এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি (২)

    aka
    অন্যান্য | ২৫ মে ২০১১ | ১৮৮৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ৩১ মে ২০১১ ২৩:৪৩474077
  • দ্রি বাজেট কষতে শুরু করলে ট্রেনিংটাও ধরতে হবে। কারণ শুধু টেকনলজি ইমপ্লিমেন্টেশন নয়, সেই টেকনলজি ইউজ কেমন করে করতে হবে সেটাও লোকজনকে শেখাতে হবে। কম হবে না।

  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২৩:৪৫474079
  • ফান্ডিং এর সাথে ডান্ডিংএরও একটু অভাব আছে।

    মানে ডান্ডা মেরে সিধে করা।

    মানে একটু শক্ত হাতে ইয়ে।

    মানে ঐ দক্ষতর প্রশাসন আর কি।
  • Arpan | 112.133.206.22 | ৩১ মে ২০১১ ২৩:৪৫474078
  • দ্রিয়ের জন্য:

    ই-গভর্ন্যান্স একটা দারুণ টুল। ঠিকভাবে কাজে লাগালে লং রানে প্রচুর খরচ কমায় এবং সিস্টেমের দক্ষতা বাড়ায়।

    একটা ছোট্ট একজাম্পল দেই। এইবারের প:বঙ্গের বিধানসভা নির্বাচনে বুথে বুথে ওয়েবক্যাম লাগানো হল। অতিরিক্ত পর্যবেক্ষকের খরচা কমল এবং ফুলপ্রুফ মনিটরিঙ হল।
  • pi | 128.231.22.150 | ৩১ মে ২০১১ ২৩:৪৬474080
  • জনতার নজরদারি - সেটা কি খুব ব্যয়সাপেক্ষ ?
  • aka | 168.26.215.13 | ৩১ মে ২০১১ ২৩:৪৮474082
  • জনতার নজরদারি ইন্টারনেটের মাধ্যমে আম্রিগায় যতটা সম্ভব প:ব:য়ে কতটা সম্ভব? ইলিটারেসি রেট কত?
  • pi | 128.231.22.150 | ৩১ মে ২০১১ ২৩:৫০474083
  • উঁহু, শুধু ইন্টারনেট তো বলা হয়নি।
    এই নিয়ে ক'দিন আগেই তো কথা হল।
  • dri | 117.194.240.233 | ৩১ মে ২০১১ ২৩:৫২474084
  • সত্যি খরচা কমল তো? ভারতের মত লো মিনিমাম ওয়েজ কাϾট্রতে?

    পুরো কনভিন্সড হতে কিন্তু আমার পুরো হিসেবটা চাই।

    একদিকে সব বুথে ক্যামেরার খরচা। সেই ছবি একটা নেটওয়ার্ক দিয়ে রিয়েলটাইমে একটা সে¾ট্রাল লোকেশানে নিয়ে আসার খরচা, মনিটরিং টিভি স্ক্রীনের খরচা, যে/যারা মনিটার করবে তার খরচা।

    আর অন্যদিকে বুথে বুথে পর্যবেক্ষকের খরচা।
  • pi | 128.231.22.150 | ৩১ মে ২০১১ ২৩:৫৪474085
  • khosrhatheke:

    চার। নজরদারির উপর নজরদারি। সামাজিক নজরদারি। নজরদারি শুধুমাত্র একটি আমলাতান্ত্রিক প্রক্রিয়া নয়। সেরকম হলে ব্যবস্থাটি অতি-আমলাতান্ত্রিকতায় ভেঙে পড়তে বাধ্য। কেবলমাত্র সরকারি অতি-নিয়ন্ত্রণ দুর্নীতি রুখতে সমর্থ হয়না। বরং ছোটো সংস্থাগুলিই আমলাতান্ত্রিকতার শিকার হয়। একটি প্রামাণ্য পেপারে দেখা যাচ্ছে:

    Over-regulationisyetanotherproblem.Smallentrepreneursarethetypicalvictimsofcorruptfactoryinspectors;giventhenarrowmarginsonwhichtheyoperate, thebribescansignificantlyreducetheirprospectsofsucceeding.Theprospectthataninspectorcouldcomeandshutthemdownsoonaftertheyspendtheirhard-earnedmoneytobuyasmallmachine, makesthemreluctanttoinvestinthefirstplace.

    Oneconsequenceofthefearoftheregulatoristhatsmallfirmsdonotregisterthemselves, makingthemineligibleforformalloansandotherpubliclysuppliedinputs (suchaspowersupply).

    সূত্র: http://econ-

    তাই সাধারণ মানুষের ভূমিকা শুধু অভিযোগ জানানোতেই সীমাবদ্ধ রাখলে চলবে না। বরং নজরদারির প্রক্রিয়াটির উপর নজর রাখতে সামগ্রিকভাবে সাধারণ মানুষকে অংশীদার করা একান্ত প্রয়োজন। এর জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি গ্রহণ করা যেতে পারে:

    ক। যথাযথ অর্থনৈতিক অডিট, এবং তার ফলাফল জনসাধারণের জন্য উন্মুক্ত করা। বহু টাকা আমলাতান্ত্রিক গাফিলতিতে ব্যবহৃত হয়না, বা ভুল কাজে ব্যবহার করা হয়। যথাযথ অডিট করলে দুর্নীতি ধরা পড়ে, কিন্তু দুর্নীতি ধরা পড়লেও পরবর্তী পদক্ষেপে অনেক সময় খামতি থেকে যায়। টাকা ব্যবহার না করার অদক্ষতা তো সাধারণভাবে চোখ এড়িয়ে যাওয়া খুব স্বাভাবিক। সামাজিক মূল্যায়নের ব্যবস্থা থাকলে এগুলি কারো না কারো চোখে পড়বেই। এবং সে নিয়ে চাপ তৈরি হবে।

    খ। একই ভাবে কী কী অভিযোগ লিপিবদ্ধ হল, এবং তার পর কী কী ব্যবস্থা নেওয়া হল, সেগুলিও সামাজিকভাবে প্রকাশ করা প্রয়োজন। অভিযোগ-গ্রহণকারী সেল নিজেই যেন আমলাতন্ত্রের শিকার না হয়, সেটা দেখার জন্যও এটা প্রয়োজন।

    গ। ই-গভর্নেন্সের জন্য যে তথ্যাদি ইলেকট্রনিক মাধ্যমে চালাফেরা করবে, একটি ওয়েবসাইট বানিয়ে তার বেশিরভাগ অংশ (যা গোপনীয় নয়), জনতার জন্য উন্মুক্ত করা হোক। সেখানেও মতামত নেবার ব্যবস্থা করা হোক। কোনো পুকুর চুরি নজরদারি এড়িয়ে গেলে অন্য কারো না কারো নজরে পড়বেই। একই ভাবে যে কোনও দপ্তরের সামগ্রিক দক্ষতাও জনতার নজরদারির মধ্যে থাকবে।

    ঘ। ইন্টারনেট এবং বিশেষ করে সোসাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করা। প্রতিটি সরকারি দপ্তর এবং সম্ভব হলে প্রতিটি জনপ্রতিনিধি ইন্টারনেট ব্যবহার করুক। এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখুক। যে যোগাযোগ দ্বিমুখী। এটা নতুন কিছু নয়। উদাহরণস্বরূপ: এক, দিল্লি পুলিশ, এমসিডি এরা নিজেদের নামে ফেসবুক খুলে দিয়েছে। লোকে সেখানে নিজেদের গল্প জানাচ্ছে। রাস্তায় কোথায় গারবেজ সাফ হয় নি, কোথায় কোন পুলিশ হেলমেট না পরেই স্কুটার চালাচ্ছে, কোন পুলিশের বাইকের নাম্বারপ্লেট নেই, লোকে ফটো তুলে ফেসবুকে পোস্ট করে দিচ্ছে। সব কিছুর যে তাতে সমাধান হচ্ছে তা নয়, কিন্তু পাবলিক ভিজিলেন্সে কিছু দোষী পুলিশ শাস্তি পাচ্ছে, দোষী এমসিডির অফিসার শোকজড হচ্ছে। দুই, বিহারে একটি অসাধারণ ওয়েবসাইট চালু করা হয়েছে। যা একই সংগে তথ্য সংগ্রহের আকর, এবং জনতার দরবার। লিংক: http://cm.bih.nic.in

    এই ব্যবস্থাটিই আরও বড়ো আকারে এবং সুসংহত ভাবে ব্যবহার করা হোক। ইন্টারনেট এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের অসীম ক্ষমতা আজকের দিনে। এতে করে সরকারি ব্যবস্থাপনায় তরুণ প্রজন্মের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা যাবে।

    ঙ। প্রশাসন-জনসাধারণের মধ্যে দ্বিমুখী যোগাযোগ স্থাপন। সামগ্রিকভাবে জনতার অংশগ্রহণকে সুনিশ্চিত করতে গেলে সব মিলিয়ে এই দ্বিমুখী যোগাযোগ স্থাপনের ব্যাপারে উদ্যোগ নিতেই হবে।

    প্রয়োজন, সরকার, প্রশাসন ও জনগণকে "মুখোমুখি' এনে দেবার প্ল্যাটফর্ম বানানোর, সরকারি ও বেসরকারি উদ্যোগে। ভোটের আগে যেমন নেতা, মন্ত্রীদের "মুখোমুখি' লাইভ অনুষ্ঠানে আনা হয়, এধরণের অনুষ্ঠান নিয়মিত করা হোক, সরকারি, বেসরকারি সব মিডিয়াতে। টিভিতে , রেডিওতে, ইন্টারনেটে। যেখানে মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী, নেতা, আমলা, পুলিশ অফিসার সবাই আসবেন, উত্তর দেবেন, শুধু উপস্থাপকের প্রশ্নেরই না, লাইভ ফোন কল নেওয়া হবে। লোকে আগে থেকে মেইল করেও প্রশ্ন জানাতে পারেন, তার উত্তর ও দিতে হবে। টিভি চ্যানেলগুলি অতি অবশ্যই এই ব্যাপারে উৎসাহ দেখাবে। আর ইন্টানেট ফোরামে হলে ব্যাপারটি আর সহজ। পুরো জিনিসটিই একটি আবশ্যিক সরকারি কর্তব্য হিসেবে পালন করা হোক। এবং নিয়মিতভাবে।

    শুধু মিডিয়াই না, স্থানীয় স্তরে জনতার দরবার জাতীয় কার্যক্রমগুলিকেও একই রকম উদ্যোগ নিয়ে চালু করা হোক।

    চ। লোক আয়ুক্তকে পুনরুজ্জীবিত করা হোক। ...
  • Arpan | 112.133.206.22 | ৩১ মে ২০১১ ২৩:৫৫474087
  • গ্রামের লোক চুটিয়ে মোবাইল ব্যবহার করতে পারলে ইন্টারনেট পারবে না কেন? আগেও তো লিখেছিলাম, পঞ্চায়েত অফিসগুলিতে জনসাধারণের ব্যবহার্থে কয়েকটা কিয়স্ক/ডেস্কটপ উইথ নেট কানেকশন বসিয়ে দেওয়া কেন ভাবা হবে না? কেন একটা ফর্মের জন্য তাদের মহকুমা আপিসে দালাল ধরতে হবে?

    এর সাথে লিটারেসি রেটের কী সম্পর্ক? বরং প্রযুক্তি তো এখানে একটা গ্রেট লেভেলারের কাজ করছে।
  • pi | 128.231.22.150 | ৩১ মে ২০১১ ২৩:৫৭474088
  • প্রোগ্রেসিভ ট্যাক্সিং, সমান্তরাল অর্থনীতি থেকে বিকল্প পায়ের কথাও তো হয়েছে।
  • Ishan | 14.99.80.156 | ৩১ মে ২০১১ ২৩:৫৯474090
  • উফ পোচ্চুর লিখেছি। আজকের ফাইনাল পোস্ট। আকাকে।

    দক্ষতর প্রশাসন দিয়ে একশবার রাস্তা বানানো যাবে। একটা রাস্তা বানানোর খচ্চা হাপও হয়ে যেতে পারে। রাস্তা বানানোয় আমার কোনো আপত্তি নাই তো। ইনফ্রাস্ট্রাকচারে কি খচ্চা হবে সে তো পলিসি ডিসিশন। আমার শুধু বক্তব্য হল, পলিসি নিয়ে ফাটাফাটির আগে, তার পূর্বশর্তের উপরেও নজর দেওয়া হোক। নইলে হাজারটা "ভালো' পলিসি দিয়েও কিস্যু হবেনা।
  • Arpan | 112.133.206.22 | ৩১ মে ২০১১ ২৩:৫৯474089
  • পর্যবেক্ষককে স্কুল ব্যাঙ্ক আফিস বন্ধ করে সরকারি খরচায় তেপান্তরের পারে পর্যবেক্ষক করে পাঠাতে আর রাত্রিবাস করাতে তো কম খরচা হয় না।

    আর সবাই সব কেন্দ্র রিয়েল টাইম মনিটরিং করবে কেন? যদি কোথাও গণ্ডগোলের অভিযোগ আসে সেক্ষেত্রে নির্বাচন কমিশন টেপ চালিয়ে খতিয়ে দেখে দরকারে রিপোলিঙের নির্দেশ দেবে।

    খরচ যে কম হয়েছে সেটা আমি বলছি না, নির্বাচন কমিশন বলছে।
  • aka | 168.26.215.13 | ০১ জুন ২০১১ ০০:০০474092
  • কমরেড অপ্পন, ঠিক যেকারণে তারা মোবাইল ফোন ব্যবহার করেও ইলিটারেট। ফর্ম ভরতে পোস্টমাস্টার বা পাড়ার টিচারের কাছে যেতে হয়।
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০০:০০474091
  • আচ্ছা, দ্রি, অসীম দাশগুপ্তর আজকালের স্টেটমেন্ট টা নিয়ে আপনার কী বক্তব্য ? এই স্বল্প সঞ্চয় প্রকল্পে বেশি মানুষ টাকা রাখার জন্য লোন বেশি হওয়া ?

    মহারাষ্ট্রের লোনের অ্যামাউন্টটাও কি মিলছে ?

    আমি কিন্তু কয়েকজন 'বিশেষজ্ঞ' অর্থনীতিবিদদের কাছে শুনছিলাম,, ঐ RBI র ডেটা দিয়ে মেলাতে গেলে ওনার প্রতিবারের পেশ করা ঘাটতি শূন্য বাজেটেও প্রচুর জল বেরোবে। ঐ ১৮, ৪১ এর মত ও অনেক কিছু।
  • dri | 117.194.240.233 | ০১ জুন ২০১১ ০০:০২474094
  • জনতার নজরদারী।

    এতে ইন্টারনেট মাস্ট। (নাকি টিভিও ধরা হচ্ছে?)

    এটা কতটা এফেক্টিভ সেই নিয়ে কোন স্টাডি আছে? এই যেমন দিল্লিতে পুলিশের কেস স্টাডিটা।

    ওটার আগে আর ওটার পর সাধারণ মানুষের পুলিশের সাথে ইন্টার‌্যাকশানে কতটা তফাত হয়েছিল এটা কি মেপে দেখার কোন চেষ্টা হয়েছে।

    আমার মাঝে মাঝে মনে হয় আমরা যারা কম্পুর লাইনে আছি, বা কম্পুর নিয়মিত ইউজার তারা কম্পু রিলেটেড সলিউশান দেখা মাত্র বড্ড বেশী পুলকিত হয়ে উঠি, সত্যিকারের এফিকেসি যাচাই করার আগেই। একজন অটোয়ালা, যে ইন্টারনেট ইউজার নয়, তার সাথে পুলিশের ব্যবহার কি বদলেছে?
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০০:০২474093
  • হ্যাঁ অপ্পন, 'hole in the wall থেকে মনে হয় এটাও ভালোভাবেই সম্ভব।

    আর ফোন লাইন তো সব জায়গাতেই প্রায় পৌঁছে গেছে।
  • Ishan | 14.99.80.156 | ০১ জুন ২০১১ ০০:০৪474095
  • আরও একটা। শুধু ইন্টারনেট কেন। পাতি একটা কল সেন্টার করলেই হয়। লোকে ফোং করবে আর জেনে নেবে। পয়সা লাগবেনা, সরকারি কর্মচারিদের দিয়েই করা যায়।

    এ বিষয়ে আমার গুরুত্বপূর্ণ বাকি মতামত কাল দেব।
  • dri | 117.194.240.233 | ০১ জুন ২০১১ ০০:০৫474096
  • ও নির্বাচন কমিশন বলেছে?

    ওকে। (আশা করছি মনিটারিং ইকুইপমেন্ট ভেন্ডারের টাকা খেয়ে বলে নি)
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০০:০৮474098
  • ও দ্রি, খসড়ার ৪। 'ঙ ' দেখুন।
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০০:০৯474099
  • aabaardi:(

    ঙ। প্রশাসন-জনসাধারণের মধ্যে দ্বিমুখী যোগাযোগ স্থাপন। সামগ্রিকভাবে জনতার অংশগ্রহণকে সুনিশ্চিত করতে গেলে সব মিলিয়ে এই দ্বিমুখী যোগাযোগ স্থাপনের ব্যাপারে উদ্যোগ নিতেই হবে।

    প্রয়োজন, সরকার, প্রশাসন ও জনগণকে "মুখোমুখি' এনে দেবার প্ল্যাটফর্ম বানানোর, সরকারি ও বেসরকারি উদ্যোগে। ভোটের আগে যেমন নেতা, মন্ত্রীদের "মুখোমুখি' লাইভ অনুষ্ঠানে আনা হয়, এধরণের অনুষ্ঠান নিয়মিত করা হোক, সরকারি, বেসরকারি সব মিডিয়াতে। টিভিতে , রেডিওতে... যেখানে মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী, নেতা, আমলা, পুলিশ অফিসার সবাই আসবেন, উত্তর দেবেন, শুধু উপস্থাপকের প্রশ্নেরই না, লাইভ ফোন কল নেওয়া হবে। লোকে আগে থেকে মেইল করেও প্রশ্ন জানাতে পারেন, তার উত্তর ও দিতে হবে। টিভি চ্যানেলগুলি অতি অবশ্যই এই ব্যাপারে উৎসাহ দেখাবে। ......পুরো জিনিসটিই একটি আবশ্যিক সরকারি কর্তব্য হিসেবে পালন করা হোক। এবং নিয়মিতভাবে।

    শুধু মিডিয়াই না, স্থানীয় স্তরে জনতার দরবার জাতীয় কার্যক্রমগুলিকেও একই রকম উদ্যোগ নিয়ে চালু করা হোক।
  • dri | 117.194.240.233 | ০১ জুন ২০১১ ০০:১৫474100
  • স্বল্প সঞ্চয় প্রকল্পটা ঠিক হতেও পারে। মানে আসল হিসেব তো আর দেখতে পাচ্ছি না। মুখের কথা। তবে অ্যাট ফাস্ট গ্ল্যান্স এটাতে অবিশ্বাস করার মত কিছু পাচ্ছি না।

    কিন্তু স্টিল তাতে পশ্চিমবঙ্গের লোনের বার্ডেন কিন্তু কমছে না।

    যারা স্বল্প সঞ্চয়ের জন্য টাকা রেখেছে তাদের ভালো ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বার্ডেন। যেমন টাকাটা পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষ না রেখে যদি আই এম এফ সমপরিমাণ টাকা রাখত, তাহলে আই এম এফের ভালো (তারা সুদ পাবে), কিন্তু পশ্চিমবঙ্গের বার্ডেন।

    যে ধার দেবে তার ভালো, আর যাকে সুদ দিতে হবে তার টেনশান। এই তো সোজা কথা।

    পশ্চিমবঙ্গ তখনই স্বল্প সঞ্চয়ে টাকা রাখতে বলে যখন তাদের টাকা দরকার, কিন্তু হয়ত মার্কেটে টাকা সুলভে পাচ্ছে না। হয়ত ইন্টারেস্ট রেট মনোমত নয়। হয়ত কঠিন শর্ত আছে।

    যদি, বলতে নেই, পশ্চিমবঙ্গ ডিফল্ট করে, তাহলে কিন্তু স্বল্প সঞ্চয়ে যারা টাকা রেখেছিল সবাই টাকা হারাবে। বড় ব্যাঙ্করা কিন্তু ঠিক কোল্যাটারাল বাগিয়ে নেবে। (বলবে আমায় সুন্দরবনটা দিয়ে দাও)।
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০০:১৬474101
  • টাকার অভাবের কথা উঠলে টাকা খরচ না হওয়া কি, ফেরত যাবার হিসেবটাও একটু ভালোভাবে করা দরকার।

    বছর কয়েক আগে প:বঙ্গের কিছু জেলার সর্ব শিক্ষা অভিযানের অডিট রিপোর্ট ঘেঁটেছিলাম। প্রচুর ফাণ্ড আনইউজড।

    এটার সত্যাসত্য কিছু জানা আছে ?
    http://groups.yahoo.com/group/PWAP/message/14415

    এটা হল কৃষি বিকাশ যোজনার হিসাব:

    Similar is the case of Maharashtra, Assam, Arunachal Pradesh, Himachal Pradesh, Madhya Pradesh, Jharkhand and West Bengal which have no spent anything from their allocated funds, official data shows

    More at : Funds for farm growth unused, but allocation raised http://www.thaindian.com/newsportal/business/funds-for-farm-growth-unused-but-allocation-raised_100376359.html#ixzz1NxPPtFgn

  • dri | 117.194.240.233 | ০১ জুন ২০১১ ০০:১৭474102
  • আর মহারাষ্ট্রের লোনের অ্যামাউন্টটা যেন কী বলেছিলেন অসীমবাবু?
  • dri | 117.194.240.233 | ০১ জুন ২০১১ ০০:২৬474103
  • টিভির কেসটা। আমি বলব পোটেনশিয়াল আছে।

    কিন্তু এতে বেসরকারী টিভি চ্যানেলগুলোর সম্মতি চাই। ওরা রাজি তো? এরকম নিয়ম করা বোধ হয় বাড়াবাড়ি হয়ে যাবে যে নিয়মিত এই রকম শো তারা করতে বাধ্য।

    আবার টি আর পি ভালো হলে দুবার বলতে হবে না। বাপ বাপ বলে হবে।
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০০:২৭474104
  • দ্রি,
    এটা একটু ভাল করে দেখবেন ?
    http://cpimwb.org.in/cpim/?q=node/174

    But it is also pertinent to say, that as the amount of debt burden is varying among the states, the variations in income are also present within it. So the comparative study is done by debt-income ratio (GSDP). The RBI data reveals that , though West Bengal is holding the third place in the context of debt formation, but the state holds the 11th place in the country as well as 4th out of the large states in the country in terms of GSDP ratio.

    Five years back, the GSDP ratio was 48% in the state, and, presently it decreased to 41%. But the data of GSDP ratio of Indian economy is fairly greater (56%) than our state economy in the same time frame.


    অথজ RBI এর ঐ পিডিফে থেকে তো অন্য সব ছবি পাওয়া গেল !

    আর এখানে সেই লেখা, debt-income ratio (GSDP) 41% , oi abikal 9 baabu Jaa balachhilen.
    kintu
    RBI তো বলছে debt by GDP ই ৪১% !!

    সেদিনকে ৯ বাবু কি এখান থেকে কপি করেছিলেন ?
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০০:২৮474105
  • এই কম্পুতে আজকাল খোলে না।
    এই টইতেই কয়েক পাতা আগে লিং টা আছে।

    কেউ দেখে মহারাষ্ট্র আর প:বংগের ঋণের অ্যামাউন্টটা জানাবেন ?
  • aka | 168.26.215.13 | ০১ জুন ২০১১ ০০:৩০474106
  • রাস্তা, হসপিটাল বা এ জাতীয় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট বা সার্ভেলেন্সের মাধ্যমে বেল্ট টাইটনিং দুয়েতেই আপফ্রন্ট কস্ট আছে। দুয়েরই বেসিক অ্যাকস্ট হয়ত ইনফ্রাস্ট্রাকচারে বেশি। এমনিতে দুয়ের মধ্যে কনফ্লিক্ট কিছু নেই, শুধু প্রায়োরিটি তে ইনফ্রাস্ট্রাকচার যত তাড়াতাড়ি আসে ততই ভালো কারণ ইনফ্রাস্ট্রাকচার চাকরি তৈরি করে, চাকরি মানেই সরকারি রেভিনিউ বাড়বে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এসব আমি বলি নাই, কেইন্স সাহেব বলে গেছেন পাব্লিক সেক্টর ইনভেস্টমেন্টে টাকা মাল্টিপ্লায়েড হয়ে ফিরে আসে। এই নিয়ে অনেক মতবিরোধ আছে কিন্তু প:ব:য়ের বর্তমান কলকাতা কেন্দ্রিক উন্নয়নকে বিকেন্দ্রিকরণ করতে এছাড়া উপায়ও নেই। সার্ভেলেন্স দরকার ঠিকই, কিন্তু প্রায়োরিটি হিসেবে বোধহয় ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্টস আগে আসে।
  • Suvajit | 59.177.194.207 | ০১ জুন ২০১১ ০০:৩২474107
  • দিল্লিতে গত বছর থেকে অনলাইন প্রপার্টি ট্যাক্স নেওয়া শুরু হয়েছে। প্রপার্টি সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিলে ট্যাক্সের হিসাব দিয়ে দিচ্ছে, সংগে কোনো এরিয়র আছে কি না তাও বলে দিচ্ছে। জানি না কলকাতায় এমন সিস্টেম চালু হয়েছে কিনা।
  • aka | 168.26.215.13 | ০১ জুন ২০১১ ০০:৩৩474109
  • উফ, **দুয়েরই বেসিক অ্যাকস্ট ...

    আসলে দুয়েরই বেসিক অ্যাজাম্পশন হল দক্ষতর প্রশাসন, কস্ট হয়ত ইনফ্রাস্ট্রাকচারে বেশি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন