এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরভোট ২০১০ : ওপিনিয়ন পোল

    Mango Public
    অন্যান্য | ২৪ মে ২০১০ | ২৯২১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 143.111.22.23 | ২৮ মে ২০১০ ২০:০৯446105
  • পিটি, মুম্বাই তে জলের জন্য দাঁড়িয়ে থাকা লোকেদের ওপর গুলি চালানো কি কোনো লোকাল নিউজপেপারে বেরিয়েছে? লিংক দিতে পারবেন?

    পার্সেকিউশন ম্যানিয়া অ্যাভয়েড করার জন্য ডিসক্লেমার দি: জানতে চাই বলে জিগাচ্ছি। আপনি মিথ্যে বলছেন দাবী করে জিগাচ্ছি না।
  • PT | 203.110.247.221 | ২৮ মে ২০১০ ২১:২২446106
  • না লিংক দিতে পারছি না। দিন দু-তিন আগে বাম সরকার-সমর্থক এক অভিনেতা এই ঘটনাটির উল্লেখ করাতে সঞ্চালক সুমন ঘাড় নেড়ে সায় দেন। এবং উপস্থিত সরকার-বিরোধী কেউ এর প্রতিবাদ জানাননি।

    তবে মুম্বাইতে জলসংকট বেশ তীব্র সেই ব্যাপারে কোন সন্দেহ নেই: Mumbai will have to live with steep water cuts until at least 15 July 2010
    http://washasia.wordpress.com/2009/11/02/india-mumbai-water-cuts-are-on-protests-against-water-shortage/


    এই খবরটির সঙ্গে আমার উল্লেখিত ঘটনার কোন যোগ আছে কিনা জানিনা:
    Mumbai has had serious difficulties regarding water supplies this year, going from drought, to a deluge during monsoon season, and now back to water shortages. In order to deal with the shortages - which are expected to worsen until the next rainy season -officials have made water cuts that sparked a violent protest during which one man died and dozens of others were injured, adding to India's growing record of violence over water and showing the beginning of what will likely be more social unrest over water supplies.

    As residents protested outside the corporation building, they went up against riot police and it turned ugly. The man who died during the protest reportedly died of a heart attack, while about a dozen other residents suffered injuries because of the clash.
    http://www.treehugger.com/files/2009/12/man-dies-a-dozen-injured-during-mumbai-water-shortage-protest.php

  • kallol | 115.242.238.59 | ২৮ মে ২০১০ ২২:১০446108
  • আমি খুব পরিষ্কার ভাবেই বলেছি - যে খুনোখুনিটা শুরু হয়েছে, তার জন্য দায়ী সিপিএম। তাতে খুনোখুনি কে মান্যতা দেওয়া হয় না। যখন কেউ বলে যে সাধারন মানুষের দুর্দশার জন্য দায়ী এই ব্যবস্থা, তখন দুর্দশাকে মান্যতা দেওয়া হয় না। তখন সেই ব্যবস্থার কর্ণধারেদের দিকে আঙ্গুল ওঠে। সিপিএমের দিকে আঙ্গুল উঠছে। তাই এই সব ভুল বকা। কষ্ট হয়। এতো সব করেও কি সিপিএমএর ভরাডুবি ঠেকানো যাবে?

  • a x | 143.111.22.23 | ২৮ মে ২০১০ ২২:১২446109
  • থ্যান্‌কু।
  • Pintu | 82.130.98.144 | ২৮ মে ২০১০ ২২:৪৮446110
  • জিওহ কল্লোল্‌দা। খুনোখুনির শুরু CPI(M) এর জন্য। তার আগে ঠিক আগের ঘটনা হল Big Bang

    Big Bang-- CPI(M)-- খুনোখুনির শুরু।

    সাধে বলি -- ভুল মত, ভুল পথ......
  • kallol | 115.242.227.7 | ২৯ মে ২০১০ ০৮:০০446111
  • বা: বা:। তা, এটা কি একটা রসিকতা? নাকি ব্যাঙ্গ? কি করবো বুঝতে পারছি না। হাসবো, না বেজার হবো।

  • Manish | 117.241.228.186 | ২৯ মে ২০১০ ১০:৫৪446112
  • মাওবাদী সমব্যাথীদের প্রতি:

    ১০০ লোক মেরে মাওবাদীর কোন বিপ্লব সম্পন্ন করলো। আর আপনারা নিশ্চয় এই মৃত্যুর পক্ষে কোনো জাস্টিফিকেশন/সদত্তুর খুজে বার করেছেন।
  • SC | 67.186.56.191 | ২৯ মে ২০১০ ১১:০৬446113
  • একদম।আন্য থ্রেডটাতেই আছে। :)

  • SB | 115.118.73.99 | ২৯ মে ২০১০ ১১:৩৫446115
  • কল্লোলদার জন্যে:

  • PT | 203.110.243.21 | ২৯ মে ২০১০ ১৭:৫২446116
  • আজ বিকেল ৪:৩০/৫:০০ নাগাদ নির্বাচন কমিশনের নির্দেশে সুশীলদের সাংবাদিক বৈঠক বন্ধ করে দেয় কলকাতা পুলিশ এবং ময়দান থানাতে কেস ফাইল করেছে নির্বাচনের বিধিভঙ্গের জন্য। ভোটের ৪৮ ঘন্টা আগে নির্বাচনের প্রচার বন্ধ হওয়ার নির্দেশ থাকা সত্বেও সুশীলরা সাংবাদিক বৈঠকের নামে মমতার হয়ে ভোটের প্রচার করছিলেন। এবং সেই বৈঠকে আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং নিরপেক্ষ মানবাধিকার কর্মী সুজাত ভদ্রও উপস্থিত থেকে মমতার হয়ে প্রচার করছিলেন!!
  • kallol | 115.242.149.12 | ২৯ মে ২০১০ ১৮:৫১446117
  • এসবি - তথ্যের খাতিরে
    ১) মাওদের প:ব:তে ঢুকিয়েছে সিপিএম। কেশপুর - ছোট আঙ্গড়িয়া, মনে পড়ে?
    আর অন্যভাবে - জঙ্গলমহল এলাকার সার্বিক অনুন্নয়ন - ও অনুজবাজি - এগুলো-ই মাওবাদীদের পা শক্ত করেছে প:ব:তে।
    ২) মাওবাদীদের যা ঘোষিত লক্ষ্য, সিপিএমএরও ঘোষিত লক্ষ্য তাই - সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা। রাস্তা আলাদা - এটুকুই যা। কিছু দিন আগে অরিজিতের পোস্ট ছিলো - Name:Arijit Mail:Country: IP Address :61.95.144.122 Date:28 May 2010 -- 12:46 PM মার্কসিজম রাষ্ট্র বাজার.......এ। পড়ে নিও। লেনিন সাহেবও তাইই মনে করতেন।
    ৩) সিপিএম কে ভোট দিতে হবে কারন মমতা/তৃণমূল খুব খারাপ - এটাই শেষ পর্যন্ত যুক্তি!!!

    আমরা বলছি - দাম্ভিকতার অবসান চাই, তাই সিপিএম-তৃণমূল নিপাত যাক।
  • SB | 219.64.77.178 | ২৯ মে ২০১০ ১৯:০৮446118
  • কল্লোলদা, আপনার সাথে বেশিরভাগ বিষয়ে একমত হয়েও প্রশ্ন থেকে যায় এই যে এত মৃত্যু, এর ভিক্টিম তো গরীব মানুষ, এবং বেশিরভাগ সময়ে তারা সিপিএমের সমর্থক। তাই এই এত মৃত্যুর দায় সিপিএমের ওপর যখন আপনি চাপিয়ে দেন তখন (অনুমতি নিয়ে) বিস্মিত লাগে! ভারতে এতবছর ধরে যে কংগ্রেসী রাজত্য, তা তো অসমাপ্ত বিপ্লবের জন্যেই, ইতিহাস আপনি আমার থেকে ভাল জানেন, তাহলে তার দায় ও সিপিএমের ওপরেই দিয়ে দিতে পারেন তো একই যুক্তিতেই, কারণ সিপিএম তো অবিভক্ত সিপিআইএর থেকেই সৃষ্টি।

    তাই এইসব যুক্তি আসলে কুযুক্তি যদি নাও হয় অপযুক্তি তো বটেই! পরিবত্তনের পথ মসৃন করতেই যে এত খুন সেটা আপনাদের মেনে নিতে অসুবিধা হয় বুঝি, কারণ এই কিছুদিন আগেও এই পথেই আপনারাও ছিলেন, মমতার সেই সিপিএম মুঝে দেওয়ার সংকল্পের সময়ে, সেই পোস্টার লাগিয়ে ঘুরে বেড়াতে হবে "আমি সিপিএম করিনা' হুংকারের সময়েও ছিলেন। একবারের জন্যেও জোরগলায় তো এসবের প্রতিবাদ দেখিনা, মাসুম ও এসবে ফ্যাসিবাদের পদশব্দ শুনতে পায় না।
  • Pintu | 217.162.209.233 | ২৯ মে ২০১০ ২০:০৮446119
  • কল্লোল-দার তিন্টে point-এর কোথাও TMC নেই। অথচ ল্যাজ এ TMC জুড়ে দিলেন! neutral থাকার কি অসহায় প্রচেস্ট।
  • kallol | 115.242.192.182 | ২৯ মে ২০১০ ২১:৩৭446120
  • প্রতিবাদ না দেখতে পাওয়াটা, কি বলবো - না দেখতে চাওয়া।
    আমি, রঞ্জন এই গুচতে মাওবাদীদের হিংসার বিরুদ্ধে ক্রমাগত বলে গেছি। মাসুম, প্রতিবাদ করেনি বলে তারও নিন্দা করেছি। তোমার/দের চোখ তা দেখেও দ্যাখে নি।
    শেষ ৩২ বছরে যত গরীব মরেছে তাদের বেশীরভাগ সিপিএম, এরকম তথ্য কোথায় পেলে তা জানতে ইচ্ছে করছে।
    ভারতে বিপ্লব কেন হয় নি, তার দায় সিপিআই, সিপিএম, সিপিআই এমএল সহ আরএসপি, এসইউসি সমস্ত কমিউনিষ্ট নামধারী দলকেই নিতে হবে।

    আর, মাওবাদীদের সাথে সিপিএমএর পার্থক্য তো রাস্তার ফারাকে। নাহলে দুদলই তো কমিউনিষ্ট। সশস্ত্র বিপ্লব করে ক্ষমতা দখলে বিশ্বাসী। সে নিয়ে কিছু বলার আছে কি?
  • kallol | 115.242.192.182 | ২৯ মে ২০১০ ২১:৪১446121
  • ও, হ্যাঁ। কেশপুর/ছোট আঙ্গড়িয়া - মাওবাদীদের হাত ধরে বিরোধী খতম নিয়ে - কিছু বলার আছে কি?

    দাম্ভিক সিপিএম-তৃণমূল নিপাত যাক।
  • PT | 203.110.246.230 | ২৯ মে ২০১০ ২৩:১১446122
  • গোলপোস্টটা সরাতে সরাতে মাঠের বাইরে চলে যাচ্ছেন যে। এত লজ্জা না করে সোজা কথায় বলুন না বেশীর ভাগ প্রাক্তন নকশালদের শেষ ভরসা কংগ্রেসের কোলে আশ্রয় নিতে চাইছেন। প: বঙ্গে সিপিএম আর তৃণমূল ছাড়া আর আছে কে? নাকি বিজেপি হলেও চলবে?
  • kallol | 115.184.79.109 | ৩০ মে ২০১০ ০৭:২০446123
  • তাই তো! তাই তো! প্রাক্তন নকশালেরাই তো কেন্দ্রে কংগ্রেসের হাত ধরেছিলো। এখনও বলে যাচ্ছে তৃণমূল হঠালেই আমরা আছি। তখন পরমানুটানু নিয়ে সমর্থন তোলা ঠিক হয় নি।
    সেদিনও আজকালে আজিজুল লিখলেন - কংগ্রেস কতো ভালো।
    তাই তো!!!
  • PT | 203.110.246.230 | ৩০ মে ২০১০ ১২:৪৯446124
  • সংখ্যাতত্বের হিসেবে তৃণমূল সরে গেলেও কেন্দ্রে বামেদের সমর্থনের দরকার নেই। কেননা মুলায়ম সিং আগেই বলে দিয়েছেন যে সেই অবস্থাতে তাঁরা কেন্দ্রকে সমর্থন করবেন।

    স্বপ্নে যখন পোলাও খাবেনই (বা খাওয়াবেনই) তাহলে একটু ব্যাখ্যা করে দিন যে প: বঙ্গে সিপিএম আর তৃণমুলকে বাদ দিয়ে কিভাবে সরকার গঠন করা যাবে!!
  • kallol | 124.124.93.202 | ৩০ মে ২০১০ ১৩:০৪446126
  • তাহলেই বুঝুন, তৃণমূল সরে গেলেও সরকার থেকেই যাবে, সেটা জেনেও কি আকুলি বিকুলি - তৃণমূল সরে গেলেই লাইনে আছি - রাম রাম সিত্তারাম। কংগ্রেসের কাছে এর চেয়ে বেশী মাথা নোয়ানো আর কে করেছে!! প্রাক্তন নকশালেরা বুঝি???
    ব্যাখ্যার কোন দায় আমার নেই। আমি চাই এমনটা হোক। তাও নেহাৎ ব্যাখ্যা চাইলে বলতে পারি - না, সরকারে যেতেই হবে এমন কোন চাপ নেই। বরং সরকারে যেই থাকুক - তাদের ওপর প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবে তারা।

    দাম্ভিকদের দম্ভ ভাঙ্গুক।
  • PT | 203.110.246.230 | ৩০ মে ২০১০ ১৩:২১446127
  • আপনি আপনার পুর্ব-নির্ধারিত সিপিএম বিরোধীতা বা ব্যক্তিগত ঘৃণা-বিদ্বেষ থেকে এই সব টাইপাচ্ছেন। এই সব ""আকুলি-বিকুলি"" -- আপনি দেখতে চান বলে দেখছেন -- কেননা সেরকম কোন কাতরতা কেউই প্রকাশ করেনি। আমার ব্যক্তিগত বিশ্বাস যে বিজেপি ক্ষমতা দখল করতে পারবে না সেই সব হিসেব পত্তর করেই সিপিএম সমর্থন তুলেছিল।
  • dukhe | 117.194.225.221 | ৩১ মে ২০১০ ০০:০৮446128
  • কল্লোলবাবু কী যে কন! কংগ্রেস-আনুগত্যের কথা বলে মায়াবতীর প্রতি সিপিয়েমের কমিটমেন্টকে খাটো করবেন না ।
  • SB | 115.118.74.217 | ৩১ মে ২০১০ ১১:২০446129
  • দুখে বাবু পন্ডিত মানুষ, কত জানেন! স-অ-অ-অ-অ-অ-অ-ব জানেন। অথচ অহংকার নেই!
  • dukhe | 122.160.114.85 | ৩১ মে ২০১০ ১১:২৩446130
  • না না - সব কি আর জানি ! ঐ একটু ভূগোল বাংলা জিওমেট্রি -
  • Manish | 117.241.228.230 | ৩১ মে ২০১০ ১১:৩৩446131
  • কংশাল যেন কাদের বলা হোতো?
  • kallol | 124.124.93.202 | ৩১ মে ২০১০ ১২:৪৫446132
  • কংশাল - যারা ৬৭-৭০এ নকশাল রাজনীতি করতো, ৭০-৭১এ মার খেয়ে/ভয় পেয়ে/অন্ধ সিপিএম বিরোধীতা থেকে ইন্দিরা কংগ্রেস করতে শুরু করে। পাড়ায় পাড়ায় সিপিএম ও নকশাল পেটানো, খুন ও পাড়াছাড়া করায় এরাই অগ্রনী ছিলো।
    কম হলেও এরকম কিছু কংয়েম ও ছিলো - বিশেষ করে ট্রেডইউনিয়ানে।
    আর ৭৭এর পর ঝাঁকে ঝাঁকে সিপিকংও দেখেছি, যারাই মূলত: প্রোমোটার ব্রিগেড। আজ যারা তৃণয়েম হওয়ার জন্য মুখিয়ে আছে।
  • kallol | 124.124.93.202 | ৩১ মে ২০১০ ১২:৪৬446133
  • আমিও কত্তো জানি। কিন্তু গব্বো করি কি?
  • Netai | 125.19.38.82 | ৩১ মে ২০১০ ১৮:২১446134
  • হ্যাঁ....(গব্‌)......না
  • kallol | 124.124.93.202 | ৩১ মে ২০১০ ১৯:৩০446135
  • ষাট, ষাট - নেতই জল খাবেন?
  • Arijit | 61.95.144.122 | ০১ জুন ২০১০ ১০:৪৫446137
  • যাদবপুরে মাস্টার্সের ক্লাসে আমার এক বন্ধু ছিলো এক্স দীনবন্ধু অ্যান্ড্রুজ, বৈষ্ণবঘাটায় থাকতো। ভোটের প্রচারের কয়েকটা পথসভায় আমাকে ধরে নিয়ে গেসলো গান গাওয়ার জন্যে। এই বাপি ধরের সাথে সেখানে আলাপ হয়েছিলো - ছবি দেখে চিনলাম আর সেই বন্ধুকে জিগ্গেস করে ভেরিফাই করলাম। সে যে "কুখ্যাত দুষ্কৃতি' সেটা আজ জানলাম - পুলিশ নাকি গুলি চালিয়ে ভালোই করেছে, নইলে পুলিশের প্রাণ যেত। বা:। শাবাশ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন