এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৫৯54582
  • একটা তান্ত্রিক থাকতে পারত যে ছোট শিশুদের মুন্ডু পেঁচিয়ে খুন করে গাছে ঝুলিয়ে শবসাধনা করতে পারত আর দিব্যদৃষ্টিতে কে খুনি বলে দিতে পারত। মানে হিন্ট। ফেলুদা মাঝে মাঝে যেত আর ক্লু নিয়ে ফিরে আসত।
  • S | 108.127.180.11 (*) | ০৬ মে ২০১৬ ০৯:৫৯54581
  • জটায়ুকে বলতেনঃ "মরণ দশা। বাচ্চা ছেলেটাও তোমার থেকে ভালো লেকে। তোমার লেকা ভদ্দরলোকে পড়ে নাকিগা। পড়ে তো সব অশিক্ষিতের দল। ঠাকুরপোকে দিয়ে ভুল গুলো সব শুদরে নিয়োগা। আমি চললাম। ওদিকে মনে হয় ফুলকপির তরকারিটা লেগে গেলো।"
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ১০:০১54584
  • হতেই পরে, থাকতেই পারে। এই যে বললাম মিস মারপল এর মতন উল বুনতে বুনতে বসে বসে মাসীমা খানিকটা রহস্য জট ছাড়িয়ে দিলেন। তো, সেটা কি ঝকঝকে স্মার্ট হলো না? হয়তো তিনি তোবড়ানো গালের হাসিখুশি এক বৃদ্ধা।
    এর কোনো ডেফিনেশন হয় না, এটা ফিলিং এর ব্যাপার। এটা বুঝতে গেলে নিজেকে সেই "অপর" এর জায়্গায় দাঁড় করাতে হবে।
  • S | 108.127.180.11 (*) | ০৬ মে ২০১৬ ১০:০১54583
  • সিধু জ্যাঠার কথা বলছেন?
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ১০:০১54585
  • S. মশাই না লিখেই প্রভূত গাল খাচ্ছেন। এসব লিখলে তো অ্যাই দ্যাকো স্টিরিওটাইপিং করেছে বলে কান্নাকাটি। পরিস্থিতির একশেষ হত যাকে বলে।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ১০:০৪54586
  • বিভূতিভূষণের তারানাথ তান্ত্রিকের সেই পাগলি, কালই পড়ছিলাম। ঃ-)
    বিভূতিভূষণ কিন্তু কাহিনিতে মহিলাদের এড়ান নি, তারজন্য তাঁকে সবসময় যৌনতাও আমদানি করতে হয় নি। অপুর ভাই না রেখে তিনি কিন্তু অনায়াসে দিদি রেখেছেন, আর সেই দিদিও রীতিমতন অ্যাকটিভ দিদি।
  • S | 108.127.180.11 (*) | ০৬ মে ২০১৬ ১০:০৪54587
  • আমি তো ফেলুদার গাল ফেরেন্ডের চরিত্রে রাইমা বা স্বস্তিকাকে কাস্ট করে ফেললাম। জটায়ু গিন্নির চরিত্রে কাকে নেবো ভাবছি। আর মগনলালের একজন ইসে থাকলে বেশ ভালো হতো।
  • S | 108.127.180.11 (*) | ০৬ মে ২০১৬ ১০:০৫54588
  • কিন্তু দিদিকে তো বড় হতেই দিলেন না। খুব কেঁদেছিলাম।
  • Tim | 140.126.225.237 (*) | ০৬ মে ২০১৬ ১০:০৬54589
  • কি থাকলে, সার্কাস? ছিলোতো, কামু নাইফ থ্রৈং করতেন
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ১০:০৭54590
  • ধুর 'অপর' ইত্যাদি তাস খেলে লাভ নেই। এটা চেনা ছক, (আনলাইক আপনাদের রায়মশাইয়ের ছোটোগল্পের ছক খোঁজার মতো) মিস মারপল ইত্যাদি ঝকমকে স্মার্ট ইত্যাদি কিনা কি করে বুঝবো আপনি তো ডেফিনিশনই দেননি। এইবার ফিলিং ইত্যাদির কথা আসছে :) আঁকার স্কুলে জলরঙে বাড়ি আঁকার পর পিছনের পাহাড়ের বটমলাইন কোথায় শেষ হবে সেই কনফ্যুশনে যেমন একটু স্মাজ করে দেয় জনতা, এটা সেইরম হইল। খিকজ।
  • S | 108.127.180.11 (*) | ০৬ মে ২০১৬ ১০:১০54591
  • পরকিয়া। আচ্ছা পরকিয়ার জন্যে কি স্বকিয়া একজন হওয়ার দরকার হয়?

    নাইফ থ্রো না করে সে জটায়ুর সামনে একটা আইতেম ডান্স করে দিলো। তাতেই জটায়ু কাত। আর মগনলালের সামনে ফেলুদা আর হবু বৌদি "ভড়ো, মাঙ্গ মেরে ভড়ো" গানের সাথে শেকশি নাচ নেচে প্রতিশোধ নিলো।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ১০:১০54592
  • লীলা মজুমদারের গল্পে,প্রচুর সব চমৎকার চমৎকার মহিলা আছেন, ছোটোদের গল্পেই।
    ওনার শেষদিকের রচনা কল্পবিজ্ঞান (ফ্যান্টাসি ধরণের) পড়ছিলাম, শূন্য, চক্রান্ত, লিম্বো সাহেবের পেশা, সিঁড়ি ইত্যাদি---সব কটায় মহিলা চরিত্র জাজ্বল্যমান, একদম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা অবধি সবরকম চরিত্র আছে।
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ১০:১২54593
  • হ্যাঁ এইতো ইন্সপিরেশন খোঁজার একটা বই পেয়েছেন। তা দেখুন বিভূতিবাবু দূর্গাকে মেরে ফেললেন। ক্যানো বড় হতে দিলেন না, ক্যানো ক্যানো। দূর্গার থেকে একটু বড় বয়সী মেয়েরা ঐ বই পড়লে রেগে অগ্নিশর্মা হবে!

    যে পাতায় মেরেছেন তার থেকে দু এক পাতা পরে মারলে কি হত, ক্ষী হত! এটুকুই তো দাবী। হ্যা হ্যা হ্যা...
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ১০:১৩54594
  • টি, ডেফিনেশনের ব্যাপার এটা নয়, মাথা ঠান্ডা করে একটু খোলা মন নিয়ে ভেবেই দেখুন না।
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ১০:১৭54595
  • যাক নামগুলো তবু বেরোচ্ছে। আমি তো ভাবছিলাম, বাংলাদেশে শিশুসাহিত্য বলতে ফেলুদা এবং একমাত্র ফেলুদা। ইন্সপিরেশন, রহস্য, রোমাঞ্চ, কমেডি, ড্রামা ইত্যকার যাবতীয় কিছুর পরি-- মানে খনি হচ্ছে ঐ একমাত্র ফেলুদা। অ্যাস ইফ রায়মশাই একটা গোটা জাতিকে উদ্ধার করবেন ভেবে নেমেছিলেন। সব লেখককে একইরকম বৃক্ষ হইতে হইবে যাহাতে সব রকম ফল ফলিয়া থাকে। ঝকমক করিতে হইবে। ফল খাইবেন সোনা হইবেন।
  • S | 108.127.180.11 (*) | ০৬ মে ২০১৬ ১০:২১54596
  • পান্ডব গোয়েন্দাতে তো দুটো মেয়েও ছিলো। আর ছিলো কানা পল্টু। আর জগতের যত বদ লোক সব ওদের ট্রেনের কামরাতেই উঠতো।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ১০:২২54597
  • হুঁ হুঁ বাবা, বেওসা! প্রচার চাই তো!
    নিজেরগুলো সব বার করেছেন "দেশ"এ আর "আনন্দমেলা"য় আর কোন এক পিসি না দিদি নলিনী, তার লেখা "সন্দেশ"এ। ফলতঃ, অর্ধেক লোক ঐ সন্দেশে বেরোনো লেখার নামও জানতে পারে নি, পড়া তো দূর অস্ত!
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ১০:২৫54598
  • দ্যাখেন আবার স্টিরিওটাইপিং। ক্যানো, যাদের মাথা গরম তারা যুক্তি দিতে পারে না বুঝি! :)

    কীই আবার খোলা মন নিয়ে ভাবব! রায়মশাই লেখেননি, সেতো দেখাই যাচ্ছে। তো আইদার চাননি অথবা ক্যাপায় কুলোয় নি তাই লেখেননি। এর বাইরে আর কি হতে পারে। লেখকের স্বাধীনতা তো থাকবেই।

    এবার সত্যজিতের নারী চরিত্র আঁকার অক্ষমতার সমালোচনা করুন। কত্তেই পারেন। ঐ কে যেন বলল ব্রাম্ভো প্রভাব। সেসব নিয়ে 'খোলা মনে' আলোচনা করুন না। কিন্তু ক্যানো নারী চরিত্র নেই, আমি ইন্সপিরেশন পেলাম না, কলকাতার আবর্জনার কথা লেখা নেই কেন, আমি রিলেট কত্তে পারছি না, এইসব সংক্রান্ত খামতি বলুন বা যাই বলুন সেসবকে উচিত/ঔচিত্যের মোড়কে কেন বিশ্লেষণ কত্তে হবে বুঝছি না।
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ১০:২৬54599
  • আতোজ পূজাবার্ষিকী দেশ কত শিশু পড়ত কোনো আইডিয়া আছে? আপনিই কি প্ররাচৌ?
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ১০:২৯54600
  • আরে, লেখাগুলো যখন বেরিয়ে গ্যাছে, তখন পাঠক তো বলবেই সাপ না ব্যাং না কাঠবেড়ালি না বান্দর না শাঁকালু নাকি ঘোড়াড্ডিমের ওমলেট নাকি কেন্দ্রগতং নির্বিশেষং!
    সেইটা বলার মতন জায়্গায় আসাটাই তো কালের বিরাট পরিবর্তনের ব্যাপার। নইলে ভেবেচেন ঐ বাবু কালচারের আমলে আটকে থাকলে এগুনো বলতেও পারতো অর্ধেক মানুষ?
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ১০:৩০54601
  • এছাড়া নিজের লেখাকে প্রচার করে কেউ 'বেওসা' করলে সত্যিই কি প্রবলেম বলুন তো?
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ১০:৩১54602
  • আরে! এই গোল গোল বেলুনফোলা লেখার পিছনে কী পরিমাণ ঢক্কানিনাদ আর প্রচার চলতো সে তো জানেন না আপনি, তা নয়!
    আর, "আনন্দমেলা" ছেড়ে দিলেন যে! শঙ্কুগুলো তো ওখেনেই বেরোতো!
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ১০:৩৫54603
  • ধুর মশাই, কি বলেছি বোঝেননি। পাঠক সমালোচনা করতেই পারে। নারী চরিত্র না থাকলে সেটা ওঁর অক্ষমতা সেটা বলতেই পারে। কিন্তু ওঁর কি করা 'উচিত' ছিল বলতে পারে না। আপনি ক্যানো লিখলেন না, আমার ডেল্টা পরিমাণ ইন্সপিরেশন অ্যাড হতো এসব রসসিক্ত হাহুতাশ হতে পারে, সমালোচনা নয়।

    আর কিস্যু কালের পরিবর্তন নয়। লোকে আগেও বলেছে। এই টইয়ে ইতিহাস রচিত হচ্ছে না।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ১০:৩৭54604
  • আরে দূর মহায়, যা যা মনে হয়েছে তাই বলেছি। পাঠকের ফীডব্যাক। সোজা কথা।
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ১০:৪২54605
  • ১ ) ফেলুদার কথা বলছিলেন তাই দেশের কথা বলেছি।
    ২) লেখা নিয়ে স্টিরিওটাইপিং করবেন না। কেউ গোল গোল বেলুনফোলা লেখা লিখতেই পারে। ভিকো টারমারিক দন্তমাঞ্জন দিয়ে লোকে যদি ব্রাশ করে তো সেটা পেস্টের দোষ ক্যানো হতে যাবে।
    ৩) গোলগোল বেলুনফোলা লেখার পিছনে ঢক্কানিনাদ ও প্রচার আমি দেখিনি, আমি জানি না। সেযুগে স্টার আনন্দ ও সুমনদে ছিল না। কেউ কম্পেয়ার করে দেখাক যে আনন্দমেলার যে বিজ্ঞাপণ বেরোত তাতে সত্যজিত কতটা বেশী প্রচার পেতেন। বাহাত্তর পয়েন্ট দিত বুঝি, আর সুনীলবাবু চোদ্দ!
    ৪) গোলগোল বেলুনফোলা লেখা যদি সাধারণ মানুষ পছন্দ করে তো কী প্রবলেম। মানে সবাইকে ঝকমকে স্মার্ট ব্যাপার ভালো লাগাতে হবে ক্যানো।
    ৫) গোলগোল বেলুনফোলা লেখার ক্ষেত্রে ডেফিনিশনে প্রবলেম এসে যাচ্ছে। তবে আপনারা তো ছক খুঁজে পেয়েছেন। একবার ঝুলি উপুড় করুন না, একটু দেখি।
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ১০:৪৫54606
  • নিশ্চয় নিশ্চয় যা যা মনে হবে তাই তো বলবেন। ফীডব্যাক তো বটেই। সোজা কথাও। ব্যাঁকা কথাও তো পাচ্ছি, তাতেও ক্ষতি নেই। কিন্তু সারবত্তা কিছু নেই ফলে ইতরবিশেষ কিছু হচ্ছে না। স্রেফ টাইপিং চলছে।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৬ মে ২০১৬ ১০:৪৯54607
  • ১। শঙ্কুর কথাও হচ্ছিল, লক্ষ্য করে দেখবেন।
    ২। সেটা পাঠক হিসেবে আমার বিবেচন কী করবো কী করবো না।
    ৩। প্রচারের ব্যাপারটা সেই আমলের অন্যন্য শিশু কিশোর সাহিত্যিকদের কাছে জিগাবেন, স্পষ্ট বুঝবেন।
    ৪। কোনো প্রবলেম নেই, যার যা পছন্দ।
    ৫। ছক আপনাকে বলতে যাবো কোন্‌ দুঃখে?

    আজকের মতন আড্ডার কোটা শেষ। হয়তো কাল আবার দেখা হবে। আসি। ভালো থাকবেন। ঃ-)
  • Ekak | 53.224.129.40 (*) | ০৬ মে ২০১৬ ১০:৫২54608
  • চত্ব প্রশ্ন ।

    "ফিডব্যাক " মানে তো ফিড করার পর যা ব্যাক হয়ে আসে তাই না ? অর্থাত আমি কুকুর কে হটদগ খাওয়ালুম । কুকুর ন্যাজ নাড়লো । জাস্ট উদাহরণ । তাহলে , লেখক যা ফিড করেন নি , অর্থাত নারী , তার ফিডব্যাক হয় কেমনে ??

    আবার , চত্ত্ব প্রশ্ন :

    সমস্ত ফিডিং প্রসেস ই তো এক্সপেক্টেশন ফুল্ফিল্মেন্ট । আনেক্স্পেক্তেদ হলেও । তাহলে আমি কুকুর কে কিছুই খেতে দিলুম না(ভ্যাকম খেতে দিলুম ) টানা তিনদিন এবং কুকুর আমায় ঘ্যাঁক করে কামড়ে দিল । এটাও উদাহরণ । ভ্যাকম ফিডিং এর ফিডব্যাক । তাহলে , যেখানে ,যে পরিবেশ পরিস্থিতিতে নারী চরিত্র বা রাস্তায় ময়লার পাহাড় আমরা এক্সপেক্ট করছি সেটা আদৌ না থাকলে পাঠক কেন বলতে পারবে না অমুক নেই ক্যানো ? সেটা ফিড ব্যাক নয় কেন ?
  • S | 108.127.180.11 (*) | ০৬ মে ২০১৬ ১০:৫৪54609
  • যত্ত সব আজে বাজে পোস্নো। আর নারী নিয়ে আলোচোনার উদাহরণে কুকুর কেন? মগনলালকে বলে দেবো।
  • T | 190.255.241.122 (*) | ০৬ মে ২০১৬ ১০:৫৯54610
  • ১) হ্যাঁ লক্ষ্য করে দেখেছি তো, কিন্তু আমি ফেলুদার ক্ষেত্রেই বলেছিলাম।
    ২) আরে সে তো একশোবার।
    ৩) আরে আমি নিজেই তো শিশু ও কিশোর ছিলাম একসময় :) সুনীলবাবুর কাকাবাবুকেও আনন্দ প্রচার করেছে। শীর্ষেন্দুকেও। আচ্ছা বেশ, কাকে গুরুত্ব বেশী দিয়েচে সেই লঙ্কাভাগ কেস দেখে বলতে হবে। দিলেই বা কি অবশ্য কে জানে।
    ৪) যাক শেষে যার যা পছন্দে এসে দাঁড়িয়েছে।
    ৫) অ্যাই দেকুন, ক্লেম করার পর বলছেন বলবো না। এ তো মুশকিল, লোকে বিশ্বাস করবে ক্যানো। তা দেখুন সে ছক দিয়ে তো আর ফেলুদা লেখা যাবে না, আইনের কিসব ফ্যাকড়া আছে। টেলুদা লিখে বিবিধ ঘাটতি মিটিয়ে সে ছকের কোন প্রকাশ হয়তো কোনো একদিন কোথাও হবে, মানে যদি না হয়ে থাকে। আশায় থাকি, এবং তদ্দিন অবধি সিরিয়াসলি নেওয়ার মানে হয় না :)

    ভালো থাকবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন