এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চমাধ্যমিকের পর পেশাদারি জীবনে কি?

    bip
    অন্যান্য | ২০ জুন ২০১৫ | ১৯৯৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bawal | 117.77.75.128 | ২২ জুন ২০১৫ ০৮:৩১681741
  • কি আবার হবে, মাইনে দেয় না লোকজনক, শুধু বড় বড় বাত। এক কর্মী চেঁচামেঁচি করতে কিছু বকেয়া টাকা পয়্সা শেষমেষ ঠেকিয়েছিল বোধহয়। ছোট কোম্পানী, বেশি মাইনে দেয় না, তার ওপর বাজারে বদনাম হয়ে গেছে, এখন লোক পাচ্ছে না। এদিকে বাতেলার ফোয়ারা ছুটছে এখনও।
  • sm | 233.223.157.80 | ২২ জুন ২০১৫ ০৮:৪০681742
  • লোকজন কে ফান্ডার ব্যাপারে যাচিয়ে নেবার আগে নিজের সেই যোগ্যতা আছে কিনা সেইটে দেখতে হবে তো। কয়েকদিন আগেই পিন্টুর সঙ্গে একটা তর্কে, লেজ গুটিয়ে পালয়ে যেতে দেখলাম!
  • Bratin | 122.79.36.123 | ২২ জুন ২০১৫ ০৯:০০681743
  • তর্কে হেরে লেজ গুটিয়ে পালানো - এ গুলো কী ধরনের ভাষা?

    কারোর সম্পর্কে কিছু লেখার ক্ষেত্রে আমরা কি আরো একটু যত্নবান হতে পারি না?
  • বিপ | 79.138.209.156 | ২২ জুন ২০১৫ ০৯:০৫681744
  • বাঙালীর রটনার কাঙালীপনা যাবে না-তবু ক্ল্যারিফিকেশন দিচ্ছি

    (১) কোন আলোচনাতে এই ধরনের রটনা নির্ভরিত ব্যক্তিগত আক্রমন কাম্য না। কার টাকা মারা হয়েছে সাহস থাকলে নাম বলুক।
    যাকে কেন্দ্র করে দুবছর আগের ঘটনা, সেই নিয়ে আমি অনেক ক্ল্যারিফিকেশন দিয়েছি
    (২) ১ বছর আগেও আমি নিজে খুব একটা জড়িত ছিলাম না ভারতের পরিচালনার সাথে। একবছর আগে আমি ভারতের কোম্পানীর অধিকাংশ মালিকানা
    কিনে নিই শেয়ারহোল্ডারদের কাছ থেকে এবং এখন নিজেই চালাচ্ছি সরাসরি। এই মুহুর্তে প্রায় ৬ জন আই আই টিয়ান, যার মধ্যে প্রায় দুজন আমার
    কেজিপি ব্যাচমেট, তারাও আছে আমার সাথে। তারাই এখন চালাচ্ছে। অনেকেই ২০-৩০ লাখ সিটিসি পাচ্ছে । কেও রটনার ইচ্ছা থাকলে রটাক।
    কোন আই আই টিয়ানরা ত বিনে
    পয়সায় কাজ করে বলে আমার জানা নেই। আর আমেরিকাতেও আমাদের তিন জন কর্মি আছে। এখানে কাওকে মাইনে না দিলে সরাসরি জেলে পাঠাবে।
    এই ধরনের গসিপ বাঙালী পছন্দ করে জানি-কিন্ত তাতে সত্য বদলায় না।

    (৩) রেজুমের অভাব আমাদের নেই। হ্যা প্রায় ৩০০ রেজুমে পাঠিয়েছে বিভিন্ন কোম্পানী। ইঞ্জিনিয়ারিং এবং বেসিকের হাল ওই গোত্রেই। আমাদের
    কাজে বেসিক লাগে-তাই সেটা টেস্ট করতেই হবে

    (৪) শিবপুর যাদবপুরের আমাদের সাথে কাজ করে না কে বললো? শিবপুরের চার জন আছে আমাদের সাথে। আস্তে আস্তে তারাই জয়েন করছে-এই গোত্রের লোক
    খুব বেশী কোলকাতায় আর নেই। সবাই লুরুতে চলে গেছে। কেও কেও ফিরছে।

    বাঙালী পরচর্চা পরনিন্দা ভালোবাসে। অনেক দুর্ঘটনা সত্ত্বেও ভারতের ইউনিটে রেভিনিউ দশগুন বাড়িয়েছি ২০১২ সালে যখন খুলেছিলাম তার থেকে। এখন কোলকাতাতেই
    দুটো অফিস হয়ে গেল। সেক্টর ফাইভের অফিসে আরো ছজন দরকার এই মুহুর্তে। যদি কারুর সন্দেহ থাকে সেক্টর ফাইভে জে-২ বিল্ডিং এ আমাদের অফিসে এসেই খোঁজ
    নিক। আমন্ত্রন রইল।
  • Bratin | 122.79.36.123 | ২২ জুন ২০১৫ ০৯:১২681745
  • আমাদের মধ্যে কেউ এত সুন্দর তথ্যপ্রযুক্তি ব্যবসা করছেন।বেশ কিছু কাজের সুযোগ হচ্ছে। এগুলো তো মনে হয় আমাদের গর্ব করার মতো বিষয়।
  • শ্রী সদা | 24.99.32.245 | ২২ জুন ২০১৫ ০৯:২৬681746
  • নাঃ আগেরবার বিপের সেরকম কিছু করারও ছিলনা। লোককে বিশ্বাস করে ঠকেছে। ঐজন্যেই বললাম এবারে আই আই টি এম আইটি যাই নিক না কেন মুখের কথায় বিশ্বাস না করে যেন ডিগ্রী সার্টিফিকেটটা দেখে নেয়।
  • sm | 233.223.157.80 | ২২ জুন ২০১৫ ০৯:৩১681748
  • লাইন তুলে দেখিয়ে দিতে পারি, মালগুলো না পড়ে ভাট বকছে।
    ---
    প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি টেক করা ইউসলেস।
    ---

    @ ব্রতীন, এইসব মনিমুক্ত যিনি লিখছেন, তাঁকেই লেখার ব্যাপারে যত্নবান হতে বললে ভালোহয় না কি? একটি টেকনিক্যাল বিষয়ে তর্ক নিজে শুরু করে নিজেই চুপ করে গেলে তাঁকে কি বলা উচিত?
  • bip | 79.138.209.156 | ২২ জুন ২০১৫ ০৯:৩১681747
  • ব্রতীন
    বাঙালীর নিন্দে রটনা করার স্বভাব । ওটা আটকানো যাবে না। ওগুলো ইগনোর করেই এগোতে হবে।

    এমন নয় যে আমাদের ওপারেশন ত্রুটি মুক্ত। প্রথমের দিকে ভারতের অবস্থা না বুঝে আমি প্রচুর ছড়িয়েছি, ঠকেওছি।
    ঠেকে লোকে শেখে। সে শিক্ষা আমার ও হয়েছে। ব্যবসাত আর ফিজিক্স শেখা না-ওটা ঠকেই শিখতে হয়। যে ট্রেডে যা নিয়ম।

    এই ফোরামের অনেকেই ত সেক্টর ফাইভের। বাজে না রটিয়ে তারা নিজেরাই আমাদের অফিসে গিয়ে খোঁজ নিক-

    http://www.zreyastechnology.com/
  • Bratin | 122.79.36.123 | ২২ জুন ২০১৫ ০৯:৩৩681749
  • এখন প্রায় সব আই টি কোম্পানী তেই ব্যাক গ্রাউন্ড চেক করা বাধ্যতামূলক।

    আমি টিসিএস থাকাকালীন বেশ কিছু কেস দেখেছি।লুরু আর সাউথ র কিছু কিছু জায়গায় জাস্ট পয়সার বিনিময়ে ভুয়ো জব এক্সপেরিয়েন্স লেটার দেয়। এগুলো খুব বিপদজনক।
  • Bratin | 122.79.36.123 | ২২ জুন ২০১৫ ০৯:৩৬681751
  • এস এম, আপনার বিরক্তি, অভিযোগ, অনুযোগ সব জানান।কিন্তু একটু ভালো ভাবে। এ টুকু অনুরোধ।
  • sm | 233.223.157.80 | ২২ জুন ২০১৫ ০৯:৪২681752
  • দূর মশাই, খারাপ কথা ইউস করতে কোথায় দেখলেন? খারাপ ভাষা কে ইউস করছে তা তো দেখিয়ে দিলাম। আপনি তখন কুনো অভিযোগ জানান নি তো? আপনি ভালো করে সব পোস্ট পড়ুন; তারপর মন্তব্য করুন।খামোকা অনাবশ্যক অনুরোধ করছেন কেন? নয়তো পক্ষপাত দোষে দুষ্ট হবেন।
  • একক | 24.99.23.204 | ২২ জুন ২০১৫ ০৯:৪৩681753
  • ফালতু লোকজনকে মিসগাইড করার কোনো মানে হয়না । বিপ জেনেবুঝে মিসগাইড করছে বলছিনা ,একচুয়ালি মনে হচ্ছে এদেশে ছোটো-মাঝারি কোম্পানির প্রোগ্রামিং কালচার নিয়ে বিপের কোনো নলেজ নেই । এটা না থাকলে বিপ রিক্রুট করতে গিয়েও ভুগবে ।

    ওপেন সোর্স হোক বা প্রপ্রায়তারি ,কোডিংকালচার ডিটারমাইন্স প্রোগ্রামার'স আউটপুট ।

    ১)যেখানে কাজ করে সেখানে কী রেগুলার পীয়ার কোড রিভিউ হয় ? মিনিমাম দুজন রিভিউ করার পর ভার্সন কন্ট্রোলে দেওয়া হয় ?
    ২) অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট প্রপারলি ইমপ্লিমেন্ট হয় কী (যেখানে উপস নেই,এনি আদার স্ট্রাকচার)
    ৩)লার্জ এন্টারপ্রাইস সেটআপ এ মেমরি ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিয়েনস আছে কী
    ৪)যে টেকনোলজি নিয়েই কাজ করুক না কেন তার রিসেন্ট মোস্ট ভার্সন এন্ড এভেইলেবল টুলস এর ইউসেজ জানে কিনা ।

    এগুলোর একটাও স্টার্ট আপ এ জয়েন করে শেখা সম্ভব না । আজকাল লোকে কথায় কথায় স্টার্টআপ স্টার্টআপ করে হ্যাজাচ্ছে মানে আগে কোনোদিন স্টার্টআপ হয়নি নাকী ? হয়েছে কিন্তু সাকসেস রেট্ লো । কেন লো ? কারণ লং টার্মে আইটি মার্কেট এ পার্সিস্ট করতে গেলে এমন কোড লিখতে হয় যা অন্য প্রোগ্রামার মিমিমাম টাইমে পড়ে বুঝতে পারে । স্কেল করতে পারে । উই ডোন্ট নিড জিনিয়াস পিপল । তাহলে তো জিনিয়াস এর কোড পড়ার জন্যে জিনিয়াস ভাড়া করতে হবে !! :) এরকম স্টার্টআপ আছে যেখানে দুর্ধর্ষ এলগরিদম এর জ্ঞান নিয়ে লোকে কাজ শুরু করে ছড়িয়ে ছত্রিশ করেছে কারণ কোড যাদের দিয়ে লিখিয়েছে তারা কলচরড নয় । জাস্ট কোড ব্লকের টাইম কম্প্লেক্সিটি নিয়ে ওয়াকিবহাল , কিন্তু কোনো ডিসাইন প্যাটার্ন নেই ,উউপস এর ইম্প্লিমেন্টেশন নেই ইন ডেপথ । এরকম বালের কোডার নিয়ে আলটিমেটলি ভুগতে হবে এবং কেঁদেকঁকিয়ে কয়েকটা রীলিস হলেও লং টার্ম টানা অসম্ভব ।

    তা লোকে এই এক্সপিরিয়েন্স পাবে কোদ্দিয়ে ? কালচার বই পড়ে আসেনা ।বই পড়ে বুঝে নেওয়া যায় । ছোটো কোম্পানি তে মোটেই সেগুলো প্র্যাকটিস করা যায়না । অভাবের সংসারে কিসের পিয়ার কোড রিভিউ কিসের ই বা ডিসাইন প্যাটার্ন ?? ইউ নিড টু জয়েন বিগ কোম্পানিস টু এক্সপিরিয়েন্স দ্যাট কোডিং কালচার । সেইজন্যেই বিটেক দরকার । বিটেক এ কী পড়ায় ,কিরকম ইনফ্রা তার চেও বড় কথা ইটস আ গেটওয়ে টু বি রিক্রুটেড ইন গুড কোম্পানিস ।যেখানে ভদ্রলোকের মত কোড লেখা হয় । বিটেক না করে অন্য পড়াশোনার পাশাপাশি কোডিং শিখে যেটা হয় তা হলো ইউ জয়েন উইথ লেসার মরটালস হু ডোন্ট হ্যাভ আ কোডিং কালচার । ল্যাটার অন ইউ ফাইন্ড ইওরসেলফ উইথ আ মিক্সড ব্যাগ প্রফাইল হুইচ ইস নিদর ফুল টেকনিকাল নর ফুল ম্যানেজারিয়াল । বিকস ম্যানেজারস আস্ক ফর ইওর ম্যানেজমেন্ট ডিগ্রী (নতুন করে ম্যানেজমেন্ট করেও লাভ হয়না কারণ আফটার অল ইউ আর নট ইঞ্জিনিয়ারিং+ম্যানেজমেন্ট) এন্ড টেকিস লুক ফর আ ডিসেন্ট এন্টারপ্রাইস লেভেল কোড কলচর হুইচ ইউ ডোন্ট হ্যাভ । "আমি দুর্দান্ত কোড লিখি" বলে বা ধা করে একটা টাওয়ার অফ হ্যানয় নাবিয়ে দিয়েও কিস্যু হয়না । আপনার কোড কলচর নেই , বাস ফ্যাক্টর (জোকিং: এটা এই লুরু তে এসে শিখেছি , মানে হলো আপনি বাস চাপা পরে মরে গেলে আপনার কোড অন্যরা হ্যান্ডল করতে গিয়ে কতটা বেগ পাচ্ছে :))) হাই ,অতএব আপনি আসুন বলে সব কোম্পানি ভাগিয়ে দেবে ।

    কাজেই কোডিং জিনিসটা ভদ্রলোকের মত করতে চাইলে যেখান থেকে হোক বিটেক টা পড়ে ক্রমশ বড় কোম্পানিতে বেটার কোডিং কালচারে মাথা গলাবার চেষ্টা করুন । বিটেক টা খুউব জরুরি ।যেমন ই হোক ।ওটা একটা গেটওয়ে । এটলিস্ট রেসুমে বাতিল হবেনা । ইন্টারভিউ তে নিজেকে প্রমান করার সুযোগ পাবেন । ওটা না থাকলে রাজপথে ওঠার আগে অলি-গলি ঘুরতেই অর্ধেক জীবন কেটে যাবে ।

    আমি ব্যক্তিগত ভাবে ভুক্তভোগী । কিন্তু এখানে এনেকডট টানার জন্যে লিখছিনা । লোকজনকে বিটেক না করে বাইরে কোডিং শিখে কোড করার বুদ্ধি আমি অন্তত দেবনা । ওভাবে কোড হয়না ।

    আর যাঁরা আমৃগায় বসে এখানে রিক্রুট খুঁজছেন যথা বিপ তাঁরা একটু পয়সা খসিয়ে কয়েকজন টপ টায়ার প্রোডাক্ট কোম্পানি থেকে আসা প্রোগ্রামার পুষুন । বাকি লোকজন তাদের টিমে থাক । কালচারটা গ্রো করে যাবে । নইলে পুরোটাই কম পয়সার কেরামতি হলে ওই বাঙালির ব্যাবসাই হবে আরকি । ওরকম আগেও অনেক হয়েছে । অত ফাটাবার কিস্যু নেই অমন উদ্যোগ নিয়ে ।

    বিটেক এর সুযোগ পেলে ,যদি আলটিমেটলি প্রোগ্রামার হওয়ার ইচ্ছে থাকে ; ভুলেও ছার্বেন্না । সে পঞ্চাননতলা মধ্যপদলোপী ইজিনিয়াড়িং কলেজের হলেও ।হল-এ ঢোকার টিকিট টা দরকার । নিজের লাইফে এসব নিয়ে বিস্তর ভুগেছি তাই নিজের মতামত টুকু দিয়ে গেলুম ।
  • S | 139.115.2.75 | ২২ জুন ২০১৫ ০৯:৫৬681754
  • Rectangular Parallelepiped | 125.112.74.130 | ২২ জুন ২০১৫ ১০:১৫681755
  • "ইনফ্যাক্ট আমার তো মনে হয়, দক্ষিণ ভারতে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট জনতার স্কিল সেট কলকাতার সরকারী কলেজগুলোর থেকে বেশ বেশী"

    সব কলেজ মনে হয় নয়, কিছু কিছু। অমৃতা শুনেছি বেশ ভালো, আরেকটা আছে - এসআরএম, নাগপুরে ভিএনআইটি। কন্নাটকের খপর জানিনে। তবে গাদা গাদা RMK-টাইপ কলেজও আছে - সেগুলো...মানে...ওই আর কি...
  • শ্রী সদা | 24.99.32.245 | ২২ জুন ২০১৫ ১০:১৬681756
  • এককদাকে ক।
  • bip | 79.138.209.156 | ২২ জুন ২০১৫ ১০:২৮681757
  • এককের পোষ্টকে ক । মেন্টরিং প্রোগ্রাম আমাদের ও আছে। আর বিগ ডেটা ইন মেমোরি এনালাইটিকে মেমোরী ম্যানেজমেন্ট টাই সব
    থেকে গুরুত্বপূর্ন। সমস্যা হচ্ছে নন-কম্পুটার ব্যাকগ্রাউন্ড থেকে কোডিং এ ঢুকেছে, তারা ওটা ভাল পারে না। ব্যতিক্রম আছে। তাছারা আমরা
    অনেক লো এন্ড সেন্সর ফার্ম ওয়ারেও এনালাইটিক রান করায় । সুতরাং ওটা আমদের ব্রেড বাটারের মধ্যেই পড়ে।

    কিন্ত তার সাথে বিটেক বি এস সি র সম্পর্ক নেই। কম্পুটার সায়েন্সে এম সি এ, বিটেক বা নিদেন পক্ষে ই সি ই তে না পড়লে
    এগুলোত কেও শেখে না। ভার্সন কন্ট্রোল কোড সব জায়গাতেই লিখতে হয়। স্টার্টাপে যেটা এফর্ড করা যায় না সেটা হচ্ছে কোড রিভিউ।
    কোড না চললে তখন শুধু রিভিউ করে।

    বড় কোম্পানীতে ত আমিও কাজ করেছি। আমার আগের কোম্পানীতে একটা ডিজাইন সফটোয়ারের জন্য ডেভেলপার, টেস্টার মিলিয়ে
    ৩০ জনের টিম থাকত। স্টার্টাপে ওই কাজটাকে ৫-৬ জনে নামাতে হয়। আর হাফ টাইমে। কারন ফাইনান্সারদের চাপ থাকে। ফলে
    কর্নার কাট হয়। কিন্ত ডেলিভারীর চাপে কিছু করার থাকে না।

    ওই জন্যেই লিখলাম ত স্টাটাপ হার্ড গেম। খুব শক্ত সাফল্য পাওয়া যেখানে ব্যর্থ হওয়ার জন্য ১০০+১ টা কারন সব সময় আছে।
    আমার আই আই টি ব্যাচের অন্তত ত্রিশ জন কোন না কোন সময় স্টার্টাপ খুলেছে। ছেরে চলেও গেছে। এর মধ্যে গুগল, আপলের
    টপ পজিশনে এখন কাজ করা লোক ও আছে। তারাই যদি না পারে, বাকীদের জন্য এটা খুব সহজ কাজ না।
  • শ্রী সদা | 24.96.29.57 | ২২ জুন ২০১৫ ১০:৫৭681758
  • বিপ, আমার মনে হয় এককদা যেটা বলতে চাইছে সেটা হল যে বি এস সি করে এবং নিজে নিজে কোডিং শিখে কোনো বড় কোং এ চাগ্রী পাওয়া খুব চাপ, যারা কিনা এই কোডিং প্র্যাকটিশ/স্ট্যান্ডার্ড অ্যাফোর্ড করতে পারে। আর স্টার্টাপে শুরু করে পরে এন্তারপ্রাইজে যাওয়া খুব চাপ যদি না হাইলি ফান্ডেড এবং বেশ এক্সপিরিয়েন্সড টেকনিক্যাল লোকওয়ালা স্টার্টাপ না হয়। ফ্লিপকার্ট ইঃ কোং ওদের ডেভ সেন্টারের জন্যে বড় বড় প্রোডাক্ট কোং থেকে ডেভ ম্যানেজার বা প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার তোলে কারণ ডেভেলপমেন্ট প্রসেসটা এন্তারপ্রাইজদের সাথে অ্যাট পার করতে চায়।
  • একক | 24.99.23.204 | ২২ জুন ২০১৫ ১১:১২681759
  • দ্যাখো, বিএসসি বা এমএসসি করে "শেখা" যায়না এরকম নয় । মুশকিল হলো ওগুলো দিয়ে তুমি ইন্ডিয়াতে বসে ফ্রেশার লেভেলে বড় কোম্পানিতে জব পাবেনা ।তাই বাকি আর যা যা বল্লুম তাও হবেনা । পুওর কোডিং কালচারে থাকতে থাকতে পাঁচ -সাত বছর বাদে যা শিখেছিলে সব ভুলে যাবে । সদা ঠিক ধরেছে যা বলতে চেয়েছি ।

    ইনফ্যাক্ট ব্যাঙ্গালোর এ আসার আগে আমি নিজেই ব্যাপারগুলো এতটা বুঝতুম না । এর আগে একাধিক কোম্পানিতে কাজ করেছি ওরকম ধর তক্তা -মার পেরেক স্টার্ট আপ-এ যেখানে বাগ না বেরোলে কোড রিভিউ হয়না । ফলাফল এই যে আমার নিজের পুরনো কোড দেখলে আমারই কান্না পায় । সেসব প্রজেক্ট কী বন্ধ হয়ে গ্যাছে ? না ,চলছে । স্কেল করতে গিয়ে বাকি কোডার রা না জানি কত খিস্তি করে :(

    এগুলো জাস্ট মেন্টর প্রোগ্রাম করে হয়না । সাকসেসফুল স্টার্টআপ একটা দই পাতার মত কনসেপ্ট । তোমাকে একটা আগের দই এর টক সাঁজো এনে সীড করতে হবে । ব্যাঙ্গালোরের যেকটা স্টার্টআপ সাকসেসফুল সবাই এটাই করেছে । বিগ কোম্পানি থেকে টেক লীড তুলে নিজের টিমের মাথায় বসিয়ে কালচার গ্রো করিয়েছে ।
  • bip | 79.138.209.156 | ২২ জুন ২০১৫ ১১:২৭681760
  • একক
    ব্যপারটা অত লিনিয়ার ও না । জুকারবার্গ ত ফেসবুকের কোড লিখেছিল স্টুডেন্ট থাকতে । বিল গেটস ও তাই।
    তাদের কি কর্পরেট অভিজ্ঞতা ছিল ?

    স্টার্টাপের ক্ষেত্রে প্রথমে নতুন কনসেপ্টটা প্রমান করাটাই আসল। তারপরে প্রোডাক্ট ডেভেলেপমেন্টের জন্য ফান্ডিং আসে- তখন
    লোকে টাকা পায় টপ ডেভেলপার হায়ার করার।

    আর বড় কোম্পানীতে কোডিং বলে কিছু থাকবে না। সবাই ছোট কোম্পানীগুলোকে আউটসোর্সিং করে দিচ্ছে খরচ বাঁচাতে।
  • lcm | 118.91.116.131 | ২২ জুন ২০১৫ ১১:৪৮681762
  • বিপ-এর কোম্পানীর ওয়েব সাইট দেখলাম।
    সেন্সর ডিজাইন, সেন্সর অ্যাপ্লিকেশন-এর জিনিসপত্র রয়েছে, ঐ সংক্রান্ত পোর্টফোলিও-তে, জেলিবিন নামের একটা ডিভাইস দেখলাম - ওয়াইঅফাই/কেব্‌ল/ডিএসএল রাউটার (জেলি বিন-এর মতন শেপ)। আরো কিছু ডিভাইস দেখলাম। একটা ইউটিউব ভিডিও দেখলাম, দুটো স্মোক ডিটেক্টর ওয়াইফাই দিয়ে একটা এলসিডি প্যানেলের সঙ্গে ইন্টার‌্যাক্ট করছে।

    তারপরে দেখলাম আর একটা সেকশনে রয়েছে মেশিন ডেটা কালেক্ট করে পারফর্ম্যান্স/ফেইলিওর প্রেডিক্ট করার উপায়। বড় মেশিনারি থেকে কন্‌টিনিউয়াস্‌লি ডেটা কালেক্ট করে, সেই ডেটার ওপর প্রেডিক্টিভ অ্যানালিসিস করে আগে থেকে বলে দেওয়া যে মেশিনের এইখানে ফেইলিওর হতে পারে। ডেটা অ্যানালিটিক্স-এর ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন।

    ডেটা অ্যানালিটিক্সের সার্ভিস দেখলাম, ইকুইটি ট্রেডিং-এ প্রেডিক্টিভ অ্যানালিসিস - এই ডোমেইনে অনেক পয়সা আছে শোনা যায়।

    আচ্ছা, এই জ্রেয়াস (এটা কি ঠিক উচ্চারণ?) - এই শব্দের মানে কি? সার্চ মেরে দেখলাম সংস্কৃত শ্রেয়স এরকম কোনো শব্দ দেখাচ্ছে।
    আর, প্রথম পাতায় একটা জিনিস দেখলাম, IaaS কে বলা হয়েছে ইনফর্মেশন অ্যাস এ সার্ভিস, ওটা বোধহয়, ইনফ্রাস্ট্রাকচার অ্যাস এ সার্ভিস হবে, মানে জেনারেলি saas/paas/iaas টার্মিনলজিতে তাই বোঝায়।
  • lcm | 118.91.116.131 | ২২ জুন ২০১৫ ১১:৫৪681764
  • হ্যাঁ, জুকারবার্গ ফেসবুক-এর কোড php-তে লিখেছিল, হার্ভার্ডের ক্লাস কেটে।
  • Ekak | 24.99.23.204 | ২২ জুন ২০১৫ ১১:৫৪681763
  • এইত মুস্কিল :) ইন্ডিয়াতে যে প্রজেক্টগুলো হচ্ছে একটাও যুকের্বার্গ লেভেলের না ।তাহলে তো ধর এলন মাস্ক ।পে-প্যাল এর বেসিক কোড তো তার নিজের হাতে লেখা । এখন স্পেস-এক্স এ রিক্রুটমেন্ট এর সময় কর্পোরেট এক্সপিরিয়েন্স ওয়ালা লোক খুঁজছে ক্যানো ?

    তুমি যে যুক্তিটা বলছ সেটা হলো পিওসি ডেভেলপ করে বড় ফান্ডিং খোঁজার যুক্তি । আগে নতুন কনসেপ্টটা পিওসি বানিয়ে নাবিয়ে নাও ,বড় ফান্ডিং পেলে তারপর কর্পোরেট এক্সপিরিয়েন্স ওয়ালা লোক রিক্রুট করবো ।

    কিন্তু এই কনসেপ্টে একটা গল্প আছে যেটা আমি মার্কেটে ঘা খেয়ে শিখেছি । আমরা যে আইডিয়া গুলো নিয়ে কাজ করি সেগুলো কোনোটাই বিশাল গ্রাউন্ড ব্রেকিং নয় পে-প্যাল বা ফেসবুক লেভেলে । ফলে হয় কী ফান্ডিং এর মাল্টিপল লেভেলে একইসঙ্গে কনসেপ্ট এর ইউনিকনেস -মার্কেটেবিলিটি র সঙ্গে সঙ্গে এট টি-এথ মোমেন্ট এসেট ইভলুশন জরুরি ।

    কেন জরুরি ? কারণ এরকম হতেই পারে তোমাকে গোটা আইপি বেচে দিতে হলো । তখন এইযে ইন্টেলেকচুয়াল এসেট এটাকে অডিট করবে কী করে ? ধরো তোমার প্রোডাক্ট ইনকমপ্লিট ,ট্রায়াল চালাতে পারছোনা কমার্শিয়ালি ইনকমপ্লিট বলে , এদিকে ফান্ডিং আসছেনা ট্রায়াল এপ্রুভ নয় বলে । তখন ?

    দেন অনলি থিং ক্যান সেভ ইওর এস ইস আ প্রপারলি রিটেন পীস অফ প্রোডাক্ট যেটা হাইলি রীডএবল ,ডকুমেন্টেশন কমপ্লিট ,সো ফার ডিসাইনড এস পার এন্টারপ্রাইস লেভেল কোডিং কলচর । এটা হাতে রেডি না থাকলে এসেট ব্যলুএশোন করা সম্ভব না । আইপি বেচে দিতে পারবেনা । বা আন্ডারপ্রাইস এ বেচবে । ইচ পীস অফ কোড ইস কনভার্টিবল এসেট এটা স্টার্টআপে মনে রাখা খুব জরুরি । কারণ আমরা এটলিস্ট এমন কিছু গ্রাউন্ড ব্রেকিং কাজ করছিনা যেটা শুধু কনসেপ্ট আর এলগ-র কারনে কেও কিনে নিতে পারে । কাজেই ফান্ডিং যোগার করার সময় যেন-তেন ভাবে না ভেবে মিনিমাম কিছু টক দই ভাড়া করা যায় এরকম পয়সার যোগান রাখতেই হবে । এইটুকুই বলার ।
  • শ্রী সদা | 113.19.212.21 | ২২ জুন ২০১৫ ১২:০২681765
  • এবং এখন টপ ইন্স্টিটুশন এর টপ জিপিয়েওয়ালা লোকজন ছাড়া ফেসবুকের ইন্টারভিউতেই বসতে দেয়না ঃ) সেম ফর মাইক্রোসফট অ্যান্ড আদার্স হুইচ ওয়ার স্টার্টেড বাই ড্রপ-আউটস।
  • bip | 79.138.209.156 | ২২ জুন ২০১৫ ১২:০৩681766
  • LCM
    যখন শুরু করেছিলাম তখন আই ও টি শিল্পের জন্য সেন্সর, ডিভাইস এসব বানাতাম আমরা। আস্তে আস্তে এখন
    শুধু প্রেডিটিক্টিভ আনালিটিক মেশিন ফেলিউরের ওপর কাজ করি- তার জন্য যা সেন্সর আর সেন্সর নেটোয়ার্ক বানানোর দরকার-
    সেগুলো আমারা বানাই। তার সাথে যা যা এনালাইটিক, মোবাইল আর সফটোউয়ার লাগে, করা হয়। এখন প্রেডিটিক্টিভ মেইনটেইনান্সটাই
    আমাদের কি বিজনেস।

    প্রথমের দিকে কিছু ট্রেডিং মার্কেটের কাজ পেয়েছিলাম মুশকিল হচ্ছে, এই সব কাজের জন্য যে স্কিল লাগে, সেটা খুব বেশী ছিল না।
    তাই ইঞ্জনিয়ারিং এর দিকেই ঝুঁকে যায়। যেহেতু তাতে নিজের অভিজ্ঞতা কিছু আছে। ট্রেডিং মার্কেটে ভাল কাজ আছে-কিন্ত ওগুলো উদ্ধার করতে
    যে স্কিলের লোক লাগবে, তাদের ভারতে কোথায় পাব জানি না।

    আর হ্যা আস মানে ইনফ্রাস্টাকচার এজ সার্ভিস। থাঙ্ক ইউ ভুলটা ধরার জন্য।
  • lcm | 118.91.116.131 | ২২ জুন ২০১৫ ১২:০৫681767
  • একক,
    ফেসবুকের আইডিয়াটা কিন্তু গ্রাউন্ড ব্রেকিং কিছু ছিল না, তার আগে মাইস্পেস/ফ্রেন্ডস্টার/অর্কুট এরা ভালোই ছিল। ফেসবুক যেটা করেছিল - স্কেলেবিলিটি, হাই অ্যাভেইলেবিলিটি আর পারফর্ম্যান্স। ফেসবুকে দৈনিক ৩৫ কোটি ফটো আপলোড হয় এখন, দিনে ২৭০ কোটি লাইক - এবং এটা হয় ইন্স্‌ট্যান্ট্‌লি - পৃথিবী জুড়ে। এবং, ওদের সাইটের ডাউনটাইম তেমন নাই, প্রায় সর্বক্ষণই আপ।
  • lcm | 118.91.116.131 | ২২ জুন ২০১৫ ১২:১৬681768
  • বিপ,
    তোমরা মোবাইল সফ্টয়্যার - নেটিভ মোবাইল অ্যাপ বানাও, নাকি মোবাইল ওয়েব অ্যাপ। তোমাদের ক্ষেত্রে মোবাইল কি ব্যাক্‌এন্ডে তোমাদের সার্ভারের সঙ্গে ইন্টার‌্যাক্ট করে, নাকি ডাইরেক্টলি ডিভাইসের সঙ্গে ইন্টার‌্যাক্ট করে।

    ফাইন্যান্স মার্কেটে ইকুইটি ট্রেডিং-এ বিগডেটা টেকনলজি এবং ম্যাথেমেটিক্যাল মডেলিং দিয়ে প্রেডিক্টিভ অ্যানালিসিস নিয়ে যে জায়্গাটা, আমার কেমন জানি মনে হয় ঐ এলাকায় একটু বেশি স্টার্টাপ হয়ে গেছে, সামান্য কন্‌জেস্টেড। অবশ্য, পয়সাও ওখানে বেশি, সেটা একটা কারণ। তবে হ্যাঁ, বিগ ডেটা অ্যানালিটিক্স-এর কাজ বাড়বে। তার মূল কারণ স্টোরেজ এখন খুব শস্তা। সবাই গাদা গাসা স্টোরেজ নিয়ে ঘিরে বেড়াচ্ছে - ফোন, এসডি কার্ড, ফ্ল্যাশ ড্রাইভ সব মিলিয়ে কিছু মানুষ সর্বক্ষণ শয়ে শয়ে গিগাবাইট স্পেস সঙ্গে নিয়ে ঘুরছে। এত ডেটা চারিদিকে, কিন্তু সেই ডেটা দ্রুত অ্যানালিসিস করার মতন টুল কম।
  • bip | 79.138.209.156 | ২২ জুন ২০১৫ ১২:২৮681769
  • LCM
    আমাদের দুটো মোবাইল আপ আছে। একটা হচ্ছে ডিভাইস আর সেন্সর ম্যানেজমেন্টের জন্য। এটা নেটিভ এবং ব্লুটুথ/জিগবি নেটোয়ার্কের
    সাথে কাজ করে। অন্যটা বিগ ডেটা এনালাইটিক ভিউএর জন্য। এটা ওয়েব এপ। সার্ভারের হওয়া গ্রাফ এবং গ্রাফিক্সকে সরাসরি দেখায়
    মোবাইলে।

    বিগ ডেটা এনালাইটে স্কোপ অনেক। কিন্ত কাজের লোক পাওয়া মুশকিল। আমি ত মাত্র দুটো মিড সাইজ ক্লায়েন্টের কাজ সামলাতেই হিমসিম
    খাচ্ছি। আস্তে আস্তে লোকজনকে ট্রেইন করে ধীরে সুস্থে টিম বাড়াতে হবে।

    ট্রেডিং এ ক্রাওডিং যেমন আছে-স্কোপ ও আছে। মুশকিল হচ্ছে সেই কাজের লোক পাওয়া মুশকিল।
  • potke | 126.202.96.25 | ২২ জুন ২০১৫ ১৩:২৩681770
  • অ্যানালিটিক্সের লোক পাচ্ছেন না, কলকাতায় বসে? আই-এস-আই বলে একটা ইন্স্টিটিউট আছে, বরানগরে!
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ২২ জুন ২০১৫ ১৩:২৭681771
  • সস্তায় চাই!
  • potke | 126.202.96.25 | ২২ জুন ২০১৫ ১৩:৩১681773
  • ইক্যুইটি ট্রেডিং এয় মডেল নামানো খুব চাপ, কারন শুধু স্ট্যাট মডেলিং দিয়ে হয়্না, ডেটা বেশীর ভাগ সময়ে কোনো ডিস্ট্রিবিউসন ফলো করেনা, ডিফুইশন-পিডিই বেসড মডেল লাগে।

    তা সেসব লোক ও কড়ি ফেল্লে পাওয়া যায় কলকাতায়, ঐ বরানগরের ইন্স্টিতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন