এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিল্পনীতি ইত্যাদি-৬

    pi
    নাটক | ১১ আগস্ট ২০১১ | ১৬২০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 168.26.205.19 | ১৬ আগস্ট ২০১১ ২২:৫৪481189
  • ক্যান্সার পজিটিভ বা নেগেটিভ এলে কেমো হবে নাকি আরো গুচ্ছ টেস্ট হবে সেটা ঠিক করার দায়িত্ব কার? ডাক্তারের।
    সাধারণ মানুষের কি কাজ? নিজের শরীর ডাক্তারের হাতে সঁপে দেওয়া আর ডাক্তারকে ফি দেওয়া।
    ডাক্তার টাইপ ওয়ান বা টাইপ টু ভুল করলে পিটুনি কে খাবে? ডাক্তার।

    ********
    খসড়া একটা সাজেশান। সেটা সরকারকে দেবার ইচ্ছা বা অধিকার কার? সাধারণ মানুষের।
    খসড়ায় টাইপ ওয়ান এরর না টাইপ টু আছে তা যাচাই করার দায়িত্ব কার? সরকারের।
    টাইপ টু এরর হলে কে ঝাড় খাবে? সরকার।

    ব্যস মিটে গেল। এর জন্যে এত বাইট খরচ করার কোনো মানে হয় না :-))))
  • aka | 168.26.215.13 | ১৬ আগস্ট ২০১১ ২৩:০০481190
  • ঠিক রাস্তায় স্টপ সাইনে ধাক্কা মারলে ড্রাইভারের তো শাস্তি হবে তাতেই শান্তি, আমার ঠ্যাং ভাঙলে ভাঙুক।
  • pi | 72.83.74.17 | ১৬ আগস্ট ২০১১ ২৩:০৫481191
  • আকাদা, শিক্ষার ব্যাপারে আগেও জানিয়েছিলাম, দেবপ্রসাদকে জানানোর কথা। খসড়াতেও শিক্ষার বিভাগে সেই ডিসক্লেইমার দেওয়া ছিল। কেন, সেটা কিছু আগের পোস্টে লিখেছি। জানানো হয়েওছিল।
    উনি একটি দুর্ঘটনায় আহত হয়েছিলেন এবং টইয়ে লেখার সমস্যা জনিত কারণ ও ছিল। সেটাও তোমায় জানিয়েছিলাম।
    আজ এসেছেন। ওঁকে সরাসরি জিগিয়ে নিতে পারো।

    আর ভাল কথা। এই খসড়া প্রসঙ্গেই সলিল বিশ্বাসের লেখা এসেছে। আরো আসবে। জয়া মিত্র সহ আরো কয়েকজনের লেখা। সমালোচনা, আলোচনা ও প্রস্তাব।

    সলিল বিশ্বাসের লেখাটা নিয়ে কোন বক্তব্য থাকলে সেটাও লিখতে পারো।

    খুব ভাল হয়, এক জায়গায় সেগুলো ইখে দিলে। এঁরা কেউ গুরুর টইয়ে নিয়মিত নন, এখানে লেখার ব্যাপারেও অভ্যস্ত নন। পাঠিয়ে দিলে উত্তর দিতে হয়তো সুবিধা হবে।
    সে কথাও বলা ছিল খসড়াতে । guruchandali জিমেইলে এ মেইল করার কথা।
    অনেকেই করেছেনও।

  • ranjan roy | 122.168.244.196 | ১৬ আগস্ট ২০১১ ২৩:০৮481192
  • রিমিকে ক'।

    গুরুচন্ডালি থেকে কোন গ্রুপ যদি সরকারকে গভর্নেন্সের কোন বিষয় নিয়ে সাজেশান দেয় সেটা নিয়ে আলোচনা/ স্মালোচনা/উত্তর/প্রত্যুত্তর হতেই পারে।

    কিন্তু, এই খসড়া বানানেওয়ালারা( সরলতার জন্যে ধরে নিলাম-ঈশান ও পাই) মমতার নিযুক্ত নয়। কেউ শুনবে আশায় বা হিন্টস্‌ পাওয়ায় এরা বানিয়ে পাঠিয়েছে-- রিমির মোডালিটিতে।
    আকা'র বক্তব্য বোঝার চেষ্টা করছি।
    ১) প্রশ্ন কি এটা যে গুরুর তরফ থেকে এই গ্রুপকে কে অথরাইজ করেছে? বা, খসড়ায় অন্যদের সঙ্গে ব্যাপক আলোচনা হয়েছে কি না? নইলে ডেমোক্রাটিক নয়!
    আমি যদ্দূর বুঝি-- কোথাও কাউকে ইনিশিয়েটিভ নিতে হয়। কোন সংগঠন বানাতে গেলেও প্রথম উদ্দেশ্য/সংবিধান?মেমোর‌্যান্ডাম অফ আর্টিকল্‌ ইত্যাদি বানিয়ে খসড়া টার্গেট গ্রুপের মধ্যে সার্কুলেট করা হয়। এছাড়া অন্য খোলাখুলি কোন প্রসেস আমার জানা নেই।
    তো আমার মাপকাঠিতে, বিভিন্ন ইস্যুতে খসড়া বানিয়ে এরা খোলাখুলি গুরুর পাতায় সার্কুলেট করেছে; অন্য ইচ্ছুকদের প্রতিক্রিয়া/ পরামর্শ ইত্যাদি ইনক্লুড করে যেখানে পাঠানোর পাঠিয়েছে।
    ২) তবু যদি কোন প্রশ্ন অনুত্তরিত থেকে থাকে তা নিয়ে এখনো বা পরেও আলোচনা করা যেতেই পারে।
    আর গুরুর চাকরিকরা বুদ্ধিজীবিরা ( সদর্থে, কোন খোরাক নয়) কিছু বাস্তবিক সীমার মধ্যে কাজ করে, তাই এই ধরণের কাজে কতটা একস্পেক্ট করা যেতে পারে সেটাও প্রশ্ন।
  • ppn | 112.133.206.18 | ১৬ আগস্ট ২০১১ ২৩:১২481193
  • চমৎকার গুলিয়ে দিতে পেরেছেন মি: গোলদার। : P
  • ppn | 112.133.206.18 | ১৬ আগস্ট ২০১১ ২৩:১৬481195
  • অন আ সিরিয়াস নোট, একদিনের আলোচনাগুলিকে এক জায়গায় স্ক্যানিয়ে আপলোডানো যায়?
  • pi | 72.83.74.17 | ১৬ আগস্ট ২০১১ ২৩:১৬481194
  • দেবপ্রসাদদার জন্য আকাদার আগের প্রশ্নগুলো :

    "ধরা যাক প্রাথমিক শিক্ষা নিয়ে খসড়ায় যা যা বলা হয়েছে যেমন টীচ দা টীচার, প্রকাশক - ইস্কুলের অশুভ আঁতাত বন্ধ করা, বিনে পয়সার চ্যানেলের মাধ্যমে পড়াশুনো, বিভিন্ন প্রান্তিক ভাষায় প্রাথমিক শিক্ষার বন্দোবস্ত, নবম দশম শ্রেণীর জন্য ওপেন বুক পরীক্ষা ইত্যাদি।

    প:ব:য়ে প্রাথমিক শিক্ষা নিয়ে সবথেকে এক্সটেন্সিভ কাজ বোধহয় প্রতীচি ট্রাস্টের। তাদের রিপোর্ট অনুযায়ী মূল সমস্যা কি কি?

    ১। কারিকুলার ওভারলোড - যার কথা দুই নং পয়েন্টে খানিকটা বলা হয়েছে।

    ২। ক্লাস ডিসায়াডভানটেজ

    ৩। পর্যাপ্ত শিক্ষক না থাকা।

    ৪। আর এটা আমার নিজস্ব অভিজ্ঞতা ফার্স্ট জেনারেশন স্কুল পড়ুয়ারা অধিকাংশ সময়েই ড্রপ করে কারণ তাদের বাড়ির অর্থনৈতিক অবস্থা। "

  • aka | 168.26.215.13 | ১৬ আগস্ট ২০১১ ২৩:২০481196
  • রঞ্জনদা মনে হয় পুরোটা পড়ার সময় পান নি। অগণতান্ত্রিক তো বলি নাই, যদিও সরকার গুরুর খসড়া শুনে টুনে অগণতান্ত্রিক কিছু কাজ করেছে কিনা ঠিক শিওর নই। মানে ধরুন আমি একটা পলিসি ঠিক করলাম, প্রশ্ন হল হু হ্যাজ অথোরাইজড মি টু ডিসাইড পলিসি ফর শালবনি? আমি খুব একটা ক্লিয়ার নই। যদিও ব্যক্তিগত ভাবে আমার তাতে আপত্তি নেই, যতক্ষণ আমি নিজে নিজের কাছে ১০০ শতাংশ সঠিক।

    এই ইনিশিয়েটিভ নেবার অবশ্যই দরকার আছে কিন্তু কিরকম ইনিশিয়েটিভ সেটাই ভালো করে বোঝার দরকার আছে। যেমন ধরুন পাড়ার কেউ অসুস্থ হল, এবারে কিছু করার দরকার তাই খুব ব্যস্ত হয়ে হাতুড়ের কাছে নিয়ে গেলেন তার থেকে মনে হয় ন্যচারাল হিলিংয়ের ওপর বিশ্বাস রাখা ভালো।

    যদি কেউ সীমাবদ্ধতার মধ্যে কাজ করে তাহলে খুব সিম্পল লিখবে না, আনুষ্ঠানিক ভাবে সরকারের কাছে জমা দেবে না। জেনে বুঝে হাফ হার্টেড কাজ পলিসি মেকিংয়ের ক্ষেত্রে ঠিক নয়।

  • pi | 72.83.74.17 | ১৬ আগস্ট ২০১১ ২৩:২২481197
  • অপ্পন, বুলবুলভাজায় বের করা হবে ।
  • ppn | 112.133.206.18 | ১৬ আগস্ট ২০১১ ২৩:২৪481199
  • ক্ষী আপদ! গুরুর প্রতিনিধিরা নীতি নির্ধারক কবে থেকে হলেন? তারা সরকারের নীতি নির্ধারণকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলেই তো মনে হল। সে তো যে কেউ করতে পারে। কেউ খসড়া জমা দিয়ে, কেউ বা স্ট্যাটিস্টিক্স দিয়ে।

    ক্ষে আটকাচ্ছে?
  • pi | 72.83.74.17 | ১৬ আগস্ট ২০১১ ২৩:২৭481200
  • এটা কেউ একটু আকাদাকে বোঝাক :)
    আমি কাটলাম।
  • aka | 168.26.215.13 | ১৬ আগস্ট ২০১১ ২৩:২৮481203
  • ক্ষী আপদ! গুরুকে নীতি নির্ধারক বললটাই বা ক্ষে?
  • dukhe | 117.194.225.245 | ১৬ আগস্ট ২০১১ ২৩:২৮481202
  • না: - কেউ শালবনি নিয়ে গুরুকে অথরাইজ করেনি । কিন্তু 'সরকার মা বাপ যা করার করবেন' বলে বসে থাকার বাধ্যতাও নেই । আমার যা মনে হয় পরামর্শ দিতে বারণটা কোথায় ?
    আকা সম্ভবত: ভাবছেন সরকার পলিসি মেকিংটা গুরুকে আউটসোর্স করেছে । কিন্তু গুরু কি সে কপাল করে এসেছে !
  • lcm | 128.48.44.141 | ১৬ আগস্ট ২০১১ ২৩:২৮481201
  • ডাক্তারের ওপর ডাক্তারি, মাস্টারের ওপর মাস্টারি.... সরকারের ওপর সরকারি.... --- এসব করা যায়। সং-বিধানে আছে। অন্য বিধানেও আছে।
  • pi | 72.83.74.17 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৩০481204
  • এদ্দিন শুনছিলাম, গুরু ক্ষমতার কাছাকাছি চলে এসেছে। এখন শুনছি গুরুই নীতি নির্ধারক, গুরুই সরকার, গুরুই ক্ষমতা ! জয় মমতা। জ্জয়গুরু ! :)

  • Ishan | 117.194.33.93 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৩১481206
  • ২। সরকারের পলিসি বানানোর একটা এস্ট্যাবলিশড প্রসেস আছে, এটা মনে হয় আমরা সকলেই জানি। বিভিন্ন লোকজন সরকারকে নানা পলিসির ব্যাপারে নানাবিধ চাপ দেয়, তাও সকলেরই জানা আছে। সেই প্রসেসই ফলো করা হয়েছে। সরকারের যা করার সরকার করবে। আমাদের যা করার আমরা করব। এটা নিয়ে একটা আধাখ্যঁচড়া কথা বলার কি আছে একেবারেই বুঝলাম না।

    ৩। কোটি কোটি প্রশ্ন দেখলাম না। শিক্ষা নিয়ে গুটি কয় প্রশ্ন দেখলাম। এগুলো নিয়ে আলোচনা হতে পারে। পাই এটা নিয়ে লিখেছে। আমি আর পুনরাবৃত্তি করলাম না।

    ৪। আগের পয়েন্ট দ্রষ্টব্য। এই পয়েন্টগুলো আলোচনায় আসতে পারে। তার জন্য গোটা খসড়াটাই টাইপ টু (এখনও বুঝিনি পজিটিভ নেগেটিভ ঠিক ভুল কিকরে বোঝা যাবে) এররে আক্রান্ত, ডিউ ডেলিজেন্স নেই -- এসব বলার মানে কি?

    কিছু খুঁত আছে, কিছু জিনিস আলোচনার প্রয়োজন, কিছু পয়েন্ট বাদ দেওয়া বা যোগ করার প্রয়োজন, এসব হতেই পারে। কিন্তু গোটাটাই টাইপ টু, আমি এর পক্ষে যুক্তি চাইছি। আমাকে দেখানো হোক। নইলে আমিও বলব গোটা সমালোচনাটাই টাইপ টুতে আক্রান্ত।
  • ppn | 112.133.206.18 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৩১481205
  • আজ্ঞে কত্তা আফনার ১১:২০-এর পোস্টের প্রথম প্যারায় তো আফনেই কইলেন।
  • aka | 168.26.215.13 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৩৫481207
  • দুখে আদৌ তা ভাবছি না।

    ধরুন ব্যক্তি হিসেবে আমি যদি বলি আমার এলাকায় হাসপাতালটা ধুর এখনি ঠিক করুন। সেটা আমার দাবী দাওয়া সরকারকে জানানো।

    আর ধরুন অন্যদিকে আমি বললাম না হে প্রতি হাসপাতালে এসি না হলে চলবে না।

    দুটোর মধ্যে বেসিক সমস্যাটা বুঝতে পারছেন নিশ্চয়ই। দ্বিতীয়টি ভগবান সেজে সবার ভালোর জন্য দেওয়া বিধান। প্রথমটিতে আমার আপত্তি নেই, বরং গুরু তার বিরাট রিচকে কাজে লাগিয়ে এইরকম ডেটা কালেকশন করলে ভালো হত। কিন্তু দ্বিতীয়টিতে যদি নূন্যতম হাফ হার্টেড এফর্ট দেখি তাহলে জানতে চাইব আমার মানে কোটি কোটি ট্যাক্স পেয়ারদের ভালো মন্দকে গুরুর কতিপয় ব্যক্তি খেলার জন্য ব্যবহার করছে কেন? আপত্তিটা নীতিগত, পদ্ধতিগত সবই একসাথে।
  • aka | 168.26.215.13 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৩৭481208
  • কমরেড ঈশান পড়ে আসুন ঐ টইটাই পড়ে আসুন ক্লিয়ার হলেও হতে পারে।
  • aka | 168.26.215.13 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৩৮481211
  • আর খসড়া বেরলে গুরুর তরফে আর প্রশ্নের উত্তর জানতে হলে ব্যক্তি বিশেষকে খুঁজে পেতে তাকে প্রশ্ন জানানো হবে, তিনি উত্তর দিলেও দিতে পারেন নাও দিতে পারেন। অদ্ভূত।
  • Ishan | 117.194.33.93 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৩৮481210
  • প্রথমটা ভগবান সাজা নয় কেন? (অনেকেই ভাবেন যে হাসপাতাল আছে এই ঢের)।
  • ppn | 112.133.206.18 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৩৯481212
  • এবং দ্বিতীয়টিই বা বিধান কেন? দাবি নয় কেন?
  • nyara | 203.83.248.37 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৪০481215
  • কম: গোলদার লড়ে যাচ্ছেন কিন্তু!

    আমি তো সুযোগ পেলেই জ্ঞান দিই। সরকারকে দেওয়ার সুযোগ থাকলে ছেড়ে দেব? নেহাত এই খসড়াটি অত্যন্ত বাজে টাইপের ফরম্যাটে ছাপা হয়েছিল বলে পুরোটা পড়ে উঠতে পারিনি। নইলে জানি না-জানি দুকলম জ্ঞান আমিও দিতাম।

    কম: গোলদারের দেশেও তো কোন পলিসিতে পাবলিক কমেন্ট সলিসিট করা হয়। সে ব্যাপারে আপনার কী মন্তব্য?
  • rimi | 168.26.205.19 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৪০481214
  • ট্যাকসোপেয়াররা গুরুকে ট্যাকসো দিচ্ছে না। অতএব গুরু খসড়া জমা দেবে কি দেবে না সেটা বলে দেওয়াটাও ভগবান সাজা নয়? :-)
  • aka | 168.26.215.13 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৪০481213
  • প্রথমটা ভগবান সাজা নয় কারণ আমি আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দের কথা জানাচ্ছি, আপনার কিসে সুবিধে সে কথা বলে দিচ্ছি না যেমন ব্রহ্মা করে থাকে।
  • dukhe | 117.194.225.245 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৪১481218
  • তা আমার যদি মনে হয় প্রতিটা হাসপাতালে এসি দরকার তো সেটা আমি সরকারকে বা খবরের কাগজে চিঠি লিখে জানাতেই পারি । কারো যদি মনে হয় এসি একেবারেই চলবে না সেও সেটা বলতে পারে । সরকার কোনটাকে পাত্তা দেবে বা আদৌ কোনটাকেই দেবে কিনা সে তো সরকারের ব্যাপার ।
    ধরুন আমি বললাম আপনার পুত্রকে অবশ্যই ইঞ্জিরি মেজর পড়াবেন । আপনি কি আমাকে ভগবান ধরে সেটা ইমপ্লিমেন্ট করে ফেলবেন ? নাকি এই কুপ্রস্তাবের জন্য আমার জিভ ছিঁড়ে নেবেন ?
  • aka | 168.26.215.13 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৪১481217
  • যারা মি: গোলদার নয় তারা গোলানোর চেষ্টা করুন, মিটিং সেরে এসে উত্তর দিচ্ছি। :)
  • lcm | 128.48.44.141 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৪১481216
  • আহ! সোজা কথায়, গুরু নতুন সরকারকে বিনা পয়সায় উপদেশ/জ্ঞান/খসড়া ... দিয়েছে। বেশ করেছে। এটি করার জন্য দুটি বেসিক জিনিস দরকার, জ্ঞান এবং সময়, গুরু-র এই দুটোই পর্যাপ্ত পরিমাণে থাকায়....
  • ranjan roy | 122.168.244.196 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৪৭481219
  • আকা,
    এক, আসলে ক্যান্সার নেই, কিন্তু কোন কারণে( ল্যাবের ভুল, ক্রস ডেটায়
    ভুল) রিপোর্ট এল ক্যান্সার পজিটিভ। তখন রোগীর আত্মীয়স্বজন কি করে? আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি কি করে। আর দশটা জায়গায় দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব কেমো, রেডিয়োথেরাপি ইত্যাদি শুরু করে দেয়।
    তোমার আর্গুমেন্ট বুঝতে পারছি, কিন্তু উদাহরণটা ঠিক খাপে-খাপ মনে হল না।
    এহ বাহ্য।
    ২)
    মমতা সরকারকে পরামর্শ দেবার গুচ্ছের এক্সপার্ট আছে। এ'ব্যাপারে গুরুর স্ট্যাটাস হল হরিদাস পাল। নতুন সরকার, সিভিল সোসাইটির ভড়ং আছে, সেই সুযোগে গুরুও একটু চুলকিয়ে নিল। সিরিয়াসলি চুলকিয়ে নিল। ভাবলো সিনিসিজম এর জায়গায় ভাবা যাক, কেউ যদি কোথাও একটু শোনে, বা কোন আইডিয়া নেয়। আজ নহী তো কাল!
    এর বেশি কিছু বলে আমার মনে হচ্ছে না। তবু কিচু হবে না'র চেয়ে তো ভাল।
    ব্যস্‌, এইটুকুই বলার ছিল।
  • dukhe | 117.194.225.245 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৪৮481221
  • হুঁ: - তবু তো গুরু এখনও 'আমাদের পলিসি লাগাতে হবে' বলে রিলে অনশনে বসেনি !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন