এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - ২

    pharida
    অন্যান্য | ২১ নভেম্বর ২০০৯ | ৩০৭৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Brahma Daitya | 59.93.215.54 | ২২ সেপ্টেম্বর ২০১০ ২০:৫৫428970
  • কালীপুজো এসে গেল ? যা... দুগ্গাপুজো গেল কখন ? অবশ্য আমার আর ক্ষি...এই বটগাছের মগডালে বসেই মরণোত্তর লাইফ কাইট্যা গেল !
  • Shibanshu | 59.93.88.125 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১৬:২৮428971
  • এসব সবুজ বৃষ্টি নীল রোদে আশ্বিন
    সকাল ভরে থাকে
    টানা শরতের ওয়াগন শিস দিয়ে
    চলে যাচ্ছে মহুয়ামিলন

    আমাদের গল্পগাছা মেঘের আলস্যময়
    কবুতর পাঠ
    কোন স্বপ্নে আশ্রয় দেবো
    তাকে

    রোরো এক নদী
    এপার ওপার ছায়া
    প্যাস্টেল প্রতিম জল
    পাথরের দীর্ঘ মন্তাজ

    ঐ শ্মশানের কাছে
    এক রাতে গান হয়েছিলো
    ফুটেছিলো অস্থির শরীরময়
    শাপলার নাল
    তাকে কি কবিতা বলে

    কবি এসেছিলো কাল
    রাতে
    স্বপ্নে
    প্রমত্ত ধাক্কা তার
    আগের মতই

    এখনও রয়েছো তুমি
    পাথরের চিতা
    হায়
    কে তবে পোড়ালো

    তাহার মদ্যপ হাসি
    শব্দের খুঁট
    টেবো ঘাটি কাঁপায়
    এখনও

    চট্টোকূলোদ্ভব কবি
    শক্তি মাতোয়াল
    আগের মতই হাসে
    স্বপ্নে এখনও
    ঈষৎ ঘুরিয়ে ঘাড়

    আগের মতই জেদি
    জানতে চেয়েছে

    যেতে পারি...

    কিন্তু কেন....
  • Nina | 64.56.33.254 | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০০:১৫428972
  • উফ!! অপূর্ব্ব, শিবাজি , কি বলি মনটা যেন টলটলে হয়ে ভরে উঠল--- কেমন এক বিষাদ-মধুর ভাবে!
  • dd | 122.167.40.46 | ২৫ সেপ্টেম্বর ২০১০ ২২:৪৮428973
  • এমন রাত্রিময় জীবন, তুমি জোনাকির মতো
    একটুকু আলো জ্বালো। দ্যাখো,এই প্রাত্যহিক ক্ষত
    টের ও পেলে না কি মমতায় রেখেছো তোমার তালু
    বিষহরি হে। আমি শুধু চাইছি বেলাভূমি
    ঢেউয়ে ঢেউয়ে সারাদিন ছুঁয়ে থাকো। ধুয়ে যাক তাপ,
    ছলোচ্ছল,ছুঁয়ে যাও,বার বার ,শুষ্কতা। চুপ
    করে থাকুক ভুবন।
    শুধু,ছুঁয়ে থাকো তুমি

    সীমাহীন কালো,তারল্যে আমি ডুবে যাই,
    তুমি জোনাকির,দাও, সেইটুকু আলো।
  • ranjan roy | 122.168.243.75 | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৪428974
  • আহা, কতদিন বাদে ডিডি, শুক্কুরবারে! তোমার রামের পাত্র কানায় কানায় ভরে ঊঠুক!
  • pharida | 122.163.95.61 | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২১:৫০428975
  • নৈ:শব্দের ছাতার নীচে-
    হাঁক দি - "চৈতন্য, একটা বিড়ি হবে?"

    নি:সাড়ে, ভগমান ডিম পাড়ে।
  • pharida | 122.163.95.61 | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২২:০৭428976
  • ঘূর্ণিঝড় থাকছে রোজ কোণার ঘর
    সামলে থাক, আকাশ তোর দিগম্বর
    ভাবলে তাই যাচ্ছি যাই এই পা হাঁট
    নইলে ফোট, জ্বলতে থাক এ সন্তাপ।

    আড়াল দে, এক ফাঁকে আলতো ফুঁ
    ঘূর্ণিঝড় লকলকে উড়ন ছুঁ
    কুলুঙ্গির যক্ষধন ফোঁস ছাড়ে
    ঘূর্ণিঝড় লক্ষ্যতে শান পারে।

    নিভতে থাক জ্বলছে যা সে সন্তাপ
    ঘূর্ণিঝাড় আয় ফিরে খোল না খাপ।
  • de | 59.163.30.3 | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১১:৪৫428977
  • বা:! শিবাংশু-দা, ডিডি-দা, ফরিদা -- কাকে ছেড়ে কাকে পড়ি!
  • Nina | 64.56.33.254 | ০২ অক্টোবর ২০১০ ০২:৩০428978
  • সত্যি অপূর্ব্ব! ফরিদা, ডিডি ---মনটা ভরে গেল এক সুন্দর ভাললাগায়।

  • pharida | 122.163.95.233 | ১০ অক্টোবর ২০১০ ০০:৪০428980
  • রাখা ছিল যত্নে অল্প অহমিকা
    নিজের করে চোরকুঠুরি সিন্দুকেতে
    লুঠ হয়েছে জানতে পেরেই-
    চার পেয়াদা দৌড় করাই অবান্তরে।

    ততক্ষণে পগার পার সে
    কৌটো করে যত্নে রাখা
    নিজের বলতে ঐটুকুনই
    সেটাও যখন যাচ্ছে নিয়ে
    দিচ্ছে সে তার ঢাকনা খুলে
    দমকা হাওয়া, ওঁত পেতে যা
    দাঁড়িয়েছিল – সেই প্রকোপে
    বিন্দু বিন্দু যায় ছড়িয়ে
    রাস্তা জুড়ে, গাছের পাতায়।

    কেন এমন বেবাক ভুলও
    এই বয়সেও এতো ধুলো
    হাওয়া এলে ভিতটা যেন
    ভেতর থেকে যায় নাড়িয়ে
    এমন ধারা – এতই তাড়া।

    যেন আমার আয়না ভাঙা
    কাজেই হিসেব আর হবে
    কী সব ছিল
    যেন একা সমুদ্রতট ভরা ঝিনুক
    পলিথিনের প্যাকে বাঁধা মুক্ত ঝুটো।

    অপার্থিব ভন্যি দুপুর
    শহরভর্তি প্রচুর মানুষ আনাগোণা
    গাড়ি টাড়ি এদিক ওদিক থেকে দেদার
    ছুটে আসে, এরই মধ্যে কখন জানি ছুঁয়ে গেল
    বাদ্যযন্ত্রে ঠিক চাবিটা
    বাজতে থাকা সুরগুলো সব কী প্রচন্ড
    ঢেউ দিল তা জানতে পারলে –
    বুঝতে পেতাম এরই মধ্যে খূয়া যাচ্ছে কৌটো আমার।

    এখন আবার সেই রাস্তায় হাঁটতে থাকি,
    ধুলো বালি গাড়ির শব্দ
    সেদিন যারা সাক্ষী ছিল
    কোর্টরুমে সব ভীড় জমে যায়
    বেভুলপনা কানায় কানায়
    টইটম্বুর হঠাৎ তাকে
    দেখে আমি লুকোচ্ছি মুখ
    তোমার থেকে লুকোচ্ছি মুখ
    নাও আমাকে, নাও আমাকে।

  • ranjan roy | 122.168.212.124 | ১০ অক্টোবর ২০১০ ২১:৪২428981
  • বা:, ফরিদা, বা:!!
  • I | 14.96.194.203 | ১০ অক্টোবর ২০১০ ২১:৫৭428982
  • কেয়াবাত !
    ফরিদা নামটা কিন্তু আমার দেয়া ! ওর ওপরে আমার কপিরাইট আছে।
  • ranjan roy | 122.168.212.124 | ১১ অক্টোবর ২০১০ ০০:১৫428983
  • ডাকতার, তুমিও ধন্য। ওই নামটা দেয়ার জন্যে।
    চুপি চুপি এটা বলে দাও--উনি কবি না কবয়িত্রী? এমন নাম দিলে!
    টিম কে কবয়িত্রী ভেবে মহা কেলো করেছিলাম।")))
  • I | 14.96.194.203 | ১১ অক্টোবর ২০১০ ০০:৫৮428984
  • আরেন্না! অত খায় না। ইনি সুমন, মুশকো মত পুং। জলজ্যান্ত একজন সুন্দরী ইস্ত্রী আছেন, তাঁর নাম রেশমী।
    ইনি ফরিদাবাদে থাকেন বলে নাম হলো ফরিদা। তখন গুরুতে প্রবল দাদা সিরিজ চলছিল কিনা !
  • ranjan roy | 122.168.240.83 | ১১ অক্টোবর ২০১০ ২৩:৩৮428985
  • ওকে। ফরিদাবাদে আমার এক ছোটবেলার বন্ধু থাকেন --বুদ্ধদেব রায়। ওনার স্ত্রী শ্বেতা হায়র ম্যাথস্‌ পড়ান আর বাঙালী সমাজের নাটক-গান এর রিহার্সাল এসন নিয়ে জমিয়ে থাকেন। আগামী বার গেলে ওনার মাধ্যমে কবি সুমনের সঙ্গে দেখা করার চেষ্টা করবো।
  • pharida | 122.163.95.239 | ১৪ অক্টোবর ২০১০ ০১:১৮428986
  • শুনলে তোমায়
    সুগন্ধেতে বুক ভরে যায়।
    নৌকা ফুটো- হলেও শুধু
    ডাক ভেসে যায় -

    মাঝদরিয়ায়
    মাছ ধরি আয়।
  • pharida | 122.163.95.239 | ১৪ অক্টোবর ২০১০ ০১:৪৪428987
  • অনিবার্য, তবু,
    চেনা রাস্তায় অচেনা হতে পরিনা
    তাই ফিরে আসি একটা একটা করে তীর সরিয়ে সরিয়ে নিয়ে

    শরীরে সইয়ে নিতে যন্ত্রণাকে
    ওদের যত্ন করে আপন করে নিতে নিতে।

    একসময়ে,
    আত্মীকরণ পূর্নাঙ্গ হলে

    ফিরে আসি - নিজে থেকেই
    ডাক দিলে ফেরাটা তরাণ্বিত হয়
    এর বেশি কিছু নয়।

  • ranjan roy | 122.168.40.86 | ১৪ অক্টোবর ২০১০ ১৫:৫৭428988
  • আমার ছিল একটুখানি বাড়ি,
    মাথাগোঁজার মত একটু ঘর,
    ছিল না তায় কোন দেখনদারি,
    গা-ঘেঁষটে বসার অবসর
    সেটুকু ছিল। ছিল হট্টগোল,
    আড্ডা জমে উঠতো অনায়াসে,
    তর্কাতর্কি? সে প্রায় হাতাহাতি,
    ছাই জমতো এঁটো চায়ের গ্লাসে।

    বল্লে তুমি-- তোমার কাছে আমি
    কোনও দিনও পেশ করিনি দাবী,
    খেটে গেছি মুখের রক্ত তুলে,
    খোঁজ করিনি ভাঁড়ার ঘরের চাবি।
    আজ যদি চাই সাজানো এক ফ্ল্যাট,
    হবে কি তা' একটু বাড়াবাড়ি?
    সারাজীবন রয়েছি মুখ বুঁজে,
    আজ তবে কি আমার সাথে আড়ি?

    -- কি আশ্চর্য্য, এমন কথা কেন?
    স্ত্রীবুদ্ধি আর বলেছে কি সাধে,
    যেমনটি চাই, তেমনি গড়ে দেব,
    রাঁধে যারা তারাও চুল বাঁধে।
    নতুন বাড়ি, নতুন বালির ঘর,
    ঝিলিক দিয়ে ওঠে তোমার মুখ।
    বন্ধুরা সব তেল কিনতে গ্যাছে,
    ব্যালকনিতে একলা দোলে শুক।

    ধীরে ধীরে চর উঠছে জেগে,
    বেড়ে উঠছে উলুখাগড়ার বন।
    শব্দগুলো যায়, হারিয়ে যায়,
    আমার প্রাপ্তি শীতল সমর্পণ।

    আজকে তোমায় যায়না যে আর ছোঁয়া,
    চর জেগেছে, কয়েক হাজার মাইলস্‌।
    বিষণ্নমুখ, ডিভানে আধশোয়া,
    মুচকি হাসে ভিট্রিফায়েড টাইলস্‌।''

  • kahiptaashaa | 203.99.212.54 | ২৫ অক্টোবর ২০১০ ১৩:৪১428989
  • ভাগ্য কিছু সহায় আর সময় কিছু কম
    শহর থেকে শহর ফুঁড়ে প্লেনগাড়ি জেটগতি
    হাপুস ছুটে গোল গোল গোল ছট্টবেলার মত
    মেরি গো রাউন্ড মেরি গো রাউন্ড মেরি গো রাউন্ড বেশ

    এই তো দেখি কলিকাতায় উড়াল পুলে ছুট
    এইতো দেখি বেঙ্গালুরু হোয়াটস আপ ড্যুড
    এইতো ফের দিল্লী সিক্স বেশক আশিয়ানা
    মেরি গো রাউন্ড মেরি গো রাউন্ড ছুটছে কেয়া খুব

    এইতো দেখি ধানের ক্ষেতে লাল নিশান জেগে
    এইতো দেখি পুকুর ঘাটে ইঁটের পাঁজা ভারী
    এইতো ছুট কাব্য খুব হিপ পকেটে তাজা
    মেরি গো রাউন্ড মেরি গো রাউন্ড দরজা আঁটা গাড়ি

    পণ্য বটে বাজার ভরা কবিয়ালের গান
    যুক্তিগতে বেচেই দিই নৈশ অভিমান
    মদ্যপানে পদ্য জাগে সকালে স্যারিডন
    মেরি গো রাউন্ড মেরি গো রাউন্ড ঘুরছি বেসামাল

    সমর্পিত চক্ষুগুলি ছিন্ন মনোযোগে
    তিনপাত্তি খেলছে বাজি, দেশান্তর দেশ
    ভাগ্য বুঝি শানিত নখ সময় খুব কম
    মেরি গো রাউন্ড মেরি গো রাউন্ড মেরি গো রাউন্ড বেশ
  • pharida | 122.163.97.110 | ২৫ অক্টোবর ২০১০ ২২:৩০428991
  • জিতে রহ বেটা :)
  • pharida | 122.163.97.110 | ২৫ অক্টোবর ২০১০ ২২:৩২428992
  • নেহাৎই বিভ্রমে উড়ে বেড়াতে দেখি
    বাগানময় – প্রতি রোমকূপ পাতায়
    অস্থির চলাচলসমূহ, আমায় ছোটায়
    নিজের পিছুপিছু।

    এখানে এসে কদিন থাকবে ওরা, জানিনা।
    একদিন বেড়াতে বেরোব বলে ভাবি আজকাল,
    খনন কার্য চলে, তছনছ দেওয়াল আসবাব।
    তখনই, নেহাৎই খেয়ালবশে চোখ খুলতেই
    বিভ্রম অঙ্গীভূত হয়ে যায়।

    ঢেউতোলা সামুদ্রিক আয়নায় দেখি তাই
    উল্টো করে রাখা বালিঘড়ি।
    জল বেয়ে বেয়ে জল উঠে আসে
    কৈশিক ক্রিয়ায় মুকুল সঞ্চারিত হয়।

    নেহাৎ বিভ্রমে আয়ুবৃদ্ধি ভাবি
    এখনো বেড়াতে বেরনর কথা ভাবি।
    বলে ফেলি কখনো বা-

    যা বলি ভাবি, না বলি – ভাবিনা
    দেখি ভেবে দেখিও না – না দেখে কি ভাবি না?
    সেদিকে না, এদিকে – ওদিকে না অন্যদিকে
    বলি ভাবি, বলে আর ভাবা হয় না।

    বেভুল হয়ে যায় স্বর্গের দ্বীপপুঞ্জ
    অপ্সরী, গানটান শেষে ঘরে গিয়ে ভাত বসায়।
    আধোঘুমে অস্ফুট জেগে উঠে ভাবি – ভাবি না।
    কখনো দেখিনা – যেন আজন্মকাল অন্ধ সেজে আমি
    কখনো বলিনা – যেন আজন্মকাল বোবা সেজে আমি
    তার বদলে অন্য অন্য লোক এসে আমার চোখমুখ দিয়ে
    বলেটোলে দেখেশুনে দেয়।

    নেহাৎই বিভ্রমে দেখি অপ্সরী গান শেষে ঘরে ফিরে যায়।

  • Tim | 173.163.204.9 | ৩০ অক্টোবর ২০১০ ১১:২৯428993
  • এই তো আকন্ঠপান, এই সেই ঘুণধরা গলি
    এখানেই চলাফেরা, ফেরার সময়, অসময়
    এই সিঁড়ি, শ্যাওলার ভিজেভাব, বটের শিকড়
    শ্লথগতি কীট আর স্মৃতিঝুলি উজার দুপুরে।

    এই সেই খাতা, ছেঁড়া পাতা
    আসন্ন হিসেব নিকেশ, বৃথা আশ
    আঁকিবুকি বেপরোয়া, কাঁটাতারে
    ঘিরে রাখা বেআইনি লোভ-
    মাংসপিন্ডের স্তূপ, খোঁয়াড়ে-বাজারে।

    তাও শত শাকভাতে ঢাকাঢুকি, ছেঁড়া
    কাঁথা মেলে, চাপা দেয়া অপরাধবোধ
    রাত হলে প্রসাধন ঘষে ঘষে তোলা, অবিকল
    ঘষে তোলা সরকারী ছাপ-
    আড়চোখে নিজেকেই দেখা, আয়নায়।

  • delta | 151.141.84.194 | ০৪ নভেম্বর ২০১০ ০৬:৩৮428994
  • তুলে রাখছি। ফরিদা সায়ন টিম আর সব আরো আরো কবিরা নিপাত্তা কেন? পাতা ঝরার বিষন্ন হেমন্তদিনে কবিরাই কেবল নতুন বসন্ত নিয়ে আসতে পারে যে!
  • delta | 151.141.84.194 | ০৪ নভেম্বর ২০১০ ২১:৩২428995
  • নেমে গেছে এটা! আরে নেমে গেছে!
    কবিরা চুপ বলেই চারিদিকে এই অবস্থা!
    সোনালি খোলসের বা সোনার কলসের কবিতাও তো লিখতে পারে কবিকার্তুজ, কবিবুলেট বা কবিবারুদ বা কবিকালিদাস!
  • Kartuj | 59.93.202.253 | ০৪ নভেম্বর ২০১০ ২১:৩৬428996
  • এটা আমি কি বললেন ডেল্টাবাবু, আমি লিখব কবিতা !! কেউ তাহলে বিশ্বাস করে আমিও লিখতে পারি? এরম পরিহাস করবেন না প্লীজ, হার্টফেল করব দেখছি। ;-)
  • delta | 151.141.84.194 | ০৪ নভেম্বর ২০১০ ২১:৪৪428997
  • শুধু তাই না, কবি কালিদাসের লগে এক সারিতে বসাইছি। ;-)
  • tatin | 70.177.55.6 | ০৫ নভেম্বর ২০১০ ০০:০৪428998
  • যদি সব বিজ্ঞান মুছে ফেলি আজ
    যদি গুহাগর্ভে আজ বসি শূল্যমাংস মহাভোজে
    তমালিকা থাকবেই, সেইখানে, প্রস্তরের গায়ে
    বাইসন এঁকে যাবে তাহার রঙিন পেনসিল
    বিষাক্ত মদিরা লয়ে, মৃৎপাত্রে, তারই সম্মুখে দাঁড়িয়েছি
    আমাদের মাঝখানে কলকাতা শেষতম বাধা
  • ranjan roy | 122.168.17.175 | ০৫ নভেম্বর ২০১০ ০৮:২৮428999
  • দেবদত্ত নামে শিল্পী এক,
    রূপদক্ষ বারাণসীবাসী;
    কামনায় হয়েছে অধীর
    স্বপ্নে তার সুতনুকা দাসী।

    চাইলেই যদি যেত পাওয়া
    জীবন বইতো বাঁধা খাতে।
    মুক্তিপণে কিনবে তুমি বাওয়া,
    তাই খেটে মর দিনরাতে?

    সঞ্চয় করেছ শিল্পী তুমি,
    কটিবন্ধে কত কার্ষাপণ?
    --- স্বর্ণমুদ্রা সাথে নেই স্বামী,
    বন্ধক রেখেছি এ' জীবন।

    আমাকে নেবেন আপনি কিনে?
    আজীবন গাইবো জয়গান,
    আমি যেই হাতে ধরি ছেনি,
    প্রাণ পায় ক্ষুধিত পাষাণ।

    রামগড় পাহাড়ের গায়ে
    গড়ে তুলি এই নাট্যশালা।
    আমার সম্পূর্ণ হল কাজ,
    এবার তো আপনার পালা।

    প্রতারণা বলো তুমি কাকে?
    রাজা কবে রাখে তার কথা!
    দেবদত্ত হাতে নিল ছেনি
    লিখলো-" আমি চাই সুতনুকা'।

    কালিদাস উৎসবের রাতে
    আমরা সেই শিলালিপি পড়ি,
    ছুঁতে চাই হৃদয়ের ক্ষত,
    মনে মনে কল্পকাব্য গড়ি।

    আজ এই দীপান্বিতা রাতে
    আমি সেই শিল্পী অভিমানী।
    তোমাকে চেয়েছি সুতনুকা,
    তুমি কাকে চাও তা কি জানি!
  • ranjan roy | 122.168.17.175 | ০৫ নভেম্বর ২০১০ ০৮:৫১429000
  • ডি: ৬নং স্ট্যান্‌জা'--
    রাজা কবে রাখে তার কথা,
    প্রতারণা বলো তুমি কাকে?
    দেবদত্ত হাতে নিল ছেনি,
    ""সুতনুকা, চেয়েছি তোমাকে''।
  • tatin | 130.39.149.32 | ১৩ নভেম্বর ২০১০ ০৪:১৯429003
  • স্ট্রীপ ক্লাবের কবিতা

    এমন নৃত্যভঙ্গে তোমার বিহনে যা যা আসে
    সে সব মোচন করা ভালো
    তরঙ্গ জুড়ে তবু অসার এই মন আর তনু
    তখন রাতের মাঝে আশ্লেষহীন সেই আলো
    জাগালোনা কিচ্ছুই, শুধু বিচ্যুত হই, এই আমি
    কখনও সে পোলে চড়ি, কখনো আমাকে খেলে হামি......

    সে কি আর লিখবোনা এখনও শিখিনি ঐ খেলা
    জানি কোনখানে তুই,
    জানি কোনও অন্য আলো খোলা
    তারও দূরে ছুঁয়ে গ্যাছে, অজ্ঞাত আকাশের মতো
    সে প্রাচীন অজ্ঞতা, এখন যা পুঁজ জমা ক্ষত
    কমবেনা, ক্যান্সার, বেড়ে যাবে শহরের ধোঁয়া

    খোসার মতৈ তবু খুললেই বৃষ্টি বিকেল
    লবঙ্গ রাখা ছিলো সেই ঘ্রাণে, ঘামের বিশেষ
    অশেষ, আমিও দ্যাখো ডাক দিই কবিতাও ঝরে
    বৃষ্টির নাম লেখে ঝরে পড়া অন্তর্বাসে-
    আছে কি এখন কেউ, সেই বুদ্বুদ, সেই মায়া
    যেখানে তাকিয়েছি, রোদে রোদে শুধু তোরই ছায়া
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন