এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ফেলুদা কুইজের কোশ্নো | 132.177.132.230 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৩৭54232
  • ফেলুদার ফীজ কত ছিল? গুগল না করে কে বলতে পারবে?
  • Atoz | 161.141.85.8 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৩৭54231
  • না না অপরাধ কেন হবে? এই ধরনের সব জমিদারি টাইপ চরিত্র আছে সিরিজে, সেই কথা কইছিলাম আরকি। ঃ-)
  • T | 24.100.134.60 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৪২54235
  • সেই ছকটা কি জানা যেতে পারে? মানে তাহলে লিখতে সুবিধে হয় আর কি।
  • avi | 113.24.86.102 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৪২54234
  • ফেলুদা প্রথমে এক হাজার নিত। কেস সলভ না করতে পারলেও সেটা ফেরত দিত না, কারণ সেটা সবসময় গোয়েন্দার অক্ষমতার ওপর নির্ভর করে না। সফল হলে আরো এক হাজার। এবার কাণ্ড কেদারনাথে?
  • Atoz | 161.141.85.8 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৪৩54236
  • এই ব্যাপারটা আমার খুব বিরক্তিকরও লাগে। মেয়ে চরিত্র না থাকাটা। যেন মেয়েরা পড়াশোনা করতে বা রহস্য সমাধান করতে বা বিজ্ঞানের বা অন্য কিছুর বিষয়ে গবেষণা অনুসন্ধান ইত্যাদি করতে একেবারেই অপারগ। শংকু এইভাবে দুনিয়া ঘোরেন নানা দেশে বিজ্ঞানী সম্মেলন টনে যান, কোথাও মহিলা বিজ্ঞানীদের সঙ্গে কোনোরকম দেখাই তাঁর হয় না? কোনো রকম ভিউ এক্সচেঞ্জ? কিচ্ছু না? অবিশ্বাস্য!!!
    এই লেখক মেয়েদের ভয় পেতেন নাকি? সাবধানে সরিয়ে রাখা সব কিছু থেকে।
  • T | 24.100.134.60 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৪৬54238
  • উটি অক্ষমতা। হয়তো জানতেন পারবেন না কোনো বিশ্বাসযোগ্য ভাবে চরিত্র তৈরী করতে, তাই হাতও দেননি।
  • সে | 198.155.168.109 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৪৬54237
  • ঐ ছকে ফেলে কটা শঙ্কু লেখার অপচেষ্টা করেছিলাম। পোষায় নি। ফ্যান ফিকশান লেখা খুব একটা শক্ত নয় তো। তবে কিছুতো বদলাবেই। কোয়ালিটি বাজে হতে পারে।
  • T | 24.100.134.60 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৪৮54239
  • কিন্তু ছকটা কি বলা যেতে পারে? শুধুমাত্র শঙ্কু না, অন্য ছোটোগল্প গুলোর ছকটাও জানতে চাই।
  • pi | 192.66.24.46 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৪৯54240
  • আর সেই মেয়েফোবিয়ায় ভোগা রায়মশায়ই কিনা সিনেমায় নারীচরিত্র নিয়ে এত কাটাকুটি করলেন !
  • Ekak | 53.224.129.47 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৫১54241
  • সত্যজিতের ওভার অল নারী -ধারণা নিয়েই আলাদা প্রবন্ধ হতে পারে । কেও না কেও লিখেছেন -লিখবেন হয়ত । ভদ্রলোক ছোটদের গল্পে নারী চরিত্র রাখেন নি , সেটার চেও যেটা চমকে দেয় তা হলো ওনার বড় দের কাহিনী বা ফিল্ম মেকিং এও নারী চরিত্র অস্ব্ম্ভব দ্বিমাত্রিক । তারা ভালো -খারাপ - উদাসীন -যৌনকাতর সবই আসছে একটা দ্বিমাত্রিক চরিত্র চিত্রণের ফর্মুলায় । তাদের কোনো জটিল বক্তব্য নেই । দে একট বাট নেভার ফিলোসোফাইস । ফিলোসোফাইস করাটাকে উনি পুরুষের একচেটিয়া রেখেছেন । ব্যতিক্রম আনছেন সীমাবধ্ধে আর নায়কে । কিন্তু স্যটায়ার এর মধ্যে দিয়ে । কর্পোরেট কর্তার শ্যালিকা একটা যন্ত্রের মত পদ্ধতিতে ফিলোসোফাইস করে । সেটা এতটা যান্ত্রিক যে দর্শকের মনে প্রশ্ন জাগেনা উল্টে তার অপরিণত মস্তিস্কের প্রতি অনুকম্পা জাগে । সে যেন বিবেক কিন্তু বিবেক বলেই বোকা বোকা । ইহজাগতিক কম্প্লেক্সিটি তার নাই ।একটা টিপিকাল "ও তুমি বুঝবে না অনেক গোলমালের ব্যাপার " টাইপের ওভার অল ভাষ্য আছে সত্যজিতের নারী চরিত্র চিত্রণে । এগুলো সত্যজিতের অপরাধ তা নয় , এরকম ব্যাপারস্যাপার অনেক বড় পরিচালকেরই আছে । একটা ধরন আর কি ।
  • T | 24.100.134.60 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৫২54244
  • সিনেমায় কেস আলাদা। গল্পে মেয়েচরিত্রের উপস্থাপনা বিশ্বাসযোগ্য করে তুলতে অনেক ক্যালি লাগে।
  • avi | 113.24.86.102 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৫২54243
  • বিজয়া রায়ের 'আমাদের কথা' পড়ছিলাম। তখন সন্দীপ রায়ের জন্মের আগে সম্ভবত (নাকি সন্দীপের ছেলে হওয়ার আগে?)। সত্যজিৎ জানালেন ছেলে হলে একটা নাম উনি ভেবে রেখেছেন। মেয়ে হলে? সে তখন দেখা যাবে।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৫২54242
  • সেই তো হল কথা! সিনেমায় ইল্লিবিল্লিতিল্লি করে কত বখেরাওয়ালা মহিলা চরিত্রই আনলেন, অথচ নিজের জনপ্রিয় লেখাগুলোর মধ্যে তাদের বাদ!
  • Ekak | 53.224.129.47 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৫৩54245
  • কাজেই সত্যজিত মেয়ে ফোবিয়ায় ভুগতেন তা আদৌ মনে হয়না , একটা ক্লাসিকাল ক্রিসচিয়ান চোখে নারী কে দেখতেন ; কিস্ত্চ আর কি , এককথায় বললে ।
  • সে | 198.155.168.109 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৫৫54247
  • খুব সন্তর্পনে এগুলো করা হয়েছে। বারবার। একই প্যাটার্ন। আমিও সেটা ফলো করে দেখলাম এটা কঠিন কিছু নয় (পরে অ্যাটজের আবদারে নারী চরিত্র এলো উপসংহারে, তাও পরোক্ষে)। নারীচরিত্র না থাকলে বইগুলো "পরিষ্কার" থাকে।
    আরেকটা জিনিসও ভালো লাগে না। জটায়ু ও অবিনাশবাবু। কাউকে "বোকা" বা "কম আউটনলেজ" পেয়ে তাকে নিয়ে বিদ্রূপ করা। কিশোরদের শিখিয়ে দেওয়া হচ্ছে। এটা বেশ বাজে লেগেছে বেশ পরে। তখন আমি আর সত্যজিৎ পড়ি না। হঠাৎ এই প্রসঙ্গে চিন্তা করতে গিয়ে ব্যাপারটা মাথায় এলো। অথচ কিশোর বয়সে ঐ পয়েন্টটা ভাবিনি, বরং এনজয় করেছি।
  • pi | 192.66.24.46 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৫৫54246
  • আরে সেই ক্যালি নেই বলে আনেননি সেটা হতেই পারে। সেটাই তো বলছি। মেয়েদের ভয় পেতেন বা আলাদা কোন বিদ্বেষ থেকে লেখায় মেয়েচরিত্র সেভাবে আনেননি, এরকম ঠিক মনে হয়না।
  • T | 24.100.134.60 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৫৬54248
  • সিনেমায় সত্যজিত যে নারীচরিত্রের তথাকথিত 'কাটাকুটি' কল্লেন হেইডা কি? ওঁর সিনেমার নারীচরিত্র কোন আলাদা কথা ডায়লগ বলে যেটি স্রেফ ইকুইভ্যালেন্ট একটা পুরুষের মুখে বসালে খাপ খেত না। বহু পুরুষলেখক নারীচরিত্র খাড়া করতে গেলে অবধারিত ভাবে স্টিরিওটাইপিং করে ফ্যালেন। রায়মশাই ভেবেছেন যে কেসটা গুবলেট হবে, তাই হাতই দেননি।
  • T | 24.100.134.60 (*) | ০৪ মে ২০১৬ ০৫:৫৮54249
  • প্যাটার্ন কি একটু খোলসা করা যেতে পারে? কোনো উদাহরণ দিলেও হবে। আমি এ পর্যন্ত কিছু চেষ্টা দেখেছি, সেগুলো খুবই জালি অ্যাটেম্পট ছিল অবশ্য।
  • T | 24.100.134.60 (*) | ০৪ মে ২০১৬ ০৬:০১54251
  • এ সংক্রান্ত সেই পাইদির মেয়ে ফ্যাতাড়ু নেই ক্যানো মনে পড়ে গেল। সেটা ভালো আলোচনা ছিল।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৪ মে ২০১৬ ০৬:০১54250
  • এই প্যাটার্নের ব্যাপারটা কৈশোরে ধাক্কা দিত না, এখন স্পষ্ট বোঝা যায়। দিব্যি একটা অ্যাডমায়ার করা আর খিল্লি করা দুইভাগে ভাগ করে সাদায় কালোয় কাহিনির ছক। আর এই অ্যাডমায়ার যাদের করা হয় সেই টাইপ আগে থেকেই ঠিক আছে আর যে বেচারাদের খিল্লি করা হবে(ভদ্র বেম্ম বেম্ম কায়দায় অবশ্য) সেই টাইপও ঠিক করা আছে আগে থেকেই।
  • সে | 198.155.168.109 (*) | ০৪ মে ২০১৬ ০৬:০৩54252
  • না। ওগুলো আমার অবজারভেশন। আমার কাছেই থাকুক। জালি অ্যাটেম্প্ট ও হতে পারে। ফ্যান ফিকশান আমার পছন্দের বিষয় নয়। আপনি লিখুন না। হয়ত ভালো কিছু বেরোবে। কে বলতে পারে।
  • cb | 208.147.160.75 (*) | ০৪ মে ২০১৬ ০৬:০৩54166
  • সত্যজিত বেশ কয়েকবার আক্ষেপ করেছেন ওনাকে কিশোরদের জন্য লিখতে হয় বলে, নইলে অবৈধ প্রেম টেম নিয়ে ওনার লেখার ইচ্ছে প্রবল ছিল। তাহলে কেমন গোয়েন্দা কাহিনী লিখতেন সেটা আর জানা হল না।

    হেমেন রায়ের মাণিক চরিত্রটা ভেরি ভেরি উইক, মানে জাস্ট যাচ্ছেতাই। জয়ন্ত মাণিক না বলে শুধু জয়ন্তই বলা ভাল, একবারও দেখি নি কোন ভ্যালু অ্যাড করতে। ভেরি পুওর।

    সুন্দরবাবু কিন্তু প্রথমে ওরকম ছিলেন না। আমার স্পষ্ট মনে আছে একটা গল্পের শেষের দিকে ভিলেন হাতে গ্রেনেড নিয়ে হুমকি দিচ্ছে, সুন্দরবাবু হাতে রাইফেল নিয়ে সব পুলিশকর্মীদের সরিয়ে একা সামনে গিয়ে বলছেন তুমি যাই ছেঁড়ো না কেন, আমি নড়ছি না। আমার কর্তব্য তোমাকে আটকানো, আমার প্রাণ গেলেও কিছু এসে যায় না। শেষপর্যন্ত উনি গ্রেনেডে আহত হয়েও ভিলেন কে শেষ করেন। জয়ন্ত অভিভূত হয়ে পড়েছিল ঐ বীরত্ব দেখে। সুন্দরবাবু টাক থেকে রক্ত মুছে শুধু বলেছিলেন, হুম!!!

    এর পরে সেই হেমেন রায় দর্শকের চাহিদায় ওনাকে পুরো আবাল বানিয়ে দেন
  • Sankha | 11.39.37.28 (*) | ০৪ মে ২০১৬ ০৬:০৩54165
  • আর ধূমায়িত কফির কাপ ভুলে গেলেন? ঐ পড়ে ধারণা হয়েছিল কফির কাপ ধূমায়িত ছাড়া হতেই পারেনা। বাড়ির ধূমহীন কফি খেয়ে খালি মনে হত কি যেন পেলুম না।
  • সে | 198.155.168.109 (*) | ০৪ মে ২০১৬ ০৬:০৪54254
  • প্রচুর মেয়ে ফ্যাতাড়ু আছে। হিজড়ে ফ্যাতাড়ুও আছে। দলে দলে আছে।
  • T | 24.100.134.60 (*) | ০৪ মে ২০১৬ ০৬:০৪54253
  • দিব্যি একটা অ্যাডমায়ার করা আর খিল্লি করা দুইভাগে ভাগ করে সাদায় কালোয় কাহিনীর ছক!! এই প্যাটার্ন বা ছক! ও হরি! এ তো পর্বতের মূষিক প্রসব হয়ে গ্যালো। নিদারুণ ঢপ।
  • T | 24.100.134.60 (*) | ০৪ মে ২০১৬ ০৬:০৫54255
  • আরে দুর বাবা, ওই লাইনটা হবে আমি এ পর্যন্ত কিছু চেষ্টা করে দেখেছি...করে টা বাদ পড়ে গেছিল।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৪ মে ২০১৬ ০৬:০৭54256
  • আহা, অবিনাশ জটায়ু এদের বানিয়ে রেখেছে মক করার জন্য, কিশোররা শিখবেও বাহ, বেশ মজা তো! এইরকম ব্যাপার অবশ্য অনেক "দা" বিষয়ক সিরিজেই দেখা যায়। ঃ-)
  • T | 24.100.134.60 (*) | ০৪ মে ২০১৬ ০৬:০৮54257
  • তো গল্পের ছক আছে বলতে আর কিছু কি আসবে নাকি ঐ মেয়ে চরিত্র এবং সাদা কালো ইত্যাদি কথাই ঘুরে ফিরে হাজির হবে। হাজির হ'লে অবশ্য আর জিগাব না। :)

    ক্ষীই আশ্চর্য যে 'ভবদুলাল' গাল খায় না।
  • Atoz | 161.141.85.8 (*) | ০৪ মে ২০১৬ ০৬:১৩54258
  • এককের লেখায় "ও তুমি বুঝবে না অনেক গোলমালের ব্যাপার" মেয়েদের সম্পর্কে এইরকম ধারণা সত্যজিতের, এইটা এক্কেবারে ক দিলাম। ঃ-)
    বারে বারে মনে হয়েছে।
  • কল্লোল | 111.63.84.122 (*) | ০৪ মে ২০১৬ ০৬:১৩54167
  • হুঁ কাছাকাছি গেছে। কমল মিত্র নয় ওটি ছবি বিশ্বাস। গৌন চরিত্রই তো হবে। ওনাকে গৌন করে দেখানোটাই তো খেলা। না, আমি এটা বলছি না যে নায়ক বানানো হয়েছিলো ছবিবাবুকে হ্যাটা করতে। কিন্তু সত্যজিত সুযোগ তৈরী করে নিয়েছেন। জলসাঘর ও দেবীতে অভিনয় ও জলসাঘরে কস্টিউম নিয়েও দুজনের তুমুল "মতবিরোধ" হয়। সে গপ্পো সকলেই জানে। ছবিবাবু তার জেদ বজায় রাখেন। এগুলো সত্যজিতের লেখাতেই আছে। সাক্ষাতকারেও আছে।

    লালমোহন গাঙ্গুলীর ব্যাপারটা আমার ধারনা নেই। সাধারণভাবে ঐ ধরনের নামওয়ালা গোয়েন্দা কাহিনী লিখতেন ঐ সময়ে স্বপনকুমার যার গোয়েন্দা দীপক চ্যাটার্জি এক হাতে পিস্তল, অন্য হাতে ছোরা, আর এক হাতে টর্চ নিয়ে পাইপ বেয়ে দোতলায় উঠে যায়। ঐ ধরনের গোয়েন্দা লেখকদের ব্যাঙ্গ করেছেন সে তো পরিস্কার। কিন্তু বিশেষ কেউ? সুনীলের সাথে অরণ্যের দিনরাত্রি নিয়ে ১৯৭০এ "তীব্র মতবিরোধ" হয়। সোনার কেল্লা ১৯৭১এ লেখা। সুনীল কাকাবাবু শুরু করছেন ১৯৭৯এ। ফলে সুনীল হয়তো নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন