এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • ব্যোমকেশ, ফেলুদা ও মগজাস্ত্র

    শারদ্বত লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ০৩ মে ২০১৬ | ১৬৯১০ বার পঠিত
  • সত্যজিৎকে নিয়ে আমরা কথা বলতে ভালোবাসি। আমরা খুবই সামান্য মানুষ। উচ্চাকাঙ্ক্ষা-স্বপ্ন-পরিশ্রম-লক্ষ্য সবই ছোটমাপের করে গড়ে নিই আমরা, তাই চারপাশে কেউ একটা অসাধ্য-সাধন করে বসলে আমরা তাঁর মতো হওয়ার পরিশ্রম না করে পুজো করতে শুরু করে দিই তাঁকে। শর্টকাট। কিন্তু এই পোস্ট সেজন্য নয়, সেই পুজো-সমালোচনার বাইরে কয়েকটা কথা বলতে ইচ্ছে হল। যাদবপুরে শেষ সেমেস্টারে স্পেশাল পেপার ছিল 'গোয়েন্দা-সাহিত্য'। সেই ক্লাসগুলোয় আমরা কিছু আলোচনা করতাম শম্পাদি-কাফিদার সঙ্গে। সেই সময়ের আলোচনা আর নিজস্ব চিন্তা থেকে তুলে আনা কিছু কথা আজকে প্রাসঙ্গিক হতে পারে।

    আমরা সবাই রাজনৈতিক। আমাদের প্রতিটি আচরণের, প্রতিটি কথার, প্রতিটি চুপ করে থাকার একটা করে রাজনৈতিক অবস্থান আছে। আমাদের সাহিত্যও, রাজনৈতিক উপন্যাস থেকে ননসেন্স ভার্স, সবকিছুরই একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে, সাহিত্যের পাঠকরা সেটা জানি। বাংলা সাহিত্যের সেরা দুই গোয়েন্দা চরিত্রের মধ্যে আমরা যদি রাজনীতি খুঁজতে থাকি, অনেক মণিমুক্তোই বেরোবে, অস্বস্তিও।

    আমার ব্যোমকেশকে ফেলুদার চেয়ে ঢের বেশি ভালো লাগে, তাকে মনে হয় অনেক বেশি পরিণত, শাণিত, মার্জিত। অন্যদিকে ফেলুদা টিন আইডল। টিন-এজ পেরনোর পর তাই বোধহয় ফেলুদা আর পাতে ওঠে না পাঠকের। ব্যোমকেশের কিন্তু এই বয়েসের বাধাটা নেই। সত্যজিৎ যখন ফেলুদা লিখতে শুরু করছেন, তখন বাজার ছেয়ে আছে দেব-সাহিত্য-কুটীর-সিরিজে-স্বপনকুমারে। এই ধরণের বইগুলোয় গোয়েন্দার বুদ্ধিবৃত্তির চেয়ে টিন এজারদের মনোরঞ্জনের উপাদান রাখার গুরুত্বটাই বেশি ছিল। ফলে আজগুবি কাহিনি আর সস্তা চমকে বোঝাই ছিল। সেকালের বাবা-মায়েরা 'ডিটেকটিভ বই' পড়তে দেখলে সেজন্যই চটে যেতেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কেও ব্যোমকেশ লেখার সময় এরকম প্রতিকূল পরিস্থিতি সামলাতে হয়েছিল। ডিটেকটিভ সাহিত্য সম্পর্কে পাঠকদের নাক সিঁটকানো দেখে তিনি লিখেছিলেন, '... আমাদের দেশে উহার প্রতি সাধারণের এত অশ্রদ্ধা কেন? প্রথম কারণ, যাঁহারা এদেশে সর্বাগ্রে গোয়েন্দা গল্প লিখিতে আরম্ভ করিয়াছিলেন তাঁহাদের অক্ষমতা। তাঁহারা গোড়াতেই জিনিসটাকে খেলো করিয়া দিয়া গিয়াছেন। ... ডিটেকটিভ গল্প যেন অন্ত্যজের ঘরেই জন্মগ্রহণ করিয়াছে, তাই বর্ণশ্রেষ্ঠদের কাছে হেয় ও অবজ্ঞাত হইয়া রহিল। ইহা ডিটেকটিভ গল্পের দোষ নহে- দোষ তাহার জন্মদাতাদের। দ্বিতীয় কারণ, বিদেশ হইতে তৃতীয় শ্রেণির ডিটেকটিভ গল্পের আমদানী...'

    সত্যজিতের সময়ে এই শ্রেণির সাহিত্য বাজার ছেয়ে ফেলেছে। সেসময় ফেলুদার কৌলীন্য বজায় রাখা হয়েছিল 'দেশ' পত্রিকায় প্রকাশ করে। আজকের দিনে প্রকাশিত হলে আমরা ব্যোমকেশকে 'দেশ'এর পাতায় দেখতে পেতাম, ফেলুদাকে কিন্তু 'আনন্দমেলা'র বাইরে ভাবাই যেত না। এসব কথা থাক, দু'একটা ঘটনা বা পরিস্থিতি উল্লেখ করলে এই লেখকদ্বয়ের জিনিয়াস আন্দাজ করতে পারি আমরা...

    ব্যোমকেশ বল্লভভাই প্যাটেলের অনুরোধে একটি কেস সলভ করতে যায় দিল্লিতে। এই উল্লেখ থেকে শরদিন্দুর রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট ধরা যায় বটে, কিন্তু আরো মজা আছে 'আদিম রিপু'তে। গল্পটা আমরা পড়েছি, বা না পড়ে থাকলেও অঞ্জন দত্তর ফিল্মটা দেখেছি। যদিও ফিল্মের সময়টা এগিয়ে যাওয়ায় এই সূক্ষ্ম দিকটা মাঠে মারা গেছে।

    'আদিম রিপু'র শেষ দিকটা মনে করা যাক। অনাদি হালদারকে খুন করা সত্ত্বেও ব্যোমকেশ প্রভাত হালদারকে পিতৃপরিচয় জানার শাস্তি দিয়েই ছেড়ে দ্যায়। ছেড়ে দেওয়ার আরেকটা কারণ, সেদিন ভারতের স্বাধীনতা পাওয়ার দিনটা। এই ঘটনা-কাল-রাজনৈতিক পরিস্থিতির পেছনে আরেকটা সূক্ষ্ম দিক আছে। অনাদি হালদার একজন ডাকাত-পিতৃহন্তার পাশাপাশি একজন কালোবাজারিও ছিল। যুদ্ধ ও দুর্ভিক্ষের সময় কালোবাজারির মাধ্যমেই সে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছিল, তাকে মারার জন্য প্রভাতের কোনো শাস্তিই হল না... পাঠকের মনে আছে, নেহরুর সেই বিখ্যাত লাইন, 'স্বাধীনতার পর প্রত্যেক কালোবাজারিকে ল্যাম্পপোস্টে ফাঁসি দেওয়া হবে!' সেই লাইনটা মনে রেখে আরেকবার 'আদিম রিপু' পড়ে ফেলুন।

    সত্যজিতের প্রথমদিকের উপন্যাসে লালমোহনবাবুর অস্তিত্ব নেই। সোনার কেল্লায় তাঁকে প্রথম দেখি আমরা। তার আগে ফেলুদার কাহিনিগুলো উপভোগ্য হলেও মজার হয়ে ওঠেনি সেরকম। লালমোহনবাবু আসার পর ফেলুদা সিরিজ সব বয়েসের সমস্ত পাঠকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ফিল্ম হওয়ার পর থেকে বাকিটা ইতিহাস। এবার লালমোহনবাবু চরিত্রটাকে যদি আমরা একটু খুঁটিয়ে দেখি, দেখতে পাব, আদ্যন্ত সাধাসিধে, বোকাবোকা প্রশ্ন করেন, ভাবেন কম, অথবা, যেটুকু ভাবেন তা ভুল ভাবেন। অথচ এই চরিত্রটা একজন বেস্টসেলার কিশোর উপন্যাস রচয়িতা, যাঁর নায়ক প্রখর রুদ্র, উপন্যাসগুলোর নাম যতটা না সত্যিকারের, তার চেয়ে ঢের বেশি প্যারডি, যাঁর কাহিনিতে উটেরা পাকস্থলীতে জল নিয়ে মরুভূমি পাড়ি দ্যায়। বুদ্ধিমান ফেলু মিত্তির তাঁকে কথায় কথায় অপদস্থ করেন, তিনি এতটাই সরল (পড়ুন বোকা) যে সেটাও ধরতে পারেন না।

    খুব সূক্ষ্মভাবে এখানে সত্যজিৎ অন্যান্য বেস্টসেলার কিশোর রচয়িতাদের কী ভাবতেন, তার ছায়া পড়ে। ফেলুদা তো সত্যজিতেরই প্রতিভূ। ভাবুন দেখি, যাকে পরাজিত (মগজাস্ত্র ও বাজার, দু'জায়গাতেই) করতে চাইছেন, তাকে নিজেরই সিরিজে একটা কমিক চরিত্র বানিয়ে তাকে ক্ষণে ক্ষণে অপদস্থ করা, পাঠকের কাছে একইসঙ্গে হাস্যাস্পদ আর জনপ্রিয় করে তোলা, পাঠকের মনে এই লেখকদের সম্পর্কে একটা স্থায়ী তাচ্ছিল্যের বীজ পুঁতে দেওয়া- এই সবকটা পাখি একঢিলে মারতে হলে, কীরকম জিনিয়াস হতে হয়। এঁকে বাকিরা প্রণাম করুন গে, আমি বরং বলি, 'আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি “ফুটোস্কোপ” দিয়ে'।

    মগজাস্ত্রকে সেলাম।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ০৩ মে ২০১৬ | ১৬৯১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 53.224.129.40 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩০54554
  • চারুলতা ক্যানো টানছ ? অবৈধ প্রেম বোঝাতে ? সেই লাইনেই বলিনি। সত্যজিত অবৈধ প্রেমের বর্ণনায় স্বচ্ছন্দ ছিলেন তো । চারুলতার লাইন নয় এটা ।তাহলে তো অরণ্যের দিনরাত্রির সঞ্জয় আর বৌদি র সম্পর্ক আসে । সেসব নয় । আমি কার্ভ ফিটিং করছি এইভাবে :

    নিয়ার রিলেটিভ / ইনসেস্ট রিলেশন ইস ভেরি কমন এট এদলেসেনস |

    ড্র্যাগিং ইনসেস্ট রিলেশন এট ইয়ং এজ ইস লেস কমন । কারন তখন অপশন বাড়ে ।

    শাই /লাজুক বাচ্চারা বড় হয়েও এই অপশন বাড়ার সুযোগ নিতে পারেনা । দে স্টিক টু প্রিভিয়াস রিলেশন ।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩০54553
  • কিশোরী পাঠিকাদের জন্য ইন্সপিরেশন।
    পড়তে পড়তেই তো রোল মডেল তৈরী হয়, পৃথিবী দেখার চোখ খোলে, ঐ আড়ঘোমটা দিয়ে শ্বশুরবাড়ী , ছেলেপিলে সংসার এইসবই একমাত্র নিয়তি না, তার বাইরে বাচেন্দ্রী, প্রীতিলতা, লিসা, সুদীপ্তাদের মতন মেয়েরাও যে আছে, থাকতে পারে-সেই হদিশ।
    অবশ্য, রায়মশাই এদের অস্তিত্বও মানতেন কিনা কেজানে! ঃ-)
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩১54556
  • সত্যিই লেয়ার আছে। ক্যাবলা মেয়ে চলবে না, স্মার্ট ঝকমকে হতে হবে। রায়বাবু যদি ঘটনাচক্রে সেসব লিখেও ফেলতেন তো বলত ক্যানো অ্যাতো স্মার্ট। ক্যাবলারা কই।
  • Arpan | 24.195.229.48 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩১54555
  • ঃ)))
  • সে | 198.155.168.109 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩২54557
  • হি হি হি হি খ্যাক্ খ্যাক্
  • Tim | 140.126.225.237 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩৩54558
  • ধুর প্রেমের আবার অবৈধ বৈধ কি? প্রেম বোঝাতে। তুমি তো লিখলে আর কোন মহিলার সাথে রোমান্সের গল্পের কথা, আমি সেই হিসেবে বললাম। চারুলতা অ্যাজ ইন মাধবী।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩৩54559
  • এই কারণেই মু জাফর ইকবালের লেখা কিশোর কাহিনি গুলো হয়তো এখানকার অনেক বাবামা, যাদের কন্যাসন্তান আছে, তাঁরা ঐ বইগুলো তাদের পড়ার জন্য দেবেন বা অন্ততঃ পড়তে সুযোগ দেবেন।
    ওঃ, সেই বকুলাপ্পু! আমারই তো কৈশোরে ফিরে গিয়ে তেঁতুল গাছ থেকে নদীতে লাফ দিয়ে সাঁতার দিতে ইচ্ছে করে।
    ঃ-)
  • S | 217.96.187.205 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩৪54560
  • তোপসে বাচ্চা মানুষ। টিনটিন পড়ে। ফেলুদার সঙ্গে ঘুড়ে বেড়ায়। লেখার হাতটা ভালো। ভালো অবজারভেশন পাওয়ার। ওকে ছেড়ে দিন।

    কিন্তু ফেলুদার মতন হ্যান্ডু, স্মার্ট ডিটেকটিভের একটা বিশ্বন্যাকা গার্লফ্রেন্ড হলে বেশ জমে যেতো। মগনলাল তখন আন্কেলকে ছেড়ে তাকে এলেসডি খাওয়াতেন। তারপরে কি হতো সেটা বলবোনা।
  • Tim | 140.126.225.237 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩৫54562
  • বড়েসের কপালে অশেষ দুঃখ আছে যদি আগের পোস্ট নিয়ে কাটাছেঁড়া হয়। ঃ-)
  • একক | 53.224.129.40 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩৫54561
  • আরেকটা কথা । অবৈধ প্রেম এর "পপুলার " বর্ণনায় তারাই বেশি সাকসেসফুল হয় যারা নিজেরা অবৈধ প্রেম করেনি । কারন দর্শক দের মধ্যেও বেশিভাগ অবৈধ প্রেম করেনি । দুপক্ষের কল্পজগৎ মিলে যায় :) কাজেই ওটা দিয়ে পরিচালক বা লেখক এর ব্যক্তিজীবন বোঝা তো যায় না উল্টে অনভিজ্ঞ বলে সন্দেহ তৈরী হয় ।
  • Tim | 140.126.225.237 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩৬54564
  • হ্যা হ্যা এইটা একক হেব্বি থিওরি দিলো। একই ঢিলে দুই পাখি (দ্যাখেন এখানেও পাখি মারা হচ্ছে)
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩৬54563
  • তাই বলুন, আপনি ফেলুদার মধ্যে 'আমরা বাঙালী' খুঁজছিলেন। রায়মশাই অনেক দূর কী বাত, আগে ঝকমকে, স্মার্ট কিশোরী ডিফাইন করুন।
  • একক | 53.224.129.40 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩৭54566
  • পকা হলে মুশকিল !! প্রেম এর অবৈধ বৈধ একশবার আছে এবং থাকবে যতক্ষণ দর্শকের মনে বৈধতা নিয়ে প্রশ্ন থাকবে ।

    খেয়াল করো : শর্মিলা আর সৌমিত্র গাছের ধরে দাঁড়িয়ে অরণ্যের দিনরাত্রি তে কথা বলছে তখনকার লাইট-ব্যাকগ্রাউন্দ কি , আর সঞ্জয় এর সামনে বন্ধ ঘরে বৌদি আসছে তখনকার লাইট-ব্যাকগ্রাউন্দ মিউসিক কি । জলের মত বোঝা |
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩৭54565
  • আহা, মগণলালের কি একটা সুন্দরী কন্যা থাকতে পারতো না? ফেলু তাকে নিয়ে ইলোপ করলো হয়তো! ঃ-)
    মগনলাল শ্বশুর হয়ে গেল। হি হি হি ঃ-)
  • Tim | 140.126.225.237 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩৮54567
  • মগনলালের কন্যা নেই কে বললো?

    আর, ঝকমকে এখনও ডিফাইন হয়নি এতজ আবার সুন্দরী নিয়ে এসেছে। এতো পুরো আলিবাবার গল্প হয়ে যাচ্ছে
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩৯54569
  • হ্যাঁ সে জাফর ইকবাল ইত্যাদি অনেকেই আছেন। লোকে ভ্রমণকাহিনী পড়েও কত জায়গায় ঘুত্তে যায়। তবে তার আগে কে ঝকমকে এবং কে স্মার্ট।

    এবং আরো একটি প্রশ্ন। যারা আপনার ডেফিনিশন অনুযায়ী অলরেডী ঝকমকে এবং স্মার্ট সেইসব কিশোরী কি দাবী করবে। নিন আপনার চাল।
  • avi | 125.187.34.40 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৩৯54568
  • যারা নিজেরা অবৈধ প্রেম করে, তারা লেখার সময় ট্রেড সিক্রেট চেপে দেয় নির্ঘাত। বা ভাবে পাছে কেউ চিনে ফেলে। :-)
    সুনীলের নিজের প্রেমের অভিজ্ঞতা পড়তে বেশ লাগতো (ডি: অবৈধ প্রসঙ্গ ইনভ্যালিড)।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৪০54570
  • অরণ্যের দিনরাত্রি তে ঐ বৌদিটাকে কি ইচ্ছে করেই ক্যাবলামতন করা হয়েছে ন্যাকা শর্মিলার সঙ্গে তফাৎ বোঝাতে?
    সাধে কি আর সু গো ক্ষেপে রেগে চটে লাল হয়েছিলেন? ঃ-)
  • S | 108.127.180.11 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৪২54571
  • সুন্দরী বলতে তোপসের চোখে হলেই হতো। মাঝে মাঝেই হবু বৌদির রুপের বাহার। ওদিকে শীলনোড়া দিয়ে একের পর এক খুন।
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৪৩54573
  • ও আবার সুন্দরীর দাবীও এসে জুটেছে দেখলাম। ভালো ভালো। সবই উনিশকুড়ির প্রচ্ছদ।
  • Ekak | 53.224.129.40 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৪৩54572
  • উনি ওরকম না হলে সঞ্জয় এর ক্যাবলা ভাইবের সঙ্গে মিল্তেন না :)
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৪৪54574
  • দেখুন টি, ঝকঝকে আর স্মার্ট তো ডিফাইন করার কিছু নেই, ও জিনিস গল্পের তালে তালে বোঝা যাবে, বিভিন্ন পরিস্থিতিতে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পরিস্থিতিতে স্মার্ট হয়ে উঠতে পারে, ঝকঝকে হয়ে উঠতে পারে।
  • S | 108.127.180.11 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৪৫54575
  • শুধু রবি ঘোষকে কোনো নায়িকা দিলেন না। কেন? এটা লেখক ও পরিচালকের ডিসক্রিমিনেশন। ওরকম একজন হাসি খুশি লোকের প্রেমেই সবার আগে মেয়েরা পড়বে। তা না। যত্তসব।
  • avi | 125.187.34.40 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৪৭54576
  • ওটা হয়তো বাবুলালের আবদার ছিল। রবি ঘোষকে নায়িকা দিলে ভবিষ্যতে জটায়ু হিসেবে চলবে কি করে।
  • avi | 125.187.34.40 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৪৯54577
  • মনে পড়ে গেল। কুয়োতলায় রবি ঘোষের "সো কাইন্ড অফ ইউ"। জাস্ট মাস্টারপিস।
  • S | 108.127.180.11 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৫১54578
  • আর হ্যাঁ ফেলুদা বা তোপসের গাল ফেরেন্ড না হলেও লালমোহনবাবুর এক্জন গোলগাল গিন্নী তো থাকতেই পারতেন। সুন্দর রান্না করে খাওয়াতেন। মাঝে মাঝে রবি ঠাকুরের গান করতেন। আর তোপসের লেখার প্রশংসা করতেন।
  • d | 144.159.168.104 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৫১54509
  • যাঃ তাইলে ঝিনুকও বাদ।
    গলব্রেথ সায়েবকেও কবে থেকে নামিয়ে রেখেছি --- সেও আর পড়া হবে না মোনয়।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৫৪54579
  • হ্যাঁ, বড়েস, এটা হতেই পারতো। মাঝে মাঝে মিস মারপল এর মতন উল বুনতে বুনতে হয়তো কিছু রহস্যের জট ছাড়িয়ে দিলেন!
  • Arpan | 233.227.30.133 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৫৫54510
  • কেন? পড়ে ফেল। অতি পুষ্টিকর।
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৫৬54580
  • উঁহু, পরিকে খাড়া করে আড়াল তো করা যাবে না। যা চাইছেন তা সুনির্দিষ্ট করে বলতে হবে। কিশোরীই বা কেন চাই, বৃদ্ধা, প্রৌঢ়া, বয়ষ্কা মহিলা এঁরা বুঝি উদাহরণ স্বরূপ হতে পারে না, অ্যাঁ! আর তাছাড়া স্যাডিস্ট সিরিয়াল কিলার মহিলা ভিলেন ফেলুদার গল্পে থাকলে সেও এক ক্যাও হত নিশ্চয়। ইন্সপিরেশন গোল্লায়। ক্লেপ্টোম্যানিয়াক, কুত্তা খুন করতে ভালবাসে, ফ্রছন্ড হাঁচে, সে হলে তো পুঁদিচ্চেরির একশেষ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন