এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরভোট ২০১০ : ওপিনিয়ন পোল

    Mango Public
    অন্যান্য | ২৪ মে ২০১০ | ২৯২২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.85 | ০৩ জুন ২০১০ ১৪:০৪446371
  • গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না ।
    বিধানসভার গদি ছাড়া অত সোজা না । মেয়াদ ফুরোনোর আগে চাকরি ছেড়ে সংসার ভাসিয়ে দিতে কে চায় বলুন ?
  • PT | 203.110.247.221 | ০৩ জুন ২০১০ ১৪:৪২446372
  • আমাদের এখন বেশ কিছুদিন অসত্য, অর্ধসত্য আর অপসত্যের সঙ্গে ঘর করতে হবে বলে মনে হচ্ছে।

    Kallol
    আপনার অতিকথনের পরিপ্রেক্ষিতে এই লিংকটা দিলাম। খুব একটা চাকরীর ""জোয়ারের"" গল্প নেতারা বলেননি, তাই না? সংখ্যাটা আপনার আবাপ থেকে দেওয়া ১২৪০০ চাকরীর থেকে খুব দূরে নয়।

    CPI-M Politburo member Brinda Karat on Wednesday claimed the Tata Motors' small car project in Singur would create jobs for 12,000 families.
    http://economictimes.indiatimes.com/news/politics/nation/Singur-project-will-create-jobs-for-12k-families/articleshow/1546951.cms

  • Ishan | 122.173.178.39 | ০৩ জুন ২০১০ ১৫:৩৩446373
  • মেহনতি মানুষের মিডিয়া কিভাবে পড়বেন? একটি সহজ টিউটোরিয়াল:

    "সিপিএমের এক প্রার্থির পেটে ভোজালি ঢুকিয়ে দিল। আর এই পোস্ট টা করছি, তখন শুনছি বালিগঞ্জ অঞ্চলে গুম গুম করে বন্দুকের আওয়াজ হচ্ছে, বিজয় মিছিলে।'

    ধরুন এই ছিল অজ্জিনাল টেক্সট। আসলে এটা এইভাবে পড়ুন:

    "সিপিএমের এক প্রার্থির পেটে ভোজালি ঢুকিয়ে দিল (কিকরে জানলাম? কোনো একটা টিভিতে কোনো স্ক্রোলে নাকি একবার দেখিয়েছে। কি বলছেন, আমি দেখেছি? নানা, আমি দেখিনি আমার বন্ধু দেখেছে। )।অআর এই পোস্ট টা করছি, তখন শুনছি (ভাববেন না আবার আমি শুনেচি। এটাও বন্ধু শুনেছে। সে আবার ডিএসেফ করত)বালিগঞ্জ অঞ্চলে গুম গুম করে বন্দুকের আওয়াজ হচ্ছে, বিজয় মিছিলে।'

    এইভাবে যদি শুনতে পারেন, মেহনতি মানুষের মিডিয়ার রিপোর্টিং নিয়ে আর কোনো সন্দেহ থাকবেনা। :)
  • Ishan | 122.173.178.39 | ০৩ জুন ২০১০ ১৫:৩৭446374
  • আবার ধরুন এরকমও হতে পারে।

    একবার লিখলাম, বালিগঞ্জের খবরটা বন্ধুর কাছ থেকে আপিসে বসে পেয়েছিলাম। পরক্ষণেই লিখতে পারি, বালিগঞ্জে বসে আওয়াজটা পার্ক সার্কাসের দিক থেকে পেয়েছিলাম।

    প্রশ্ন করবেন না। আমার আপিস কি বালিগঞ্জে হতে পারেনা? নাকি আমি নিজেই নিজের বন্ধু হতে পারিনা? :)
  • SB | 114.31.249.105 | ০৩ জুন ২০১০ ১৫:৪৫446375
  • ঈশানবাবু কি বলতে চাইছেন তিণোমূলের হাতে পোস্ট পোল ভায়োলেন্সে গতবছর কেউ মরেনি?

    আর এটাই এস্টাব্লিশ করতে চাইছেন সামনের দিনেও যারা মরবে তারা "নটোরিয়াস ক্রিমিনাল' অথবা এরকম কিছু ঘটেনি, মিথ্যা প্রোপাগান্ডা?

    দিদির প্রোপাগান্ডা মেশিনারির ব্রিফ নিয়ে বসে গেছেন দেখছি :)
  • dipu | 61.12.12.83 | ০৩ জুন ২০১০ ১৫:৪৯446376
  • যা:, SB এবার ছড়িয়ে যাতা করে ফেলছেন :-)
  • Raj | 202.79.203.43 | ০৩ জুন ২০১০ ১৫:৫১446378
  • SB কি ভাগ্যি আপনাকে এখনও কেউ বলে নি যে সৌমিত্র বসুর ধাঁচে লিখছেন ;-)
  • Pintu | 217.162.209.233 | ০৩ জুন ২০১০ ১৫:৫১446377
  • দম্ভ তো দেখি্‌হ সোব্‌খানে। আলাদা করে পার্টি গুলোকে দোষ দেওঅ কেন?

    (সৈকত, তোকে বলিনি।।চিল্লাস না আবার !)
  • SB | 114.31.249.105 | ০৩ জুন ২০১০ ১৫:৫২446379
  • @ Raj;-)
  • kallol | 124.124.93.202 | ০৩ জুন ২০১০ ১৫:৫৪446382
  • এসবি - ঈশান বা আমি যেটা বলতে চাইছি - সিপিএমএর কোন প্রার্থীর পেটে ভোজালী কেউ ঢোকায় নি। পার্কসার্কাস বা বালিগগঞ্জ অঞ্চলে মুড়ি মুড়কির মতো গুলি চলে নি।
    এটা হলে অন্তত গণশক্তিতে খবর হতো (লাইনে লাইনেই হতো, লাইনের ফাঁকে হতো না)।
    নানান জায়গায় গন্ডোগোল। বেশ কিছু সিপিএম সমর্থক ও প্রার্থী মার খেয়েছে। কিন্তু, সিপিএমএর কোন প্রার্থীর পেটে ভোজালী কেউ ঢোকায় নি। পার্কসার্কাস বা বালিগগঞ্জ অঞ্চলে মুড়ি মুড়কির মতো গুলি চলে নি।

  • Update | 122.173.178.39 | ০৩ জুন ২০১০ ১৬:৩৩446383
  • Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.85Date:03Jun2010 -- 03:54PM

    আরে এসব তো লজিক্যাল সিদ্ধান্ত - এ নিয়ে খোরাক করা যায় ?
    ১। তিনোমুল বদ । ব্যাটারা পোস্ট-পোল ভায়োলেন্স করে লোক মারে । এখন পোস্ট-পোল । অতএব এক্ষুণি নির্ঘাত শত্রুপক্ষের পেটে ভোজালি ঢুকিয়েছে ।
    ২। মাওবাদী বদ । বোমা ফাটায়, মানুষ মারে । ট্রেন উল্টেছে, অনেকে মরেছে । নির্ঘাত মাওবাদী কাণ্ড ।
    ৩। সিপিয়েম বদ । বুথে রিগিং করে । পুলিশ সিপিয়েমকে মেরেছে । নির্ঘাত সমাজবিরোধী । বুথে রিগিং করছিল ।

    ----------------------------------------

    Name:SBMail:Country:

    IPAddress:114.31.249.105Date:03Jun2010 -- 04:07PM

    কল্লোলদা, আমিও তো বলেছি সোর্স কী ছিল। আর আমি কালকে সকালের পরে নানা চাপে টিভিও দেখিনি বা পেপারও পড়িনি, তাই মেনেই নিলাম যা বলছেন।

    আর ইস্যুটা একটু অন্যরকম। পরে সময় হলে বলা যাবে ...

    ----------------------------------------

    Name:quarkMail:Country:

    IPAddress:202.141.148.99Date:03Jun2010 -- 04:18PM

    এই "পরে" কক্ষুনো কারুর সময় হয় না!

    ----------------------------------------

    Name:IshanMail:Country:

    IPAddress:122.173.178.39Date:03Jun2010 -- 04:23PM

    সোর্সটা মাক্কালী বুঝতে পারিনি। বন্ধু টিভিতে দেখে আপনাকে বলেছে, নাকি বালিগঞ্জে বসে আপনি স্বয়ং পার্ক সার্কাসের দিক থেকে গুলির আওয়াজ শুনেছেন। দুটৈ আপনি লিখেছেন কিনা। কোনটা সত্যি কাইন্ডলি বলবেন?

    আর মাইরি, সিপিএম তৃণমূল মারে কিনা, বা তৃণমূল সিপিএম এই নিয়ে কোনো স্টেটমেন্ট দিই নাই। শুধু "খবর' কিকরে লিখতে হয় শিখতে চাইছি। ব্যস।

    ----------------------------------------

    Name:SBMail:Country:

    IPAddress:114.31.249.105Date:03Jun2010 -- 04:26PM

    আরে তাতে কিই বা এলো গেলো, মোট কথা আপনার ফ্রেমওয়ার্কে কোনটা হোলে আপনার ব্রিফ অনুযায়ি খেলে দিতে সুবিধা হয় সেভাবেই ইন্টার্প্রেট করুন। তাতে আপনার এবং আমার সময় বাঁচে :))
  • Ishan | 122.173.178.39 | ০৩ জুন ২০১০ ১৬:৩৭446384
  • উত্তর দেবেন না। এই তো?

    ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডেবল।
  • rabaahuta | 203.99.212.53 | ০৩ জুন ২০১০ ১৬:৪৬446385
  • ধুর। পকাবুরা বড় বোকা। 'শুনছি' মানেই নিজের কানে শুনছি হতে হবে কে বললো? পরের কানেও শোনা যায়।
    আহা, নিঠুর স্বপ্ন- আমার কবে থেকে সাধ সব কিছু পরস্মৈপদী হবে। এই বিষয়ে একটা কাব্য লিখতে হবে।

  • Arpan | 216.52.215.232 | ০৩ জুন ২০১০ ১৬:৫৫446386
  • ভোজালির উল্লেখ এইখানে আছে। তবে স্থান কাল পাত্র আলাদা।

    http://www.anandabazar.com/3hgly4.htm
  • kallol | 124.124.93.202 | ০৩ জুন ২০১০ ১৭:০০446387
  • যাত্তারা।
  • SB | 114.31.249.105 | ০৩ জুন ২০১০ ১৭:২৩446389
  • ঈশান, উত্তর তো দিয়েছি, কিন্তু বোঝার বা শোনার মানসিক অবস্থানে নেই আপনি, আপনার অ্যাজেন্ডা হল এটা প্রমাণ করা যে সিপিএম = মিথ্যাবাদী, তাই আপনার ফ্রেমওয়ার্কে ফিট করছেনা উত্তরটা, তাই দাঁত কামড়ে পরে আছেন বিষয়টা নিয়ে ;)

    আরেকটা ইন্‌ফারেন্স, প্রাক্তন ডিএসএফ ভোটার দের বিশ্বাস করাটা চাপের :P
  • kc | 194.126.37.5 | ০৩ জুন ২০১০ ১৭:৩৪446390
  • সইকত কি কোনও স্কোর সেট্‌ল করার মুডে আছে নাকি?
  • Pintu | 217.162.209.233 | ০৩ জুন ২০১০ ১৭:৪৬446391
  • হে হে, শৈবাল দা যদি সৈকত আর DSF এর রিলেশান টা জান্তো ... :-)
  • Arpan | 216.52.215.232 | ০৩ জুন ২০১০ ১৭:৪৮446393
  • শৈবাল, আরে এইটুকু ব্যবধান তো প্রত্যাশিতই। সবার তরফেই। :)
  • aka | 168.26.215.13 | ০৩ জুন ২০১০ ১৮:০০446394
  • ১। প্রাক্তন DSF ভোটারদের বিশ্বাস না করা গেলে প্রাক্তন সিপিএম কর্মীকে বিশ্বাস করা যাবে কোন যুক্তিতে? এই লজিকটা সার্কুলার নেচারের।

    ২। পেটে ভোজালি ঢুকিয়ে দেওয়া আর মারধোর এক নয়। প:ব:য়ে রোজই কেউ না কেউ মার খায় - কখনো সিপিএম সমর্থক ত্রিনোমুলের কাছে, কখনো ত্রিনোমুল সমর্থক সিপিএমের কাছে। যেমন ধরুন আজ যদি বলি আফগানিস্তানে ছোট করে অ্যাটম বোম টপকে দেওয়া হয়েছে, আর লিংক দিলাম ন্যাটোর গুলিতে দুজন মারা গেছে দুই কি এক হল?

    ৩। পোস্ট করতে করতে শুনছি গুম গুম করে গুলির শব্দ এমনকি কোথা থেকে শব্দ আসছে তাও বলে দিয়েছিলেন। আমারও মনে হয়েছিল আপনিই শুনছেন।

    কনসেন্ট ম্যানুফ্যাকচার না হলেও এটাকে মনে হয় খবর ম্যানুফ্যাকচার বলাই যায়, কনসেন্ট নয় কারণ খুব কেউ বিশ্বাস করে নি।
  • SB | 114.31.249.105 | ০৩ জুন ২০১০ ১৮:৩৩446395
  • অর্পণ, একমত :)

    আকাবাবু, আপনাকে বিভ্রান্ত করার জন্যে আমি যারপরনাই দু:খিত!
  • Abhyu | 97.81.97.8 | ০৩ জুন ২০১০ ১৮:৪০446396
  • আকাবাবু, বিভ্রান্ত না হওয়ার কথা এতোবার এতো জায়গায় শুনেছেন, তবু ... :)
    (ম:)
  • SC | 128.237.237.104 | ০৩ জুন ২০১০ ১৮:৫৯446397
  • প্রাক্তন ডি এস এফ, প্রাক্তন নকশাল এদের উপরে দেখছি সিপিএমের অগাধ বিশ্বাস।
    কখনো প্রাক্তন নকশালের চিঠি, কখনো প্রাক্তন ডি এস এফের খবর। :)
  • SB | 114.31.249.105 | ০৩ জুন ২০১০ ১৯:২৭446398
  • SC, ও আপনি বুঝবেন না, একটা সময়ে তো এই নকশালরাই আমার কাছের বন্ধু ছিল, সারাদিনের একটা বড় সময় এদের সাথেই কাটিয়েছি, রাজনীতি আলাদা হলেও বন্ধুত্বের ক্ষেত্রে, আড্ডা মাড়ার ক্ষেত্রে, আরো কিছু কাজকর্মে এরাই তো সাথি ছিল। এখনো তাই এদের ভিউজটাই আমার কাছে আসে। আমার স্কুলের সব থেকে কাছের বন্ধু তো ঘোরতর মাওবাদী, তার ভিউজগুলোও তো পেয়ে যাই। যাউগ্গিয়া, এতে অসুবিধা থাকলে না হয় ইগনোর করবেন, বা পড়বেননা, ব্যাস :-)
  • prakton DSF | 67.210.179.5 | ০৩ জুন ২০১০ ২০:৩৭446399
  • তাহলে কি দাঁড়াল? আমার কথা বিশ্বাস করা যায়? নাকি যায় না?
  • tatin | 70.177.57.60 | ০৩ জুন ২০১০ ২০:৩৯446400
  • একজনকে এতটা চাটা ঠিক নয়
  • SB | 114.31.249.105 | ০৩ জুন ২০১০ ২১:১৫446401
  • ও সোমনাথ তো আবার "প্রাক্তন ডিএসএফ" :P
  • tatin | 70.177.57.60 | ০৩ জুন ২০১০ ২১:২১446402
  • হ্যাঁ, জাস্ট প্রাক্তন ডিএসএফ না 'প্রাক্তন ডিএসএফ ভোটার'ও বটে
  • aka | 168.26.215.13 | ০৩ জুন ২০১০ ২২:২০446404
  • শমীকের পোস্টটা এখন দেখলাম।

    সিঙ্গুরে টাটা কারখানা হলে আঞ্চলিক উন্নতি হত কিনা বলা খুব মুশকিল। কারণ অনেক অজানা চলরাশি। টাটার ব্যবসা চলবে কিনা, চললে কতটা চলবে ইত্যাদি। এত কিছু তো শিল্প গড়ার আগে জানা যায় না। খানিকটা বোঝা যায়। টাটার রেপুটেশন, নতুন গাড়ি, সারা পৃথিবী জুড়ে খানিকটা সেনসেশন তৈরি করা, টেকনলজি ইত্যাদি থেকে মনে হয় এই গাড়ি চলবে। গাড়ি চললে কারখানাও চলবে, কারখানা চললে কাজ করার লোকও চাই। সেই লোক লোকালই হবে মোস্টলি, লোকাল লোকের হাতে টাকা বাড়লে অনুসারী শিল্প বাড়বে। এইগুলো হবে ধরে নিয়ে বলা আঞ্চলিক উন্নতি হত। বলা বাহুল্য উন্নতি বলতে এখানে নগরকেন্দ্রিক, বস্তুবাদী উন্নতির কথা বলছি।

    যদি টাটার ন্যানো গাড়ি নাও চলত তাহলেও ভবিষ্যতে হয়ত টাটা ওখানেই অন্য কারখানা গড়ত। এইসব আর কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন