এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উইন্ডোজ বনাম

    Arijit
    অন্যান্য | ২৪ জুন ২০১০ | ২৮৪৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 69.236.176.77 | ২৫ জুন ২০১০ ১৩:৩৯455064
  • ধুর! গুগল কিস্যু ব্যান করে নাই। পাগল তো নয়। সান মাইক্রো ও নয়।

    গুগলের ট্রান্সস্লিরাশেন ক্লায়েন্ট ম্যাকের জন্য নাই। ওয়েবে টাইপ করলে, অনেক টাইপ করলে গুগলে সার্ভারে অ্যাজাক্স কল রিজেক্ট করে, ওভারইউস দেখায়।

    গুগল এর এখন অ্যাপল-এর ওপর খুব রাগ। ফোন নিয়ে ঝগড়া।
  • Arpan | 122.252.231.10 | ২৫ জুন ২০১০ ১৩:৩৯455063
  • বেথের কথা ছাড়ো। ও পোলাপান, তেঅয় বেথে। : P
  • Arpan | 122.252.231.10 | ২৫ জুন ২০১০ ১৩:৩৯455062
  • বেটার কেউ বলেছে?
  • de | 59.163.30.3 | ২৫ জুন ২০১০ ১৩:৩৯455061
  • উইন্ডোজ ফাইল লিনাক্ষ -এও খোলা যায় তো, vmware mapping ইউজ করে --

    যার যেটা ভালো লাগে, সুবিধা হয়, সেটা কল্লেই তো হয়, খামোখা ছায়ার সাথে ধর্মযুদ্ধ ক্যান?
  • Arpan | 122.252.231.10 | ২৫ জুন ২০১০ ১৩:৪২455066
  • লিনাক্ষ ইন্সটলেশন ইত্যাদি কেউ করে দিলে ব্যপারটা আর কঠিন নয়। উবুন্টু আমিও লোড করেছিলাম। তারপরে দেখলাম প্রায় একই রকম দুটো জিনিস রেখে কী লাভ!
  • lcm | 69.236.176.77 | ২৫ জুন ২০১০ ১৩:৪২455065
  • আরে, উইন্ডোজ তো লিনাক্স উইন্ডোজ-এর থেকে বেটার - এনি ডে। এ নিয়ে আবার কে তক্কো করল।
  • Arpan | 122.252.231.10 | ২৫ জুন ২০১০ ১৩:৪৬455067
  • আজ্জো আর আমি যেইটা বলেছি সেইটা হল কোন ওএস কোয়ালেটিটেভলি "বেটার' সেইটা ম্যাঙ্গো ইউজারের ম্যাটার করে না। ব্র্যান্ডেড পিসিতে না হয় উইন্ডোজ লোড করে দেয়। কিন্তু তার পরে কত অংশ তাতে লাইনাক্ষ ডিস্ট্রো বসায়? এনি ডেটা?
  • de | 59.163.30.4 | ২৫ জুন ২০১০ ১৩:৪৭455068
  • computational research, physics,chemistry বা biologytheoretical calculation বেসড কাজকম্মে কিন্তু 99.999....% একাধিপত্য লিনাক্ষের -- সমস্ত অ্যাভেলেবল কোডই লিনাক্ষ বেস্‌ড -- উইন্ডোজের কোন জায়গাই নাই!
  • Samik | 121.242.177.19 | ২৫ জুন ২০১০ ১৩:৫২455069
  • এইখানেই তো অল্টার্ন আর সাবঅল্টার্নের তফাত। ইউটিউব অনলাইন ভিডিওর জগতে নামকরা। বের করো দেখি একখানা সাইট, যেটা মেটাক্যাফে থেকে ভিডিও ডাউনলোড করে দেয়?

    ফায়ারফক্সে এমন কোনও ফিচার আছে, এমবেডেড ভিডিও নামানোর, আজই প্রথম জানলাম। আমি ব্যবহার করি রিয়েলপ্লেয়ার ১০ গোল্ড। ফাফ বা আইই, যে কোনও জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে দেয় এফেলভি ফর্ম্যাটে। ওর্কুট ভিডিও থেকেও নামিয়ে দেয়, গুগুল ভিডিও থেকেও নামিয়ে দেয়। চাইলে সেখান থেকে avi, mp4 কিংবা mp3 ফর্মাটেও কনভার্ট করে নেওয়া যায় ডাউনলোডের সাথে সাথে। আমি তো বিক্রম সিংয়ের সব গানগুলো ইউটিউব থেকে নামিয়ে ঐভাবেই এমপিথ্রি করে নিয়েছি মোবাইলের জন্য।

    আমার উইন এক্সপি আর ভিস্তা দুটো মেশিনেই এমেস ওয়ার্ড ওপেন অফিস রাইটারের থেকে তাড়াতাড়ি লোড হয়। ওপেনাপিসের থেকে ওয়ার্ডে বেশি এডিটিং ফিচার্স আছে। আমি তাই ওপেনাপিস ইউজ করি না। খুব দরকার না পড়লে। এই যেমন কেউ ওডিটি ফাইল পাঠালো, তখন খুলতে হয়।

    উইন্ডোজ মিডিয়া প্লেয়ার অতি ধুর জিনিস। ভিএলসি প্লেয়ার যতদিন আছে, মিডিয়া প্লেয়ার খোলার দরকারই পড়ে না।

    কোয়ার্ক বোধ হয় খেয়াল করে নি, আমি উবুন্টু নিয়ে একদিন লড়েছি। আগাপাস্তলা কিছু বুঝতে না পেরে ক্ষান্ত দিয়েছি। সবচেয়ে বড় জিনিস হল রিপ্রেজেন্টেশন। আমার ঘরের ল্যাপি পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাস। সেখানে উবুন্টুর ডেস্কটপ কী রকম ম্যাড়মেড়ে লাগল ভিস্তার ডেস্কটপের তুলনায়। এটাও বোধ হয় কন্ডিশনিং, কে জানে!
  • Samik | 121.242.177.19 | ২৫ জুন ২০১০ ১৩:৫৫455072
  • অরিজিৎ,

    লিনাক্ষ উইন্ডোজের মতন সহজ না-লাগলেও সেটা বলতে পারবো না? "বলে বেড়াতে' পারবো না? কেন? আমার নিকনেম বেথে বলে? অথবা তোমার কাছে এর বিপরীতে কিছু ডেটা আছে বলে? ব্যস? আর কোনও কারণ নেই? আমার শক্ত লাগটা জাস্ট কোনও ম্যাটারই করে না?
  • Arijit | 61.95.144.122 | ২৫ জুন ২০১০ ১৩:৫৭455073
  • অপ্পন - উইন্ডোজ প্রি-লোডেড ব্র্যান্ডেড পিসি/ল্যাপিতে আলাদা করে লিনাক্ষ খুব কমই বসায় কারণ সেটা করলে ওয়ারান্টি ভয়েড হয়ে যায়। এটা ফাইন প্রিন্ট।
  • quark | 202.141.148.99 | ২৫ জুন ২০১০ ১৩:৫৯455074
  • @ অরিজিৎ,

    ফেডোরা আর উবুন্টু এই দুটোতেই উইন্ডোজ পার্টিশন অটোমাউন্টেড। মানে লিনাক্স থেকেই উইন্ডোজ পার্টিশন অ্যাক্সেস করা যায়। আগেও করা জেতো, তবে ঐ, মাউন্ট ক'রে নিতে হ'ত।

    @ শমীক,

    আগেই বলেছি, "উবুন্টু চালাতে পারিনি" এটা আমার কাছে বড়ো ধাঁধা। ভিস্তা ডেস্কটপের কোন্‌ ফিচারে উবুন্টু হেরে গেল?
  • lcm | 69.236.176.77 | ২৫ জুন ২০১০ ১৪:০২455076
  • বোঝো! এই লিংকে তো রয়েছে,
    ... Microsoft has also refused to comment on the speculation....

    স্পেকুলেশন তো।

    আমার এক প্রতিবেশী গুগলে উকিল। সে তো দিব্য ইউন্ডোজ।
  • Arijit | 61.95.144.122 | ২৫ জুন ২০১০ ১৪:০২455075
  • একজন আইটিগাই উবুন্টু নিয়ে একদিন লড়ে আগাপাশতলা বুঝলো না। আর সামান্য গাইডেন্স পেয়ে গ্রামের ইস্কুলের ক্লাস সেভেন/এইটের মেয়েরা দিব্যি অডিও/ভিডিও চালিয়ে ফেললো আর ক্লাস ফোর স্টাফেরা কম্পুতে হাত দেওয়ার চারদিনের মধ্যে গেম খেলে ফেললো - এর পর ম্যাটার করার মত আর কিছুই নেই।
  • de | 59.163.30.4 | ২৫ জুন ২০১০ ১৪:০৩455078
  • scientific Linux এও vmware অটো-মাউন্টেড।
  • Samik | 121.242.177.19 | ২৫ জুন ২০১০ ১৪:০৩455077
  • উবুন্টুতে ধাঁধা? প্রথমে তো কোথা দিয়ে শুরু করব বুঝতে পারলাম না। শাটডাউন করে উইন্ডোজে চালালাম। গুরুচন্ডালিতে ঢুকলাম। প্রশ্ন করলাম। কেউ উত্তর দিল। শাটডাউন করে উবুন্টুতে এলাম, এইবার কিছু কিছু খুঁজে পেলাম, নাড়াচাড়া করলাম, কিন্তু নেটে কানেক্ট করতে পারল না। বহু এদিক ওদিক চেষ্টা করলাম, আবার শাটডাউন করে উইন্ডোজে এলাম, গুগলে সার্চ মারলাম, কিছু পেলাম না, আবার শাটডাউন করে উবুন্টুতে এলাম, আবার লড়লাম নিজের সীমিত জ্ঞনবুদ্ধি দিয়ে, কিছুতেই কিছু হল না।

    পরের দিন ওটা আনইনস্টল করে দিলাম। এমনিতেও ঐরকম মরচে মরচে রংয়ের অ্যাপিয়ারেন্স ভালো লাগছিল না।
  • Arijit | 61.95.144.122 | ২৫ জুন ২০১০ ১৪:০৫455079
  • হুঁ - অটোমাউন্টটা তাহলে নতুন এসেছে।

    এটা উইন্ডোজের আরেকটা প্রবলেম - ইগো বলা যেতে পারে। অন্য কাউকে মানবে না। ম্যাকে উইন্ডোজ-ফরম্যাটেড হার্ডড্রাইভ পড়ে দেয়, উল্টোটা কখনো হয় না। লিনাক্ষেও একই কেস। এলসিএম নির্ঘাৎ বলবে উইন্ডোজের এই নিয়ে মাথাব্যথা নেই - কারণ উইন্ডোজ বড়দা, বাকিরা দায়ে পড়ে করে।
  • Arijit | 61.95.144.122 | ২৫ জুন ২০১০ ১৪:০৭455080
  • এলসিএম খুঁজে পেতে পছন্দমত একটা লাইন বের করেছে। বাকিটা ফালতু। ধুর, এভাবে তর্ক হয় না। কাটালাম। উইন্ডোজ স্বর্গ, উইন্ডোজ ধর্ম ইত্যাদি। জয় হোক।
  • Arijit | 61.95.144.122 | ২৫ জুন ২০১০ ১৪:০৯455082
  • উবুন্টুর অ্যাপিয়ারেন্স ম্যাড়মেড়ে, তাই ভিস্তা ভালো। আর ভিস্তার স্ক্রীন যার কপি সেই ম্যাক বড় বাজে, কারণ ওটা উইন্ডোজ নয়। মাইরি। উইন্ডোজের জয় হোক।
  • dukhe | 122.160.114.85 | ২৫ জুন ২০১০ ১৪:১২455084
  • অরিজিতের লিঙ্ক থেকে -
    "Idon'tthinkit'sfairtosaythatLinuxandMacOSXaremoresecurethanWindows, butIdothinkit'sreasonabletoclaimthatthey'resaferbecauseofthemuchsmallernumberofattacksthattargettheplatforms," saidGrahamCluley, aseniortechnologyconsultantwithsecurityspecialistsSophos. "It'sabitlikedecidingwheretogoonholiday–BaghdadorBournemouth? Youcancometoastickyendineither, butIknowwhereIwouldratherbetoreducemychances.
  • SB | 114.31.249.109 | ২৫ জুন ২০১০ ১৪:১২455083
  • herd mentality vs nerd mentality ;-)
  • Apan | 122.252.231.10 | ২৫ জুন ২০১০ ১৪:৩২455085
  • বেথে, নিজের নির্বুদ্ধিতা নিয়ে বলে বেড়াবে না। ঠিক আছে? : P
  • lcm | 69.236.176.77 | ২৫ জুন ২০১০ ১৪:৩৭455087
  • আবার সেই স্বর্গ, ধর্ম। ধম্মো টম্মো নয়, একটু আড্ডা।
    আরে বাবা না হয় একটু গাঁটামো করলাম, নইলে তক্কো হয় নাকি?
  • d | 115.117.225.81 | ২৫ জুন ২০১০ ১৪:৫৫455088
  • আমি উবুন্টু নেড়েঘেঁটে দেখেছি। খুব কিছু অসু বিধে হয় নি। S-390 ছাড়াও AS 400HP-3000, Unisys ইত্যাদিতেও কাজ করেছি। দারুণ কিছু অসুবিধে হয় নি।
  • nyara | 203.110.238.16 | ২৫ জুন ২০১০ ১৫:২১455089
  • ব্যক্তিগত ভালো-লাগা খারাপ-লাগা, পারা না-পারা নিয়ে গল্প এগোতে পারে না। অরিজিত যেটা বলছে, সেটা অনেকটাই সত্যি - কন্ডিশনিং। প্রথম থেকে উইন্ডোজ করছি, অভ্যেস হয়ে গেছে, বিরাট কিছু অসুবিধে হয় না বা হলেও সেটা সহ্য হয়ে গেছে, কেন আবার কেঁচে গন্ডুষ করা - এরকম একটা ব্যাপার অধিকাংশর মধ্যেই কাজ করে! একেবারে হক কথা। এর ওপর কোন যুক্তি নেই।

    কিন্তু এর এক্সটেনশন হিসেবে লসাগু যে বলছে, এটাই উইন্ডোজ ভাল হবার লক্ষণ কারণ "৯২% লোকে তো আর বোকা নয়", সেটা নিয়ে আপত্তি আছে। আপত্তিটা এই যে ৯২% লোকে উইন্ডোজকে বাই-মেরিট পছন্দ করেনি। মাইক্রোসফটের মার্কেটিং বাজেট যেন কত? লোকে যখন প্রথম পিসি কিনতে গেছে, তখন তার লিনাক্সের নাম শোনেন, অনেকে জানে না ম্যাক খায় না গায় মাখে। যারা জানে, তারাও জানে ম্যাক খায়, হ্যাপি মিল পাওয়া যায়। কাজেই লেভেল ফিল্ড নয়। সেটা মাইক্রোসফটের কৃতিত্ব। ওরা অনেক আগে মার্কেট ট্রেন্ড বুঝতে পেরেছে। সেদিকে জোর দিয়েছে। টেকনিকাল ট্রেন্ড বোঝা মাইক্রোসফটের স্ট্রং পয়েন্ট কোনদিনই ছিল, ওদিকে নজরও দেয়না। নব্বই-য়ের শেষ অব্দি দরকারও ছিলনা। অন্যের হাত মুচড়েই কাজ চলত।

    মাইক্রোসফটের আর একটা স্ট্রং পয়েন্ট ম্যাঙ্গো পাবলিকের চাহিদা বোঝা - ইউ আইয়ের দিক দিয়ে। যে কারণে আজ অধিকাংশ লিনাক্স ডিস্ট্রো তাদের ডেস্কটপ ডিজাইন করেছে উইন্ডোজের মতন করে। তার আর একটা কারণ উইন্ডোজ ছেড়ে লিনাক্সে এলে যাতে ম্যাঙ্গো পাবলিকের খুব অসুবিধে না হয়।

    আমার সাজেশন: লিনাক্স নেড়ে-চেড়ে দেখুন। আপনি যা করেন, সেগুলো সব করতে পারছেন? ওয়ার্ডে কত ফীচার, ওপেন অফিসে নেই - এরকম ভাববেন না। ভাবুন ওয়ার্ডে যেগুলো আপনার লাগে, সেগুলো সব ওপেন অফিসে আছে কিনা। যদি না থাকে তো ভাবুন, এক্সট্রা ফিচারের জন্যে ১০০+ ডলার দেওয়া যুক্তিযুক্ত কিনা। ভাবুন, সফটওয়্যার কিনতে কত পয়সা খরচা করতে হয়। না করতে হলে লিনাক্সে যাবার একটা কারণ কমে গেল। আপনার ব্যক্তিগত চাহিদার দিক থেকে ভাবুন। সব ভেবেচিন্তে যদি মনে হয় উইন্ডোজ আপনার পক্ষে বেটার, সেটাই শেষ কথা। এবার, অরিজিতকে অল্প প্যাঁক দিয়ে যাও সব নিজ নিজ কাজে।
  • Arijit | 61.95.144.122 | ২৫ জুন ২০১০ ১৬:০০455090
  • পয়সা দিয়ে কিনতে নর্মালি হয় না বলেই হয়তো চলে যাচ্ছে। এম্নি লোকের ক্ষেত্রে কলকাতায় বড় পিসি/ল্যাপির দোকানে উইন্ডোজ লাইসেন্সড কপি চাইলে বলে - কি দরকার, আমরা তো এম্নিই লোড করে দেবো...

    আর বড় কোম্পানিগুলো হয়তো লাইসেন্স কেনে - বা ক্লায়েন্ট কিনে দেয় - জানি না। আমার আপিসের ল্যাপি যেদিন "আনফিশিয়াল ভার্সন' বলে ওয়ার্নিং দিলো তার পরের হপ্তায় ফেরৎ দিয়ে দিলুম।
  • aka | 24.42.203.194 | ২৫ জুন ২০১০ ১৬:৫০455091
  • অ: মাইক্রসফটের মার্কেট শেয়ার ভালো তাও ভালো বলা যাবে না, এই নিয়ে তক্কো।

    ঠিক আছে মাইক্রসফট ভালো না, লিনাক্ষর হেবি রেজাল্ট, পরীক্ষায় ফাটিয়ে দেয় কিন্তু চাকরি পায় না। আমার আবার চাকরি করতে পারে এমন জিনিষ পত্তর দরকার। কেন? হাজার লক্ষ্য বার বলা।

    ১। সাধারণ লোকে হেক্স না বাইনারি এরর দেখালো তাই নিয়ে মাথা ঘামায় না। আর আজকাল উইন্ডোজে কোনরকম ম্যাসেজই দেখায় না।
    ২। উইণ্ডোজের জন্য সফটওয়ার? ঐ যে ল্যাদোষ-দা বললে দুই মিনিটে পাঁচটা পাওয়া যায়।
    ৩। পেজ র‌্যাংক অ্যালগোটা কনস্পিরেসি নয়, ওটা অংক, ওতে উইণ্ডোজ বেশি আসে মানে সেটা উইণ্ডোজের প্রোপাগান্ডা হয়ে গেল যে? :)))

    বাজারে বিক্রি করতে গেলে একটু বিজনেস জানতেই হয়তো। অবশ্যি বাঙালীদের বিজনেসে অ্যালার্জী। উইণ্ডোজ যা দেয় সেই একই জিনিষ অনেক কঠিন (কঠিন মানে ইউজেবিলিটি নয়, আদার সফটওয়ার, হাজার হাজার ডিস্ট্রো ইত্যাদি) করে না পেতে চাইলে তা কন্ডিশনিং? এটা মনে হয় কণ্ডিশনিংয়ের নতুন ডেফিনেশন।
  • nyara | 122.167.255.70 | ২৫ জুন ২০১০ ২১:১৪455093
  • হাজার হাজার ডিস্ট্রোতে প্রবলেমটা কোথায়? উইন্ডোজ ছেড়ে তো একসঙ্গে একের বেশি ডিস্ট্রো ব্যবহার করতে বলছে না।

    ২ নম্বর পয়েন্টে বেশি অপশনের গুণগান আর ৩ নম্বর পয়েন্টে বেশি অপশনের নিন্দে? অরিজিতের কথাই ঠিক প্রমাণ করছ -

    যদ্যপি আমার গুরু শুঁড়িবাড়ি যায়।
    তদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায়।।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন