এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরভোট ২০১০ : ওপিনিয়ন পোল

    Mango Public
    অন্যান্য | ২৪ মে ২০১০ | ২৯২২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | 128.237.237.104 | ০২ জুন ২০১০ ২৩:৪১446305
  • শৈবালদার ঐ পোস্টটা মিস করে গেছলাম। ভোটারদের মতো পার্টির ক্যাডারদের একটা বড় অংশও কোন গণ-আন্দোলনের প্রোডাক্ট নন। তারাও এসেছেন এমন একটা সময়ে যখন পার্টি ক্ষমতায় ছিলো। পার্টিকে প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে হবে, এই ব্যপারগুলোর সঙ্গে অনেকেই খুব একটা বেশী অভ্যস্ত নন। সুতরাং যা হওয়ার তাই হয়েছে। ২০১১ তে রেসিস্টেন্স দেওয়ার থেকে যদি অনেকেই দলবদল করতে প্রেফার করে, খুব একটা অবাক হব না।

    ভোটাররা বরং একটা বিরাট বড় আন্দোলনের অংশ। তার নাম নন্দীগ্রাম। ঐ একটা নোটিশ ঝোলাতে গিয়ে লক্ষণবাবু বাংলার রাজনীতিতে সিপিএমের সব্বনাশটা করে দিয়ে গেছেন। হয়ত নন্দীগ্রামের স্মৃতি এখন অনেক ধূসর, তবুও ভোটারের অবচেতনে নন্দীগ্রাম কাজ করেই।
  • Arpan | 122.252.231.10 | ০২ জুন ২০১০ ২৩:৫৫446306
  • বাড়ি লক করে বাবা আর মা একমাসের জন্য এইখানে এসেছে। আজ সল্লেকে ঠিকে কাজের লোককে ফোন করে খবর নিচ্ছিল সব ঠিকঠাক আছে কিনা। যে ভদ্রমহিলা আসেন কাজ করতে তিনি প্রকৃত অর্থেই নিম্নবিত্ত। গত বছরে আয়লার দাপটে ঘরবাড়ি সব গেছে। ফোন ধরেই প্রথমেই তাঁর গলায় উচ্ছ্বাস, "মাসিমা, তৃণমূল পাশ করে গেছে'!

    ঘটনাটা লিখলাম এই কারণেই যে শহরাঞ্চলের, মফস্বলের গরীব মানুষেরা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে সিপিয়েমের এইবার ভাবতে বসা উচিত। ব্যারাকপুর শিল্পাঞ্চল হাতের থেকে বেরিয়ে গেল কেন? আম পাব্লিক না হয় আবেগসর্বস্ব মাম্মাম্মার রাজনীতি চেটেপুটে খাচ্ছে, কিন্তু এরকম হচ্ছেটা কেন? ভেবে বার করতে পারলে আখেরে লাভ বৈকি খুব একটা ক্ষতি হবে না।
  • Arpan | 122.252.231.10 | ০৩ জুন ২০১০ ০০:০৩446307
  • এদিকে প্রবাসে বাংলার বাইরের লোকেদের একটাই প্রশ্ন। জবাব দিতে গিয়ে প্রাণ অতিষ্ঠ হয়ে গেল।

    প্রশ্নটা খুবই সিম্পল। ন্যানো নিয়ে এইরকম ধ্বংসাত্মক রাজনীতি করার পরেও কী করে মানুষ ওনাকে পর পর ভোটে জেতাচ্ছে। তোমরা কি বোকা?

    একই ধরণের আরেকটা প্রশ্ন বছর তিনেক আগে অব্দি শুনতে হত। তোমরা তিরিশ বছর ধরে একটা দলকে কী করে ক্ষমতায় রাখো? তোমরা কী বোকা!

    এককথায় কোন উত্তর জানা থাকলে জানাবেন।

    : X
  • ranjan roy | 122.168.235.136 | ০৩ জুন ২০১০ ০০:১৮446308
  • না, মণীশ, ওটাতো মজা করে বলা। আমি কোলকাতায় আসলে আমার বাড়িতে তোমাদের দুজনকে আমিই মিস্টি খাওয়াবো।
    সত্যি কথাটা বলি? বাজি জিতে হয়তো আমার সামান্য ইগো স্যাটিসফায়েড হয়েছে। কেননা আমি বাংলার বাইরে থাকি, কিন্তু বর্তমান, প্রতিদিন, আবাপ, আজকাল, গণশক্তি কিছুই পড়ি না।
    তবু কোলকাতার সাথে নাড়ির যোগ রয়েছে। আমার প্রেডিকশান লোকসভার সময় বাংলালাইভের পাতায় বলেছিলাম। ফল বেরুলে সিপিএম সমর্থক দীপংকরদা স্বীকার করেছিলেন।
    কিন্তু আমার মনটা এখন ভার। জিতেও যেন হেরে গেছি।
    প্রথম যৌবনে সিপিএম এর হাত ধরে বাংলায় লাল্‌দুর্গের স্বপ্ন দেখেছিলাম। হায়ার সেকন্ডারি পরীক্ষার সময় আমাদের নতুন তৈরি বাড়ির দেয়ালে কাস্তে-হাতুড়ি-তারা এঁকেছিলাম।
    তারপর রাজনৈতিক কারণে কোলকাতা ছাড়া। আজ বুড়ো বয়সে কোন কোল্কাতায় ফিরছি আমি? চুপচাপ ফুলে ছাপ!
    স্বীকার করতে খারাপ লাগছে।
    আসলে ভুল হোক, ঠিক হোক-- কৈশোর থেকে বামরাজনৈতিক দর্শন যে আমার হাড়ে মজ্জায় ঢুকে আছে! এখন তার ব্যথা বুঝতে পারছি, তাই মিস্টি খেতে পারবো ন।
    তবে এখানে একটা কথা বলি। বিশ্লেষণের সময় আমরা যা চাই বা পছন্দ করি তার থেকে আলাদা করে তার বাইরে দাঁড়িয়ে ভাবলে খানিকটা অবজেকটিভ হওয়া যায়। প্রিভেন্টিভ মেজার ও নেয়া যায়।
    আমার মনে হয় শৈবাল বিগত পোস্টে অত্যন্ত সততার সঙ্গে নিজের ভাবনার প্রতি নির্মম হয়ে এই কাঁটাছেঁড়ার চেষ্টা করেছে। ওর কষ্টের খানিকটা বুঝতে পারছি।
  • SC | 128.237.237.104 | ০৩ জুন ২০১০ ০১:৪৫446309
  • রঞ্জনদার মতো অনেকেরই ইমোশনকে শ্রদ্ধা করি, কিন্তু ভাবতে খারাপ লাগে এই মানুষগুলোর ইমোশনকে ভোটের বাজারে পণ্য করে সিপিএমের কিছু এলিমেন্ট মেডইজি বামপন্থা বেচে চলেছে।
  • arindam | 59.93.242.99 | ০৩ জুন ২০১০ ০৬:০৬446310
  • লজ্জায় লাল নয়, লাল ফিরুক মাথা উঁচু করে...

    এই ভোট তৃণমূলকে ভালোবেসে নয়, মমতার একটা হাওয়া আছে তবে সব্‌সময়ই যে সে হাওয়া সদর্থক দিকে বয় তা'নয়।আসলে আমার মনে হয় বিকল্প ব্যবস্থা, বিরোধী দলের কী নীতি বা কর্মপন্থা ও-সব নিয়ে মানুষ আর ভাবেনি, তারা চেয়েছে আগে সি পি এম- যাক। অনেক হয়েছে, প্রেম থেকে গেম, থানা থেকে ছাঁদনাতলা সব পার্টী অফিসের অঙ্গুলিহেলনে চলার ভয়বহতা থেকে মানুষ মুক্তি চেয়েছে।
    সমস্যাটা ছিল এতদিন উল্টোদিকে লোক পাওয়া যেত না, যে বলবে আমাকে দাও, এখন সেই লোক- মমতা। সারাক্ষন চীৎকার করে(যার অধিকাংশই ভাট) মমতা ওর বিরোধীতার ইমেজ এবং 'একমাত্র বিরোধীপক্ষ' সার্টিফিকেটটা জোগাড় করে নিয়েছে।
    এই পরিবর্তন সিপিএম পার্টীর পক্ষে মঙ্গল হবে। এই পরিবর্তনের হাওয়ায় পার্টীর মধ্যে যে বেনোজলগুলো ছিল সেগুলো বেড়িয়ে যাবে, ধান্দাবাজ নেতাগুলো সরবে, তারপর ধীরে ধীরে পার্টি আবার ফিরে আসবে। একটা অর্গ্যানাজইড পার্টী কখনই ব্যক্তির কাছে দীর্ঘদিন হেরে বসে থাকতে পারবেনা।
    সিপিএম-এর পরাজয়ে খুশী আর সুখী হব যদি দেখি বিরোধী চেয়ারেও বসার সুযোগ না পায় বু ভ। এমন দ্বৈত অপদার্থ সঙ্কÄ¡ বিরল, মূখ্যমন্ত্রী হিসাবে এবং পার্টীর লিডার হিসাবে।
  • kallol | 115.184.5.29 | ০৩ জুন ২০১০ ০৭:১৪446311
  • অরিন্দমের মতো অনেকেই মনে করছেন, এই হারে সিপিএমএর ভালই হলো। ২০১১য় হারলে দলের শুদ্ধিকরন নিজে থেকেই হবে। আবার অনেকে ২০১১ নিয়ে অতটা নিরাশ নন। তাদের কাছে এটা সিপিএম কর্মীদের কাছে ""জেগে ওঠার ডাক"" হিসাবে কাজ করবে।
    প্রথম আশাটা নিয়ে আমি নিশ্চিত - স্বয়ংষ্ক্রিয় বদ নিকাশ হবে, তবে সেটা কোন অর্থেই শুদ্ধিকরন নয়। কোন কারনে ভবিষ্যতে আবার ক্ষমতায় এলে - এরা বা এদের মতো অনেকেই আবার ভিড় করবে এবং আবারও তাদের কোল ও ঝোল দেওয়া হবে। ৭০এর পর থেকেই নীতি-নৈতিকতা বস্তুটি প:ব: সিপিএম থেকে সরে সরে গেছে। ইতিমধ্যে মার্কসবাদও তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। ফলে সিপিএম এখন কংগ্রেসের চেয়ে একটু বেশী বামপন্থী দল ছাড়া আর কিছুই নয়।
    দ্বিতীয়টা নিয়েও আমি নিশ্চিত, এই হার সিপিএম কর্মীদের কাছে ""জেগে ওঠার ডাক"", কিন্তু শুধু কর্মীদের কাছেই, নেতৃত্বের কাছে নয়। তারা মনে করছেন, তারা ঠিকই আছেন, শুধু তাদের ঠিক করে দেওয়া বিষয়গুলি কর্মীরা জনগনকে বোঝাতে পারেন নি। যত দোষ সবই কর্মীদের। তাদের কোন ""জেগে ওঠার ডাক"" নাই।
  • kallol | 115.184.5.29 | ০৩ জুন ২০১০ ০৭:২০446312
  • গুজরাটে ন্যানো কারখানা সিঙ্গুরের চেয়ে আয়তনে বড়ো। তাতে ২৪০০ জন কাজ পেয়েছে ভবিষ্যতে আরও ১০০০০ কর্মসংস্থান হবে ন্যানো ও সহযোগী নিয়ে। বর্তমান+ভবিষ্যত মিলিয়ে ১২৪০০ জনের কাজ জুটবে। শুনেছিলাম প:ব:য় নাকি কাজ কম্মের জোয়ার বয়ে যেতো!!
  • bitoshok | 76.113.141.132 | ০৩ জুন ২০১০ ০৭:৫২446313
  • কল্লোল বাবুর শেষ পোস্টের সংখ্যা দুটোর সোর্স জানতে আগ্রহী।

    অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ ও কর্মস্থানের অনুপাত কখনই 'জোয়ার' বইয়ে দেওয়ার মত ছিল না, যতদূর জানি।
  • Samik | 122.162.75.198 | ০৩ জুন ২০১০ ০৮:৩২446315
  • আজকালের আজকের কাগজ এখনো আপলোড হয় নি, তা বাদে বর্তমান, আবাপ, প্রতিদিন এমংকি গণশক্তিও আজকের এডিশন বেরিয়ে গেছে। গণশক্তির প্রথম পাতা দেখলাম, অত্যন্ত সংযতভাবে, গণশক্তির পক্ষে যতটা নিরপেক্ষভাবে দেওয়া সম্ভব, তার থেকেও বেশি নিরপেক্ষভাবে তৃণমূলের জয়ের খবর দিয়েছে।

    দিল্লির টাইম্‌স অফ ইন্ডিয়া, হিন্দুস্থান টাইম্‌সেও আজ প্রথম পাতার প্রথম ভাগে মমতা। বাকি কাগজগুলো দেখি নি।

    সিপিএমের ধরাশায়ী হবার খবরগুলো পড়তে খুব ভালো লাগছে। কালকে বিমান বসুর কাঁদো কাঁদো গলায় হার স্বীকারের প্রেস স্টেটমেন্ট দেখতেও খুব ভালো লাগছিল, কিন্তু পশের কলামেই কেন জানি না, মমতার জয়ের খবর পড়তে খুব একটা ভালো লাগছে না। খুব-একটা কেন বলি, বরং একেবারেই ভালো লাগছে না। এটার বদলে ওটা ... সামহাউ মনের ভেতরের থেকে মেনে নিতে পারছি না।

    আপিসে এক পাব্লিক ভালো বলেছে : আমরা কথায় কথায় কাউকে বলি-না, পাগল না সিপিএম? তো বাংলার গদীতে সিপিএম যাচ্ছে, আসছে একটা পাগল।

    (এখানেই সাহস করে লিখলাম, অন্যত্র "পাগল না' লিখলে তো আবার ... যাক, সে কথা এখানে না-বলাই ভালো)
  • Samik | 122.162.75.198 | ০৩ জুন ২০১০ ০৮:৪৫446316
  • বীতশোকের জন্য সোর্স।

    http://www.anandabazar.com/3bus1.htm

    শেষ দু'লাইন।
  • PT | 203.110.243.21 | ০৩ জুন ২০১০ ১০:০৪446317
  • @Kallol
    আপনাকে বিনীত অনুরোধ: চশমাটা পালটে একটা স্বচ্ছ চশমা চোখে দিন। আমি কোথাও কোন লেখা পড়েছি বা কারো বক্তব্য শুনেছি বলে মনে হয় না যাতে বলা হয়েছে যে সিঙ্গুরে ন্যানো হলে প:বঙ্গ কাজের জোয়ারে ভেসে যেত। কিংবা আকুলি-বিকুলি করে কারাতরা কংগ্রেসের কোলে চড়তে চাইছে ইত্যাদি। অপেক্ষাতে থাকুন আর দেখবেন যে প্রায় ৩০টা ত্রিশঙ্কু পুরবোর্ড চালানোর জন্য কে কার কোলে চড়ে বসে। সিপিএমের বিরুদ্ধে আপনার রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে আমার কিছু বলার নেই। কিন্তু এই অতিকথন বা অতিবিকৃত বক্তব্য বোধহয় আলোচনার পরিসরটাকে নষ্ট করে দেয়।
  • aka | 24.42.203.194 | ০৩ জুন ২০১০ ১০:০৭446318
  • সিঙ্গুরে ন্যানো কারখানায় এবং অনুসারী মিলিয়ে কয়েক হাজার লোকের চাকরি হলে সিঙ্গুরের একটা আঞ্চলিক উন্নতি হত। এবং তারসাথে এই প্রোজেক্টের ফলে সারা পৃথিবীতেই শিল্প সম্বন্ধে যে প:ব:য়ের যে নেগেটিভ ইমেজ রয়েছে তা খানিকটা ঘুচত। আরও বেশি বিনিয়োগ আসত।

    প্রশ্নটা সেটা নয়,শুধু শিল্প করেই উন্নতির কথা ট্রিকল ডাউনের প্রবক্তরাও ঠিক ভাবেন না। তার সাথে সাথে লং টার্ম প্ল্যানিং এবং ইনফ্রাস্ট্রাচকার তৈরি না করলে পরের প্রোজেক্টটা শিল্পপতি ব্যারাকপুরে করার বায়না ধরত এবং একই সমস্যা তৈরি হত। সেই কথা না ভেবে শুধুই ন্যানো গড়ে উন্নয়ন হবে এই কথা শুধুই রাজনৈতিক চাল বলে আমার মনে হয়েছে। সে ভালো কথা কিন্তু তা করতে গিয়ে মানুষের ভিটে মাটি চাঁটি করার মানে দেখি না।

    তবে আমরা যারা সিঙ্গুরের বিরোধীতা করেছি মনে রাখা দরকার যাদের জন্য আমরা ন্যানো কারখানার বিরোধীতা করেছিলাম সেই অনিচ্ছুক চাষীদের একুল ওকুল দুইকুল গেছে। কি করে তাদের দিন চলে সে খবর বাম সরকার তো রাখেই না, দিদিও রাখে না। আমরাও রাখি না।
  • dukhe | 122.160.114.85 | ০৩ জুন ২০১০ ১০:০৯446320
  • লাও ঠ্যালা ! সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে মমতা বাংলার ছেলেদের বেকার করে দিল - এ তো সেই সময় বুদ্ধ-বিমান-আবাপ নিয়ম করে রোজই বলত । PT অবশ্য না পড়ে/শুনে থাকতেই পারেন, কিন্তু কল্লোলবাবুর চশমা নিয়ে টানাটানি কেন ?
  • kallol | 124.124.93.202 | ০৩ জুন ২০১০ ১০:০৯446319
  • বীতশোক - সূত্র তো পেয়েই গেছেন। এবার কর্মসংস্থান। শুদু গাড়ি শিল্প তো বলা হয় নি। বলা হয়েছিলো, সহযোগী শিল্প থেকে চা ঘুগনীর দোকান পর্যন্ত। তা সে সব ধরেই গুজরাটে ঐ ১২৪০০।
    আর জোয়ার বইতো কি না? একটু কষ্ট করে ঐ সময়কার গণশক্তি আর জলে চোবানো গণশক্তি পড়ে নিন।
    এবার জমি। আমি যদ্দুর জানি, দিন কয়েক আগেই সম্ভবত: আবাপেই পড়েছি, গুজরাটে পুরো জমিটাই একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের জমি। হাইওয়ের ধারে।
    এখানে সিপিএম কল্যানীতে চেষ্টা করতে পারতো -;)
  • kallol | 124.124.93.202 | ০৩ জুন ২০১০ ১০:১৮446321
  • আমার চশমা লাগে না। যা দেখি খোলা চোখেই দেখি, ফলে চশমা স্বচ্ছ করার উপায় নেই।
    ৩০টা বোর্ডে তৃণমূল-কংগ্রেস হবে। এ আর আশ্চর্য কি। তবে শিলিগুড়ি এতো তাড়াতাড়ি ভুলে গেলে চলবে?
    তবে এই যে সিপিএম মোটেও হারে নি। এতো ১৬%এর ভোট। তাতে আবার হারজিত কি? এটা কি ঠুলি পড়ে দেখা? নাকি মাথাটাই বালির অতল তলে? বালির তলায় দেওয়াল হয় না। তাই দেওয়ালের লেখা পড়াও যায় না। ঠুলি থাকলে , লেখা কোন ছাড়, দেওয়ালই দেখা যায় না।

  • @ | 61.12.12.83 | ০৩ জুন ২০১০ ১০:১৯446322
  • পিটির ক্লাস ফাঁকি দেওয়া নির্ঘাৎ হেবি চাপ।

    মহামানবদেরও মাইরি এত ধৈর্য্য ছিল না! :-P
  • PT | 203.110.243.21 | ০৩ জুন ২০১০ ১০:২১446323
  • কল্লোল আর দুখে
    আকার পোস্টিংটি পড়ুন। অতিকথন না করেও ঠিক কথাটি বলা যায়।
  • quark | 202.141.148.99 | ০৩ জুন ২০১০ ১০:২২446324
  • কল্লোলদা কি আজকাল আর আবাপ'র বাইরে বেরোচ্ছেন না? নইলে গুজরাতে কৃষিবিশ্ববিদ্যালয়ের জমি দেখে এখানে কল্যানীর প্রস্তাব কেন? আর যখন সিঙ্গুরের বিরোধিতা করা হচ্ছিল তখন তো সবাই বলছিল (মনে নাই আপনিও বলেছেন কিনা) শিল্পপতিকে কেন কলকাতার কাছে, হাইওয়ের ধারে জমি দেওয়া হবে? কেন শহর থেকে দূরে অনাবাদী জমি দেওয়া হবে না?
  • Ishan | 122.173.178.39 | ০৩ জুন ২০১০ ১০:২২446326
  • এখানে পড়লাম সিপিএম এর এক প্রার্থীর পেটে ভোজালি ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাগজে-চ্যানেলে দেখলাম না। এসবিই বোধহয় লিখেছিলেন। তা, কোন প্রার্থীর পেটে ভোজালি ঢুকেছে, একটু জানাবেন কি?

  • dukhe | 122.160.114.85 | ০৩ জুন ২০১০ ১০:২৫446327
  • প্রার্থীর ? আমি তো ভাবলাম সিপিয়েমের পেটেই ভোজালি ঢুকেছে - কাঁধে তোলার অপেক্ষা !
  • kallol | 124.124.93.202 | ০৩ জুন ২০১০ ১০:৩২446328
  • আহা, না না। এট্টু রসিকতা কচ্ছিলাম। একি গুজরাত পেয়েচো, যে পড়াশুনার জায়গা মুনাফাখোর টাটা বাবুকে দিলে মাম্মাম্মার ছেড়ে দিতো?

    ওমা, আজকাল এসব যুক্তিও (আকার শেষ পোস্টের মতো) ভালো লাগছে আপনাদের! এরকম কথা তো আমরা অনেকেই তখন বলেছিলাম। তখন তো ভালো লাগে নি!!! যাক দেরীতে হলেও বোধদয় হয়েছে। ভালো ভালো।
  • tatin | 70.177.57.60 | ০৩ জুন ২০১০ ১০:৩৩446329
  • চশমা ন খুললে আপনারা তো এগুলো দেখতে পাবেন না
  • a x | 99.50.245.93 | ০৩ জুন ২০১০ ১০:৩৪446330
  • এতগুলো হাং থাকা সঙ্কেÄও (নো পান) লোকে এত লাফালাফি করছে কেন বুঝছিনা।
  • Ishan | 122.173.178.39 | ০৩ জুন ২০১০ ১০:৩৯446331
  • কং-তৃণ জোট করে ধরে নিয়ে লোকে লাফাচ্ছে। তাহলে বেশিরভাগই আর হাং থাকবেনা।
  • kallol | 124.124.93.202 | ০৩ জুন ২০১০ ১০:৪০446332
  • গণশক্তিতে প্রায় ৮/৯টা অঞ্চলে সিপিএম কর্মী/প্রার্থী আক্রান্ত হবার খবর আছে। তবে, ভোজালীর খবর নেই।

  • dukhe | 122.160.114.85 | ০৩ জুন ২০১০ ১০:৪৩446333
  • বেশ কিছু দেখলাম তৃণ-র আর দু-একটা সিট দরকার । ওখানে জোট না করেও, স্রেফ নির্দলকে টেনে বা কং থেকে দু-একজন ভাঙ্গিয়ে করে ফেলতে পারে । তবে বোধহয় জোটই করবে ।
  • Ishan | 122.173.178.39 | ০৩ জুন ২০১০ ১০:৪৪446334
  • হ্যাঁ, "নিরপেক্ষ', "মেহনতি মানুষের পক্ষে' ইত্যাদি সকল মিডিয়াই পড়লাম/দেখলাম। ভোজালির খবর নেই। এমনকি বালিগঞ্জে মুড়িমুড়কির মতো বন্দুক চলেছে, সেই খবরও নেই।

    কি জানি বোধহয় মিস করে গেছি।
  • tatin | 70.177.57.60 | ০৩ জুন ২০১০ ১০:৪৭446335
  • চশমা খুলে কাগজগুলো পড়ো, বিটুইন দ্য লাইনস এসব খবর থাকে
  • a x | 99.50.245.93 | ০৩ জুন ২০১০ ১০:৪৮446337
  • বামফ্রন্টের শরিকদের ভাগগুলো কোথাও পাওয়া যাবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন