এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরভোট ২০১০ : ওপিনিয়ন পোল

    Mango Public
    অন্যান্য | ২৪ মে ২০১০ | ২৯৫৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.122 | ২৬ মে ২০১০ ১১:১৫446281
  • সার্ভেতে কি কইলো? আমি যদ্দুর খোঁজ রাখি - ১১৪ নিয়া চাপ নাই।
  • Raj | 202.79.203.59 | ২৬ মে ২০১০ ১১:২১446292
  • বলল "" টালিগঞ্জে সব ওয়ার্ডে পোরি এসেছে , এখানে কেন আসবে না ;-) ""
  • Raj | 202.79.203.59 | ২৬ মে ২০১০ ১১:৩৬446303
  • আজকের আবাপ তে আবার সম্ভাব্য মেয়র হিসাবে জল শোভন মতান্তরে মাল শোভনের নাম তুলে ধরা হয়েছে , ব্যায়লা থেকে তাহলে এই পেত্থম কেউ মেয়র হবেন !

    M শুনছেন ? :-)

  • quark | 202.141.148.99 | ২৬ মে ২০১০ ১২:০৯446314
  • বেচারা গানওলা!
  • de | 59.163.30.6 | ২৬ মে ২০১০ ১৩:০৩446325
  • ব্যায়লার পরীসেবা অ্যাতো খারাপ -- লোকজন বেশ খাপ্পা হয়ে আছে প্রতিবার জল জমা নিয়ে, এবার এখানে বামেদের ব্যথা আছে!

    আমার বেশ আনন্দ হচ্ছে -- অনেকদিন বাদে পুরোভোট দেখবো, হাপ কি সিকিও দেখিনি অনেকদিন হলো!

  • de | 59.163.30.6 | ২৬ মে ২০১০ ১৩:০৪446336
  • ভাগ্যিস, রাজদীপের মতো ছাঁট সবাই দেয়নি :))
  • a | 208.240.243.170 | ২৬ মে ২০১০ ১৪:১২446347
  • এই এই রন্‌জন দা, আমি আগে বলেছি বামেরা জিতবে, বারিস্তাতে খাওয়ানো হলে আমি আগে আছি :)

    আমার যা মনে হচ্ছে, as usual TMC বেজায় ঘেটে গেছে, ফলে এদের জেতা চাপ আছে।
  • Samik | 121.242.177.19 | ২৬ মে ২০১০ ১৪:৩০446358
  • সেই Mmu আর আসেন না কিন্তু। খুব মিস করছি।
  • Manish | 117.241.228.222 | ২৬ মে ২০১০ ১৪:৩৪446369
  • Ranjan আমি রাজি, তবে আইরিশ কফির বদলে রাশিয়ান ভদ্‌কা।
  • Niladry | 115.117.35.158 | ২৬ মে ২০১০ ২০:১৮446381
  • পুরোভোটে প্রথমে যে সব বিষয় আলোচনা হওয়া দরকার তা হল-

    ১)প্রাথমিক নাগরিক পরিসেবা যথা: পানীয় জল, প্রাথমিক স্বাত্থ্য, সুষ্ঠ নিকাশী বব্যস্থা, বস্তী উন্নয়ন, প্রাথমিক শিক্ষা, রাস্তা নির্মান ও জঞ্জাল অপসারন।
    ২)বৃহত্তর ভাবে দেখতে হলে দেখতে হবে, নির্দ্দিষ্ট সময়ে সমস্ত পরিকল্পনা রুপায়নে নজর দিতে হবে। সঠিক সময়ে সঠিক পরিকল্পনা প্রয়োগ ও তার বাস্তবায়ন প্রয়োজন।

    যেহেতু র্বতমান সময়ে আমরা সবাই নিজেকে নিয়ে খুব ব্যাস্ত হয়ে পরেছি তাই সঠিক সময়ে সঠিক সামাজিক বা নাগরিক দায়িত্ব নিতে পারছি না বা কখন ইচ্ছাকৃত ভাবে এড়িয়ে যাচ্ছি।

    যেমন ধরুন নিকাশী বব্যস্থা, আমার পাড়ায় বা এলাকায় যেখানে বর্ষার জল জমে সমস্যা হয় সেইখানে আমরা সারা বছর নজর দিই না, আবার বৃষ্টির জল জমে গেলে সাময়িক পরিত্রাণের পথ খুজি, কিন্তু যদি বর্ষার আগেই একবার সবাই মিলে ব্যপার টা নিয়ে চিন্তা করা হতো তবে হয়তো বা আর একটু ভালো বন্দোবস্ত করা যেত।
    আমরা সব জানি সব বুঝি কিন্তু দায়িত্ব নিতে ভালবাসি না।
    পুরোভোটে বাম ডান যে দল জিতুক লা কেন তাতে সাধারন মানুষের কোনো উপকার-ই হবে না যতক্ষন আমি বা আপনি সবাই কে ভালো রাখার চেষ্টা করছি।
  • ranjan roy | 122.168.161.173 | ২৭ মে ২০১০ ০৯:৫৪446392
  • অরিজিৎ!
    আরে আমারও তো তাই কতা! এক্কেবারে তোমার মত খালি ব্যাপারটা দুদিক দিয়েই দেখ।
    আমার দুবচর ধরে একটা কথা ছিল-- কেউ কোন বক্তব্য রাখলে সেই বক্তব্যটি ধরে আলোচনা হোক, পক্ষে বা বিপক্ষে। তা না করে বলা হয়-- অ, আপনি বা আপনাদের মত লোকজন এ কথা বলবেনই । কারণ আপনারা তো আজকাল অমুকের ল্যাঙ্গোটিয়া ইয়ার।
    আমার পিটি ও অজানাকে পোস্ট সেই প্রসংগেই।
    যখন কেউ মেসেজ দেন যে এসব টিপিক্যাল সিপিএম বিরোধিতার চশমা দিয়ে দেখার ফল ( অর্থাৎ বক্তব্যটি ধারে বা ভারে কাটে না), তখন ভুলে যান যে একইভাবে তাঁদের বক্তব্যকেও সিরিয়াসলি না নিয়ে--- অ, টিপিক্যাল সিপিএম, সে তো এমনি বলবেই। এ নিয়ে ভাবার দরকার নেই।
    এর ফলে অবজেকটিভ বা বিষয়সাপেক্ষ বিতর্কের পরিবেশ নষ্ট হয়ে যায়। এই জন্যে আমি সেই নন্দীগ্রাম বিতর্কের সময় থেকেই ব্যক্তির সঙ্গে রাজনৈতিক লেবেল জুড়ে বক্তব্যকে খারিজ করার প্রবণতার বিরোধ করছিলাম।
    ধর, আমাকে লেজিটিমেটলি বলা যায়--- রঞ্জন! বাম-বিরোধী জোট হয় নি। তেকোণা লড়াইয়ে কবে বামফ্রন্ট হেরেছে! আপনার এই অদ্ভূত প্রেডিকশনের বেসিস কী?
    তা না করে----।

    আর সুষমার চেম্বারে যাওয়া টা অত সহজ নয়। কদ্দিন আগেই পিটি বলেচেন--- বাবরি মসজিদ ঘটনার পর মূল্যায়ন বদলেছে। এখন বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে সমর্থন দেয়ার স্ট্যান্ড ঠিক। হক কথা। তাই কদ্দিন আগে মমতার ত্যান্ডাই-- ম্যান্ডাই দেখেইয়েচুরি মনমোহনকে আশ্বস্ত করেছেন যে ও না থাকলে আমরা আছি। এরপর সুষমার চেম্বারে যাওয়া সিগনিফিক্যান্ট। কারণ এর চেয়ে অনেক বড় বড় ইস্যুতে সংসদে একসঙ্গে কংগ্রেস বিরোধী ভোট দিলেও কখনো ওই চেম্বারে গিয়ে কমন স্ট্র্যাটেজি ভাবা হয় নি। এটা রাজনৈতিক দিশেহারা অবস্থার দ্যোতক।
  • ranjan roy | 122.168.161.173 | ২৭ মে ২০১০ ০৯:৫৯446403
  • নীলাদ্রি,
    হক কথা। ১০০%।
    সেপ্টেম্বর এর পর ব্রহ্মপুর বা যেখানেই থাকি এগুলো নিয়ে সেখানে কিছু সামান্য প্রো-অ্যাক্টিভ স্ট্যান্ড নেব, কথা দিলাম।
    নইলে খালি ঘরে বসে গু-চ তে পারস্পরিক পিঠ চুলকে বুড়ো থেকে আরও থুত্থুড়ো হয়ে যাব।:))))
  • ranjan roy | 122.168.161.173 | ২৭ মে ২০১০ ১০:০৩446412
  • a, এবং মনীশ,
    দুটোতেই রাজি। তবে রাশিয়ান ভোদকার ব্জন্যে আলাদা ঠেক ঠিক করতে হবে। হেঁ, হেঁ বাবা! পরাজয় গ্রেসফুলি মেনে নেয়ার শিক্ষা আছে।:))))
  • Raj | 202.79.203.43 | ২৭ মে ২০১০ ১০:১৬446413
  • রঞ্জনদা বেম্ভপুর কিন্তু কলতলা কর্পোর আন্ডারে নয় :) আমাদের পাড়ায় আসুন না
  • Arijit | 61.95.144.122 | ২৭ মে ২০১০ ১০:২৯446414
  • সেদিন ১১৪ নম্বরের তিনোমুল প্রার্থী বাড়ি এসে বলেছেন যে "কি হয়েছে সেই রাজনৈতিক তর্কে যাবো না, আমরা দিদির সৈনিক, দিদি বলেছেন আমাদের একটা চান্স দিন'। ভদ্রলোক আমাদের ওদিকে ইন্ডেনের ডীলার। নর্মালি গ্যাস শেষ হওয়ার পর নাম লেখানোর দশ দিন পর ফের মনে করিয়ে দিলে আরো সাত দিন পর আসে। এবার নাম লেখানোর দুদিনের মধ্যে এসে গেছে;-)
  • PT | 203.110.247.221 | ২৭ মে ২০১০ ১০:৩৩446415
  • ....... কত গান তো হল গাওয়া!!

    কিন্তু ঘন ঘন রুটি পালটিয়ে আখেরে কার লাভ হচ্ছে সে কথাটা কিন্তু অজানা অব্যাখ্যাতই রয়ে গেল।
  • ranjan roy | 122.168.161.173 | ২৭ মে ২০১০ ১১:০২446416
  • কেন অজানা পিটি!
    বাম সরকারের দুটো রাজ্য দেখুন। কেরালা আর বঙ্গ। একজায়্‌গায় "ঘন ঘন'' রুটি পাল্টায়, আরেক জায়গায় ৩২ বছরেও না।
    এবার সিভিল সোসাইটির প্রশ্নে, রাজনৈতিক সন্ত্রাসের প্রশ্নে অন্য হিউম্যান ইন্ডেক্সে উন্নয়নের প্রশ্নে দুটোকে দেখুন, উত্তর পেয়ে যাবেন। আপনিও কি চোখে আঙুল দাদা হয়ে গেলেন?
  • PT | 203.110.247.221 | ২৭ মে ২০১০ ১১:৩৪446417
  • ....... হচ্ছে না, হচ্ছে না!!

    মাত্র দুটি রাজ্য দিয়ে এই ""রুটি পালটানো"" তত্বটি প্রামাণিত হয়না। দেশের অন্যতম গরীব রাজ্যে মায়াবতী ৮৫কোটি টাকার সাদা সম্পত্তি বাননোর পরেও দিব্য টিকে আছেন। টিকে আছেন মোদীও--ব্যাপক ঔদ্ধত্য দেখিয়ে সংখ্যালঘু নিধনের পরেও। আর বিভিন্ন দলের পরিচালিত কেন্দ্রীয় সরকারেরাও ১৯৭৭ থেকে অসংখ্যবার রুটি পালাটানোর পরেও ক্রমাগত জনবিরোধী অর্থনীতি চাপিয়ে যাচ্ছে। তাহলে বার বার সরকার পালটে আখেরে কার লাভ হচ্ছে?

    It's no aberration that the first anniversary of the return to power of the United Progressive Alliance should coincide with a tsunami of grassroots protests: From Orissa to Maharashtra, and from Tamil Nadu to Uttarakhand, through tribal Madhya Pradesh, Chhattisgarh and Jharkhand.
    http://news.rediff.com/column/2010/may/21/praful-bidwai-on-the-upa-government.htm


    কালকে তারানন্দের আলোচনাতে কেউ একজন জানালেন যে মুম্বাইতে পানীয় জল নিয়ে বিক্ষোভে পুলিশের গুলি চলেছে!! এই সব রাজ্যগুলোতে রুটি পালটানো হয়না বুঝি?
  • MG | 124.124.104.202 | ২৭ মে ২০১০ ১১:৩৮446418
  • ভোটের ফল কি হ'বে, বলতে পারো সই ?
    TMC আর C তে ঝগড়া হ'বে, নেপোএ মারবে দই।
    পুরসভার চেয়ার ঘিরে তরজা জমেছে বিস্তর,
    পুরোটাই সব উবে যাবে, ভোট গননার পর।
    বাম, ডান কি তৃণমূল, কেউ নয় ধোয়া তুল্‌সীপাতা,
    ল'কা যে যাবে রাবন সে হ'বে, বলছে অতীতগাথা।
  • lcm | 69.236.166.15 | ২৭ মে ২০১০ ১১:৪২446420
  • PT-র কি ৩৩ বছরের পুরোনো রুটি হলে আরো ভালো লাগে :) তবে তাই হোক। চলুক এই রুটি, আরো ৫০ বছর। জয় রুটি।
  • PT | 203.110.247.221 | ২৭ মে ২০১০ ১২:০৩446421
  • সেটা বলিনি তো!

    বলতে চাইছি যে অন্তত: আমাদের দেশে সরকার বদলের সঙ্গে মানুষের জীবনের মান উন্নয়নের খুব একট যোগাযোগ নেই। সারা পৃথিবীতে এই ব্যাপারে গত কয়েক বছরে আমারা ১২৭ থেকে ১৩৪-এ নেমে গিয়েছি অনেক বার সরকার বদলের পরেও। রুটি বদলানোর আত্মপ্রসাদের নেশাতে বুঁদ হয়ে সরকার বদলালে পলিসীর বদল হচ্ছে কিনা সেটা দেখতে চাইছি না -- ভয় সেটাই। রুটি পালটাতে পালটাতে এদেশের পার্লামেন্টটা যে ক্রমশ: কোটিপতিদের খোঁয়ার হয়ে উঠছে সে খবর কি জনগণেশ খেয়াল করছে?
  • lcm | 69.236.166.15 | ২৭ মে ২০১০ ১২:২৬446422
  • PT,
    তোমার এই স্টেটমেন্ট-টা তো কাইন্ড অফ্‌ আমারও । কিছুই বদ্‌লায় না, তাই তো আমি বলি পার্টি গুলোর মধ্যে কোনো ফারাক নেই।

    কিন্তু, একবার ভাবো সেই ১৯৪৮ থেকে ২০১০, ধরো কেন্দ্রে ৬২ বছর কংগ্রেস রয়েছে - সেটা তুমি কি চাইবে? মোরারজি, ভি পি সিং, বাজপেয়ী-দের ... এখন কারাট... এসব দরকার।
  • PT | 203.110.247.221 | ২৭ মে ২০১০ ১২:৫২446423
  • বদল নিশ্চয়ই চাইব যদি সেই বদলে প্রকৃতই কিছু বদলায় কিংবা আরো ভাল যদি কিছু আসে পরিবর্তে। শুধু বদলানোর জন্যেই বদলানো বা ঘড়ি ধরে পাঁচ বছর পরে পরেই বদলাতে হবে-- সে আমার খুব একটা যুক্তিযুক্ত বলে মনে হয় না। প: বঙ্গের মানুষ হয়ত সরকার বদলানোর পক্ষে যথেষ্ট কারণ পাননি ৩২ বছরে। মানুষ কেন ফিরিয়ে আনল UPA-কে? এই সরকার কি এর আগের পাঁচ বছরে মানুষের উপকারে বিশাল কর্মকান্ড ঘটিয়েছিল? নাকি লোকে টের পেয়েছে যে বিজেপিকে ক্ষমতাতে এনে বিশেষ কোন লাভ নেই?
  • Manish | 117.241.229.43 | ২৭ মে ২০১০ ১৩:২৬446424
  • একটু ব্যক্তিগত।
    Ranjan আপনি কি বেম্ভপুরে বাড়ি/ফ্ল্যাট কিনছেন।একটা খবর দিচ্ছি - ঊষার (সেলাই মেশিন) জমির উপর বিশাল Housing complex তৈরী হতে যাচ্ছে।ওখানে চেষ্টা করে দেখতে পারেন।
  • Arijit | 61.95.144.122 | ২৭ মে ২০১০ ১৩:৪১446426
  • কমপ্লেক্সে লোকে যাবে/আসবে কি করে? মানে ওসব কমপ্লেক্সে তো হাঁটুরে লোক থাকবে না, আর আদিগঙ্গার ওপর ওই তো সুতোর মত সরু কয়েকটা ব্রীজ।
  • manish | 117.241.229.43 | ২৭ মে ২০১০ ১৩:৪১446425
  • * সেলাই মেশিন না। ঊষা ফ্যান ফ্যাক্টরির জমির উপর complex তৈরী হচ্ছে।
  • Ishan | 125.18.17.16 | ২৭ মে ২০১০ ১৩:৫৪446427
  • আব্বার পলিটিক্স? ছি:। ;)
  • Arijit | 61.95.144.122 | ২৭ মে ২০১০ ১৩:৫৮446428
  • পলিটিক্স কোথায়? আমি তো ফ্ল্যাট খুঁজছি। ব্রহ্মপুর জায়গাটা খারাপ না।
  • . | 198.96.180.245 | ২৭ মে ২০১০ ১৪:০২446431
  • সেদিন গেলাম তো ব্রহ্মপুরে। গাড়ি ট্যাক্সি ঢোকার জায়গা আছে।
  • Ishan | 125.18.17.16 | ২৭ মে ২০১০ ১৪:০২446429
  • তবে যে শুনলাম তিনোমূল প্রার্থী বাড়ি এসেছিলেন? সে কি বোম্মোপুরে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন