এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরভোট ২০১০ : ওপিনিয়ন পোল

    Mango Public
    অন্যান্য | ২৪ মে ২০১০ | ২৯২২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dipu | 61.12.12.83 | ০১ জুন ২০১০ ১০:৪৮446138
  • বাপি ধর কাল রাত্রে মারা গেছেন।
  • dukhe | 122.160.114.85 | ০১ জুন ২০১০ ১১:৪৯446139
  • কিন্তু কেসটা কী কেউ জানেন ? সেই পুলিশ কি পাগল ?
  • a | 208.240.243.170 | ০১ জুন ২০১০ ১২:০০446140
  • জেনে কি হবে? মানে, knowledge for knowledge sake হলে ঠিক আছে, নাহলে অর্থহীন।

    পাগল না হলেও গুলি চালানোর কিছু প্রোটোকল আছে, সেটা মানা হয়নি বলে খবরে প্রকাশ
  • Ishan | 125.18.17.16 | ০১ জুন ২০১০ ১২:০২446141
  • পুলিশের কাজ পুলিশ করেছে। হাতে বন্দুক পেয়ে ফালতু গুলি চালিয়েছে। কিন্তু মমতার আগ বাড়িয়ে দুষ্কৃতি-টুষ্কৃতি বলার কি দরকার ছিল বুঝলাম না।
  • a | 208.240.243.170 | ০১ জুন ২০১০ ১২:০৫446142
  • "ফালতু" গুলি চালিয়েছে কি না সেটা কি প্রমাণ হয়ে গেছে? না হয়ে থাকলে, কি করে বল্লেন যদি একটু বলেন :)
  • Arpan | 216.52.215.232 | ০১ জুন ২০১০ ১২:০৬446143
  • কোন সন্দেহ নেই। মমতা মুখ্যমন্ত্রিত্বের পদের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করে ফেলেছেন। এর আগেও তো আমরা জেনেছি কোথাও কেউ ধর্ষিত হলে ধর্ষিতার চরিত্র "খারাপ' ছিল। সেই একই পুনরাবৃত্তি।
  • Ishan | 125.18.17.16 | ০১ জুন ২০১০ ১২:৩০446144
  • আজ্ঞে শুনলাম গুলি চালানোর প্রোটোকল মানা হয়নি বলে খবরে প্রকাশ, সেটায় বিশ্বাস করে লিখলাম।
  • dukhe | 122.160.114.85 | ০১ জুন ২০১০ ১২:৩৩446145
  • ব্যাপারটায় এত রহস্য কেন ? এক পুলিশ ধাঁ করে গুলি চালিয়ে দিল, অথচ কেন চালাল সে নিয়ে কারো কাছে কোন ক্লু নেই ? যারা আশেপাশে ছিল, অন্তত: তাদের একটা ভার্সন তো থাকবে ?
  • dipu | 61.12.12.83 | ০১ জুন ২০১০ ১২:৩৪446146
  • মমতার কথাবার্তাও কেউ কেউ বোঝার চেষ্টা করে! :-P
  • Arijit | 61.95.144.122 | ০১ জুন ২০১০ ১২:৪০446149
  • এটা ঘটনা যে পুলিশ প্রচন্ড টেন্সড ছিলো। আমাদের বুথে কস্মিনকালেও গোলমাল হয় না - সেখানেও গেটের সামনে চারটে অটোম্যাটিকওয়ালা গার্ড, ক্লাবঘরের ছাদে মেশিনগান নিয়ে দুটো। বুথের আশেপাশে নির্বাচনী এজেন্ট ছাড়া কেউ ব্যাজ পরে আসতে পারে না। একজন এসেছিলো বলে রিটার্নিং অফিসারদের মধ্যে একজন বাধা দেন, সেই নিয়ে দুটো চারটে কথা হতেই ওয়্যারলেসে কথা বললো, কয়েক মিনিটের মধ্যে একগাড়ি জওয়ান এসে হাজির হল।

    টেন্সড আবহাওয়া, তর্কাতর্কি - স্টিল নাথিং এক্সপ্লেইন্‌স ইট। আরো কি রকম একটা লাগছে যখন ভাবছি যে একে তো আমি চিনতাম। এর বউকেও চিনতাম।
  • Manish | 117.241.228.234 | ০১ জুন ২০১০ ১২:৪৯446150
  • পাটুলির পুন: নির্বাচন কি আজকেই।যদি হয় তৃনর দু:খ আছে।
  • a | 208.240.243.170 | ০১ জুন ২০১০ ১৩:০১446151
  • মানে যদি আপনি সত্যিই খবরগুলোতে বিশ্বাস করে থাকেন, তাহলে আপনার কালকের "জেনেশুনে ঢপ" দেবার তত্বটা বোঝা যায় না কি না..., তাই ধরে নিয়েছিলাম আপনি অন্য কোন সূত্র দেবেন।

    তবে এটা জানতে ইচ্ছে করছে হঠাত এই খবরটা বেছে বেছে আপনি বিস্বাস করলেন কেন? যাকগে...
  • Ishan | 125.18.17.16 | ০১ জুন ২০১০ ১৩:২৬446152
  • বিশ্বাস করার গ্রাউন্ড আছে তাই করেছি। যাগ্গে... :)
  • shrabani | 124.124.244.109 | ০১ জুন ২০১০ ১৪:৩৮446153
  • পুলিশটা হয়ত মমতা/তৃণমুল কে বদনাম করতে গুলি চালিয়েছে সিপিএম নেতাদেরই কথায়। জ্ঞানেশ্বরীর কেসটার মতো এটাও সিপিএমের ষড়যন্ত্র, যাকে বলে "নিজের নাক কেটে (নিজের দলের লোক মেরে)পরের যাত্রাভঙ্গ" - তাই আর কি!

    যেমন মালগাড়ি আসাটা ক্যালকুলেটেড ছক তেমনি মমতা এরকম ক্যামেরার সামনে একটুআধটু আলপটকা মন্তব্য করে থাকে সেটাও সিপিএমরা জানত। তাই খুব ক্যালকুলেটেড মুভে বাপি ধরকে নিজেরাই মারিয়েছে দিদির ইমেজটা খারাপ করার চেষ্টায়।

    বিদ্বজনের আর একটা প্রেস কনফারেন্স হলেই বিশদ তথ্যাদিসহ জানা যাবে। এখানে লিঙ্ক দিলেই সেটা প্রমানও হয়ে যাবে।
  • Manish | 117.241.228.234 | ০১ জুন ২০১০ ১৪:৪০446154
  • ঈশান বাবুর কলকাতা ভোট নিয়ে prediction কি।কোনো ওপিনিওন পোলের রেফারেন্স ছাড়া।

    আমার মতে বামফ্রন্ট এবারও কানের পাশ দিয়ে বেড়িয়ে যাবে।
  • SB | 114.31.249.105 | ০১ জুন ২০১০ ১৪:৫৬446155
  • ভদ্রলোক ওখানে সিপিএমের পোলিং এজেন্ট ছিলেন। খুব স্বাভাবিক ভাবেই কয়েকবর বেরিয়েছেন ঢুকেছেন। শেষে নিজের ভোট দিতে যাওয়ার সময় পোলিং এজেন্ট হিসেবে উনি ভেবেছিলেন গেটে কর্তব্যরত পুলিশ ওনাকে এতক্ষনে নিশ্চই চিনে গেছেন, তাই সোজা ঢুকতে গিয়ে তর্কতর্কির মধ্যে জরিয়ে যান, গুলি খেয়ে মারা যান।
  • a x | 99.50.245.93 | ০১ জুন ২০১০ ১৭:৫৮446156
  • কি অদ্ভূত সময়! যা খুশি তাই চলছে! দুষ্কৃতকারী হোক, না হোক, যদি কোনো কারণও থাকে, অ্যারেস্ট না করে গুলি চালাবে কেন?!
  • SB | 114.31.249.105 | ০১ জুন ২০১০ ১৯:৩৪446157
  • শুনছি ওই এলাকার এক তিণোমূলী বলেছেন কান্তি গাঙ্গুলী মেরে দিয়েছে বাপি ধরকে, সিপিএম মেরেছে সহানুভুতির হাওয়া তুলতে। না হলে পায়ে গুলি লেগে কেউ মরতে পারে নাকি!!!

    এদের রাজনৈতিক মরণ ঘনিয়ে এসেছে, সহ মরণে কে কে যায় সেটাই দেখার!
  • dipu | 59.164.191.85 | ০১ জুন ২০১০ ২১:৫৬446160
  • মমতা ব্যানার্জী আজ দাবি করেছেন সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বাপি ধর মারা গেছে। পার্থ চ্যাটার্জী জানিয়েছেন গুলি লাগার পর নাকি ছঘন্টা বডি স্পটে পড়ে ছিল, এদিকে হাসপাতালের রেজিস্টার বলছে কয়েক মিনিটের মধ্যেই ভর্তি করা হয়। অভাবনীয় ভাঁড়ামো মাইরি!! সিরিয়াসলি, আর কত নীচে নামবে!

    শুভাপ্রসন্ন টিমের কার নাকি এসকল কথাবার্তা লজ্জাজনক মনে হয়েছে। তিনি বাপি ধরকে চিনতেন।
  • Ishan | 122.161.62.82 | ০১ জুন ২০১০ ২২:০১446161
  • সমীর আইচ।
  • dipu | 59.164.191.85 | ০১ জুন ২০১০ ২২:০৯446162
  • "এমন ভাবে ডেডবডি নিয়ে যাওয়া হচ্ছে যেন রাষ্ট্রনায়ক মারা গেছে'---পার্থ চ্যাটার্জী।
  • Ramchandra | 64.255.164.48 | ০১ জুন ২০১০ ২২:৩৪446163
  • ...सम्भबामियुगेयुगे॥
  • SC | 128.237.237.104 | ০১ জুন ২০১০ ২৩:০৯446164
  • একটা পুর নির্বাচনকে ঘিরে এরকম টেনশন, প্রতি মুহুর্তে উথালপাথাল, প্রতিটা ইস্যু নিয়ে এরকম দুপক্ষের মরণকামড় আমার জিবদ্দশায় দেখেছি বলে মনে পড়ছে না।

    মমতার তরুপের তাস বোধহয় এবারে শুভা এন্ড কোং। প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন এদের ইমেজটাকে অনেকটাই কালিমালিপ্ত করেছে সন্দেহ নেই, তবে তাও এখনো রাজনৈতিকভাবে এই বুদ্ধিজীবিরা মমতার বিরাট বড় অস্ত্র। সিপিএমের অস্ত্র সিপিএমের উপরেই প্রয়োগ করার কৌশলটা কাজে দিয়েছে বলতে হবে।

    অন্যদিকে সিপিএম বেশ ভালৈ ঘর সামলেছে বলতে হবে। নন্দীগ্রামের পরে শেষ এক বছরে, বোধহয় পার্টির থেকে কড়কানি খেয়েই বুদ্ধবাবু বিশেষ কিছু বলেন টলেন না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় সিপিএম আগের বছরের তুলনায় একটু ভালো জায়গায়। মমতা এবং শুভা যেভাবে খেলে চলেছেন, তাতে ২০১১ তে তীরে এসে তরী ডুবতে পারে।

    সত্যি কথা বলতে কি, দু দলের উপরের সারিতে বেশ কিছু মানুষ আছেন,যারা মুখ খুললেই ছড়ান। এদিকে বুদ্ধ, তো ওদিকে মমতা। সেক্ষেত্রে মমতার পক্ষে সবচেয়ে ভালো স্‌ট্‌র্‌যাটেজি একটু প্রোফাইলটাকে লো রেখে কদিন রেল নিয়ে একটু কাজ করে "আমি কাজের মানুষ" প্রমাণ করা।

    আমার প্রেডিকশন দু খানি:
    ক) তৃণমূলের এডভান্টেজ থাকবেই, কিন্তু আগেরবারের পরিবর্তনের হাওয়া ধরে রাখতে পারবে না।অবরং সিপিএমের দিকে সামান্য হলেও একটা সুইং থাকবে।
    খ) কংগ্রেস একটি সাইনবোর্ড দলে পরিণত হবে।
  • dukhe | 117.194.232.80 | ০১ জুন ২০১০ ২৩:৩১446165
  • সিপিয়েমের পক্ষে ভালো কথা যে আরো কয়েকজন চুপ করে আছেন - বিনয় কোঙ্গার, নিরুপম সেন । বাকিরাও চুপ করে থাকলেই মঙ্গল ।
  • PT | 203.110.246.230 | ০১ জুন ২০১০ ২৩:৩৪446166
  • বুদ্ধকে চুপ করিয়ে দিলেও বুদ্ধের পার্টিতে আরও দশটা লোক আছে যারা মুখ সামলে কথা বলতে জানে। কিন্তু মমতা চুপ করলে দলের হয়ে কথা বলবে কে? তৃণমুলের সাংবাদিক সম্মেলনে বাকি সবাই তো প্রতিমার চালচিত্রের আল্পনা হয়ে বসে থাকে। তার ওপরে দিদির মুখের কথাতেই তৎক্ষণাৎ পার্টির পলিসি নির্ধারিত হয়ে যায়। যেমন কিনা বাপি ধর ""ন-টো-রি-য়া-স ক্রিমিনাল""। সঙ্গে সঙ্গে তৃণমুলীরা লাফাতে শুরু করল। এ যেন সেই বানর সেনার পোঁ ধরা -- ""রাবণ বেটায় মারো সবে রাবণ বেটায় মার"। অতএব দিদি চুপ করিলে তৃণমুলের হইবে কি??
  • lcm | 128.48.7.119 | ০২ জুন ২০১০ ০০:১৪446167
  • পুলিশের গুলিতে বাপি ধর-এর মৃত্যু এবং মমতার ওনাকে 'দুষ্কৃতী' বলে দেওয়া - এতে আশ্চর্য হই নি। গত প্রায় দুবছর ধরে পুরুলিয়া/মেদিনিপুর/বাঁকুড়া-তে যে সিপিএম কর্মী/সমর্থকরা মাওবাদিদের হাতে খুন হয়ে চলেছেন, তাদের সম্পর্কেও এই ধারনাই অনেকে পোষন করে থাকেন। শুধু মমতা বা তৃণমূল কর্মী সমর্থকরাই নন, সিপিএমের প্রতি বীতশ্রদ্ধ অনেকেই একই কথা বলে থাকেন - সিপিএম ওয়ার্কার খুন হয়েছে, ঠিক হয়েছে, দ্যাখো নিশ্চয়ই কোনো কুকর্মের সাথে জড়িত ছিল।
    একই রকম ভাবে, পুরুলিয়া-য় কোনো আদিবাসী খুন হলেও তাকে তখুনি টেররিস্ট বা রাস্ট্রের শত্রু আখ্যা দিয়ে দেওয়া হয়। নন্দিগ্রামে, তৃণমূল কর্মী/সমর্থক মারা গেলে বলা হয় তৃণমূলী গুন্ডা ছিল - মেরেছে বেশ করেছে, গুড রিড্যান্স, পেইড ব্যাক ইন সেইম কয়েন।
    স্রেফ রাজনৈতিক সমর্থন বা দৃষ্টিভঙ্গীর দিক থেকে মানুষকে বিচার, মৃত মানুষকে না জেনে সমালোচনা, নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, এবং এই মন্তব্য দেখিয়ে টিভি-র পর্দায় দর্শক টানার জন্য মিডিয়ার হ্যাংলামো.... - এ সব আগে ছিল না তা নয়, তবে এখন এই আচরন গর্বের বস্তু হয়ে উঠছে, টাক পয়সাও রোজগার করা যায়।
    বিশিষ্টজন/বিদ্বজন/সুশীলজন - বাম/ডান নির্বেশেষে - এরাও হতাশ করেছেন, রাজনৈতিক গন্ডির বাইরে বেরোতে পারেন নি। মুশকিল, মুশকিল...

  • a | 208.240.243.170 | ০২ জুন ২০১০ ০০:১৭446168
  • ওরে শুভা, টাক বলছে রে, টাক বলছে।
  • ulpu sen | 59.93.202.54 | ০২ জুন ২০১০ ০০:২৬446169
  • গত লোকসভা নির্বাচনে দ: চ: পরগনার হাড়োয়া বিধান সভার দুটি বুথে মাইক্রো- অবজার্ভারের দায়িত্বে ছিলাম। State Armed Police এর মোট চারজন অল্প বয়সী পুলিস কর্মী বুথ পাহারার দায়ীত্বে ছিল। ওদের নেতৃত্ব দিচ্ছিল ব্যারাক্‌পুরের অভিজিত বলে ভারী চমৎকার একটি ছেলে।
  • ulpu sen | 59.93.202.54 | ০২ জুন ২০১০ ০০:৪১446171
  • ভোটার দের বেশিরভাগ 'সংখ্যালঘু' মানুষ। দুপুর অবধি বেশ শান্তিতেই ভোট পড়ছিল। ২-৩০ থেকে ৩টের মধ্যে হঠাৎ ই বুথের বাইরে বেশ কিছু যুবক উত্তেজনা ছড়াতে শুরু করল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন