এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | 131.242.160.210 (*) | ০৪ মে ২০১৬ ১০:৩৬54199
  • 'অচিন পাখি'-তে একটু খচখচ করেছিল আমার।

    আসলে 'অনুমান-ই ১০০% কারেক্ট' এটাতেই আমার আপত্তি, শ্রেষ্ঠ বুদ্ধিমান লোক হলেও সে ৯৯.৯৯৯...ওইখানে আটকে যাবে একটু হলেও, সেটা ক্লিয়ার করতে টোপ দিয়ে হাতেনাতে ধরা, সেটা যেখানে আছে ঠিক আছে, যেখানে নেই সেখানে অতজন সাসপেক্টের মধ্যে থেকে নিখুঁত ধরে ফেলা (অনেক গল্পেই এক্সট্রা চরিত্র কিছু আছে দৃষ্টি অন্যদিকে ঘোরাতে)। বিশেষ করে অনেক জায়গায় যেমন বুদ্ধি করে জটিলতা এনে খুন করা, যেমন 'হেঁয়ালির ছন্দ'-তে।

    ফেলুদার-ও অসফল কেস আছে, চন্দননগরের জোড়া খুনের মামলা, যেখানে যমজ ভাইদের মধ্যে আসলে কে ভিকটিম খুনি বুঝতে না পেরে দুজনকেই হত্যা করেছিল, এর মোটিভ খুঁজে পায় নি ফেলুদা। ভূস্বর্গ ভয়ঙ্করে দুজন অপরাধীর মধ্যে কে মাথায় বাড়ি মেরেছিল বুঝতে পারেনি ফেলুদা, ওই ০.০০০০১ এ আটকে গিয়েছিল। এগুলোয় জিতিয়ে তাকে অতি বুদ্ধিমান প্রমাণের চেষ্টা নেই কোথাও।

    আর একটা বড়সড় আপত্তি 'বেণীসংহার' নিয়ে। আসল ভিকটিম মেঘরাজ, তাকে ওইভাবে গলায় পেঁচিয়ে পেঁচিয়ে খুর দিয়ে নলি কেটে আবার সেটার মোটিভ ঘোলাটে করে দিতে বেণীমাধব চক্কোত্তিকে ওইভাবে খুন ! যাতে ভুল ধারণা হতে থাকে উইলের জন্যে খুন। জাস্ট অ্যাবসার্ড। যে পেশাদার খুনি নয়, তার পক্ষে এইভাবে দু দুজন লোক, একজনের সাথে যেখানে কোনো শত্রুতা নেই, তাকে এইভাবে মারা সম্ভব? একই আপত্তি শজারুর কাঁটার জন্যেও।
  • সৌম্য | 208.100.148.112 (*) | ০৪ মে ২০১৬ ১০:৪৫54288
  • @সে... খুব একটা ভুল বলেননি। আমি ১২ পেরবার আগেই সব ফেলুদা প্রায় মুখস্ত করে ফেলেছিলাম সিলেবাস মিলিয়ে। বেশ লাগত জানেন। সারাদিন মাথায় কি কি সব ঘুর পাক খেত... এই সিচুয়েসনে ফেলুদা কি বলবে, লালমোহন বাবু কি বোকা বোকা মন্তব্য করবেন... এই সব আর কি। তখন ভারা বাড়িতে থাকতাম... বারিওলার অনেক বই আর পত্রিকার কালেকশন... ভাল মন্দ মিশিয়ে। সেই ঘাঁটতে ঘাঁটতে একটা তেলতেলে পাতাওয়ালা পত্রিকায় বড়োদের গোয়েন্দা গল্প পড়ে ফেলি। সেখানে কোন এক ব্যবসায়ী গোয়েন্দা লাগাচ্ছে নিজের স্ত্রীর পেছনে। সব ঘেঁটে গেছিল... গোয়েন্দা মানে তবে শুধু সত্যসন্ধানী ভাল লোক নয়, বেশ ঘোলাটে লোকও হয়, সেটা ধরতে পারলাম সেদিন। তার পড় থেকে ফেলুদা হাতে নিলেই খটকা লাগতে সুরু করে। এত বড় বড় পয়সাওলা লোক কেন ফেলুদাতে? আর এমন ভাবে চেপে ধরলেই লোকে গরগর করে সব স্বীকার করে নেয় নাকি! না বলে দিলেই হল। প্রমাণের কোঠায় তো বেবাগি ফাঁকা। সেই থেকে ফেলুদার স্বাদ টাই মরে গেছে।
  • avi | 113.24.86.102 (*) | ০৪ মে ২০১৬ ১০:৫২54200
  • হুঁ, ঠিক কথা। বিশেষ করে বেণীসংহার। কোনো স্বাভাবিক লোক এই ঝুঁকি নেবে না। আর মেঘরাজকে খুন করার মোটিভটাই জোরালো ছিল না। মেদিনী মেঘরাজের স্ত্রী ছিল না, তাকে নিয়ে সনৎ স্বচ্ছন্দে চলে যেতে পারতো, মেঘরাজ এই কারণে তাকে খুঁজে প্রতিশোধ নিতেও পারতো এটা কোথাও এস্টাবলিশ হয় নি। সনতের তো টাকাপয়সারও কোনো সমস্যা ছিল না। ওতে আসলে ক্যাচটা অন্য জায়্গায়। সনতের বাবা নাকি নিজের বৌকে খুন করেছিলেন, এক জায়্গায় ছোট করে বলা আছে। ফলে সনৎ খুন করতেই পারে, অন্তত খুন করাটাকে সে ইজি সলিউশন হিসেবে মনে করবে, এটা বুঝে নিতে হবে। শরদিন্দুর প্রিয় রক্তের টান। ঃ-)
    ভালো কথা, এর ওপর বানানো সিনেমাটা দেখেছেন, অঞ্জন দত্তের? যাকে বলে 'সে অ্যাক নতুন', তার ঝাঁঝে গল্প ম্লান হয়ে যায়। একেবারে হাই ভোল্টেজ স্পার্ক।
  • উমেশ | 118.171.128.168 (*) | ০৪ মে ২০১৬ ১০:৫৫54201
  • জানি না অনেকে আমার সাথে একমত হবে কিনা,
    ব্যোমকেশ এর জনপ্রিয়তা, যত না ভালো ডিটেকটিভ গল্প, তার থেকে ভালো সাহিত্য লেখার গুনে।
    শরদিন্দু'র মতো শক্তিশালী লেখক, তার লেখার গুনেই ব্যোমকেশ কে জনপ্রিয় করে দিয়েছেন।
    গোয়েন্দাগিরি টা উপরি পাওনা।
    (আমি ব্যোমকেশ এর গল্প গুলোর ভক্ত, অনেকবার পড়েছি)।

    আসল কথা একবার হোমস, এরকুল পোয়ারো আর মিস মাপল পড়া হয়ে গেলে দুনিয়ার সব গোয়েন্দা গল্প জোলো মনে হয়।
  • ranjan roy | 24.99.224.91 (*) | ০৪ মে ২০১৬ ১১:৩২54202
  • আমি অনেকটা উমেশের মত করেই ভাবি। সমারসেট মম আর শরদিন্দু--দারুণ গল্পবলিয়ে!
  • T | 165.69.187.238 (*) | ০৪ মে ২০১৬ ১১:৩৯54204
  • ধুর, কাজুস্যার ঢপ দিচ্চেন, ফেলুদা আবার কোথায় স্টেপ বাই স্টেপ আইডেন্টিফিকেশন করেচে। উনিও ওই সামান্য ক্লু ধরে ইত্যাদি। আর কিছুক্ষেত্রে তো ইনভেস্টিগেশন চলার সময়কার কোনো ঘটনা বা দূর্ঘটনা থেকে কিছু অ্যাডিশনাল ইনফো এসেছে। সেসব ভাগ্যিস পাওয়া গেছিল নইলে আর অপরাধী ধত্তে হ'ত না।

    তাও ফেলুদাই ভালো লাগে, ব্যোমকেশ ভালো লাগে না।
  • Kaju | 131.242.160.210 (*) | ০৪ মে ২০১৬ ১১:৩৯54203
  • অভি হ্যাঁ দেখেছি সে সিনেমা, টিভিতেও হল একটা নড়বড়ে টাইপ, সেও দেখেছিলাম।

    উমেশদা, একদম একমত। গল্পগুলো একটা সময় ও সেই সময়ের সমাজের প্রামাণ্য দলিল, আর মানুষের মনের জটিল অন্ধিসন্ধিতে টর্চ মেরে দেখিয়ে দেয়, যেখানে ফ্রয়েড-বর্ণিত Id-র রাজত্ব।

    আর ঠিক এই পয়েন্টগুলোতেই সত্যজিৎ একটু কম নম্বর পেয়েছেন। ফেলুদার গল্পগুলো কোনো নির্দিষ্ট যুগ বা সময়ের কথা বলে না, আর্থ-সামাজিক প্রেক্ষাপট সেখানে সেভাবে পাবেন না, সেইজন্যেই সত্তর আশির দশকের গল্প ট্রাঙ্ককল টেলিগ্রাম ল্যান্ডলাইন এইসব বাহ্যিক এলিমেন্টগুলো বাদ দিলেই দিব্যি ২০১৬-য় চলে আসতে পারে। কখনো আউটডেটেড বলা হয়ত যাবে না। সেটা ভালো।

    ছোটদের জন্যে লিখতে গিয়ে এতরকম সীমাবদ্ধতা সামলেও যে ৩৫-টা গল্প আমরা পেয়েছি মানিকজেঠুর থেকে, তাতে ওইসবগুলো নেই বটে, কিন্তু যা আছে আর যে ঝর্নাগদ্যে আছে, তা আজও পড়তে শুরু করলে সব বয়সের পাঠককে শেষ পাতা অব্দি টেনে নিয়ে গিয়ে তবে থামাবে।

    শঙ্কু বা ছোটগল্পগুলো নিয়ে একটা এরকম আলোচনা হতে তো পারে। সেগুলো-ও তো সম্পদ। ফেলুদা নিয়ে তো অনেক কথাই হয়।
  • T | 165.69.187.238 (*) | ০৪ মে ২০১৬ ১১:৪১54205
  • হ্যাঁ, শঙ্কুর গল্পগুলো আরো ভালো। এছাড়া অন্যান্য ছোটোগল্পগুলো। মারাত্মক।
  • Kaju | 131.242.160.210 (*) | ০৪ মে ২০১৬ ১১:৫৮54206
  • টিদা ভুলে গেছে, অনেকদিন পড়ে নাই তো। একটা ছোট্ট উদাঃ দিই।

    কৈলাসে কেলেঙ্কারিতে যতক্ষণ না দেখা গেল চট্টোরাজের বিলিতি রেনকোটের পকেটে ইয়াব্বড় হাতুড়ি ছেনি, আর পুরনো সুটকেসে নতুন করে নাম লিখেছে 'রক্ষিত' ততক্ষণ ওকে মূর্তিচোর বলে সন্দেহ করেনি। আর যাই হোক অনুমান করে তো ধরেনি। আবার অন্যদিকে ফণিমনসার ঝোপের মধ্যে লুকোনো নীল শার্টের একটা অংশ ছেঁড়া অথচ মল্লিকের ব্যাগে তার নীল শার্ট অক্ষত, একমাত্র তখনি কনক্লুড করেছে মল্লিক মূর্তিচোর নয়। এরকম প্রত্যেকটা জায়গায় খুঁটিনাটি বিচার করে তবে ফাইনাল আইডেন্টিফিকেশন আছে, বললেই হল? কতবার পড়েছি, কোথাও খটকা লাগেনি।
  • T | 165.69.187.238 (*) | ০৪ মে ২০১৬ ১২:১৩54207
  • আবার 'দা' ক্যানো। না ফেলুদা অনেকদিন সত্যিই পড়া হয় নি। কিন্তু যখন পড়েছিলুম তখন মনে হয়েছিল। দাঁড়াও আগষ্ট মাসে বাড়ি ফিরে আরেকবার পড়ব তারপর চুলচেরা ইসে হবে।
  • শারদ্বত | 55.64.222.207 (*) | ০৪ মে ২০১৬ ১২:১৬54208
  • লেখাটা এখানে কাল রাতে পোস্টেছি। তারপর রেসপন্স দেখে ভালোই লাগছে। অনেক প্রশ্নও পাচ্ছি। উত্তর দেওয়ার দায় থেকেই যায়।
    এক এক করে দিই...

    @Atoz, আমার মনে হয় না সুনীলের ছায়া আছে, ছায়া থাকার কোনো কারণ নেই... অরণ্যের দিনরাত্রির পর সুনীল ক্ষেপে গিসলেন ঠিকই, তার একটা প্রধান কারণ, চরিত্রগুলো নিজের মত করে বদলে দিয়েছিলেন সত্যজিত। সুনীলের কাছে যেগুলো জ্যান্ত মানুষ, সত্যজিতের কাছে তা চরিত্র মাত্র। ডিরেক্টর নিজের মত করবেন, আর লেখকের ঝাঁট জ্বলবেই। সত্য।

    @কল্লোল, আমি ছবি বিশ্বাসের ব্যাপারটা শিওর জানি না, তবে বড়দের মুখে শুনেছি, উত্তম কুমার - অহীন্দ্র চৌধুরীর একটা ঝামেলা হয়েছিল। সেটাই হয়তো নায়কে এভাবে এসেছে। আর না হলেও, মুকুন্দ-অরিন্দমের বাওয়াল তো সব ফিল্ডেই ঘটে।

    @avi, "স্পেশাল পেপার ছিল গোয়েন্দা সাহিত্য, এ দেখে হিংসেয় কানদুটো সবুজ হয়ে গেল।" আমরাই এই স্পেশাল পেপারের পেরথম ব্যাচ বাবুমশয়, সিলেবাসও পেরায় আমাদের গড়া... জনপ্রিয় ডিটেকটিভ স্টোরি, ronald noxx, s s van dyne এর তত্ত্ব-কাফিদা, ব্যোমকেশ-ফেলুদা -শম্পাদি... :D তবে, শরদিন্দু ঠিক নাগপুরবাদী ছিলেন না, নেহরুবাদী-হিন্দু টাইপ ছিলেন বলে মনে হয়েছিল।

    @arpan, আমি মেনে নিচ্ছি এটা সংক্ষিপ্ত লেখা। ঠিকঠাক লিখতে অনেক পড়াশুনো করতে হত আরো... বড় ল্যাদ লাগে আজকাল। পরবাসের লেখাটার লিঙ্ক দিতে পারেন?

    @ন্যাড়া, ""এই উল্লেখ থেকে শরদিন্দুর রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট ধরা যায়" - এর থেকে কী যে রাজনৈতিক অবস্থান কী ভাবে স্পষ্ট বা অস্পষ্টভাবে ধরা যায়, কে জানে!" - তার পরেই আমি কালোবাজারি অনাদি হালদারকে হত্যা করা সত্ত্বেও প্রভাতকে কেন ছেড়ে দেওয়া হল, সেটা তো লিখেছি... শরদিন্দুর রাজনৈতিক অবস্থান কি এখনও অস্পষ্ট... তবে হ্যাঁ, মূল লেখাটা খুব ভালো নয়... :P

    কিরীটি নিয়ে আলোচনা চলছে, আমি এখানে উল্লেখ করি, ৯১ সালে জন্মেছি, কিন্তু ছোটবেলাটা সৌভাগ্যবশতঃ ৬০ এর দশকের মত কেটেছে। জয়ন্ত-মাণিক-কিরীটি-সুব্রত-বিমল-কুমার মায় দেব সাহিত্য কুটীরের কাঞ্চনজঙ্ঘা-প্রহেলিকা-পিরামিড সিরিজ, সবই পড়েছি। কিন্তু কিরীটি এদের মধ্যে সবচেয়ে খারাপ লেগেছিল সেই ছোট্টবেলাতেই। এত্তো কেত, এত হামবড়া, এত্তো চালবাজি আর এত্তো গাঁজাখুরি, সহ্য হয়নি। ছোটবেলায় পুরুলিয়া মিশনে বন্ধুদের আড্ডায় আমরা কিরীটি নিয়ে খিল্লি করতাম খুউউব।

    গোয়েন্দা সাহিত্য নিয়ে এরকম থরো পড়াশুনো করা এত লোককে যে এখানে পেয়ে যাব ভাবিনি, হয়তো আপনারা পড়েছেন, তাও কয়েকটা কথা বলে দিই, যাঁরা জানেন না তাঁদের জন্য। শার্লক হোমসকে ভিত্তি করে গোয়েন্দা কাহিনির দুটি Dos and Don'ts মতবাদ বাজারে আছে- S S Van Dyne, আর RonalB Noxx এর। চট করে গুগল করে নিন, পস্তাবেন না। আদর্শ গোয়েন্দা গল্প হতে গেলে লেখককে কী কী জিনিস মাথায় রাখতে হবে, তার ওপর কথা বলেছেন এঁরা, একজনের আছে কুড়িটি শর্ত, অন্যজনের দশটি।

    আলোচনা চলুক, ফিরে আসছি। :)
  • ন্যাড়া | 109.72.224.255 (*) | ০৫ মে ২০১৬ ০১:০১54291
  • ফেলুর ভাল গল্প গোরস্থানে সাবধান, ছিন্নমস্তার অভিশাপ, গোঁসাইপুর সরগরম, বোম্বাইয়ের বোম্বেটে, ঘুরঘুটিয়ার ঘটনা, হত্যাপুরী আর কিছুটা যত কান্ড কাঠমান্ডুতে। ডিটেকশনের জন্যে ফেলুদা পড়ার মানে নেই। ছবি আর মাহোলে তৈরীতে সত্যজিৎ রাজা।

    শরদিন্দু অন্য লেভেল - কী ডিটেকশন, কী সাহিত্য। আর একজনকেই পাতে দেওয়া যায় বাংলায় - কাঁটা সিরিজের পি কে বসু, স্রেফ বঙ্গীকরণের জন্যে।
  • উমেশ | 118.171.128.168 (*) | ০৫ মে ২০১৬ ০১:০৪54399
  • ঘনাদা'র আবার কি হলো প্রেমেন'দা?

    ফেলু'দা নিয়ে নিন্দে শুনতে রাজী, কিন্তু ঘনাদা নিয়ে কোনো খারাপ কথা শুনতে রাজী নয়।
    বাংলা সাহিত্যে আমার সবথেকে প্রিয় চরিত্র।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৫ মে ২০১৬ ০১:০৪54292
  • ঐ শেলভাঙ্কারদের গল্পটা আমার পড়া প্রথম ফেলুদাকাহিনি। ওটাতেও ছদ্মবেশ ছিল, শশধরই ছদ্মবেশ ধরে ডক্টর বৈদ্য সেজে যেতেন। এই গল্পের শেষেও তো স্বীকারোক্তি টাইপই হল মনে হয়, কোনো প্রমাণ কি পেশ হয়েছিল? একটা ছোট্টো মূর্তি এই গল্পেও ছিল, যমন্তক মূর্তি।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৫ মে ২০১৬ ০১:০৭54293
  • মনে পড়েছে, কতগুলো ছবি ছিল, গাড়ী ঠেলে ফেলার ছবি। কী অদ্ভুত কান্ড! বীরেন্দ্র নিজেই এই ছবি তুলেছিল! আরে কোথায় বাপকে বাঁচানোর চেষ্টা করবে, তা না তিনি রাস্তার ধারে ওৎ পেতে বসে ছবি তোলেন! আবার সেসব ছবি প্রিন্ট হয়ে এলে ফেলু কে দ্যান!
    ঃ-)
  • sinfaut | 74.233.173.177 (*) | ০৫ মে ২০১৬ ০১:১৭54400
  • স্চ এর ছেলেদের মহাভারত বিষয়ে কিছু বক্তব্য আছে?
  • sch | 132.160.114.140 (*) | ০৫ মে ২০১৬ ০১:২৩54401
  • ছোটোদের মহাভারত অব্দি জানি - এইটে জানি না স্যার।
  • Ekak | 53.224.129.47 (*) | ০৫ মে ২০১৬ ০১:২৭54294
  • এরকম খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে শুধু ফেলুদা সিরিস কেন সত্যজিত এর সমস্ত সাহিত্যকীর্তি ই মোর অর লেস অপাঠ্য ঠেকবে । একটা এক্সর্সাইস করে দেখতে পারেন । যে কোনো দরের সাহিত্যিক মানে বিভূতি -মানিক থেকে আজকের দেবর্ষি সারগী -দেবেশ বাবু অবধি একপাশে রাখুন আরেকপাশে সত্যজিত কে । এবার এব্স্ত্রাক্ষণ করার চেষ্টা করুন । দেখবেন সমস্ত সাহিত্যিক সে রাদিকাল হোক বা মধ্যবিত্ত হোক বা মিসজিনি হোক যাই হোক না ক্যানো , একটা জায়গায় কমন ট্রেইট আছে। এনাদের সমস্ত লেখার মধ্যে দিয়ে একটা স্ট্রিম অফ কনশাসনেস ফ্লো করে । কোনো একটা দেখার ধরন -কিছু কথা নানাভাবে বলতে চান । সেটার বিবর্তন ও ঘটে সময়ের সঙ্গে কিন্তু পুরোটা একটা চেইন হিসেবে ধরা যায় । এবার সত্যজিত পড়ুন । এরকম কিস্যু নেই ! সব গল্প জাস্ট গল্প । আলাদা আলাদা । আদতে সত্যজিত একজন ফার্স্ট গ্রেড ক্রাফত্স্ম্যান যিনি মূলত সিনেমা টাকেই গুরুত্ব দিয়েছেন । সাহিত্য রচনা করেছেন পারিবারিক পত্রিকা কে বাঁচিয়ে রাখতে গিয়ে । অসমন্জবাবুর কুকুর বা অনাথ্বাবুর ভয় এসব এমনি খারাপ গল্প না কিন্তু পরলেই বোঝা যায় লেখক একটা সিগারেট ধরিয়ে চট করে একটা মেইন লাইন ভেবে নিয়ে বাকিটা ক্রাফ্তিং করে ফেলেছেন । বরং জানিনা উনি যদি "আর্জ্যশেখর এর জন্ম ও মৃত্যু " র মত লেখা আরও লিখতেন বা লেখা লেখির জগতে সত্যি করে প্রবেশ করতেন তাহলে কি হত । কিন্তু যা হয়েছে তা হলো জনপ্রিয় শিশু সাহিত্য রচয়ীতা যাঁর মোটামুটি গোল গোল গল্প বালর ক্ষমতা -দুর্দান্ত প্রচ্ছদ চিত্রণ -বইয়ের ভেতরের গ্রাফিক আর্ট -পরিবেশন সব মিলিয়ে দারুন প্যাকেজিং তৈরী হয়েছে , যেটা শিশুরা গোগ্রাসে গিলেছে । বাচ্চারা প্রচ্ছদ বোঝেনা এমন না , আমি প্রথম সত্যজিত কিনেছিলুম ব্রাজিলের কালো বাঘ । জাস্ট প্রচ্ছদ দেখে । এক পাতার বেশি পড়িনি । আমার মনে হয় , সত্যজিত এর সাহিত্যিক সত্বা কে কাটা ছেঁড়া করে বিশেষ লাভ নেই কারণ উনি সাহিত্যের হোল টাইমার কস্মিনকালেও ছিলেন না । বরং পরিবেশন -প্যাকেজিং এগুলো ওনার থেকে শিখলে এখনকার লেখকেরা বেটার শিশু সাহিত্য নাবাতে পারবেন । তবেই একটা কাজের কাজ হয় । যাঁর যে গুন নেই তা নিয়ে বাটখারা মেপে লাভ কি ।
  • sinfaut | 123.193.134.124 (*) | ০৫ মে ২০১৬ ০১:২৮54295
  • বুঝলাম টি এর টিনেজ ফেলুদা প্রেম এখনও টিকে রয়েছে, তাই এত রাত পর্যন্ত তর্ক করেছে।
  • Boyaal.R | 76.87.102.194 (*) | ০৫ মে ২০১৬ ০১:২৯54402
  • আগে তো ছেলেদের মহাভারত ই নাম ছিল। এখন নাকি নাম পাল্টেছে, শুনেছি।
  • Raaghab Boyaal | 108.192.41.166 (*) | ০৫ মে ২০১৬ ০১:৩৬54296
  • এককের সঙ্গে প্রচন্ড একমত হলাম বিশেষ করে 'আমি প্রথম সত্যজিত কিনেছিলুম ব্রাজিলের কালো বাঘ । জাস্ট প্রচ্ছদ দেখে ।' (আমি অবশ্য পুরোটা পড়েওছি) আর 'উনি সাহিত্যের হোল টাইমার কস্মিনকালেও ছিলেন না । বরং পরিবেশন -প্যাকেজিং এগুলো ওনার থেকে শিখলে এখনকার লেখকেরা বেটার শিশু সাহিত্য নাবাতে পারবেন । তবেই একটা কাজের কাজ হয় । ' এইগুলোতে।
  • sinfaut | 74.233.173.177 (*) | ০৫ মে ২০১৬ ০১:৪০54403
  • সেকি ওনার ঠাউর্দার কীর্তির কথা জানেননা? যাই হোক প্রশ্নটা ঐ খোকা কেন খুকু নয় প্রসঙ্গে করেছিলাম।
  • ranjan roy | 24.96.3.14 (*) | ০৫ মে ২০১৬ ০১:৪১54297
  • শারদ্বতকে ধন্যবাদ! চমৎকার বিতর্ক উস্কে দেওয়া। সে , এতোজ, টি-- দারুণ।
    গোগ্রাসে পড়লাম।
    কিন্তু একক একেবারে ঠিক জায়গায় হাতুড়ি ঠুকেছে (আমার ব্যক্তিগত মত)।
    যেমনঃ
    "সব গল্প জাস্ট গল্প । আলাদা আলাদা । আদতে সত্যজিত একজন ফার্স্ট গ্রেড ক্রাফত্স্ম্যান যিনি মূলত সিনেমা টাকেই গুরুত্ব দিয়েছেন । সাহিত্য রচনা করেছেন পারিবারিক পত্রিকা কে বাঁচিয়ে রাখতে গিয়ে । অসমন্জবাবুর কুকুর বা অনাথ্বাবুর ভয় এসব এমনি খারাপ গল্প না কিন্তু পরলেই বোঝা যায় লেখক একটা সিগারেট ধরিয়ে চট করে একটা মেইন লাইন ভেবে নিয়ে বাকিটা ক্রাফ্তিং করে ফেলেছেন । বরং জানিনা উনি যদি "আর্জ্যশেখর এর জন্ম ও মৃত্যু " র মত লেখা আরও লিখতেন বা লেখা লেখির জগতে সত্যি করে প্রবেশ করতেন তাহলে কি হত । কিন্তু যা হয়েছে তা হলো জনপ্রিয় শিশু সাহিত্য রচয়ীতা যাঁর মোটামুটি গোল গোল গল্প বালর ক্ষমতা -দুর্দান্ত প্রচ্ছদ চিত্রণ -বইয়ের ভেতরের গ্রাফিক আর্ট -পরিবেশন সব মিলিয়ে দারুন প্যাকেজিং তৈরী হয়েছে" ,
  • ranjan roy | 24.96.3.14 (*) | ০৫ মে ২০১৬ ০১:৪২54298
  • আচ্ছা, জন লা কার (নাকি কারে) বা মহারাষ্ট্রের পরিবেশে লেখা কীটিং এর গল্পগুলো নিয়ে হবে নাকি একটু?
  • ranjan roy | 24.96.3.14 (*) | ০৫ মে ২০১৬ ০১:৪৪54299
  • বা প্রেমেন্দ্র মিত্রের পরাশর বর্মা? ধরুন "পরাশর বর্মা ও কবিতার ঘন্ট"? ছোটবেলায় ফিদা ছিলাম। এখন কোথায় পাওয়া যাবে?
  • উমেশ | 118.171.128.168 (*) | ০৫ মে ২০১৬ ০১:৪৮54404
  • ছেলেদের রামায়ন আর ছেলেদের মহাভারতের নাম পালটেছে না কি?
    জানতাম না তো?

    মজার ব্যাপার হলো, নামটা ছেলেদের হলেও আমাদের গ্রামে মেয়েদের স্কুলের ফাইভ আর সিক্সে এই দুটো বই বাংলা সহায়িকা হিসাবে পড়ানো হতো, কিন্তু আমাদের ছেলেদের স্কুলে অন্য কিছু ছিলো।
  • ranjan roy | 24.96.3.14 (*) | ০৫ মে ২০১৬ ০১:৪৮54300
  • একটা কথা বলতে চাই।
    সত্যজিত টিনটিন এর ব্যাপক ফ্যান ছিলেন। নিজেও শিল্পী মানুষ। ওঁর ফেলুদাতেও টিনটিনের অ্যাডভেঞ্চারের প্রভাবে শহর বা লোকেলের ছবির মত বর্ণনা কিছু স্থানীয় ইতিহাস কমন উপাদান হিসেবে এসেছে এবং রহস্য ছাড়াও ভ্রমণ কাহিনীর আমেজ এসেছে। এটাও জনপ্রিয়তার একটা কারণ মনে হয়।

    T বোধহয় এদিকটা খেয়াল করেছেন মনে হল।
  • Tim | 108.228.61.183 (*) | ০৫ মে ২০১৬ ০১:৫১54301
  • এক, পলিটিকাল কারেক্টনেস খুঁজলে দেশী বিদেশী সব কিশোর সাহিত্যেই একইরকম অসুবিধে দেখা যাবে। হ্যারি পটারে কি এসব গোলমাল কম আছে?

    দুই, একককে ক।সত্যজিৎ এর প্যাকেজিং এর জন্যে অনেক কিছুই উতরে গেছে। অমন ছবি স্রেফ পাতার পর পাতা এঁকে গেলেও বিক্রি হতো। আর লেখাও তো দিব্যি ঝরঝরে, ফাস্ট ফুডের মত।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৫ মে ২০১৬ ০১:৫৫54302
  • একটা না-ফোলানো চুমশো বেলুনের উপরে চট করে এক লাইন লিখে ফেল্লেন, তারপরে বেলুন ফুলিয়ে দিলেন। ব্যস হয়ে গেল গপ্পো।
    ঃ-)
  • sosen | 184.64.4.97 (*) | ০৫ মে ২০১৬ ০১:৫৮54304
  • তাইলে কি রায়সাহেব সাহিত্যের আড্ডি বলে জানা গেলো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন