এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯৪৮২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.91.116.131 | ৩০ জুলাই ২০১৪ ০০:২৮487262
  • ইউক্রেনের ঘটনাবলী নিয়ে রাশিয়ান মিডিয়া আর ইউক্রেন মিডিয়া একদম পরস্পরবিরোধী খবর দেয়। কে পট করে সত্যি কথা বলে দেয় সেই হিসেব করলে, ইউক্রেনের নিউজও ফলো করা উচিত।
  • lcm | 118.91.116.131 | ৩০ জুলাই ২০১৪ ০০:৩৫487263
  • আহা সে তো নিউজউইক ইন্টারভিউ ছাপিয়ে দিল যে, রাশিয়ান সৈন্য প্লেন নামিয়ে ইউক্রেনিয়ান পাইলটের মৃতদেহ খুঁজতে গিয়ে দেখে একটি বাচ্চা মেয়ের দেহ গাছ থেকে ঝুলছে - তখন বুঝতে পারে খুব ভুল হয়ে গেছে - ভুল করে প্যাসেঞ্জার প্লেন নামিয়ে দিয়েছে।

    কার ইন্টারভিউ বিশ্বাস করব। বৃটিশ গোয়েন্দার ব্লার্ড ফেস নাকি নিউজউইকের ইন্টারভিউ।

    খুব মুশকিল।
  • lcm | 118.91.116.131 | ৩০ জুলাই ২০১৪ ০০:৪৩487264
  • যে দিকে যাচ্ছে বুঝতে পারছি।

    আমেরিকা যুদ্ধ চাইছে, তাই আমেরিকাই ইউক্রেনের সঙ্গে ষড়যন্ত্র করে প্যাসেঞ্জার প্লেন উড়িয়ে দিয়েছে, যাতে রাশিয়ার ঘাড়ে দোষ চাপিয়ে যুদ্ধ বাধানো যায়।

    যেমন আমেরিকাই নাইন-ইলেভেন করেছিল। সিমিলার।

    তাই তো?
  • lcm | 118.91.116.131 | ৩০ জুলাই ২০১৪ ০৫:০৯487265
  • Splits emerging in Putin's Russia as oligarchs locked in power struggle with Kremlin hardliners

    ... The Rouble is losing value, Russia's budget deficit is growing and its economic development is bad. Even the Russian president sees this.

    ক্ষমতায় থাকতে গেলে পুতিন-কে ইউক্রেন কার্ড খেলেই যেতে হবে। উগ্র জাতীয়তাবাদ ধারালো অস্ত্র যা ব্যবহার করে পুতিন নিজের জনপ্রিয়তা জিইয়ে রাখছে। তবে বেশী কচলালে তেতো ...

    http://www.telegraph.co.uk/news/worldnews/vladimir-putin/10993971/Splits-emerging-in-Putins-Russia-as-oligarchs-locked-in-power-struggle-with-Kremlin-hardliners.html
  • দ্রি | 52.104.13.241 | ৩০ জুলাই ২০১৪ ২২:১০487266
  • "কে পট করে সত্যি কথা বলে দেয় সেই হিসেব করলে, ইউক্রেনের নিউজও ফলো করা উচিত।"

    "কার ইন্টারভিউ বিশ্বাস করব। বৃটিশ গোয়েন্দার ব্লার্ড ফেস নাকি নিউজউইকের ইন্টারভিউ।"

    ইউক্রেনের নিউজ অবশ্যই ফলো করব। ইউক্রেন ইস্যুতে কিয়েভপোস্ট আর জেনারাল ওয়েস্টার্ন মিডিয়ায় বেশী তফাত নেই। সেইজন্যই উদাহরণটা নিয়েছিলাম। ময়দানে স্নাইপিং। ইউক্রেন মিডিয়ায় কী বলেছিল। স্টেট রান রাশিয়ান মিডিয়ায় কী বলেছিল। এবং ফাইনালি ইনভেস্টিগেশানের পর কী দাঁড়ালো?

    "যেমন আমেরিকাই নাইন-ইলেভেন করেছিল। সিমিলার।

    তাই তো?"

    আনফরচুনেটলি, তাই। এটা বিশ্বাস করতে মনের ওপর বেশী চাপ পড়লে সিমিলিটা একটু সফট করে দিই।

    যেমন ইউক্রেন প্রোটেস্টাররাই স্নাইপিং করিয়েছিল। সিমিলার।

    "ক্ষমতায় থাকতে গেলে পুতিন-কে ইউক্রেন কার্ড খেলেই যেতে হবে। উগ্র জাতীয়তাবাদ ধারালো অস্ত্র যা ব্যবহার করে পুতিন নিজের জনপ্রিয়তা জিইয়ে রাখছে। তবে বেশী কচলালে তেতো ।।।"

    পুতিনের অ্যাপ্রুভাল রেটিং এখন ৮৩%। এক্ষুনি জনপ্রিয়তা নিয়ে তেমন টেনশান নেই। আর জনপ্রিয়তার দরকারটাই বা কী? দেখাই তো যাচ্ছে ওবামার জনপ্রিয়তা ৪১% (পুতিনের হাফ) হওয়া সত্ত্বেও দেশ চালাতে কোন অসুবিধে হচ্ছে না। টেলিগ্রাফ কি রাশিয়ায় কালার রিভলিউশান করানোর খোয়াব দেখছে? জনপ্রিয়তা নিয়ে এত মাথাব্যথা কেন?
  • MR | 82.64.95.125 | ৩০ জুলাই ২০১৪ ২২:২৫487267
  • এই মুহুর্তে সিনেনে গাজায় দ্বিতীয় স্কুল আক্রমণের কোন খবরি নেই! ঐ সংবাদ মাধ্যম সরকারের মুখপাত্র।
  • দ্রি | 52.104.13.225 | ৩০ জুলাই ২০১৪ ২৩:০১487268
  • নিউজইউকের স্টোরিটার সোর্স হল একটা ইটালিয়ান নিউজপেপার, করিয়ের দেলা সেরা।

    http://www.corriere.it/english/14_luglio_22/how-malaysian-plane-was-shot-down-51e99c60-118f-11e4-affb-3320a03d21e8.shtml

    এই গল্প আসার কিছুদিন আগে সিমিলার একটা স্টোরি এসেছিল, সেক্ষেত্রে একজন প্রমিনেন্ট প্রো-রাশিয়ান লীডার, খোদাকভস্কি এই কথা বলেছিলেন। কিন্তু খোদাকভস্কির নামটা পেপারে দিয়ে দেওয়ায় মুস্কিল হয়ে গেল। সঙ্গে সঙ্গে অন্য মিডিয়া আউটলেট স্টোরি কনফার্ম করার জন্য খোদাকভস্কির সাথে যোগাযোগ করে। তখন খোদাকভস্কি সেই স্টোরি অস্বীকার করে। এরপর ইটালিয়ান নিউজপেপার আরেকটু আঁটঘাট বেঁধে কাজ করে। বক্তার নাম ছাপায় না। ফলে এটা কনফার্ম করার কোন উপায় নেই। লেখা আছে,

    My soldier told me he was thirty-one, lived in Torez and worked locally as a miner. He was happy to be photographed with the fresh seals on three of the wagons applied by the Organisation for Security and Co-operation in Europe (OSCE).

    কিন্তু তিনি লোকটির কোন ছবিও ছাপান নি। ফাইন। এই স্টোরিটা যদি সত্যি হতে হয় তাহলে, তোরেজ বা তার আসেপাশে রেবেলদের একটা বুক মিসাইল থাকতে হবে অন্তত ঘটনার দিন। এর কোন স্যাটেলাইট এভিডেন্স কি আছে? ইউক্রেনের বুক মিসাইল দোনেৎস্ক এবং শাখতারস্কোয়েতে ছিল, তার স্যাটেলাইট এভিডেন্স রাশিয়া দিয়েছে।
  • দ্রি | 52.104.13.225 | ৩০ জুলাই ২০১৪ ২৩:৩৫487269
  • আইসিস ঈদের দিন শকিং একটা ভিডিও বার করল।

    As part of their psychological war to create a medieval-style caliphate, the Islamic State has released a new shocking video showing scenes of mass executions, warning Iraqi soldiers and others who dare to resist that they will be rounded up and killed.

    The Islamic State, formerly known as ISIS/ISIL, stormed through areas of northern Iraq last month, building on territory they had already seized in western Iraq and Syria.

    The 36-minute video clip was released for the Eid holiday marking the end of Ramadan, sheds a disturbing light on the mentality of the Islamic State extremists and the methods they use as the organization presses on with its campaign of hatred and murder.

    http://rt.com/news/176528-islamic-state-iraq-video/

    এরা যুদ্ধবন্দীদের শুধু মেরে ফেলে তাই নয়, সেই খুনের ভিডিঊ পাবলিসাইজ করে। ক্লিয়ারলি, এরা জেনিভা কনভেনশান মানার চেষ্টাও করে না।
  • দ্রি | 52.104.13.225 | ৩০ জুলাই ২০১৪ ২৩:৩৯487270
  • চীনের এনভয় বললেন, জিংজিয়াংএর মুসলিম এক্সট্রীমিস্টরা ইরাকে প্রশিক্ষণ নিতে আসছে।

    Muslim extremists from the Xinjiang Uygur autonomous region have gone to the Middle East for training and some may have crossed into Iraq to take part in the upsurge of violence there, China's special envoy for the Middle East, Wu Sike, said on Monday.

    China has repeatedly expressed concern about the upsurge in violence in Iraq and the march of the Islamic State of Iraq and the Levant, which has seized much of the north of the country as Baghdad's forces there collapsed.

    http://www.chinadaily.com.cn/china/2014-07/29/content_17957942.htm
  • দ্রি | 52.104.13.225 | ৩০ জুলাই ২০১৪ ২৩:৪৮487272
  • যারা আইসিসের গোল সম্বন্ধে এখনও ওয়াকিবহাল নন, তাদের জন্য, আইসিসের ফিউচার ক্যালিফেটের ম্যাপ। এটা ওরাই বার করেছিল।

    http://www.dailymail.co.uk/news/article-2674736/ISIS-militants-declare-formation-caliphate-Syria-Iraq-demand-Muslims-world-swear-allegiance.html

    এতে মিড্‌ল ইস্ট তো পুরো আছেই, আফ্রিকার অর্ধেক আছে, ইস্ট ইওরোপ আছে, চীনের অনেকটা, ইন্ডিয়া পুরোটা, এমনকি স্পেন এবং পোর্তুগালও আছে।
  • দ্রি | 52.104.13.225 | ৩০ জুলাই ২০১৪ ২৩:৫৪487273
  • লিবিয়ায় মারামারিতে অয়েল ট্যাঙ্কারে এমন আগুন লেগেছে, বিদেশীদের কাছে সাহায্য চাইতে হচ্ছে আগুন নেভাতে।

    A massive fire is “out of control” after armed militias fighting for control of Tripoli’s airport blew up an oil storage tank on Sunday night. Libya’s interim government has said it could cause a “humanitarian and environmental disaster.”
    ...
    Meanwhile, the interim government in Libya has called for “international help” and has said the blaze could cause a “humanitarian and environmental disaster.”

    http://rt.com/news/176192-libya-airport-fuel-fire/
  • দ্রি | 52.104.13.225 | ৩০ জুলাই ২০১৪ ২৩:৫৬487274
  • বায় দা ওয়ে, আর্জেন্টিনা ইজ ভেরি ক্লোজ টু ডিফল্ট ফর দা সেকেন্ড টাইম।
  • lcm | 146.152.142.23 | ৩১ জুলাই ২০১৪ ০২:০৫487275
  • হালে কয়েক সপ্তাহের মধ্যে মোট ১০ টা ইউক্রেন মিলিটারি প্লেন রেবেলরা উড়িয়ে দিয়েছে। সে কথা কোনো মিডিয়াই অস্বীকার করে নি। তবে কি ইউক্রেন নিজেদের প্লেন নিজেরাই উড়িয়ে দিচ্ছে যাতে রাশিয়াকে দোষ দেওয়া যায়! যেমন ওরেঞ্জ রিভোলিউশনারিরা স্নাইপার লাগিয়ে নিজেদের লোক নিজেরাই মেরেছে, ইয়ানুকোভিচকে তাড়ানোর জন্যে !

    MH-17 শট ডাউনের পরে কেনো রাশিয়ান রেবেলরা জায়্গার দখল নিল, এমনকি ডেড বডিও তারা কন্ট্রোল করছিল। নাকি তারা রেবেল নয়, রেবেলদের পোষাক পরা ইউক্রেনিয়ান। অথবা, রেবেলরা হয়ত ইউক্রেন সরকারকে হেল্প করছিল সব প্রমাণ লুকোতে।

    বুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে ছবি দেখা গেছে সেটি ইউক্রেন মিলিটারি পোশাকে সজ্জিত রাশিয়ান রেবেলরা - এইরকম ইউক্রেন বলেছে, কেননা রাশিয়ান রেবেলরা অনেক সময়ই ইউক্রেন পুলিশ এবং সেনার ছদ্মবেশ নিয়ে ভিড়ের মধ্যে খুনখারপি করচেহ বলে অভিযোগ। নাকি, এটা ভুল অভিযোগ, রাশিয়ান রেবেলরা আজ অবধি কোনো খুনখারাবি করে না, ইউক্রেনের প্রশাসন নিজেরাই নিজেদের মেরে রেবেলদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।

    তবে কি ইউক্রেনে রাশিয়ান রেবেল বলে কিছু নাই - সবটাই পশ্চিমের সাজানো !

    এসব রহস্য জানতে হলে, এই থ্রেডে থাকুন।
  • lcm | 146.152.142.23 | ৩১ জুলাই ২০১৪ ০২:২৩487276
  • ইগর বেজলার, ডেঞ্জারাস রেবেল লিডার, যার নিকনেম 'দ্য ডেমন' , mh-17 কি তবে এর কাজ...?

    According to the recording of a phone call allegedly made two minutes before the disaster, the Demon was told: “A bird is flying towards you.” He asked whether it was small or big, and was told that it was hard to see, as it was flying high above the clouds. In another recording, apparently made 20 minutes later, the Demon reported to his interlocutor, supposedly a Russian intelligence official, that a plane had been shot down. Bezler said the recording was real, but referred to a different incident: as well as allegedly bringing down MH17, the rebels have shot down 10 Ukrainian aircraft.

    http://www.theguardian.com/world/2014/jul/29/-sp-ukraine-rebel-igor-bezler-interview-demon

    বাই দ্য ওয়ে, গাজার স্কুলে ইস্রায়েলের অ্যাটাকের খবর তো সিএনেএনে আছে, ভিডিও আছে - এমনকি ইউএস ইস্রায়েলকে মদত দিচ্ছে তাই নিয়েও নিউজ রয়েছে।
  • lcm | 118.91.116.131 | ৩১ জুলাই ২০১৪ ০৯:৩৯487277
  • এখানে বলছে
    Is Putin's Non-Denial An Admission That Russia Shot Down MH17?

    জুলাই ১৮-তে পুতিনের ফার্স্ট স্টেটমেন্ট ছিল -
    “In this regard, I would like to note that this tragedy would not have occurred if there were peace in that country, or in any case, if hostilities had not resumed in southeast Ukraine. And certainly, the government over whose territory it occurred is responsible for this terrible tragedy.”

    এর পরে জুলাই ২১-এ পুতিন বলছেন,
    “We have called repeatedly on all parties to the conflict to stop the bloodshed immediately and begin negotiations. I believe that if military operations had not resumed in eastern Ukraine on June 28, this tragedy probably could have been avoided.”

    তার মানে কি - MH17 was brought down as a consequence of the hostilities in eastern Ukraine. The tragedy could have been avoided had Ukraine accepted a peace settlement, and hence Ukraine is to blame.

    আর,
    As to the availability of BUK missiles at check points like Chernukhino, the Associated Press reported that a similar launcher was seen by its journalists near the eastern Ukrainian town of Snizhne earlier Thursday. The BUK missile system can fire missiles up to an altitude of 22,000 meters (72,000 feet).
    এই বর্ডার অঞ্চলে বড় ইউক্রেনিয়ান মিলিটারি ট্রাক তো দূরের একটি ইউক্রেনিয়ান মাছি পর্যন্ত রেবেলরা ঢুকতে দেয় না - জলে/স্থলে/আকাশে।
  • Arpan | 125.118.50.31 | ৩১ জুলাই ২০১৪ ১০:২০487278
  • আইসিস ফিফটিনথ সেঞ্চুরি ওয়ার্ল্ড অর্ডারে ফিরতে যায়। জাস্ট ওয়ান্ডারইং সাউথ ইস্ট এশিয়া ওদের রাডারে নেই কেন!
  • dc | 213.187.245.116 | ৩১ জুলাই ২০১৪ ১৪:৩৭487279
  • বাপরে এই টইটাতো দেখছি কনস্পিরেসি থিওরিতে ঠাসা! মানুষ আসলে চাঁদে নামেনি, সব আমেরিকানদের ধাপ্পা, এই নিয়েও দ্রি কিছু লিখুন। আবার কয়েকদিন পরে এসে পড়ব।
  • dd | 125.241.8.77 | ৩১ জুলাই ২০১৪ ১৫:৪০487280
  • রাজ নারায়ণ বোসুর বিখ্যাত "এ কাল আর সেকাল" পড়ছিলাম। (ডিজিটাল লাব্রেরীতে)।

    উনি কইলেন .... এখন আর ততো শীত পরে না। আগে আগে নবদ্বীপ ইঃ অঞ্চলে শীতকালে গ্রামে খড়ের চালের উপর শীতকালে এক রকম সাদা "পালা" পরতো। ইংরেজীতে বলে Frost। এখন আর সে রকম ঘটে না। কলকেতার লোকেরা হাওয়া বদলে করতে শান্তিপুর হালিশহর - এই সব অঞ্চলে যেতো। এখন আর তাতে সুবিধে হয় না"।

    অনুমান করেছেন "কোনো নৈসর্গিক অদল বদল ঘটছে। ' গরম বাড়ছে,

    লাও। গ্লোবাল ওয়ার্মিংএর কালো হাত কতদূর গিয়েছে একবার চিন্তা করুন। বইটা পাব্লিশ হয়েছে ১৮৭৮ সালে।
  • দ্রি | 52.104.12.75 | ৩১ জুলাই ২০১৪ ২২:০৮487281
  • ১৮৭৮ এ গ্লোবাল ওয়ার্মিং ... ওয়েট আ মিনিট ... এর জন্য কি স্টীম ইঞ্জিন দায়ী?
  • | ৩১ জুলাই ২০১৪ ২২:৩১487283
  • কাঠের উনুন তো দায়ী নির্ঘাৎ। গুলকয়লা ছিল কি তখন? থাকলে সেও দায়ী
  • দ্রি | 52.104.12.75 | ৩১ জুলাই ২০১৪ ২২:৩৩487284
  • "হালে কয়েক সপ্তাহের মধ্যে মোট ১০ টা ইউক্রেন মিলিটারি প্লেন রেবেলরা উড়িয়ে দিয়েছে। সে কথা কোনো মিডিয়াই অস্বীকার করে নি। তবে কি ইউক্রেন নিজেদের প্লেন নিজেরাই উড়িয়ে দিচ্ছে যাতে রাশিয়াকে দোষ দেওয়া যায়! যেমন ওরেঞ্জ রিভোলিউশনারিরা স্নাইপার লাগিয়ে নিজেদের লোক নিজেরাই মেরেছে, ইয়ানুকোভিচকে তাড়ানোর জন্যে !"

    মুস্কিল হল, রেবেলরা যখন ইউক্রেন মিলিটারী প্লেন উড়িয়ে দিচ্ছিল, তখন কেউ রাশিয়াকে দোষ দিচ্ছিল না। ইন ফ্যাক্ট, ঐসব মিডিয়া রিপোর্টিং খুবই লো কী ছিল। অনেকে জানতেনই না। কারণটা স্বাভাবিক, মিলিটারী প্লেন এসে বোম ফেলছে, এটা জানাজানি হলে পাবলিক সেন্টিমেন্ট কোনদিকে যাবে কোন ঠিক আছে? তুমি বোম ফেলছো, আমি তোমার প্লেন উড়িয়ে দিচ্ছি -- আমার মনে হয় ফেয়ার ডীল। রেবেলরা প্লেন উড়িয়েছে ম্যানপ্যাড্‌স (যেগুলো ঘাড়ে নিয়ে ঘোরা যায়) দিয়ে, বুক মিসাইল দিয়ে নয়। বিগ ডিফারেন্স। বুক মিসাইলের লঞ্চিং প্যাড বা ভিয়েক্‌ল লাগে। এগুলো অপারেট করতে যথেষ্ট ট্রেনিংও লাগে। বিভিন্ন সাইটের বুক মিসাইল নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করতে পারে, ট্রায়েঙ্গুলেট করে বেটার টার্গেটিংএর জন্য। ইউক্রেন নিজেদের প্লেন নিজেরা উড়িয়ে দিচ্চে কিনা, এটা যাদের মনে হচ্ছে তারা ইনভেস্টিগেট করুক। আর যদি ইনভেস্টিগেট করে তাই বেরোয়, তাহলে কী হবে? ইউ এস কি ইউক্রেনের ওপর স্যাংশান চাপাবে?

    তো ডিফারেন্স হল, রেবেলরা MH-17 উড়িয়ে দিয়েছে, এটা কিছু কিছু মিডিয়া অস্বীকার করেছে। আর এই ঘটনার ওপর ভিত্তি করে রাশিয়া বিরোধী পাবলিক ওপিনিয়ান তৈরী করার প্রচেষ্টা চলছে।

    তবে, "যেমন ওরেঞ্জ রিভোলিউশনারিরা স্নাইপার লাগিয়ে নিজেদের লোক নিজেরাই মেরেছে, ইয়ানুকোভিচকে তাড়ানোর জন্যে", এই বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন দেওয়ার দরকার নেই। এটা মাল্টিপার্টি ইনভেস্টিগেশানের রিপোর্ট থেকেই কনক্লুড করা হয়েছে।
  • দ্রি | 52.104.12.75 | ৩১ জুলাই ২০১৪ ২২:৪৫487285
  • "MH-17 শট ডাউনের পরে কেনো রাশিয়ান রেবেলরা জায়্গার দখল নিল, এমনকি ডেড বডিও তারা কন্ট্রোল করছিল। নাকি তারা রেবেল নয়, রেবেলদের পোষাক পরা ইউক্রেনিয়ান। অথবা, রেবেলরা হয়ত ইউক্রেন সরকারকে হেল্প করছিল সব প্রমাণ লুকোতে।"

    কারণ প্লেনটা ভেঙ্গে পড়েছিল রেবেল কন্ট্রোল্‌ড এলাকায়। ওরা কন্ট্রোল নেবে না তো কি ব্ল্যাকওয়াটারের এজেন্টরা নেবে? যাদের এলাকায় অ্যাক্সিডেন্ট হবে তাদের দায়িত্ব ডেজিগনেটেড লোকেরা পৌঁছনো পর্য্যন্ত সবকিছু প্রিজার্ভ করা। ব্ল্যাকবক্সগুলো এখন বৃটেনের কাছে জমা পড়েছে (যদিও কেন বৃটেন সেটা একটা রহস্য, নেদারল্যান্ড হলে একটা কথা ছিল, মালয়েশিয়া হলে একটা কথা ছিল, ইভেন অস্ট্রেলিয়া হলেও একটা কথা ছিল)। কিন্তু বৃটেন বলেছে কোন ট্যাম্পারিংএর এভিডেন্স নেই।
  • দ্রি | 52.104.12.75 | ৩১ জুলাই ২০১৪ ২২:৫৫487286
  • "বুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে ছবি দেখা গেছে সেটি ইউক্রেন মিলিটারি পোশাকে সজ্জিত রাশিয়ান রেবেলরা - এইরকম ইউক্রেন বলেছে, কেননা রাশিয়ান রেবেলরা অনেক সময়ই ইউক্রেন পুলিশ এবং সেনার ছদ্মবেশ নিয়ে ভিড়ের মধ্যে খুনখারপি করচেহ বলে অভিযোগ। নাকি, এটা ভুল অভিযোগ, রাশিয়ান রেবেলরা আজ অবধি কোনো খুনখারাবি করে না, ইউক্রেনের প্রশাসন নিজেরাই নিজেদের মেরে রেবেলদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।"

    ভেরি কনভিনিয়েন্ট! বুক মিসাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইউক্রেন মিলিটারী পোশাকে সজ্জিত রেবেলরা।

    না। বুক মিসাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইউক্রেন মিলিটারী পার্সোনেলরা। ছবি, ইউটিউব ভিডিও সবই তাই। রাশিয়ান স্যাটেলাইট ফোটোও সেটাই করোবরেট করে।

    খুনখারাপী ভিন্ন টপিক, ইউক্রেন পুলিশ, মিলিৎসিয়া, রেবেল এরা সবাই নিজেদের ড্রেস পরে অনেক করেছে।
  • দ্রি | 52.104.12.75 | ৩১ জুলাই ২০১৪ ২৩:১০487287
  • তাহলে কে আসলে প্লেনটা নামিয়েছে? ইগর বেজলার? খোদাকভস্কি? নাকি সেই নাম না জানা ৩১ বছরের রেবেল?

    এই ডিসিশানটা কি হল ফাইনালি?
  • দ্রি | 52.104.12.75 | ৩১ জুলাই ২০১৪ ২৩:৫৬487289
  • এক জার্মান পত্রিকায় একজন পাইলটের অ্যানালিসিসঃ

    Shocking Analysis of the ‘Shooting Down’ of Malaysian MH1

    I recommend to click on the little picture to the right. You can download this photo as a PDF in good resolution. This is necessary, because that will allow you understand what I am describing here. The facts speak clear and loud and are beyond the realm of speculation: The cockpit shows traces of shelling! You can see the entry and exit holes. The edge of a portion of the holes is bent inwards. These are the smaller holes, round and clean, showing the entry points most likeley that of a 30 millimeter caliber projectile. The edge of the other, the larger and slightly frayed exit holes showing shreds of metal pointing produced by the same caliber projectiles. Moreover, it is evident that at these exit holes of the outer layer of the double aluminum reinforced structure are shredded or bent – outwardly! Furthermore, minor cuts can be seen, all bent outward, which indicate that shrapnel had forcefull exited through the outer skin from the inside of the cockpit. The open rivets are are also bent outward.
    ...
    So what could have happened? Russia recently published radar recordings, that confirm at least one Ukrainian SU 25 in close proximity to MH 017. This corresponds with the statement of the now missing Spanish controller ‘Carlos’ that has seen two Ukrainian fighter aircraft in the immediate vicinity of MH 017. If we now consider the armament of a typical SU 25 we learn this: It is equipped with a double-barreled 30-mm gun, type GSh-302 / AO-17A, equipped with: a 250 round magazine of anti-tank incendiary shells and splinter-explosive shells (dum-dum), arranged in alternating order. The cockpit of the MH 017 has evidently been fired at from both sides: the entry and exit holes are found on the same fragment of it’s cockpit segment!

    Now just consider what happens when a series of anti-tank incendiary shells and splinter-explosive shells hit the cockpit. These are after all designed to destroy a modern tank. The anti-tank incendiary shells partially traversed the cockpit and exited on the other side in a slightly deformed shape. (Aviation forensic experts could possibly find them on the ground presumably controlled by the Kiev Ukrainian military; the translator). After all, their impact is designed to penetrate the solid armor of a tank. Also, the splinter-explosive shells will, due to their numerous impacts too cause massive explosions inside the cockpit, since they are designed to do this. Given the rapid firing sequence of the GSh-302 cannon, it will cause a rapid succession of explosions within the cockpit area in a very short time. Remember each of these is sufficient to destroy a tank.

    http://www.anderweltonline.com/wissenschaft-und-technik/luftfahrt-2014/shocking-analysis-of-the-shooting-down-of-malaysian-mh17/
  • lcm | 60.242.74.27 | ০১ আগস্ট ২০১৪ ২০:৩২487290
  • এবার আনন্দবাজার-ও , ইউক্রেনে রুশ মদতের ইঙ্গিত।

    "...তবে আরও বড় প্রশ্ন, ছবিতে যে বুক মিসাইল লঞ্চার দেখা যাচ্ছে, সেটি থেকেই কি এমএইচ-১৭ লক্ষ করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়? স্পষ্ট প্রমাণ নেই। কিন্তু ইউক্রেনের সরকারের কারও কারও ধারণা, রুশপন্থী জঙ্গিদের এলাকায় রাশিয়ার সেনাবাহিনী অস্ত্র-সরঞ্জাম সমেত যে প্রায়ই যাতায়াত করে, তার জোরদার প্রমাণ এই ছবি। এক ব্রিটিশ দৈনিকের দাবি, আলেকজান্দার সোতকিন নামে ওই রুশ অফিসার সম্প্রতি ইন্সটাগ্রামে কিছু নিজস্বী দেন। একটিতে তিনি বুক মিসাইল লঞ্চারে বসে রয়েছেন। ছবিটি ৩ জুলাইয়ের। কিছু দিনের মধ্যেই একই রকম আরও একটি নিজস্বী আপলোড করেন তিনি। ওই দৈনিকের দাবি, ইন্সটাগ্রাম থেকে জানা গিয়েছে দ্বিতীয় নিজস্বটি ইউক্রেনের রুশপন্থী জঙ্গি-অধ্যুষিত একটি গ্রামে তোলা। এমনকী আলেকজান্দার নিজেও ওই সাইটে লেখেন, “বুক মিসাইল লঞ্চারে কাজ করছি, আর গান শুনছি।” এর পর যে ছবিটি আপলোড করেন তিনি, সেটি কিন্তু রাশিয়ার সীমান্তে তোলা। ওই দৈনিকের দাবি, ইউক্রেনে কাজ সেরে রাশিয়ায় ফিরে যান তিনি।
    আজ বহু চেষ্টার পর দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন তদন্তকারীরা। ইউক্রেন সেনাবাহিনী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তবে অভিযোগ, সংঘর্ষবিরতি না মেনে আজও রকেট ছুড়েছে রুশপন্থী জঙ্গিরা।...."

    http://www.anandabazar.com/international/%E0%A6%87%E0%A6%89%E0%A6%95-%E0%A6%B0-%E0%A6%A8-%E0%A6%B0-%E0%A6%B6-%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%A4-%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%99-%E0%A6%97-%E0%A6%A4-%E0%A6%A8-%E0%A6%9C%E0%A6%B8-%E0%A6%AC-%E0%A6%A4-1.55625

    আনন্দবাজার selfie-র বাংলা লিখছে "নিজস্বী"
  • দ্রি | 52.104.12.58 | ০২ আগস্ট ২০১৪ ০০:০৬487291
  • ঐ বৃটিশ দৈনিকে গিয়ে কিন্তু কোন বুক মিসাইল লঞ্চারের ছবি দেখা গেল না। দেখা গেল বিভিন্ন রকমের মুখভঙ্গি করা, ট্যাটু আঁকা একটি লোক। আর যেই পোস্টে লেখা 'বুক মিসাইল লঞ্চারে বসে কাজ করছি, আর গান শুনছি' সেটা প্লেন ক্র্যাশের পরে লেখা। লোকটা সত্যিই রাশিয়ান কিনা তারও কোন স্পষ্ট প্রমাণ নেই। শুধু সোশাল মিডিয়া দিয়ে কোন সিরিয়াস প্রুফ করা খুব মুস্কিল। এগুলো মেনলি শর্ট টার্মে পাবলিক ওপিনিয়ান ম্যানিপুলেট করার জন্য।

    অন্যদিকে, OSCEর ইনভেস্টিগেটাররা তাদের প্রাথমিক রিয়্যাকশান জানিয়েছে।

    Michael Bociurkiw of the OSCE group of monitors at his daily briefing described part of the plane’s fuselage dotted with “shrapnel-like, almost machine gun-like holes.”

    এটা সত্যি হলে সারফেস-টু-এয়ার মিসাইলের চেয়ে এয়ার-টু-এয়ার মিসাইল বেশী প্রব্যাব্‌ল। কারণ ৩৩০০০ ফিট দূর থেকে এইরকম মেশিন গানের মত ফুটো করা একটু শক্ত।

    However, the team of international investigators with the Organisation for Security and Cooperation in Europe (OSCE) are uncertain if the missile used was fired from the ground as US military experts have previously suggested, the Wall Street Journal (WSJ) reported.

    In its report, the New York-based daily observed that “some air-to-air missiles also are designed to destroy an aircraft with a shrapnel-producing warhead”.

    The MH17 crash investigators would have a higher chance of identifying the missile model and type used if they find and chemically analyse the actual shrapnel pieces, WSJ suggested.
    - http://www.themalaymailonline.com/malaysia/article/mh17-investigators-say-machine-gun-like-holes-on-wreckage-suggest-missile-f

    রাশিয়ান রাডার ডেটা বলছে, Su-25 MH-17 খুব কাছ দিয়ে উড়ছিল। Su-25 এর বন্দুক, তাদের গুলির ডায়ামিটার ইত্যাদি পরীক্ষা করে দেখার ব্যাপার আসছে। শার্পনেলের টুকরো পাওয়া গেলেও ইনভেস্টিগেশানের সুবিধা হতে পারে।
  • দ্রি | 52.104.12.58 | ০২ আগস্ট ২০১৪ ০০:১১487292
  • Satellite images Kiev published as ‘proof’ it didn’t deploy anti-aircraft batteries around the MH17 crash site carry altered time-stamps and are from days after the MH17 tragedy, the Russian Defense Ministry has revealed.

    The images, which Kiev claims were taken by its satellites at the same time as those taken by Russian satellites, are neither Ukrainian nor authentic, according to Moscow's statement.

    The Defense Ministry said the images were apparently made by an American KeyHole reconnaissance satellite, because the two Ukrainian satellites currently in orbit, Sich-1 and Sich-2, were not positioned over the part of Ukraine’s Donetsk Region shown in the pictures.

    Moscow claims weather and lighting conditions in the images were not possible at the dates and times Ukraine claims they were made, the Russian ministry said.

    At least one of the images published by Ukraine shows signs of being altered by an image editor, the statement added.

    http://rt.com/news/177296-ukraine-mh17-satellite-images/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন