এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরভোট ২০১০ : ওপিনিয়ন পোল

    Mango Public
    অন্যান্য | ২৪ মে ২০১০ | ২৯২১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.85 | ০২ জুন ২০১০ ১৪:১০446238
  • আমার 10:12AM এর পোস্ট দেখুন । যা নিয়ে এত কথা ।
  • Kartuj | 125.20.3.146 | ০২ জুন ২০১০ ১৪:১৩446240
  • *তা
    *প্রকাশ
  • Kartuj | 125.20.3.146 | ০২ জুন ২০১০ ১৪:১৩446239
  • ওকে, দ্যাখলাম। আগে দেখি নাই উহা। ত তনুবাবুর কি বৃদ্ধবয়সে বায়ুরোগে ধরিল? এমৎ অভিলাষ করিলেন প্রকশ?
  • SB | 114.31.249.105 | ০২ জুন ২০১০ ১৫:৫২446241
  • কয়েকটা মাইক্রো অবসার্ভেশন - কয়েকটা ওয়ার্ডের দিকে খেয়াল রেখেছিলাম, কলকাতা ছাড়াও বর্ধমান জেলায়, আর এদিক ওদিকে খুচ খাচ কিছু ওয়ার্ডে, যেখানে পরিচিত কেউ আছে।

    যা বুঝলাম, কোন ক্যান্ডিডেটের যদি সিটিং কাউন্সিলার হয়ে থাকেন এবং ঔদ্ধ্বত্য / করাপশন / দূর্ব্যাবহারের কোন ইতিহাস থাকে, বাম ডান নির্বিশেষে তিনি পরাজিত হয়েছেন।

    বেশ কিছু যায়গায় টাকা পয়সা ঢালা হয়েছে, রেঞ্জটা হোল ৭ - ২১ লক্ষ টাকা। কলকাতাতে বেশী, দূরে কম, ইন অ্যাভারেজ। এতে ভোট কতটা ইনফ্লুয়েন্স হয়েছে বলা মুস্কিল। গত পঞ্চায়েত নির্বাচনে টাকা ছাড়াও খাদ্য পানিয়ের ব্যবস্থা ছিল, এবারেও কিছু কিছু খবর পেয়েছি।

    পরিবর্তনের হাওয়া যা আছে তার প্রায় পুরোটাই অ্যান্টি ইন্‌কামবেন্সির হাওয়া। মানুষজন খুব আশা নিয়েই পরিবর্তন চাইছেন ও করছেন। পরিবর্তনকামীরা যাকে বলে কাটস অ্যাক্রস সোসাল ক্লাস, গরীবদের মধ্যে টেনডেন্সিটা বেশ ভাল রকমেরই। মূলত সিপিএম কিছু করেনি, দিদি তো তাও কিছু করছে, চেষ্টা করছে, চাকরি দিচ্ছে - এরকম একটা ভাবনা আছে। মানুষের একটা আশা জীবিকার ক্ষেত্রে একটা সমাধান আনবে এই পরিবর্তন।

    এবারেও বামপন্থী নেতৃত্ব টের পায়নি রেসাল্ট কী হবে, তাই ডিসকানেক্টটা যে আরো বেড়ে গেছে এটা ক্লিয়ার।

    আর দিদিমনি ও দিদির ভাইরা আশায় বুক বাঁধছে, এখন এই পুরো ফোর্সটা চেষ্টায় থাকবে কী করে আগামি বিধানসভা নির্বাচন এগিয়ে নিয়ে আসা যায়।

    আরো কিছু অবসার্ভেশন আছে, সময় পেলে দেখা যাবে ...

  • Manish | 117.241.229.19 | ০২ জুন ২০১০ ১৫:৫৯446242
  • Mmu আপনি কোথায় । আজকের দিনে সত্যি আপনাকে খুব মিস করছি।
  • Samik | 121.242.177.19 | ০২ জুন ২০১০ ১৬:২৪446243
  • Mmuকে আমি ভয়ংকরভাবে মিস করছি। Mmu আপনি যেখানেই থাকুন অন্তত আজকের দিনে ফিরে আসুন।
  • Arijit | 61.95.144.122 | ০২ জুন ২০১০ ১৬:২৫446244
  • "ইতি সমিকদা'-টা বাদ গেলো।
  • Manish | 117.241.229.19 | ০২ জুন ২০১০ ১৬:২৭446246
  • Mmu কে খোঁজার ভার কাকে দেওয়া যায়।

    CID না CBI কে
  • AG | 125.18.104.1 | ০২ জুন ২০১০ ১৬:২৭446245
  • MMU টা কি Mamata Multiple Unit অনেক টা EMU,DMU type...:)
  • Samik | 121.242.177.19 | ০২ জুন ২০১০ ১৬:৩৩446248
  • আমার কাছে মেলাইডি আছে। কিন্তু মেল করতে লজ্জা করছে। এতদিন খোঁজ নিই নি।
  • kallol | 115.184.2.241 | ০২ জুন ২০১০ ১৬:৩৬446249
  • একদল দাম্ভিক যাবার পথে, অন্যদল দাম্ভিক আসার রাস্তায়।
    শুধু আশা করতে পারি এই দুই দাম্ভিককে বাদ দিয়ে একটা জোট গড়ে উঠুক ২০১১র আগে।

    এসবি - এবার মানবে কি, মানুষ না খেতে পেলেও, হাজার অসুবিধায় থাকলেও, ঔদ্ধত্য বরদাস্ত করে না। কেউ চাকরী বা খেতে দিতে না পারলেও যদি অন্তত সম্মান দেয়, মানুষ তাকে মাথায় করে রাখে। বামফ্রন্ট প্রথম ৫-৭ বছর মানুষকে সম্মানটা ফিরিয়ে দিয়েছিলো, তাতেই ৩২ বছর পার করে দিলো।

    তৃণমূল আসছে, এটা বোধহয় দেওয়ালে লেখা হয়ে গেছে। সিপিএম বোধহয় আর এটা ঠেকাতে পারবে না। কিন্তু আমার কেন যেন বারবার মনে হচ্ছে, প:ব:তে অন্য ফ্রন্টের ভবিষ্যত আছে, শাসক হিসাবে নয়, শাসককে চাপে রাখার জোট হিসাবে।
  • AG | 125.18.104.1 | ০২ জুন ২০১০ ১৬:৪০446250
  • হিট্‌লার গেলেন; স্তালিন এলেন
  • Bratin | 125.18.17.16 | ০২ জুন ২০১০ ১৬:৪৬446251
  • হিটলার আর স্তালিন র মধ্যে eqn ট কি রকম? মানে কে কত বাজে?
  • Manish | 117.241.229.19 | ০২ জুন ২০১০ ১৬:৪৭446252
  • শুধুমাত্র ঔদ্ধত্যের কারনে এই পরিবর্ত্তন।
    রোটি,কাপড়া আর মোকানের ব্যবস্থা না করলেও টিকে থাকা যায় বলছেন।
    ঠীক মানতে পারলাম না।
    আমার দোকানের যত বস আছে তাদের সকলেরই কি ঔদ্ধত্য কিন্তু শুধু টিকেই নেই ,সঙ্গে কি সুন্দর তাদের অগ্রগতি হচ্ছে।
  • AG | 125.18.104.1 | ০২ জুন ২০১০ ১৬:৫৯446253
  • দুটো ই সমান বাজে। দুটো ই dictator
  • Arijit | 61.95.144.122 | ০২ জুন ২০১০ ১৭:০২446254
  • ইতিহাসকে ইগনোর করলে মুশকিল আছে।
  • PT | 203.110.243.21 | ০২ জুন ২০১০ ১৭:০৯446256
  • শুধুই দম্ভের জন্য এই পরিবর্তন? অর্থাৎ সংখ্যালঘু নিধনের পরে মোদীর অমায়িক ব্যবহারে প্রভাবিত হয়ে লোকে তাকে নির্বাচিত করেছিল?

    এই পরিবর্তনের চিল-চিৎকারে ""অ্যান্টি-ইন্‌কাম্বেন্সি"" শব্দদ্বয় হিমঘরে আশ্রয় নিয়েছে। যে রাজ্যে সরকার সব সময়েই ৫০% ভোটের আশে পাশে সমর্থন পেয়েছে, তার ৩৪ বছর রাজত্বের পরে সেই সমর্থন কমেছে। এটার জন্য ""অ্যান্টি-ইন্‌কাম্বেন্সি""-কে দায়ী করলে অবশ্য নাটকীয়তা বেশ খানিকটা কমে যায়।

    কিন্তু মজা লাগছে অন্য কারণে। কারাতবাবুকে শাস্তি দিতে গিয়ে পার্লামেন্ট ভোট থেকে শুরু করে কংগ্রেস সত্যি সত্যি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করল। ভাবা যায় যে ৬-৮ মাসের মাথায় দীপা-নির্বেদ-অরুণাভ-শংকর-অধীর মমতার কাছে নত হয়ে জোট-শরিক হবে?
  • SB | 114.31.249.105 | ০২ জুন ২০১০ ১৭:০৯446255
  • কল্লোলদা, ওই বিষয়ে শতবার ঐক্যমত্য হয়েছি, তবে শুধুই ঔদ্ধত্য নেয়, দূর্নীতি, সুবিধাবাদি স্ট্যান্স এসবকেও মানুষ দেখে শুনে শাস্তি দিয়েছেন।

    এই মুহুর্তে যা পরিস্থিতি তাতে স্বয়ং লেনিন আসলেও সিপিএম কে ২০১১'র ভরাডুবি থেকে বাঁচাতে পারবেন না!

    পার্টি নিজের আন্ত গণতন্ত্র না রাখতে পেরে, উল্টোপাল্টা পলিসি নিয়েছে, নেতৃত্বে সুবিধাবাদীরা শিকর গেড়ে বসেছে, পোড় খাওয়া নেতারা ইতিহাস ভুলে গেছেন, তাই আজকে পার্লামেন্টারি ডেমোক্রেসির হাত ধরে মানুষ চাইছে, 'তোরা নিজেরা নিজেদের পাল্টালিনা, তাই আমরাই পাল্টে দিলাম:-)'

    আসলে এটা বড় ডিবেট, এর থেকে বড় বিপর্যয় আগেও হয়েছে, কিন্তু সমাধান নিয়ে আলোচনার যায়গা, বা তাতে মিনিংফুল পার্টিসিপেশন করার লোক নেই।

    কিন্তু কল্লোলদা, এই সামনের সময়টা বেশ ভয়ংকর হতে চলেছে, মানবেন কিনা জানিনা, তবে মনে হচ্ছে যেন আরো অনেক লাশ ও রক্ত দেখতে হবে আমাদের। শুধু এইখানেই খচ খচ করে ....
  • kallol | 115.184.2.241 | ০২ জুন ২০১০ ১৭:১০446257
  • মণীশ - তুলনাটা কি ঠিক হলো। দোকানে কি ভোট হয়? ভোট হলে কি হতো, ভাবো তো?

  • dukhe | 202.54.73.130 | ০২ জুন ২০১০ ১৭:১৫446260
  • PT ঠিকই বলছেন । ৫০% ভোট সবসময়েই উল্টোদিকে ছিল, এখন সেগুলো এক জায়গায় পড়ছে । আগে পড়লে আগেই উল্টোত ।
  • kallol | 115.184.2.241 | ০২ জুন ২০১০ ১৭:১৫446259
  • কংগ্রেসের কোলে বসার বা বসানোর আকুলি-বিকুলির বহি:প্রকাশ http://www.anandabazar.com/2cal1.htm
    মোদীর ব্যাপারটায় ধন্দের কিছু নেই - মোদী খুব সফল ভাবে হিন্দু ভোট পোলারাইজ করেছে। সাধারন মানুষ, যাই করেন তাই ভালো - এমনটা তো নয়।
  • quark | 202.141.148.99 | ০২ জুন ২০১০ ১৭:১৯446261
  • দুখে, আজ্ঞে ৩৪ বছর ধরেই ভোট ভাগ হয়ে আসছে?
  • dukhe | 202.54.73.130 | ০২ জুন ২০১০ ১৭:২১446263
  • PT-রে জিগান ।
  • Arijit | 61.95.144.122 | ০২ জুন ২০১০ ১৭:২১446262
  • এই খবরটা পুরোপুরি মিডিয়া স্পেকুলেশন। দুজনের কেউ এটা ভেরিফাই করেননি, ইনফ্যাক্ট ইয়েচুরি ক্যাটেগরিক্যালি ডিনাই করে বলেছেন অর্থমন্ত্রক সংক্রান্ত ডিসকাশনের জন্যে গেছিলেন। কেউ একজন বলেছে যে শিলিগুড়ির মত করা যেতেই পারে, এবং রাজ্য কং বলেছে না, সুতরাং সবাই দুয়ে দুয়ে ছয় করে নিলো, আর বাদবাকি সবাই খেয়েও গেলো!!!

    একটু আউট অব দ্য বক্স ভাবা যায় না?
  • PT | 203.110.243.21 | ০২ জুন ২০১০ ১৭:২৪446264
  • দুখেবাবু
    এই প্রথম আপনার সঙ্গে একমত হলাম। সেইজন্য বরাবরই ""পরিবর্তন"" নামক নাটকটির বিরোধীতা করেছি।
  • saikat | 220.210.176.206 | ০২ জুন ২০১০ ১৭:২৬446265
  • মানে রেজাল্টের আগের দিনই সীতারামবাবু গেলেন, লোকে তো কন্সপিরেসি থিওরী নামাবেই । :-)
  • saikat | 220.210.176.206 | ০২ জুন ২০১০ ১৭:২৯446266
  • 'পরিবর্তন' তো একটি স্লোগান। সব স্লোগানের মতই এতেও কিছু জল আছে, কিছু দুধও আছে। বামপন্থীরা স্লোগানে দড় ছিল, আজকে এই স্লোগানটা চলেছে, ever নয় never যেমন চলেনি।:-)
  • Arijit | 61.95.144.122 | ০২ জুন ২০১০ ১৭:৩০446267
  • ভ না, ব। প্রথমটা।
  • saikat | 220.210.176.206 | ০২ জুন ২০১০ ১৭:৩৪446268
  • হ্যাঁ হ্যাঁ, উত্তেজিত হয়ে পড়েছি কিনা !
  • kallol | 124.124.93.202 | ০২ জুন ২০১০ ১৭:৫৮446272
  • এসবি - জানি না মমতা কতোটা নিয়ন্ত্রনে রাখতে পারবে তার চ্যাল-চামুন্ডাদের। লালুর মতো মমতার একটা সহজাত বুদ্ধিমত্তা আছে। অনেক উল্টোপাল্টা আচরন মমতা করে যা ওর usp। কিন্তু লালুর মতই দলের ওপর নিয়ন্ত্রন খুব একটা আছে বলে মনে হয় না।
    সিপিএম কিছুই শিখবে না, আমি নিশ্চিত। শিখতে যে হবে, এই বোধসম্পন্ন মানুষ সিপিএমএর ওপরতলায় আর নেই। আবার কখন মানুষ তৃণমূলের ওপর বিতশ্রদ্ধ হবে, সেই আশায় বসে থাকবে। ৬০এর গণ-আন্দোলন করা সিপিএম ৭০-রেই হারিয়ে গেছে।
    জোট চাই সিপিএম-তৃণমূল বাদ দিয়ে চাপের জোট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন