এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস

    Suvajit
    অন্যান্য | ০৭ জুলাই ২০১১ | ৩৬৭১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.103.132 | ০৭ জুলাই ২০১১ ০৯:৩৯477946
  • শান্তনুদা, অধ্যাপকদের (অনেকেরই) মাসে প্রায় এক লাখ মাইনের টাকা আসে কোত্থেকে ?
  • pi | 72.83.103.132 | ০৭ জুলাই ২০১১ ০৯:৪২477957
  • সরি। লাস্ট পোস্ট শান্তনুদাকে না, অবাস্তবকে।

    বড় বড় কর্পো হাউসগুলোকে বড় বড় ছাড় দেবার টাকাগুলো আসে কোত্থেকে ?
  • pi | 72.83.103.132 | ০৭ জুলাই ২০১১ ০৯:৪৬477968
  • ১০০ দিনের কাজের কথাই ধরি। ১৫০ টাকা ন্যূনতম মজুরিই পাচ্ছেন ধরে নিলাম ( যদিও বেশিরভাগ পান না। আমার কাছে নাগরিক মঞ্চের একটা রিপোর্ট আছে, ২০০৮ এর লেবার ব্যুরোর হিসেব। প:বংগে তো প্রায় সব সেক্টরেই ধার্য ন্যূনতম মজুরির থেকে কম টাকা দেওয়া হত )।
    এবার বছরে একশো দিন ও কাজ পান না। দেশের গড় বোধহয় ৬০ কি ৭০ ।

    বছরে কত টাকা হয় ? ১০-১৫০০০ , বা তার ও কম।
    পরিবারে দুজন তিনজন আয় করলেও বাৎসরিক আয় হাজার তিরিশের উপর উঠবে না।

    প্যাথেটিক নয় ?
  • santanu | 91.226.168.2 | ০৭ জুলাই ২০১১ ০৯:৪৯477979
  • এই এক জ্বালা, এখানে একবার মুখ খুললে খুলেই যেতে হয়।

    সরকারী হাসপাতালের একটি নার্স কি সব করেছে, তা থেকে কথা হলো, তাদের মাইনে বড্ড pathetic - তার সাথে বাড়িতে বাচ্চা দেখার আয়া কোথা থেকে এলো?

    এই আয়ার মাইনে আর কতো ঘন্টা কাজ, এটা তো ঐ ডোমেস্টিক হেল্প আর ড্রাইভারদের সাথে যাবে।

    আমিতো কার টাকা কোথা থেকে আসে নিয়ে কিছু বলিনি।

    বারবার ন্যুনতম মজুরীর কথা বলছিলাম, কারণ ওট বড়ো বড়ো লোক ঠিক করেছে - যেটার ওপর বাকি Unskilled দের মজুরী রিলেট করবে - এবার সেটা কে ১৫০ থেকে বাড়িয়ে ৫০০ করা হোলে, অন্য মাইনে ও বাড়বে।
  • abastab | 61.95.189.252 | ০৭ জুলাই ২০১১ ০৯:৫৪477990
  • ন্যূনতম মাইনে সত্যিই ভীষণ কম সেটা নিয়ে কোন প্রশ্ন নেই, তবে খালি অধ্যাপকের মাইনে কেটে হবেনা কারণ লাখ টাকার অধ্যাপক তত নেই।। সব সমান করা ছাড়া কোন উপায় আছে বলে আমার মনে হয় না, তবে এ নিয়ে বিস্তারিত আলোচনার দরকার আছে।
  • santanu | 91.226.168.2 | ০৭ জুলাই ২০১১ ০৯:৫৮478012
  • এখন যদি পাই মোটামুটি মেনে নেয়, সরকারী ভাবে নিযুক্ত 4th class staff, Nurse, constable দের মাইনে ততোটা প্যাথেটিক নয়, তাইলে আমরা Domestic Help, Aya, Driver দের মাইনে নিয়ে কথা বলতে পারি।

    তবে কথাটা কিন্তু হবে বর্তমান ন্যুন্তম মজুরী ১৫০ টা মাথায় রেখে।

    ওটাকে ৫০০ করা হলে, সবকিছু বদলে যাবে।
  • PT | 203.110.243.21 | ০৭ জুলাই ২০১১ ১০:০২478023
  • যদি অনুমতি দেন তো একটু নাক গলাই.....

    এটা টয়লেট পরিষ্কারের প্রসঙ্গেও বলার চেষ্টা করেছিলাম। পেরাইভেট কোং বা দেশের সরকার কেউই বুড়ো-বুড়িদের দায়িত্ব নিতে রাজি নয়। অতএব নো পেনশন নট কিচ্ছু। যতদিন গতর আছে ততদিন খেটে খাও তারপর তোমার কপাল। এর জন্যে মনমোহনের দরকার হয়না - সোনাগাছিতে এই অর্থব্যবস্থা বহুদিন ধরে চালু আছে। তাই এইসব ক¾ট্রাক্টরের মাধ্যমে নিয়োগ ইত্যাদি।

    যারা অনেক রোজগার করে তারা কিছু বাঁচিয়ে রাখতে পারে বুড়ো বয়সের জন্যে। বাকি ৭০-৮০% মানুষের অবস্থা বেশ বিপজ্জনক। এমনকি হালে ন্যাশানাল ইন্সটিটুট বা আইআইটি গুলোতেও পেনশন ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে। সুতরাং পেনশন খোয়ানোর ভয়ে সিনিয়র প্রফেসররা চাকরি বদল করতে পারছেন না।

    অধ্যাপকদের লাখ টাকা মাইনে সরকারই দেয় - না দিয়ে উপায় নেই বলে। ৫ম পে কমিশনের যা মাইনে ছিল তাতে প্রাইভেট পড়ানোর কারখানা চালু না থাকলে দক্ষিণ কলকাতায় একটা দু-কামরার ফ্ল্যাট আর মারুতি ৮০০ কেনা স্বপ্নের ব্যাপার ছিল। মাইনে না বাড়ালে মাস্টার পাওয়া লাটে উঠত বলে সরকার মাইনে বাড়ায় ৬ষ্ঠ পে কমিশনে। তাতেও প্রায় ৩০% পোস্ট ফাঁকা পড়ে থাকছে। ঝিঙের দাম ৪০ টাকা কিলো হলে ঐ লাখ টাকা মাইনেতেও মাস্টার পাওয়া যাবেনা - বিশেষত: কারিগরী বিভাগগুলোতে।
  • pi | 72.83.103.132 | ০৭ জুলাই ২০১১ ১০:০৪478034
  • শুধু অধ্যাপক কেন, আরো কিছু বল্লাম তো। এরকম আরো অনেক কিছু আসতে পারে।
    বিস্তারিত আলোচনার দরকার তো আছে। ব্যপাররটা খুব সহজ তো না।
    কিন্তু আলোচনার দরকার আছে,এটা তো আগে মানা দরকার।
    সেটাই তো কোথাও দেখিনা। বড়ো বড়ো লোকেরা ঠিক করেছেন বলেই মেনে নি।

    সারপ্লাস চুরি কমানো গেলে এই ব্যবধান কমানো যাবে না, মনে করিনা। আর তার জন্য বিপ্লব আসতে হবে বলে হাত গুটিয়ে বসে থাকতে হবে, এমন কথাও মনে করিনা।
    পারফেক্ট আইডিয়াল সিচুয়েশন কী জানিনা, তা ডিফাইন বা তা নিয়ে তক্কো ও করতে চাইনা, এটার থেকে কিছু বেটার করা যে যায়ই আর করা উচিতও, এটুকু মনে করি।

    গুন্নাইট।
  • kc | 194.126.37.78 | ০৭ জুলাই ২০১১ ১০:০৯478057
  • নুন্যতম মজুরি ৫০০ হলেও অবস্থার কোনও উন্নতি হবেনা। কারণ তখনো ৮০ টাকায় কাজ করার লোক পাওয়া যাবে। যেটা দরকার সেটা হল, সবাই যাতে ওই ১৫০ টাকাই পায় সেটা এন্সিওর করা। ম্যাক্সিমাম লোক ১৫০ টাকা পেলে তবেই ৮০ টাকায় লোক অপ্রতুল হবে, মিনিমাম মজুরি সত্যি করে বাড়বে।
  • aka | 24.42.203.194 | ০৭ জুলাই ২০১১ ১০:০৯478046
  • পাই যাঁর অক্সিজেন মাক্স খোলার জন্য নার্স ৬০ টাকা নিয়েছে তাঁর আয় কত জানা আছে?
  • pi | 72.83.103.132 | ০৭ জুলাই ২০১১ ১০:১০478068
  • লাস্ট পোস্টটা যখন চোখে পড়লো , একটা কথাই বলে যাই।

    ঝিঙের দাম ৪০ টাকা কিলো হলেও এই ১০০-১৫০ টাকা দৈনিক আয়ের কাজের জন্য লম্বা লাইন পড়ে থাকবে, আর তাদের জন্য ঝিঙ্গের দাম সেই একই থাকবে।
    ঝিঙের কতা থাকুক।
    ওসব নাহয় বিলাসিতা।
    চাল-ডাল-দুধের দাম ই ধরা হোক।
    ঐ বছরে দশ লাখ আর দশ হাজারের জন্য সে দামগুলোও এক ।
    আর কতটা কম হলে বা ব্যবধানটা আর কতটা বেশি হলে তাকে প্যাথেটিক বলা যায় ?

    এবার সত্যি গুন্নাইট।
  • Sibu | 107.25.229.29 | ০৭ জুলাই ২০১১ ১০:১৩478079
  • ন্যুনতম আয় এনসিওর করার একমাত্র উপায় বেকার ভাতা। বেকার ভাতা ১০০ টাকা দিলে তবে ন্যুনতম মজুরী ১৫০ টাকা পাওয়া যাবে।

    দেখেচ, কেমন অপরচুনিটি কস্ট দিয়ে একটি পলিসি প্রেসক্রিপশন নামিয়ে দিলাম!!
  • PT | 203.110.243.21 | ০৭ জুলাই ২০১১ ১০:১৬478090
  • .... অ! ঝিঙে হল বিলাসিতা আর দুধ সাধারণের খাদ্য। মা গো মা, এই পরিবর্তনের সময়ে কত কি-ই যে নতুন করে শিখতে হচ্ছে.....
  • kc | 194.126.37.78 | ০৭ জুলাই ২০১১ ১০:১৯478101
  • নুন্যতম মজুরি এন্সিওর করা যাবে যদি প্রচুর কাজ তৈরী হয় তবেই। nregaতে প্রচুর রিয়েল কাজ, যাতে নিজেদের লোককে দেওয়ার পরেও আরও কাজ থাকে, যাতে সবাইকে ইনক্লুড করতে বাধ্য হবে সিস্টেম। তার জন্য চাই প্রোজেক্ট, বেশীর ভাগ ক্ষেত্রেই চাই জমি, আবার সেই সাইকল। :))
  • abastab | 61.95.189.252 | ০৭ জুলাই ২০১১ ১০:২৭478112
  • PT চিন্তা করবেন না, আমরা একটু এদিক সেদিক ছোটখাট পরিবর্তন এনেই দেশের ভোল বদলে দেবো।
  • Sibu | 107.25.229.29 | ০৭ জুলাই ২০১১ ১০:২৯478123
  • দুধ সাধারনের খাইদ্য হলে সে একটা দারুণ পরিবর্তন বটে। তখন দিদি জিন্দাবাদে গলা মেলাতে আপত্তি থাকবে না।
  • abastab | 61.95.189.252 | ০৭ জুলাই ২০১১ ১০:৩১478134
  • সোজা হিসেব, দেশে ধরা যাক ১০০ কোটি লোক আছে। আর সব চুরি যোগ করলে ধরা যাক ১ কোটি কোটি হবে।
    এই চুরির টাকা সবার মধ্যে সমান করে বিলিয়ে দিলে সবার হাতে পড়বে ১ লাখ, কি হবে তাই দিয়ে। সবাই পুঁজিপতি হয়ে পানের দোকান ছাড়া আর কিছু তো ভাবতে পারছি না। তাই এসব নিয়ে আলোচনায় না
    যাওয়াই ভালো।
  • dukhe | 122.160.114.85 | ০৭ জুলাই ২০১১ ১০:৩২478145
  • আমার মাইনে কম বলে আমি কাজ করব না এই যদি যুক্তি হয়, তবে সে কাজ না নেওয়াই ভালো । কিছু কিছু চাকরি এইভাবেই লোপ পায় ।

  • Bratin | 117.194.101.121 | ০৭ জুলাই ২০১১ ১০:৪০478157
  • তবে যে PT দা যে বললো ব্যস্ত। কি জানি বাবা। ব্যস্ততার নতুন ডেফিনেশন হবে হয়তো!! :-)))
  • siki | 123.242.248.130 | ০৭ জুলাই ২০১১ ১০:৪৪478168
  • পুনের AFMC হাসপাতালে রিসেন্টলি দুটি ফর্জি চাকরির আবেদনপত্র জমা পড়েছে। সেক্রেটারির সাইন করা, ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড ওয়েলফেয়ার মিনিস্ট্রির লেটারহেডে চিঠি লিখে রীতিমতো AFMCকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ভারতের রাষ্ট্রপতির নামে, যে এদের জয়েন করানো হোক।

    ইংরেজি ভাষার বাঁধুনি দেখে সন্দেহ হওয়ায় তাদের আর চাকরি দেওয়া হয় নি। তবে যে যে পোস্টের জন্য ঐ দুজন অ্যাপয়েন্টমেন্ট লেটার এনেছিল, তার মধ্যে একটা পোস্ট হচ্ছে, রানার!!!
  • Update | 72.83.103.132 | ০৭ জুলাই ২০১১ ১১:৩০478179
  • Name:ArpanMail:Country:

    IPAddress:202.91.136.71Date:07Jul2011 -- 10:55AM

    এই ভাবে কোথাও পৌঁছনো যাবে না। একটা কেস স্টাডি নেওয়া যাক।

    http://www.anandabazar.in/archive/1110706/6raj4.html

    এইবার সরকারি দুধকে কীভাবে বছর পাঁচেকের মধ্যে হায়েস্ট মার্কেট শেয়ার ধরানো যায়, সেই নিয়ে সবার দু' পয়সা হোক। সিপিয়েম, অতি বাম, বাজারপন্থী, মধ্যপন্থী সবাই একটা করে সল্যুশন রোডম্যাপ পেশ করুন দিকি।
    ________________________________________

    Name:kcMail:Country:

    IPAddress:194.126.37.78Date:07Jul2011 -- 11:00AM

    অপ্পন, সিনিমা দেখো, মন্থন - বাই শ্যাম বেনেগাল।
    ________________________________________

    Name:sikiMail:Country:

    IPAddress:123.242.248.130Date:07Jul2011 -- 11:09AM

    http://www.anandabazar.in/7swasth1.html

    এগুলো পড়লে মুখ দিয়ে পাতি খিস্তি বেরোয় ...
    ________________________________________

    Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.85Date:07Jul2011 -- 11:15AM

    সিকি পিছিয়ে পড়ছেন । এই নিয়ে কত জল গড়িয়ে গেল এই টইয়েই ।
    ________________________________________

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.246.230Date:07Jul2011 -- 11:22AM

    @Bratin
    ব্যস্ত থাকতে থাকতে পড়ে ফেলতে পারতাম বলে লিংকদুটো চেয়েছিলাম। উত্তর দিতাম সময় করে ভেবে-চিন্তে।

  • abastab | 61.95.189.252 | ০৭ জুলাই ২০১১ ১১:৪৪478190
  • সরকার বাবু দুধ নিয়ে খয়রাতি করে ফতুর হয়ে গেলেন গো।

    "অথচ বেসরকারি ডেয়ারিগুলূ তো কম-বেশি কুড়ি টাকা দরেই দুধ বিক্রি করে!"--তাই, এখানে (চেন্নাই) স্পেনসারে বেসরকারি দুধ ৩০ টাকার কাছে লিটার।
  • Arpan | 202.91.136.71 | ০৭ জুলাই ২০১১ ১২:০৩478201
  • কর্ণাটকে নন্দিনী দুধ ডাবল টোনড বাইশ টাকা লিটার।

    http://www.kmfnandini.coop/

    বাকি কেউ এর কাছে পাত্তা পায় না।

    প:বঙ্গে খালি থিওরি কপচানো সার, কাজের বেলায় ঢুঁ ঢুঁ?
  • abastab | 61.95.189.252 | ০৭ জুলাই ২০১১ ১২:২৩478212
  • একটা ভুল হচ্ছে মনে হয়। নন্দিনি সরকারি নয় একটি সমবায় সমিতি। তার সাথে তুলনা করতে হলে পশ্চিমবঙ্গের দুগ্‌ধ সমবায় সমিতির সাথে তুলনা করা দরকার। কর্ণাটকে দৈনিক সর্বাধিক ৪২ লাখ লি: উৎপাদন। তামিলনাড়ুতে নন্দিনির বদলে আভিন তারা রোজ ২২/২৩ লি: উৎপাদন করে।
  • Arpan | 202.91.136.71 | ০৭ জুলাই ২০১১ ১২:২৫478223
  • বেশ। সমবায় সমিতি। প:বঙ্গে একসময় দ্যাট কনসেপ্ট ওয়াজ ইন ভোগ।

    তো, প:বঙ্গে এখন সমবায় সমিতির বিপণন ব্যবস্থা কাদের হাতে?
  • abastab | 61.95.189.252 | ০৭ জুলাই ২০১১ ১২:৩৫478234
  • সে নিশ্চয় তাদের নিজেদের হাতেই আছে। সরকারের অনেক দপ্তরেরই মূল উদ্দেশ্য হল কিছু লোককে চাকরী দিয়ে সুখের লটারী দেওয়া। এদেরকে উঠিয়ে দেওয়া যেতে পারে তবে তাতে কারুর কোন সমস্যার উন্নতি হবে বলে মনে হয় না।
  • dukhe | 122.160.114.85 | ০৭ জুলাই ২০১১ ১৩:২৫478245
  • কিন্তু দুধ নাকি সাধারণে খায় না ? সবাই লিকার চা ধরেছে ? আর বাচ্চাদের বোতলে ঝিঙের রস ? :)
  • PT | 203.110.246.230 | ০৭ জুলাই ২০১১ ১৩:৩৪478256
  • এত তাড়াতাড়ি?

    The local people vanquished the CPI-M in the Assembly poll by defeating Mr Rabin Mondol, former chief whip of the party in the state Assembly, and Mr Tapas Chatterjee, chairman of Rajarhat Gopalpur municipality.
    “We felt bad the way the legislators Mr Purnendu Basu, state labour minister, and Mr Sabyasachi Dutta, vice-chairman of Bidhannagar municipality, behaved with us like the CPI-M”, said some people of Rajarhat. http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=375620&catid=72

  • de | 59.163.30.4 | ০৭ জুলাই ২০১১ ১৩:৩৬478268
  • মুম্বইতে কিন্তু ঝিঙে বিলাসিতা -- কুড়ি টাকা পাও (২৫০ গ্রাম)যাচ্ছে -- তার তুলনায় দুধ সস্তা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন