এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - ২

    pharida
    অন্যান্য | ২১ নভেম্বর ২০০৯ | ৩০৭৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 98.230.9.113 | ২৫ জুলাই ২০১০ ০৯:০৩428937
  • আরো কিছু যাযাবর, আরো দড়িদড়া
    স্তব্ধ সমাধির পাশে এসে বসে।
    পিষে যাওয়া পোকাদেরও সৎকার হয়,
    অযুতনিযুত পোকা, পোকাদের নেতা,
    মুঠোর কাগজ দেখে নড়ে, কথা বলে।
    মৃত্যুচক্র ঘোরে, পোকারা হাজার চোখে ব্যবসা বাড়ায়।

    পোকাদের হাজার স্লোগান
    কেউ চায় আগুনের চোখ
    কেউবা সোনালী ডানা, সহস্রাক্ষ হতে।
    সাধ জাগে, পোকাদের সাধ বড়ো ফলদায়ী
    অলক্ষে নাচে স্নায়ু, সাজানো বাগানে
    জন্ম,কর্ম, ক্রীড়া চলে, যূপকাষ্ঠ আজন্মলালিত।
  • Arpan | 122.252.231.10 | ২৫ জুলাই ২০১০ ০৯:২০428938
  • এইসব অজুহাত আমাদের ভালো লাগে
    ------------------------

    এইসব অজুহাত বুকে নিয়ে শুয়ে থাকা ভালো
    এইসব অজুহাত আমাদের ভালো লাগা - যেন
    অফুরন্ত ছুটির দেশে ভ্রাম্যমাণ বিড়াল| রহস্যে
    ভরপুর তোমার আত্মা, অলীক মুঠিতে তুলে আনো
    মাংসবিক্রেতার ছায়া, অবনত, টলটলে জলে
    এইসব অজুহাত বুকে নিয়ে জেগে থাকা ভালো
    যেন স্বপ্ন এইসব, ত্রস্ত প্রণয়ী, পোশাক পাল্টে
    এসেছ কাছে, তোমারো, একটি রহস্য গল্প ছিল।
  • kahiptaashaa | 203.99.212.54 | ২৬ জুলাই ২০১০ ১৮:৪৪428939
  • শীত কাল চলে এলো বুঝি
    জনলার কাঁচে যেন শীত লেগে আছে ফোঁটা ফোঁটা
    আবছায়া, এবং অতীত, যেন চলে এলো শীত অসময়ে

    স্তব্ধতা, বিহিত টুকরো কোলাহল
    রোজকার মত, কলেজ জীবন
    রাধিকা জনান্তিকে ফেরে শীতের দুপুর থেকে শীতল বেলাতে
    অচেনা শহরে, এবং অতীতে

    এপাড়া ওপাড়া অসময়ে
    সন্ধ্যে দিয়ে ঢাকা
    যেরকম শীতকালে হয়, শীতল বেলাতে, অসময়ে।
  • Shuchismita | 12.34.246.72 | ২৬ জুলাই ২০১০ ২১:২২428940
  • এটা বসন্তের গানেও তুলে দিন। একসাথে থাকুক।
    আলাদা করে আর ভালোমন্দ কি বলব! সেসবের সীমানা পেরিয়েছে।
  • Tim | 98.230.11.83 | ২৭ জুলাই ২০১০ ০৯:১৯428941
  • শীত এলো বুঝি? হয়ত বা
    এই নীল শিরশিরে ভাব
    কুশায়ার শবদেহ ঘিরে পাতা ঝরে
    কৃত্রিম, সুবর্ণ সেই পাতা।

    দূরে দূরে আলোছায়া গাছ
    অন্ধকারে, ক্রমে মিশে গেছে
    ঐ বল্কল, ঐ ঝরে থাকা
    শুকনো ফুলের স্তর, ডাল
    ঐখানে জমে আছে
    বিগত শীতের কঙ্কাল।

  • kahiptaashaa | 203.99.212.53 | ২৭ জুলাই ২০১০ ১৯:৫৪428942
  • দালান বেছেছি নিজের ব্যক্তিগত ঘুলঘুলি খুঁজে
    খড়কুটো, গুগুলের ম্যাপ নিয়ে বসি, ছোট নীড়।

    যেমন গুগুল ম্যাপে আঁকে, নোয়াখালি ঝালকাঠি
    ফটিকছড়া উপজিলা, বনগাও কলিকাতা ঘোলা
    ওদিকে আখাউড়া রোড শান্ত সবুজ পাশাপাশি
    শুয়ে থাকে যেন দানাপানি, পাখি যেন এলসিডি
    স্ক্রীনে, উড়ে উড়ে ইতিউতি বসি এপার ওপার।
    বিয়েসেফ বিডিআর যেন কাগতাড়ু নীরিহ নিপাট
    দেশপ্রেম যেন অমরচিত্রকথা, শিশুপাঠ্য ছিমছাম
    রক্তহীন ভালো। শুধু মানুষ হলেই বড় রক্তপাত
    যন্ত্রনা বাড়ে, চট করে মরে যায়, লুকোছাপা রোজ,
    সীমানা পেরুতে অহরহ।
    অন্যথা গুগুলের ম্যাপে
    এইসব বিহঙ্গবৃত্তি বেশ ভালো, মানুষ না হয়ে
    পাখিয়ালি।
  • til | 210.193.178.129 | ২৮ জুলাই ২০১০ ১১:১৬428943
  • Chuha Billi se darta hai,
    Billi Kutte se darti hai,
    Kutta Aadmi se darta hai,
    Aadmi Biwi se darta hai,

    Aur Biwi Chuhhe se darti hai!!!

  • tuli | 131.95.30.135 | ২৯ জুলাই ২০১০ ০২:৪০428944
  • সেইসব মৃত্যুকথা, সেইসব মগ্ন অন্তরীপ-
    সেইসব নীলজল, সেইসব স্বর্ণরেখ ম্‌ৎস্যেরা,
    পুরাকালে যারা কথা কইতো মানুষের সঙ্গে।

    অলীক মন্দরপর্বতে একা মাতরিশ্বা-সন্তান
    সূর্যের দিকে ঝাঁপ দেবার প্রস্তুতি নিতে নিতে
    হঠাৎ যার মনে পড়ে গেল "নদীর নামটি অঞ্জনা"।

    ভুলে যাওয়া স্বর্ণবেলাভূমি, ঝিনুকের খোলা-
    মুক্তোখোঁজা পাখিরা, নিষাদের তীক্‌ষ্‌ঞ তীর,
    বহ্নিপর্বতের চূড়ায় সন্ধ্যামেঘ লেগে থাকা।

    সেইসব জন্মকথা, সেইসব নিগূঢ় বিষাদ
    সেইসব গভীর বিকাল, বৃষ্টিশেষ নীল-
    আকাশে প্রথম তারাটির চোখ।
  • Kartuj | 59.93.198.163 | ২৯ জুলাই ২০১০ ২০:৫১428945
  • মাতরিশ্বা মানে কি, তুলি?
  • tuli | 131.95.30.135 | ২৯ জুলাই ২০১০ ২৩:৫৪428947
  • Googleit.:-)
  • Kartuj | 125.20.3.146 | ৩০ জুলাই ২০১০ ১৬:১৭428948
  • বাংলা শব্দ গুগলে? গুগলকে এ ব্যাপারেও দ্বিতীয় মস্তিষ্ক ধরাটা কি ঠিক হবে? সংসদে তো নেই যদ্দুর জানি। অবশ্য তুমি নিজে বানিয়ে থাকলে ঠিক আছে। :-)
  • Kartuj | 125.20.3.146 | ৩০ জুলাই ২০১০ ১৮:১০428950
  • বাতাস বোঝাতে মাতরিশ্বা !! কবিতা পড়তে গিয়ে যদি ব্রহ্মসূত্র আর সংসদ ঘাঁটতে হয়, তাহলে তো বিষম বিড়ম্বনা। যদি হাতের কাছে না থাকে? মানে বুঝতে না পেরে লোকে কবিকে বাংলায় অসামান্য ব্যুৎপত্তির জন্যে কুর্নিশ জানাক, এটাই কি কবির অভিপ্রায়? তুলি তো সহজ ভাষায় বেশ মিষ্টি মিষ্টি কবিতা লেখে অ্যাদ্দিন জানতাম। তা ভালো, একটা নতুন শব্দ শেখা হল। এখন থেকে দেখছি কোনো শব্দের মানে জানতে আর সংসদ না ঘেঁটে সোজা নেটে চলে আসতে হবে।
  • didubhai ke miss kare | 199.63.142.252 | ৩০ জুলাই ২০১০ ১৯:২০428951
  • নতুন করে দেখবে বলে,
    যাছি রে ভাই গেলে চলে,

    এই যে মনের অন্তরালে,
    বিদ্রোহি মন শেষ বিকেলে
    একি প্রশ্ন মনের কোণে,
    নতুন কিছু জানতে পেলে?

    কষ্ট করলে কেষ্ট মেলে,
    বলে গেছ কোন সকালে,
    ফোকলা হাসি ফোকলা গালে,
    কেষ্ট কৈ? দেখতে পেলে?

    জীবন চলে নিজের দোলে,
    স;সারের আপন খোলে,
    ধুকপুকানির মায়াজালে,
    ফোকলা রাগে ফোকলা সুখে।

    রাত প্রহরি কষ্ট পেলে,
    ঘুম পাড়িও আদোর ঢেলে,
    ভালো থাকব অঙ্গিকারে,
    ঠিক সময় ডাকবে বলে।
  • kabipradnyaa | 220.253.188.158 | ৩১ জুলাই ২০১০ ১৭:৫০428952
  • সেইসব উল্টোপাল্টা
    সেইসব দুর্বোধ্য শব্দ
    সেইসব ফুটানিকা ডিব্বা
    সেসব কি যেন
    সেইসব ঘন্টা!
  • ranjan roy | 122.168.205.238 | ০১ আগস্ট ২০১০ ০৬:৩৫428953
  • নারাণ গাঙ্গুলি মশাইয়ের কবিদের নিয়ে লেখা গল্পে আছে " ইরম্মদ, জীমূতমন্দ্র, বাণীর কমলকাননে কলহংস, মাতরিশ্বা,ইন্দ্রলুপ্ত এই সব শব্দ।
    ইন্দ্রলুপ্ত কে আমি বেশ বিপ্লবী শব্দ ভাবছিলাম। কিন্তু ওটার মানে ""টাক'' জেনে দু:খ পেয়েছিলাম। তেমনি " ক্রন্দসী' মানে আকাশ, ক্রন্দনরতা নারী নয় জেনে।
    আর ""উড়িল কলম্বকুল অম্বর প্রদেশে'' পড়ে মাইকেলের পশ্চাদদেশে একটি কষাতে ইচ্ছে হয়ে ছিল। সরি, এটা ভাটপাতা নয়!!
  • ranjan roy | 122.168.205.238 | ০১ আগস্ট ২০১০ ০৭:০৫428954
  • ্‌
    জীবন যে রকম
    -------------------
    কে বলেছে জীবন একঘেয়ে?
    শুধু চাই একটু প্ল্যানিং!

    আমি সোমবারে কাটাপোনা আনি,
    মঙ্গলে ব্রয়লার, বুধবারে হাঁসের ডিম।
    বেস্পতিবারে কাটাপোনা আনি,
    শুক্কুরে ব্রয়লার, শনিতে হাঁসের ডিম।
    রোব্বারে নিরিমিষ।

    আমাদের কোন "আজ' কালকের মত নয়।
    আমাদের কোন "কাল' পরশুর মত নয়।
    আমাদের কোন "পরশু' আজকের মত নয়।

    কে বলেছে জীবন একঘেয়ে?
    শুধু চাই একটু প্ল্যানিং!

    আমি সোমবারে বউকে চুমু খাই,
    মঙ্গলে বউ আমাকে।
    বুধবারে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে
    আমরা ভাইবোনের মত পাশাপাশি শুই।
    আমি বেস্পতিবারে বউকে চুমু খাই,
    শুক্কুরে বউ আমাকে।
    শনিবারে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে
    আমরা ভাইবোনের মত শুই।
    রোব্বারে ঠাকুরের ছবিটি দেয়ালের দিকে ঘুরিয়ে দিই।

    আমাদের কোন "আজ' কালকের মত নয়।
    আমাদের কোন "কাল' পরশুর মত নয়।
    আমাদের কোন "পরশু' আজকের মত নয়।

    কে বলেছে জীবন একঘেয়ে?
    শুধু চাই একটু প্ল্যানিং!

    সোমবারে বস্‌ আমাকে চেম্বারে ডেকে ধ্যাতায়।
    নিজের টেবিলে ফেরার সময় আমি দাঁতে দাঁত চেপে বলি--- শুয়োরের বাচ্চা!
    মঙ্গলে আমি আমার অধস্তন দের কড়কাই।
    ওরা ফিরে যেতে যেতে আমাকে শুনিয়ে শুনিয়েই বলে
    -- শুয়োরের বাচ্চা!
    বুধবারে বস্‌ আমার দিকে তাকিয়ে হাসে।
    -- ওয়েল ডান্‌।
    আমি আমার অধস্তনদের দিকে তাকিয়ে হাসি,
    --ওয়েল ডান্‌।

    বেস্পতিবারে বস্‌ আমাকে চেম্বারে ডেকে ধ্যাতায়।
    নিজের টেবিলে ফেরার সময় আমি দাঁতে দাঁত চেপে বলি--- শুয়োরের বাচ্চা!
    শুক্কুরে আমি আমার অধস্তন দের কড়কাই।
    ওরা ফিরে যেতে যেতে আমাকে শুনিয়ে শুনিয়েই বলে
    -- শুয়োরের বাচ্চা!
    শনিবারে বস্‌ আমার দিকে তাকিয়ে হাসে।
    -- ওয়েল ডান্‌।
    আমি আমার অধস্তনদের দিকে তাকিয়ে হাসি,
    --ওয়েল ডান্‌।
    রোব্বারে আমরা কেউ কাউকে চিনি না।

    আমাদের কোন "আজ' কালকের মত নয়।
    আমাদের কোন "কাল' পরশুর মত নয়।
    আমাদের কোন "পরশু' আজকের মত নয়।

    কে বলেছে জীবন একঘেয়ে?
    শুধু চাই একটু প্ল্যানিং!

  • kasturi | 131.95.30.135 | ০১ আগস্ট ২০১০ ০৭:৩৫428955
  • মুজতবা বলেছিল কচু হাতি ঘন্টা
    তাই শুনে হু হু করে ফড়িং এর মনটা।
    ঘাড়ত্যাড়া রেগে গিয়ে কষে দিলো গাঁট্টা
    হনুমানে হেসে বলে ও কিছু না, ঠাট্টা।
    মুরগীর ডিম খেতে মনে ভারী কষ্ট
    হংসীর ডিম খাও কোরো নাকো নষ্ট।
    শনিবারে শনিবারে কোরো রামনাম
    শ্যামের বাঁশরী শুনে বৃন্দাবনধাম।
    হাতি নিয়ে হাতাহাতি সিংহের বাড়িতে
    বুঝেশুনে আরো কিছু চাল নিও হাঁড়িতে।
  • ranjan roy | 122.168.205.238 | ০১ আগস্ট ২০১০ ০৯:৫৯428956
  • শব্দের সাপেক্ষ-নিরপেক্ষ অর্থবহতা নিয়ে টিম ও শিবুর বক্তব্য নিয়ে ক'দিন ভাবলাম।
    যা মনে হল--- প্রাইমা ফেসি শিবুর কথাটা ঠিক। প্রত্যেক শব্দের সংজ্ঞাগত একটা অর্থ আছে।
    কিন্তু টিম বলছে কবিতার পরিপ্রেক্ষিতে। সেখানে শব্দ স্বয়ম্ভু নয়। সেখানে শব্দের ডেরিভেটিভ ইত্যাদি ততটা প্রাসংগিক নয়। প্রাসংগিক হল শব্দের ব্যঞ্জনা। একা একা নয়, শব্দমালায় মিলে মিশে। সিনেমার ক্ষেত্রে যেমন দু-তিনটে স্বতন্ত্র শট পর পর মিশে একটা মন্তাজ এফেক্ট তৈরি করে, যাতে সিংগল শটের চিত্রভাষা গৌণ হয়ে সামগ্রিক এফেক্টটি মুখ্য হয়; তেমনি কবিতার ক্ষেত্রে একটি স্বতন্ত্র শব্দের বাচ্যার্থ গৌণ, টোটাল এফেক্টে শব্দটির অবদান মুখ্য।
    টিম, তোমার কথা ঠিক বুঝেছি কি?
  • Tim | 98.230.9.113 | ০১ আগস্ট ২০১০ ১১:৪১428958
  • হ্যাঁয়েস। :-)
  • snigdhendu | 203.200.68.7 | ১৩ আগস্ট ২০১০ ০২:৩৫428959
  • khubvalolaglo
  • pharida | 220.227.148.193 | ১৮ আগস্ট ২০১০ ১৪:০৯428960
  • যে অক্ষরে লেখা আমার আগের চিঠি-
    সেটা তোমার সঙ্গে যেত স্কুল অবধি।
    তারপরে সে বেশ খানিকটা বদলিয়ে ছাঁদ-
    লিখতে বসে যখন তোমায়- সংসার ওর ভরভরন্ত।
    ছদে শুকোয় শাড়ি, জামা, বাচ্চার প্যান্ট, মোজা কিছু।
    সপ্তাহান্তে আমিষ বাজার আমোদপ্রমোদ টায়ে টায়ে সব মিটিয়ে দিয়ে
    বাসি বাসি অক্ষর সে জল ছিটিয়ে জ্যান্ত করে।

    এ ছাড়া আর সঞ্জিবনী নেইকো জানা-
    তাতেই বুঝি ঘুমন্ত সব অক্ষরকে তোমার কাছে ঠেলতে থাকা।
    তাদের কিছু চলকিয়ে যায় রাস্তাঘাটে, ধুলোর সাথে ধুলো হয়ে মিশতে চেয়ে,
    কেউ বা আবার ইচ্ছে করে লাফ মেরে সব পালায় ছুটে হাঠাৎ করে অন্য কিছু দেখতে পেয়ে।

    বাকি যারা দরজা অবধি গিয়েও শুধু
    উচ্চারিত হওয়ার আগে থমকে গিয়ে আশেপাশের অক্ষরকে আঁকড়ে ধরে।
    ঠিক তখনি, জানো তুমি, ঠিক তখনি অনুপস্থিত দুরন্ত সব শবদগুচ্ছ - বেড়ায় খুঁজে।
    ওদের ছাড়া সাহস কি আর আছে এদের নাড়বে কড়া সেই দরজায়?

    তাতেই কিছু হয় না বলা- ঠিক এখনি,
    ভুল বুঝো না অসংলগ্ন চলাফেরায়।
  • ranjan roy | 122.168.21.21 | ১৯ আগস্ট ২০১০ ০০:১২428961
  • চমৎকার! আরো লেখো ফরিদা, আরো লেখো।
  • Arya | 125.16.82.195 | ২০ আগস্ট ২০১০ ০৯:২৮428962
  • Row, row, row the boat gentle down the stream
    If you see a crocodile don't forget to scream

  • Sonali | 192.12.88.7 | ১৪ সেপ্টেম্বর ২০১০ ২০:৫২428963
  • বিষ

    কখন আমার দিন কেড়ে নিলো অচেনা চুম্বন
    আর নি:স্ব করে দিয়ে গেলো
    এখন স্বপ্নের মধ্যে আতান্তরে পড়ে যাই
    সামনে অনেক রাস্তা, হাঁটা পথ, মেঠো পথ,কোনদিকে যাবো
    কখনো আগুন জ্বলে,আগুনের পাশে বসি
    লাল মুখ,বিন্দু বিন্দু ঘাম
    তুমি ছুঁয়ে নাও,
    বাসনার আকশে ঝড়, এসো,
    আমার চৈতন্য জুড়ে হন্তারক হয়ে ওঠো আজ

    কোমল ওষ্ঠের কাছে মৃত্যু ঝুঁকে পড়ে
    প্রিয় এই মরে যাওয়া, বিষ না অমৃত
    কে জানে? তুমি কি জানো না আগন্তুক
    একবার ভেসে গিয়ে আর ফিরে আসে নি বেহুলা
    সব লোকগাথা মিথ্যে! কে চায়
    এই বিষ-প্রেম ছেড়ে ফিরে যেতে চাঁদের বাসরে?

  • Zzzz | 99.227.241.164 | ১৪ সেপ্টেম্বর ২০১০ ২১:২৯428964
  • Kartuj | 59.93.217.192 | ২০ সেপ্টেম্বর ২০১০ ২১:০৯428965
  • গঙ্গার কিনারে বাসা, আলেয়ার দীপে ধুয়েমুছে রোদ
    এমনি গুছিয়ে বসে সাঁঝসহেলীরা
    ঘাটের শ্যাওলামাখা পইঠের সবটুকু জুড়ে,
    জমে ওঠে গল্পগাছা, কোঁচড় বোঝাই
    শেষকুড়ন্তি আলগা মেঘে দায়হারা শরতের,
    হালকা পেন্সিলে আঁকা অস্পষ্ট দূরের তীরে
    থেমে গেছে আনমনা সাইরেন
    স্রোতে ভেসে যাওয়া পুরোনো সব বিকেলের
    সমবেত কুহেলীর মৃদু জাল বুনে,
    পিছল সিঁড়ির পাথরে খোদিত ঢেউয়ের কথা
    সারাটি বেলার ইতিবৃত্ত, পারানির হিসেবনিকেশ
    জলের পাতলা ছলছলানিতে সেই কবে থেকে,
    ফণিমনসার ঝোপ আর শতাব্দীর অন্ধকার
    চেয়ে থাকে প্রেতের ঘোলাটে চোখে
    পোড়োবাড়িটার ইটকাঠে, রংচটা দেওয়ালে,
    ফেরীঘাটে নৈশ-আলো জৌলুসে মুখর
    ভাঙাচোরা অবয়বে ভিক্ষুকের রাজবেশ,
    পরিত্যক্ত প্রাচীনতা স্থাণু হয়ে ঝুলে আছে
    কড়িকাঠে দীর্ঘকাল, বাদুড় চামচিকের দল
    ডানায় গুঁড়িয়ে যায় ধুলোয় জমাট নৈ:শব্দ্য,
    উড়ে যায় খুঁজে নিতে নিকষ রাত্রির যোনি,
    জেটির বাঁধন ছেড়ে ভেসে গেল ও-ই
    শেষের সাম্পান অমানিশার গহ্বরে
    খেয়া দিতে নিভুনিভু এ সময় থেকে
    বিলুপ্ত নিশার কোন অচেনা বন্দরে,
    উজানভাঁটির খেলায় চলকে পড়ে থেকে থেকে
    মেয়াদফুরোনো যুগের অস্ফুট বাক্যবিনিময়,
    রাতের নিথর শয্যাতলে পাশাপাশি
    শুয়ে থাকে বর্তমান অতীত চর্মচক্ষুর অন্তরালে,
    জোয়ারের জল এসে তুলে নিয়ে যায়
    পুলিনে ছড়িয়ে থাকা জাগরূক নি:শ্বাস
    অদূর ভবিষ্যতের গহীন জঠরে ।
  • ranjan roy | 122.168.227.29 | ২০ সেপ্টেম্বর ২০১০ ২২:৩১428966
  • কার্তুজ,
    এ লাইনটা ভাল লেগেছে;--- মেয়াদ ফুরোনো যুগের অস্ফুট বাক্যবিনিময়''।
    আচ্ছা, যদি একটা ""এ'' জুড়ে দেয়া যায়?
    মেয়াদ ফুরোনো যুগের অস্ফুট এ বাক্যবিনিময়?
    -- অবিশ্যি তাতে ছন্দ পাল্টে যাবে।
  • ranjan roy | 122.168.16.177 | ২১ সেপ্টেম্বর ২০১০ ২১:২১428967
  • সোনালী,
    বিষামৃতে আপনার আমাদের কুম্ভ ভরে উঠুক। আরো লিখুন।
  • Shibanshu | 117.195.130.162 | ২২ সেপ্টেম্বর ২০১০ ১৮:৪২428969
  • ভূত চতুর্দশী

    সিগন্যালে ঝরে পড়ে রুগ্ন নিমফুল
    আঁধার মনীষা তার অন্ধকারে বাঁচে
    দেহ খুকুসোনা, তপ্ত তালামারা রাত
    সোনা তামা ছাই চাপা আনাচে কানাচে

    মমতা কোমল স্মৃতি ধূলো বালি ওড়ে
    ভোলে না দগ্‌ধ সেতু ক্ষত ঢাকে ঘাসে
    শান্তি পারাবারে ভাসে বিহান যামিনী
    যা কিছু বেদনাবৃত্ত হিম বৃদ্ধাবাসে

    যা কিচু আসক্ত সুখ অলজ্জপীড়ন
    মগ্নযোনি প্রেমধাতু নিমসঞ্জীবন
    শোকবৃত্ত ফুলছাপ টিনের সিন্দুক
    চিতা কাঠে চাপা থাকে বঁধুয়ার বুক

    দূর যাত্রা সঙ্গ নেবে অন্ধবালিকাটি
    অনেক রয়েছে বাকি ভালোবাসিবার
    মধুশব্দ, দুচার লহমা শব্দহীন
    আমি হাত ধরে হাঁটি ভূতবালিকার....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন