এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুরের জমিতে রইল-এর কর্খন

    chhodmobeshi
    অন্যান্য | ১৬ ডিসেম্বর ২০০৯ | ৩৩০১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manish | 117.241.228.157 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৫:২২423908
  • আবাপ নিরব
    শুধু আমিরকে নিয়ে আমিরী
  • PT | 203.110.246.230 | ১৭ ডিসেম্বর ২০০৯ ২০:০৮423919
  • ......farmers in Sankrail, some 50km away (from Singur), from whom 700 acres of land was forcibly acquired in 1981, wait for the railways to honour its commitment to build a goods terminal there, employing at least one person from each of the 500 displaced families.
    http://www.livemint.com/2009/12/15215825/Bengal-villagers8217-wait-f.html


    দিদি তো সাঁকরাইলের এই জমিতে অন্তত: কোচের বদলে কচুর ফ্যাক্টরি বানাতে পারেন। তাহলে সিঙ্গুরে কোচ-শিল্প আর সাঁকরাইলে কচু-কৃষি..........হাসি-খুশী.....শিল্প-কৃষি দুই বোন....... দিদি যেমনটি চেয়েছেন তেমনটি হত!!

  • Blank | 170.153.65.102 | ১৭ ডিসেম্বর ২০০৯ ২০:১৯423930
  • এতা শমীকের জন্যি,
    খুশীর প্রাসাদ গড়ি,
    মাছ ধরি আয় ...
  • Manish | 117.241.228.157 | ১৭ ডিসেম্বর ২০০৯ ২০:২৮423941
  • খাসা বলেছেন।
    কিন্তু দিদি যদি বলেন :
    ওরা বলার কে? বেশ করবো,আমার জমিতে আমি heritage ইত্যাদির office বানাবো ,কমিটির official দের থাকবার জন্য গৃহ বানাবো,আমার ইচ্ছে
  • dukhe | 117.194.227.188 | ১৭ ডিসেম্বর ২০০৯ ২০:৫৭423952
  • heritage কে না ধরে রাখতে চায় ? সে জন্যই তো vedicvillage তৈরী হয়েছিল । ভারতীয় সংস্কৃতির এই পীঠস্থানকে আমরা যেন ভুলে না যাই ।
  • Manish | 117.241.229.13 | ১৮ ডিসেম্বর ২০০৯ ১১:০৩423963
  • এই কি সেই পীঠ্‌ষঠান যা গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন আরাবুল সাহেব
    আর যেখানে গ্‌ফ্‌ফ্‌র সাহেব,খুদে সাহেবদের প্রধান কার্যালয় অবস্থিত
  • dukhe | 122.160.114.84 | ১৮ ডিসেম্বর ২০০৯ ১১:১০423974
  • অবশ্যই । এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণ গিরি যেখানে রাজ্যের মন্ত্রীরা নিয়মিত 'ডাক্তার দেখাতে' যান । সিঙ্গুর-নন্দীগ্রামের পর এই গ্রামখানি এ রাজ্যের জমি নিয়ে বিস্তর ঘোটালার উঙ্কÄল উদাহরণ । এ প্রসঙ্গে মহামান্য সরকার বাহাদুর বলছেন - থাক থাক, সে অন্য শেয়ালের কথা ।
  • Manish | 117.241.229.13 | ১৮ ডিসেম্বর ২০০৯ ১১:৩০423985
  • এত খবর প্রতিদিন পড়েও জানতে পারিনি।ধন্যবাদ অবগত করাবার জন্য
  • Damayanti Guha | 117.200.83.196 | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৮423996
  • মমতাদেবী (মহশ্বেতদেবী এস্টাইলে বললুম) আসলে সিঙ্গুরের জমি নিয়ে বুদ্ধবাবুকে (কিংব সিপিএমকে) চমকানোর চেষ্টায় ছিলেন । তুড়ি মেরে 'তিন সেকেন্ডে মাওবাদী সমস্যা সমাধান করে দেব' .. তর্জনী তুলে 'ভেলকে না দিয়ে রেলকে জমি দিক, দেখিয়ে দেব কি করে কারখানা করতে হয়' .. এগুলো রপ্ত করতে কলজে লাগে, মানতেই হবে । এখন যেই বুদ্ধবাবু বলেছেন, বেশ রেলই কারখানা করুক, শেয়ালের গর্তে ঢোকার কথা মনে পড়ে গেছে ।
    তাতে কি ? শেয়াল গর্তে ঢুকলেও হুক্কা হুয়া চেঁচাতে পারে না নাকি ?
    মমতাপন্থীদের এখন সেই অবস্থা । হুক্কা হুয়া-ই সার ।
    মমতাদেবী আগে একটা কিছু করে দেখান । ফিল্মি এস্টাইলে রোজ টিভি ক্যামেরায় দর্শনের জন্যে বরাদ্দ সময়টা অন্তত কাজ করুন । অন্তত নিজের দলের জন্যে একটা দুটো কাজ করলেও তো পারেন । সোনালি পার্থ মুকুল এ সব শব্দের মানে শেখানোর কাজটা যেমন ।
    এত এত সাহিত্যিক নাট্যকার গায়ক সংস্কৃতিবান লোকজনকে পোষার খরচটা তুললেও তো পারেন । নাকি ?
    কেউ না হয় নেত্রীকে তুড়ি মারা শেখানোর কায়দাটাই ভালো করে শেখাবেন । এক তুড়ি মানে সব ফক্কা । দুই তুড়ি মানে নিজেদের পকেটে ঢোকানো । তিন তুড়ি মানে সিপিএম-খুন ।
    রেলের দ্বারা কারখানা সম্ভবই না, এ কথা মমতাদেবী সেই challenge জানাবার দিনও জানতেন, আজও জানেন । মাঝখান থেকে হুক্কা হুয়া ডাকে শেয়ালদের গলার দফারফা ।
  • dukhe | 122.160.114.84 | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:২৩424008
  • মা কালী! রেল আজ অবধি কোথাও কোন কারখানা বানিয়েছে ? বানালেও টাটার জমিতে বানিয়েছে ? অন্যের জমিতে কারখানা বানাতে বুকের পাটা লাগে । মমতার এসব সেরেফ গিমিক বৈ কিস্যু নয় ।
  • Suvaprasanna | 117.200.80.98 | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৩:১৩424019
  • মাইরি! এটাই আমার নাম। আজকাল নিজের নাম বলতে ভয় হয়। বলছিলাম যে, গিমিক ছাড়া কি আছে মমতার । তবে সেই গিমিকে এত তাবড় তাবড় লোক নেত্য করছেন যে মোচ্ছব কাকে বলে বেশ বোঝা যাচ্ছে । কি করে টাটাদের তাড়িয়েছিল, ভুলে যাই নি। পাহারাদারদের পর্যন্ত মারধোর। নাহ। সবটাই গিমিক নয় । দিদির হাতের থাবাটা ইয়া বড় দেখা যাচ্ছে। আজকাল থাবা থেকে নখগুলো বেরিয়েও আছে।
  • robin | 117.200.81.67 | ১৯ ডিসেম্বর ২০০৯ ০৮:৪৯424030
  • আরে বাবা গিমিকই তো সব। সিপিএমের সঙ্গে লড়তে গেলে গিমিকসর্বস্ব না হলে চলবে না। সেই গিমিক দেখানোর জন্যেই দিকে দিকে সিপিএম-হত্যা। দিদি ঘাসফুলের ছবি আঁকছেন আর দিদির লোকজন দিকে দিকে গিমিক বিক্রি করছেন। লেটেস্টটা শুনুন।
    সিপিএম আমেরিকাকে গাল পাড়ে, সেই রাগে আমেরিকা ভারতের দিকে আর তাকাবে না । আর আমেরিকা রাগ করলে তখন সেক্টর ফাইভের ছেলেগুলো বেকার হয়ে যাবে। সেই জন্যে মমতা মা-মাটি-মানুষের ভাবনায় রাতের ঘুম নশ্‌ট করে ঐ ছেলেগুলোকে বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দেবার জন্যে সিপিএমের সাম্রাজ্যবাদ-বিরোধী অবস্থানকে তুলোধোনা করে।
    ইহাও গিমিক। এবং বাজারে বেশ চলিতেছে।
    মমতার ভাগ্যি ভালো। আজকাল ভাবনাচিন্তা করে তেমন ছেলে হাতে গোনা যায়। (অবিশ্যি সেজ্‌নয়েও সিপিএম দায়ী। ইংরেজিটা তুলে দিয়ে শিক্ষার যা হাল করেছে)

  • dukhe | 117.194.229.161 | ১৯ ডিসেম্বর ২০০৯ ১৮:০০424041
  • পুরো ব্যাপারটাই সি আই এ-র চক্রান্ত ।
  • Ananda Sengupta | 117.200.80.140 | ২১ ডিসেম্বর ২০০৯ ০৯:০০424052
  • মমতার ক্ষমতাই নেই কিছু করার। ওনার ক্ষমতা একটাই । খুনের রাজনীতি করা আর পকেটে টাকা গুঁজে দিয়ে বিদ্বজনকে কাছে টানা। আমজনতা পরিবর্তনের চাহিদায় তার দিকে তাকিয়ে আছে। পরিবর্তনের ক্ষমতা থাকলে তো! মমতা পশ্চিমবঙ্গে একটাও কাজের কাজ করে নি, করবেও না। সিঙ্গুরে রেলের কারখানা? কোনোদিন হবে না। দশ বছর পর মিলিয়ে নেবেন দাদারা। সব গলাবাজি সেদিন দেখা যাবে। একটা কাজও করে দেখাতে পারবে না। সে ক্ষমতাই নেই। সুযোগ বুঝে যতখানি লুটে পুটে খাওয়া যায় সেই কাজ চলছে।
  • pinaki | 67.43.241.179 | ২১ ডিসেম্বর ২০০৯ ১০:৩০424055
  • হুম্‌ম্‌ম। চিত্রগুপ্তের খাতায় স-অ-অ-অ-ব পাপপুণ্যের হিসেব লেখা হচ্চে। ১০ বছর পরে সব কড়ায় গণ্ডায় চুকিয়ে দেওয়া হবে।
  • Bratin | 125.18.17.16 | ২১ ডিসেম্বর ২০০৯ ১১:১৬424056
  • মানে আনন্দ বাবু কি করতে বলেন?
    C.P.M. বিকল্প হিসাবে যেই আসবে সেই আরো খারাপ করবে এই ভয়ে আমরা C.P.M র এই নৈরাজ্যবাদ "enjoy" করে যাব অনন্ত কাল??
  • Blank | 170.153.65.102 | ২১ ডিসেম্বর ২০০৯ ১১:৫১424057
  • 'নৈরাজ্যবাদ'
    এতো সেই টিনটিনের বাংলা অনুবাদে শেষ লেখা হয়েছিলো। আর তারপর এই পড়লাম।
  • Bratin | 125.18.17.16 | ২১ ডিসেম্বর ২০০৯ ১১:৫৯424058
  • কথা টা গ্রামাটিক্যালি ইনকারেক্ট কি? বাড়ি তে গিয়ে দেখতে হবে....
  • Blank | 170.153.65.102 | ২১ ডিসেম্বর ২০০৯ ১২:৩৩424059
  • থিওরিটিকালি কারেক্ট কিনা, সেটা ভাবা উচিৎ আগে
  • Bratin | 125.18.17.16 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৩424061
  • আচ্ছা । সেটা ও ভাববো। শব্দ টর বুৎপত্তি গত অর্থ নিয়ে ভাবতে হবে।
  • dukhe | 122.160.114.84 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৩424063
  • যাক, রাজ্য সরকার টাটার হাত থেকে নিয়ে জমিটা রেলকে দিলেই মমতার জারিজুরি ফাঁস এবং ২০১১ তে ব্যাক টু সিপিয়েম । হাঁফ ছেড়ে বাঁচলাম !
  • Manish | 117.241.228.175 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৭:০৩424064
  • সাম্প্রতিক বিরোধি দলের সাফল্য ও পরবর্ত্তিকালে বিরোধিদের পেশী প্রদর্শন,আইন না মানার প্রবনতার নীরিখে কিছু প্রশ্ন জেগে উঠেছে :
    আমরা কি আবার ৭০ দশকের কালো দিনে ফিরে যাচ্ছি যখন প্রতিটি অন্‌চল শাসিত হোতো বিশেষনধারী কিছু গুন্ডার দ্বারা (চোরা অমল,কানা অজিত,হাতকাটা দেবা ইত্যাদি ইত্যাদি ) আর কথায় কথায় গলার মাপ নেবার হুমকি।

    এ ব্যাপারে আপনার অভিমত স্বাগতম।
  • dukhe | 122.160.114.84 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৭:৩১424065
  • হাতকাটা দিলীপ (যাঁকে ধরতে গেলে পুলিশ অফিসারের পেছনে ভিজিল্যান্স লাগানো হয়),শ্মশান স্বপন ইত্যাদির নাম পালটে গফফর আরো কী সব হওয়া নিয়ে আমার কোন অভিমত নাই । কেউ তার তোয়াক্কাও করে না ।
  • nirananda | 117.200.84.36 | ২৩ ডিসেম্বর ২০০৯ ১২:৫৬424066
  • দুখেবাবুকে বলছি। হাতকাটা দিলীপদের দাদা তো আপনার দিদিরও দাদা শুনেছি। তখন 'মমতা আমার ছোট বোন' বলে মাথায় হাত বুলিয়ে দিতেন বলে কি আপনার দিদি প্রতিবাদ করে নি? এখন বুদ্ধবাবু তাঁর 'দাদা'(কিংবা ...) হতে অস্বীকার করলেন বলেই কি দিদির এত রাগ?
    ব্রতীনবাবুকে বলছি। না না, সিপিএমের 'নৈরাজ্য' মানবেন কেন? তার চেয়ে আরো বড় নৈরাজ্যের দল যখন এসেই পড়েছে। দিকে দিকে তাদের জয়। দেখছেন না?
    ডিগবাজিবাবুকে কিছু বলছি না। ডিগবাজি খাওয়া পার্টি তো বুদ্ধিজীবীমহলে কম দেখছি না। তেনারা সদাই তক্কে তক্কে থাকেন, কখন কোনদিকে গেলে আখের গোছানো হবে।
    তবে ম্মুদিদিকে বলছিলাম। অনেকগুলো কলেজে আপনার দিদির দল হেরেছে শুনছি। কি বলবেন? এস এফ আই নিরবাচনে নমিনেশন ভরতে দেয় নি? নাকি সিপিএম রিগিং করে জিতিয়েছে?
  • pinaki | 67.43.241.179 | ২৩ ডিসেম্বর ২০০৯ ১৩:০৪424067
  • সেকি, আমি যে অন্যরকম শুনলাম! ২০ বছর, ২৭ বছর, ৩০ বছর পরে নাকি অনেক জায়গায় এসেফাই হেরেছে এবার। অনেক জায়গায় নাকি এবারেই প্রথম হারল! ভুল শুনলাম? :-o
  • nirananda | 117.200.84.36 | ২৩ ডিসেম্বর ২০০৯ ১৩:১০424068
  • আর ঐ নাম পাল্টে কি সব হওয়া নিয়ে দুখেবাবুর কোনো অভিমত না থাকাই ভালো। কত মনে রাখবেন? দুখেবাবু নাম পাল্টে ২০১১য় যেদিন সুখেবাবু হবেন সেদিন আমার অভিমত জানাবো বরং।
  • nirananda | 117.200.84.36 | ২৩ ডিসেম্বর ২০০৯ ১৩:১৩424069
  • না না পিনাকীবাবু, আপনারা ভুল শুনবেন তাও কি হয়? আপনারা যা শুনবেন তাই তো জনগণ শুনবে।
  • saikat | 202.54.74.119 | ২৩ ডিসেম্বর ২০০৯ ১৩:১৮424070
  • আমি তো জানতাম বেগতিক দেখে বৈদিক গ্রামের খুদেই পরিবর্তনের হাওয়ায় দুখে হয়েছে। হায়, তা কি ভুল ?
  • Manish | 117.241.228.178 | ২৩ ডিসেম্বর ২০০৯ ১৩:২৩424073
  • @ Niranandababu
    আপনি pinakibabupostটা ঠিক ধরতে পারিননি।News paper এর খবর কিন্তু উল্টো ভাবে পরিবেশন করা হয় আর সেটাই উনি বোঝাতে চেয়েছেন।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন