এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি (২)

    aka
    অন্যান্য | ২৫ মে ২০১১ | ১৮৮৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 112.133.206.22 | ০১ জুন ২০১১ ০০:৪৭474110
  • কমরেড আকা বিভ্রান্ত করছেন। মহকুমা শহরে দৌড়াদৌড়ি আর পাড়ার টিচারের কাছে লাইন লাগানো কোনটা খরচসাপেক্ষ?

    আর প:বঙ্গের লেটেস্ট লিটারেসি রেট তো ৭২%। :)
  • dri | 117.194.240.233 | ০১ জুন ২০১১ ০০:৪৮474111
  • RBI এর তথ্য হল ৬৬ পাতায়

    পশ্চিম বঙ্গের ডেট/GSDP

    ২০০৯-১০ : 42.8
    ২০০৮-৯ : 42.5
    ২০০৫-৮ : 47.0

    মোটামুটি ৯ বাবুর ডেটার সাথে মিলে যাচ্ছে।

    কিন্তু আমার বক্তব্য ছিল এটার চেয়ে বেশী ইম্পর্ট্যান্ট ডেট/রেভিনিউ রিসিট।

    আসলে আয় বলতে ৯ বাবু GSDP বুঝিয়েছিলেন। ইকনমিক্সে হয়ত এটাই স্ট্যান্ডার্ড টার্মিনোলজি। কিন্তু আমি আয় বলতে সরকারের আয় বুঝিয়েছিলাম। নট মানুষের মোট আয়।
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০০:৫১474113
  • সরকারী টিভি , রেডিও চ্যানেলগুলি তো করুক।
    আর ভোটের আগে এই মুখোমুখি অনুষ্ঠান গুলির তো দিব্বি রমরমিয়ে চলতো ! ( একটা দুটো 'গৌতম দেব লাইভ' মার্কা অনুষ্ঠান হলে তো টিআর্পি র বাপ চড়বে :p),
    এমনিতেও এই গোছ গোছ নিউজ চ্যানেলগুলোতে তো সারাদিন ধরে এক ই সেট অব নিউজের চর্বিতচর্বণ চলতে থাকে আর পাবলিক বসে বসে তাই গেলেন।
    এরকম অনুষ্ঠান দেখবে না ?
    আর চ্যানেলগুলি রিডানডেন্ট খবর পরিবেশনের বদলে এগুলো করতে রাজি হবেনা ?

    শুধু লাইভ অনুষ্ঠানে ফোনকল না, তাতে অনেক অসুবিধা আছে। ঐটুকু সময়ে বেশিরভাগ লোকে লাইন ই পাবেন না। এমন করা যেতেই পারে, আগে থেকে ফোন কল নিয়ে রাখা রইলো। তারপর সেগুলো যাঁদের উদ্দেশ্যে করা, সেরকম সর্ট আউট ও গ্রুপিং করে নিয়ে অনুষ্ঠানে ডাকা।

    চিঠি ও আসতে পারে। সেই দর্শকের দরবারের মত ব্যাপার।
    সরকার এই পারপসে কিছু আলাদা পোস্টকার্ড বের করলে পারে।

    আর, খবরের কাগজেও অভিযোগগুলি চিঠির মাধ্যমে পৌঁছায়। আরেকটি একমুখী প্রক্রিয়া। মন্ত্রী, বিধায়ক, আমলা কি ডাক্তার, শিক্ষক , যে ই হোক, যাঁর কাছে প্রশ্ন করা হচ্ছে, সেগুলি সংশ্লিষ্ট জনের কাছে পৌঁছে তাঁর কাছ থেকে উত্তর আনার ব্যবস্থা ও করা যেতেই পারে।
    মানে, একবার কেউ , কোন চ্যানেল, কাগজ চালু করলে বাকিরাও করতেই পারে।
  • dri | 117.194.240.233 | ০১ জুন ২০১১ ০০:৫১474112
  • অন দা আদার হ্যান্ড, মহারাষ্ট্রে কিন্তু

    ২০০৫-৮ এ ছিল 30.3

    সেখান থেকে কমে ২০০৯-১০ এ হয়েছে 25.1
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০১:০০474114
  • অসীম দাশগুপ্তর কথা অনুযায়ী মহারাষ্ট্রের দেনার অংক বোধহয় প:বংগের চেয়ে অনেক বেশি।
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০১:০৬474115
  • ওনার এই পোস্টগুলো থেকে রাজ্যের আয় ই মনে হয়েছিল

    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1306328048128&contentPageNum=1

    যাই হোক, অসীম দাশগুপ্তর ক্লেইম টার সোর্স কী ?

    আর, cpm এর সাইটের এই তথ্য,

    But the data of GSDP ratio of Indian economy is fairly greater (56%) than our state economy in the same time frame.
    এই ৫৬% কোথা থেকে এল ? ২৮ টা রাজ্য ধরে ?
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০১:০৭474117
  • ওহ, cpimwb এর সাইটে ও অসীম দাশগুপ্তর হিসেবগুলো আছে :

    it is also very important to state in this juncture that, when our state economy is bearing a burden of debt of Rs. 1.69lakh crores, at the same time Indian economy is bearing a burden of debt of Rs. 35lakhs crores too (Source : Central Financial Survey, 2009-10).

    According to the available data of RBI (Feb 2010) West Bengal is holding the third place in the context of debt burden out of all the states in our country. Uttarpradesh is holding the first place with Rs. 2.21lakhs crores and Maharastra is following UP by 2.08 lakhs crores. Andhra Pradesh and Gujarat are existing in the consecutive positions.


    এগুলোর সোর্স কী ?
  • dri | 117.194.240.233 | ০১ জুন ২০১১ ০১:০৭474116
  • RBI এর ডেটা থেকে সেটা তো মনে হচ্ছে না। কিন্তু এটা মনে হচ্ছে যে লাস্ট পাঁচ বছরে ওয়েস্ট বেঙ্গলের ডেট সিচুয়েশান ইম্প্রুভ করেছে! এটা আগে খেয়াল করিনি।

    ২০০৫-৮ ডেট/রেভিনিউ রিসিট ছিল ৪০%
    ২০০৯-১০ সেটা কমে ৩৩% হয়েছে। এটা ইন্টারেস্টিং!

    এই পিরিয়ডে বোধ হয় কমিটেড এক্সপেন্ডিচার খুব বেড়েছে। সিক্সথ পে। ইনক্রিমেন্ট। যেগুলো হানুদা বলছিলেন। অন্য স্টেটের এইটা কেম এত কম সেটা বুঝিনি। ওরা কি সিক্সথ পে দেয় না?
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০১:১১474120
  • Central Financial Survey, 2009-10 এটা তে হয়তো পাওয়া যাবে।

    কিন্তু, ডেট সিচুয়েশন তো প্রায় সবার ই ভাল হয়েছে। তাই ২০০৫-৮ এও প:বঙ্গ প্রায় সবার পিছনে, ২০০৯-১০ এও।

    State-wise data show that 11 States
    were able to align their IP-RR ratios with the
    Twelfth FC’s target of 15 per cent by 2009-10.
    Gujarat, Kerala, Maharashtra, Punjab, Rajasthan
    and West Bengal, however, could not achieve this
    target.

  • dri | 117.194.240.233 | ০১ জুন ২০১১ ০১:১১474118
  • ইন্ডিয়ান ইকনমি মানে পুরো ভারত। ওটা আলাদা।

    ওটার সাথে স্টেটের ফিগারের কোন তুলনা হয় না। স্টেট তো জিডিপির ১০% ও রেভিনিউ জেনারেট করতে পারে না।

    দেশ নিশ্চয়ই আরো বেশী পারে। ভারতের সাথে অন্য দেশের তুলনা ঠিক হবে। ভারত তো টাকা ছাপতে পারে।

    ওয়েস্ট বেঙ্গলের সাথে বাকি ১৬ টা রাজ্যের তুলনা হল অ্যাপ্‌ল টু অ্যাপ্‌ল।
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০১:১৩474121
  • সেটাই তো বলছি। ঐ স্টেটমেন্টের তো কোনো মানেই নেই।

    ঐ বাকি এগারোটা রাজ্য এনে ২৮ টা রাজ্য করলেই আপেল , কমলালেবু হয়ে যাবে।
  • dri | 117.194.240.233 | ০১ জুন ২০১১ ০১:১৫474122
  • ও অসীম দাশগুপ্ত কি মীন করেছেন মহারাষ্ট্রের দেনার অ্যাবসলিউট ভ্যালুটা বেশী? সেটা হতেই পারে।

    মহারাষ্ট্রের জিডিপিও হয়ত পশ্চিমবঙ্গের চেয়ে বেশী।

    আমি যদি ৩০ লাখ টাকার লোন নি আমি ফাঁপরে পড়ব। অনিল আম্বানি অনায়াসে ৬০ লাখ টাকার লোন নিতে পারে।

    যদিও আমি অ্যাবসলিউট ভ্যালুতে কম লোন নিয়েছি আমিই রিলেটিভলি বেশী ইনডেটেড। এবং আমার ডিফল্ট করার চান্স বেশী।
  • dri | 117.194.240.233 | ০১ জুন ২০১১ ০১:১৯474123
  • আসলে স্ট্যাটিসটিক্স একটা মুর্গি বানানোর মেশিন। নিজের পছন্দসই প্যারামিটারগুলোকে প্রকাশ করে, আর আনকম্ফর্টেব্‌ল প্যারামিটারক হাইড করে নানারকম রিয়েলিটির ইলিউশান তৈরী করা যায়।
  • dri | 117.194.240.233 | ০১ জুন ২০১১ ০১:২৩474124
  • অসীম দাসগুপ্তর ঐ ডেটাগুলো সত্যি হতেই পারে। কিন্তু তাতে ওভারঅল অ্যানালিসিস কিছু চেঞ্জ করে না।

    কিন্তু আমিও সোর্স জানতে ইচ্ছুক। ঘাঁটতে হবে। আজ আর ভাল্লাগছে না।

    আসলে বলছিলেন না সার্ভেইলেন্স, ট্রান্সপারেন্সি। এইসব ডেটা খুব সহজ্‌লভ্য ভাবে অ্যাভেলেব্‌ল থাকা উচিত সবার ব্রাউজিংএর জন্য।
  • Suvajit | 59.177.194.207 | ০১ জুন ২০১১ ০১:২৬474125
  • একটা জিনিস একটু ঘেঁটে যাচ্ছে, দ্রিদার সাহায্য চাই। যদি প:ব:র debt/GSDP=47% হয় আর ২ লক্ষ কোটি টাকা ঋণ থাকে তাহলে GSDP তার দ্বিগুন। আর GSDP বেশী হলে সরকারের রেভিনিউ বাড়ার কথা। তাই debt/revenue= 33% এসে দাঁড়ালে সেই রেভিনিউ বাড়ার তত্বকেই সমর্থন করছে।
    তাই প্রথম রেশিও কমলে পরের রেশিওটাও কমবে। আমি কি ভূল বুঝলাম?
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০১:৩০474126
  • স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেসেন্টেশন গুলো হল মুরগী বাননোর কল :)

    অর্ধেক ডাটা চেপে বাকি অর্ধেকের রিপ্রেসেন্টেশন। আপেলের সাথে কমলালেবুকে জুড়ে দেওয়া।

    cpmwb এর সাইটে জ্বলজ্বল করছে, প:বংগের অবস্থা সারা দেশের চেয়ে তো বেটার। তালেই হল।
    অথচ সারা দেশ বলে ওভাবে তুলনাই হয় না।
    সেদিন বলা হল, ২৮ টা রাজ্যের মধ্যে ১৭ , অতএব এমন কিছু খারাপ না। অথচ স্পেশাল ১১ ও ১৭ টা নন স্পেশাল রাজ্যকে একসাথে করে কোনো তুলনাই করা যায়না।

    প:বংগ সরকারের আরেকখানি রিসেন্ট পিপিটি (এই নির্বাচনী প্রচারের জন্য বানানো, প্রথম স্লাইডেই লেখা, তৃণমূলের অপপ্রচারের জবাব এইটি। তাতে এক জায়গায় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটর দিয়ে দেখানো , প: বঙ্গ অন্যদের থেকে কত ভালো। বার্থ রেট, ডেথ রেট এগুলোর কথা বলা। ওদিকে অন্য নানা প্যারামিটার অনুযায়ী অবস্থা যে সবচে খারাপ সেগুলো সব চেপে যাওয়া হয়েছে :)
    ঐ প্রোপাগান্ডা পিপিটি খানি কাল্টিভেট করার মতন :)

  • dri | 117.194.240.233 | ০১ জুন ২০১১ ০১:৩১474127
  • ডেট/রেভিনিউ কথাটা আমার ভুল।

    ওটা হবে ইন্টারেস্ট পেমেন্ট/রেভিনিউ = ৩৩%।

    ডেট হল একটা কিউমুলেটিভ টার্ম। বছর বছর জমে মোট যত হল। জিডিপি, রেভিনিউ, ইন্টারেস্ট পেমেন্ট এগুলো সব পার ইয়ার টার্ম। ৯ বাবু সুন্দর বুঝিয়েছিলেন।
  • dri | 117.194.240.233 | ০১ জুন ২০১১ ০১:৩৫474128
  • ডেট/জিডিপি = ৪২%

    কিন্তু

    ইন্টারেস্ট পেমেন্ট/রেভিনিউ = ৩৩%
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০১:৪১474129
  • এখানে তো বলছে, 6th পে কমিশনের বর্ধিত স্যালারি প:বঙ্গ সরকার অনেক ক্ষেত্রেই দিতে পারেনি। অন্য রাজ্য দিয়েছে। তাই এর জন্য এরকম খারাপ অবস্থা কীকরে হবে ?

    For instance, a university professor’s monthly salary, as mandated by the Sixth Pay Commission, is approximately Rs.90,000 and routinely paid by Central and state universities countrywide except in West Bengal. With a massive budget deficit of Rs.33,000 crore in fiscal 2010-11, the state government is unable to pay Sixth Pay Commission mandated salaries in its varsities with a full-professor in Jadavpur earning a mere Rs.70,000 per month.

    http://www.educationworldonline.net/index.php/page-article-choice-more-id-2640

  • dri | 117.194.240.233 | ০১ জুন ২০১১ ০১:৪৮474131
  • তাহলে কারণটা কী? বুঝছি না।

    এইটা কি হতে পারে? পেজ ২৮।

    ১৭ টা রাজ্যের মধ্যে যে অল্প কয়েকটা রাজ্য নিউ পেনশান স্কীম ই®¾ট্রাডিউস করেনি তাদের একজন। নিউ পেনশান স্কীমটা কী? এতে কি সরকারের লায়াবিলিটি কমে?

    এত আরো দেখছি ফিস্কাল রেসপন্সিবিলিটি লেজিসলেচার প:ব:এ খুব লেটে ইমপ্লিমেন্ট হয়েছে। তার কি মানে কে জানে।
  • aka | 168.26.215.13 | ০১ জুন ২০১১ ০১:৫৩474132
  • এত নাম্বার দেখে মাথাটা কেমন ভোঁ ভোঁ করছে। কিছুই বুইতে পারছি না। কোন রিপোর্টের কথা বলছে সবাই? লিং আছে?
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০১:৫৫474133
  • হ্যাঁ, এই ট্রান্সপারেন্সিটা দরকার।
    আর , মন্ত্রী তো এই বিবৃতি দিয়ে কি কাগজে একটা কিছু লিখে দিয়ে ই খালাস। ওনাদের প্রতিপ্রশ্ন করার একটা সিস্টেম ভীষণ ভাবে চালু করা উচিত। টিভি কি রেডিও তে এই প্রশ্ন গুলো মুখোমুখি করলে কী উত্তর আসে দেখতে চাই।
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০২:১০474135
  • ডেটাগুলো পাবলিকের কাছে অ্যাভেলেবেল হবার সাথে সাথে এই ডাটার রিপ্রেসেন্টেশন সংক্রান্ত প্রশ্ন ও কোথা হইতে কে কী হইলো, সে উত্তর দেবার জন্য মন্ত্রী , আমলাদের ও পাবলিকের কাছে অ্যাভেলেবল হওয়া জরুরি।
    ঐ খসড়ার ৪। ঙ যদি কখনো চালু করা যায় ..
  • aka | 168.26.215.13 | ০১ জুন ২০১১ ০২:১৫474136
  • এই কাজগুলো জেনারালি খবরের কাগজ গুলো করে যেমন এখানে এনপিআর, ওয়াল স্ট্রীট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস। কোনো এক এক্ষপার্টকে ধরে এসব করায়। তো আমাদের খবরের কাগজে অ্যানালিটিকাল রিপোর্টিং নাই। মন্ত্রীরা এরকম প্লাটফর্ম পেলে চুটিয়ে নিজেদের টিআরপি বাড়াবে। সেটা করতে তারা পারদর্শী কিন্তু কতটা অ্যানালিটিকাল কিছু পাওয়া যাবে সন্দেহ আছে। এই নিয়ে দ্বিমত নেই সব ডেটা ইন্টারনেটে থাকা উচিত।
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০২:৩৬474137
  • মন্ত্রীরা ফাটিয়ে দেবে ? না:, মনে তো হয় না।
    একটু ডাটা সামনে রেখে পাকড়ালে কী ন্যাজেগোবরে দশা হয় সেতো ঐ গৌতম দেবের সাক্ষাৎকারেই বোঝা গেল।
    আর এদেশে এরকম লোক পাওয়া গেলে, দেশে পাওয়া যাবেনা, এমনটা ভাবার কী কারণ ? এই কালচারটা ই নেই। চালু হলে তার জন্য স্কিলফুল লোকের অভাব হবে বলে মনে হয়না।

    শুধু ডেটা অ্যাভেলেবল করেও তো খুব কিছু লাভ নেই। এই এখনকার কেসটাই দ্যাখো। অনেকদূর অব্দি পাওয়া গেলো, কিন্তু তা দিয়ে মেলানো যাচ্ছে না। আমাদের হাতে আসবে একরকম ডাটাপত্তর আর ওদিকে আসবে আজকালে/প্রতিদিনে মন্ত্রীর আরেকরকম রিপ্রেসেন্টেশন।
    অত: কিম ?
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০২:৫৩474138
  • আর, এটা তো শুধু মিডিয়ার সাংবাদিকের উপরেই ছাড়ার কথা হচ্ছে না। প্রশ্নগুলো যাতে যে কেউ করতে পারে, সেই ব্যবস্থার কথা হচ্ছে।
    দ্রি আজকে এত ডাটা অ্যানালিসিস করে এখানে যদি কোন প্রশ্ন তোলেন, সেটা যাতে মন্ত্রী বা আমলার সামনে ফেলা যায়। এরকম। কি চাষীরা জানাতে পারেন তাঁদের নিজেদের এলাকার চাষবাস নিয়ে কোন প্রস্তাব। এরকম।
  • Somnath | 117.194.197.30 | ০১ জুন ২০১১ ০৩:১১474139
  • পাই দি, একটা কথা,
    স্পেশাল রাজ্যগুলোর অবস্থা নন স্পেশাল রাজ্যগুলোর থেকে খারাপ। ১৭ টা স্টেটে ১৭ নম্বর তাই ২৮ টা স্টেটেও ১৭ নম্বরই থাকার কথা। কারন, বাকি ১১ টা (যদি এরা স্পেশাল ক্যাটাগোরিতে পড়ে) স্বীকৃত ভাবেই সবার নিচে। এটা কি ভুল বুঝছি?

    আর অর্থনৈতিক প্যারামিটারগুলোর বিচারে পিছিয়ে পড়া একটা রাজ্যে হিউম্যান ডেভেলপমেন্ট বা অন্য কোনো সোসিও-কালচারাল প্যারামিটারে এক্সেলেন্স থাকলে সেটার ডিউ ক্রেডিট দিতে অসুবিধে কোথায়?

    আমরা যারা কোনো সাবজেক্ট ভালো বুঝিনা, (অল্প স্বল্প তো সবাই সবকিছু বুঝিই) তারাই দেখেছি সেই সাবজেক্টের স্পেশালিস্টদের আওয়াজ দিতে, হ্যাটা দিতে, ঝেড়ে কাপড় পরিয়ে দিতে একেবারে সামনের সারিতে। অথচ যারা সেই সাবজেক্টের অন্তত একটু বেশি বোঝেন, তারা অন্তত স্পেশালিস্টদের কথাগুলো আর একটু সিনসিয়ারলি বোঝার চেষ্টা করেন, বা অসহমত হলে প্রশ্ন করার মধ্যে বাড়তি শ্লেষ ও নস্যাৎ করে দেওয়ার ভঙ্গিটুকু রাখেন না। এদিকটায় আর একটু নজর দিলে মনে হয় কোনো কোনো আলোচনা আরো একটু বেশি মিনিংফুল ও ইন-ডেপথ পার্টিসিপেশন পায়।

    দ্রিকে আমার তরফ থেকে একটু জিজ্ঞাসা,
    আর বি আই রিপোর্টের পি ডি এফ ফাইলের ৬৯ পাতায়, স্টেট গভ: এর আউটস্ট্যান্ডিং সিকিউরিটি সমূহের ম্যাচুরিটিকাল থেকে কি রাজ্যটির ভবিষ্যতের অর্থনৈতিক রিকভারি প্ল্যানের কিছু আন্দাজ করা যায়? (এই জায়গাটা মজা করে লিখলাম বলে কেউ পাত্তাই দিল না মাইরি!!)

    আর 9 কে প্রশ্ন,
    ১৭ টা স্টেটে ১৭ নম্বর হওয়ার এই বেহাল অর্থনীতি সামাল দেওয়ার দরকার যে আছে, সে ব্যপারে নিশ্চয়ই সহমত? কিভাবে এটা করা যেতে পারে বলে মনে হয় (কেন্দ্রের সাহায্য ইত্যাদি বাদে আর কি)?

    খসড়ার কোন কোন অর্থনৈতিক সাজেশন, বা টার্ম ইকোনোমিস্ট হিসেবে ভুল মনে হচ্ছে? সেগুলো কিভাবে রিফ্রেজ করা উচিত বলে মনে হচ্ছে?
  • pi | 128.231.22.150 | ০১ জুন ২০১১ ০৩:২০474140
  • ওমনাথ, কেসটা অমন সহজ সরল নয়। এই বিহার স্পেশাল স্ট্যাটাস পাবার জন্য ঝুলোঝুলি করে চলেছে।
    বিহারের অবস্থা কিন্তু সব প্যারামিটারেই প:বঙ্গের চেয়ে বেটার। এবার ঐ স্ট্যাটাস পেলে সে অন্য ক্যাটেগরিতে চলে যাবে। তার মানে কি সে প:বংগের চেয়ে খারাপ হয়ে যাবে ?
    তেমনি বাকি যারা আছে, তারা নন-স্পেশালে আসলে প:বঙ্গের চেয়ে খারাপ করতো এমন বলাই যায়না।
    বেশ কিছু প্যারামিটারে তারা প:বঙ্গের চেয়ে অনেক অনেক বেটার। সেটা কতটা তাদের গ্রান্ট গত সুবিধের জন্য , কতটা গ্রান্ট না পেলেও হত, সেটা কীকরে বোঝা যাবে ? গ্রান্ট না পেয়ে ঋণ হলেও হয়তো তারা অল্প এগিয়ে থাকতে পারতো, কারণ এখন অনেকটা ই এগিয়ে।
    ঐ দ্রি যেটা বলেছেন, আপেল আপেল কেবল বাকি ১৬ টা স্টেটের সাথে ই হয়। অন্যটা কমলালেবু ধরাই বেটার। পচা আপেল না ভেবে।
  • Sibu | 66.102.14.1 | ০১ জুন ২০১১ ০৩:২৭474143
  • মিডিয়া স্ক্রুটিনী!!! হা:।


    http://www.nytimes.com/2003/03/22/us/nation-war-media-critics-iraq-war-say-lack-scrutiny-helped-administration-press.html

    The strongest indictment of the press, many of these critics argue, are recent polls that suggest many Americans see Iraq as being responsible for the Sept. 11 attacks

    ...

    Some reporters based in the White House say it is hard to compete against an administration that sticks to its message and make its arguments at daily news briefings that are carried live on the major cable networks, often in their entirety. The most penetrating questions, they said, are met only with the answers the White House wants viewers to hear, a point of pride among administration officials.


    জয় হানু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন