এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ৮১০৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 60.82.180.165 | ২৯ ডিসেম্বর ২০১২ ০০:০৮434117
  • দীপ্তেন্দা র স্পেশ্যাল সাহেবি বেগুনি

    না বৌমা। এখনি লিখে ন্যাও। খ্যাল রেখো এটা আম্রিগান কায়দা।

    বেগুনদের এক্টু পেট কেটে লুন জলে ভিজিয়ে রাখো মিনিট দশেক। বার করে শুকিয়ে ন্যাও। (এটা সাহেবী কাপ্তেনী। দিশিরা কদাপি এসব করে না, বাদ্দিতে পারো এই স্টেপ)

    আভেন প্রি হীট করে ওলিব ওয়েল স্প্রে করে দ্যাও বেকিং ট্রেতে। রাখো বেগুনদের। দাও লুন,গোল মরিচ (ইয়েস ইয়েস ইয়েস) আর থাইম। ২০০ ডিগ্রীতে ছ মিনিট।

    প্যাঁজ,রসুন আর কাচা লংকা এট্টু অলিব অয়েলে ভেজে নাও। কম আঁচে আমি প্যাজ ভাজি। দেই দু তিন পীস স্টার অ্যানাইস। অ্যাড টমেটম। জিরা পাউডার দাও। (রেসিপিকার পুদিনা পাতাও দিতে কয়েছেন, ছ্যা।ছ্যা। ওসব বাদ্দাও)। এটারে কও টমেটম মিক্সচার।

    এবার আভেন থেকে বেগুনদের বার করে উপরে উপরে দাও উপরিউক্ত টমেটম মিক্সচার। স্প্রিংকেল বাফেলো মোজেরাল্লা। কয়েকটি অরেগানো পাতা।
    এবারে চার মিনিট বেক করো।

    খাও।
  • ঝিকি | 149.195.255.147 | ৩০ ডিসেম্বর ২০১২ ১৭:৪২434118
  • খাবো না, এর থেকে পাতি বেগুন ভাজা বেশী ভালো খেতে হবে ঃ-)
  • I for dd | 24.99.135.126 | ২১ জানুয়ারি ২০১৩ ১৩:৪৮434119
  • বেথী ব্যাংএর জন্য। হু হা চিকেন।
    ১, প্যাঁজ ভেজে নাও।
    ২।মুর্গীতে (ছোটো পীস কোরো)মাখাও ,প্যাঁজ,রসুন,আদা,পুদিনা(আমি দি' না, পুদিনা জঘন্য লাগে),লুন,লংকা, গরম মশলা,।
    ৩ এক বড়ো মাইক্রোএভ কানা উঁচু থালায় দইএর সাথে চেটেপুটে মাখাও ঐ দুই নং
    ৪। চালাও মাইক্রো ওয়েভ - ধরো দশ মিনিট।
    ৫। এক চামুচ কর্নফ্লাওয়ার দইতে মেখে মুগীতে মাখাও
    ৬। ফের মা ঃ ওঃ তে লাগাও ৩-৪ মিনিট।
    ব্যাস

    এইবারে গিলতে পারো। খুব সখ চাগলে শুগনো কাসুরি মেথি হাতে ঘষে ছড়িয়ে দিতে পারো।
  • dd | 132.167.29.179 | ২১ জানুয়ারি ২০১৩ ১৪:২১434120
  • আমার উপরিউক্ত সাহেবী বেগুন ভাজা বেক করে কত্তে গ্যালাম - যেমতি সাহেবে কয়েছিলো।

    অতি বদখৎ হোলো। ক্যামোন একটা ক্কচ ক্ব্বচে ভাব। ঠাকুর বলেছেন "ওরে পোদো, টুকুন কামড় দিয়েই দেখলাম সিদ্দো হয় নি। ভিতর থেকে রাঁড়ি পুতি স্বাদ বেইড়ে আসছে।'
    পোদো মুখ ঝামটা দিয়ে কইলো "য্যামোন বুদ্ধি। সাহেবের কথা শুনেই বেগুন রাঁদতে গ্যালে? সাহেরা কি শ্যাল যে বেহুন চিনবে? বেক নয়,বেক নয়। স্রেফ দুবার করে ভাজো। বাকীটা রেসিপি অনুযায়ী।"

    ঠাকুর শুনেই সমাধিস্থ হয়ে গ্যালেন।
  • SS | 109.120.125.223 | ২১ জানুয়ারি ২০১৩ ২১:১৯434121
  • বাব্বাঃ, কত্তদিন পরে ডিডি রান্নাঘরের ঝাঁপ খুলেছেন!
  • I | 24.99.154.171 | ২১ জানুয়ারি ২০১৩ ২১:৩৫434122
  • SS কি শুদ্ধসত্ব, না সুহাসিনী? নাকি অন্য কেউ?
  • শ্রাবণী | 69.94.104.83 | ২১ জানুয়ারি ২০১৩ ২১:৩৮434123
  • ড্রাই ফ্রুটস আর চিকেন পোলাও:

    ১) বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে দই নুন আদারসুন পেস্ট মাখিয়ে ম্যারিনেট করে রাখুন
    ২) কড়ায় সাদাতেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচো ভেজে (দু কাপ চাল হলে তিনটে মিডিয়াম সাইজের)
    তুলে রাখুন।
    ৩) সেই তেলে ধুয়ে জল ঝরানো বাসমতী চাল ভেজে নিন একটু নুন দিয়ে।
    ৪) অনেকটা গরম মশলা গুঁড়িয়ে রাখুন।
    ৫) এবার ভাজা পেঁয়াজ আর কিছুটা গরম মশলা ও একটা লেবুর রস এবং কিছুটা লেবু খোসা গ্রেট করে চালে দিয়ে প্রেসার কুকারে বা রাইস কুকারে ভাত করে নিন। বাসমতী চালে জল একটু কম পড়বে ভাত ঝরঝরে হওয়ার জন্যে।
    ৬) কাজু পেস্তা কাঠবাদাম শুকনো কড়ায় ভেজে নিন (চাইলে কিসমিসও দিতে পারেন)
    ৭) ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো ভেজে নিন।
    ৮) আগের করা ভাতে ভাজা চিকেনের টুকরো, ড্রাই ফ্রুটস ভাজা, বাকী গরম মসলা গুঁড়ো ও সাদা মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে অল্প মাইক্রো করে নিন বা রাইস কুকারে অল্পক্ষণ স্টীম করে নিন।
    নুনের পরিমাণ একটু খেয়াল করে, ভাতে চিকেনে নুন পড়বে, সেইমত।

    এটা গরম গরম খেতে হবে যে কোনো রায়তা দিয়ে।
  • SS | 109.120.125.223 | ২১ জানুয়ারি ২০১৩ ২১:৪৩434124
  • ঃ))
    অন্য কেউ।
  • dd | 132.167.34.149 | ২১ জানুয়ারি ২০১৩ ২১:৪৬434125
  • ঐ ছোলাড্ডাল আর নতুন ক্যাতার কসুরি মালাই মুর্গীর রেসিপি কাল দিমু।

    অ্যাকচুয়ালি রোজই, মানে এভ্রিডে, লতুন লতুন রেসিপি ট্রাই কচ্ছি। জানিয়ে দিবো।
  • raatri | 24.96.103.12 | ২২ জানুয়ারি ২০১৩ ১৪:২২434127
  • ও ডিডিদা,
    শুধু টেরাই কল্লেই হবে??পিলিজ রোজ লিখতেও থাকুন না নিয়ম করে।পাঠেন অর্ধ ইত্যাদি।

    আর মাইক্রো ওয়েভের রান্না পোচ্চুর দিন তো দিন তো সক্কলে মিলে।
  • dd | 132.167.45.248 | ২২ জানুয়ারি ২০১৩ ১৫:১৮434128
  • এটি দিব্বি হয়। ট্রায়েড অ্যান্ড ভেরিফায়েড।

    মুরগীর মেথি মালাই কারি।

    এই একটি ছাল ছাড়ানো চিকেন ধরুন ৮০০ গ্রাম টাক ওজনের। তাইলে ফ্রেশ মেথি পাতা নিন এক বান্ডিল। মেথি পাতা জল দিয়ে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে তারপর মুছে শুকিয়ে ন্যান।

    পাত্র নিন প্রেসার কুকার।

    ১। দুটো বড়ো প্যাঁজ ভাজুন।। আমি সর্বদাই বেটে দি, তার সাথে একটা দুটো star anise দি। ভারী ভালো সুবাস হয়। এট্টু লুনের ছিটা দিন।
    ২। আদা+লসুন+কাঁচা লংকা দিয়ে এক মিনিটের খুন্তিগিরি। আর আমি কি করি চারটে ছটা কাঁচা লংকা নিয়ে তাদের পেট চিড়ে সব বিচী বাদ্দিয়ে দি। ফলতঃ লংকা গুলো লংকার গন্ধো দ্যায় কিন্তু ত্যামনটা ঝাল হয় না। ন্যাকারা এই পদ্ধতি ফলো কত্তি পারেন।
    ৩। এবারে দেড় চা চামোচ ধনে বাটা প্লাস হাব চামোচ হলুদ দিন। কারি পাতা গুলো দ্যান।
    ৪। দুটো গুন্ডা গোছের টমেটম দিন। একটু খুন্তী দিয়ে পিটিয়ে ম্যাশ করে দিন।
    ৫। তা পাচ ছ বড়ো চামচ (ঘুঁটে রাখা) দই তাড়াতাড়ি মিশিয়ে দিন।
    ৬। এবারে মুর্গীটা দিয়ে কষুন কিছুক্ষন।
    ৭। একটা সিটি বাজান ফুল আঁচে। স্টীম বেড়িয়ে গ্যালে ঢাকনা খুলে তিন চার টেবিল স্পুন ক্রিম দ্যান।
    ৮। কম আঁচ আরেকটা সিটি বাজান।

    ব্যাস। হো গইল বা।
  • dd | 132.167.45.248 | ২২ জানুয়ারি ২০১৩ ১৫:২৪434129
  • আসলে কি টমেটমের লগে লগে সামান্য গোলমরিচ দিলে ব্যাপারটা খোলতাই হয়।
    সেটাও আনিয়ে দিলেম।

    কিন্তু বাড়ীতে এক্টা প্রচন্ড গোলমরিচ বিরোধী আন্দোলন চলায় এটা গোপনে ও স্বল্প পরিমানে দি।
  • kumu | 132.160.159.184 | ২২ জানুয়ারি ২০১৩ ১৫:৫৫434130
  • মেথিপাতা কখন দেয়া হোলো?নাকি দিতে হবেনা,ধুয়ে রেখে দিতে হবে খালি।
  • dd | 132.167.45.248 | ২২ জানুয়ারি ২০১৩ ১৫:৫৯434131
  • হুম। বেশ।
    কুমু পাশ করেছে। টেস' করে দেখছিলাম লোকে মন দিয়ে পড়ে কিনা। বাকীরা ফ্যাল।

    তিন লম্বর স্টেজে। ধনে আর হলুদ গুঁড়োর সাথে ঝপাং করে দিয়ে দিন মেথী পাতাদের।
  • de | 69.185.236.51 | ২২ জানুয়ারি ২০১৩ ১৬:১৪434132
  • পাতা অবস্থায় দিলেই চলবে? কুচিয়ে কাটতে হবেনা?
  • dd | 132.167.45.248 | ২২ জানুয়ারি ২০১৩ ১৬:৩৬434133
  • না। কুচিয়ে কেটো নি। আমি তো আস্তো আস্তো গোবদা গোবদা পাতাই দিলেম। ফাসক্লাস হোলো।
  • de | 190.149.51.68 | ২২ জানুয়ারি ২০১৩ ১৬:৪৪434134
  • ঠিকাছে --
  • ব্যাং | 132.167.251.5 | ২২ জানুয়ারি ২০১৩ ২১:০৫434135
  • কেমন যেন সন্দ হচ্ছে!
    মুর্গিটা খেতে তেতো হয় নি?
    গোব্দা গোব্দা মেথি পাতা তো বেশ তেতো। কসুরি মেথি দিলেও না হয় একটা কথা ছিল!
    গুন্ডা টমেটম আর দইয়ের টক মিলিয়েও কি গোব্দা মেথিপাতার তেতো কাটাতে পারবে?
    মুর্গিরান্নাটা তো দিব্য হচ্ছিল, জোর করে তার মধ্যে মেথিপাতা ঢেলে দেওয়া কেন?
  • dd | 132.167.14.171 | ২২ জানুয়ারি ২০১৩ ২১:৩৯434136
  • ব্যথিব্যাঙ আমার রেসিপিতে নিম্নোক্ত লাইনটি পড়ে নি।
    কোট "তাইলে ফ্রেশ মেথি পাতা নিন এক বান্ডিল। মেথি পাতা জল দিয়ে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে তারপর মুছে শুকিয়ে ন্যান।"আনকোট।

    এতেই মেথির তিক্ততা ধুয়ে মুছে এক উজ্জ্বল শুধুই সৌগন্ধী ও সবজেটে ভবিষ্যতের দ্বার উন্মোচিত হয়।
  • ব্যাং | 132.167.251.5 | ২২ জানুয়ারি ২০১৩ ২১:৪০434138
  • অ, মেথি ভিজিয়ে রাখলে তেতো কেটে যায় বুঝি! জেনে নিলাম, শিখে নিলাম। থ্যাংকিউ থ্যাংকিউ।
  • methi | 71.16.194.150 | ২৩ জানুয়ারি ২০১৩ ১৪:০৯434139
  • মেথি শাক তেতো?
  • de | 190.149.51.69 | ২৩ জানুয়ারি ২০১৩ ১৪:১৭434140
  • অল্প! যদি না জিভে চড়া পড়ে গিয়ে থাকে ঃ)
  • san | 127.194.205.131 | ২৩ জানুয়ারি ২০১৩ ১৮:০৫434141
  • শাকেদের মধ্যে মেথি হল গিয়ে আমার ফেভারিট। অবশ্য আলু বেগুন দিয়ে। তা মেথি চি্কেনে ক্রিম না দিয়ে ডাবল-টোণড দুধ দিলে কেমন হয় ? স্বাদের কি বিশাল তফাৎ হবে?
  • kumu | 132.160.159.184 | ২৩ জানুয়ারি ২০১৩ ১৯:১৮434142
  • ডিটি মিল্ক দিলে হবে না মনে হয়।এই রান্নাটা জানি তো,এই টইতেই কেউ লিখেছিল।কসুরী মেথি দিয়েও হয়।
  • sosen | 125.241.96.133 | ২৩ জানুয়ারি ২০১৩ ১৯:৫৫434143
  • সুজির ইডলি।

    এক কাপ সুজি
    ১/৪ কাপ দই
    ধনে পাতা ও লঙ্কা কুচোনো, বাদাম কুচো(অপশনাল)মশলা-সর্ষে, জিরে, হিং, ছোলার ডাল, কারিপাতা, দু চামচ তেল, নুন

    সুজি, দই, ধনেপাতা, নুন ১ কাপ জল দিয়ে বেশ করে মিশিয়ে ১০ মিনিট রেখে দিন।
    কড়াই এ এক চামচ তেল দিয়ে বাকি সব মশলা ফোড়ন দিয়ে ওই মিক্সে মিশিয়ে দিন।বাদাম ও ওরই মধ্যে।

    এবার ইডলি স্ত্যান্দ এ তেল মাখিয়ে দু চামচ করে দিয়ে ১০ মিনিট স্টিম করে ফেলুন।
    ধনে পাতার চাটনি দিয়ে খান।
  • কৃশানু | 213.147.88.10 | ২৩ জানুয়ারি ২০১৩ ২০:৫৩434144
  • এইটারে কয় রাভা ইডলি। রাভা দোসাও খেতে বেশ ভালো। অনিয়ন রাভা দোসা।
  • কৃশানু | 213.147.88.10 | ২৩ জানুয়ারি ২০১৩ ২০:৫৮434146
  • মেথি আমরা করি বেগুন দিয়ে। আলু দিই না। ব্যাপক লাগে।
    আর দিল্লি-র বান্ধবীর কাছ থেকে শিখেছিলাম গাজর মেথি। সেটাও দারুন খেতে।
    রেসিপি লাগলে বলবেন।

    কিন্তু এই মুহুর্তে আমার ফেভারিট যাচ্ছে খেসারির শাক। চালবাটা আর আদাবাটা দিয়ে। গরম ভাতের সাথে। শুকনো লঙ্কা কামড়ে কামড়ে খেতে হবে। কাঁচা মুলো খেতে ভালো লাগলে এর সাথে খাওয়া যায়। কিন্তু রেসিপি জানি না। লাগলে মা-কে জিগ্গেস করে বলতে হবে।
  • dd | 132.167.44.111 | ২৩ জানুয়ারি ২০১৩ ২০:৫৮434145
  • একটি ব্যতিক্রমী ফুলকফির পাঁচফোড়ুনে ইতিকথার বিবরন ও পদ্ধতি প্রকরনের সালতামামী ও টীকাকৃত ভাব সম্প্রসারন।

    ট্রাই দিস।

    এর প্রেক্ষিতটা বলে দি। ইটি বেসিক্যালি পাঁচ ফোড়নের মশল্লা দিয়ে রান্না।বেশ শুগনো হয়। রান্না করুন কড়াইতে।

    ব্যাপারটা এই ঃ আদ চামোচ করে মেথি, সর্ষে, জিরা,মৌরী আর তার ও কম কালো জিরা। সর্ষের তেল গরম করে দিন এইসব, তার সাথে আরো দিন হিং আর ধনে (আস্তো, ক্রাশ করে)।

    মিনিট খানেক খুন্তিবাজী করে দিন প্যাঁজ। তার পরে দিন আদা রসুন। কাঁচালংকা।

    ফুলকফি বেশ ধামসা ধামসা করে কাটবেন। সাইজ দেখলে যেনো ভক্তি হয়। (আগে ভাগেই স্টীম করে নিন)। তারপরে ঢালুন কড়াইতে। অল্পো হলুদ দিন। আর ধরুন এক কাপ জল। মিনিট দশেক রাঁধুন।

    এবারে দই দ্যান। এই ধরুন ১৫০ ml। সীমে করে শুকিয়ে নিন। বেশ মাখো মাখো অবস্থায় খান।
  • aka | 178.26.203.155 | ২৩ জানুয়ারি ২০১৩ ২১:০০434147
  • নাউ পয়েন টু বি নোটেড, হোয়াট ডিড কবি মিন বাই সেইং "আমরা"??
  • কৃশানু | 213.147.88.10 | ২৩ জানুয়ারি ২০১৩ ২১:০৩434149
  • না না, বাঙাল ঘটি নয়, আমরা মানে আমাদের ফ্যামিলি। ক্ষি চাপ!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন