এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরভোট ২০১০ : ওপিনিয়ন পোল

    Mango Public
    অন্যান্য | ২৪ মে ২০১০ | ২৯২১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.122 | ০২ জুন ২০১০ ১৮:০৪446273
  • আমি কোথাও পড়লাম অর্থমন্ত্রকের ব্যাপারটা। এই লিংকে প্রণববাবু এবং ইয়েচুরি - দুজনেই ডিনাই করেছেন। এটা তো পরিস্কার যে মিডিয়ার কাছে কনফার্মড কিছুই নেই? জাস্ট স্পেকুলেট করছে? সেটা নিয়ে এত মাতামাতি কেন?
  • Arijit | 61.95.144.122 | ০২ জুন ২০১০ ১৮:০৫446274
  • সিপিএম-তৃণমূল বাদ দিয়ে চাপের জোট - মানে সরকারকে চাপ দেবে। বোঝা গেল। যেটা বোঝা গেলো না (এবং যাবেও না, কোনোদিনও যায়ওনি) সেটা হল সরকারে কে থাকবে।
  • dipu | 61.12.12.83 | ০২ জুন ২০১০ ১৮:১২446275
  • :-P
  • . | 125.18.104.1 | ০২ জুন ২০১০ ১৮:২১446276
  • অজ্জিত, জোট করি চলো। এমনিতেই যা চাপ! কিছুটা নয় ট্র্যান্সফার করে দেব। :-P
  • kallol | 124.124.93.202 | ০২ জুন ২০১০ ১৮:২৬446277
  • তৃণমূল বা সিপিএম যে কেউই সরকারে থাকতে পারে।
  • SB | 114.31.249.105 | ০২ জুন ২০১০ ১৮:৪২446278
  • আমার মনে হয়না কল্লোলদার কথাতে যুক্তি নেই। গত পঞ্চায়েত, লোকসভা, এমনকি এই মিউনিসিপাল নির্বাচনেও সেই পসিটিভ পোলিং দেখা যায়নি তিণোমূলের পক্ষে। তার চেয়ে বেশি হয়েছে নেগেটিভ ভোটিং।

    ভোটারদের একটা বড় অংশ নতুন ভোটার তারা কোন গণআন্দোলনের প্রোডাক্ট নয়, তারাই ডিসাইড করে দিচ্ছে অনেকটাই। এরা তিণোমূলের কমিটেড ভোটার এরকম নয় অনেক ক্ষেত্রেই, সিপিএম এর বিরুদ্ধে অ্যান্টি ইনকাম্বেন্সি ভোটটা স্বাভাবিক ভাবেই তিণোমূল পাচ্ছে।

    পরিবর্তিত পরিস্থিতে অ্যান্টি-ইন্‌কাম্বেন্সি ভোটিং এর ক্ষেত্রে একটা থার্ড শক্তি থাকতেই পারে।

    যাগ্গে, এত কিছুতে যদি সিপিএমের পার্লামেন্টারি মোহমুক্তি ঘটে তাতে ভালই হয়!
  • aka | 168.26.215.13 | ০২ জুন ২০১০ ১৮:৫৪446279
  • উ: কি কনফুশন

    পুঁজি না সমবায়। পুঁজি শোষণ করে, সমবায় বন্ধ হয়ে যায়।

    পার্লামেন্টপন্থী না পার্লামেন্ট শুয়োরের খোঁয়াড় পন্থী। পার্লামেন্ট মানেই বেনো জল, শুয়োরের খোঁয়াড় মানে মাওবাদী।

    একলা চলো না দুনিয়ার বাম এক হও। একলা চললে কেউ পাত্তা দেয় না, অন্যদিকে দুনিয়ার বাম বলে কিসু হয় না - মার্ক্সপন্থী, মাওপন্থী, লেনিনপন্থী এনাদের আবার কনভেক্স কম্বিনেশন হয় না।

    না: বামপন্থার আজ বড়ই দূর্দশা।

  • saikat | 220.210.176.206 | ০২ জুন ২০১০ ১৮:৫৭446280
  • বামফ্রন্ট হারল বলে যেন বামপন্থার দুর্দশা দেখা দিল। :-) রাশিয়ার পতনের পর আর এক্বার?
  • PT | 203.110.247.221 | ০২ জুন ২০১০ ১৯:৪০446282
  • রাজ্যের মোট ভোটদাতাদের ১৬% এই পুরভোটে ভোট দিয়েছে। আর গত পার্লামেন্টের ভোটের নিরিখে বামফ্রন্টের যা সিট পাওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশী সিট পেয়েছে বিশেষত: কলকাতার বাইরে। এখনই এত গেল গেল রব উঠছে কেন?
  • Abhyu | 97.80.157.49 | ০২ জুন ২০১০ ১৯:৪৪446283
  • মাধ্যমিকে "অসন্তোষের কারণ"-এ পড়েছিলাম "বৃথা আশা মরিতে মরিতেও মরে না এবং নিষ্ফল অভ্যাস আপন বেড়ার বাহিরে ফললাভের কোনো ক্ষেত্রই দেখিতে পায় না।"

  • SB | 114.31.249.105 | ০২ জুন ২০১০ ১৯:৫০446284
  • সিপিএমের এক প্রার্থির পেটে ভোজালি ঢুকিয়ে দিল। আর এই পোস্ট টা করছি, তখন শুনছি বালিগঞ্জ অঞ্চলে গুম গুম করে বন্দুকের আওয়াজ হচ্ছে, বিজয় মিছিলে।

    এই ভয়টাই করছি .....
  • Bratin | 117.194.100.57 | ০২ জুন ২০১০ ১৯:৫৪446285
  • PT র আশা 'মরিতে মরিতে ও মরে না'। আপনারে প্রনাম জানাই.. :-))
  • aka | 168.26.215.13 | ০২ জুন ২০১০ ১৯:৫৬446286
  • গুম গুম শুনলেন কি? তাহলে বন্দুক নয়, হয় পেটো নয় বড় আকারের চকোলেট বোম। থার্টি ইয়ার্স এক্সপেরিয়েন্স, এতদিন ধরে প্রতি ভোটের পরেই শুনে এসেছি। :)
  • SB | 114.31.249.105 | ০২ জুন ২০১০ ১৯:৫৯446287
  • প্রবলেমটা হোল, এর পরে মমতার পুলিশ সিপিএম দেখলেই গুলি করে মারবে, আর কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হবে যে একজন 'নটরিয়াস ক্রিমিনাল' কে পুলিশ মেরে দিয়েছে!
  • Bratin | 117.194.100.57 | ০২ জুন ২০১০ ২০:০০446288
  • এদিকে বালী তে এক্ষুনি সিপিএম র বিজয় মিছিল বেরিয়েছিল। জয়যুক্ত করার জন্যে সব্বাই কে ধন্যবাদ দিচ্ছিল....
  • Du | 65.124.26.7 | ০২ জুন ২০১০ ২০:১৫446289
  • ঈশান, আপনার কথাটা কাল বার বার মনে হচ্ছিল - 'মমতা আগবাড়িয়ে দুষ্কৃতী টুষকৃতি বলতে গেল কেন'। আপনারা বামফ্রন্টকে হারাতে গিয়ে মমতার ওপরে ভরসা করেছেন - সেই ভরসার অংকে কোন ভুল নেই - কিন্তু একটা জিনিষ ভুলে গিয়েছেন যে মমতা একজন স্বতত্র ব্যক্তি। তিনি যা করেন নিজের ইচ্ছামতোই করেন। মমতা শুধুমাত্র গণতন্ত্রে একটা ক্ষমতার পরিবর্তন নয়।
    এটাই যা আশা করতাম যে এতগুলো লোক তো আর ঐরকম হবে না, কিন্তু কবীর সুমনের মুখে 'জয় মমতা' শুনে সে আশাও আর রাখতে সাহস পাইনি। এখন সুমনও পঙ্কজ ব্যানার্জীর পাশে গিয়ে বসেছেন, আর যারা স্বাভাবিক মানুষ তারা বাইরে তো চুপ থাকেনই বা স্ক্রীপ্ট বলেন তাঁদের আর এখন লোকসভা, বিধানসভাতেও বলতে দেওয়া হয়না।
    সে যাক, জুরাসিক পার্কের পরীক্ষানীরীক্ষা কি আর কেউ বন্ধ করতে পেরেছিল?

  • SC | 128.2.55.50 | ০২ জুন ২০১০ ২০:৫৩446291
  • এন্টি ইনকাম্বেন্সি?
    জ্যোতি জমানায় ছিলো না? তখন তো বরং তৃণমূল ছিলো না একটা বড় সময় ধরে।

    দীপার তাও একটা দিল্লীতে পরিচয় আছে, কিন্তু ঐ নির্বেদ,অরুনাভরা কি চাইলো, তাতে হাইকমান্ডের খুব বেশী কিছু এসে যায় না।

    কংগ্রেস হাইকমান্ডের হিসেবটা পরিস্কার। পুরভোট,প্‌র্‌যাকটিস ম্যাচ, তাই তোমাদের একবার খেলতে দেওয়া হলো, জিততে পারলে পিছনে থাকবো, না পারলে মমতার দিকে ঝুঁকবো।

    তৃণমূল তো কংগ্রেসের স্বাভাবিক মিত্র। অন্যদিকে সিপিএমের একটা ছুতমার্গ আছেই কংগ্রেস নিয়ে। সে তো আজকে নয়, জোশীর আমল থেকে ডিবেট। সুতরাং সিপিএমের উপরে ভরসা করে সরকার চালাতে হোক, এরকম পরিস্থিতি কংগ্রেস কখনৈ চাইবে না। খুব সাম্প্রতিক অতীতেই মনমোহনের তিক্ত অভিজ্ঞতা তারপরে আবার।

    মমতার কোনো কথার ঠিক নেই, কিন্তু সরকারকে বিপদে ফেলে সাপোর্ট তুলে নিলে মমতাকে "ম্যানেজ" করা সম্ভব কংগ্রেসের পক্ষে, খুব একটা অস্বাভাবিক পরিস্থিতি না হলেও। কারাতের ক্ষেত্রে সেটা সত্যি নয়। তাই কংগ্রেস যে সিপিএম হটানোর এমন সুযোগ মিস করবে নির্বেদ, অরুনাভ জাতীয় কয়েকজন মধ্যমানের নেতার জন্য, বিশ্বাস হয় না।
  • SC | 128.2.55.50 | ০২ জুন ২০১০ ২০:৫৯446293
  • পিটি কে তাহলে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, যে ন্যানোর মত একটা বিষয় কলকাতার শহুরে জনগণ খেলো না কেনো?
    ন্যানোর পরেও কলকাতা এবং বিধাননগর, দুটৈ তৃণমূল ধরে রাখলো।

    আমার তো ধারণা ছিলো ন্যানোর পরে মধ্যবিত্ত ভোটের একটা শতাংশ সিপিএমের দিকে যাবে। এটা তো আমার কাছে এখনো রহস্য। নাকি সিপিএম সেভাবে ন্যানো তাস এবারে খেলেনি, গ্রামের ভোট হারানোর ভয়ে।
  • nyara | 203.83.248.37 | ০২ জুন ২০১০ ২১:১১446294
  • আমার ধারণা, ন্যানোর ঢপটা আর লোকে খাচ্ছে না। ন্যানোকে তাড়িয়ে মমতা রাজ্যের একটা বাজে ভাবমূর্তি তৈরি করেছেন - এটা একদম ঠিক কথা। কিন্তু সিপিয়েম ও চ্যালারা 'যেমন সিঙ্গুরের জন্যেই আজ রাজ্যের শিল্প ও অর্থনীতির এই হাল' বলে নাকে কাঁদছে, তাতে যে কোন সাধারণ বুদ্ধিওলা মানুষ বলবে, 'ন্যানো তো ২০০৮-এর ঘটনা। ১৯৭৭ থেকে ২০০৮ অব্দি তোমরা বাছা কি করছিলে'? কাজেই ন্যানোর ঘ্যানঘ্যানানি শুনলে লোকে ভাবে অজুহাত খাড়া করছে।
  • pi | 72.83.210.50 | ০২ জুন ২০১০ ২১:৪৪446295
  • ন্যানো দিয়ে 'কর্মসংস্থান' হবে এটা যে 'ঢপ' ই ছিলো সেটা লোকে বুঝে গেছে। কতজনের কত কিছু যাবে আর কতটুকু কাদের মিলবে, লাভের আসল গুড়টুকু কারা খাবে,সেই লাভ ক্ষতির খতিয়ানটা ও এবার মানুষের কাছে অনেক পরিষ্কার।তাই আর সেভাবে ভুল 'বোঝানো যায়নি'।
  • bitoshok | 128.101.220.108 | ০২ জুন ২০১০ ২১:৪৬446296
  • এই বাজারে নির্মল আনন্দ পাওয়া গেল তারানন্দে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কথার ধরণ শুনে। রাজনীতি-সমাজনীতি সব কিছুর ব্যাখ্যা দিলেন সরল দোল গতি আর নিউটনের সুত্র দিয়ে। -:)
  • kallol | 115.184.45.106 | ০২ জুন ২০১০ ২১:৫৭446297
  • পিটি আর আজিজুলদার বোধহয় একই লগ্নে জম্মো। এর পর আজিজুলদা আজকালে লিখে প্রমান করবেই এটা আসলে সিপিএমেরই জয় বা বামপন্থারই জয়, বা কমিউনিষ্টদেরই জয়, বা মার্কসবাদেরই জয়।
  • AG | 117.194.68.101 | ০২ জুন ২০১০ ২২:০৬446298
  • মার্ক্স কবেই বাদ হয়ে গেছে এদের। এখন marks নিয়ে ভাবে।
  • tatin | 130.39.149.191 | ০২ জুন ২০১০ ২২:১২446299
  • আমার ধারণা আরো বাজে যে কেসটা খেয়েছে সিপিএম, শহুর-বেসড ক্যাডাররা রাজনীতি করবার শুরুর থেকে ভাবেননি যে কোনও রকম প্রতিরোধ আসতে পারে- কলকাতা শহরে আমরা গত দুদশকে সিপিএমকে একটা পাঁচ পয়সা মাইনে বাড়ানোর বা পাঁচহাজার টাকা ফি কমানোর আন্দোলন ও করতে দেখিনি।
    এর ফলে যে পরজীবী অলস ক্যাডারকুল তৈরী হয়েছিল, তারা পরিবিররতনের হাওয়ার এগেন্সটে পাঁচ সিকির ও রেজিস্ট্যান্স দিতে পারেনি।
  • AG | 117.194.68.101 | ০২ জুন ২০১০ ২২:৪০446300
  • তাতে কি, নিজের transport নিজে বন্ধ করে আমদের ট্রানস্পোর্ট মিনিস্টার bandh সফল করেছেন।
  • AG | 117.194.68.101 | ০২ জুন ২০১০ ২২:৪৫446301
  • কেউ কি আমাকে বলবেন যে চীন যখন অরুণাচল attack করেছিলো,CPM কোনোদিন China Embassy এর সামনে মিছিল করেছে? তবে আমেরিকা তালিবান কে বোমা মারলে সাম্রাজ্যবাদ নিপাত যাক স্লোগান তুলেছে।
  • dukhe | 117.194.226.121 | ০২ জুন ২০১০ ২৩:১৩446302
  • আমি আবার PT-র সঙ্গে একমত (আজ কী শুভদিন!)। সিপিয়েম এর চেয়ে আর কত ভাল রেজাল্ট করবে ? অ্যাদ্দিন কী করে করেছে সেটাই আশ্চর্যের ।
  • dukhe | 117.194.226.121 | ০২ জুন ২০১০ ২৩:২৬446304
  • সিপিয়েমে ভুল বকার লোকের কোন অভাব নেই । অনিল থামলে বিনয়, বিনয় থামলে বুদ্ধ, তিনি তথামলে বিমান, তিনি থামলে শ্রীকুমার, সুজন, সেলিম... - এত বিনোদন মমতা একা দিতে পারবে ? ধুস ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন