আগে আগুনে পুড়েছে মুখ
    তারপর ঘুমে ব্যথিত অন্ধকারে
    দু'টি সামান্য পাতা ভালোবাসবার ছলে
    ফুল হয়ে গেল
    তারপর আর গল্পের নদী নেই
    নিরন্তর ডুব কুয়াশায় স্থির এই দিন রাত
    আমি শুনি ভাঙা গলা কার ভেসে আসে
    প্রণয়ের পর তারা যেন কাকে ডাকে

    স্মরণীয় নয় সামান্য দুটি পাতা
    হঠাৎ ভেসেছে গ্রাম
    গল্পের নদী মৃত্যুর নদী হয়ে
    নিয়েছে তাদের যখন মধ্যযাম

    এতগুলো বছর পর
    রাত্রির নৈ:শব্দ এমন নি:স্ব
  • sayan | 115.242.148.201 | ১০ অক্টোবর ২০১১ ০১:২৬429277
  • অচেনা স্টেশন ছাড়ালে ক্রমে অন্ধকার ঝুঁঝকো হয়
    দূরে কাছে মুছে যায় পরিচিত পৃথিবীর ঘ্রাণ
    পাহাড়ে ঝুলন্ত নদী, বনপথে পুষ্পচূড় বৃক্ষের তোরণ
    শস্যের দিগন্ত ছুঁয়ে সায়ং-মেঘের ঋজু উড়ন্ত মশাল।

    রোদ্দুর পেরোলে হিম করস্পর্শে ভেঙে যায় পশমিনা ঘুম
    গেরুয়া জলের শব্দে জমে ওঠে জাতকের গল্পের চাতাল
    অস্তিত্বের ওম্‌কুন্ডে হলদে পাতার মৃদু চরিতার্থ হোম
    নিহিত ত্রিতাপে জ্বলে সচন্দন স্মৃতির কুসুম।

    বয়স ফুরোলে খর মণিময় ফুটে ওঠে শরীরের ভ্রম
    নাভিমূলে জেগে রয় মহাবোধী অরণ্যের বীজ
    এসো, হাত ধরো! দৃষ্টি হতে ধুয়ে নাও মায়ার কাজল
    ওই দ্যাখো, অন্ধকারে পায়ের ছাপ রাখে বিপন্ন যুবা।
  • sayan | 115.242.148.201 | ১০ অক্টোবর ২০১১ ০১:৩৬429278
  • বুক থেকে ছুটে গেছে পৃথিবীর ঘুড়ি, আমি ঠিকানা জানি না
    বিস্ফোরণে মুছে গেছে ভুল
    স্বপ্নের বেলুন চুপসে প'ড়ে আছে না থাকার মতই।

    হাতে হাতে ঘুরে যায় মুদ্রার মত ভালোবাসা
    নষ্ট হয়, দাগ ধরে, বুক পিঠ একাকার ক'রে
    ছিঁড়ে যায় কার যেন আত্মতুষ্টি - অসংখ্য বিকার।

    এতসব ঘটে যায় প্রতিদিন এত কাল ধ'রে
    যে যেখানে ছিল তার বাড়ি ও উঠান
    আগের মত ঠিক পরস্পর গল্প করে
    হাত বদল হয় এ জীবন ও জীবন।
  • sayan | 115.242.148.201 | ১০ অক্টোবর ২০১১ ০১:৫৬429280
  • তাজা চকখড়ির মত ক্ষয়ে ক্ষয়ে বেলা গেল
         ইশকুলে তোমার
    আমার চোখের সামনে দীর্ঘ হল
         উঠোনের ঝাপসাভীরু জামরুলের ছায়া
    পলকা ঘরদোরের ভিত্তি কাঁপিয়ে অনতিদূরে
         ছুটে যায় চক্রধরপুরগামী ট্রেন
    ছড়িয়ে জ্যোৎস্নার খই পথে নিদ্রাহীন
         কারা গেল কে এলো না আর

    আকাশে অদ্ভুত গাঢ় নীল
    শুধুমাত্র শূণ্যতায়, শুধুমাত্র শূণ্যতায় এত গাঢ় নীল
    বহু অপমান গ্লানি উপহাস বিদীর্ণ দু:খের বেলা যায় বয়ে যায়
    এখন অত্যন্ত শান্ত নম্র বিশ্বস্ততা নিয়ে থাকা
         ভালো মনে হয়

    আমি বুঝি নির্বোধ জীবন, শুধু দেখি
    তাজা চকখড়ির মত ক্ষয়ে গেল বেলা তার
         ব্ল্যাকবোর্ডে ইশকুলে
    আমার চোখের সামনে উঠোন তার জামরুলের ছায়া
    পৃথিবীর সবচেয়ে পুরনো নিয়মে
         দীর্ঘ হয়, ভেঙে যায়
  • dd | 122.167.38.118 | ১৪ অক্টোবর ২০১১ ২১:৪২429281
  • লাটাইএর সুতো শেষ,দেখুন। আর কিছু করার নেই।
    আমার জীর্ন ঘুড়ি দেখুন তাও চেষ্টা করছে উড়বার।

    একটা লাস্ট ট্রাই।

    এদিকে আকাশও শেষ হয়ে আসছে।
    নীলের বদলে পাংশু একটা হলদেটে দেওয়াল।
    একট বিক্ষত পাথুরে পাঁচিল।

    ভ্যাবাগংগারামের মতন পুকুরের জলে ছুঁড়েছি খাপড়া।
    ব্যাং বাজী হবে।
    পানা পুকুরে ডুবে যাচ্ছিলো দড়ি আর কলসী।

    আর ঘুড়ি শুধু লাট খেয়ে পরছে আর পরছে।

    শতছিন্ন আকাশও গুটিয়ে আনছে তার চাদর।

    আর আকাশ নেই কোনো।

  • ranjan roy | 14.99.147.232 | ১৫ অক্টোবর ২০১১ ০১:৩৩429282
  • দিন বদলায়
    ---- --------
    এই তো সেদিন
    এইখানে
    এই নাকতলা স্কুলের মাঠে
    আমরা ক'জন
    ধকধক বুকের খাঁচার থেকে
    উপড়ে এনেছিলাম হৃৎপিন্ড।
    দুহাতে শক্ত করে চেপে ধরে
    বিশ্বাসের সুতলি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধছিলাম বোমা।
    জানতাম
    এখন দিন বদলের পালা।

    কিন্ত তখন আর সবাই চাঁদ-তারা ডোবা বিষণ্ন অন্ধকারে
    বসেছিল জোড়ায় জোড়ায়।
    চেটে নিচ্ছিল সময়কে,
    শুষে নিচ্ছিল সময়।

    আমরা ওদের করুণা করেছিলাম,
    জানতে পারিনি
    ওরাও আমাদের করুণা করত।
    দমচাপা রাত্তিরে বাতাসে ভেসে বেড়াত চাপা দীর্ঘশ্বাস,
    -- হে ঈশ্বর!এরা জানেনা কি হারাচ্ছে।

    এখনো রাত্তিরের পর দিন আসে, আর দিনের শেষে রাত্তির।
    এখনো আড়াল বুঝে আঁধার খোঁজে জোড়ায় জোড়ায় ওরা।
    শুধু বদলে গেছে পায়ের নীচে জমি।
    আমি আর কান পাতলে নিজের বুকের ধুকপুক শুনতে পাইনে,
    শুধু শুনতে পাই হাপরের মত একঘেয়ে শ্বাসটানা ।।
  • tatin | 117.197.68.149 | ২৭ অক্টোবর ২০১১ ২২:১৬429283
  • ছায়ায় দেখেছি তাকে, পথমাঝে
    সূর্যের নিচে তার অহমিকা বটের বিরাজে
    শান্তি নামিয়ে আনে, ঘুম আসে
    ও গ্রাম আমার, ঐখানে ঘাসে
    শিশির জড়িয়ে ধরে প্রত্যুষ পায়ের মোরামে
    ... বিকেল তখন তুমি ডাকছিলে? বৃষ্টি ও নামে?
    এইখানে সব হয়, ঠিক যেন আদরের মত
    আঙুল ছুঁয়েছে তার পোড়া দাগ, কষ্ট ও ক্ষত
    এখানে পাতার শীষে রোদ পড়ে, হিরে হয়ে জ্বলে
    আমার যে দিন ভেসে গ্যাছে- চোখেরও জলে
  • tatin | 117.197.68.149 | ২৭ অক্টোবর ২০১১ ২২:১৭429284
  • আমাদের আসলে কোনও বর্ষাকাল নেই
    আমাদের সবই মধুমাস
    কথার ফিরতি টোনে মিশে থাকা চৈত্রাভ্যাস
    নক্ষত্রের থেকে টানে
    অথবা ম্যাজিক হয়ে ফিরে আসে মায়ার উজানে
    আমাদের কোনও ভাটি নেই
    নিকানো দাওয়ায় বসে দুচারটে মুড়ি ছড়াবেই
    এরকম স্কোপ নেই কোনও
    অথবা কাজের দিনে ভন্ডুল অকালবর্ষণও
    এইখানে কখনও কি ছিলে?
    কেবল জড়োয়া থেকে সোনারং আলোর মিছিলে
    তুবড়ির মতো কথা বলে
    বর্শাফলা, যেদিন ভেসে গ্যাছে চোখেরও জলে
  • tatin | 117.197.68.149 | ২৭ অক্টোবর ২০১১ ২২:১৮429285
  • কী গভীর ঘ্রাণ
    স্বেদগ্রন্থি থেকে অনস্তিত্ব চুঁইয়ে পড়েছে
    পিচের গলনরেখা চিনে নিয়েছিলো তাকে
    স্নায়ুতন্ত্রে মিলিত আজান
    খর বর্ষণে
    চাঁদশরীরেও ক্রমে মৃত মাংস ক্রমগ্যাংগ্রিণ
    পিঁপড়ের লালদাগ ধ'রে ধ'রে মুর্দাফরাস
    ভাসান দিয়েছে শেষে, অহিদংশনে
    ট্রেনে কোলাহলে
    ছাপিয়ে যাচ্ছে সব উচ্ছ্বাস, শেষ ক্রন্দনও
    এবার স্টেশন আর, বিপণিতে আমার যেদিন
    ভেসে গ্যাছে চোখেরও জলে
  • Tim | 198.82.19.100 | ২৭ অক্টোবর ২০১১ ২২:২০429286
  • দুরন্ত! কেয়াবাৎ!
  • Tim | 198.82.19.100 | ২৭ অক্টোবর ২০১১ ২৩:৩৮429287
  • শীতে ভেজা, বর্ষায় ঘেমে ওঠা, বিরহ ও প্রীতি
    শরতের কালোমেঘ, অভ্যাসে নিদাঘতাড়িত
    দুপুরের জ্বরজারি সেরে উঠে , উঁকি মারে স্মৃতি
    কালকের সান্ধ্যবাসরে, ইতিউতি দ্বার অবারিত
    যদি আসো, বিজন কাননে তার সুরভিত ঠোঁটে
    তোমার পতাকাতলে বৃথাই কুসুমকলি ফোটে
    এই বেশ, এই শীতে ভেজা, বর্ষায় ঘেমে ওঠা ক্ষত
    শরতের কালোমেঘ, অভ্যাসে বিপরীতগামী।
  • Nina | 12.149.39.84 | ২৭ অক্টোবর ২০১১ ২৩:৪৫429288
  • দুর্দ্দান্ত!
  • Tim | 198.82.19.100 | ২৮ অক্টোবর ২০১১ ০০:৫৬429289
  • ফুটপাথে ছোটলোক, পকেটে বিস্তারিত সিভি
    কালশোকে প্রস্তর বাঁকাচোরা আদিম রসনা
    আসলে ঘুণের মত, কঙ্কাল হয়ে যাওয়া খিদে
    সাতচল্লিশ স্ক্রিনে ক্ষুধাময় গদ্যপৃথিবী
    অবসরে হাতে হাত, অকারণ সকরুণ রাখী
    কাগজে কলমে যদি খেতে চাও, প্রসববেদনা-
    বেণুবন উচাটন, মুক্ত আঙিনা জুড়ে কেলি
    বিষাদে মানুষ মরে, চরে খায় কালবৈশাখী।
  • kahiptasha | 198.175.62.19 | ২৮ অক্টোবর ২০১১ ০১:৫৮429291
  • বিষাদে মানুষ মরে
    মরে যায় অলিখিত হেমন্তকাল
    যতি চিহ্নে মিল দিয়ে এলেবেলে
    কবিতার মত তার মরা ঝাউপাতা
    বিষাদে জলের কণা ফেলে দেওয়া বিকেলের গায়ে
    যদিও সে অলিখিত, একটেরে আলোর শিরায়

    বিষাদে চতুর লোক, বিষাদবিষয়ে বাচালতা
    যদিও সে অলিখিত, থেমে থাকে যতিচিহ্নে স্থির।
    খবর নিয়েছে লোকে, থেমে থাকা বিকালের ঋতু আজকাল
  • Nina | 12.149.39.84 | ২৮ অক্টোবর ২০১১ ০২:৫৬429292
  • একঘর--দক্ষিনদিক খোলা-----বাহ!
  • Tim | 173.163.204.9 | ২৮ অক্টোবর ২০১১ ০৮:০২429293
  • দুয়েকটা কথা হলে ভালো হতো, একরাশ
    খবরের মাঝে, আটপৌরে কথা
    মাজনের বিজ্ঞাপণ, আলমারী, তুচ্ছ সব
    মানুষের লাশ- প্রতিদিন জমেছে ছবিতে ।

    দুয়েকটা গানটান, মাঝরাতে সামান্য
    গায়ে পড়া পরবাসী আলাপচারিতা
    বিষন্ন রক্তের দাগ চাকায় জড়িয়ে
    উদাসীন উল্লাস- রাত্রীর কানায় কানায়।

    দুয়েকটা হাওয়া দিলে, ঘরদোর-দরজা-জানালা
    ফিনফিনে পর্দাও জমে স্থির, প্রস্তরীভূত
    ছিন্ন জলযান সব, দাঁড় নেই; কাকচক্ষু জলে
    রাতের আকাশ- ঢেউ গোণে ঘুমের ব্যাপারী।

  • Tim | 173.163.204.9 | ০৭ নভেম্বর ২০১১ ১১:২৫429294
  • আজ রাতে লিখে রাখি, লিখতে বসেছি এই-
    শ্বাসরোধকারী কিছু শব্দ, আভাসে
    অন্ধ বিষাদে যদি ভাবো, অকারণ
    ভাবনার খেই হারাবেই।

    আজ রাতে লিখে রাখি, খোলা জানলায়
    পায়ে চলা পথ সারি সারি, বাতাসে
    বারুদ; বান ডেকে জল থইথই
    পিছল হয়েছে পথ- রক্তে, কাদায়।

    আজ রাতে লিখতে বসেছি, সে কথাই-
    তার বাড়ি বেখেয়ালে, চায়ের পেয়ালা।
    ঘরদোর কবেই ভেঙেছে, তবু শুনি
    লোকসানে নেই তার কোন ব্যবসাই।
  • Tim | 173.163.204.9 | ০৭ নভেম্বর ২০১১ ১১:৫৪429295
  • জাগতিক অধিকার ফেলে আসি, বধিরতা
    ফেলে আসি, শ্রুতিবিভ্রম-
    ছুঁড়ে ফেলি তীব্র ঘৃণায়,
    একাদিক্রমে। নিপাট, নিখাদ কিছু স্বর
    জেগে থাকে।

    স্বর্গীয় সম্পদ, শুদ্ধ চেতনা-
    ক্লান্ত শরীর ডাকে, ক্রুদ্ধ, তপ্ত শ্বাস
    শলাকার নখে যদি বিষ দাও, ঐ ঠোঁটে
    শিখা লেলিহান।

    নরকের মত টান, মৃত্যুভাবনা
    জেগে থাকে। ভিজে মেঘ, কাশফুল-
    নতুন বেড়ার বাস, ধুলো। পিঞ্জনে
    ধুন ওঠে, সুখসঙ্গীত।

  • pharida | 182.68.39.104 | ১০ নভেম্বর ২০১১ ২১:২৯429296
  • একরত্তি সুগন্ধিটি কী ভাগ্যে যে আজ
    দেখতে দেখতে পাহাড়সমান বিপুল মহারাজ।
    এই রাজত্ব বুকের ভেতর –
    আলোয় সাজা পথঘাট ওর
    উড়তে থাকা গালচে থেকে সচেতনে
    একটু শুধু ঘুম দেখি ওর চোখের পাতায় পাখি
    বাসায় ফিরে অজান্তে তার অনন্য সন্ধ্যাটি-
    রেখে দিচ্ছে তন্ময়ীভাব সেই আবহে আমি
    রাজনৈতিক আলসেপনায় বলতে গিয়েও থামি।

  • pharida | 182.68.39.104 | ১০ নভেম্বর ২০১১ ২১:৩১429297
  • আস্তিনে রাখিনি আমি সামান্য বেঁচেথাকাটুকু
    তাই বুঝি মহাপ্রভু, রেখেছ আমায় নীচে তোমার
    শুরু থেকে তবু চোখেতে চাইনি কিছু যা দিতে অপারগ তুমি
    ভেবে নিয়েছি এই শুধু ছাড় আছে না পাওয়া খানিক আভিগামী
    স্বপ্ন আমায় দেখাতে গিয়ে আজ রেখে দেয় কিছু ওর কাছে
    আমি ফিরে আসি বেলাভূমি থেকে হাতে কিছু শুকনো গন্ধরাজ।

  • pharida | 182.68.39.104 | ১০ নভেম্বর ২০১১ ২১:৩৫429298
  • মূর্ত্তি পেলে সাজাই এতো
    আমার যত ইচ্ছে তত
    সমুদ্রে সে ঢেউ খেলে যায় বানভাসি

    নয়তো কী আর করব বলো
    আমায় দেখে ফেললে ভেবে
    গুটিয়ে রাখি অকুন্ঠিত

    এতেই ভালো দেখাও তুমি
    ঘুমের ভাণে, মাঝে মাঝে
    আমি দেখি পাশ ফিরেছ
    দেওয়াল জুড়ে প্রথমবারের
    মতো করে আঁকতে থাকি
    শিং বাগিয়ে ইচ্ছেমতো
    খ্যাপা ষাঁড়ের মর্জিমাফিক
    ঘুরে বেড়াই – যে রহস্য
    আমায় তাড়ায় তার ধাক্কায়
    যখন তুমি একটিবারের
    জন্য হলেও ফিরে তাকাও
    ধরা পড়ে চোরের মতো
    দিই বাহানা – ততক্ষণও
    মূর্ত্তি পেলেই সাজাই
    এতো ইচ্ছেমতো।

  • pharida | 182.68.39.104 | ১০ নভেম্বর ২০১১ ২১:৩৬429299
  • স্বপ্নে যদি ঘুম এসে যায়, বেখেয়ালে
    ইচ্ছে আমার একলা হলে অন্ধকারে
    কপাল থেকে চুল সরিয়ে অবহেলায়
    তোমার ঘুমে পাঠাই চিঠি খুব গোপনে।

  • pharida | 182.68.39.104 | ১০ নভেম্বর ২০১১ ২১:৩৭429302
  • মন দিয়েছ খুব কাগজে ভাবছ কিছুই বুঝছি না
    সত্যি বলতে সত্যি সেটাই, কী যে খুঁজি – পাচ্ছি না

  • pharida | 182.68.39.104 | ১০ নভেম্বর ২০১১ ২১:৩৭429300
  • তোমার খাতায় উঁকি মেরে অবাক কান্ড
    দেখছি তাতে একটি পাতা – আয়না সেটা

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন