এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিল্পনীতি ইত্যাদি-৬

    pi
    নাটক | ১১ আগস্ট ২০১১ | ১৫৮১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 202.91.136.3 | ১৮ আগস্ট ২০১১ ১৭:৪৭481355
  • আমার পার্সটি খোয়া যাবার পরে থানায় এফাইআর লেখাবার পরে মেজোবাবু টাকা চাইলেন। আমি অম্লানবদনে বললাম, টাকা কোথায় আর! বললাম না পার্স খোয়া গেছে। মেজোবাবুর মুখ দেখে মনে হল এমন কঠিন ধাঁধা তিনি আগে কখনো ফেস করেন নাই।

    ঘটনাটি লুরুর।
  • aka | 168.26.215.13 | ১৮ আগস্ট ২০১১ ১৮:০০481356
  • কমরেড ঈশান কপু আর পপুর মধ্যে গুলাইছেন। ধরেন ভাটপাড়া, বলুন তো কত ডায়াল করলে পুলিশ আসে?

    আর ওয়ারলেস কানেকশন আর হটলাইন কি এক?
  • pi | 72.83.74.17 | ১৮ আগস্ট ২০১১ ১৮:০৬481357
  • প্পন , :))
  • Ishan | 117.194.37.202 | ১৮ আগস্ট ২০১১ ২১:০২481358
  • নানা কপু পপু গুলাইনি। সিঙ্গুর থানা ওয়্যারলেস ব্যবহার করে জানি। তারা কলকেতায় সেই নিয়ে যোগাযোগ করে জানি। আর কিছু জানিনা। ভাটপাড়ায় কত ডায়াল করলে পুলিশ আসে কিনা, আদৌ আসে কিনা, তাও জানিনা। হটলাইন আর ওয়্যারলেস কানেকশনের মধ্যের কি তফাত জানিনা।

    আপনি হটলাইনের পরামর্শ দিয়েছেন, এই ইনফো গুলো (আপনার যুক্তি অনুযায়ী) আপনার নখদর্পনে থাকা উচিত। ওয়্যারলেস পরিকাঠামো কত শতাংশ আছে, তার কি সুবিধে সেগুলো না জেনে হটলাইনের দাবী জানানো তো চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা। ভগবান সাজা এবং দায়িত্ব না নেওয়া। হয়তো ওয়্যারলেসে অনেক কম খরচায় পুরোটা করে ফেলা যায়, আপনি পোচ্চুর বাজে খরচা করে আবর হটলাইনের পলিসি নিচ্ছেন। এটা তো একটা টাইপ টু এরর। বাজে কাজে পাবলিক মানি নষ্ট।

    যেহেতু আপনি সমস্ত ইনফো যোগাড় করে, সমস্ত স্টাডি শেষ করে, স্ট্যাটিস্টিকালি সমস্ত ডাটাকে ব্যবহার করে তবেই পলিসি নিয়ে দাবী জানান, এবং দাবী জানালে তার পক্ষে স্টিক করে থাকেন, তাই আমি আশা করব, ওয়্যারলেস এবং হটলাইন সম্পর্কিত সমস্ত সরকারি ডেটা, ফিজিক্সে এবং ইলেকট্রনিক্সে এদের প্লাস এবং মাইনাস সমস্ত পয়েন্ট কনসিডার করে এই দাবী তুলেছেন।

    এবার কাইন্ডলি আনপড় আমার কাছে সেটা এক্ষপ্লেইন করুন। আমাকে কোচ্চেন করে লাভ নেই। আমি আনপড়। পলিসি বানিয়েছেন আপনি, তার পিছনে দাঁড়ান। এক্ষপ্লেইন করুন। প্লিজ।
  • Ishan | 117.194.37.202 | ১৮ আগস্ট ২০১১ ২১:০৭481359
  • আর হ্যাঁ, পশ্চিমবঙ্গের মতো আবহাওয়ায় ওয়্যারলেস না হটলাইন কোনটা উপযুক্ত, এই নিয়েও কিছু পেপার আছে মনে হয়। আশা করি সেগুলোও পড়ে নিয়েছেন।
  • aka | 168.26.215.13 | ১৮ আগস্ট ২০১১ ২১:১৮481360
  • দাঁড়ান দাঁড়ান গোলপোস্ট সরাবেন না।

    আগে ঠিক হোক সমস্ত থানায় হটলাইন আছে না নেই?

    আপনি প্রশ্ন করেছেন

    ""প্রশ্ন হল, আবার আরেকদফা হটলাইন করে গুচ্ছের টাকা খরচ করার কি মানে?""

    আর এক দফা তখনই হয় যখন এক দফা আছে।

    আগে ঠিক হোক আছে না নেই, তারপর যাচ্ছি বাকি প্রশ্নের উত্তরে।
  • pi | 72.83.74.17 | ১৮ আগস্ট ২০১১ ২১:২৪481361
  • পলিসিতে এই সাইটটার রেফারেন্স নেই কেন ? :)

    http://policewb.gov.in/
  • Ishan | 117.194.37.202 | ১৮ আগস্ট ২০১১ ২১:৩৪481362
  • আমি গোলপোস্ট সরাইনি।আমি শুধু আপনার রোলটা প্লে করছি।

    আমি জানিনা কোন থানায় হটলাইন আছে কোন থানায় ওয়্যারলেস আছে, কোন থানায় কিছুই নেই। যিনি দাবী রেখেছেন তিনি জানবেন। তাঁর কাছেই জানতে চাইছি। তিনি দেখছি জানেন না। না জানলে এবার বলব হটলাইন নিয়ে বলার আগে যান ভালো করে পড়া করে আসুন। এ নিয়ে অনেক লেখা আছে। যেমন এইটা:
    http://www.mdpi.com/1424-8220/10/3/1619/pdf

    স্পোর্টিংলি নেবেন প্লিজ। এটা ব্যক্তির সমালোচনা নয়। পড়াশুনো না করে পলিসি বানানোর প্রচেষ্টার সমালোচনা।
  • pi | 72.83.74.17 | ১৮ আগস্ট ২০১১ ২১:৪৮481363
  • আমিও কিন্তু আকাদার রোলটাই প্লে করছি :)

    সমস্ত রকম ডিউ ডিলিজেন্স দিয়ে বানানো ১০০% পারফেক্ট পলিসিতে ( মানে, যেরকম না হলে আকাদার মতে কোন খসড়া দেওয়া উচিতই না, ডিসক্লেইমার সহ ও না), থানা সংক্রান্ত 'নতুন' প্রস্তাব দেবার সময়, এক্সস্টিং কী আছে, সেই রেফারেন্স নেই কেন ? ( মানে, স্বাস্থ্যক্ষেত্রে যে রেফারেন্স না দেওয়াটা জনগণের ট্যাক্স নিয়ে ছিনিমিনি খেলার মত অপরাধ বলে আকাদা মনে করেন)।

    আর নেই যখন, তখন কি ধরে নিতে হবে এগুলো না পড়েই পলিসি লিখে দিয়েছেন ? 'একটাও টেক্‌স্‌ট বই না পড়ে ? ' ' আন্ডারপ্রিপেয়ার্ডনেস' ? :)

    এটাও কিন্তু ব্যক্তির সমালোচনা না। ডিউ ডিলিজেন্স না দিয়ে পলিসি বানানোর সমালোচনা। :)
  • pi | 72.83.74.17 | ১৮ আগস্ট ২০১১ ২১:৫০481366
  • ঐ কমরেড যেমনটি চেয়েছিলেন।
    'শার্প এক্সচেঞ্জ'।

    হুইস্কি নিয়ে একটিও লাইন লিখিনি। খেয়াল রাখবেন :)

  • aka | 168.26.215.13 | ১৮ আগস্ট ২০১১ ২২:১২481367
  • রোল চেঞ্জ!

    কে বিশেষজ্ঞ? কে জ্যানাগণ?

    কমরেড ঈশান সাধারণ জ্যানাগণকে দাবী দাওয়া জানাতে বলেছিলেন, বলেছিলেন ৯ এর মতন প্রবন্ধ না লিখতে। বিশেষজ্ঞরা আছেন যাঁরা নাকি সেইসব দাবী দাওয়া কোলেট করে সুতো বেঁধে পাঠাবেন। তো, এই দাবীকে মাথায় রেখে একজন সাধারণ জ্যানাগণ তার দাবী দাওয়া জানাল।

    তো কি দেখা গেল:-

    ১। সেই দাবী যে একটাও পড়ে দেখা হয় নি তা এতক্ষণে বিভিন্ন পোস্টে ক্লিয়ার।

    ২। সেই দাবী নিয়ে প্রথমে ছিদ্র খোঁজার চেষ্টা হল, কিন্তু সেটা ব্যাকফায়ার করল।

    ৩। এখন বলছেন কেন এই দাবী আমি ৯ এর মতন প্রবন্ধ লিখি নি? উত্তর আপনারাই বারণ করেছিলেন।

    দিন দান দিন।
  • siki | 122.162.75.124 | ১৮ আগস্ট ২০১১ ২২:১৪481368
  • কেসি, আমার অনেকবার সিমকার্ড শুদ্ধু মোবাইল হারিয়েছে। ভোডাফোনের আপিসে গিয়ে একশো টাকা দিলেই রিপ্লেসমেন্ট সিমকার্ড পাওয়া যায়, আগেরটা ব্লক হয়ে যায়, নতুনটা ঘণ্টা তিনেকের মধ্যে চালু হয়ে যায়।

    চারবারের অভিজ্ঞতা। কখনও থানাপুলিশ ডায়েরি করতে হয় না।

    মোবাইল চুরি গেলে, সে যায়। পুলিশ ভুলেও এফআইআরে লিখবে না চুরি হয়েছে। লিখবে মিসপ্লেসড হয়েছে, ভুলে ফেলে এসেছে ইত্যাদি।

    নতুন মোবাইল নিয়ে *#06# ডায়াল করলে একটা লম্বা নম্বর আসে, সেটা IMEI নম্বর। মোবাইলের জন্য ইউনিক। মোবাইল চুরি হলে ঐ IMEI নম্বর ধরে ট্র্যাক করা যায়, তবে কোনও পুলিশই আজ পর্যন্ত আমজনতার জন্য এত লেবার দিয়ে মোবাইল খোঁজে নি।

    দিল্লির করোল বাগের কাছে গফফার মার্কেট আছে। দিল্লির গ্রে মার্কেট। সোনির প্লাজমা টিভি থেকে নকল আইফোন সব পাওয়া যায় হাফ কি ওয়ান থার্ড দামে। দিল্লিতে বেশির ভাগ মোবাইল চুরি হবার পরে চলে আসে এই গফফার মার্কেটে। এখানে সফটওয়্যার বদল হয়ে যায়, পাল্টে যায় IMEI নম্বরও। তাই দিল্লিতে মোবাইল হারালে, সে হারায় চিরদিনের মত।

    মোবাইল কিনলে নোকিয়ার স্মার্টফোন কিনুন। সমস্ত নাম অ্যাড্রেস ফোন্নং সিঙ্ক হয়ে থাকে ovi.com-এ। ফোন হারালেও ঠিকানা ফোন্নং আর হারায় না। নতুন ফোন কিনে ovi.comএর সাথে সিঙ্ক করে নিলেই আবার সব ফিরে পাওয়া যায়।
  • Nina | 12.149.39.84 | ১৮ আগস্ট ২০১১ ২২:২১481369
  • হি হি, সিকি উদোর পিন্ডি বুদোতে পোস্টিয়েছে :-))))
  • siki | 122.162.75.124 | ১৮ আগস্ট ২০১১ ২২:২৩481370
  • না। এই পাতাতেই ছটা পোস্ট ওপরে দুপুর ২:১৫তে কেসির পোস্ট দ্যাখো।
  • pi | 72.83.74.17 | ১৮ আগস্ট ২০১১ ২২:২৮481371
  • না না, দাবী যে পড়ে দেখা হয়নি , তার প্রমাণ তো আপনার সাথে মেইল চালাচালি। :)
    কাল আপনার লেখা মেইল ই আপনাকে ফরোয়ার্ড করেছিলাম। :)
  • pi | 72.83.74.17 | ১৮ আগস্ট ২০১১ ২২:৩২481372
  • এবং আবারো ।

    "খসড়াটি আজ প্রকাশিত হলেও যেহেতু এটি পাঠানো হয়েছে যথেষ্ট আগেই, তাই সমস্ত মতামতগুলি নিয়ে এখানে আলোচনাও করা যায়নি। পরবর্তী খসড়ায় অতি অবশ্যই বাকি মতামতগুলিকে স্থান দেওয়া হবে।"
  • aka | 168.26.215.13 | ১৮ আগস্ট ২০১১ ২২:৪২481373
  • কমরেড ঈশান মেল নিয়ে পাব্লিক ফোরামে কথাকে কি বলে?

    পাই, তুমি আমাকে লিখতে বলেছিলে, আমি লিখি নি। কেন তার কারণ জানিয়েছি। এক, আমি ব্যস্ত, দুই, এটা হয়ত লিখি নি, আমি মেল খুলে দেখি নি, দেখার ইচ্ছেও নেই, আমি মনে করি এই ভাবে ওপেন ফোরামে আলোচনা হওয়াই বেস্ট। আমি বিশেষজ্ঞ নই, তাই, আমার ধারণা পাব্লিক ফোরামে বাউন্স করাই সবথেকে যথাযথ বলে মনে হয়েছে। এবারে তোমার পড়াই কি কমিটির পড়া তাহলে পড়া সম্বন্ধে কমেন্ট টেক ব্যাক। তাহলে প্রশ্ন রইল, এই টই থেকেই বাদানুবাদ নেওয়া হল না কেন?

    এবারে ব্যস্ততা সম্বন্ধে আমার স্টান্সটা ক্লিয়ার করি। একটা উদাহরণ দিই, আমেরিকার হাসপাতালে সার্জিকাল প্রসিডিওর - এটা যদি ৯৯% ঠিক হয় তাহলে হপ্তায় ৫০০০ ভুল হয়। যদি ৯৯.৯৯৯৬৬% হয় তাহলে হপ্তায় ১.৭ টি ভুল হয়। তো এই বিষয়ে আমি কিছু লিখতে গেলে ভাবব, নিজের ১০০ শতাংশ দিয়ে চেষ্টা করব সেটাকে ঠিক করতে। আমার যা আছে তাই দিয়েই মাঠে নামব না, সেটা শুনতে যতই গ্লোরিয়াস হোক না কেন, যদি ভুল করে ৯৮.৯% ঠিক এ নেমে যায় তাহলে কি হবে? এক্ষেত্রেও আমি টাইপ টু এরর মিনিমাইজ করব।

    কমরেড ঈশান, টাইপ টু নিয়ে একটু কনফিউশন হচ্ছে, আমি বলেছি এই ধরণের ক্ষেত্রে আমি টাইপ টু এরর মিনিমাইজ করতে চাই পুরো খসড়াকে টাইপ টু এরর জাতীয় কোন কথা বলি নাই। তবে এই টার্মটা ইউজ করার জন্যই সরি, তার সাথে এটাও বলি এটা আমার এক সহপাঠীর জন্য ছিল।
  • Ishan | 117.194.38.97 | ১৮ আগস্ট ২০১১ ২২:৫১481374
  • নীতিগতভাবে আমার অবস্থান তাহলে আপনি মেনে নিয়েছেন। তাই তো? ল্যালা পদ্ধতি নিয়ে তাহলে কোনো দ্বিমত নেই। এইটা ক্লিয়ার করে দিন।

    ইমপ্লিমেন্টেশনে দ্বিমত থাকতেই পারে। কিন্তু আমি যা বলেছিলাম, তাইই করা হয়েছে। সবই পড়ে দেখা হয়েছে। বিশেষজ্ঞরা পাতি পাবলিকের ইনপুট যতটা পারা যায় নিয়ে যেমন পেরেছেন কোলেট করেছেন।

    যেহেতু দ্বিমতটা নীতিগত স্তরে নয়, ইমপ্লিমেন্টেশনের জায়গায়, তাই এটা কেন ঢুকেছে, ওটা কেন নেই, এ নিয়ে বিতর্ক থাকতেই পারে। থাকুক না। সবটাই একদম বুঝে ফেলা হয়েছে তা তো একেবারেই নয়।
  • aka | 168.26.215.13 | ১৮ আগস্ট ২০১১ ২২:৫২481375
  • আপাতত শুনেছি খসড়ার n-th কোন এডিশন কোথাও বেরিয়েছে, যেহেতু এখানে বেরয় নি তাই দেখাও যায় নি তাতে কি। এখানে খসড়া ১ এর পরে বহু বাদানুবাদ, তারপরে খসড়া ২ উইথ ডিসক্লেমার এরপরে কিছু ক্রিটিক। এরপরে শুনলাম খসড়া n বেরিয়েছে কোথাও একটা।

    ওক্কে যদি খসড়ার কোন এডিশনে এই বাদানুবাদ ইত্যাদি কোলেট করার প্রয়াস দেখা যায় তাহলে আর কিছু বলার নেই। কারণ কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট প্রোডাক্টিভ বাদানুবাদ হয়েছে।

    যাক, ঈশানকে এবং ওমনাথকে একটা প্রশ্ন করে যাই (পিওর অ্যাকাডেমিক অন্য কোন উদ্দেশ্য নাই)। ধরা যাক, আপনাকে সাপ খেলাতে বলা হল, আপনি কি ল্যালা পন্থায় সাপ খেলানো না শিখে মাঠে নেমে পড়বেন? যেমন কিনা আপনি বল খেলার সময়ে করেছিলেন?
  • ppn | 112.133.206.22 | ১৮ আগস্ট ২০১১ ২৩:০২481377
  • ব্রেকিং নিউজ।

    রেশনের ডিলারশিপ তুলে দেওয়া হচ্ছে। বিকল্প ব্যবস্থা কী হবে ভাও করে শুনতে পারলাম না। কালকের কাগজে চোখ রাখুন।
  • ppn | 112.133.206.22 | ১৮ আগস্ট ২০১১ ২৩:০৩481378
  • * ভালো
  • Ishan | 117.194.38.97 | ১৮ আগস্ট ২০১১ ২৩:০৫481379
  • আপনার লেখার পাঠক হিসেবে আমার একটা ক্রিটিক আছে। আপনি অন্যের লেখাগুলি পড়ছেন না। n th নয়, ওটা খসড়া নং দুই। :)

    আর সাপ খেলানো প্রসঙ্গে বলি।

    আমাকে সাপ খেলাতে বলা হলে আমি খেলাতে নামবই না। আমাকে বিষ খেতে বললেও খাবনা। কেউ কিছু করতে বললেই আমি করিনা। আমি যেটা করি সেটা আমার কনসাস চয়েস।

    কিন্তু যদি এমন অবস্থাতে পড়ি, যেখানে আমাকে সাপ ধরতেই হবে, আমি না ধরলে অন্য কোনো চয়েস নেই, সেক্ষেত্রে অগত্যা আমাকে ল্যালা পদ্ধতিতেই এগোতে হবে। অন্য কোনো গতি নাই।
  • kd | 59.93.195.20 | ১৮ আগস্ট ২০১১ ২৩:০৬481380
  • আমার কাছে ভোডাফোন ২৫ টাকা নিয়েছিলো নতুন সিম (পুরোনো নম্বর)এর জন্যে, বোধহয় সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট। :)

    ফোন হারানো পুলিশে রিপোর্ট করার কারণ হ'লো - যদি কোনো কারণে ফোনটি কোন অপকর্মে ব্যবহার হয় তাহ'লে পুলিশি হ্যারাসমেন্ট থেকে হয়তো বাঁচা যায়। যেহেতু আমি এখানে বিদেশি, তাই একটু বেশী কেয়ারফুল। এই আর কি।
  • ppn | 112.133.206.22 | ১৮ আগস্ট ২০১১ ২৩:০৭481381
  • কম: গোলদার ফাঁকেতালে এক প্যারা সিক্স সিগমার ভণিতা সেরে রাখলেন। :)
  • ppn | 112.133.206.22 | ১৮ আগস্ট ২০১১ ২৩:০৮481382
  • আর কোন সাপের কথা এখান হচ্ছে? হেলে না কেউটে?
  • nk | 151.141.84.194 | ১৮ আগস্ট ২০১১ ২৩:১৮481384
  • "হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে"-এটা কে বলেছিলো? :-)
  • aka | 168.26.215.13 | ১৮ আগস্ট ২০১১ ২৩:২৯481385
  • ঈশান একেবারেই নয়। আমি ল্যালাপন্থা মেনে নিই নি। আপনার ঘোষণা মেনে নিয়েছিলাম। ধারণা ছিল না বিশেষজ্ঞরা ল্যালাপন্থা অবলম্বন করবেন। আমিও আপনার মতন পলিসি বা সাপ নিয়ে খেলা পছন্দ করি না। যদি কোনদিন ইচ্ছে হয় খেলার রুল জেনেই খেলব। এইসব আর কি। হোপফুলি ওমনাথ এই পোস্টগুলো দেখছে। মোদ্দা কথা আপনি প্রবন্ধ লিখতে ল্যালাপন্থা লাগান, গল্প লিখতে লাগান, বই বের করতে লাগান, কিছু বলার নেই। কিন্তু যদি পাব্লিক পলিসি নিয়ে ল্যালাপন্থা লাগান বিশেষত বিশেষজ্ঞের টুপি পড়ে তাহলে চাট্টি কথা আছে। সেসবই এতক্ষণ ধরে বলছিলাম আর কি।
  • Ishan | 117.194.33.212 | ১৮ আগস্ট ২০১১ ২৩:৪৭481386
  • সমাজবিজ্ঞানের রুল আপাতত: যে এটাই কমরেড। যে, আমি কখনই পুরোটা জানবনা। আমি পরিবর্তনের সব সূত্র, সব চালিকাশক্তিগুলোকে জেনে ফেলবনা। অর্ধেক জানা অর্ধেক চেনা রাস্তায়ই পা ফেলে এগোতে হবে।

    আমি মানে ব্যক্তি আমি নয়, দুনিয়ার যাবতীয় তথাকথিত বিশেষজ্ঞও এই পন্থাই অবলম্বন করেন। বা করতে বাধ্য হন। আজ থেকে ছ মাস পরে বিশ্বের ইকনমি কি হবে, ঠিক কোন পলিসি নিলে সর্বসুখ হবে, কিভাবে সমাজবিপ্লব হবে, কোন ইনোভেশন কবে এসে দুনিয়া বদলে দেবে, এ কথা বুক ঠুকে বলার মতো কেউ দুনিয়ায় নেই। অতো ডেটা নেই, অতো পেপার নেই, অতো ভিসিবিলিটিও নেই।

    দুনিয়া এই করেই এগোচ্ছে কমরেড। প্র্যাকটিকাল হোন। সব জেনে তার্পর পলিসিতে হাত দেব, এই দিবাস্বপ্নে ভুগবেন না। এটাই রিয়েলিটি। এটাই রুল। আপাতত:। এখন খেলতে হলে এই নিয়মই মেনে খেলতে হবে। :)
  • aka | 168.26.215.13 | ১৯ আগস্ট ২০১১ ০০:০২481388
  • সমাজ বিজ্ঞান কেন? অনেক বিজ্ঞানেই এরকমই হয়। ধরুন ক্যান্সারের ওষুধ, একই ক্যান্সার, রোগীর ওপরে ডিপেন করে ওষুধ বদলে যায়, কোনই স্ট্যান্ডার্ডাইজেশন নেই, মানে একটা বেসিক স্ট্যান্ডার্ড আছে কিন্তু কোন রুল বই নেই। রুল বই নেই অতএব কিছুই ঠিক নেই, অতএব যেকেউ ক্যান্সার ট্রিটমেন্ট করতে পারে? উত্তর হল না কমরেড পারে না।

    যদি আপনার ডাক্তারের কাছে যাওয়ার অপশনই না থাকে, তাহলে অলটারনেট বেস্ট অপশন ন্যাচারাল হিলিংয়ের ওপর বিশ্বাস রাখা, নিজের ল্যালা ডাক্তারিতে নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন