এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - ২

    pharida
    অন্যান্য | ২১ নভেম্বর ২০০৯ | ৩১১৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tkn | 122.163.3.13 | ২৭ নভেম্বর ২০০৯ ১৫:৪৪429013
  • ফলত: যতেক বৃক্ষ সামলায় পাতা
    হেরোশিও হুতাশনে চুলকান মাথা
    গুরুজী মুচকি হেসে লেখনীরে কন
    এসো বাছা বুকে মোর যক্ষের ধন
  • dd | 122.167.14.14 | ২৭ নভেম্বর ২০০৯ ২২:২২429024
  • গুরুপত্নী চিৎকারিলা "এই ও ওথেলো
    এইমাত্র ঘর মুছে উজলা উতলা
    চকচকিত্ব খ্যাল নেই ? মুখেতে বাতেলা
    চোখ নেই? খালি পায়ে সামলে পা ফেলো।"
  • dd | 122.167.14.14 | ২৭ নভেম্বর ২০০৯ ২২:৩২429035
  • অপিচ চন্ডালে কয় "হ্যাদে গো পোর্শিয়া
    হৃৎপিন্ডে ধুধুক্কার তোমারে দর্শিয়া
    কি ফিগার। ও মুখশ্রী। ব্রহ্মান্ড হর্ষিত
    ভুতেরাও রাজ করে অখন্ড সর্ষিয়া*

    *সর্ষেকে যে ভুসুকপাদ সর্ষিয়া কইতেন, সেইটা নিশ্চয়ই লিখে দিতে হবে না?
  • dd | 122.167.14.14 | ২৭ নভেম্বর ২০০৯ ২২:৪১429046
  • বন থেকে বেড়োলো টিয়ে,উঁকি মারে ইতি আর উতি
    ল্যাঙটের ফান্দে পরে বগা কান্দে,
    গন্ধে কাতরম ছেঁড়া জুতো
    ফুটো মোজা,আন্ডিহীন,সগর্জনে খুলে যাচ্ছে ধুতি।

  • sIm | 219.64.11.35 | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৫২429057
  • ধুতি খুল্লে দোষ নেই - বস্ত্রহরণে দ্রৌপদী
    টেবিলের তলায় আঙুলের খেলা, ফুলছে গদি।
    বনের টীয়া বেরোলে পরে, ছুঁচো ঢোকে গর্তে,
    ইঁদুর দৌড়, লীলাখেলা, চুটিয়ে চলছে মর্তে।।

  • . | 219.64.11.35 | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৫৯429068
  • ভিকির কবিতার মানে তো স্পষ্ট.. সুলভ সৌচাগার ছিলনা তাই যেখানে সেখানে মানব দেহের থেকে তরল amoniya রাজত্ব করছে।
  • sIm | 219.64.11.35 | ০১ ডিসেম্বর ২০০৯ ০০:০২429079
  • গন্ডা গন্ডা ছেলেপিলে, মায়ের বুকে নেই দম
    উনুনে পোড়ে চ্যালাকাঠ, হাঁড়িতে চাল কম;
    ঘড়িতে দম মুখেতে পান,রেডিওতে হিন্দি গান,
    দুপুর ঘুমে স্বপ্নেআসে যখেরধন আর শাজাহান।
  • sautam mitra | 219.64.11.35 | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৫৯429090
  • অজুহাতে হাত উঠেছে - মা বোন নেই খেয়াল
    যারা ভালোবাসতে জানে, তারাই ভাঙে দেয়াল।
    রাজত্ব করে সন্ত্রাসবাদ, বানায় নষ্ট মেয়েমানুষ-
    মানুষ মানের বড়াই করে, কোথায় গেছে হুঁশ?
    রাজায় রাজায় রাজনীতিতে পায়ের তলায় ঘাস
    মাথা তোলার অগাধ প্রয়াস উঠছে নাভিশ্বাস!
    হাজার তারার ঝাড়বাতি আজ ধূলোজালে বদ্ধ;
    সত্য মিথ্যা করছে লড়াই-অন্তরালে হাসে বুদ্ধ।
    মাঠের ফসল পুড়লো মাঠে-হিংসা বিবাদ হায়!
    রাজার ছেলের অন্নপ্রাশন কাঙালেরা ভাত পায়;
    তার আর পর নেই জানি, লোভের আছে শেষ?
    ওদের শান্তির মীমাংসায় ভালোবাসা নি:শেষ।
  • pharida | 122.163.95.252 | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:২৯429101
  • পাহাড়ের কুঁড়ি কিছু রাখা ফুলদানি
    নৌকাতে জপমালা ভাসে আশৈশব
    ঝর্ণায় স্নান সেরে ভোরবেলা বইগুলো
    পড়তে চলে যাবে পাশের গাঁয়ে
    ওপার থেকে ব্যাপারী আসবে বলে
    মৃন্ময়ী সবচেয়ে অস্থির শাড়ি নামায়
    মন্থর সময় টুকি দিয়ে সাময়িক অস্তে যায়।

  • pharida | 122.163.95.252 | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৩429113
  • ঘুড়ির কাছে রাখি চড়িভাতি, হাঁটুজলে ওকালতনামা
    সারাদিনমানে অহংকার গুঁড়ো গুঁড়ো-
    বাতাসে তুলো ওড়ে
    নদীরেখা বুকে ছবি এঁকে দিলে সরলবর্গীয় অরণ্য জন্ম হয়
    তটভুমি ক্ষতবিক্ষত – তবু সব শক্তি দিয়ে সবুজের আঁচড়ে
    এফোঁড় ওফোঁড় শহরতলী।

    রাত হলে চুপিচুপি খিড়কিতে কান পাতি
    দু-একটি শব্দ দেখি দ্রুত ফিরে যেতে থাকে
    যেন তাড়া খাওয়া কুকুরেরা –
    ওদের রুটি ছোঁড়ে পেন্টু নামানো রাস্তার ছেলে –
    রাখি টিউকল ওদের কাছে
    গুঁড়ো গুঁড়ো অহংকার ধুয়ে যেতে থাকে জলে মিশে।

  • pharida | 122.163.95.252 | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৩429124
  • খেলা যখন বাড়ছিল সব এক গলা জল
    তালসিঁড়ি ঐ ঘাটের পৈঠা হচ্ছে পিছল
    ঝাঁপ জুড়েছে রাতের ঘুমে থির বিজুরি
    সিঁদ কেটেছে রাতের সঙ্গে ইলশেগুঁড়ি।

    এই শরীরের গাছপালারা পর্ণমোচী
    আসছে বছর সেলেট থেকে অম্নি মুছি
    রাজহাঁসেরা আসতে থাকে ভোরবেলাতে
    ডুবজলে সেই এক একজনের তৃষ্ণা মেটে?

  • pharida | 122.163.95.252 | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৫০429135
  • এতই সন্দিগ্‌ধ –নিজেকে অশরীরি ভেবে বসি
    ছায়া নিয়ে লুটোপুটি ফুটপাথে-
    এত যদি ফুলছাপে ঝলমল করে ওঠো
    নাটকের কুশীলব আবৃত্তি করে নদীজল।
    এত গাছপালা দেখে সবুজ হয়ে যাব – এতখানি
    নিবিড় সহযোগে হেসে উঠি
    পায়রা উড়ে এসে কাঁধে বসে
    অনন্য পান সেজে দিয়েছ কি লবঙ্গ দিয়ে গেঁথে?
    নৈবিদ্যি বাতাসা ছুঁয়েও দেখিনা যেন -চলে যেতে যেতে
    আলোচাল নিভে নিভে আসে-
    এতই সন্দিগ্‌ধ বোধে অশরীরি বলে বসি।

  • pharida | 122.163.95.252 | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৩429146
  • শক্ত কাগজের পলকা দেওয়ালে – থাক সে ভুল লেখা ঠিকানা
    সাবানে ভিজোনো কাপড়ে জঞ্জাল তোমাকে তখনো দেখিনা
    কীকরে ধুপকাঠি জ্বলেছে সারাদিন ভেবেছে একাকার সব গান
    তেমনই কাগজে মেশানো রঙ ভুল নোঙর শব্দের পায় কান।

    এমনই সুযোগের নাটুকে বেশবাস টায়রা চমকালো হঠাৎই
    নিজেকে খেলাঘর বানিয়ে মোম জ্বালা রঙীন বইখানি মলাটই-
    খুলেছে নিজেহাতে নাছোড় উপহার এমন কাগুজে মৌতাত
    ব্যথাটা বেঁচে থাকা বাকিটা খুঁজে নেয় ঠিকানা ভুল করা দুই হাত।

  • pharida | 122.163.95.252 | ০৫ ডিসেম্বর ২০০৯ ০০:১০429157
  • হয়তো তুমি এই পাতারই আনাচকানাচ অঙ্গীভুত
    এই শরীরের বারান্দাতে শুকোয় শাড়ি আনন্দিত
    রান্নাঘরে কিচিরমিচির ফর্দ থেকে বাদ গেছে যা
    আবাল্য সেই শব্দ প্রবর ওম জড়িয়ে বেদম শুত
    ইচ্ছেটা কি – হিং ফোড়নের গন্ধ আসে জ্বরের মতো
    আধফোটা সব ঠিকানা তার ফোস্কা চাপা নতুন জুতো
    আটপৌরে বখে যাওয়া এই পাতারই সঙ্গী তুমি
    ভাত বেড়েছ বললে তুমি হয়ত সে চান করতে যেত
    একলাটি সে, এই পাতাতে দুর্ঘটনায় এক নিহত দুই আহত

  • pharida | 122.163.95.252 | ০৫ ডিসেম্বর ২০০৯ ০০:১১429168
  • এখন সুদুর মানে উটকো লোকের ফোন এসে এসে তছরুপ সীমিত তহবিল
    যেন সমুদ্র হানা দেয় ঘরে, লক্ষ্মীপেঁচা সেই আলোতে চোখ পিটপিট
    অলীক নাগরিক সব সুদুরেরা তামাকে সুখটান অন্তে –
    আপন গোয়ালে সমাসীন, এতো দূর থাকে কেন মানুষ
    কেন ছাতিমতলার ভারী গন্ধে ছোঁয়া পেতে সদরে নামে মানুষ
    এমন বিশ্রাম ছিল সেই ওয়েটিং রুমে যে একের পর এক ট্রেন –
    ছেড়ে গেলে সেখানেই থাকো কেন সদুর বন্ধুতা?

  • pharida | 122.163.95.252 | ০৫ ডিসেম্বর ২০০৯ ০০:১৫429179
  • ছিবড়ে নগর হাততালি ওর গরম জামা শতছিন্ন
    তাও সবুজে হাসছে কোঁচর খুচরো শব্দ সমানচিহ্ন
    রাখছে খানিক ছড়াচ্ছে সব তুবড়ে থাকা টিনের বাটি
    লাল আলো পথ আটকে দিলে পিছন ঘষ্টে হাঁটাহাঁটি।
    ওটাও সবুজ বললে পাগল ডাকনামে সব চিঠির পাতা
    ফুটপাথে সব সাম্যবাদী গোটা আষ্টেক মুন্ডু মাথা।

  • pharida | 122.163.95.252 | ০৫ ডিসেম্বর ২০০৯ ০০:৪৬429190
  • যেন এখনি আসবে তুমি অবারিত সীমান্ত দ্বার যেদিকে দুচোখ যায় –
    আর না ফেরার কথা মনে করায় তেমন নিবিড় অন্ধকার হয়ে আছে
    আলো থাকলে গ্রামগঞ্জ দেখা যেত বৈকি, আলপথে ভাগবাটোয়ারাও
    মায় শিরা-উপশিরা ময় মানব প্রত্যঙ্গ সাবলীল প্রকাশ ভঙ্গিমায় বিচরিত
    যেন আসবে এখনি তুমি – চোখ খুললে আলো আরো বেশি কাছে আসে
    আঘ্রাণ শারীরি বড়, শোনা কথা ছল করে নিয়ে আসে নিকট আত্মীয় যত
    তাদের দেখে বিড়ম্বনা উচ্চারিত হলে চলে? এখনি আসার সাড়া পেয়ে
    দেখ কত উজ্জীবিত সবুজ আজকাল – নিজের বাগানে লতা বরণ করে

    সব নক্ষত্র পিছু এক একজন আসুক এক। মাত্র একটাই অসুখ থাক এ জন্মে
    যেন কলমীর লতা ঘিরে থাকে পুকুরের পাড় – প্রতি শীতে একটি বৃষ্টিদিন
    পাওনা চুকিয়ে বেড়াতে যাব সপরিবারে – গাড়িতে পুরোনো গান আবিচল
    কথা দাও – কাটাকাটি হবে, ল্যাজা মুড়ো ঝগড়ায় কাক চিল নিউজ চ্যানেল
    ভেঙে দেবে কাঁচের গেলাস মধ্যরাতে –
    যেন তুমি আসবে এখনি, ভেবে
    নিয়ে বয়ে যাক নদী, চুয়াল্লিশ নম্বর বাস ফুসফুস থেকে হাওড়া অবধি সারারাত।

  • pharida | 122.163.95.252 | ০৫ ডিসেম্বর ২০০৯ ০০:৪৮429201
  • এইতো যখন একলা হ’লে অনেক লোকে ভীড় করে সব উপছে পড়ে
    নদীর ধারে-এই একাত্ম সৌরজগত সঙ্গে নিয়ে রাস্তা হাঁটা একলা হ’লে
    হাকুচ্ছিত হাড়হাভাতের সঙ্গে জোটে আংটি থেকে ঠিকরে আসা হীরের দ্যুতি
    ধান্দাবাজের পাশেই হয়ত যাচ্ছে প্রথম চড়ুইভাতি করতে আসা তীক্‌ষ্‌ঞ যুবা
    এই অসীমেও একলা সবাই একসাথে ভাত একই থালায় – একই জামায়।

  • pharida | 122.163.95.252 | ০৫ ডিসেম্বর ২০০৯ ০০:৫২429212
  • সব পাহাড়ের জটলা দেখেই বুঝেছিলাম ধান্দা ওদের আটকে দেওয়ার
    সময় যখন পাতকুড়ুনি খাচ্ছিল সব গোগ্রাসে তার আগ বাড়িয়ে গন্ধ নেওয়ার
    ধরণধারণ খুব সুবিধার মৃদু কিছু বলতে গিয়েও থমকে যেতে একটু থামে
    তাই তলাঞ্চি লোকগুলো সব ইতি উতি চাইছে বলে সন্ধ্যা নামে -
    লম্বাটে সেই কাঠের তাকে থরে থরে কৌটবাটা কোনটা গুঁড়ো সাবান রাখা
    কোনটা অন্য মশলাপাতি খুব পুরোনো খবরটবর আঁকড়ে ধরে বেশ আনন্দে
    আমরা সবাই আসনপিঁড়ি চায়ের গেলাস সামলে ধরে এই দিগন্তে দিশাহারা
    ইচ্ছেরা সব আস্তে যেতে কিনতে থাকে চুলের ফিতে জুতোর বুরুশ অফিসফেরত
    এই অরণ্যে – সন্ধে হলে আস্তে আস্তে মানুষ গুলো আলগা হয়ে ভেস্তে গিয়ে ভাসতে থাকে।

  • pharida | 122.163.95.252 | ০৫ ডিসেম্বর ২০০৯ ০১:১২429224
  • জানলাগুলোর পর্দা কামাই
    সব অফিসের অলিন্দে আজ
    একটা দুটো পাখির বাসা
    পড়তে বসি –
    ঘুলঘুলি সব আগের চেয়ে
    দেখতে ভাল জাফরি আঁকা।
    বই বেঁধে পায়ে আছড়ে পড়ি
    সমুদ্রতট যেমন করে
    লুফতে থাকে আচারবিচার
    তোমার আমার,
    শার্সি জানো,
    একটা দুটো ভাঙাই থাকে
    সবার যেমন ভুল হয় গো
    গুণতে তোমায় শুনতে তোমার
    বেলাভুমির ঝিনুকে ফুল
    সস্তা মত সওদা সবই
    কেমন করে পার কর সব
    সন্ধে হলেই রাজার বাড়ি
    এসব ছুঁতোনাতায় বলি
    সব কাগুজে বাঘের মতো
    জানো আমার একটা দুটো
    গল্প আছে
    আসা যাওয়ার মাপটা আমার
    ওদের দেখে অল্পে বাঁচে, ঢিমে আঁচে।

  • I | 59.93.176.29 | ০৫ ডিসেম্বর ২০০৯ ১২:০৭429235
  • ফরিদা দিন দিন ঝলমলিয়ে উঠছে।
  • pi | 72.83.98.106 | ০৫ ডিসেম্বর ২০০৯ ১২:০৮429246
  • শুধু ভাল বলে যেতেও কেমন একটা লাগে।
  • vikram | 78.16.254.214 | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৬:৩১429257
  • সাধু
  • d | 117.195.38.191 | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৬429268
  • ফরিদার এক ডজন ...... কি আর বলব! ফরিদার এবারে একটা বই বের করার সময় হয়েছে।
  • pharida | 122.163.98.245 | ০৫ ডিসেম্বর ২০০৯ ২১:১৪429279
  • আশকারা দাও খড়কুটো সব বাজার করে আসি
    কির’ম অবিন্যস্ত জানো, পান্তা মাখা সকড়িজল
    তাস নেই আর আস্তিনে তাই গাছের ডালে বসি,
    দরজা বেয়ে সাড়া আসুক, বৃষ্টি এলে উনুন জ্বালা
    পিঁপড়েরা সব যাক মিছিলে সবার হাতেই নিজের থালা
    সেই জামাটা খুঁজে দাও তো আচমকা মুখ ঘষি।

    এমন ঝড়ে না বেরোলে চোখ তুলে তা ফের নামালে
    এই ডানাতে চোরডাকাতি দিচ্ছে ধুয়ে গঙ্গাজল
    খুব পুরোনো কথারা ভীড় জমায় কাঠ চেরাইকলে,
    ওসব মুখোশ ভাল্লাগে না এক একটা সব যাত্রাপালা
    একের পর এক সীন সিনারি আধচেনা ঐ নদী নালা
    আশকারা দাও শব্দেরা সব শবদেহে মোম জ্বালে।

  • Tim | 71.62.121.158 | ০৬ ডিসেম্বর ২০০৯ ০১:৫৩429290
  • ফরিদার কিবোর্ড অক্ষয় হোক! এরম আরো কয়েক ডজন লেখা বেরোক।
  • tkn | 122.173.186.215 | ০৬ ডিসেম্বর ২০০৯ ০২:২১429301
  • আশকারাতে মিশিয়ে দিয়ে ছন্দ আবেগ
    রাস্তা পেরোয় দুএকমুঠো ইচ্ছেকুটো
    তাদের দেখো চাঁদনী রাতের জোছনতারায়
    ছল করে মাঝরাতের আলোয় নাইতে উঠো
    এসব যখন মিথ্যে ভাবো তখন আবার
    সন্ধ্যে নামে অফিসপাড়ায় সময় চিনে
    বেচাকেনার চোরাবালি বাড়াচ্ছে হাত
    পছন্দসই আকাশকুসুম নিচ্ছ কিনে

    একের পিঠে দুই চড়িয়ে নাগরদোলায়
    গাজনমেলার আমোদ যেন বেজায় জমাট
    কেউ ভেঙেছে কাঁচের শিশি অসাবধানে
    কেউ ভেঙেছে সুখছোপানো আস্ত ললাট
    লিখনটুকু ছড়িয়ে গিয়ে তাই তো এখন
    ছটফটিয়ে ধুলোর মাঝে একলা কাঁদে
    ভোর থেকে যে গাইছিল গান নিজের মনে
    সেই কোকিলও না জেনে পা দিচ্ছে ফাঁদে

  • Tim | 71.62.121.158 | ০৬ ডিসেম্বর ২০০৯ ০২:৫৭429312
  • আশকারা আর ইঙ্গিতে যেই ইচ্ছেমতন
    রং মিশিয়ে, কল্পনা আর টুকরো হাসি
    জল নেমেছে, ঢেউ উঠেছে, বন্যা যখন
    খেয়ালখুশির ছন্দ জাগে সর্বনাশী।

    দরজাটা তার আগল ঠেলে নিশ্চুপে ঐ
    জাগছে পিঠে দেওয়াল নিয়ে, স্বপ্ন বুনে
    দেওয়াল তুলে বাঁধ দিয়েছে, নিঝুম রাতে
    জাল পেতেছে, মাকড়শাজাল- শিকার গুনে।
  • Tim | 71.62.121.158 | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৩:০৬429335
  • পাপোষজোড়া পায়ের ছাপে, পায়ের চাপে
    আলগোছে পথ যেমন সরে, কাঁকর-বালি,
    পাথর গড়ায়, ছন্নছাড়া নিয়মবিহীন
    তেমনি নড়ে ইচ্ছেটা তার খামখেয়ালী।

    উল্টোরথে টান পড়েছে, ফাটল জেগে
    ভাঙবে বলে খুব উন্মুখ, জুড়বে কারা?
    তাস পড়েছে হিসেবমতন, জেতার ছলে
    হার মেনেছে বৃষ্টিফোঁটা, লক্ষ্যহারা।
  • tkn | 122.173.186.215 | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৩:০৬429323
  • কল্পনা রং আল্পনা দেয় উঠোন জুড়ে
    বানভাসি তাই চৌকাঠেতে থমকে দাঁড়ায়
    দেওয়াল জোড়া মাকড়সাজাল ঠাসবুনোটে
    টুকরো হাসি ছটফটিয়ে নিষ্কৃতি চায়

    হাসির ছটা সরিয়ে রেখে চোখটি বুঁজে
    জলছড়া দিই ঘুমের ওপর বালিশ রেখে
    যে যাই বলুক, সর্বনাশের কারণ দেখাক
    দেওয়াল ভেঙে স্বপ্নগুলোই নিচ্ছি এঁকে

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন