এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরভোট ২০১০ : ওপিনিয়ন পোল

    Mango Public
    অন্যান্য | ২৪ মে ২০১০ | ২৯২১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ২৮ মে ২০১০ ০০:৩১446072
  • বলা যাচ্ছে না, মেলটা কে লিখেছে? নাম বলা যাবে কি?
  • SB | 115.117.237.231 | ২৮ মে ২০১০ ০০:৩৭446073
  • ক্যান?

    ক্যাল দেবেন নাকি? :)
  • Suvajit | 59.177.198.176 | ২৮ মে ২০১০ ০০:৩৮446074
  • প্রাক্তন নকশাল ইমেলে বামফ্রন্ট তথা বুভর হয়ে প্রচার করছেন, শিল্প না গড়তে দেওয়ার জন্য মমতাকে দোষারোপ করছেন, তিনোমূলে গনতন্ত্র নেই বলে আক্ষেপ করছেন - এসব শুনে সেই ইন্দোর ভাষায় যারপরনাই বিষ্মিত ও অবাক হয়ে গেলাম।

    কল্লোলদা কি শুনছেন?
  • pi | 72.83.210.50 | ২৮ মে ২০১০ ০০:৪২446075
  • Singur was a singular act of murder, of the state of W Bengal . Political expediency cannot have such a heavy price.

    সিঙ্গুরের লাভ ক্ষতির খতিয়ানটা আবার দেবো নাকি কমরেড ? :)
    ঐ টইতে তো পিটি বাবু ওটা বেমালুম হজম করে বসে রইলেন ... :( এমনকি আর অন্য কিছু ও লিখলেন না :)

    যাগ্গে মেইলের বেশ কিছু বক্তব্য পড়ে মনে হল, এটা প্রাক্তন নকশালের মেইল না বলে বর্তমান সিপিএম এর মেইল বলাই তো শ্রেয়।
  • SB | 115.117.237.231 | ২৮ মে ২০১০ ০০:৪৩446076
  • কল্লোলদা নিজেই প্রনব বাবুকে মুখ্যমন্ত্রী হিসেবে চেয়ে বসে আছেন আমাকে যারপরনাই বিস্মিত করে :)
  • SB | 115.117.237.231 | ২৮ মে ২০১০ ০০:৪৫446077
  • ইসে, পাই রেগে গেছে। কিন্তু সে আর কি করা যাবে, প্রাক্তন নক্সাল তো অনেকেই অধুনা সিপিএম, ন্যাচারাল প্রোগ্রেশান :)
  • a x | 143.111.22.23 | ২৮ মে ২০১০ ০০:৫১446078
  • ওমা এই যে বলা হয় নকশালরা হয় আম্রিকা গিয়ে ঠান্ডাঘরে বসে বাতেলা মারে নয়ত মমতার আঁচলের তলায়? যাহ্‌!
  • SB | 115.117.237.231 | ২৮ মে ২০১০ ০০:৫৪446079
  • ওই তো বললাম 'অনেকেই', আর বাকিরা আপনি যা বললেন, তাই।

    মাথা ঠান্ডা রাখুন কমরেড, রঞ্জনদা যা সব বললেন মাওবাদী সুতোতে, ড্যামেজিং ........
  • pi | 72.83.210.50 | ২৮ মে ২০১০ ০১:০৬446080
  • কিন্তু মাওবাদী সুতোর ড্যামেজিং ব্যাপারস্যাপার দিয়ে কি আর আপনাদের ড্যামেজ কনট্রোল হবে ? :)
  • a x | 143.111.22.23 | ২৮ মে ২০১০ ০১:৩১446082
  • হ্যাঁ হ্যাঁ, ভীষণ মাথা গরম হয়ে গেছে, গুচতে রঞ্জনদার পোস্ট পড়াতে মাওবাদী আন্দোলন যাচ্ছেতাই ধাক্কা খেয়েছে, ভেরি ভেরি ড্যামেজিং। যদিও সাথে সিপিএম নিয়েও কি একটা বলেছিলেন, তবে আমরা এখন ওসব ধরবনা। পাই'ও খুব রেগে গেছে (কারণ জানিনা যদিও), তা আপনি একটু ঠান্ডা মাথায় যদি ঐ সিঙ্গুরের কস্ট-বেনিফিটটা নিয়ে বলেন কিছু? মানে ঐ আপনার দেওয়া চিঠিতে যা বলছে, তার সাথে তো মিলছেনা।
  • tatin | 130.39.149.191 | ২৮ মে ২০১০ ০৩:১৭446083
  • প্রাক্তন নকশালরা সবাই আজিজদা ও আজকালের সাথেই আছে
  • kallol | 115.242.139.180 | ২৮ মে ২০১০ ০৭:০৪446084
  • এটাই মার্কসবাদীদের গন্ডোগোল। তারা সব বর্গকেই চরম বা এক বলে ভাবে। সব বর্গের মধ্যেই আরও আরও নানান বর্গ থাকে, যাকে বাংলায় সাব সেট বলা হয়। সেই সব বর্গেরা কোথাও মেলে কোথাও মেলে না। এটা বড়ো বর্গগুলো সম্পর্কেও সত্যি। কোন বর্গই বায়ু নিরোধক বিভাজন নয়।
    তবে মার্কসবাদীরা এসব বুঝবে না, সে তো স্বাভাবিক। তার মধ্যে মাথার উপর খাঁড়া ঝুলছে। ফলে সমর্থন ভিক্ষার কি করুন ও বালখিল্য চেষ্টা। আহা - কষ্ট লাগে। তো, অত কষ্ট করে মেল-টেল দেওয়ার কি দরকার। আজকালে আজিজুলের লেখার লিং দিলেই তো হয়। চালিয়ে যাও ভাই। ভালো ভালো। বাঁচতে শেষে প্রাক্তন নকসালও ধরতে হয়। ব্রেশ ব্রেশ।
    আর, আমি কোথায় বল্লাম প্রণব বাবুই, বলেছি প্রণব বাবুও, ক্ষিতি বাবুও। সম্ভাবনার কথা বলেছিলাম। আমি তো গণৎকার নই। তবে ঐ যে মার্কসবাদীদের ঐ আর এক রোগ, সুবিধা মত (সেটা সত্যিই সুবিধা মতো কি না, তা বিচারের ক্ষমতাও থাকে না, বেশীরভাগ সময়) কথা শোনে, পড়ে ও বলে।

    হঠাৎ একটা প্রশ পেলো। ২০১১য় বামফ্রন্ট এলে কী হবে? কি কি করবেন তারা? নাকি শুধু তৃণমূলের মতো খারাপ হবে না - এটাই ভরসা।
    বা
    এই পুরভোটে বামফ্রন্ট জিতলে কী করবেন তারা?
  • SB | 115.117.241.242 | ২৮ মে ২০১০ ১০:৫৬446085
  • সবাই এত ক্ষার খেয়ে যায় কেন :-|

    একটা ইন্টারেস্টিং চিঠি পেলেও সেটা দেওয়া যাবে না :(

    বিস্মিত হলেও সেটা বলা যাবে না :(

    পরিবত্তনপন্থীদের পরিবত্তন হলে কি লাভ হবে পোস্নো করা যাবে না :(

    ভাল, একটু বাউন্ডারি কন্ডিশন গুলো সেট করে দিলে সুবিধা হয় .........
  • dukhe | 202.54.73.130 | ২৮ মে ২০১০ ১১:২২446086
  • আরে না না - যা প্রাণে চায় দিন । চিঠিটা সত্যিই বেশ মজার ।
  • PT | 203.110.247.221 | ২৮ মে ২০১০ ১২:৩৮446087
  • যারা বাঘের পিঠে চড়েছিল ২০১১-র পরিবর্তনের কথা ভেবে তাদের এখন বেশ অসুবিধে হচ্ছে নামতে। নন্দীগ্রামে যাদের সাহায্যে উৎখাত করা হয়েছে বামফ্রন্টকে তাদের অবজ্ঞা করার জন্য প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে -- জ্ঞ্যানেশ্বরী এক্সপ্রেসের অন্তর্ঘাত বুঝিয়ে দিচ্ছে যে কি দিন আসতে চলছে পশ্চিমবঙ্গে। শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার লোভেই এখনও নেত্রী মাওবাদীদের ধিক্কার জানাচ্ছেন না। এই রাজনীতি পরিবর্তন আনবে প: বঙ্গে?
  • Ishan | 125.18.17.16 | ২৮ মে ২০১০ ১২:৪৮446088
  • সেই পুরোনো কথা বলতে হয়। যদি বাঘই হয়, তবে গড়বেতা কেশপুরে তাদের কে ইনট্রোডিউস করেছিল? এট্টু সুশান্ত ঘোষকে জিগিয়ে আসুন। :)
  • kallol | 124.124.93.202 | ২৮ মে ২০১০ ১৩:১০446089
  • আহা, ক্ষার খাবো কেন, এতো ফুচকা থাকতে। আজকাল প্রাক্তন নকসাল ধরতে হচ্ছে - আহা কি আনন্দ আকাশে বাতাসে।
    আমারও তো পোস্নো পেলো - পরিবত্তন না হলে কি লাভ হবে - তিণোমূল এলে যে কী ভীসোন খারাপ হতো সেটা হবে না - এটাই কি একমাত্তোর লাভ?
    এর আগে ন্যাড়া স্যারের পোস্নো পেলো। সেসব কি হবে?
    বাব্বা, বেশ প্রো বাঘ তো!! দরকার মতো যেদিকে খুশি খেলে দ্যায়!!
  • pi | 72.83.210.50 | ২৮ মে ২০১০ ১৩:১২446090
  • SB ঐ লাভ খতির আঁক টা কষলেন না কিন্তু। PT বাবুও খুব দু:খ দিলেন । ঐ টই টাতে আর যাবেন না ? :((
  • SB | 114.31.249.105 | ২৮ মে ২০১০ ১৪:০৮446091
  • সিঙ্গুরের লাভ-ক্ষতি সহ অনেক কিছুই বলা যায়, কিন্তু বলে লাভ নেই বলে বেকার সময় নষ্ট করব না, সময়ের দাম আছে। আর চিঠিটা যার তাকেই জিগাও না কেন।

    কল্লোলদা, আপনার কাছে আমি আবেদন করেছি যে সিপিএম কে ভোট দিন? তাহলে পরিবত্তন না হলে কি লাভ হবে সেসব কথা আসছে কোথা থেকে? প্রাক্তন নকশাল একজন যদি তার ভূল বুঝে থাকেন, তাতে গাত্রদাহ হওয়ার কারণ খুঁজে পেলাম না দাদা। আপনিও আপনার আগের অবস্থান থেকে সরে এসেছেন, আমিও এসেছি, এই চিঠির লেখক ও এসেছেন, আরো অনেকেই সরে এসেছেন। ব্যাস! হয়ে গেলো।

    আপনার যদি পথ জানা থাকে জানান, সেই নিয়ে আলোচনা করা যাবে সিরিয়াসলি, খামোকা প্রাক্তন নকশাল ধরতে হচ্ছে বলে আওয়াজ দেওয়ার চেষ্টা করে কি লাভ? :) আপনারা পরিবত্তন চাইছেন, তাই কিছু পস্নো পাচ্ছে, সেসবের উত্তর নেই বলে এখানে সেসব করা যাবে না সেটা সোজাসুজি বলে দিলেই হয়।
  • kallol | 124.124.93.202 | ২৮ মে ২০১০ ১৪:৩৩446093
  • জোর করে আমার গাত্রদাহ গায়ে চাপালেই আমার গাত্রদাহ হবে কেন!! আমার তো বেশ মজাই লাগছে।
    আর, সে তো আমিও তোমাকে সিপিএমএর বিরুদ্ধে ভোট দিতে বলিনি।
    অন্য ভাবে দেখলে আমরা কজন সিপিএমের বিরুদ্ধে ভোট দিতে বলছি। আর তোমরা কজন সিপিএমের বিরুদ্ধে ভোট দিতে বারন করছো। তাই পরিবত্তন কেন? এ পোস্নো এলে স্থিতাবস্থা কেন? সে পোস্নো-ও আসবে।
    আমি তো বারবার বলেছি সিপিএম কে চাইছিনা তার দম্ভ ও ঔদ্ধত্বের কারনে। এখন তৃণমূলও তার শিকার। তাই ওদের কাউকেই চাই না। চাই অন্য একটা জোট। কিন্তু তোমরা কজন কিছুতেই বলবে না, সিপিএমের কেন থাকা উচিত। চেপে ধরলে বলবে - তৃণমূল তো আরও খারাপ। সেটাই কি সিপিএমএর পক্ষে থাকার একমাত্র যুক্তি? জবাব দেবে না জানি। কারন তোমাদের কাছে জবাব নেই। ৩২ বছরে নিজেদের ভালো কাজকেও কিভাবে ধূলায় লুটানো যায় তা সিপিএমই দেখালো।
    আগে একটা পোস্টে লিখেছিলাম - ৭৭এ আমর ""রুটি"" পাল্টাই নি। পচা নর্দমা হাঠিয়ে বহতা নদী এনেছিলাম। চেয়েছিলাম বামফ্রন্ট সরকার সংগ্রামের হাথিয়ার হোক। বহতা নদীর সাথে সমুদ্রের মুক্তির ঢেউয়ে ভাসতে। আজ এক নর্দমা থেকে অন্য নর্দমায় যেতে হবে। কেউ কি দায় নেবে - কেন এটা হবে!!
  • PT | 203.110.247.221 | ২৮ মে ২০১০ ১৪:৪০446094
  • প্রথমে সিপিএমকে গালাগাল কোন একটা ইস্যুতে। সেই একই ভুল বিরোধীরা করলে, সিপিএমের ভুলটা দেখিয়ে বিরোধীদের ডিফেন্ড করাটা ব্রাত্য বসু থেকে শুরু করে প্রায় সকল পকাবুদের প্রাত্যহিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আর কতদিন সিপিএমের আয়নাতে মুখ দেখবেন? সিপিএম ""ভুল"" করেছে বলেই না পরিবর্তনের ধ্বজা উড়িয়েছেন? তাহলে যারা পরিবর্তন ঘটাবে তাদের তো সিপিএমের থেকে ভাল হওয়ার কথা -- নাহলে পরিবর্তনটা কিসের জন্য?

    আর কি তুলনামূলক আলোচনা করতে চান? দিন কয়েক আগে পানীয় জলের জন্য ভিড় করে থাকা মানুষ জনের ওপরে পুলিশ গুলি চালিয়েছে মুম্বাইতে। এটি সম্ভবত: এখানকার কোন কাগজ ছাপেনি। ঘটনাটি দুদিন আগের তারানন্দের আলোচনাতে উল্লেখ করা হয়েছে।
  • pi | 72.83.210.50 | ২৮ মে ২০১০ ১৪:৪৮446095
  • পিটি বাবু, এটা কি ঠিক হচ্ছে ? :(
  • SB | 114.31.249.105 | ২৮ মে ২০১০ ১৫:২৩446096
  • কল্লোলদা এ রোগ কি শুধুই সিপিএমকেই ধরেছে, বামদল গুলোর ইতিহাস তো আপনি আমার থেকে অনেক বেশি ভালো জানেন, সামনে থেকেও দেখেছেন। নকশালদের মধ্যে নর্দমা নেই বা ছিলনা? বিশদে যাব না, আপনি সবই জানেন। রাশিয়া তে বিপ্লব হোল, তারপরে সেই বিপ্লব করা দল সিপিএসইউএর কি হালত হোল দেখেননি? সিপিএম তো কোন ছাড়।

    কিন্তু রোগের অষুধ যদি বলেন আধা ফ্যাসিস্ট ডানপন্থী দলকে আরো বেশী ক্ষমতা দেওয়া (তিণোমূল অলরেডি রাষ্ট্র ক্ষমতায় আছে) তাহলে আপত্তি করাটা ভূল কেন?

    অথবা যদি বলেন প্রনববাবু সিপিএমের থেকে বেশি বামপন্থী, তাতেও পোস্নো করাটা ভুল কেন?

    সব ছেড়ে দিয়েও যদি বলেন ক্ষিতি মুখ্যমন্ত্রী, জিগাবোনা কেন?

    আপনাদের এই পরিবত্তনের ঠেলায় অলরেডি অনেক মানুষের মৃত্যু হয়েছে, নন্দীগ্রামে, লালগড়ে, মঙ্গলকোটে, আরো অনেক জায়গায়, তথাকথিত পরিবত্তন হলে আরো অনেক মানুষের মৃত্যু হবে বোঝাই যাচ্ছে। তাই আপনার মত এই আজ তিণোমূল, কাল প্রনব, পরশু ক্ষিতি, তরশু অন্য কেউ ধরনের ছেলেখেলায় মত দিতে বাধো বাধো ঠেকছে।

    গরীব মানুষের মৃত্যু এখনো ভাবায় বলেই এত কথা।
  • kallol | 124.124.93.202 | ২৮ মে ২০১০ ১৬:২৩446097
  • আমি মার্কসবাদী নই, তাই প্রণব বুদ্ধর চাইতে বামপন্থী কি না তা নিয়ে আমার মাথা ব্যাথা নেই। কারন বুদ্ধ বা প্রণব বা ক্ষিতি বা মমতা যেই আসুক না কেন মৌলিক কোন পরিবর্তন হবে না। কিন্তু সিপিএম এবং তৃণমূল হারলে ভালো, প:ব: নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে। দাম্ভিকদের শিক্ষা হোক।

    এটা বেশ বললে তো! পরিবর্তনের ঠেলায় নন্দীগ্রাম, সিঙ্গুর, লালগড়ে গরীব মানুষ মরছে!!
    নন্দীগ্রামে পুলিশ-সিপিএম মারলো। বুদ্ধ স্বীকার করছে পুলিশ পাঠানো ভুল ছিলো। সিঙ্গুরে সিপিএম গোয়ার্তুমি করে জমি নিলো। আজ বুদ্ধ স্বীকার করছে ওটা ভুল ছিলো (গতকালের আজকালকে দেওয়া সাক্ষাতকার)। লালগড়ে অনুন্নয়ন আর তার সথে অনুজ-অগ্রজদের ফুলে ওঠা তার দায়ও কি পরিবর্তনের?
    গরীব মানুষ নিয়ে এতো চিন্তা ৩২ বছরের প্রথম ৫ বছরের পর তো উড়ে গেছে। হ্যাঁ, চিন্তা আছে, গরীব মানুষ নিয়ে চিন্তা আছে। ""ওদের"" কিসে ভালো হবে - ""আমরা" ঠিক করবো - এই জাতীয় চিন্তা আছে। একে যদি গরীবের জন্য চিন্তা বলো, তো টেকনিকালি তাই।
    তাই প্রণব হোক, ক্ষিতি হোক যেই হোক সিপিএম বা তৃণমূল নয় - এটাই চাই।
    আমি চাইলেই এমন হবে তা তো নয়। তাই যদি মমতা আসে বা আবারও সিপিএম - লড়াই জারি থাকবে, দম্ভের বিরুদ্ধে লড়াই।

  • SB | 114.31.249.105 | ২৮ মে ২০১০ ১৬:৩৮446098
  • নন্দীগ্রামে যত মানুষ খুন হয়েছে, ১০০'র ওপরে, সব পুলিশ-সিপিএম মেরেছে।

    লালগড়ে অনুজ পান্ডে হয়েছে বলে ৩০০ মানুষকে খুন হতে হলো।

    বেশ! খুব ভালো!

    গরীব মানুষের খুনকে আপনি কিভাবে যাস্টিফাই করছেন সেটা বুঝেই করছেন আশা করি!
  • kallol | 124.124.93.202 | ২৮ মে ২০১০ ১৭:৪১446099
  • কেউ মানুষ খুনের পরিস্থিতি তৈরী করে, নিজে সেই মানুষ খুনের প্রত্যক্ষ অংশীদারদের একজন হয়ে অন্যের উপর কি করে সে দায় চাপানো যায়, তা সিপিএমএর দেখে শিখতে হয়। শাব্বাস।
    সিপিএম কি ভালো। কিচ্ছুটি জানে না। মানুষের কতো ভালো চাইলো। শুধু মানুষ বুঝলো না। এর ওর কথায় নেচে নন্দীগ্রামে খুনের বন্যা। তাই তো পুলিশ গেলো চটি পায়ে। গুলি তো পুলিশ চালায় নি। ও তো দুষ্টু লোকেরাই নিজেদের মেয়েদের পেছন থেকে গুলি করে বল্লো পুলিশ মেরেছে। লোকে এরকম অসভ্য হলে সিপিএম কীই বা করে।
    সিঙ্গুরে টাটা চাইলো বলে না সব বন্ধ্যা জমি, জলা জমি, পচা জমি দেওয়া হলো। ওমা, লোকে বলে কি!! ওগুলো নাকি দারুন সব উর্বর জমি ছিলো। এতো মিথ্যে কথা বললে সিপিএম কীই বা করে। লালগড়ে ঘরে ঘরে বাতি, জল, দুধ মধুর বন্যা। আদিবাসীরা সব মলে যায় বাজার করতে। মলে হাড়িয়া না পেয়ে, সব রেগে মাও হয়ে গেলো। সিপিএম কীই বা করে।
    সত্যি তো!!!!!!!!!!!!!!!!

  • SB | 114.31.249.105 | ২৮ মে ২০১০ ১৮:৫৮446100
  • সিপিএম খুব খারাপ, কিন্তু তা বলে এত মানুষকে খুন করে দেবেন??!!!!!!!!! বা এতগুলো খুনকে জাস্টিফাই করবেন?????!!!!!!!!!!!!!!!!!!!
  • aka | 24.42.203.194 | ২৮ মে ২০১০ ১৯:২২446101
  • গরীব মানুষের জন্য এত চিন্তা আর খুব সহজে সেদিনই বললেন না আমলাশোল অ্যাবারেশন। চিন্তা করে বুইলেন না কিছু কিছু ক্ষেত্রে অ্যাবারেশন ইজ ক্রাইম।
  • pi | 72.83.210.50 | ২৮ মে ২০১০ ১৯:৩০446102
  • sb, সিপিএম সমর্থক খুন জাস্টিফায়েড হয় না। কেউ করছেনা ও বোধহয়। কিন্তু আপনি এবার সিপিএম এর কাজের জাস্টিফিকেশনগুলো দিন।
  • SB | 114.31.249.105 | ২৮ মে ২০১০ ১৯:৪৭446104
  • খুনের জাস্টিফিকেশন কল্লোলদাই নানাভাবে দিচ্ছেন। বিস্ময় প্রকাশ করতেও পারছি না কারণ বোধয় বিস্মিত হতে গেলেও এখানে এখন পারমিশন লাগে। আগে উত্তর পাই কারা দায়ি এত মানুষ খুনের জন্যে তার পরে বাকি কথা বলা যাবে .... শোনা যাবে ......

    আর প্লেন অ্যান্ড সিম্পল আগেও বলেছি, সিপিএম নিয়ে তক্ক করতে ইচ্ছুক নই, সিঙ্গুর নিয়েও নই, করে লাভ নেই, অরিজিতের ভাষায় শুধু গোলপোস্ট সরে যাওয়া ছাড়া আর কিছু পাবোনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন