এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি (২)

    aka
    অন্যান্য | ২৫ মে ২০১১ | ১৮৯০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 117.194.100.192 | ৩১ মে ২০১১ ২২:১৪474044
  • আকা আর সিকি, কিছু তো হোক আগে। একটা স্টার্টিং পয়েন্ট। আর এসেছে ক'দিন। একটা দল কে যদি ৩৪ বছর দেওয়া যায় অন্য দল কে অন্তত: ৩৪ মাস। তার হাতে তো কোন ম্যাজিক স্টিক নেই। শহরের ব্যাপার টা একটু সেটল করলে গ্রামের দিকে নজর ফেরানো যেতে পারে। কিন্তু গ্রামের দিকে অত পরিসেবা থাকে না। ( আমার নিজে গ্রামে বাড়ি আমার প্রত্যক্ষ exp আছে) কাজে কাজে ই এদের একটু শক্ত চিকিৎসা করাতে গেলে তো শহরেই যেতে হবে।

    আর এক সাথে যদি আমি প্রচুর পরিকল্পনা নি তাহলে তো কোন টাই হবে না। টাকা, ইনফ্রাস্টকচার, রুপায়িত করার জন্যে লোকবল কোন টই অঢেল নয়। সীমিত ক্ষমতার মধ্যেই চেষ্টা করতে হবে। আর আমি এত তাড়াতাড়ি হতাশ হতে পারছি না। দু:খিত :-))
  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২২:১৮474046
  • নিমহ্যান্স তো খুবই নামকরা। এটা কি স্টেট ফান্ডেড না সে¾ট্রালি ফান্ডেড?
  • nyara | 122.172.164.104 | ৩১ মে ২০১১ ২২:১৮474045
  • আমাদের CMC-র খুড়তুতো ভাই BMC -

    http://en.wikipedia.org/wiki/Bangalore_Medical_College_and_Research_Institute

    AIIMS-এর স্তরে তোলার চেষ্টা ১২০ টাকা খরচ করে। শেষ অব্দি কদ্দু হয়েছে খোঁজ নিয়ে জানাব। কল্লোলদা, সায়ন্তন, অর্পণ প্রমুখ তাবড় তাবড় ব্যাঙ্গালোরিয়ানরা মুখে কুলুপ এঁটে মজা দেখছেন।
  • pinaki | 122.164.112.186 | ৩১ মে ২০১১ ২২:২৩474048
  • সে¾ট্রাল ফান্ডিং।
  • nyara | 122.172.164.104 | ৩১ মে ২০১১ ২২:২৩474047
  • ন্যাশনাল নাম আছে বলে মনে হয় হয় অন্তত: কিছু সে¾ট্রাল ফান্ডিং আসে। পশ্চিমবঙ্গে কোন সে¾ট্রালি ফান্ডেড হস্পিটাল আছে? NIMHANS আবার ডিমড ইউনিভার্সিটিও।
  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২২:২৬474049
  • BMC র আপগ্রেডটা বলছে সে¾ট্রালি ফান্ডেড। এর অর্থ কী? পোনোবদার টাকা?

    খবর নিয়ে জানান।
  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২২:২৮474050
  • হ্যাঁ, আমার মনে হয় নিমহ্যান্সের ফান্ডিং আই আই টি, আই এস আই, টি আই এফ আর লেভেলে। ওটা আলোচনা থেকে বাদ রাখাই ভালো।
  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২২:৩৯474051
  • আসলে কি সরকার পাঁচটা (কি দশটা) আই আই টি বানাতে পারে। কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠানকে আই আই টি বানানো অত সোজা নয়।

    একটা দুটো ছোট ছোট জায়গাকে সিঙ্গাপুর, কোরিয়া বানানো যায়। সারা পৃথিবীকে সিঙ্গাপুর বানানো ইজ অলটুগেদার আ ডিফারেন্ট প্রবলেম।

    সি পি এম ও চেষ্টা করলে হয়ত পারত একটা দুটো কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতালকে দারুণ করে তুলতে ( বেসিকালি অন্যদের থেকে বেশী ফান্ড অ্যালোকেট করে)। কিন্তু ব্যাটারা সাম্যবাদী কিনা। মিডিওক্রিসি করে এক্সেলেন্সের দফা রফা করে দিয়েছে।
  • nk | 151.141.84.194 | ৩১ মে ২০১১ ২২:৪৫474052
  • ফাইনাইট ফান্ড প্রবলেম। একদিকে বেশী দিলে অন্যদিকে কম পড়ে যায়। :-)
    বাঁদরের পিঠাভাগের কেসটাও অনেকটা এরকম। :-)
  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২২:৪৮474054
  • তো আমি জানতে চাই কর্নাটকের ছোট শহরে, মাদিকেরি, ম্যাঙ্গালোর, হুবলি, পাড়াগাঁয়ে হেলথ কেয়ার কেমন।
  • kallol | 220.226.209.2 | ৩১ মে ২০১১ ২২:৫১474055
  • নিমহ্যান্সে গেছি। খুব সিস্টেম্যাটিক। খরচ নামমাত্র। খুউউউব পরিষ্কার। ডাক্তার, ও অন্যান্য স্টাফ যথেষ্ঠ ভালো ব্যাবহার করেন।
    ইএসআই আমার পাড়ায়। ন্যাড়ার মতোই ভিতরে যাই নি। কিন্তু বাইরে খুব পরিষ্কার। ঠিক উল্টো দিকে নার্সদের কোয়ার্টার। বেশ ভালো।
    আর যে হাসপাতাল দুটোয় গেছি মনিপাল আর চিন্ময়ানন্দ মিশন। দুটোই বেসরকারী।
  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২২:৫৪474056
  • তারমানে ই এস আই টা স্টেট গম্মেন্ট রান, এবং মনে হচ্ছে ভালো, বায় টু অ্যাকাউন্টস। তাই তো?

    কোলকাতা এক গোল খেয়ে গেল।
  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২২:৫৭474057
  • কিন্তু খেল কি? একবার অ্যাকশান রিপ্লেটা দেখতে হবে। ই এস আইয়ের ভেতরে ঢুকে দেখতে হবে।
  • nk | 151.141.84.194 | ৩১ মে ২০১১ ২২:৫৯474058
  • ভেতরে ঢোকা কাউকে পাওয়া গেল? পত্রকার ওহে পত্রকার, এদিকে আসেন।
  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২৩:০০474059
  • আর পরিষ্কার পরিচ্ছন্নতায় আমার মনে হয় জাস্ট হাসপাতাল নয়, পুরো লুরু শহরটাই কোলকাতার চেয়ে এগিয়ে?

    এইটা বামপন্থীদের বড় ব্যর্থতা। দিজ গাইজ আর নট ক্লিন।
  • aka | 168.26.215.13 | ৩১ মে ২০১১ ২৩:০৩474060
  • রাস্তার প্রোজেক্ট ম্যানেজ করার দক্ষতার থেকে দক্ষতা বাড়ানোর দক্ষতা বেশি সুলভ ঈশানের এই ইমপ্লিসিট অ্যাজাম্পশনের ভিত্তি কি?

    গভর্ননেন্সেরও তো প্রসেসের অভাব নেই, তাহলে সেই বা ফেল করছে কেন? যদি এক্ষেত্রে উত্তর সদিচ্ছা হয়, তাহলে ১০০ দিনের কাজ বা রাস্তা বানানোর ক্ষেত্রেই বা তাই হবে না কেন?
  • aka | 168.26.215.13 | ৩১ মে ২০১১ ২৩:১১474061
  • দ্রি ব্যাঙ্গালুরুর সাথে তুলনায় অসুবিধা আছে, কারণ ব্যাঙ্গালুরু অনেক প্ল্যানড সিটি। বোম্বের প্রত্যক্ষ অভিজ্ঞতা বলি। সরকারী হাসপাতাল (অন্তত যেকটার অভিজ্ঞতা হয়েছে) যেকোন দিন গুনে গুনে কলকাতার যেকোন হাসপাতালকে ১০ গোল দেবে। তবে মহারাষ্ট্রের গ্রামে গঞ্জে হাসপাতাল কেমন জানা নেই।

    দাবীটা সমস্ত হাসপাতালকে ""আইআইটি"" বানানো নয়। হার্ট অ্যাটাকের প্রাথমিক টেক কেয়ার, সাপে কামড়ালে অ্যান্টি ভেনম, টিবির চিকিৎসা হয়, আর বেসিক হাইজিন থাকে, অক্সিজেনের জায়গায় অক্সিজেন থাকে, একটা (অন্তত) অ্যাম্বুলেন্স থাকে। যারা কোনদিন শহরের বাইরের হসপিটাল গুলোতে যান নি তাদের রেকমেন্ড করলাম জগদ্দল স্টেশনে নেমে গোলঘর হসপিটাল দেখে আসুন। নরক বলে যদি কিছু থাকে তাহলে তা গোলঘরে।
  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২৩:২৩474062
  • না, না, দাবীটা আমি বিলক্ষণ বুঝেছি।

    আমার শুধু জানার ইচ্ছে যে সব স্টেট এটা সফলভাবে ইমপ্লিমেন্ট করেছে তারা কী করেছে। ট্রিকটা কী?

    আমার তো এও জানার ইচ্ছে মহারাষ্ট্র কি করে পশ্চিমবঙ্গের চেয়ে বেশী রেভিনিউ রিসিট তোলে।

    এর ডিটেল নিয়ে আলোচনা চাই।
  • Ishan | 14.99.20.222 | ৩১ মে ২০১১ ২৩:২৪474063
  • আকাকে: কোনো তাত্বিক ভিত্তি নাই। সিম্পল এক্ষপিরিয়েন্স। আর একটু চাদ্দিকে তাকিয়ে দেখার সদিচ্ছা। এরম কোনো তত্ব কোনো টেক্ষট বইয়ে লেখা হয় নাই (যদ্দুর আমি জানি)।

    রোগা সারানোর উত্তরটা স্রেফ সদিচ্ছা নয়। উত্তরটা হল দক্ষতর প্রশাসন। অদক্ষতাটিকে আইডেন্টিফাই করা এবং সেটা মেরামতির সদিচ্ছা।

    অ্যাদ্দিন হয়নি কেন? এটা কেউ কোনো সমস্যা বলেই আইডেন্টিফাই করেনি। এখনও করতে প্রবল রিফিউজাল। এই রিফিউজাল এখনও থাকলে এখনও হবেনা।
  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২৩:২৭474065
  • এইত্তো ট্রিকটা ঈশেন বলে দিয়েছে! দক্ষতর প্রশাসন।
  • pi | 128.231.22.150 | ৩১ মে ২০১১ ২৩:৩০474067
  • নানাবিধ এজেন্সীর সাথে বহুস্তরীয় ডায়লগের কথা তো আছে।
    বেসরকারী সংস্থা সার্ভেল্যান্সে আসবে না এরকম ও তো কোন মতেই নয়।

    স্বাস্থ্য নিয়ে তো এই খসড়ায় কিছু বলা হয়নি বলেই শুরুতে জানানো হয়েছে।
  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২৩:৩০474066
  • প্রশাসনিক দক্ষতার একটা ট্রেনিং কোর্স খুললে হয় না?
  • aka | 168.26.215.13 | ৩১ মে ২০১১ ২৩:৩৩474068
  • ঈশান, সেই দক্ষতর প্রশাসন দিয়ে রাস্তা বানানো যাবে না কেন? প্রশ্নটা এইজন্যই যে দক্ষতার অভাবের জন্যই রাস্তা বানানো যাবে না যেমন ১০০ দিনের কাজ ইমপ্লিমেন্টেড হয় নি, এইটা ঈশান বলেছে।

    দ্রি, এইরকম একটা কি বহুকাল আগে দেখেছিলাম।

    http://www.econ.ucla.edu/people/papers/lahiri/lahiri319.pdf
  • Arpan | 112.133.206.22 | ৩১ মে ২০১১ ২৩:৩৪474069
  • না:, গভর্মেন্টের হাসপাতালে যাবার সুযোগ হয়নি। তবে নামী প্রাইভেট হাসপাতাল ছাড়াও শঙ্করাচার্য ট্রাস্ট পরিচালিত দাতব্য হাসপাতালেও গেছি, অতি স্বল্প মূল্যে সবার চিকিৎসা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতায় ওই দশ গোল দেবে কলকাতাকে আর ওয়ার্ড বয়কে বাথরুমটা কোনদিকে জিগ্যেস করলে "ই হামারা কাম না আছে' বলে খিঁচিয়ে ওঠে না (কলকাতাতে তো বেসরকারি হাসপাতালেও কর্মীরা একই রকম দুর্ব্যবহার করেন, নিজের অভিজ্ঞতা)। বাথরুম লাস্ট কতক্ষণ আগে পরিষ্কার হয়েছে দরজার পেছনে চার্টে লেখা আছে।

    রুরাল হেলথকেয়ার কেমন সেই নিয়ে ফান্ডা নেই। বন্ধুদের জিজ্ঞেস করে দেখব। তবে কাগজপত্তরে তো দেখি না হাসপাতালে কুকুর বিড়াল শুয়ে থাকে আর শূকর পালন হয়। আর গুগল করে দেখছি ইন্টেলের একটা টেলিমেডিসিন প্রোজেক্টে গ্রামের রুগীদের ইসিজি স্ক্যান অনলাইনে লুরুর এক্ষপার্ট ডাক্তারদের রেফার করার ব্যবস্থা আছে। বাম জমানায় করতে গেলে ইন্টেলকে হয়ত শুনতে হত এতে লোকাল ক্যাডারদের কতজনের চাকরি হবে আর এসবের মাধ্যমে প্রতিবিপ্লবকে শক্তিশালী করা হয় বলে জ্যোতিবাবু সামান্য কটি অসম্পূর্ণ বাক্যে তাদের যাবার দরজা দেখাতেন।
  • Arpan | 112.133.206.22 | ৩১ মে ২০১১ ২৩:৩৬474070
  • লুরু প্ল্যানড সিটি হওয়া বা না হওয়ার সাথে হাসপাতালের ভেতর পরিষ্কার না থাকার কী সম্পর্ক বুঝলাম না।

    এতদ্বারা প্রমাণ করিলাম আমি কমরেড আকার দলদাস নই। :)
  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২৩:৩৭474071
  • ঈশেনকে আমার প্রশ্ন।

    এই যে খসড়া থেকে দাঁড়াচ্ছে সার্ভেইলেন্স চাই। সরকারী সংস্থার চাই। আবার বেসরকারী সংস্থার চাই। তা মোট কতজন নতুন সার্ভেইলেন্স অফিসার রিক্রুট করতে বলছ সরকারকে? আবার এত লোকের মাইনে গুনতে হবে সরকারকে। নাকি সার্ভেইলেন্স ইন্ডাস্ট্রিটাকে প্রাইভেটাইজ করে দেবে ভাবছ? (কিছুই বলা যায় না)

    আর এই যে ই-গভর্নেন্সের যে সফটওয়্যার কেনা করাবে সরকারকে এগুলো নিশ্চয়ই ফ্রিওয়্যার নয়। ভালো কোম্পানীর মাল দিও কিন্তু বাবা। আর বাজেটটাও কোষো। ডিপ্লয়মেন্ট আর পাঁচ বছরের মেন্টেনেন্স কনট্র্যাক্ট দিয়েই শুরু কর না কেন।
  • aka | 168.26.215.13 | ৩১ মে ২০১১ ২৩:৩৮474072
  • উফফ, এত ধরলে খেলব না, ওসব হল বহু কথার মাঝে খেই হারিয়ে লেখা। দ্রি বললেন না ""দিজ গাইজ আর নট ক্লিন""। :)
  • pi | 128.231.22.150 | ৩১ মে ২০১১ ২৩:৩৯474073
  • দ্রি, আমাদের প:বংগের সরকারী হাসপাতালগুলির অবস্থাকে কি মিডিওকোর ও বলা চলে ? আর তার জন্য ফাণ্ডিং এর অভাব কতটা দায়ী ?
  • Sibu | 66.102.14.1 | ৩১ মে ২০১১ ২৩:৪১474076
  • আকার দেওয়া লিং-এর দুটো জিনিষ খুব ইন্টারেস্টিং লাগল। (ডি: শুধু দু'-পাতা পড়ে)।

    ১। We find that sectoral productivity and labor market allocation
    wedges were strongly correlated with political developments in West Bengal, namely the
    increasing vote share of the leftist parties.


    ননসেন্স কোরিলেশন, নাকি কসাল কোরিলেশন?

    ২। What makes the experience of West Bengal and Maharahstra even more remarkable
    is that these two regions are located within the same country, and, as such, are subject to
    the same national policies.


    কেন্দ্রের বৈষম্যমূলক আচরনের উল্লেখমাত্র নেই!!

    পেপারটা আর পড়তে ইচ্ছে করছে না।

    এইবারে ABMM
  • pi | 128.231.22.150 | ৩১ মে ২০১১ ২৩:৪১474074
  • দ্রি, আমলাতান্ত্রিক পুনরাবৃত্তি কমিয়ে তাদেরকে এই ধরণের প্রস্তাবিত সার্ভেইলেন্সের কাজে লাগানোর কথা বলা হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন