এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 161.141.85.8 (*) | ০৩ মে ২০১৬ ১১:২৫54128
  • জটায়ুর নাম আর পদবীর মধ্যেও তো ছায়া আছে। কাকে ঠুকতে চাইছেন রায়বাবু। ঃ-)
  • sinfaut | 11.23.252.10 (*) | ০৪ মে ২০১৬ ০১:১৪54209
  • উইল্কি কলিন্স এর মুনস্টোন নিয়ে যদি একটু শারদ্বত আলোচনা করেন তো বেশ ভালো হয়। আর সাথে রেমন্ড শ্যান্ডলার।

    ডিঃ এর কোনটাই এখনো পড়ি নি, আপনি এমন করে লিখুন যাতে কাল থেকেই পড়তে শুরু করে দিই। :-D
  • সুকি | 129.160.188.92 (*) | ০৪ মে ২০১৬ ০১:১৬54210
  • শরদিন্দু তো শুধু ওই কালোবাজারি অনাদি হালদারের হত্যাকারীকেই ছেড়ে দেন নি - যতদূর মনে পড়ছে আরো দু-একজন হত্যাকারীকেও ছেড়ে দিয়েছিলেন। যেমন ওই 'হেঁয়ালির ছন্দ' - তে। সেখানে শেষ কতকগুলি লাইন মনে হয় এমন ছিল, " - - - আমার মনে হয় শকুন মারলেও শাস্তি হওয়া উচিত নয়"। তো সেই ক্ষেত্রে অনাদি হালদারের ব্যাপারটা থেকে রাজনৈতিক অবস্থান স্থির করা কি একটু বেশী ফোর্স ফিটিং মনে হয় না কি?

    আর তাছড়া, 'আদিম রিপু' লেখা হয়েছিল ১৯৫৪ শেষ দিকে থেকে ১৯৫৫ এর প্রথম দিক পর্যন্ত। সেটা বিচার করলে, স্বাধীনতার ৭ বছর পর নেহেরুর বক্তৃতা মনে করে কেউ গল্পের পরিসমাপ্তি ঘটাবেন - এও এক ভাবার বিষয়।

    তবে কিনা তিনি কি মনে করে লিখেছিলেন, সে কেবল তিনিই বলতে পারতেন - বাকি সবই আলোচনাসাপেক্ষ -
  • avi | 113.24.86.102 (*) | ০৪ মে ২০১৬ ০১:৩৮54211
  • হ্যাঁ শরদিন্দুর ভাষা একটা অমোঘ আকর্ষণের জায়গা ছিল নিঃসন্দেহে। কিন্তু গোয়েন্দা গল্পটা উপরি, এমন মনে হয় নি। আর শার্লক পড়ার পরে ব্যোমকেশ পড়েছি, জোলো লেগেছে সেই জন্য, তা বলব না। বস্তুত, ব্যোমকেশ এখনো মাঝে মাঝেই পড়ে ফেলি। হোমস-ও। পোয়ারো একেবারে অন্য ঘরানা।
    বরং ফেলুদা বেশি ভালো লাগত স্মার্ট ভাষা আর ভ্রমণের আমেজে। গল্পগুলোয় ডিডাকশন অত বেশি বা জটিল না। মন্দার বোস বা মগনলাল কমিক ভিলেন, রাস্তাপপুলাসের মত, ভয়াল ব্যাপারটা কম। সেজন্য পরের দিকের ইনডোর ভিত্তিক ফেলুদার গল্পগুলো খাজা লাগে। কিশোর কাহিনী হওয়ার কিছু রেস্ট্রিকশনের কথা নয়ন রহস্যতে সত্যজিৎ নিজেই বলেছেন।
  • | 11.39.87.42 (*) | ০৪ মে ২০১৬ ০২:২৭54213
  • আপনেরা রবার্ট গলব্রেথকে এত্তুও জায়গা দেবেন না?
  • | 11.39.87.42 (*) | ০৪ মে ২০১৬ ০২:২৭54212
  • আপনেরা রবার্ট গলব্রেথকে এত্তুও জায়গা দেবেন না?
  • কল্লোল | 125.242.177.10 (*) | ০৪ মে ২০১৬ ০৩:০২54129
  • সত্যজিতের প্রবল ব্যক্তিঘৃণার বা প্রতিশোধ্স্পৃহার আরেকটি দলিল নায়ক সিনেমাটি।
    ঐ যে বয়স্ক দাপুটে অভিনেতাটি কিনি? যিনি অরুণকে দেবী চৌধুরাণীর প্রথম শটে আন্ডার অ্যাক্টিংএর জন্য ভীষণ অপদস্থ করেন। পরে স্টার হয়ে যাওয়া অরুণের কাছে রাতের অন্ধকারে আসেন কাজ চাইতে, "দারওয়ান টারওয়ান গোছের পার্ট হলেও হবে"। এনাকে চেনা গেলো?
  • :B | 198.214.93.129 (*) | ০৪ মে ২০১৬ ০৩:২৬54130
  • শুরতে লালুদার টাক-গোঁফ ছেল না, চশমা ছেল। রে সাহিব, বোম্বেটেতে লালুদার চশমা কেড়ে নিয়ে টাক-গোঁফ দান করেন।
  • sosen | 176.137.136.113 (*) | ০৪ মে ২০১৬ ০৩:৩৪54214
  • নাঃ ঃ)
  • lcm | 60.242.74.27 (*) | ০৪ মে ২০১৬ ০৩:৩৭54215
  • অপ্পোন টেকনিক্যালি ঠিক কইসে। তোপসেই তো রাইটার, আবার আলাদা করে আর একজন রাইটার জটায়ুর ক্যারাকটার কেন আনলেন - এখন সেটা লেখকের ইচ্ছে।
  • PM | 233.223.155.233 (*) | ০৪ মে ২০১৬ ০৩:৩৭54132
  • অতোজ কি সুনীল গাঙ্গুলির কথা বলছেন? মনে হয়্না

    কল্লোলদা, উনি কে? বুঝতে পারলাম না ঃ( তাঁর ওপোর মানিকবাবুর রাগ কেনো?
  • Tim | 108.228.61.183 (*) | ০৪ মে ২০১৬ ০৩:৩৭54131
  • সবাই এত হেঁয়ালীতে কথা কয় কেন? লেখক কি সুনীল গাঙ্গুলী? অভিনেতা কে?
  • Arpan | 24.195.224.167 (*) | ০৪ মে ২০১৬ ০৩:৫২54216
  • শারদ্বত, পরবাস বোধহয় না। ন্যাড়াদার কথায় মনে হচ্ছে নিত্যপ্রিয়বাবুর লেখাটাই কোনভাবে পড়েছিলাম।
  • sosen | 184.64.4.97 (*) | ০৪ মে ২০১৬ ০৪:১৩54133
  • মাইরি, কাউকে চিনতে পারিনি
  • নীলুদা নয় | 205.154.56.44 (*) | ০৪ মে ২০১৬ ০৪:২০54134
  • লালুদা যখন এলেন তখনও নীলুদা কিশোরতোষ লেখা সেভাবে লিখতে শুরু করেন নি
  • Arpan | 24.195.238.91 (*) | ০৪ মে ২০১৬ ০৪:২৩54135
  • নীলুদার কিশোর সাহিত্য লেখার ইন্সিপিরেশন ছিল বাদশাহী আংটি, নীলুদা এক জায়গায় লিখেছিলেন। আর ওনার একাধিক উপন্যাস মানিকবাবু চলচিত্রকরণ করেছিলেন তো।
  • হুঁ | 165.136.80.171 (*) | ০৪ মে ২০১৬ ০৪:২৯54136
  • ফেলুদা সিরিজের প্রথম "বই" বাদশাহী আংটি, তার পরে কী একটা যেন মনে পড়ছে না। তিন নং বই হল সোনার কেল্লা। সেখানে লাললোহনবাবুকে আঁকা হয়েছিল চশমা পরা, টেরি কাটা, রোগা প্যাংলা একজন চরিত্র হিসেবে, অনেকটা শঙ্কু সিরিজের নকুড়বাবুর মত দেখতে।

    পরের বই (আবার নাম ভুলে যাচ্ছি, হাতের কাছে রেফারেন্স নেই) সেখানে লালমোহনবাবুর চেহারা বদলে হয় পেছনে ওল্টানো চুল, গোলগাল মুখ, নাদুস নুদুস চেহারার চশমাহীন একজন। দুটি ছবিতেই লালমোহনবাবুর গোঁফ ছিল না।

    এই চার নং বইটির পরে সোনার কেল্লা সিনেমা হয়, সন্তোষ দত্ত লালমোহনবাবু হন, এবং সেখান থেকে জটায়ুর মুখ ফাইনাল শেপ পায়।

    নায়কের ঐ চরিত্রটি কি কমল মিত্র ছিলেন? "যে কোনও চরিত্র দে, যে কোনও চরিত্র, সেই এক ছাঁচে ঢেলে দেবে" - বললে কমল মিত্রকেই মনে হয়।
  • avi | 125.187.34.224 (*) | ০৪ মে ২০১৬ ০৪:৩০54137
  • স্পেশাল পেপার ছিল গোয়েন্দা সাহিত্য, এ দেখে হিংসেয় কানদুটো সবুজ হয়ে গেল। :-)
    ব্যোমকেশের গল্পে মুস্কিল মিঞা আর হেনা মল্লিক ছাড়া আর কোনো মুসলিম চরিত্রও আসে নি মনে হয়। অবশ্য শরদিন্দু সম্ভবত স্বীকৃত নাগপুরপন্থী ছিলেন।
    আর ফেলুদার শেষদিকের বেশিরভাগ গল্পেই দেখতাম আশ্রিত/ সেক্রেটারি ধরনের লোকজন অপরাধী হত।
  • d | 144.159.168.72 (*) | ০৪ মে ২০১৬ ০৪:৩৩54138
  • যদ্দিন শরদিন্দুর রেসিস্ত, সেক্সিস্ট দিকগুলো অত নজরে পড়ত না ততদিন ব্যোমকেশ বেশ প্রিয় ছিল। তবে আমার আবার কেলাস ফোর থেকেই শার্লক হোমস প্রিয় আর এট্টু বড় হয়ে মিস মার্পল।
    ফেলুদা নারীচরিত্র বর্জিত হওয়ায় প্রথম থেকেই তেমন দাগ কাটে নি। বরং গন্ডালু ভাল্লাগতো।

    বড় হয়ে আর গন্ডালু প[অড়ার সাহস পাচ্ছি না।
  • avi | 125.187.34.224 (*) | ০৪ মে ২০১৬ ০৪:৩৪54139
  • জটায়ু আসার আগে গ্যাংটকে নিশিকান্ত সরকার জনপ্রিয় হয়েছেন, উনি জটায়ুর পূর্বপক্ষ। গোলগাল জটায়ু মনে হয় বাক্স রহস্যতে।
  • ঠিক ঠিক | 165.136.80.171 (*) | ০৪ মে ২০১৬ ০৪:৩৮54140
  • বাক্স রহস্য।

    উইকি দেখলাম। বাদশাহী আংটি, গ্যাংটকে গণ্ডগোল, সোনার কেল্লা, বাক্স রহস্য, কৈলাসে কেলেঙ্কারী - ইত্যাদি। তিন নং বইতে জটায়ুর আবির্ভাব। বাক্স রহস্যর পরে সোনার কেল্লা সিনেমা হয়।
  • dd | 116.51.30.195 (*) | ০৪ মে ২০১৬ ০৪:৩৯54141
  • "সত্যজিতের প্রবল ব্যক্তিঘৃণার বা প্রতিশোধ্স্পৃহার আরেকটি দলিল নায়ক সিনেমাটি।" - উফ। কল্লোলের কথা শোনো। একটি গৌন চরিত্র - যাকে হাতে গোনা প্রিভিলেজড ফিউ ছাড়া আর কারুর পক্ষেই আইডেন্টিফাই করা সম্ভব নয় ,আর সেটা কোনো চোখে আঙুল দেখানো কেরিকেচারও নয়,আদৌ নয় - সেটা হয়ে গ্যালো "প্রবল ব্যক্তিঘৃনা"?

    দ্যাট অ্যাপার্ট - শারদ্বতের লেখাটি ভালো লাগলো। পরিষ্কার করে লেখা। এলিটিস্ট নয়। বুঝতেও পারলাম আর চমকেও গ্যালাম - আরে তাই ত্তো, এইসবগুলো তো দেখিছি কিন্তু খ্যাল করি নি। শারদ্বত আরো লিখুক।
  • sosen | 184.64.4.97 (*) | ০৪ মে ২০১৬ ০৪:৪৬54142
  • আরে কি মুশকিল যারা বুইতে পেতিচে তারা লিখে দ্যায় না কেন? এ কি ধাঁধা?
  • Arpan | 24.195.238.91 (*) | ০৪ মে ২০১৬ ০৪:৪৮54143
  • শারদ্বতের লেখাটা ভালো, কিন্তু বড় সংক্ষিপ্ত। বড় পরিসরে লেখা যেত।

    জটায়ুকে কীভাবে পদে পদে বুলি করা হত সেটা নিয়ে একবার পরবাসে একটা লেখা বেরিয়েছিল (উদা সহ)। আরেকটা গল্প পড়েছিলাম, ফেবুতে বোধহয়, লালমোহনবাবু অনেক দিনের জমানো খার মিটিয়ে নিচ্ছেন ফেলুদা আর তোপসেকে বুদ্ধির মারপ্যাঁচে হারিয়ে, সঙ্গী সেই মগনলাল মেঘরাজ।
  • Arpan | 24.195.238.91 (*) | ০৪ মে ২০১৬ ০৪:৫৩54145
  • আরে বাদশাহী আংটির সময় কিশোর গোয়েন্দা কাহিনীতে কাদের বই বেস্টসেলার হত সেটা হয়ত ডিডিদা বা কল্লোলদা বলতে পারবে। হয়ত স্বপনকুমার (এনার আসল নাম কী) অথবা অন্য কেউ।
  • Tim | 108.228.61.183 (*) | ০৪ মে ২০১৬ ০৪:৫৩54144
  • শারদ্বতের লেখা ভালো হয়েছে। পরবাসের লেখাটা (ভুলেই গেছিলাম অর্পন মনে করালো) খুব ভালো লেগেছিলো।
  • ন্যাড়া | 109.72.224.255 (*) | ০৪ মে ২০১৬ ০৪:৫৭54146
  • প্রথমতঃ নিত্যপ্রিয় ঘোষের ভাল লেখা ছিল জটায়ুর পক্ষ নিয়ে - অনুষ্টুপে, বছর পনের-কুড়ি আগে, শারদীয়।

    দ্বিতীয়তঃ কল্লোলদার থিওরিটাও কষ্টকল্পিত লাগল।

    তৃতীয়তঃ মূল লেখাটা বেশ খারাপ। "ব্যোমকেশ বল্লভভাই প্যাটেলের অনুরোধে একটি কেস সলভ করতে যায় দিল্লিতে। এই উল্লেখ থেকে শরদিন্দুর রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট ধরা যায়" - এর থেকে কী যে রাজনৈতিক অবস্থান কী ভাবে স্পষ্ট বা অস্পষ্টভাবে ধরা যায়, কে জানে!

    চতুর্থতঃ তবে এ ধরণের লেখাই আজকাল দেখি গুরুর ট্রেন্ড। গেদে লোকাল ধরে সানন্দা থেকে এক্ষণে যাওয়া?
  • d | 144.159.168.72 (*) | ০৪ মে ২০১৬ ০৪:৫৮54147
  • বাদশাহী আংটির সময় স্বপনকুমার খানিক ছিল আর বেস্টসেলার সেইসময় ছিল নীহাররঞ্জন গুপ্তের কিরীটি রয়, হেমেন্দ্রকুমার রায়ের জয়ন্ত মানিক সুন্দরবাবু, শশধরবাবুর দস্যু মোহন এইগুলো তুমুল জনপ্রিয় ছিল।
  • b | 135.20.82.164 (*) | ০৪ মে ২০১৬ ০৫:০০54149
  • জটায়ু চরিত্র নিয়ে একটা পিগম্যালিয়ন টাইপের নাটক লেখা যেতেই পারে। সোনার কেল্লা উপন্যাসে জটায়ু চরিত্র মৃয়মাণ, রোগা প্যাংলা (যেমনটি হুঁ লিখেছেন) ক্লিন শেভেন ভদ্রলোক। পড়াশুনা করেন,গোয়েন্দা গল্পের বাইরেও ইংরিজি বইটই যথেষ্ট পড়েন। নিরীহ, কিন্তু মূর্খ নন।

    কিন্তু সোনার কেল্লা সিনেমার পরে, জটায়ু চরিত্র ও তার রচয়িতাকে স্রেফ খেয়ে ফেললেন সন্তোষ দত্ত। তিনি ইংরিজি বলতে বলতে "ফার্স্ট গিয়ারে" আটকে যান, যা জানেন সব ভুল জানেন, ফেলুদা ও তোপসের কাছে পদে পদে হ্যাটা খান, এমনকি ছবিতে জটায়ুর মুখ চোখ সন্তোষ দত্ত সুলভ হয়ে ওঠে।

    কি বলব একে? ভিস্যুয়াল মিডিয়ার জয় প্রিন্ট মিডিয়ার উপর?
  • Tim | 108.228.61.183 (*) | ০৪ মে ২০১৬ ০৫:০০54148
  • কিরীটিকে এর মধ্যে না আনাই ভালো। ধুর পুরো। স্বপনকুমার অতটা পড়িনি। বাকি দুটো চত্ববেলায় ব্যাপক লাগতো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন