এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 108.228.61.183 (*) | ০৫ মে ২০১৬ ০৭:১৩54364
  • যাক তাহলে তো মীমাংসা হয়েও গেল। দুটোই বাস্তব, বা একটা বাস্তব অন্যটা বাস্তবের শোভন ;-)
  • de | 24.139.119.172 (*) | ০৫ মে ২০১৬ ০৭:১৬54366
  • শেষে সেই পেঁচোয় পাওয়ার মতো - টিমকে শোভনে পেলো ঃ) -

    জানতাম হবে, স্বাস্থ্যচাড্ডিকে শোভন বলা! ঃ)
  • রিলেট করা | 119.163.234.4 (*) | ০৫ মে ২০১৬ ০৭:১৬54365
  • আমার মনে হয়, আধুনিক ছোটদের সরি টিনেজারদের জন্য লিখতে গেলে প্রোটাগোনিস্ট ছেলে হোক আর মেয়ে হোক এই ঝিনুক স্টাইলে লিখতে হবে। টেক স্যাভি, স্ট্রিট স্মার্ট, আউটডোর অ্যাসাইনমেন্ট মার্শাল আর্টের ছোঁয়া এইসব মাস্ট।
  • উমেশ | 118.171.128.168 (*) | ০৫ মে ২০১৬ ০৭:২৭54367
  • মিস মার্পল ছাড়া সেরকম পপুলার আর কোয়ালিটি মেয়ে গোয়েন্দা বিশ্ব-গোয়েন্দা সাহিত্য তেও নেই। শুধু সত্যজিৎ আর সুনীল কে গালি দিয়ে কি লাভ?

    মিতিন-মাসি আর ঝিনুক এর যা লেখার কোয়ালিটি একটা পড়ার পর বাকি গুলো পড়তে ইচ্ছে হয় না।

    বরং গন্ডালু বেশ ভালো লাগতো। গোয়েন্দা গার্গি মন্দের ভালো।
  • sch | 132.160.114.140 (*) | ০৫ মে ২০১৬ ০৭:৩১54368
  • রায় মশাই তার সময়ের সাথে রিলেট করেছেন তো - রয়ালে খাওয়া, আমিনিয়াতে খাওয়া, চারমিনার ধরানো, ডেকান হেরাল্ডের রেফারেন্স
    এখন হলে সিসিডি তে বসতো। গড়পাড়ের বদলে সল্টলেক বা সাউথ সিটিতে থাকত, লালমোহনবাবুর আম্বাসেডারের বদলে নিদেন alto থাকত।

    ফেলুদাতে অনেক কিছুই বলা নেই - তোপ্সে কোন ক্লাসে পড়ে - সে কি ভাবে বড়ো হচ্ছে - সোনার কেল্লার তোপসে আর পরবর্তীর তোপসের মধ্যে কোনো পার্থক্য সে ভাবে দেখা যায় নি। তোপসে জাস্ট ফেলুদা'র প্রপ।
  • avi | 113.24.86.102 (*) | ০৫ মে ২০১৬ ০৭:৪৬54465
  • গোয়েন্দা গার্গীর হলুদ খামের রহস্য এই মাত্র শেষ হল। আরে রামোঃ। কি ভয়ানক বাজে ভাবাই যায় না। এক পুলিশ অফিসারের স্ত্রী খুন হলেন। গার্গী, জাস্ট নোবডি, কৌতুহলে তদন্ত করতে গেলেন। তদন্তকারী অফিসার এনকারেজ করলেন। এবার গার্গী এখানে ওখানে যান, আর সব প্রাইম সাসপেক্টরা তিনি গেলেই গড়গড় করে সব বলতে থাকেন। এত তথ্য লোকজন তার উকিলকেও না চাইতে দেয় কিনা কে জানে। তিনটে কাপল আর একজন ডিভোর্সী, সবাই সবার প্রতি অনুরক্ত, পরশুরামের হিডিয়াস হেক্সাগনের বাবা। আর তেমনি বাজে বর্ণনা। শেষ দৃশ্যে সবাই বসে থেকে যেভাবে উন্মোচন হল, অঞ্জন দত্তের ব্যোমকেশের থেকেও খারাপ। কে জানে, বাকি অনেক গল্পই হয়্তো ভালো, এটাই হয়তো লটের সেই পচা বাদামটা। গুরুতে এর কাছাকাছি থিমের একটা রহস্য গল্প পড়েছিলাম, নয়ডার আবাসনে খুন নিয়ে, সেটা পাশে রাখলে এর খাজামোটা আরো ভালো বোঝা যাবে।
  • dipanjan | 114.52.5.47 (*) | ০৫ মে ২০১৬ ০৭:৪৭54369
  • ফেলুদার গল্প অল্ট হিস্ট্রি। ১৯২০-১৯৩০ এর ব্রাহ্ম উচ্চবিত্ত পরিবারে বেড়ে ওঠা একলা এক কিশোরের চেতনার আর কল্পনার ভূতকে ১৯৬৫-১৯৯০ এর বাংলার ঘাড়ে চাপানো। খুব সচেতন এবং সর্বগ্রাসী রেচন বর্জন না হলে ষাট বছরের পুরনো রেনেসার ভূত পাঠকের ঘাড় থেকে ধাপ করে পড়ে যাবে। তাই সব বাদ। ষড়রিপু নিছকই মাথাকাটা ধাঁধা। তবে লাভের মধ্যে এত ফিল্টারিং-এর পর যা পড়ে থাকে তা timeless বলেই কালোত্তীর্ণ। এক ধরণের কিশোর মন সব সময়েই পড়বে।

    ফেলুদার গল্প well-crafted analytical puzzle। কার্তেসিয়ান জ্যামিতির axiom না মেনে কি ক্লাস এইটের extra করা যায় ? কোবল দিয়ে অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্ভব? ফেলুদার গল্পে রক্তমাংসের মানব - মানবী তো ছেড়েই দিলাম - বা সমসাময়িক বাংলা খোঁজা একই রকম অর্থহীন।

    যে প্রশ্নটা বেশি ইন্টারেষ্টিং সেটা হলো যদি সত্যজিত whodunit-এর ফর্মাল constraint বা কিশোরে পাঠকের গ্রহণযোগ্যতা ভুলে chandler বা শরদিন্দু হতে চাইতেন তাহলে কি পারতেন ? femme fatale কুহকিনী নামাতেন ? মনে হয় না। দুটো অসুবিধে থেকেই যায়। নিরামিষ ব্রাহ্ম বেড়ে ওঠাই হোক বা জিনগত দুর্গতি, নারী-অপরিচয় আর নরনারী নির্বিশেষে sin-অপরিচয়। প্রমাণ সিনেমাতেই খুঁজতে হবে। অভিজ্ঞ লেখকের তৈরী কাঠামো না থাকলেই - রবির চারু / রতন / মৃন্ময়ী / মনিমালিকা বা বিভূতির দূর্গা / সর্বজায়া - হয় শর্মিলা ঠাকুরের যাত্রাদলের বিবেক না হয় মমতাশঙ্করের প্লাস্টার অফ পারিস। আর শেষ জীবনের সভ্যতার সংকট দেখে বালখিল্য স্বপ্নভঙ্গ। ছোটবেলায় প্রথম শাখা প্রশাখা দেখে মনে হয়েছিল - "এতদিন কোথায় ছিলেন?" জন অরণ্যর লোডশেডিং আর "ছায়া ঘনাইছে বনে বনে" দেখেও একই প্রতিক্রিয়া।
    ফেলুদা পড়তে সে অসুবিধে হত না কারণ পাজল সলভ করছিলাম; মানুষ, সমাজ বা ইতিহাস শেখার আশা করছিলাম না।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৫ মে ২০১৬ ০৭:৪৯54466
  • সবাই সবার প্রতি অনুরক্ত???? আহা ঃ-)
  • avi | 113.24.86.102 (*) | ০৫ মে ২০১৬ ০৭:৫২54469
  • লাভ হেট রিলেশনশিপ। সকলেই আড়চোখে সকলকে দেখে। ঃ-)
  • Arpan | 24.195.237.78 (*) | ০৫ মে ২০১৬ ০৭:৫২54468
  • * কি
  • Arpan | 24.195.237.78 (*) | ০৫ মে ২০১৬ ০৭:৫২54467
  • এটা কার সৃষ্টি? তপনবাবু কী?
  • avi | 113.24.86.102 (*) | ০৫ মে ২০১৬ ০৭:৫৩54470
  • তপন বন্দ্যোপাধ্যায়।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৫ মে ২০১৬ ০৭:৫৪54472
  • ঐ পুলিশ অফিসারটিই কি নিজের বৌকে সাবাড় করেছিল?
  • Tim | 82.36.113.108 (*) | ০৫ মে ২০১৬ ০৭:৫৪54471
  • সবাই অনুরাগের ছোয়া দেখেছে সদ্য এরমও তো হতে পারে আপনাদের ভারি বাতিক
  • Atoz | 161.141.85.8 (*) | ০৫ মে ২০১৬ ০৭:৫৯54473
  • এই তপন বন্দ্যোর ই কোনো কাহিনিতে মনে হয় এক মহিলা পুলিশ অফিসারের নাম ছিল শ্রান্তমল্লিকা। আর এক পুরুষ পুলিশ অফিসারের নাম ছিল অনিশ্চয়।
    ঃ-)
  • avi | 113.24.86.102 (*) | ০৫ মে ২০১৬ ০৮:০৭54474
  • উঁহু, স্পয়্লার দেব না। ঃ-)
    আর হ্যাঁ, লেখক ফ্ল্যাট কালচার পছন্দ করেন না, পুলিশ চাকরিতে জয়েন করার আগে ঘুষ দিক পছন্দ করেন না, কর্পো এম ডি বউ যেন একই কোম্পানির চেয়ারম্যান স্বামীর সন্ধ্যের কফি থেকে সকালের জলখাবার সব বানিয়ে তারপর গোয়েন্দাগিরি করতে যান সেদিকে তাঁর কড়া নজর, মেয়েরা ঝারি মারুক পছন্দ করেন না, চিন্তাভাবনার মধ্যে যেন জটিল গণিত খেলা করে সেটা নিশ্চিত করেন (যথা বীজগণিতের দ্বিঘাত সমীকরণ ও জ্যামিতির সমান্তরাল রেখা) ইত্যাদি ইত্যাদি।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৫ মে ২০১৬ ০৮:১০54475
  • এই লেখককে তো পূর্ণচন্দ্র না হলেও অন্ততঃ অর্ধচন্দ্র দেওয়া দরকার! ঃ-)
  • Atoz | 161.141.85.8 (*) | ০৫ মে ২০১৬ ০৮:১১54476
  • আর, স্পয়লার আবার কী? গোটাটাই তো একটা স্পয়েলড জিনিস। বলে দিন পাঁচকড়ি দে টা কে। ঃ-)
  • avi | 113.24.86.102 (*) | ০৫ মে ২০১৬ ০৮:২০54477
  • আরে পাঁচকড়ি দে কে খুব সহজেই আন্দাজ করে নেওয়া যাচ্ছে দেখলাম। গল্প না পড়েও করা যাচ্ছে, সেটা তো আপনিই দেখিয়ে দিলেন। তার পরেও যে বিস্তীর্ণ পথ পেরিয়ে এলাম, সেটাই মজাদার। ঃ-)
  • san | 113.245.14.101 (*) | ০৫ মে ২০১৬ ০৮:২১54370
  • স্চ বলেছেন ডিটেকটিভ মাত্রেই নাকি লার্জার দ্যান লাইফ , সাধারণ মানুষ নাকি ডিটেকটিভ হন না সাহিত্যে । আমি বলব উল্টোদিকে মিস মার্পলকে দেখুন। একদম সাধারণ মহিলা বরং এতই সাধারণ যে কিছুটা নোজি পার্কার গোছের - কোনো অতিমানবিক গুণাবলী নেই , শুধু প্রচুর সময় ও চারপাশের মানুষজন সম্পর্কে অসীম অনন্ত কৌতূহল , আর তাদের তুচ্ছাতিতুচ্ছ বিষয়েও কোনোকিছু চোখ না এড়ানো। পাড়ার মরালমাসিমার শ্যেনচক্ষুর সঙ্গেও তুলনা দেওয়া যেত :-) উচ্চমার্গের আর্ট-কালচার নিয়ে আগ্রহ নেই , আর্ট গ্যালারির চেয়ে লিনেন এর স্টোরে শপিং করতে আগ্রহ বেশি ! পরিচারিকা আসবাবের কেমন যত্ন করছে নিয়ে বেজায় খুঁতখুঁতে , আর এগুলোই তাঁর দৈনন্দিন চিন্তাভাবনার বেশিটা অংশ জুড়ে থাকে। ভিক্টোরিয়ান মূল্যবোধ বা মরালিটিসম্পন্ন একজন সাধারণ মানুষ , এবং একজন 'সামাজিক মানুষ'। সামাজিক মানুষ হবার কারণেই এবং দীর্ঘজীবনের সাংসারিক অভিজ্ঞতায় যিনি 'হিউম্যান নেচার' জিনিসটা কিঞ্চিৎ বোঝেন টোঝেন। এমন একজনকে গোয়েন্দা গল্পের 'ডিটেকটিভ' বানানোর আইডিয়ার জন্যেই শুধু আগাথা ক্রিস্টির শত কুডোস প্রাপ্য হয় - লেখার প্রসাদগুণ, প্লট বা মানব্মনের বিভিন্ন স্তর ইত্যাদি সবকিছুরও আগে । গোয়েন্দার স্টিরিওটাইপের একেবারে গুষ্টির তুষ্টি যাকে বলে :-)

    অথচ ভাবতে বসলে , এমন মানুষেরই তো ডিটেকশনে ন্যাচারাল পারদর্শিতা থাকার কথা। যার জন্যে নোজি পার্কার বলা আর কি।

    মূল প্রসঙ্গ থেকে একটু সরে আসলাম , সরি চাইছি। আসলে ফেলুদা প্রসঙ্গে , আইডল , হিরো বা লার্জার-দ্যান-লাইফ চরিত্র সৃষ্টির প্রসঙ্গে এই ভাবনাগুলো চলে এল।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৫ মে ২০১৬ ০৮:২৪54478
  • আরে তপন বন্দ্যোর সব গপ্পোই এরকম, পাঁচের মতন প্যাঁচ কষে কষে ঘুরিয়ে ঘারিয়ে শেষে কোত্থেকে কী হইয়া গেল, দস্যুর পিস্তল মোহনের হাতে!
    ঐ ঐন্দ্রিলার খুনের গপ্পো পড়ে আমার এত রাগ হয়েছিল কী বলব। একে ওকে তাকে হাতিয়েপিতিয়ে শেষে কোত্থেকে এক স্কেপগোট এনে তাকে ঘ্যাচাং ফু! অসহ্য।
  • সে | 198.155.168.109 (*) | ০৫ মে ২০১৬ ০৮:২৭54479
  • এটার পঞ্চত্বপ্রাপ্তি আটকানো গেল না।
  • avi | 113.24.86.102 (*) | ০৫ মে ২০১৬ ০৮:২৯54480
  • ঃ-)
    অনিশ্চয় মিতিনমাসীর গল্পের ওই সুন্দরবাবু ধরনের পুলিশ আইজির নাম ছিল না?
  • Atoz | 161.141.85.8 (*) | ০৫ মে ২০১৬ ০৮:৪১54481
  • মিতিনমাসি আমি মাত্র একটা পড়েছি, "দুঃস্বপ্ন বারবার"। সে পড়া এক দুঃস্বপ্নই বটে। সন্দেহ হয় নামের মধ্যেই ক্লু দিয়ে রেখেছেন লেখক, যে বাপু, পড়তে হয় বুঝেশুনে পড়ো, এমন খাজা জিনিস নিজের ইচ্ছেতে পড়ো।
    ঃ-)
  • সে | 198.155.168.109 (*) | ০৫ মে ২০১৬ ০৮:৫১54371
  • ফেলুদা যে টাইমফ্রেমে লেখা হয়েছে তখন মেয়েরা লেখাপড়া শেখে চাকরি করে রাস্তাঘাটে বেরোয়। মেয়ে ডিটেকটিভ বা মেয়ে ক্লায়েন্ট তো দূরঅস্ত কোনো সাইডরোলেও মেয়ে বা মহিলা বা কিশোরী থাকে না। মেয়ে মানেই কি সেক্স? তাতো নয়। সাধারন একটা চরিত্র মেয়ে হতে পারত না কি? রুকু, মুকুল, সাধন এদের কোনো একজন? বিরাট চালাক স্মার্ট হবার তো দরকার ছিলো না। বাড়ির পরিবেশগুলোয় শুধু দাস আছে দাসী নেই। মেয়ে হিসেবে এগুলো চোখে লেগেছে সিঙ্গল ডিজিট বয়সেই- এটা বলা যাবে না? পঞ্চাশভাগকে সযত্নে বাদ দিয়ে ফিল্টার করে যে কিশোর সাহিত্য রচিত হল তাতে যত হাই কোয়ালিটির ড্রইং বা ডিটেল থাকুক না কেন, সেই রিজেক্টেড বা ফিল্ট্রেশনে বাদ পড়ে যাওয়া পঞ্চাশভাগের অ্যাঙ্গেল থেকে জিনিসটা হাইলি সাসপিশাস লাগতেই পারে। সেইটে থেকে ভালো না লাগাটা তৈরী হয়ে গেছে হয়ত। হতেই পারে এরকম। এই প্যাটার্ণের বদল যেরকম ঘটে নি, ফেলুদা বা শঙ্কু বা ডজন ডজন গল্পোগুলোও সেভাবে টানে নি। মেনস ওয়ার্লডের অনুভব ওখান থেকেই তৈরী হয়। যেখানে রিলেট করা যাচ্ছে না। নারীভূমিকা বর্জিত। এটা বলা যদি দোষের হয় তো কীই বা করতে পারি। হয়ত দেখার চোখ টা খারাপ, মনটা কুটিল, বিষাক্ত, কাঁদুনি গাওয়া টাইপ, সিঙ্গল ডিজিট বয়স থেকেই। হয়ত এই কারণেই সত্যজিৎ নারীভূমিকা রাখেননি কিশোর সাহিত্যে। সযত্নে বর্জন করেছেন।
  • san | 113.245.14.101 (*) | ০৫ মে ২০১৬ ০৯:১১54372
  • সত্যজিত রায় (বিশেষ কিছু লেখায় বেশি করে) সযতনে মেন'স ওয়ার্ল্ড তৈরি করেছেন , এইটা ডাবল ডিজিটের বয়সে ফিল না করার জাস্ট কোনো কারণ নেই। চোখ বন্ধ রেখে পড়াই বরং কঠিন কাজ :-)

    আচ্ছা , কাকাবাবুর গল্পে কনজিউমারিজম , তাও আবার হুল্লাট প্রকাশ টিম কোথায় পেল ? আকাশপাতাল ভেবেও কিছু মনে করতে পারলাম না। গল্পগুলি খাজা , সে অন্য কথা।
  • T | 190.255.241.77 (*) | ০৫ মে ২০১৬ ০৯:৩০54373
  • বোঝো!
  • avi | 37.63.187.247 (*) | ০৫ মে ২০১৬ ০৯:৩১54374
  • নারায়ণ সান্যাল একটা কিশোর সমগ্র আর একটা কিশোরী সমগ্র লিখেছিলেন, বলেছিলেন এদের চিন্তাভাবনার আঙ্গিক নাকি আলাদা। সেসব কেউ পড়েছেন?
  • Arpan | 233.227.138.31 (*) | ০৫ মে ২০১৬ ১০:০৬54375
  • কনজিউমারিজম আমিও পাইনি। তবে হ্যাঁ, ঐ উচ্চমধ্যবিত্ত জীবন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ওঠাবসা, কথায় কথায় বাক্স গুছিয়ে প্লেনের টিকিট কাটা এগুলো প্রি লিবেরাইজেশন ভারতের উচ্চমধ্যবিত্ত জীবনযাত্রা যা একসাথে যুগপৎ আকর্ষিত ও ঈর্ষান্বিত করত। পরে বুঝেছি সুনীলের শোভন ঐরকম জীবনযাত্রাতেই অভ্যস্ত হয়ে গেছিলেন, লেখাতে তো তার ছাপ আসবেই।
  • Ekak | 53.224.129.47 (*) | ০৫ মে ২০১৬ ১০:১৬54376
  • সত্যজিত পুরুষ প্রদান ক্রাফতিং করেছেন কিশোর সাহিত্যে , কিছু না বেশিরভাগ জায়গায় । একচুয়ালি অনেকেই করেছেন , ওনার টা বেশি চোখে লাগে ওই সিনেমার উদাহরণ টা সর্বদা পাশে থাকে বলে । এবার একটু কুইজ খেলা যাক নিজেদের মধ্যে :):) আপনারা তো অনেকেই ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত । আঁকা -লেখালেখির অভ্যেস অনেকের ই সেই ইস্কুল ম্যাগাজিন কাল থেকে শুরু হয়েছিল । একটু কম বয়েসের মনে করে বলুন তো :

    ১ ) ছেলেদের ক্ষেত্রে , বিশেষত বয়েজ স্কুলে পড়া , নিজের লেখা গল্পে একটিভ নারীচরিত্র রেখেছেন ? "মা আজ বাটার ব্রেড টিফিন দিয়েছিল " এরকম নয় , একটিভ একজন ক্যারেক্টার হিসেবে ।

    ২ ) ছেলেদের ক্ষেত্রে , যদি কোনো এরকম চরিত্র রেখে থাকেন তাহলে সেই লেখা নিয়ে অভিভাবক -টিচার এদের থেকে কেমন ফিডব্যাক পেয়েছেন ?

    ৩) মেয়েদের ক্ষেত্রেও আমার প্রশ্ন অনুরূপ । উল্টো করে কতজন একটিভ পুরুষ চরিত্র নিয়ে জানতে চাইছিনা । ওই ১ ন প্রশ্নই বহাল ।

    ৪ ) এক্ষেত্রে দু ন প্রশ্ন টা একটু বদলাবে । লেখায় একটু রোমান্টিক পুরুষ চরিত্র রাখলে ইস্কুলের "দিদি " দের কাছে কিরকম ফিডব্যাক পেতেন ?

    এটা একেবারেই ইস্কুল বয়েস নিয়ে বলছি । সময় বদলেছে , আমরা এখন সবাই চাই ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা -খেলাধুলো -মারপিট করে বড় হোক । কিন্তু আমাদের ছতব্যালাটা তা ছিলনা । আমি নিজে কোলে-পিঠে বয়েস থেকে ক্লাস ফাইভ অবধি পাড়ার দিদি দের মধ্যে বড় হয়েছি , পাড়ায় নো ছেলে বন্ধু । আর ওদিকে ইস্কুলটা হলো বয়েজ স্কুল । অদ্ভূত কন্ট্রাস্ট টা চোখে পড়তো । ছেলেদের বেড়ে ওঠার পরিবেশে কোনো মেয়ে হিরো নেই । মেয়েদের বেড়ে ওঠার পরিবেশেও হিরো রা ছেলে । মানে আমি হিরো বলতে একদম রেগুলার লাইফে পরিচিত একটু লার্জার ক্যারেক্টার দের কথা বলছি ।আমাদের লেখা কোনো কবিতায় কোনো মেয়ের বর্ণনা থাকলে ইস্কুলের বন্ধুরা ধরেই নিত "প্রেম করছে " । চটপট একটা জিনিস শিখে গেলুম যে মেয়েদের নাম না নিয়ে একই জিনিস একটু লতায় -পাতায় বর্ণনা করলে এই অস্বস্তি থেকে রক্ষা পাওয়া যায় । আঁকায় অত ঢেকে চেপে করা যেতনা :( উর্বশীর বুক একটু প্রকাশিত করে আঁকার কারণে অভিষেক কে টিচার দের কিই জেরা !! এবং সেও সরাসরি না প্রচুর ভ্রুকুটি ও গলা খাকরানি সহ ! আমার নিজের ক্ষেত্রে যক্ষীনির পেইন্টিং মা প্রায় ই, বেড়াল বাচ্চার মত তুলে নিয়ে বসার ঘর থেকে শোবার ঘরে রেখে আসতেন । মুখে কিছু বলতেন না । অথচ , বাচ্চাদের ক্ষেত্রে মেয়েদে শরীর রিয়ালিস্টিক করে আঁকা খুব স্বাভাবিক । সে তার মাকে দেখেছে , জীবনের প্রথম ফিমেল ফিগার ইম্প্রেশন ।

    আমার পরিচিত এক দিদি দুর্দান্ত প্রেমের কবিতা লিখত । তার সম্বন্ধে কতরকম আঁকা বাঁকা কথা শুনেছি তার ইয়ত্তা নেই । এস ইফ সারাদিন প্রেম করে বেড়ায় । ছেলে রা বলত শুধু তা না , মেয়ে রাও ।

    একটা অদ্ভূত দুনিয়া , যেখানে কোনো ফিমেল হিরো নেই , একটিভ ভয়েস মানেই শুধু ছেলে সেখানে বিশেষত শিশুদের জন্যে ফিকশন লিখতে গিয়ে লেখকরা ধরেই নেন শিশু রা ছেলে -মেয়ে নির্বিশেষে ছেলেদের দুনিয়ায় কমফর্টেবল। মেয়েরা তখন চাকরি করছে না ? করছে তো ! সিঙ্গল হ্যান্ড এ সংসার প্রতিপালন ও করছে । আর পাড়ার মাসিমারা তাকে পেলেই আহা -উহু করে নিচ্ছেন । সে নিজেও বাড়ি ফিরে টিভির নব ঘুরিয়ে যে "বই " টা দ্যাখে সেটা কোনো পুরুষ ম্যাটিনি আইডল এর । এরপর যাঁরা মেয়ে চরিত্র আনলেন কিশোর গল্পে ? হ্যা , ষষ্টিপদ বাবু আছেন ,ইনিড ব্লাইটন এর কপি , আর থেকে থেকে বালিকাটির হাঁটু ছড়ে যায় :(( দূরঘটনাবশত কোনো অন্ধকার -অনিরাপদ জায়গায় কোনো কিশোর বাধ্য হয় তার সঙ্গে থাকতে । কিশোর বয়েসে মেয়েদের সঙ্গে লুকোচুরি খেলার হরমোনাল স্নৃতি ও অপূর্ণ কল্পনা কে উস্কে দেওয়া ! আলটিমেটলি এই মেয়েরা কেও ফিলোসফায়স করেনা । ক্রাইম সলভের মাথা খাটানো পার্ট এ অংশ নেয় না ।

    তো এইগুলো একান্তই আমার মনে হওয়া । সেইসময়ের, জেন্ডার নির্বিশেষে , কমবয়েসী পাঠকের জেনেরাল এক্সপেক্তেষণ লেভেল - স্বস্তি -অস্বস্তি সম্বন্ধে । আপনারা বরং উপরে দেওয়া চারটি প্রশ্ন একটু দেখুন , নিজেরা বলুন সেই বয়েসে নিজেদের লেখালেখির পরিসর নিয়ে নিজেদের অনুভুতির কথা ,তাহলে সব মিলিয়ে একটা চিত্র পাওয়া যাবে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন