এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি (২)

    aka
    অন্যান্য | ২৫ মে ২০১১ | ১৯১৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 115.242.170.78 | ২৭ মে ২০১১ ১২:০৬474486
  • dri আবার কন্সপিরেসি থিয়োরীর জনক, কিন্তু একটু ওপরে উঠে দেখুন আমি কিছু আগেই এই ইন্টারেস্ট পেমেন্টের কথাই আগে বলেছিলাম আর তার কারণ জানিয়েছিলাম।
    আমি অবশ্য কোন লিংক দিতে পারি নি :)
  • PT | 203.110.243.23 | ২৭ মে ২০১১ ১৩:০৯474497
  • Chief Minister Mamata Banerjee on Thursday announced that the State's Aliah University will be renamed as Aliah Madrasah University........

    ..........the word Madrasah means school, so the university's new name would mean “Aliah School University”.
    http://www.hindu.com/2011/05/27/stories/2011052760860200.htm

  • pi | 72.83.97.171 | ২৭ মে ২০১১ ১৮:১১474503
  • খসড়া থেকে কিছু জায়গা তুললাম :

    নজরদারির উপর নজরদারি। সামাজিক নজরদারি। নজরদারি শুধুমাত্র একটি আমলাতান্ত্রিক প্রক্রিয়া নয়। সেরকম হলে ব্যবস্থাটি অতি-আমলাতান্ত্রিকতায় ভেঙে পড়তে বাধ্য। কেবলমাত্র সরকারি অতি-নিয়ন্ত্রণ দুর্নীতি রুখতে সমর্থ হয়না। বরং ছোটো সংস্থাগুলিই আমলাতান্ত্রিকতার শিকার হয়। একটি প্রামাণ্য পেপারে দেখা যাচ্ছে:

    Over-regulationisyetanotherproblem.Smallentrepreneursarethetypicalvictimsofcorruptfactoryinspectors;giventhenarrowmarginsonwhichtheyoperate, thebribescansignificantlyreducetheirprospectsofsucceeding.Theprospectthataninspectorcouldcomeandshutthemdownsoonaftertheyspendtheirhard-earnedmoneytobuyasmallmachine, makesthemreluctanttoinvestinthefirstplace.

    Oneconsequenceofthefearoftheregulatoristhatsmallfirmsdonotregisterthemselves, makingthemineligibleforformalloansandotherpubliclysuppliedinputs (suchaspowersupply).

    সূত্র: http://econ-

    তাই সাধারণ মানুষের ভূমিকা শুধু অভিযোগ জানানোতেই সীমাবদ্ধ রাখলে চলবে না। বরং নজরদারির প্রক্রিয়াটির উপর নজর রাখতে সামগ্রিকভাবে সাধারণ মানুষকে অংশীদার করা একান্ত প্রয়োজন। এর জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি গ্রহণ করা যেতে পারে:

    ক। যথাযথ অর্থনৈতিক অডিট, এবং তার ফলাফল জনসাধারণের জন্য উন্মুক্ত করা। বহু টাকা আমলাতান্ত্রিক গাফিলতিতে ব্যবহৃত হয়না, বা ভুল কাজে ব্যবহার করা হয়। যথাযথ অডিট করলে দুর্নীতি ধরা পড়ে, কিন্তু দুর্নীতি ধরা পড়লেও পরবর্তী পদক্ষেপে অনেক সময় খামতি থেকে যায়। টাকা ব্যবহার না করার অদক্ষতা তো সাধারণভাবে চোখ এড়িয়ে যাওয়া খুব স্বাভাবিক। সামাজিক মূল্যায়নের ব্যবস্থা থাকলে এগুলি কারো না কারো চোখে পড়বেই। এবং সে নিয়ে চাপ তৈরি হবে।

    খ। একই ভাবে কী কী অভিযোগ লিপিবদ্ধ হল, এবং তার পর কী কী ব্যবস্থা নেওয়া হল, সেগুলিও সামাজিকভাবে প্রকাশ করা প্রয়োজন। অভিযোগ-গ্রহণকারী সেল নিজেই যেন আমলাতন্ত্রের শিকার না হয়, সেটা দেখার জন্যও এটা প্রয়োজন।

    গ। ই-গভর্নেন্সের জন্য যে তথ্যাদি ইলেকট্রনিক মাধ্যমে চালাফেরা করবে, একটি ওয়েবসাইট বানিয়ে তার বেশিরভাগ অংশ (যা গোপনীয় নয়), জনতার জন্য উন্মুক্ত করা হোক। সেখানেও মতামত নেবার ব্যবস্থা করা হোক। কোনো পুকুর চুরি নজরদারি এড়িয়ে গেলে অন্য কারো না কারো নজরে পড়বেই। একই ভাবে যে কোনও দপ্তরের সামগ্রিক দক্ষতাও জনতার নজরদারির মধ্যে থাকবে।

    ঘ। ইন্টারনেট এবং বিশেষ করে সোসাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করা। প্রতিটি সরকারি দপ্তর এবং সম্ভব হলে প্রতিটি জনপ্রতিনিধি ইন্টারনেট ব্যবহার করুক। এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখুক। যে যোগাযোগ দ্বিমুখী। এটা নতুন কিছু নয়। উদাহরণস্বরূপ: এক, দিল্লি পুলিশ, এমসিডি এরা নিজেদের নামে ফেসবুক খুলে দিয়েছে। লোকে সেখানে নিজেদের গল্প জানাচ্ছে। রাস্তায় কোথায় গারবেজ সাফ হয় নি, কোথায় কোন পুলিশ হেলমেট না পরেই স্কুটার চালাচ্ছে, কোন পুলিশের বাইকের নাম্বারপ্লেট নেই, লোকে ফটো তুলে ফেসবুকে পোস্ট করে দিচ্ছে। সব কিছুর যে তাতে সমাধান হচ্ছে তা নয়, কিন্তু পাবলিক ভিজিলেন্সে কিছু দোষী পুলিশ শাস্তি পাচ্ছে, দোষী এমসিডির অফিসার শোকজড হচ্ছে। দুই, বিহারে একটি অসাধারণ ওয়েবসাইট চালু করা হয়েছে। যা একই সংগে তথ্য সংগ্রহের আকর, এবং জনতার দরবার। লিংক: http://cm.bih.nic.in

    এই ব্যবস্থাটিই আরও বড়ো আকারে এবং সুসংহত ভাবে ব্যবহার করা হোক। ইন্টারনেট এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের অসীম ক্ষমতা আজকের দিনে। এতে করে সরকারি ব্যবস্থাপনায় তরুণ প্রজন্মের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা যাবে।

    ঙ। প্রশাসন-জনসাধারণের মধ্যে দ্বিমুখী যোগাযোগ স্থাপন। সামগ্রিকভাবে জনতার অংশগ্রহণকে সুনিশ্চিত করতে গেলে সব মিলিয়ে এই দ্বিমুখী যোগাযোগ স্থাপনের ব্যাপারে উদ্যোগ নিতেই হবে।

    প্রয়োজন, সরকার, প্রশাসন ও জনগণকে "মুখোমুখি' এনে দেবার প্ল্যাটফর্ম বানানোর, সরকারি ও বেসরকারি উদ্যোগে। ভোটের আগে যেমন নেতা, মন্ত্রীদের "মুখোমুখি' লাইভ অনুষ্ঠানে আনা হয়, এধরণের অনুষ্ঠান নিয়মিত করা হোক, সরকারি, বেসরকারি সব মিডিয়াতে। টিভিতে , রেডিওতে, ইন্টারনেটে। যেখানে মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী, নেতা, আমলা, পুলিশ অফিসার সবাই আসবেন, উত্তর দেবেন, শুধু উপস্থাপকের প্রশ্নেরই না, লাইভ ফোন কল নেওয়া হবে। লোকে আগে থেকে মেইল করেও প্রশ্ন জানাতে পারেন, তার উত্তর ও দিতে হবে। টিভি চ্যানেলগুলি অতি অবশ্যই এই ব্যাপারে উৎসাহ দেখাবে। আর ইন্টানেট ফোরামে হলে ব্যাপারটি আর সহজ। পুরো জিনিসটিই একটি আবশ্যিক সরকারি কর্তব্য হিসেবে পালন করা হোক। এবং নিয়মিতভাবে।

    শুধু মিডিয়াই না, স্থানীয় স্তরে জনতার দরবার জাতীয় কার্যক্রমগুলিকেও একই রকম উদ্যোগ নিয়ে চালু করা হোক।

    চ। লোক আয়ুক্তকে পুনরুজ্জীবিত করা হোক। দুহাজার দশ সালের একটি সংবাদপত্রের রিপোর্টে পাওয়া যাচ্ছে:

    কেন্দ্রীয় সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গে ২০০৬ সালের ফেব্র¦য়ারি মাসে এই আইন কার্যকর কর। রাজ্যের প্রথম লোকায়ুক্ত হিসাবে অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়। প্রথমে লোকায়ুক্তের কাজ শুরু হয় ঐ বিচারপতির বাড়িতে। ২০০৭ সালের জুলাই মাসে ভবানী ভবনে লোকায়ুক্তের অফিস তৈরি হয়। অফিস তৈরি হলেও তাতে কখনও পর্যাপ্ত কর্মী ছিল না। তবুও কাজ চলছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে। বিচারপতি বন্দ্যোপাধ্যায় ২০০৯ সালের ১৭ ফেব্র¦য়ারি অবসর নেন। এর পর আর কোনও বিচারপতি নিয়োগ না হওয়ায় প্রায় দু'বছর লোকায়ুক্তের কাজকর্ম বন্ধ।

    জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগের বিচারের জন্য লোক আয়ুক্তে জোর দেওয়া হোক। এতে করে জনপ্রতিনিধিদের উপর জনতার নজরদারি থাকবে।
    --------------------------------------

    এটা কতটা ব্যয়সাপেক্ষ , আর অবাস্তব/অসম্ভব ই বা কেন ?
  • Somnath | 117.194.193.90 | ২৭ মে ২০১১ ১৯:২৯474504
  • ই-গভর্মেন্সের আইডিয়াটা বর্তমান স্ট্রাকচারের খোল নলচে একেবারে বদলে ফেলার মতো আইডিয়া। মনে হয় না তৃণমূল ভোটের আগে ঘোষিত প্রতিশ্রুতিসমূহ পালন করার আগে এক্ষুনি এত বড় একটা বিষয় নিয়ে ভাববে। আর এটা প্রস্তাবিত খসড়ায় এত বেশি প্রিলিমিনারি ও থিয়োরেটিকাল অবস্থায় আছে, যে শুধু ই-গভর্ম্যান্স নিয়ে বড় প্রবন্ধ না লিখলে জিনিসটার ইমপ্লিমেন্টেশনের অ্যাকচুয়াল ব্যাপকতার কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। সামগ্রিক সরকারী পরিকাঠামোর কথা ভেবে এটা প্রোপোজ করাটাও মনে হয় কয়েক মাসের একটা ইন্ডিভিজুয়াল স্টাডি প্রোজেক্ট। ইন ডিটেল ওয়াবসাইটটার কনটেন্টের প্রপোজিশনই একটা হিউজ কাজ।

    অন্যান্য অর্থনৈতিক সাজেশনসমূহের অ্যাপ্রোচটা বেশিটাই বড্ড বেশি অ্যামেচারিশ হয়ে যাচ্ছে। সরকারী নীতি হিসেবে এধরণের কোনো সাজেশন গ্রহণ করার আগে অবশ্যই কোনো বিশেষজ্ঞ অর্থনীতিবিদ এই প্রস্তাবগুলি পর্যালোচনা বা 'স্টাডি' করে দেখবেন। তো তাকে পাঠাবার আগে গুরুর তরফ থেকেই এই প্রস্তাবগুলো নিজেদের মধ্যেকার অর্থনীতি নিয়ে কাজ করা লোকেদের দিয়ে রিভিউ না করা হলে ঐ যেমন বললাম অ্যামেচারিশ খোরাকে পর্যবসিত হওয়ার সম্ভাবনা প্রচুর। রাঙাদার পোস্টে যেমন ইঙ্গিত পেলাম।

    বাকি, শিক্ষা স্বাস্থ্য নিয়ে মূলত: সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে পেশাগত কারণে যুক্ত মানুষেরা প্রাথমিকভাবে ধরতাই দিতে পারবেন বলে মনে হয়। যদিও, তাদের সাস্পেন্সনের ভয় থাকাটাও অস্বাভাবিক নয়। তো, সেটা শুরু হোক।

    প্রাথমিকে ইংরাজি চালু করার মত একটা অ্যাজেন্ডায়ই আমরা এতখানি ভিন্নমত পোষণ করে এসেছি, যে, খসড়া প্রস্তাবটির দ্বিতীয় রিভিসন চট করে নামাতে এই নিয়ে টইতে আলোচনা চালানোর উপর খুব বেশি ভরসা না রাখাই ভালো। বরং যাদের মতামত ও ব্রেন স্টর্মিং এর উপর ভরসা করা যায় তাদের নিয়ে স্কাইপ বা কোথাও একটা কনফারেন্সিং করে নিয়ে খসড়া -২ এর ড্রাফটটা টই তে পোস্ট হোক। তার উপর কম বেশি আলোচনা করা সুবিধের হবে।
  • gd | 203.110.246.230 | ২৭ মে ২০১১ ১৯:৩৯474505
  • শিক্ষা নিয়ে কিছু লেখা নেই কেন? শিক্ষাতে কিছু দাবি দাওয়া নেই ???
  • a | 208.240.243.170 | ২৭ মে ২০১১ ২০:০৪474506
  • ১-২ বছরের হরাইজনে অবাস্তব মূলত: দুটি কারণে।

    ১। ইন্টারনেট পেনিট্রেশন খুবই কম, কোন হিসাবেই আসেনা টোটাল লোক সংখ্যার। মোবাইল পেনিট্রেশন বেশি, তুলনায়। কিন্তু প্রয়োজনের তুলনায় কম। সরকারী কাজের অনেকানেক হ্যপা, যথা ওনাদের নিজস্ব এনকোডিং স্কীম আছে, যাতে কম্পলাই না করলে সিস্টেম বন্ধ হয়ে যাবে

    ২। ইমি্‌প্‌লমেন্টশনের ব্যাপকতা। এবিষয়ে সোমনাথ বাবু কিছুটা বলেছেন।

    তাও কি হচ্ছে না? হচ্ছে। যথা: কলকাতা কর্পোরেশনের ওয়েবসাইট আছে, সরকারেরো আছে। তাতে নানা রকম রিপোর্টও বেরোয়।
    কিন্তু একটা কথা সচেতনভাবে ওভারলুক করে যাওয়া হয়েছে পাইদির লেখায় (বা যেখান থেকে তুলেছে)। এই সমস্ত তথ্যের পুরোটাই কিন্তু আরটিআই দিয়ে জানা সম্ভব, আর জানা হচ্ছেও। তাতে কি লাভ? পিআইএল হবে, ২ বছর বাদে বিভাগীয় তদন্ত, ৫ বছর বাদে লোয়ার কোর্টে কেস উঠবে ইত্যাদি।
    মোটামুটি পুরো দাবিটাই অত্যন্ত ক্লিশে কিছু ধারনার উপর বেস করে করা হচ্ছে। নতুন কিছু উপায় চাই।
  • dukhe | 117.194.242.104 | ২৭ মে ২০১১ ২০:৪৭474507
  • আমি তো ভারতীয় রেলে ই-টিকিটও অবাস্তব ভাবতাম । কিন্তু যা দিনকাল, কিছুই বলা যায় না । সিপিয়েমই কম্পুটার আটকাতে পারল না, কার ওপর ভরসা রাখব ?
  • Du | 216.110.92.7 | ২৭ মে ২০১১ ২১:৩২474508
  • পরিবর্তন -- আগে সিপিএমের নাম জপতেন মমতা -- এমনকি স্টিফেন হাউসে কেউ না চেনার মত পুড়ে যাবার পর একটি বক্তৃতায় তিনি বলেন - সিপিএম এমনভাবে পুড়ে যাবে যে কেউ তাদের চিনতে পারবে না - মুখ্যমন্ত্রী হবার পর দেখছি তিনি সিপিএমের বদলে বিশেষ একটি রাজনৈতিক দল বলে থাকেন :)
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ২১:৩৪474509
  • সেকি ওমনাথ, রাঙাদা ( মানে ৯ তো ? ) প্রস্তাবের উত্তরে মামু আর দ্রি র পোস্ট গুলো পড়ে আমার তো মনে হল ওনার পয়েনগুলোই খোরাকে পরিণত হয়েছে। :)
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ২১:৪০474511
  • আর ই-গভর্নেন্স নিয়ে কী যায় বা যায়না তাই নিয়ে সিকি দু চার আনা হাতে গরম অভিজ্ঞতা দিতে পারবে।

    আর a, ভাল করে পড়ুন, ইন্টারনেটের বাইতেও অনেক কথা লেখা আছে।
  • a | 208.240.243.170 | ২৭ মে ২০১১ ২১:৪৩474512
  • রেলের ই-টিকিট ছেড়ে আরেকটা সফল সরকারী ই-গভর্ন্যান্স এর নাম বলুন না?

    ফেইলিওর দিয়ে আমি শুরু করছি: এফসি আই
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ২১:৪৭474513
  • *বাইরে
  • a | 208.240.243.170 | ২৭ মে ২০১১ ২১:৫৬474514
  • পাইদি, আমি শুধু ই গভর্নেন্সের সমস্যাগুলি নিয়ে বলছিলাম।

    তবে আপনার লেখাটা আরেকবার দেখি:

    ১,২: ধরে নিচ্ছি প্রকাশ করা বলতে আপনি নেটেই বোঝাচ্ছেন, যদি না হার্ড কপি বুঝিয়ে থাকেন, মানে কয়েক কোটি হার্ডকপি সবাইকে দেওয়া বা কোন দপ্তর থেকে সংগ্রহ করা না বলে থাকেন

    ৩,৪: পুরো ই ইন্টারনেট

    ৫: টিভি,রেডিও আর ইন্টারনেট।

    ৬। লোকায়ুক্ত। একমাত্র ইন্টারনেট বিহীন প্রপোজিশন।

    এবার আপনি বলে দিন, ইন্টারনেটের বাইরে "অনেক কথা" কোথায় বলেছেন?
  • dukhe | 117.194.229.50 | ২৭ মে ২০১১ ২২:০০474515
  • ই-নজরদারির নমুনা - বুথে বুথে ওয়েবক্যাম ।
    ফলাফল - ১৩ই মে ।
  • a | 208.240.243.170 | ২৭ মে ২০১১ ২২:০২474516
  • ই-গভর্নান্স=ই-নজরদারি=বুথে বুথে ওয়েব ক্যাম? আপনার হবে মশাই, চালিয়ে যান
  • dukhe | 117.194.229.50 | ২৭ মে ২০১১ ২২:০৪474517
  • চালিয়ে যাব, চিন্তা নেই । আপনি ততক্ষণ আর টি আই এ আবেদন করে প্রত্যেক ঘন্টায় কোন বুথে কত ভোট পড়ল বের করে ফেলুন ।
  • nyara | 122.172.158.21 | ২৭ মে ২০১১ ২২:০৭474518
  • তৃণমূল আপিসের পেছনে অশ্বত্থ গাছের ফোকরেও ওয়েবক্যাম লাগানো যেতে পারে।
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ২২:০৮474519
  • টিভি, রেডিও , স্থানীয় স্তরে জনতার দরবার এগুলো সব ইন্টারনেট নয় বলেই জানতুম। :(

  • a | 208.240.243.170 | ২৭ মে ২০১১ ২২:১২474520
  • মানে, ৬ টা পয়েনের ভিতর দেড় খানা পয়েন হল "অনেক" কথা, আর বাকি সাড়ে চারখানা পয়েনের বিষয়ে নিজের মতামত দিলে সেটা "ভালো করে পড়ে দেখুন"

    যা বাব্বা
  • a | 208.240.243.170 | ২৭ মে ২০১১ ২২:১৩474522
  • দুখে, সেটার তো ই-নজরদারি হয়েই গেছে, পাব্লিক ডোমেনেও নিশচই এসে গেছে? দিয়ে দিন না :)
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ২২:১৬474523
  • আজ্ঞে, আগে জানলে ঐ সবগুলিকে আলাদা আলাদা পয়েন করে দেওয়া হত।

    এই নিন।
    ১। টি ভি
    ২। রেডিও
    ৩। স্থানীয় জনতার দরবার
    ৪। লোকায়ত্ত।

    এবার চলবে ? :)
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ২২:১৮474524
  • আরে , এটা তো আগে মাথায় আসেনি।

    গৌতম দেবকে নজরদারির জন্য নিযুক্ত করা হোক।

    সিরিয়াসলি বলছি।
  • a | 208.240.243.170 | ২৭ মে ২০১১ ২২:২০474525
  • যথারীতি আপনি মানবেন না যে আপনার "খসড়া" মূলত ইন্টারনেট ভিত্তিক। সেটা মানলে আপনার খসড়া ডিফেন্ড করতে অসুবিধা হবে।

    তো, তাতে কি আছে?

    আমি তো আগেই বল্লাম, ইন্টারনেট রিলেটেড বিষয় নিয়ে বলেছি।

    ওকে?
  • dukhe | 117.194.229.50 | ২৭ মে ২০১১ ২২:২১474526
  • এইত্তো a বুঝতে পেরেছেন । পুরোদস্তুর ই-গভর্নেন্স হলে এসব রিপোর্ট ঝপাঝপ বের করে ফেলা যাবে । কোথাও হত্যে দিয়ে একমাস পড়ে থাকতে হবে না, উত্তর না পেয়ে আদালতে ছুটতেও হবে না ।
    সাব্বাস ।
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ২২:২৮474527
  • আজ্ঞে, যা যা মেনে নিলে আপনার ঝগড়া করতে সুবিধে হবে , বলুন। মেনে নেবো :)

    তবে আমি তর্কে ইন্টারেস্টেড। ঝগড়াতে নই। তার জন্য সময় ও নাই।
  • Ishan | 117.194.39.217 | ২৭ মে ২০১১ ২২:৩৩474528
  • a বাবু, সরকারি এনকোডিং স্কিম টা কি একটু জানতে পারি?
  • aka | 168.26.215.13 | ২৭ মে ২০১১ ২২:৪৪474529
  • এই ই-গভর্নেন্স ভালো প্রস্তাব। কিন্তু একটা মুশকিল আছে, তাহল এটা ঠিক যাস্ট একটা টেকনলজি সলিউশন নয়। তাহল এখনকার আপিসের লোকেদের এই নতুন ওয়ার্ক ফ্লো, টেকনলজি শেখাতে হবে। ইমপ্লিমেন্টশনের দিক থেকে সেটা সময়ও লাগবে আর খরচ এস্টিমেট করলে কম হবে না। আর জেনারালি এই বড় স্কীমের প্রোজেক্ট গুলো ফেল করে। ছোট ছোট ভাগে ভেঙে করতে গেলে আবার কস্ট বেড়ে যায়।

    আর একটা পয়েন হল প:ব:য়ের বহু লোক এখনও নিরক্ষর, তারা ইন্টারনেট ব্যবহার করতে গেলে মুশকিলে পরবে, কিন্তু তাদের মোবাইল আছে, মোবাইল কিভাবে কাজে লাগানো যায় ভাবা যেতে পারে। ইন্সিডেন্ট রিপোর্টিং হট লাইন আমার মতে করাই উচিত। কিন্তু তাতেও ব্যায় আছে।

    আমি নিশ্চিত নই এই ভাবে সার্ভেলেন্স বসিয়ে আয় - খরচ > ০ হবেই।

    বর্তমানে আয় বাড়াতে সরকারী বিনিয়োগে ইনফ্রাস্ট্রাকচার কাজ শুরু হোক, ১০০ দিনের কাজ ইমিডিয়েটলি ঠিক ঠাক হোক। ই-গভরনেন্স প্রায়োরিটি ঠিকই একটু পরের দিকে আমার মতে।

  • a | 208.240.243.170 | ২৭ মে ২০১১ ২২:৫৩474530
  • সরকারের নিজস্ব কিছু স্ট্যান্ডার্ড আছে, যেগুলো এনাঅইসি থেকে গভর্ন আর রোল আউট করা হয়। এগুলোর উপরে রিতীমত ভালো কাজ কর্ম হয়।

    ধরুন, আপনি একটা প্রজেক্ট করছেন, সরকারী। এবার তাতে যাবতীয় ডাটা তথা মেসেজ পাসিং ঐ স্ট্যান্ডার্ড মেনে করতে হবে। শুধু পাসওয়ার্ড না, সব ডাটা। এর প্রয়োজন, যদ্দুর জানি, যখন আপ্নার রিমোট ট্রানজাকশন ওভার ওয়েব যাচ্ছে টু সে¾ট্রাল ডাটাবেস, আর ভাইস ভার্সা। লোকাল কপিতেও এই এনকোডিং ইউজ হয় কি না, জানি না।
    অবশ্যই আমি ডিটেলে জানি না কি এনকোডিং, কি কি কী ইউজ হয় ইত্যাদি, তবে এটা জানি যে ঐ স্কীম না ইউজ করলে অডিটে জান বের করে দেবে এবং প্রজেক্ট পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে।
    জানি না, আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম কি না

    ফুটনোট: এই পুরোটাই আমি সে¾ট্রাল গভ: র বিচারে বল্লাম, তবে আমার ধারণা এই স্ট্যান্ডার্ডগুলো সবাইকেই মানতে হয়। এটা সঠিক ভাবে জানি না
  • pi | 128.231.22.150 | ২৭ মে ২০১১ ২২:৫৭474531
  • টিভি, রেডিও ও অন্যান্য জায়গায় কল করার জন্য টোল ফ্রি নং দেওয়া হোক। ফোন বুথ তো প্রায় সব জায়গাতেই আছে।

    আকাদা, একশো দিনের কাজ ইমপ্লিমেন্টেড হলেও তাতে বিস্তর গড়বড় হয়।
    নজরদারি আর মানুষকে নিজেদের দাবিদাওয়া , অভিযোগ, প্রস্তাব সরকার অব্দি এফেক্টিভলি পৌঁছে দেবার একটা ব্যবস্থা করা ও সরকারকে তাই নিয়ে উত্তর দিতে বাধ্য করার একটা সিস্টেম খুব ই দরকার।
  • a | 208.240.243.170 | ২৭ মে ২০১১ ২৩:০০474534
  • পাইদি, ঝাগড়া আমি শুরু করেছি কি? আপনি একটা লেখা দিলেন, আমি তার বিষয়ে একটা মন্তব্য করলাম।

    তো আপনি বল্লেন, শুধু একটা পয়েন না, আরো পয়েন আছে। বেশ। আমি বলে দিলাম যে দেখুন, আমি এই একটা পয়েনের বিষয়েই বলেছি।
    তবে, আমার মতে আপনার লেখায় ৬ টার ভিতর সড়ে চার ভাগ হল গিয়ে ইন্টারনেট।

    এই অবধি, তর্ক ছিল।

    এর পরেই আপনি খিল্লির পর্যায়ে নিয়ে যেতে চাইলেন জিনিসটা, যাতে পুরো বিষয় টা টোটালি অন্য দিকে চলে যায় আর ঝগড়া র "দোষ" টা আমার ঘাড়ে চাপিয়ে দিলেন :)

    তা বেশ, তর্ক করতে হলে বলুন না, আপ্নার ৬ টা পয়েন্টের কতগুলো ইন্টারনেট রিলেটেড আর কতগুলো নয়!!!

    এটা না বুঝিয়ে বল্লে তর্ক কি করে হয়? আর সেটা না বল্লে, সময় আমারও ঠিক অঢেল নেই :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন