এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উইন্ডোজ বনাম

    Arijit
    অন্যান্য | ২৪ জুন ২০১০ | ২৮৪৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ২৩:২৩455161
  • শেয়রপয়েন্ট আসায় সবচেয়ে ঝাড় খেয়েছে মনে হয় লোটাসনোট। ঢপের একটি জিনিস ছিল।
  • lcm | 69.236.176.77 | ২৬ জুন ২০১০ ২৩:২৪455162
  • না! আর কিছুক্ষণের মধ্যেই আফ্রিকা-উ:আমেরিকা-র খেলাটা শুরু হবে।
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ২৩:২৫455164
  • আর নাদাল ফাইভ সেটার জিতে উঠল।
  • lcm | 69.236.176.77 | ২৬ জুন ২০১০ ২৩:২৫455163
  • আর লোটাস নোট্‌স-এর ঐ এন্টারপ্রাইজ ইমেইল সার্ভারকে মেরেছে আউটলুক এক্সচেঞ্জ।
  • Abhyu | 80.221.18.28 | ২৬ জুন ২০১০ ২৩:২৬455165
  • চিনি না :(
    আসলে আমাদের তো বিনা পয়সার জিনিস দিয়ে চালাতে হয় - শেয়ারপয়েণ্ট নিয়ে কোনো অভিজ্ঞতাই নেই।

  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ২৩:২৯455166
  • আরে না না, তোমাকে বলিনি। যাকে বলা, লসাগু, ঠিক ক্যাচ করেছে। :)
  • aka | 24.42.203.194 | ২৭ জুন ২০১০ ০৭:৫০455167
  • সার্ভারের ক্ষেত্রে আমার উইন্ডোজ এক্সপেরিয়েন্স বলি।

    সার্ভার - উইণ্ডোজ ২০০০
    ডেটাবেস - সিকোয়েল সার্ভার ২০০০
    ডেটা- ১২ মিলিয়ন ক্লেইম/ইয়ার * ১০ বছর

    এই ডেটাবেস থেকে ওভার ওয়েব যেকোন ফিল্টার কণ্ডিশনে ২০ সেকেন্ড রেসপন্স টাইমে ডেটা ফেচ করেছি। সেই একই কোয়ারি চলছে এখনো পাঁচ বছর হতে চলল।

    সত্যি বলতে লিনাক্ষ সার্ভারে আমার এরকম মিড লেভেল অ্যাপ্লিতেও কাজ করার সুযোগ হয় নি। এখন যেখানে কাজ করি সেখানে ডেটা এতই কম আমার মনে হয় অ্যাকসেস ডিবি হলেও কিছু যেত আসত না।

    তাও এখানে লিনাক্ষ সার্ভারে কাজ করার অসুবিধা হল বহুত বাজে সাপোর্ট। যদিও পয়সা দিয়ে কেনা সাপোর্ট।

    হাতে গরম এক্সপেরিয়েন্স। লিনাক্ষ ৬৪ বিটে ওরাকল বিআই এবং ওরাকল ১১ আই লোড করতে গিয়ে নাকানি চোবানি খেয়ে প্রায় এক মাস নষ্ট করে ওরাকল ১০ জি তে ফেরত যেতে হল। যদিও সর্বত্র বলা আছে হয়। ডকুমেন্টেশনে এখনো মাইক্রসফটের ধারে কাছে কেউ নেই।

    দুটো ব্যপার আছে, এক, আমি নিজে যাস্ট শিখতে অনিচ্ছা বলে লিনাক্ষ অ্যাডপ্ট করব কিনা। সত্যি বলতে কি লিনাক্ষ এমন কিছু দেয় না যে শিখব। তাও মিড লেভেল টেকি হিসেবে এই ল্যাদ ভালো দেখায় না তাই আমার তিরস্কার প্রাপ্য।

    দুই, ম্যানেজার হিসেবে আমি আমার প্রোজেক্ট কোন এনভায়রনমেন্ট চুজ করব।

    হাই পারফরম্যান্স, হাই রিলায়াবিলিটি, লো কস্ট প্রোজেক্টে - লিনাক্ষ

    মিড লেভেল পারফরম্যান্স, মিড লেভেল রিলায়াবিলিটি, ফাস্ট ডেলিভারি - উইণ্ডোজ।

    যাঁরা কোনদিন সার্ভিস সেক্টরে কাজ করেন নি তাঁরা বোঝেন না যে কখনো সখনো (বেশির ভাগ ক্ষেত্রে) টাইম টাই সব থেকে গুরুত্বপূর্ণ প্যারামিটার। সেক্ষেত্রে উইণ্ডোজের জুড়ি নেই। কারণ এক, সহজ, দুই, প্রচূর ডকুমেন্টেশন অ্যাভেইলেবল, তিন, লোক পেতে কোন অসুবিধা হয় না - প্রোজেক্টের মাঝে লোক চলে গেলেও সহজে রিপ্লেস করা যায়। এইসব আর কি, তবে এসব দু:খ কি আর আর অ্যাণ্ড ডি র লোকজন কোনদিন বুঝবেন? দু:খের বিষয় হল লিনাক্ষর ডিস্ট্রো যাঁরা লেখেন তাঁরাও বোঝেন না। অতএব পয়সা দিয়ে মাইক্রসফটের দাদাগিরিই সহ্য করতে হয়।
  • nyara | 122.167.255.70 | ২৭ জুন ২০১০ ১২:৫৬455168
  • আমাকে আপাতত: একটা কথা বোঝান হোক - এক্সেলের অসাধারণত্বর সঙ্গে উইন্ডোজের মহত্বের সম্পর্কটা কী?
  • Arpan | 122.252.231.10 | ২৭ জুন ২০১০ ১৩:৪৩455169
  • এইটা কাকে বলা? আমি কেন উইন্ডোজ ছাড়া কাজ করতে পারি না তা বোঝানোর চেষ্টা করেছি। উইন্ডোজের মহত্বের দাবি কখন করলাম? লিনাক্ষবাদীরা দেখি খালি বিপক্ষের মুখে কথা বসান! : o
  • Arpan | 122.252.231.10 | ২৭ জুন ২০১০ ১৩:৪৯455171
  • যাগ্গে, ন্যাড়াদার কথার রেফারেন্স দিয়েই আপাতত এই "বোঝানোর" চেষ্টায় ইতি টানি।

    ন্যাড়াদা ঠিক কতটা অফিস ২০০৭ ব্যবহার করেছে জানিনা। বস্তুত: যারা লিনাক্ষের জয়গান করছে তাদের কতজন অফিসের অ্যাডভান্সড জিনিসপত্র ব্যবহার করেছে, আমার সন্দেহ আছে। কাজেই যুদ্ধ অনেকটাই ছায়ার সঙ্গে হচ্ছে।

    :-)
  • lcm | 69.236.176.77 | ২৭ জুন ২০১০ ১৪:০০455172
  • ন্যাড়া-র প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে....। মাইক্রোসফ্‌ট উইন্ডোজ-এর সাফল্যের একটা কারণ অবশ্যই মাইক্রোসফট অফিস।
    মানুষ কেন কম্পু কেনে? কিনে কি করে বা কি করবার জন্য কেনে? একটা os তো চাই। কিন্তু, তারপর? মনে রাখতে হবে ইন্টার্নেট যুগের আগে ২০০০-২৫০০ টাকা দিয়ে কম্পু কিনত, মানে সে সময় বেশ ভালো খরচা করে। শুধু একটি os নিয়ে লোকে করবে কি।

  • nyara | 122.167.255.70 | ২৭ জুন ২০১০ ১৭:৫৫455173
  • অর্পণ, তাহলে ওএস-টা গৌণ, অ্যাপ্লিকেশনটা মুখ্য। অর্থাৎ যদি অফিস ২০০৭ কেউ ম্যাক কি লিনাক্সে পোর্ট করে তাহলে উইন্ডোজ ছাড়তে তোমার অসুবিধে নেই। এই তো?

    লসাগুর জবাব পরে দেব।
  • sinfaut | 117.194.195.122 | ২৭ জুন ২০১০ ২১:৩১455174
  • কোন দিক ছেড়ে কোন দিক রাখি। যখন বললাম সহজে অ্যাপ্লিকেশন ডাউনলোড ও ইন্সটলেশনের কথা, তখন আকা বললো 'সাধারন লোক' ওসব করে না। এখন আবার অপ্পন বলছে, অপিস ২০০৭ এর জন্যই উইন্ডোজ। ওদিকে লসাগু বলছে, ফ্রী তে শুধু ওএস দিয়ে কী হবে, লোকে তাই দাম দিয়ে সব ভালো জিনিস কিনতে চায়। তখন যদি বলি, আরে 'সাধারন লোক' ফ্রী ওপেনআপিসেই কাজ চালিয়ে নিতে পারবে, তাদের দাম দিয়ে ms আপিস কেন কিনতে লাগবে, তখন আবার তার উত্তর দিতে আসবে ম্যানেজার অপ্পন।
  • @ | 117.194.234.187 | ২৭ জুন ২০১০ ২১:৩৬455175
  • তৃ-প-ভূ-n সিরিজের পিটির সঙ্গে সঙ্গে আজ্জো-লসাগু-অপ্পনদের যুক্তির মিল পেয়ে বড়ই আনন্দ পেলাম। আসলে পকাবুরা ভেতর ভেতর সবাই স্থিকাবু;-)
  • Arpan | 122.252.231.10 | ২৭ জুন ২০১০ ২১:৩৮455176
  • আমার ছাড়তে অসুবিধা নেই। এর পরেও একটা কিন্তু থাকে। সেটা হল সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমি চাইলেও আমার ইচ্ছামত প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারব না।

    কিন্তু সেটা তো অন্য বৃত্তান্ত। প্রকৃত প্রস্তাবে উইন্ডোজ ছেড়ে লিনাক্ষে আসতে আমার তরফ থেকে কোন কন্ডিশনিঙের গল্প নেই।

    আর হ্যাঁ, ওএসের থেকে আমার কাছে অ্যাপ্লিকেশনটা মুখ্য তো বটেই। আমার মত আরো কোটি কোটি নন-গিক ইউজারের কাছে।
  • Arpan | 122.252.231.10 | ২৭ জুন ২০১০ ২১:৪২455177
  • আরে "সাধারণ' লোকে কী দিয়ে কাজ চালাতে পারবে তা সাধারণ লোকের উপরই ছাড়ুন কমরেড। জনসংযোগ একটু কম করুন। আর ভালো করে মার্কেট সার্ভে করে "উন্নততর' বিকল্পের সন্ধান দিন। :)
  • nyara | 122.167.255.70 | ২৭ জুন ২০১০ ২১:৪৭455178
  • ঠিক আছে। তোর কেস ডিসমিসড। তোর উইন্ডোজের প্রতি দায়বদ্ধতা আসলে MS Office-এর প্রতি অমোঘ আকর্ষণ।

    অতএব, 'উইন্ডোজ একটি অতি ঢপের ওএস যাতে একটি অতি উত্তম অ্যাপ্লি অফিস ২০০৭ চলে' - এরকম স্টেটমেন্টে অর্পণের সই পাওয়া যাবে।

    এবার লসাগু।
  • Arpan | 122.252.231.10 | ২৭ জুন ২০১০ ২১:৫৭455179
  • আর এই ম্যানেজার ট্যানেজার আওয়াজ দেওয়ার খেলাটা পুরনো। হনুর কথা ধার করে বলতে গেলে বলতে হয় বেসিকালি রাবিশ।

    গুরুর "নন-ম্যাঞ্জার' ইউজারবেস যারা সিরিয়াস কাজকম্মো এক্ষেলের সাহায্যে করে বলে জানি, এই যেমন সোমনাথ (দাগু) বা স্যান এদের জিজ্ঞাসা করে দেখা হোক এরা কী বলে।

    ন্যাড়াদা, সই দেবো না। উইন্ডোজ ভালো না ঢপের সেই নিয়ে কোন জানকারি নেই, জানার কোন আগ্রহও নেই। তবে কাজের জিনিস এইটা জানি। আর এমএস অফিসের প্রতি কোন অমোঘ আকর্ষণ টাকর্ষণও নেই। যা আছে তাকে বলে অপরিহার্যতা। বাংলাটা তুমি ভালোই জানো বলে জানতাম। : P
  • aka | 24.42.203.194 | ২৭ জুন ২০১০ ২২:৩৮455180
  • বোঝো ঠেলা, লিনাক্ষ ধর্মের ধারক ও বাহকরা সেই অপ্পন, আকা, ল্যাদোষ এই নিয়েই লড়ে যাচ্ছে।

    তা মানলুম আপনারা আরলি অ্যাডাপটার্স। কিন্তু নীচের কারণগুলো রিজলভ না করলে গল্পটা কমপেলিং হচ্ছে না।

    In an openSUSE survey conducted in 2007, 69.5% of respondents said they dual booted a Microsoft Windows operating system in addition to a Linux operating system.[113] In early 2007 Bill Whyman, an analyst at Precursor Advisors, noted that "there still isn't a compelling alternative to the Microsoft infrastructure on the desktop."[114]

    Application support, the quality of peripheral support, and end user support were at one time seen as the biggest obstacles to desktop Linux adoption. According to a 2006 survey by The Linux Foundation, these factors were seen as a "major obstacle" for 56%, 49%, and 33% of respondents respectively at that time.


    আরও একটা প্রশ্ন করেছিলাম বিভিন্ন দেশের গভর্ণমেন্ট, আইবিএমের মতন কর্পোরেশনের ব্যাকিং, তার ওপরে বিনা পয়সায় পাওয়া যায় তাও লোকে গ্যাঁটের পয়সা দিয়ে মাইক্রসফট ওএসে আপগ্রেড করে। কেন? উত্তর পাই নাই। হবে বোধহয় সবাই কমরেড অপ্পনের মতন ম্যানেজার।
  • aka | 24.42.203.194 | ২৭ জুন ২০১০ ২২:৪৩455182
  • তা এসবের উত্তর পাব না জানি। কারণ উত্তর নেই। ঐ যে বললুম প্রো নিক্স সিস অ্যাডমিন মাস খানেকের প্রচেষ্টায় সিস্টেম দাঁড়া করাতে পারে না। সাপোর্টও কি ম্যানেজারদের লাগে?
  • aka | 24.42.203.194 | ২৭ জুন ২০১০ ২৩:০৯455183
  • আরও কিছু যুক্তি দেই। তবে যুক্তি দিয়ে কি হবে? লিনাক্ষ ধর্মাবলম্বীরা অ্যাপ্লিকেশন ম্যানেজার, সুডো আর মাইক্রসফট ব্যাশিংয়ের বাইরে বেরতে পারলেন না তো।

    অ্যাপ্লিকেশন সাপোর্ট:-

    The November 2006 Desktop Linux Client Survey identified the foremost barrier for deploying Linux desktops was that users were accustomed to Windows applications which had not been ported to Linux and which they "just can't live without". These included Microsoft Office, Adobe Photoshop, Autodesk AutoCAD, Microsoft Project, Visio and Intuit QuickBooks.[123][124]

    In a DesktopLinux.com survey conducted in 2007, 72% of respondents said they used ways to run Windows applications on Linux


    বলে কি? দেখেছো কাণ্ড পৃথিবীতে সবাই কমরেড অপ্পনের মতন ম্যানেজার হয়ে গেল। আর পারা যায় না।

    আর মাইক্রসফটকেও দেখো কি শয়তানের ঝাড়, এইসব হাবিজাবি প্রোডাক্ট সাপোর্ট করে, কি এভিল কি এভিল। সবাইকে ম্যাঞ্জার বানিয়ে ছাড়লে।
  • san | 115.117.197.146 | ২৭ জুন ২০১০ ২৩:৪১455184
  • হেথায়, অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রিতে এক্সেল বিহনে জীবন অচল। অ্যানালিসিস দুর্গম। ডেলিভারি সংকটবহুল ;-)

    বস্তুত এক্সেলবিহীন জীবন আমি কল্পনাই করতে পারিনা।
  • Arpan | 122.252.231.10 | ২৭ জুন ২০১০ ২৩:৪৮455186
  • কিন্তু, স্যান, তুমি কি অন্য সিস্টেমে অন্তত মাস তিনেক চেষ্টা করে দেখেছ?
  • bitoshok | 76.113.141.132 | ২৭ জুন ২০১০ ২৩:৪৮455185
  • ঐ তো "just can not live without" - এটা তো সেই কন্ডিশনিং-এর গপ্পই হয়ে গেল। বাকি অ্যাপ্লিকেশন গুলোর সম্পর্কে গুলোর কথা জানি না, অ্যাডোবে ফটোশপে কোন মহৎ ফিচার আছে যেটা ওপেন সোর্স অ্যাপ্লিকেশন ব্যাবহার করে করা যায় না সেটা পয়েন্ট আউট করতে পারলে মেনে নেব।
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ০০:২০455187
  • আহা সিঁফো, ন্যাড়া,অরিজিৎ....
    অমোঘ আকর্ষন, কন্ডিশনিং -- এসব কিস্যু নয়।

    gui os গুলোর মধ্যে উইন্ডোজ ভালো, আর ms office তো ভালোই - সব মিলিয়ে উইন্ডোজ প্লাটফর্ম এখনও gui ফ্রন্ট এন্ড প্লাট্‌ফর্ম হিসেবে বেশীর ভাগ ক্রেতার ফার্স্ট চয়েস।
    যেদিন, লিনাক্স উইন্ডোজ আরো ভালো হয়ে উঠবে (তোমাদের মতে অলরেডি উপযুক্ত হয়ে উঠেছে) তখন লোকে তো কিনবেই। বা, অফিস সুইটের ভালো অল্টার্নেটিভ আসবে, তখন চেঞ্জ করতে কতক্ষন। ততদিন অবধি ওই ১% মার্কেট শেয়ার নিয়েই থাকতে হবে, কি আর করা যাবে।

    ফ্রি, কোয়ালিটিতে সুপিরিয়র - অথচ লোকে কেনে না!! কারণ, কেননা মানুষ খুব কন্ডিশন্‌ড বা ব্রেন ওয়াশ্‌ড, বা, অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে -- ফ্রিতে ভালো প্রোডাক্ট থাকা সঙ্কেÄও মানুষ বেশী দাম দিয়ে অন্য প্রোডাক্ট কিনছে, স্রেফ মার্কেটিং-এর জন্য -- এই যুক্তি এই ২০১০ সালে হজম করা টাফ্‌, যখন লোকে একটা আলপিন কিনতে হলেও নেটে রিসার্চ করে দেখছে।

    আচ্ছা, সাধারন মানুষ না হয় বাদ দিলাম, বড় বড় কর্পো গুলো কেন পাল্টাচ্ছে না। এই ইকনমিতে লোকে যেখানে পারলে পার্সোনাল সেক্রেটারির পোস্টটা আউটসোর্স করে দেয়, সেখানে চোখের সামনে এত কস্ট সেভিংস দেখেও দেখতে পায় না কেন তারা।

    আমি ১৯৯৪, ১৯৯৯, ২০০৬ - লিনাক্স উইন্ডোজ ইনস্টল করেছি, প্রত্যেকবার কিছুদিন ব্যবহার করেছি, লক্ষ্য করেছি যে আগের বারের যে অনেক কিছু ইম্প্রুভ করেছে, ক্রমশ মাইক্রোসফট উইন্ডোজ-এর মতন হচ্ছে ইন্টারেফেস (যে কথা ন্যাড়া বলেছে), তারপর এক সময় রিয়ালাইজ করেছি যে বহুদিন আর লগ ইন করি না, শেষে উড়িয়ে দিয়েছি (এর মধ্যে হয়ত নতুন কম্পু কিনেছি, তাতে আর ইন্সটল করি নি)।

    তবে হ্যাঁ, ডেফিনটলি লিনাক্স উইন্ডোজ-এর পোটেনশিয়াল অনেক। এখনও অবধি যা অবস্থা, মাইক্রোসফ্‌ট প্লাটফর্মের অল্টার্নেটিভ যদি কেউ হতে পারে তো লিনাক্স উইন্ডোজ। কিন্তু, আরো পথ যে যেতে হবে বন্ধু।

  • aka | 24.42.203.194 | ২৮ জুন ২০১০ ০০:২৪455189
  • এই যেমন আমরা এখন গুগুল সার্চ ছাড়া বাঁচতে পারি না সেটা হল কণ্ডিশনিং। এগুলো হচ্ছে কণ্ডিশনিংয়ের মডিফায়েড ডেফিনিশন।

    ফটো এডিট করার জন্য ফটোশপের জুড়ি নেই। ফটোশপে দিনকে রাত, রাতকে দিন করা যায়। এক লেয়ারে শরতের আকাশে, অন্য লেয়ারে উত্তর মেরুর হিমবাহ রেজাল্টিং লেয়ার হল চোখ ধাঁধানো ছবি।

    সে যাই হোক, লিনাক্ষ ধর্মাম্বলম্বীদের দেখুন হাজার হাজার ইউজারদের রিকোয়ারমেন্টকে কণ্ডিশনিং বলেন। বিমান বাবুর কথা মনে পড়ে যায়। ইউজারদের বোঝানো যাচ্ছে না। লোকে ওপেন সোর্স থাকতেও শয়ে শয়ে ডলার খরচ করে ফটোশপ কিনছে। কালে কালে হয়ত কনসেন্ট ম্যানুফ্যাকচারিং আসবে, কিছুই বলা যায় না।
  • san | 115.117.197.146 | ২৮ জুন ২০১০ ০০:২৪455188
  • এই উত্তরটা অপ্পনকে।

    ধরো পাইভট টেবল। এমেস অফিসে রাতদিন করছিই। এক্সেলের পাইভট টেবল বানিয়ে যেকোনো ক্লায়েন্টকে পাঠালে সে দেখবে এবং সঙ্গে সঙ্গেই রিয়েলাইজ করবে কেসটা কী, ক্যানো, কীভাবে ইত্যাদি ইত্যাদি। রিসোর্সদেরো শিখতে লাগবে মিনিট পাঁচ।

    এখন ওপেনাপিসে এ মাল না থাকলেও এর ইকুইভ্যালেন্ট আছে, সত্যি কথা। তারে বলে ডেটা পাইলট। মাল খারাপ না। কিন্তু সে বস্তু ক্লায়েন্টকে পাঠালে সঙ্গে আবার ম্যানুয়াল পাঠাতে হবে যাতে সে নেড়েচেড়ে দেখতে পারে কীভাবে এই ইনফোগুলো সে ইউজ করতে পারে তার সুবিধেমত। এবং ঘটনা হল ক্লায়েন্টরা এমন রিপোর্ট বা অ্যানালিসিস দেখতে পছন্দ করেনা যা বোঝার জন্য তাদের ইউজার ম্যানুয়াল পড়তে হবে।

    এক্সেলের সুবিধে এইখানে। প্রচন্ড ইনটুইটিভ জিনিসপত্তর। করতেও সোজা, বুঝতেও সোজা, বোঝাতেও সোজা।
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুন ২০১০ ০০:৩০455190
  • স্যান, আমি জানি। ;-)
  • aka | 24.42.203.194 | ২৮ জুন ২০১০ ০০:৩৩455191
  • সেকি দেখেছো স্যানের ক্লায়েন্টের কি কণ্ডিশনিং? যাতে সুবিধা হয় তাতে কাজ করে, সাধে কি বলে মাইক্রসফট শয়তান। স্যানের ক্লায়েন্টকে অবধি কব্জা করে রেখেছে।
  • san | 115.117.197.146 | ২৮ জুন ২০১০ ০০:৩৭455193
  • জীবনে শুনিনি ম্যাঞ্জারেরা ইন্টারভিউ নেবার পরে উত্তর শুনে আবার 'আমি জানি' বলে :-)))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন