এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিল্পনীতি ইত্যাদি-৬

    pi
    নাটক | ১১ আগস্ট ২০১১ | ১৫৮০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ১৮ আগস্ট ২০১১ ০২:১৪481322
  • আর পিনাকি একদল এলিট লোকজন সমাজের জন্য খুব চিন্তাভাবনা করছে এইটা সরকারের কাছে পৌঁছন খুব জরুরী কেন যাতে যাহোক কিছু দিলেই চলবে এটা বুঝতে পারছি না। এতে করে কি মেসেজ দেওয়া হল?
  • pi | 128.231.22.133 | ১৮ আগস্ট ২০১১ ০৩:৫৭481323
  • আকাদা কোন দাবী দাওয়া কাকে কবে লিখে পাঠিয়েছিলে ? :o

    আর বাকি সব পোস্টের জন্য :) ( মানে মুচকি হাসি ইমো :))
  • fevi | 217.162.222.214 | ১৮ আগস্ট ২০১১ ০৪:২৯481324
  • আর দাদারা ও দিদিরা, এই সব খসড়া-ফসড়া করে কি হবে?

    http://www.anandabazar.in/18raj1.html

    বরন্‌চ, আসুন এই সিম্ফনির ক্রেসেন্ডোতে সুর মিলিয়ে বলি "জয় মমতা"। অশিক্ষিতরা সুর মেলাবেন না। কেটে যাবে। আপ্নেরা পেপারও পড়েন নি, গানও শেখেন নি।

    বগল বাজান, বদলে। সাথে স্লোগান দিন, খসড়া নয়,------- চাই।
  • pi | 128.231.22.133 | ১৮ আগস্ট ২০১১ ০৪:৪৩481325
  • ব্রাত্য বসুর স্টেটমেন্টটা ফেভি দিয়ে স্ক্র্যাপবুকে সেঞে্‌ট রাখার মতন :)
  • aka | 75.76.118.96 | ১৮ আগস্ট ২০১১ ০৪:৫৮481326
  • পাই, এইখানে মানে টইতে যেমন খসড়া অজ্জিনাল বা ২ তে বলা ছিল। কিন্তু চর্বিত চর্বনে মাথা ঘামানো কি ভালো কাজ?

    কমরেড অপ্পন প্রশ্নটা সেখানেই যদি টাকা লাগে দেবে অর্থমন্ত্রী হয় তাহলে পূর্বশর্ত হিসেবে হতদরিদ্র অবস্থার কথা বলা হয়েছে কেন? আর যদি বলাই বা হয়েছে তাহলে আবার ই-গভর্নেন্সের কথা বলা হয়েছে কেন? মনে হচ্ছে ই-গভর্নেন্সের জন্য টাকা পয়সা লাগবে না।

    যাই হোক পুলিশের ১০০ - http://www.anandabazar.in/18cal2.html
  • pi | 128.231.22.133 | ১৮ আগস্ট ২০১১ ০৫:১৩481327
  • না, মাথা তো ঘামাবোই না। ঘামানোর নেই বলে। এখন তোলা প্রায় সব কথা নিয়েই আগে একাধিক দফা আলোচনা হয়ে গেছে আর সেটাকে পুরো ইগনোর করে উল্টে ইগনোর করার অভিযোগ তোলা হয়েছে বলে।

    তুমি পয়েন্ট বাই পয়েন্ট করে দাবি দাওয়ার লিস্ট লিখে পাঠিয়েছিলে বলে জিগালাম। টইতেও ওরকম কোন লিস্ট চোখে পড়েনি। মিস করে থাকতে পারি। তাই জিগেশ করেছিলাম।
  • pi | 128.231.22.133 | ১৮ আগস্ট ২০১১ ০৫:২৩481328
  • kamareDarpaNere-governencesankrantopostersathekhosrhathekeektiangshojog:

    আপাত: দৃষ্টিতে মনে হতে পারে, এটি একটি বহু হাজার কোটি টাকার প্রকল্প। আদতে তা নয়। এবং সে ব্যাপারেও বিপুল ব্যয় সংকোচ করা সম্ভব। প্রথমত: দামী সফটওয়্যার প্রযুক্তির পরিবর্তে কেবলমাত্র ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয়ত: প্রাথমিক ভাবে জটিল প্রযুক্তিগত সিস্টেম না বানিয়ে কাজ চালানোর মতো ফ্ল্যাট ফাইল চালাচালি করেও কাজ সম্পন্ন করা যায়। মোট কথা হল, যে, প্রযুক্তির দাস না হয়ে প্রযুক্তির প্রভু হতে পারলে, অকারণে অপচয় না করেও একটি সহজ কিন্তু কার্যকরী ই-গভর্ন্যন্স ব্যবস্থা তৈরি করা যায়।
  • aka | 75.76.118.96 | ১৮ আগস্ট ২০১১ ০৫:২৭481329
  • এই বাংলায় নতুন সরকার এসেছে। গুরুচন্ডালিতে লেখেন বা গুরু পড়েন এরকম কিছু মানুষ,অত্যন্ত ঘরোয়া ভাবে কিছু আলোচনার পর নতুন সরকারের কাছে দাবি বা প্রত্যাশার একটি প্রাথমিক খসড়া তৈরি করেন। খসড়াটি পাঠানো হয় শ্রী দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। খসড়াটি শুধু প্রাথমিকই নয়,অসম্পূর্ণও। শিক্ষা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি এখানে আসেনি। একে পূর্ণতা দেবার জন্য এবং আলোচনার জন্য বুলবুলভাজায় খসড়াটি প্রকাশ করা হল। ঠিক এই ফর্মেই খসড়াটি সরকারের কাছে পাঠানো হয়েছিল।

    আলোচনা করুন, মতামত দিন। টইয়ে দিন, বা মেল করুন গুরুর ঠিকানায় । আপনার মতামতে পরিমার্জিত ও পরিবর্ধিত হয়ে খসড়াটি পুনরায় পাঠানো হবে সরকারের কাছে।

    ----------------------------------------------------------------
    রাম -
    ----------------------------------------------------------------
    আপাতত আমার এইসব দাবী দাওয়া:-

    ১। ব্যাকল্যাশ রুখতে প্রতি থানায় হট লাইন খোলা হোক। যেখানে ফোন তোলা এবং অ্যাকশন নেওয়া বাধ্যতামূলক করা হোক। টেকনলজি দিয়ে ফোন ফাঁকা আছে অথচ তোলা হয় নি এটা মনে হয় টেকনলজি দিয়েই ট্‌র্‌যাক করা সম্ভব।

    ২। ধস্তাধস্তি হলে দিন তিনেক জেলের ঘানি, খুনোখুনি হলে ঠিকঠাক বিচার। এই পয়েনটা নিয়ে মাথা ঘামানোর বেশি দরকার নেই। মানে হল আইনি পথে সবথেকে কড়া দাওয়াই দেওয়া হোক। কনসিসটেন্টলি।

    ৩। বেআইনি সমস্ত অস্ত্র বাজার থেকে তুলে নেওয়া হোক। সিপিএমের পার্টি অফিস থেকে যদি তোলা হয় তৃণমূলের অফিস থেকেও তোলা হোক। এই কথা বলবেন না যে তৃণমূলের কারোর কাছে কোন অস্ত্র নেই। পাব্লিক ঘাসে মুখ দিয়ে চলে না।

    ৪। ছোট্ট একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে এই ইন্সিডেন্স গুলো ডেমোগ্রাফি ধরে ধরে ট্‌র্‌যাক করা হোক।

    ৫। মনে রাখবেন সবার হাতে আজ মোবাইল। সেই মোবাইলে ছবিও তোলা যায়, মোবাইলে ছবি তুলে আপানোর বন্দোবস্ত করা হোক। সেই ছবি দেখে কাউকে শনাক্ত করা গেলে পুলিশ অন্তত কড়কে আসুক।

    মোদ্দা কথা এই খুনের রাজনীতি বন্ধ হোক, দাদাগিরি বন্ধ হোক। আমার এই ১ থেকে ৪ যাস্ট লিখতে লিখতে চিন্তা করা অতএব যা মনে হল - ঈশান যেমন বলেছে - তেমনই লিখলাম। এবারে অন্য কারুর যদি বেটার আইডিয়া থাকে এটার ওপর ইমপ্র¦ভ করুন। কিন্তু ঐটা কেন লিখিনি, এটা কেন লিখলাম এইসব প্যাঁচাল পারবেন না।
    ------------------------------------------------------------------
    দুই -
    ------------------------------------------------------------------
    এই ই-গভর্নেন্স ভালো প্রস্তাব। কিন্তু একটা মুশকিল আছে, তাহল এটা ঠিক যাস্ট একটা টেকনলজি সলিউশন নয়। তাহল এখনকার আপিসের লোকেদের এই নতুন ওয়ার্ক ফ্লো, টেকনলজি শেখাতে হবে। ইমপ্লিমেন্টশনের দিক থেকে সেটা সময়ও লাগবে আর খরচ এস্টিমেট করলে কম হবে না। আর জেনারালি এই বড় স্কীমের প্রোজেক্ট গুলো ফেল করে। ছোট ছোট ভাগে ভেঙে করতে গেলে আবার কস্ট বেড়ে যায়।

    আর একটা পয়েন হল প:ব:য়ের বহু লোক এখনও নিরক্ষর, তারা ইন্টারনেট ব্যবহার করতে গেলে মুশকিলে পরবে, কিন্তু তাদের মোবাইল আছে, মোবাইল কিভাবে কাজে লাগানো যায় ভাবা যেতে পারে। ইন্সিডেন্ট রিপোর্টিং হট লাইন আমার মতে করাই উচিত। কিন্তু তাতেও ব্যায় আছে।

    আমি নিশ্চিত নই এই ভাবে সার্ভেলেন্স বসিয়ে আয় - খরচ ০ হবেই।

    বর্তমানে আয় বাড়াতে সরকারী বিনিয়োগে ইনফ্রাস্ট্রাকচার কাজ শুরু হোক, ১০০ দিনের কাজ ইমিডিয়েটলি ঠিক ঠাক হোক। ই-গভরনেন্স প্রায়োরিটি ঠিকই একটু পরের দিকে আমার মতে।
    -----------------------------------------------------------------
    তিন -
    -----------------------------------------------------------------
    Name:akaMail:Country:

    IPAddress:24.42.203.194Date:31May2011 -- 02:43AM

    উফফ এত কোলাহল কেন?

    ছোট্ট উদাহরণ ধরুন বাড়িতে প্রচূর চাপাচাপি, মানে পুরোটাই ক্রেডিট কার্ডের ওপর চলেছে, ধার টার প্রচূর, ডেট টু ইনকাম রেশিও ঘেঁটে ঘ। তো এমন সময় কি করবেন? আপনার উত্তর হবে ""আয় বৃদ্ধি ব্যয় সংকোচ"", একেবারে ঠিক। এটা একদমই ঠিক কথা।

    এবারে ধরুন আপনার এক বড়দা আছেন। আপনার সাথে সম্পক্কো বেশ ভালো টালো, খানিকটা আপনার ওপর ডিপেন্ডেন্টও বটে। ধরুন আপনি সেই দাদার থেকে ধারটার করে একটা ডিগ্রি নিতে পারেন। তাহলে কি হল, যেখানে ব্যায় সংকোচ করার কথা সেখানে আপনি প্রথমেই কিছু ব্যয় বাড়িয়ে দিলেন। কারণ ডিগ্রি নিলে পরবর্তী কালে আয় বাড়ার চান্স (চান্স কথাটা ইম্পর্ট্যান্ট) অনেক বেশি। এবারে সত্যিই আয় বাড়বে কি? এর কোন নির্দিষ্ট উত্তর কেউই দিতে পারে না। কিন্তু ডিগ্রির সাথে যে আয় বাড়া পজিটিভলি কোরিলেটেড সে কথা এস্টাবলিশড।

    শুধু ডিগ্রি বাড়ালেই হবে না এর সাথে সাথে কেন ব্যয় এত হুহা বাড়ছিল সেটাও দেখতে হবে, একথা বলে দিতে হবে না। কিন্তু যদি সেটা কোনো সফটওয়ার কিনে দেখতে হয় তাহলে বলব আপাতত ডিগ্রিটা বাড়িয়ে নতুন চাকরি খোঁজো তারপর দেখা যাবে, যেমন ই-গভর্নেন্স। এই যে যেখানে ধারের মাপ এত বেশি সেখানেও ধার কখনও কখনও প্রোডাক্টিভ রেজাল্ট দেয় সেটার জন্য বেসিক কিছুটা তত্ব জ্ঞান দরকার তাকি G অস্বীকার করবে?

    প:ব:য়ের ক্ষেত্রেও তাই বড়দা পোনোবদাকে ধরে কিছু ডিগ্রি বাড়ানো মানে ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্টে টাকা ঢালা হোক। তাতে আয় বাড়বে কিনা ডিপেন করছে কোথায় প্রোজেক্ট হবে, কি প্রোজেক্ট হচ্ছে তার ওপর।

    বই পড়ার দরকার নেই কনটেম্পোরারি পলিটিক্স দেখুন, আম্রিগায় রিসেশনের সময় ডান-বাঁ দুই পক্ষই ইকনমিতে টাকা ঢালতে এগ্রি করেছিল। কি হয়েছিল সেই নিয়ে দ্বিমত আছে। কিন্তু আমার নিজের মনে হয় টাকা না ঢাললে অবস্থা আরও খারাপ হত।

    প:ব:য়ের ক্ষেত্রে ব্যপারটা হল কোনোদিন টাকা ঢালাই হয় নি, সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্টই হয় নি। এখানে সাকসেসফুল হবার চান্স অনেক বেশি। শুধুমাত্র আয় বাড়াতে নয়, অন্য অনেক দিক থেকে।

    অতএব দিদি যদি পোনোবদার কাছ থেকে কিছু টাকা বাগাতে পারে, কিভাবে? সেটা দিদি ভাবুক।

    ---------------------------------------------------------------
    চার (কমরেড ঈশানের জন্য)
    ---------------------------------------------------------------
    হায় হানুদা আমার মহত ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্টকে নেহাতই সুবিধাবাদ বলল! ভদ্রভাবে কয়েছে কিন্তু তাই কইল। :((

    বাংলা কথা, আমি মনে করি, প:ব:য়ের সিপিএমের হার শুধুই কিছু আতা কেলানে নেতার ছড়ানো নয়। আসলে ভারতে বাম আন্দোলন তার বর্তমান নীতি, রেটরিক সমস্ত কিছু নিয়েই ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। কেন্দ্রে টাটার বিরোধীতা আর রাজ্যে টাটাকেই হাতে ধরে টেনে আনা এই দুয়ের টানাপোড়েন কে রাজনৈতিক ও নীতিগতভাবে ব্যাখ্যা করতে না পারাই বামেদের সবথেকে বড় ব্যর্থতা। এই অবস্থায় দাঁড়িয়ে পলিটিকাল অবস্থানটাই ভেবে দেখার মতন। সবাই সবার অবস্থান, দু:খ, কষ্ট, সবই বোঝে, তার সমাধান সম্বন্ধেও সম্যক ধারণা অবশ্যই আছে। কিন্তু তার যেটা নেই তাহল আরও বড় একটা ভিউ, তাই পার্লামেন্টারি সিস্টেমে একটা হায়ার্কি আছে। তাই সমস্যার সমাধান হওয়া উচিত টপ-ডাউন এবং বটম-আপ দুয়ের কোন এক ওয়েটেড অ্যাভারেজ। একে নিও-লিবারাল বললে তাই,কিম্বা প্‌র্‌যাগম্যাটিক বললে তাই, বিড়াল কিম্বা শুঁয়োপোকা বললেও ক্ষতি নেই।

    শুধুই পলিটিকাল রেটরিকে আটকে না গিয়ে বরং সেটাকে ছুঁড়ে ফেলুন, বিশেষত যখন দুই এক্সট্রীমের কোনটাই সবসময় কাজ করে না, ইতিহাস তার স্বাক্ষী। এই খসড়া না হয় টপ-ডাউন, শুধু মাত্রই টপ-ডাউন বলে তাকে ফেলে দেব কেন?

    ---------------------------------------------------------------------
    পাঁচ -
    ---------------------------------------------------------------------
    Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:01Jun2011 -- 08:39PM

    এত জটিলতা কেন?

    রাজ্যের আয় বাড়াতে হবে এই নিয়ে কোন প্রশ্ন নেই। এবারে আয় বাড়াতে হলে লোকের চাকরি বাড়াতে হবে। চাকরি বাড়ানোর তিনটি উপায় - এক, সরকার খরচপাতি করল, দুই, টাটাকে ডেকে আনা হল, তিন, এই দুয়ের সংমিশ্রন। স্টেট রেভিনিউ তে দেখলাম GrantsfromtheCentre বলে একটা হেড আছে। (মাক্কালি ঐ আরবিআইয়ের রিপোর্টে লেখা আছে)। তো পোনোবদাকে ঝুলোঝুলি করে সেই খাতে কিছু কি আনা যায় না? চেষ্টা করা হয়েছে কি?

    মোদ্দা কথা ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি ও চাকরি এবং তার সাথে পোটেনশিয়াল ডেট ট্‌র্‌যাপে পড়া থেকে বাঁচা দুই একই সাথে করতে হবে। যদি শুনি ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্ট হবে কি করে? লোক নেই অর্থবল নেই(বোতিন বলেছিল) বা যথেষ্ট দক্ষতা নেই (ঈশান বলেছিল), তাহলে বলব দক্ষতাটা ক্ষমতায় আসার পূর্বশর্ত। সিপিএম অদক্ষ বলেই লোকে ভোট দিয়ে তিনোমূলকে এনেছে।

    এবারে প্রশ্ন হল ডেট ট্‌র্‌যাপ যদি হয় তাহলে কেন হচ্ছে? কেনই বা কম রাজস্ব? এতো যারা এই ফিল্ডে বহুদিন রয়েছেন তারা ছাড়া বলা সম্ভব নয়। হতে পারে কেন্দ্র থেকে কম টাকা পেয়েছে, হতে পারে বাজেট ভুলভাল হয়েছে, হতে পারে অপারেশনাল প্রবলেম। ডেট ট্‌র্‌যাপ এড়াতে হবে এইজন্য সরকারী কোন খাতেই ব্যয় করা যাবে না এই নোশন টা ঠিক নয়। তাহলে আর লোকে পয়সা দিয়ে অ্যাকাউন্টিং পড়ে কেন? খরচাটা এমন খাতে হতে হবে যাতে সাপও মরে কিন্তু লাঠিও না ভাঙে। যেমন ঐ GrantsafromtheCentre মানেটা ঠিক বুঝিনি কিন্তু মনে হল এটাই হল পোনোবদার কাছে ঝুলোঝুলি।

    এই খাতে গত কয়েকবছরে মহারাষ্ট্র পেয়েছ ১১,৪৩২ কোটি, ১৭,৪৮৪ কোটি, ১২,১০৭ কোটি

    বিহার পেয়েছে ৭,৯৬২ কোটি, ১০,৬০৬ কোটি, ১১,৭৮৪ কোটি

    প:ব: পেয়েছ ৬,১৯৭ কোটি, ৭,৬৭৭ কোটি, ৮,৮৪ কোটি

    বিহারের উন্নতির সাথে পোনবদার কাছে ঝুলোঝুলির কোরিলেশনটা বেশ পজিটিভ কিন্তু।

    ------------------------------------------------------------------
    ছয় - Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:01Jun2011 -- 11:16PM

    এবারে রেভিনিউ -

    প:ব:য়ে ট্যাক্স রেভিনিউ

    ২০০৮-০৯ - ২৫,৭৪১ কোটি (৫ .%)
    ২০০৯-১০ - ২৮,৫৬৭ কোটি (৫ .%)
    ২০১০-১১ - ৩৫,২১৪ কোটি (৫ .%)

    প:ব:য়ে নন ট্যাক্স রেভিনিউ ( IncludesGrantsfromtheCentreandStates' ownnon-taxrevenue )

    ২০০৮-০৯ - ১১,১৬৩ কোটি (৫ .%)
    ২০০৯-১০ - ১০,৮৫০ কোটি (৩ .%)
    ২০১০-১১ - ১২,৩৫৯ কোটি (৪ .%)

    লোন ফ্রম দা সেন্টার

    ২০০৮-০৯ - ৪০০ কোটি (৫ .%)
    ২০০৯-১০ - ৪৪৬ কোটি (৩ .%)
    ২০১০-১১ - ৬৮৯ কোটি (৪ .%)

    যা বাড়ানোর বাড়তে পারে নিজের ট্যাক্স রেভিনিউ তে ( OwnTaxRevenue )।

    নিজের ট্যাক্সো বাড়বে কি করে যদি সেলস ট্যাক্স বাড়ে। কারণ ইনকাম ট্যাক্স সরাসরি রাজ্য পায় না। তাই প্রোগ্রেসিভ ট্যাক্স করে বেশি আয়ের লোক বেশি ট্যাক্সো দিলে তার বেশিটাই কেন্দ্র গুড় খাবে। রাজ্য তার শেয়ার পাবে।

    তা সেলস ট্যাক্সো বাড়বে কি করে? যদি লোকে বেশি জিনিষ কেনে আর সেই ট্যাক্সো কালেক্টেড হয়। লোকে তখনই বেশি কিনবে যদি লোকের চাকরি হয়। চাকরি হবে যদি সরকার টাকা স্পেণ্ড করে আর নয়ত টাটাকে ডাকতে হবে। টাটাকে ডাকলে কি হয় সেতো দেখলাম।

    সরকারী স্পেণ্ডিং ছাড়া আর কোন উপায় দেখতে পারছি না। এর সাথে সেলস ট্যাক্স কালেক্টও করতে হবে। এক্সিটিং প্রসেসকে মজবুত করতে হবে।

    --------------------------------------------------------------------
    সাত -
    ---------------------------------------------------------------------
    Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:01Jun2011 -- 11:39PM

    এক, রাজ্যে প্রোগ্রেসিভ ট্যাক্স করে কোন লাভই নেই। কারণ ইনকাম ট্যাক্সের বেশিটাই যায় কেন্দ্রীয় সরকারের হাতে, রাজ্য তার শেয়ার প্রায় মাত্র (আগেও বলেছি মনে হয়, তাও বেশি বললে ক্ষতি নেই)

    এবারে রেভিনিউ এক্সপেন্ডিচার/জিএসডিপি

    প:ব:

    ২০০৫-০৮ (DRE - 6.2, NDRE - 6.7, IP - 4.0, PN -1.4 )

    বিহার
    ২০০৫-০৮ (DRE - 12.0, NDRE - 9.2, IP - 3.8, PN -2.7 )

    প:ব:

    ২০০৮-০৯ (DRE - 8.6, NDRE - 5.9, IP - 3.4, PN -1.3 )

    বিহার
    ২০০৮-০৯ (DRE - 12.6, NDRE - 7.4, IP - 2.6, PN -2.4 )

    প:ব:

    ২০০৯-১০ (DRE - 8.1, NDRE - 7.0, IP - 3.2, PN -2.2 )

    বিহার
    ২০০৯-১০ (DRE - 15.2, NDRE - 9.1, IP - 2.7, PN -3.0 )

    প:ব:

    ২০১০-১১ (DRE - 7.5, NDRE - 5.6, IP - 2.9, PN -1.3 )

    বিহার
    ২০১০-১১ (DRE - 15.0, NDRE - 9.2, IP - 2.7, PN -3.5 )

    Avg.:Average.
    RE:RevisedEstimates.
    RE:RevenueExpenditure.DRE:DevelopmentRevenueExpenditure.
    NDRE:Non-developmentRevenueExpenditure.
    IP:InterestPayment.
    PN:Pension.
    GSDP:GrossStateDomesticProduct.

    কেন বিহার আর প:ব: কারণ বিহারের রিসেন্ট উন্নতি। এবারে দেখুন অন্যান্য রেশিও গুলো কম্পায়েরেবল হলেও ডেভলপমেন্ট খাতে বিহার কত বেশি খরচ করেছে ( DRE )। কেং করে?

    লিখতে থাকুন, পড়তে থাকুন টইপত্তর

    এই টইতে মন্তব্যের সংখ্যার সর্বোচ্চ সীমা পেরিয়েছে। মতামতের জন্য অন্য একটি টই খুলুন।
    এই সুতোর পাতাগুলি: [1][2][3][4][5][6][7][8][9][10][11][12][13][14][15][16][17][18][19][20][21] এই পাতায় আছে: 391--420

    বিষয় : নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি (২)
    বিভাগ : অন্যান্য
    বিষয়টি শুরু করেছেন : aka
    IPAddress:168.26.215.13Date:25May2011 -- 06:24PM

    Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:01Jun2011 -- 11:20PM

    আমি সিওর নই কিন্তু এই কেন্দ্রীয় গ্‌র্‌যাণ্ট হিসেবে কিছু টাকা পাওয়া গেলে তো তা আর কমিটেড এক্সপেন্ডিচারে লাগছে না। বাজেটে একেবারে অন্য লাইন আইটেম। কমিটেড এক্সপেণ্ডিচার পে করার জন্য কোন সরকার টাকা দেবে না। কিন্তু রাস্তা তৈরির জন্য দেবে। বলতে চাইছি দুটো প্যারালাল এবং প্রায় ইন্ডিপেণ্ডেট এফর্ট একটার ওপর অন্যটা ডিপেন করা উচিত নয়। যদিও বাজেট সম্বন্ধে এক পয়সাও না জেনে এসব বলা মূর্খামি। তাও না হয় একটু মূর্খামিই করলাম, বড়জোড় হানুদা চাট্টি কথা কইবে।

    Name:driMail:Country:

    IPAddress:117.194.232.211Date:01Jun2011 -- 11:22PM

    আকাদা আগে এই কথা বলুন। সরকারী স্পেন্ডিং জিডিপি তুলনায় তো পবতে সবচেয়ে বেশী। কিন্তু তাও কি সেল্‌স ট্যাক্স খুব পায়?

    Name:piMail:Country:

    IPAddress:72.83.97.171Date:01Jun2011 -- 11:23PM

    হ্যাঁ, পার্টির ইনকাম টাই সরকারের ইনকাম হোক, এই চাপ টাই দেওয়া হচ্ছে।

    আর এগুলো ইম্পলিমেন্টেশনের জন্য ই তো দক্ষতর প্রশাসনের পূর্বশর্ত।

    নজরদারি, বা বলা ভাল, 'প্রেশার গ্রুপ' তইরি করা। সরকারের মধ্যেও। জনগণের মধ্যে থেকেও। কাল য়েগুলো নিয়ে আলোচনা হচ্ছিল।

    Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:01Jun2011 -- 11:24PM

    এবারে আবার এক্সপেণ্ডিচারটাও পড়তে হবে। এই করে করে গাবদা রিপোর্টটা পুরোটাই পড়িয়ে নেওয়ার কেন্দ্রীয় চক্রান্ত। :(

    Name:piMail:Country:

    IPAddress:72.83.97.171Date:01Jun2011 -- 11:27PM

    আবাপ র রিপোর্ট টা নিয়ে দু'পয়সা ?

    Name:BratinMail:Country:

    IPAddress:117.194.100.192Date:01Jun2011 -- 11:28PM

    ইয়ে, সবাই যদি সব কিছু (মোটামুটি) বুঝে সেম পেজে এসে যায়। তাহলে ছোট করে একটু লিখে দিলে পড়ে এবং বুঝে ধন্য হই :-))

    Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:01Jun2011 -- 11:39PM

    এক, রাজ্যে প্রোগ্রেসিভ ট্যাক্স করে কোন লাভই নেই। কারণ ইনকাম ট্যাক্সের বেশিটাই যায় কেন্দ্রীয় সরকারের হাতে, রাজ্য তার শেয়ার প্রায় মাত্র (আগেও বলেছি মনে হয়, তাও বেশি বললে ক্ষতি নেই)

    এবারে রেভিনিউ এক্সপেন্ডিচার/জিএসডিপি

    প:ব:

    ২০০৫-০৮ (DRE - 6.2, NDRE - 6.7, IP - 4.0, PN -1.4 )

    বিহার
    ২০০৫-০৮ (DRE - 12.0, NDRE - 9.2, IP - 3.8, PN -2.7 )

    প:ব:

    ২০০৮-০৯ (DRE - 8.6, NDRE - 5.9, IP - 3.4, PN -1.3 )

    বিহার
    ২০০৮-০৯ (DRE - 12.6, NDRE - 7.4, IP - 2.6, PN -2.4 )

    প:ব:

    ২০০৯-১০ (DRE - 8.1, NDRE - 7.0, IP - 3.2, PN -2.2 )

    বিহার
    ২০০৯-১০ (DRE - 15.2, NDRE - 9.1, IP - 2.7, PN -3.0 )

    প:ব:

    ২০১০-১১ (DRE - 7.5, NDRE - 5.6, IP - 2.9, PN -1.3 )

    বিহার
    ২০১০-১১ (DRE - 15.0, NDRE - 9.2, IP - 2.7, PN -3.5 )

    Avg.:Average.
    RE:RevisedEstimates.
    RE:RevenueExpenditure.DRE:DevelopmentRevenueExpenditure.
    NDRE:Non-developmentRevenueExpenditure.
    IP:InterestPayment.
    PN:Pension.
    GSDP:GrossStateDomesticProduct.

    কেন বিহার আর প:ব: কারণ বিহারের রিসেন্ট উন্নতি। এবারে দেখুন অন্যান্য রেশিও গুলো কম্পায়েরেবল হলেও ডেভলপমেন্ট খাতে বিহার কত বেশি খরচ করেছে ( DRE )। কেং করে?

    Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:01Jun2011 -- 11:46PM

    একটু ভুল হল।

    বিহারের ইন্টারেস্ট পেমেন্ট ২০০৫-০৮ এ খুব বেশি ছিল কিন্তু আস্তে আস্তে কমিয়েছে। কিন্তু লক্ষ্যণীয় যে সেটা করতে তাদের ডেভলপমেণ্ট এক্সপেন্ডিচার কমাতে হয় নি বরং ১২ থেকে সেই রেশিও বেড়ে ১৫ হয়েছে। প:ব:য়ের ইন্টারেস্ট পেমেন্টও অনেক কমেছে কিন্তু ডেভলপমেন্ট এক্সপেন্ডিচারও কমেছে। তাই আমার মনে হয় প:ব:য়ের বাজেটের বর্তমান ক্রাইসিস এক যদি রেভিনিউ কালেকশন হয় (যদিও ট্যাক্স রেভিনিউ হুহা বেড়েছে দেখছি) তাহলে মূলত ডেভলপমেন্ট একেবারে আটকে আছে।

    কেন? আমার একটা মেঠো যুক্তি দিই, বাঙালী গত চার পাঁচ বছরে সিঙ্গুর আর নন্দীগ্রামে আটকে ছিল। কোথাও কোনরকম ডেভলপমেন্ট কিসুই হয় নি। অবশ্যই তার দায় যায় সিপিএম সরকারের ওপরে, কিন্তু কিছু দায় যায় বিরোধীদের ওপরেও।

    ------------------------------------------------------------------

    আট -
    ------------------------------------------------------------------
    Name:akaMail:Country:

    IPAddress:24.42.203.194Date:02Jun2011 -- 06:44AM

    কমরেড অপ্পনরে কি আর সাধে টিমে নেব বলেছি। এক্কেবারে খাপে খাপ রিপোর্ট নামিয়ে দিলে। :))

    এবারে দিলুম দ্রিয়ের কোর্টে বল ঠেলে। কনজারভেটিভ ও নয় রিস্কিও নয়, ইতিহাস এর স্বাক্ষী যে সময়ে সময়ে পাব্লিক সেক্টর স্পেণ্ডিং মাল্টিপ্লায়েড হয়ে ঘরে ফেরে। আমি নয় বলেছেন কেইন্স সাহেব।

    এবারে আমি বলছি এই পাব্লিক সেক্টর স্পেণ্ডিং এমন হওয়া উচিত যাতে তা আরও ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করে।

    যেমন এই যে আইটি কোম্পানি এদের তো সেক্টর ফাইভে ভীড় বাড়ানোর দরকার নেই। ক্লায়েন্ট বসে কোথায় ক্যালিফোর্নিয়ায়, তার কাছে যাহা লবণ হ্রদ তাহাই কল্যাণী। ধরা যাক আজ কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে ১০০ কিমি বেগে গাড়ি চালানো গেল। তাহলে কলকাতার বিভিন্ন অংশ থেকে লোককে তুলে নিয়ে বাস চলল কল্যাণী, কল্যাণীতে অনেক বড় বড় বিল্ডিং হল (কম জায়গায় অনেক লোক ধরবে), ক্লায়েন থাকার জন্য কিছু রিসর্ট হল, ভালো থাকার জায়গা হল, ভালো স্কুল হল, হাসপাতালের হাল ফিরল ইত্যাদি ইত্যাদি। যেমন গুরগাঁও র হয়েছে। প্রশ্ন উঠবে কেন সফটওয়ার। ওটা শুধু উদা মাত্র, কিন্তু বেসিক কথাটা হল সার্ভিস ইন্ডাস্ট্রী। কেন? এখনও ভারতীয় অর্থনীতির বেশিটাই আসে সার্ভিস ইন্ডাস্ট্রী থেকে মানে সব মিলিয়ে সাকসেসফুল হবার চান্স বেশি। আবার জায়গা লাগে কম, অতএব সিঙ্গুরে যে সমস্যা হয়েছিল তা হবার সম্ভাবনা কম।

    অভ্যু যদি কল্যাণীতে না চায় তাহলে শ্যামনগরেই হোক, অভ্যুকে নাহয় অনুসারী শিল্পগুলো দিয়ে দেব। মোদ্দা কথা যেখানেই হোক, হোক কলকাতার পাশে আমাদের গুরগাঁও। যেমন বোম্বের পাশে পুনে, দক্ষিণে কোয়েম্বাটুর ইত্যাদি। লো-কস্ট সার্ভিস সেক্টর হাব।

    ধাঁ ধাঁ করে আয় বাড়ল। শুধু তাই নয় এর সাথে সাথে আপনি কলকাতা থেকে কল্যাণীর বা শ্যামনগরের মধ্যের স্বাস্থ্য পরিষেবা অনেকটা ভালো করে ফেললেন। এই প্রোজেক্টের সাথে সাথে দু একটা সরকারী হাসপাতাল (হাই ক্যাপাসিটি), ঠিকঠাক অ্যাডমিনিস্ট্রেশন, দেখতে হবে যাতে বাড়ি থেকে আধাঘন্টার বেশি আপনাকে যেতে না হয়।

    এই হল শুরু এর পরে ঠিকঠাক রেগুলেশন তৈরি করে ছেড়ে দিন এইসব জায়গা যাতে নিজের মতন বাড়ে। মুখে গরীবের কথা ভাবার রেটরিক না আউড়েও কিন্তু আপনি আসলে গরীবের আয় বাড়ালেন।

    এইভাবে শুরুর পরে গড়গড়িয়ে উন্নয়ন বাড়বে দরকার শুধু কিছু ঠিকঠাক রেগুলেশন, ই-গভরনেন্স ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঐতিহাসিক এই সময়ে বাঙালী যদি ইনভেস্ট করার সুযোগ হারায় তাহলে আর কবে যে হবে বলা মুশকিল।

    ডেটা স্বাক্ষী যে প:ব:য়ের এই হাল গত কয়েক বছরের অনুন্নয়ন। রাজস্ব অনাদায়, সিপিএমের ক্যাবলামো ইত্যাদি হয়ত আছে কিন্তু বেসিকালি আমার মনে হয় সিঙ্গুর ও নন্দীগ্রাম প:ব:কে অন্তত পাঁচ বছর পিছিয়ে দিয়েছে।

    Name:akaMail:Country:

    IPAddress:24.42.203.194Date:02Jun2011 -- 07:13AM

    পাই, বিল যেকোন সময়ে যেকোন রাজ্যে বা যেকোন কোম্পানিতে বাকি থাকে। অ্যাকাউন্টিং ডেটা টাইম সেন্সেটিভ। আজ যা দেখে খুব আতঙ্কিত হচ্ছি বছরের শেষেই তা দেখলে খুব আতঙ্কিত হব না। যেকোন অ্যাকাউন্টেন্টের কাছে ডেটা চাইলে তারা ভয় পায় কারণ সাধারণ লোকে ইন্টারপ্রিট করে উঠতে পারেন না, কখন ডেটা রিপোর্টিং হচ্ছে তার ওপরে ডিপেন করে ইত্যাদি।

    তাই বর্তমান বাজেট নিয়ে এই বিতর্ক খানিকটা অ্যাকাউন্টিং জটিলতার জন্য বলেই মনে হয়। সময়ই বলবে, এই মুহূর্তে সব শুনে আমার মনে হচ্ছে খানিকটা অ্যাকাউন্টিং জটিলতা, আর খানিকটা তিনোমুলের এক্সপেটেশন সেটিং যে এই তো অবস্থা আর কিই বা করতে পারি। এর পরে যাই করুক লোকে ধন্য ধন্য করবে। সে ঠিকই আছে, সবাই করে, আমিও করেছি, আন্ডার কমিট ওভার ডেলিভার। কিন্তু এই নিয়ে মনে হয় না বিশেষ ভয় পাওয়ার কিছু আছে।

    তবে এসবের পরেও প:ব:য়ের ঋণের অবস্থা খারাপ সে কথা বলাই যায়। তারজন্য বিশেষ টাস্কফোর্স দরকার।
  • aka | 75.76.118.96 | ১৮ আগস্ট ২০১১ ০৫:৩৮481330
  • এরকম বহু আলোচনা বিশেষত দ্রি (ফাইনান্সের ক্ষেত্রে) আর পার্থ (স্বাস্থ্য) করেছে অজ্জিনাল খসড়া বেরনোর পরে। তা খসড়ার লুটিস অনুযায়ী এইসব কোলেট করে খসড়া দুইতে বেরনোর কথা ছিল। খসড়া দুইতে ঠিক কিভাবে এইসব কমেন্ট কোলেট করা হয়েছে জানতে চাই, সময়াভাবে না হয় মুচকি হাসিই নেব। (এবারে সত্যিই মুচকি হাসি ইমো)

    কমরেড পিনাকি হোয়াট নেক্সট?
  • pi | 128.231.22.133 | ১৮ আগস্ট ২০১১ ০৫:৪৭481332
  • এর মধ্যে কতগুলো পয়েন্ট নিয়ে একটু আলাদা করে লিখে দিতে বলে তোমাকে কতবার মেইল করা হয়েছিল? :)
    ডিসে¾ট্রালাইজেশন, স্বাস্থ্য - মনে পড়ে ? :)
    তোমার উত্তরগুলোও মনে করে দেখো। :)

    পিনাকীদা অনেকটা লিখেই দিয়েছে। এই খসড়ায় মূলত: সেই প্রস্তাব ই আনা হয়েছিল , অর্থনৈতিক সামর্থ্যের অভাবের কথা মাথায় রেখে সীমিত ক্ষমতায়ও যা করা সম্ভব। অর্থ জোগাড়ের চেয়েও বেশি অর্থের দক্ষতর, সফল ব্যবহার, অপব্যয় রোধ , এগুলোকে ফোকাস করা।

    তোমার বাকি বেশিরভাগ প্রস্তাবই তো শেষমেশ পোনোবদাকে ধরে টাকা আদায় করার কথা। আর এমনিতেও সেতো দিদি শুরু থেকেই করছে।
    খসড়া পাঠিয়ে দাবি জানাতে হবে যে টাকা আদায়ের দাবি করুন ?

    আর হ্যাঁ, তারপর ও প্রস্তাব বাকি থেকে গেলে, দ্বিতীয় খসড়ার মুখবন্ধটা আরেকবার পড়তে বলবো।
  • pi | 128.231.22.133 | ১৮ আগস্ট ২০১১ ০৫:৪৮481333
  • dwitiyokhasrharmukhabandhatheke:

    "খসড়াটি আজ প্রকাশিত হলেও যেহেতু এটি পাঠানো হয়েছে যথেষ্ট আগেই, তাই সমস্ত মতামতগুলি নিয়ে এখানে আলোচনাও করা যায়নি। পরবর্তী খসড়ায় অতি অবশ্যই বাকি মতামতগুলিকে স্থান দেওয়া হবে। "
  • aka | 75.76.118.96 | ১৮ আগস্ট ২০১১ ০৫:৫৫481334
  • অফকোর্স তুমি মেল করেছ। আমি কেন লিখব না তাও জনিয়েছি। আমি তো এই বিষয়ে খুব ক্লিয়ার ছিলাম। যা লিখব এখানে লিখব ডিবেটের ফর্মে সেটাই করেছি।

    ই-গভর্নেন্স পেলাম না ইন জেনারাল ই-গভর্নমেন্টের কস্ট, এখান থেকে ট্রেন্ড বোঝা যায়।
    Cost
    Although "a prodigious amount of money has been spent" on the development and implementation of e-government, some say it has yielded only a mediocre product. The outcomes and effects of trial Internet-based governments are often difficult to gauge or unsatisfactory.[15] According to Gartner, Worldwide IT spending is estimated to total $3.6 trillion in 2011 which is 5.1% increase from the year 2010 ($3.4 trillion).


    আরে মুখবন্ধ অনেকটা সাফাইয়ের মতন শোনাচ্ছে। মানে যাকে বলে মুচকি হাসি। :)

    এনিওয়ে আমি এসবের আগে জানতে চাই কোনরকমে খসড়ার কিছু একটা ফর্মে সরকারের কাছে পৌঁছন কেন খুব জরুরী। তারপরে বাকি কথা হবে। জয় হিন্দ।
  • pi | 128.231.22.133 | ১৮ আগস্ট ২০১১ ০৬:০৪481335
  • ই-গভর্নেন্সের খরচের ঐ ট্রেন্ড আছে বলেই খসড়ায় ঐ খরচ কমানোর প্রস্তাব দেওয়া ছিল :)
  • pi | 128.231.22.133 | ১৮ আগস্ট ২০১১ ০৬:১৭481336
  • আর ঐ দুটি ইস্যু নিয়ে লেখার ইচ্ছে আছে কিন্তু সময় নেই, তুমি এই কারণ দেখিয়েছিলে। :)
    এমনকি সময় পেলেই ক'দিন বাদে লিখবে, সেও জানিয়েছিলে :)
    খসড়ার পরবর্তী ভার্শন বের করার আগে সেসবের জন্য অপেক্ষা করা হচ্ছিলো তো :)

    তার আগেই তুমি হঠাৎ তোমাকে ইগনোর করা নিয়ে ( এবং সেটাও তোমাকে উত্তর দেওয়া টই টাকে সম্পূর্ণ ইগনোর করে :)) এত্ত এত্ত অভিযোগ হাজির করলে দেখে সত্যিই মুচকি হাসি দিতে ইচ্ছে করছে।

    আর কোনোকিছুর তাড়া কেন থাকবে ? একদম ঠিক কথা।
    পাঁচ বছর ধরে সময় নিয়ে ভাল করে সব রকম সব মতামত নিয়ে কোনোরকম ডিসক্লেমার বিহীন নিশ্ছিদ্র খসড়া পৌঁছানো সবার চাইতে ভাল। :)

    তবে কিনা ঐ নিশ্ছিদ্র মনে করা ও তারপর তাই নিয়ে পিনাকীদার আশঙ্কা করা ঐ .... ( না:, নাম করতে মানা করা আছে বলে আর করলুম না :)) ।

    ডিসক্লেইমার : এটা নেহাতই হুতোর স্বার্থে হুইস্কির প্রসঙ্গটা আরেকবার উত্থাপন করার অজুহাতে বলা। ( মুচকি হাসি ইমো )

  • aka | 75.76.118.96 | ১৮ আগস্ট ২০১১ ০৭:১৪481337
  • কিসুই বুঝলাম না। হুইস্কি টা কি?

    সময় নেই মানে যথাযথ ভাবে লেখার সময় নেই। ঠিক পাঁচ বছর ধরে সময় নিয়ে লেখার মানে যেমন নেই। তেমনই দায়সারা পাঠাতেই হবে বলে লেখারও মানে নেই। কিন্তু কতৃপক্ষ মনে করে হ্যাঁ তাই পাঠানো উচিত কেন সেটা জানতে চাইছি।
  • aka | 75.76.118.96 | ১৮ আগস্ট ২০১১ ০৭:১৫481338
  • বাই দা ওয়ে হুইস্কি মানে করা হচ্ছে কি হু ইজ কি? মানে দাঁড়াচ্ছে যেহেতু আমার লেখা নেওয়া হয় নি তাই দেখাতে চাইছি, ঠিক বুঝলাম কি?
  • pi | 128.231.22.133 | ১৮ আগস্ট ২০১১ ০৭:৪১481339
  • লেটার টু গড
    --------------

    ডিয়ার ভগবানদিদি,
    যদি তুমি থাকো তো এই ক্ষণে আকাদার মাথায় বরফ শীতল হুইস্কি ঢেলে দাও। নইলে বুঝবো তুমি ফেক ভগবান।
  • aka | 75.76.118.96 | ১৮ আগস্ট ২০১১ ০৭:৪৬481340
  • হা হা হা ভগবান মাথায় জল ঢালতে গেলে ওনার মাথাই গরম হবে।

    বাই দা ওয়ে হুইস্কির মানেটা কি? পিনাকিই বা কি বলেছে?
  • byaang | 122.167.108.6 | ১৮ আগস্ট ২০১১ ০৭:৪৮481341
  • ডিয়ার ভগবানপিসে,
    তুমি তো আছই, এক্ষুনি খুব গম্ভীর গম্ভীর কড়া কড়া কথা শুনিয়ে দাও মশামাসিকে। যদি না দাও, বুঝবো তুমি ফেক পিসে।

    কড়া কথাগুলো লেখার জায়গা এইখানে
    |
    |
    V
  • aka | 75.76.118.96 | ১৮ আগস্ট ২০১১ ০৮:১৯481343
  • আর একটা কথা বলে আপাতত যাই, যদি তক্কো করতে হয় করুন, শার্প এক্সচেঞ্জ করতে হয় করুন, কিন্তু আকারে ইঙ্গিতে কথা বলবেন না। অন্তত আমার সাথে বলবেন না, আমার না-পসন্দ। বেসিকালি মাথায় খানিক খাটো, এই জাতীয় জিনিষপত্তর মাথায় ঢোকে না।
  • ppn | 122.252.231.10 | ১৮ আগস্ট ২০১১ ০৯:৪৮481344
  • এখানেও কিস্যু পাল্টায়নি।

    http://anandabazar.in/18khela5.html

    তবে ক্ষী আশ্চর্য, লোকে আজকাল আবাপ-র লিং দিয়ে মমতার সমালোচনা কচ্চে। ভালো, ভালো।
  • Ishan | 14.99.5.215 | ১৮ আগস্ট ২০১১ ১০:১২481345
  • মার্কেটিং স্ট্র্যাটেজি কেন হবে? ওটা হল জ্যানাগ্যানকে আলোচনায় টেনে আনার আহ্বান।

    আর ডিসক্লেইমার থাকবেই। থানায় থানায় হটলাইনের উদাহরণটাই নিই। বেশ কিছু থানা (যদি না সব থানাই হয়) ইতিমধ্যেই ওয়্যারলেস দ্বারা সংযুক্ত। প্রশ্ন হল, আবার আরেকদফা হটলাইন করে গুচ্ছের টাকা খরচ করার কি মানে?

    এবার কমরেড আকাকে এই প্রশ্নের উত্তর দিতে হলে পুলিশি যোগাযোগব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আহরন করতে হবে। ওনার অবস্থান অনুসারে আমি এক্সপেক্ট করছি এই টইয়ে উনি সেই জ্ঞান আহরন করে প্রশ্নটির উত্তর দেবেন।
  • pi | 72.83.74.17 | ১৮ আগস্ট ২০১১ ১০:৫০481346
  • এতদ্বারা প্রমাণিত হইল ভগবানদিদি ফেক ও ভগবানপিসে সত্য ! :(

  • Suvajit | 168.244.164.244 | ১৮ আগস্ট ২০১১ ১৩:৫০481348
  • ইয়ে মানে এই থানার ব্যপারে আমার একটা প্রস্তাব ছিলো। যদি অভিযোগ প্রতি পুলিশ অন্তত ৫০ টা টাকাও চার্জ করতে পারত তাহলে সরকারের কিছু আয় বাড়ত। অথবা অভিযোগের গুরুত্ব অনুসারে টাকা বেশীকম হতে পারে। যেমন খুন - ২০০/-, চুরি - ৫০/-, ডাকাতি - ১০০/-, অপহরণ - ১৫০/- এই আর কি। পুলিশকেও অভিযোগের গুরুত্ব অনুসারে এসেলে বেঁধে দেওয়া হোক। খুন হলে ২৪ ঘন্টার মধ্যে প্রাথমিক তদন্ত ও ১৫ দিনের মধ্যে চার্জশীট পেশ, এইরকম আর কি।
    পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানালে আরো ৫০ টাকা অতিরিক্ত ফি, মন্ত্রীর বিরুদ্ধে হলে ১০০ টাকা অতিরিক্ত ফি।
    এটা খসরায় ঢোকানো যাবে কি? নাকি সময়সীমা পার হয়ে গেছে?
  • PT | 203.110.243.21 | ১৮ আগস্ট ২০১১ ১৪:০০481349
  • ....আগের জমানায় শাসক ফ্রন্টের বিধায়কেরাই বেশী সংখ্যায়..বাসের যাত্রী ছিলেন। এখন স্বল্পসংখ্যক বাম বিধায়ক বাসে ফেরেন। শাসকদলের বহু বিধায়কের রকমারি মডেলের গাড়ীতে ভরে থাকে বিধানসভা চত্বর। http://www.anandabazar.in/18cal3.html
  • siki | 123.242.248.130 | ১৮ আগস্ট ২০১১ ১৪:০৪481350
  • শুভজিৎকে কোনওদিন বোধ হয় থানায় অভিযোগ জানাতে যেতে হয় নি। :)
  • kc | 194.126.37.78 | ১৮ আগস্ট ২০১১ ১৪:১৫481351
  • সিম কার্ড হারালে, থানায় রিপোর্ট কত্তে কত টাকা যেন দিতে হয়। যাঁরা জানেন তাঁরা জানেন।
  • kd | 59.93.195.20 | ১৮ আগস্ট ২০১১ ১৭:২৫481352
  • ২০১১ ফেব্রুয়ারি - ভবানীপুর থানা।
    মোবাইল হারানো রিপোর্ট করতে গিয়েছিলুম।
    চেয়ার এগিয়ে দিয়ে বসতে বলেছেন। ওনারা চা খাচ্ছিলেন, আমার জন্যেও এক ভাঁড় আনালেন। কি সব ইইআইআই নম্বর বলতে পারিনি বলে একটু বকুনি দিয়ে নিজের মোবাইলে দেখিয়ে দিয়ে বললেন - নতুন ফোনটা কিনেই যেন ওটা কোথাও লিখে রাখি। একটা জাবদা খাতায় রিপোর্ট লিখেটিখে (বলেছিলুম কোথায় পড়ে গেছে, লিখেছে পিকপকেট) আমায় একটা ছিলিপ ধরিয়ে দিয়ে বললেন - সাবধানে যাবেন, এবার থেকে পকেট সামলে হাঁটাচলা করবেন।
    ও হ্যাঁ, একটা পয়সাও লগেনি।
  • dukhe | 122.160.114.85 | ১৮ আগস্ট ২০১১ ১৭:৩২481354
  • বোঝো ! পরিবত্তনের আগেই এই ! এখন তো বোধহয় নতুন মোবাইল ধরিয়ে দেবে !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন